PDA

View Full Version : একটাা ভাল ব্রোকার চিনার উপায়



maziz6989
2016-07-20, 08:17 AM
কেউ কি দয়া করে আমাকে বলবেন কিভাবে একটা ভাল ব্রোকার খুজে পাব। আমি একজন নতুন ট্রেডার এবং এখন পর্যন্ত ভাল ব্রোকার কিভাবে খুজতে হয় আমি জানি না। যারা অভিজ্ঞ ট্রেডার আছেন দয়া করে এই ব্যপারে আমাকে সাহায্য করবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব।

HasanXM
2016-08-25, 10:23 AM
ব্রোকার স্ট্রাকচার দুরকম । একটা হচ্ছে - ডিলিং ডেস্ক যেখানে প্রতিটা অর্ডার পূর্ণ হবার আগে ডিলিং ডেস্কে গিয়ে যাচাই করে পূর্ণ হয়।
আরেকটা হচ্ছে নো ডিলিং ডেস্ক যেখানে কোন ডিলিং ডেস্ক থাকে না, আপনার অর্ডার প্রাইসের সাথে ম্যাচ থাকলেই অটোমেটিক রিকোয়েস্ট পূর্ণ হয়ে যাবে। মাঝখানে কোন ডিলার থাকবে না।

মাঝখানে ডিলার থাকলে প্রাইস ম্যানিপুলেট করা যায়।

ধরা যাক আপনি ইউরো ইউএসডি ১.৩৫৪৪ রেটে বাই চাপ দিলেন। ট্রেড সার্ভারে পৌছাতে পৌছাতে প্রাইস চেঞ্জ হয়ে গেল। প্রাইস চেঞ্জ হওয়া মানে পূর্বের প্রাইসে আর কোন সেলার নেই। এই অবস্থায় ব্রোকার নিজেই সেলার হয়ে আপনার রিকুয়েস্ট পূর্ন করে দিবে।

Momen
2017-07-24, 08:13 AM
একটা ভালো ব্রোকার অবশ্যই তার ক্লাইন্টদের সাহায্য করবে সর্বদা। তাছাড়া, তাদের স্প্রেডও তুলনামূলক ভাবে কম থাকবে অন্য ব্রোকারদের থেকে। তাছাড়া রয়েছে আপনার একাউন্ট এর নিরাপত্তা। আপনার একাউন্ট অবশ্যই ভেরিফাই করে নিবে। তাছাড়া, উইথড্র নিয়ে কোন ধরনের ঝামেলা করবে না। সাধারনত, ভালো ব্রোকাররা ১-৭ কার্য ঘন্টার মধ্যে উইথড্র কম্পিলিট করে থাকেন।

mahbubhb
2017-08-20, 08:01 PM
ভাল ব্রোকার বলতে আমরা বুঝি যাদের মাধ্যমে ট্রেড করলে আমাদের ডিপোজিট থাকবে নিরাপদ। যারা কিনা ডিপোজিট অর্ডার দেওয়ার সাথে সাথে জমা করবে আবার উইড্র রিকোয়েস্ট তারাতারি কার্যকর করবে। আমাদের একাউন্টের সিকিউরিটি নিশ্চিত করবে তারাইতো ভাল ব্রোকার। এজন্য আমি মনে করি ইনস্টা ফরেক্স সেরা এবং ভাল মানের ব্রোকার। ইনস্টা ফরেক্স বর্তমানে এশিয়ার সেরা তাই আমার কাছেও এটি সেরা। আর তাদের কাছ থেকে সার্বক্ষণিক সেবা নেওয়া যায় যা কিনা আমাদের বাংলাদেশেই দিয়ে থাকে ।