Log in

View Full Version : ফরেক্স মারকেট কিভাবে এ্যানালাইসিস করতে হ



SUMANMISTRY1993
2016-07-28, 04:34 AM
আমি জানতে চাচ্ছি যে ফরেক্স মারকেট আ্যালাইসিস আমি কী ভাবে করব । এবং এগুলোর আ্যানালাসিস করার
জন্য আমাকে কি করতে হবে?|:bravo:

maziz6989
2016-07-28, 09:46 AM
মার্কেট এর এনালাইসিস হল তিন প্রকার যথা, ফান্ডামেন্টাল , টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল। কোনটাকে হেয় করা যাবে না। মার্কেট প্রথম দুটোকে রেসপেক্ট করতে বাধ্য। তাই আমি মনে করি আগে আপনাকে এনালাইসিস শিখতে হবে তার পরে ট্রেড করতে আসতে হবে। কেননা শিখার কোন বিকল্প নেই।

motiar
2016-07-28, 02:15 PM
মার্কেট এনালাইসেস না জানলে ফরেক্স ব্যাবসা করা যাবে না । তাই এনালাইসেস শিখতে হবে । এনলইসেসের সাধারন ধারনা হলো চ্যানেল দেখে সাপরট রেসিস্টেণস/ক্যান্ডেল দেখে ট্রেড করতে হবে ।

basaki
2016-07-28, 08:51 PM
ফরেক্স মার্কেটে অনেক ধরনের এনালাইসিস রয়েছে আপনি কোন ধরনের এনালাইসিস করতে চান তা আগে আপনাকে নির্ধারন করতে হবে। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে এনালাইসিস করতে হবে আর ফান্ডামেন্টাল এনালাইসিস সব চাইতে বলে মনে করি অনেক ভাল।

MdImranHossain917
2016-07-28, 11:30 PM
ফরেক্স মার্কেটে মূলত আমরা বিভিন্ন কারেন্সির সম্ভাব্য প্রাইজ ভবিষ্যত্বে কি হতে পারে তা নির্নয়ের বা বিশ্লেষনের জন্য অতীত কালের ঐ সকর কারেন্সির মার্কেট পাইজের সাথে তুলনা করা হয়ে থাকে আর এর মধ্য থেকেই একটি সম্ভাব্য প্রাইজকে ভবিষ্যত্ব মার্কেন্ট মুভের প্রাইজ হিসাবে বিবেচনা করে সেই অনুযায়ী ট্রেডিং বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হযে থাকে।

RUBEL MIAH
2016-09-15, 07:44 PM
ডেমো ট্রেডের মাধ্যমে আমরা অবশ্যই ফরেক্স ট্রেড করব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ডেমো ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

Rahat015
2016-09-16, 09:32 AM
ফরেক্স মার্কেট এ এনালাইসিস তিন ধরনের। ফান্ডামেন্টাল, টেকনিকাল, সেন্টিমেন্টাল এনালাইসিস। এখানে আপনি কিভাবে এনালাইসিস করবেন সেটা বুজার জন্য আপনাকে আগে বুজতে হবে ফান্ডামেন্টাল এনালাইসিস কি? কি নিয়ে করে? টেকনিকাল এনালাইসিস কি? কি নিয়ে করে? আগুলা যদি ধরতে পারেন তাহলে আপনি নিজেই ভাল এনালাইসিস বের করতে পারবেন।

Forex Boy
2016-09-16, 11:36 AM
অাপনি তিন প্রকারের এনালাইসিস এর মাধ্যমে মার্কেটের এনালাইসিস সম্পন্ন করতে পারেন। যেমন এক টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস আর তিন সেন্টিমেন্টাল এনালাইসিস। আাপাকে ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস শিখতে যে পরিমান কষ্ট করতে হবে তার থেকে অধিক পরিমানে কষ্ট করতে হবে টেকনিক্যাল এনালাইসিস শিখতে।

Rahat015
2016-09-16, 02:44 PM
ফরেক্স মার্কেট এ এনালাইসিস তিন ধরনের। ফান্ডামেন্টাল, টেকনিকাল, সেন্টিমেন্টাল এনালাইসিস। এখানে আপনি কিভাবে এনালাইসিস করবেন সেটা বুজার জন্য আপনাকে আগে বুজতে হবে ফান্ডামেন্টাল এনালাইসিস কি? কি নিয়ে করে? টেকনিকাল এনালাইসিস কি? কি নিয়ে করে? আগুলা যদি ধরতে পারেন তাহলে আপনি নিজেই ভাল এনালাইসিস বের করতে পারবেন।

Fxaziz
2016-09-16, 07:38 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করে থাকি।যেমন-টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডামেন্টাল এনালাইসিস,সেন্টিমেন্টাল এনালাইসিস।এই তিন প্রকার এর এনালাইসিস এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সব থেকে ভালো মনেকরি টেকনিক্যাল এনালাইসিস কে।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারি।

mahbubhb
2017-08-11, 05:44 PM
ফরেক্স মার্কেটে সাধারণ তিন ধরনের এনালাইসিস করা হয়ে থাকে। এগুলো হল টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। এখানে আপনাকে সব কটি এনালাইসিস কে গুরুত্ব দিয়ে কাজ করলে আপনি ফরেক্সে একজন দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে গড়ে তোলা সম্ভব।

01797733223
2018-01-16, 09:09 PM
ভাই এখানে এনালাইসিস তিন প্রকার হয় যেমন: ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। সুতরাং এখানে আপনি কোন ধরনের এনালাইসিস করতে আগ্রহী হবেন, সেটা আগে আপনাকে ডিসিসন নিতে হবে। তবে এখানে ফান্ডামেন্টাল মানে নিউজের উপর ভিত্তি করে ট্রেড করা, টেকনিক্যাল মানে চার্টের প্যাটার্ন মিলায় কাজ করা এবং সেন্টিমেন্টাল মানে হল কোন প্রকার এনালাইসিস ছাড়াই রেন্ডোমলীভাবে ট্রেড করা।

Mahidul84
2018-01-17, 06:58 PM
আসলে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে চাইলে আপনাকে তিনটি প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে আর সেগুলো হচ্ছে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। আপনি এই তিনটি এনালাইসিস সম্পর্কে ভাল জ্ঞান ও অভিজ্ঞতা আয়ত্ব করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো কিছু জানতে ও শিখতে পারবেন। এবং উক্ত এনালাইসিসগুলোর উপর নির্ভর ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আমি মনে করি। এবং এই এনালাইসিসগুলো দ্বারা আপনি নিজেকে ফরেক্স মার্কেটে দক্ষ ও গুণগত মান সম্পূর্ণ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন।

Mamun13
2018-01-19, 12:29 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে এনালাইসিস করতে হবে তিনটি উপায়ে৷প্রথমত ফান্ডামেন্টাল এনালাইসিস বা মৌলিক বিশ্লেষন৷যে কারেন্সী পেয়ার নিয়ে ট্রেড করবেন ঐ দেশের আর্থিক অবস্হা জানার চেষ্টা করবেন৷কয়েকটি ফরেক্স নিউজ সাইট থেকে ঐ দিনের নির্দিষ্ট কারেন্সীর উপর নিউজ ইমপেক্টগুলি থেকে ঐ কারেন্সীর ভবিষ্যত মুভমেন্ট সম্পর্কে তথ্য জানতে পারবেন৷এরপরে টেকনিক্যাল এনালাইসিস করবেন আপনার ট্রেডিং চার্টের কেন্ডেলস্টীকগুলোর সার্বিক প্যাটার্ণ দেখে৷আর মার্কেটের ট্রেডিং সেন্টিমেন্ট দেখে সেন্টিমেন্টাল এনালাইসিস করতে হবে৷অতি সংক্ষেপে বলেছি কিন্তু এগুলো অনেক সময় সাপেক্ষ বিষয়৷

expkhaled
2018-01-19, 02:23 PM
ফরেক্স মার্কেট সাধারণত ৩ ভাবে এনালাইসিস করতে হয়। যেমন : ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সাইকোলজিক্যাল এনালাইসিস। ফান্ডামেন্টাল করতে বিভিন্ন নিউজের উপর ভিত্তি করে যাকে আমরা বলি নিউজ ট্রেডিং বা নিউজ ইম্প্যাক্ট আর টেকনিক্যাল এনালাইসিস করতে হয় সরাসরি চার্টে বিভিন্ন টুলসের মাধ্যমে যেমন : মুভিং এভারেজ, আর.এস.অাই, ফিবোনাচ্চি ইত্যাদি টুল ব্যবহার করে এবং সাইকোলজিক্যাল এনালাইসিসটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী এনালাইসিস যা দিয়ে ৭০% ট্রেড সফল করা সম্ভব দীর্ঘদিন মার্কেট এর গতিবিধি পর্যালোচনা করার কারনে মার্কেট এর ব্যপারে একটি জ্ঞান অর্জন হয় তাকে আমরা সাইকোলজিক্যাল এনালাইসিস হিসাবে দেখি।

Grimm
2018-01-19, 02:30 PM
বিভিন্নভাবে আপনি ফরেক্স বাজার বিশ্লেষণ করতে পারে। তবে আপনি যদি ভালভাবে বিশ্লেষণ করতে চান তাহলে আপনাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে। কারণ ভাল জ্ঞান ছাড়া এই বাজার বিশ্লেষণ করা অসম্ভভ। তাছাড়া এই বাজার উচ্চ ঝুকিপূর্ণ আর এখানে যদি বিশ্লেষণ ছাড়া প্রবেশ করেন তাহলে আপনার ক্ষতির পরিমাণ বেশি হবে। আর কিভাবে বাজার বিশ্লেষণ করতে হয় এটা আপনি বুঝতে পারবেন আপনি যখন এই বাজার সম্পর্কে জ্ঞান অর্জন করবেন তখন।

iloveyou
2018-08-02, 11:16 AM
ভাই এখানে আপনাকে যে কোন একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে। তবে আপনাকে আপনার ট্রেডিং এর জন্য প্রাথমিক অবস্থায় যে কোন একটা মুভিং এভারেজ এবং এর সাথে আপনি অন্য আরেকটি ইন্ডিকেটর নিতে পারেন, আর এভাবেই আস্তে আস্তে আপনি ট্রেডিং এর সব কলা-কৌশলগুলো এর-ওর কাছ থেকে কিংবা ফোরামের অন্যান্য সদস্যগণ কিভাবে এ্যানালাইসিস করে ট্রেড করছে সেগুলো অনুসরণ করেও ট্রেড করতে পারেন। তবে এখানে যে তিন ধরনের এ্যানালাইসিস রয়েছে, আপনি কোনটাতে আগ্রহী হবেন সেটা আগে আপনাকে জানতে হবে।

SHARIFfx
2018-08-02, 01:56 PM
আপনি ফরেক্স মার্কেট এ দেখতে হবে টেকনিকাল এনালাইসিস এ কন দেশের মুদ্রাটি শক্তিশালী হয়ার সম্ভবনা আছে শাতে ফান্ডামেন্টাল এনালাইসিস এ সেই মুদ্রা টির হাই ইনপেক্ট নিউজ কি প্রজিটিব না নেগেটিব। যদি প্রজিটিব হয় তাহলে আপনি সেই মুদ্রার পক্ষে যেতে পারেন আর আপনাকে মানিমেনেজেমেন্ট করতে হবে আর স্টপ লস আর টেক প্রফিট নিতে হবে।

rafiuqlislam
2018-08-02, 05:01 PM
ফরেক্স মার্কেট মুলতঃ ফান্ডামেন্টাল এ্যানালাইসিস,টেকন ক্যাল এ্যনালাইসিস,ও সেন্টিমেন্টাল এ্যানালাইসিস এই তিন প্রকার এ্যানালাইসিস করা হয়ে থাকে।ফান্ডামেন্ট ল এ্যানালাইসিস হলো ফরেক্স সম্পর্কিত মৌলিক জ্ঞান ,টেকনিক্যাল এ্যানালাইসিসরে অপর নাম নিউজ ট্রেডিং ,আর সেন্টিমেন্টাল এ্যানালাইসিস হলো নিজের ব্রেন প্রসুৎ জ্ঞান। এগুলো সুন্দর ভাবে শিখতে পারলে ফরেক্স জগতে ভাল করার আশা করা যায়।

sumon918
2019-05-29, 06:55 PM
ফরেক্স এ কাজ করার জন্য এবং ট্রেডিং করার জন্য প্রফিট করার জন্য আপনাকে অবশ্যই এনালাইসিস ভালোভাবে জানতে হবে। এনালাইসিস মূলত তিন ধরনের , টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এর মধ্যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ এই এনে দুটি করতে হয় ট্রেডিং চার্ট এবং জে কারেন্সির এনালাইসিস করবেন সেই দেশের অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক অবস্থার উপর। এর জন্য আপনাকে নিউজ এনালাইসিস করতে হবে নিউজ বুঝতে হবে। আর সেন্টিমেন্টাল এনালাইসিস সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই।আমার জানায় ভুল থাকতে পারে সংশোধন করে দেওয়ার অনুরোধ রইল।

TanjirKhandokar1994
2019-06-21, 08:34 AM
আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং এ কয়েক প্রকার এনালাইসিস আছে। সেগুলো হলো ১) টেকনিক্যাল এনালাইসিস, ২)ফান্ডামেন্টাল এনালাইসিস এবং ৩) সেন্টিমেন্টাল এনালাইসিস। তবে এখানে আপনি কোন প্রকার এনালাইসিস করবেন সেটা আগে আপনাকে নির্ধারন করতে হবে। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে এনালাইসিস করতে হবে। আর এই সকল প্রকার এনালাইসিসই ফরেক্স ট্রেডিং এ খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।ধন্যবাদ

ARIFULISLAM1996
2019-06-21, 09:05 PM
এনালাইসিস শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ করা। আর ফরেক্স মার্কেটে এই অ্যানালাইসিসের গুরুত্ব অনেক বেশি। ফরেক্স করতে গেলে তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হয়। অর্থাৎ তিনটি বিষয়ে বিশদভাবে বিশ্লেষণ করেই তবেই ফরেক্সে আসা উচিত। প্রথমত ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে আপনাকে অভিজ্ঞ হতে হবে। দ্বিতীয়তঃ টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তৃতীয়তঃ সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানা খুবই দরকার যা সবাই পারেনা। ফান্ডামেন্টাল এনালাইসিস কোন দেশের আর্থিক সামাজিক রাজনৈতিক অবস্থার ওপর নির্ভর করে করা হয়। আর টেকনিক্যাল এনালাইসিস মার্কেট এর অবস্থান বুঝে করতে হয়। মার্কেটের মুভমেন্ট অর্থাৎ মার্কেট ট্রেন্ড লক্ষ্য করে ট্রেড ধরা হয়। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বলতে আমরা বুঝি আপনার মন-মানসিকতা দক্ষতা নিজের প্রতি আত্মবিশ্বাসি কতটুকু তা নির্ভর করেই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করা হয়। এসবের পাশাপাশি ফরেক্স এর মূল চাবিকাঠি হচ্ছে মানি ম্যানেজমেন্ট।এসব এনালাইসিস গুলো সঠিকভাবে করেই মানি ম্যানেজমেন্ট করতে হবে। ধৈর্য সহকারে লোভ পরিহার করে ফরেক্স এর ট্রেড করতে হবে। ফরেক্সে ভালো কিছু করার প্রধান লক্ষ্যই হচ্ছে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিসের মাধ্যমে আপনি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হতে পারেন।

SOMARANITHAKUR1995
2019-06-21, 10:47 PM
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস আছে। যথা; ১. টেকনিক্যাল এনালাইসিস ২. ফান্ডামেন্টাল এনালাইসিস ও ৩. সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এই এনালাইসিস গুলো সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি ফরেক্স মার্কেট এনালাইসিস করতে পারবেন। যেমন টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে পূর্বে মার্কেটের মুদ্রার প্রাইস কত ছিল এবং বর্তমানে কত আছে তা ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে দেখা যায়। এর জন্য বিভিন্ন টাইম ফ্রেম এর মাধ্যমে ওই সময় অনুযায়ী মার্কেটে মুদ্রার প্রাইস সর্বোচ্চ ও সর্বনিম্ন কত ছিল তা জানা যায়। এটাই টেকনিক্যাল এনালাইসিস। প্রত্যেক ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডার সেকশনে দেশের অর্থনৈতিক অবস্থার উপর নিউজ প্রকাশিত হয়। নিউজ এর মাধ্যমে যদি বোঝা যায় যে কোন দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হয়েছে তাহলে ওই দেশের মুদ্রার প্রাইস বেড়ে যাবে এবং অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটলে মুদ্রার প্রাইস কমে যাবে। নিউজ এর উপর নির্ভর করে মার্কেটে মুদ্রার অবস্থা কেমন হতে পারে এই প্রকার এনালাইসিস কে ফান্ডামেন্টাল এনালাইসিস বলে। ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধ্যমে মুদ্রার প্রাইস ভবিষ্যতে কেমন হতে পারে তা জানা যায়। যারা দীর্ঘদিন ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করছেন তাদের ফরেক্স মার্কেটের উপর অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতার আলোকে এনালাইসিস করাটাই হল সেন্টিমেন্টাল এনালাইসিস। দীর্ঘদিন ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনিও এই এনালাইসিস করতে পারবেন। ফরেক্স মার্কেটে এভাবে এনালাইসিস করা হয়।

KF84
2020-06-28, 12:49 AM
আপনি যদি টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এই তিনটি এনালাইসিস সম্পর্কে ভাল জ্ঞান ও অভিজ্ঞতা আয়ত্ব করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো কিছু জানতে ও শিখতে পারবেন । উক্ত এনালাইসিসগুলোর উপর নির্ভর ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন কিন্তু আপনাকে ক্রমাগত শিখে যেতে হবে আর ধৈর্যের সহিত মার্কেট এ লেগে থাকতে হবে ।

muslima
2020-06-28, 12:57 AM
এনালাইসিস তিন প্রকার হয় যেমন: ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। সুতরাং এখানে আপনি কোন ধরনের এনালাইসিস করতে আগ্রহী হবেন, সেটা আগে আপনাকে ডিসিসন নিতে হবে। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বলতে আমরা বুঝি আপনার মন-মানসিকতা দক্ষতা নিজের প্রতি আত্মবিশ্বাসি কতটুকু তা নির্ভর করেই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করা হয়। এসবের পাশাপাশি ফরেক্স এর মূল চাবিকাঠি হচ্ছে মানি ম্যানেজমেন্ট।

konok
2020-06-28, 01:53 AM
মার্কেট এর এনালাইসিস হল তিন প্রকার যথা, ফান্ডামেন্টাল , টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল। কোনটাকে হেয় করা যাবে না। মার্কেট প্রথম দুটোকে রেসপেক্ট করতে বাধ্য। তাই আমি মনে করি আগে আপনাকে এনালাইসিস শিখতে হবে তার পরে ট্রেড করতে আসতে হবে। কেননা শিখার কোন বিকল্প নেই।

IFXmehedi
2020-06-28, 01:09 PM
আমি জানতে চাচ্ছি যে ফরেক্স মারকেট আ্যালাইসিস আমি কী ভাবে করব । এবং এগুলোর আ্যানালাসিস করার
জন্য আমাকে কি করতে হবে?|:bravo:

ভাই ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করতে হলে আপনাকে ট্রেন্ড লাইন বুঝতে হবে । ট্রেন্ড লাইন না বুঝলে ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করা যাবে না । ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা অনেক ধরনের মেথড অনুসরণ করি সেগুলো হলো ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস ইত্যাদি । অর্থাৎ আমরা যদি ফরেক্স মার্কেট সঠিকভাবে অ্যানালাইসিস করতে চাই তবে আমাদের অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস এর প্রতি সঠিক ধারণা থাকতে হবে ।

FREEDOM
2020-06-28, 01:45 PM
আমি জানতে চাচ্ছি যে ফরেক্স মারকেট আ্যালাইসিস আমি কী ভাবে করব । এবং এগুলোর আ্যানালাসিস করার
জন্য আমাকে কি করতে হবে?|:bravo:

ফরেক্স মার্কেটে আপনি অনেক ভাবেই এনালাইসিস করে ট্রেড করতে পারেন যেমন আপনি যদি ফান্ডামেন্টালি ট্রেড করতে চান তাহলে আপনাকে সবসময় নিউজ রিলিজের উপর ফোকাস রাখতে হবে। আর আপনি যদি টেকনিকালি ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনাকে মার্কেটের মেজর সাপোর্ট রেজিস্টান্স এনালাইসিস করে বের করতে হবে, পাশাপাশি মার্কেট কোন ধরনের ট্রেন্ডে আছে সেটা দেখতে হবে এবং ট্রেন্ড অনুযায়ী ট্রেড করার চেষ্টা করতে হবে।

Devdas
2020-07-14, 07:49 PM
ফরেক্স মার্কেট এ ৩ ধরনের এনালাসিস ব্যবহার আছে। যেমন, টেকনিক্যাল এনালাসিস, ফাইন্টামেন্টাল এনালাসিস ও সেন্টিমেটাল এনালাসিস। সবচেয়ে জনপ্রিয় এনালাসিস হল টেকনিক্যাল এনালাসিস যা আপনি ফরেক্স এর বিভিন্ন টুল ও মিনুবার এ দেখতে পাবেন। এই টেকনিক্যাল এনালাসিস এর মুভিং এভারেজ, আর.এস.আই. জিগজ্যাগ ইত্যাদি টুল ব্যবহার করে আপনি ভাল টার্গেট করে আয় করতে পারেন।

jimislam
2020-09-27, 06:17 PM
ভাই এখানে এনালাইসিস তিন প্রকার হয় যেমন: ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। সুতরাং এখানে আপনি কোন ধরনের এনালাইসিস করতে আগ্রহী হবেন, সেটা আগে আপনাকে ডিসিসন নিতে হবে। আপনি ফরেক্স এর বিভিন্ন টুল ও মিনুবার এ দেখতে পাবেন। এই টেকনিক্যাল এনালাসিস এর মুভিং এভারেজ, আর.এস.আই. জিগজ্যাগ ইত্যাদি টুল ব্যবহার করে আপনি ভাল টার্গেট করে আয় করতে পারেন।

Starship
2020-09-27, 11:31 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এনালাইসিস হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি সঠিকভাবে মার্কেটে মেসেজ করতে না পারেন তাহলে সহজে আয় করতে পারবেন না। ফরেক্সের সাধারণত তিন ধরনের মার্কেট এনালাইসিস করা যায়। এগুলো হলো ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস। প্রতিটি এনালাইসিসে মার্কেট এনালাইসিস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তবে আমরা সাধারণত টেকনিকেল এনালাইসিস বেশি গুরুত্ব দিয়ে থাকি। পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিস এর দিকে নজর রেখে ট্রেড করি। বিশেষ করে ফরেক্স নিউজ দিকে নজর রেখে ট্রেড করা হয়। ফরেক্স নিউজ অনুসরণ না করে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলা যায় যে মার্কেট এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ প্রফিট করার ক্ষেত্রে।

ABDUSSALAM2020
2020-09-27, 11:38 PM
মার্কেট এর এনালাইসিস হল তিন প্রকার যথা, ফান্ডামেন্টাল , টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল। কোনটাকে হেয় করা যাবে না। মার্কেট প্রথম দুটোকে রেসপেক্ট করতে বাধ্য। তাই আমি মনে করি আগে আপনাকে এনালাইসিস শিখতে হবে তার পরে ট্রেড করতে আসতে হবে। কেননা শিখার কোন বিকল্প নেই।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

sss21
2020-09-28, 02:25 PM
আপনি যদি টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এই তিনটি এনালাইসিস সম্পর্কে ভাল জ্ঞান ও অভিজ্ঞতা আয়ত্ব করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো কিছু জানতে ও শিখতে পারবেন । উক্ত এনালাইসিসগুলোর উপর নির্ভর ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন কিন্তু আপনাকে ক্রমাগত শিখে যেতে হবে আর ধৈর্যের সহিত মার্কেট এ লেগে থাকতে হবে ।

Sid
2020-09-28, 03:19 PM
ফরেক্স মার্কেটে অনেক ধরনের এনালাইসিস রয়েছে আপনি কোন ধরনের এনালাইসিস করতে চান তা আগে আপনাকে নির্ধারন করতে হবে। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে এনালাইসিস করতে হবে আর ফান্ডামেন্টাল এনালাইসিস সব চাইতে বলে মনে করি অনেক ভাল।

Md.shohag
2020-09-28, 06:24 PM
ফরেক্স মার্কেটে মূলত আমরা বিভিন্ন কারেন্সির সম্ভাব্য প্রাইজ ভবিষ্যত্বে কি হতে পারে তা নির্নয়ের বা বিশ্লেষনের জন্য অতীত কালের ঐ সকর কারেন্সির মার্কেট পাইজের সাথে তুলনা করা হয়ে থাকে আর এর মধ্য থেকেই একটি সম্ভাব্য প্রাইজকে ভবিষ্যত্ব মার্কেন্ট মুভের প্রাইজ হিসাবে বিবেচনা করে সেই অনুযায়ী ট্রেডিং বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হযে থাকে।

Tariq
2020-11-22, 11:15 AM
আপনি ফরেক্স মার্কেট এ দেখতে হবে টেকনিকাল এনালাইসিস এ কন দেশের মুদ্রাটি শক্তিশালী হয়ার সম্ভবনা আছে শাতে ফান্ডামেন্টাল এনালাইসিস এ সেই মুদ্রা টির হাই ইনপেক্ট নিউজ কি প্রজিটিব না নেগেটিব। যদি প্রজিটিব হয় তাহলে আপনি সেই মুদ্রার পক্ষে যেতে পারেন আর আপনাকে মানিমেনেজেমেন্ট করতে হবে আর স্টপ লস আর টেক প্রফিট নিতে হবে।

Smd
2020-11-22, 11:40 AM
কারেন্সির সম্ভাব্য প্রাইজ ভবিষ্যত্বে কি হতে পারে তা নির্নয়ের বা বিশ্লেষনের জন্য অতীত কালের ঐ সকর কারেন্সির মার্কেট পাইজের সাথে তুলনা করা হয়ে থাকে। যেমন এক টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস আর তিন সেন্টিমেন্টাল এনালাইসিস। আাপাকে ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস শিখতে যে পরিমান কষ্ট করতে হবে।

FRK75
2021-03-21, 11:29 AM
ফরেক্স মার্কেটে অনেক ধরনের এনালাইসিস রয়েছে আপনি কোন ধরনের এনালাইসিস করতে চান তা আগে আপনাকে নির্ধারন করতে হবে। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে এনালাইসিস করতে হবে আর ফান্ডামেন্টাল এনালাইসিস সব চাইতে বলে মনে করি অনেক ভাল।আগে বুজতে হবে ফান্ডামেন্টাল এনালাইসিস কি? কি নিয়ে করে? টেকনিকাল এনালাইসিস কি? কি নিয়ে করে? আগুলা যদি ধরতে পারেন তাহলে আপনি নিজেই ভাল এনালাইসিস বের করতে পারবেন।

Smd
2021-05-26, 10:59 AM
আপনাকে তিনটি প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে আর সেগুলো হচ্ছে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। আপনি এই তিনটি এনালাইসিস সম্পর্কে ভাল জ্ঞান ও অভিজ্ঞতা আয়ত্ব করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো কিছু জানতে ও শিখতে পারবেন। এবং উক্ত এনালাইসিসগুলোর উপর নির্ভর ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আমি মনে করি। কারণ ভাল জ্ঞান ছাড়া এই বাজার বিশ্লেষণ করা অসম্ভভ। তাছাড়া এই বাজার উচ্চ ঝুকিপূর্ণ আর এখানে যদি বিশ্লেষণ ছাড়া প্রবেশ করেন তাহলে আপনার ক্ষতির পরিমাণ বেশি হবে।

EmonFX
2021-07-30, 03:47 PM
আমি জানতে চাচ্ছি যে ফরেক্স মারকেট আ্যালাইসিস আমি কী ভাবে করব । এবং এগুলোর আ্যানালাসিস করার
জন্য আমাকে কি করতে হবে?|:bravo:

ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে প্রপার এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করতে হবে। প্রোপার এনালাইসিস ছাড়া এই মার্কেট থেকে এক টাকাও ইনকাম করা সম্ভব নয়। আমাদের ফরেক্সে বারবার লস করার মূল কারণ হলো প্রপার এনালাইসিস না করতে পারা। এনালাইসিস করার ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি এনালাইসিসকে সমান গুরুত্ব দিতে হবে। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল সব ধরনের অ্যানালাইসিসের কম্বিনেশনে ট্রেড করতে হবে। কোন একটি এনালাইসিস এর উপর শতভাগ নির্ভর হয়ে ট্রেডিং করা যাবে না। আপনি যতই টেকনিক্যাল এনালাইসিস করেন না কেন একটা ফান্ডামেন্টাল নিউজ আপনার যেকোন এনালাইসিসকে ভেঙে দিয়ে মার্কেট বিপরীত দিকে মুভ করাতে পারে।

আবার আপনি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করলেও সেন্টিমেন্টাল এনালাইসিসকে গুরুত্ব না দিলে যেকোনো সময় বড় ধরনের লসের মুখোমুখি হতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট এনালাইসিস হলো প্রাইস একশন ট্রেডিং। এটি মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কোন এন্ট্রি নেয়ার আগে অবশ্যই ভালোভাবে প্রাইজ একশন ট্রেডিং আয়ত্ত করতে হবে। আমি মনে করি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস এর পাশাপাশি প্রাইজ একশন ট্রেডিংকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রেডিং করতে পারলে আপনি বেশিরভাগ ট্রেডেই প্রফিট করতে পারবেন। নইলে কখনোই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব নয়।

samun
2021-08-25, 09:50 AM
ফরেক্স এ কাজ করার জন্য এবং ট্রেডিং করার জন্য প্রফিট করার জন্য আপনাকে অবশ্যই এনালাইসিস ভালোভাবে জানতে হবে। এনালাইসিস তিন প্রকার হয় যেমন: ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস।এর মধ্যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ এই এনে দুটি করতে হয় ট্রেডিং চার্ট এবং জে কারেন্সির এনালাইসিস করবেন সেই দেশের অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক অবস্থার উপর।ভাল জ্ঞান ছাড়া এই বাজার বিশ্লেষণ করা অসম্ভভ। তাছাড়া এই বাজার উচ্চ ঝুকিপূর্ণ আর এখানে যদি বিশ্লেষণ ছাড়া প্রবেশ করেন তাহলে আপনার ক্ষতির পরিমাণ বেশি হবে। আর কিভাবে বাজার বিশ্লেষণ করতে হয় এটা আপনি বুঝতে পারবেন আপনি যখন এই বাজার সম্পর্কে জ্ঞান অর্জন করবেন তখন। এর জন্য আপনাকে নিউজ এনালাইসিস করতে হবে নিউজ বুঝতে হবে। আর সেন্টিমেন্টাল এনালাইসিস সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই।আমার জানায় ভুল থাকতে পারে সংশোধন করে দেওয়ার অনুরোধ রইল।

Smd
2021-11-18, 10:01 AM
প্রথমত ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে আপনাকে অভিজ্ঞ হতে হবে। দ্বিতীয়তঃ টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তৃতীয়তঃ সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানা খুবই দরকার যা সবাই পারেনা। ফান্ডামেন্টাল এনালাইসিস কোন দেশের আর্থিক সামাজিক রাজনৈতিক অবস্থার ওপর নির্ভর করে করা হয়। আর টেকনিক্যাল এনালাইসিস মার্কেট এর অবস্থান বুঝে করতে হয়। ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা অনেক ধরনের মেথড অনুসরণ করি সেগুলো হলো ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস ইত্যাদি । অর্থাৎ আমরা যদি ফরেক্স মার্কেট সঠিকভাবে অ্যানালাইসিস করতে চাই তবে আমাদের অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস।

FRK75
2022-07-15, 04:46 PM
ফরেক্স মার্কেটে সাধারণ তিন ধরনের এনালাইসিস করা হয়ে থাকে। এগুলো হল টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। এখানে আপনাকে সব কটি এনালাইসিস কে গুরুত্ব দিয়ে কাজ করলে আপনি ফরেক্সে একজন দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে গড়ে তোলা সম্ভব।ফরেক্স এ কাজ করার জন্য এবং ট্রেডিং করার জন্য প্রফিট করার জন্য আপনাকে অবশ্যই এনালাইসিস ভালোভাবে জানতে হবে। এনালাইসিস মূলত তিন ধরনের , টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এর মধ্যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ এই এনে দুটি করতে হয় ট্রেডিং চার্ট এবং জে কারেন্সির এনালাইসিস করবেন সেই দেশের অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক অবস্থার উপর। এর জন্য আপনাকে নিউজ এনালাইসিস করতে হবে নিউজ বুঝতে হবে। আর সেন্টিমেন্টাল এনালাইসিস সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই।আমার জানায় ভুল থাকতে পারে সংশোধন করে দেওয়ার অনুরোধ রইল।

Mas26
2022-07-16, 09:57 AM
ফরেক্স মার্কেটে মূলত আমরা বিভিন্ন কারেন্সির সম্ভাব্য প্রাইজ ভবিষ্যত্বে কি হতে পারে তা নির্নয়ের বা বিশ্লেষনের জন্য অতীত কালের ঐ সকর কারেন্সির মার্কেট পাইজের সাথে তুলনা করা হয়ে থাকে আর এর মধ্য থেকেই একটি সম্ভাব্য প্রাইজকে ভবিষ্যত্ব মার্কেন্ট মুভের প্রাইজ হিসাবে বিবেচনা করে সেই অনুযায়ী ট্রেডিং বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হযে থাকে।অাপনি তিন প্রকারের এনালাইসিস এর মাধ্যমে মার্কেটের এনালাইসিস সম্পন্ন করতে পারেন। যেমন এক টেকনিক্যাল এনালাইসিস দুই ফান্ডামেন্টাল এনালাইসিস আর তিন সেন্টিমেন্টাল এনালাইসিস। আাপাকে ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস শিখতে যে পরিমান কষ্ট করতে হবে তার থেকে অধিক পরিমানে কষ্ট করতে হবে টেকনিক্যাল এনালাইসিস শিখতে।

FRK75
2023-12-16, 01:52 PM
এনালাইসিস শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ করা। আর ফরেক্স মার্কেটে এই অ্যানালাইসিসের গুরুত্ব অনেক বেশি। ফরেক্স করতে গেলে তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হয়। অর্থাৎ তিনটি বিষয়ে বিশদভাবে বিশ্লেষণ করেই তবেই ফরেক্সে আসা উচিত। প্রথমত ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে আপনাকে অভিজ্ঞ হতে হবে। দ্বিতীয়তঃ টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তৃতীয়তঃ সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানা খুবই দরকার যা সবাই পারেনা। ফান্ডামেন্টাল এনালাইসিস কোন দেশের আর্থিক সামাজিক রাজনৈতিক অবস্থার ওপর নির্ভর করে করা হয়। আর টেকনিক্যাল এনালাইসিস মার্কেট এর অবস্থান বুঝে করতে হয়। মার্কেটের মুভমেন্ট অর্থাৎ মার্কেট ট্রেন্ড লক্ষ্য করে ট্রেড ধরা হয়। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বলতে আমরা বুঝি আপনার মন-মানসিকতা দক্ষতা নিজের প্রতি আত্মবিশ্বাসি কতটুকু তা নির্ভর করেই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করা হয়। এসবের পাশাপাশি ফরেক্স এর মূল চাবিকাঠি হচ্ছে মানি ম্যানেজমেন্ট।এসব এনালাইসিস গুলো সঠিকভাবে করেই মানি ম্যানেজমেন্ট করতে হবে। ধৈর্য সহকারে লোভ পরিহার করে ফরেক্স এর ট্রেড করতে হবে। ফরেক্সে ভালো কিছু করার প্রধান লক্ষ্যই হচ্ছে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিসের মাধ্যমে আপনি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হতে পারেন।সুতরাং এখানে আপনি কোন ধরনের এনালাইসিস করতে আগ্রহী হবেন, সেটা আগে আপনাকে ডিসিসন নিতে হবে। আপনি ফরেক্স এর বিভিন্ন টুল ও মিনুবার এ দেখতে পাবেন। এই টেকনিক্যাল এনালাসিস এর মুভিং এভারেজ, আর.এস.আই. জিগজ্যাগ ইত্যাদি টুল ব্যবহার করে আপনি ভাল টার্গেট করে আয় করতে পারেন।

Mas26
2023-12-17, 10:28 AM
ফরেক্স মার্কেট এ এনালাইসিস তিন ধরনের। ফান্ডামেন্টাল, টেকনিকাল, সেন্টিমেন্টাল এনালাইসিস। এখানে আপনি কিভাবে এনালাইসিস করবেন সেটা বুজার জন্য আপনাকে আগে বুজতে হবে ফান্ডামেন্টাল এনালাইসিস কি? কি নিয়ে করে? টেকনিকাল এনালাইসিস কি? কি নিয়ে করে? আগুলা যদি ধরতে পারেন তাহলে আপনি নিজেই ভাল এনালাইসিস বের করতে পারবেন।