PDA

View Full Version : ওভার ব্রট ও ওভার সোল্ড



maziz6989
2016-07-28, 09:58 AM
আমার দেখা ফরেক্স মার্কেট এর সব থেকে শিউর শট জিনিস হল এই ওভার ব্রট ও ওভার সোল্ড লেভেল। কেননা মার্কেট এই লেভেল কে রেসপেক্ট করেই সব সময়। তাই আমি সব সময় আমার প্লাটফর্ম এ এই জিনিসটা ব্যবহার করি। বেশ ভাল রেজাল্ট দিচ্ছে।

Sahed
2016-07-29, 06:11 PM
হ্যা আমিও আপনার মত ওভার ব্রট এবং ওভার সোল্ড ফলো করি । আর মার্কেটে এটি ফলো করার জন্য আপনি আরএসআই ব্যবহার করতে পারবেন । আরএসআই যখন বিশ এর নিচে আসবে তখন আপনি বাই করতে পারেন আর যখন আশির উপরে যাবে তখন আপনি সেল নিতে পারেন । ধন্যবাদ।

fatema begum
2016-08-01, 03:28 AM
এক কথায় মার্কেট বেশি উপরে গেলে ওভার বট এবং বেশি নিচে গেলে ওভার সল্ড ।কিন্তু মার্কেট যখন এই পর্যায়ে যায় তখন বড় মুভমেন্ট নিয়ে ফিরে আসে।আমরা সেজন্য মার্কেটে অনেক সময় বেশি মুভমেন্ট লক্ষ্য করি।তাই এটা সর্ম্পকে আমাদের ধারণা থাকা উচিত।

HasanXM
2016-08-23, 11:48 AM
Relative Strength Index, অথবা RSI, ইন্ডিকেটরটি stochastic এর মতই একটি ইন্ডিকেটর যা মার্কেটের overbought বা oversold অবস্থা নির্দেশ করে। RSI এ ০ থেকে ১০০ পর্যন্ত স্কেল রয়েছে। ৩০ এর নিচে রিডিং oversold নির্দেশ করে, এবং ৭০ এর ওপর রিডিং overbought নির্দেশ করে।

hasan019
2016-08-25, 09:25 AM
মার্কেট বেশি উপরে গেলে ওভার বট এবং বেশি নিচে গেলে ওভার সল্ড এতা তো বুঝলাম কিন্তু আমি কিভাবে বুঝব যে মার্কেট এখন ওভার বট বা ওভার সল্ড এ আছে। এক এক টাইম ফ্রেম এক এক রকম দেখায়।

Shuvo Ghosh
2016-09-02, 05:22 PM
ফরেক্ম মার্কেট কিছু নিয়মের মধ্য দিয়ে এর গতি বিধি অথবা ট্রেন্ড এর পরিবর্তন করে। যেমন ধরুন এইযে ওভার বট ও ওভার সোর্ড পজিশন যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই মার্কেটের ট্রেন্ড ধরে ট্রেড করতে পারবেন এবং অনেক লাভবান ও হতে পারবেন। আপনি rsi অর্থাৎ রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স ইন্ডিকেটরের মাধ্যমে আপনি সহজেই ওভার কট আর ওভার সোল্ড পজিসন নির্নয় করতে পারবেন।

vodrolok
2016-09-12, 02:52 AM
ফরেক্সে সুইং জানার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো এর সেল কন্ডিশন ও বাই কন্ডিশন সম্পর্কে জানা। সুইঙের সবচেয়ে বড় কারণ এটাই। এর সম্পর্কে জানার সহজ পদ্ধতি হলো ইন্ডিকেটরের সাহায্য নেয়া। যেমন স্টোকাস্টিক, আরএসাই ইত্যাদি। ডেইলি সাপোর্ট রেজিস্ট্যান্সের সাহায্য নেয়া যেতে পারে।

milonkhanfx1993
2016-09-23, 11:45 PM
মার্কেট সব সময় কি অভার বট বা অভার সোল্ড থেকে ভাল মুভমেন্ট করে? মানে কোন টাইম্ফ্রেমে এটা সবছেয়ে বেশি কাজ করে যদি জানাতেন তাহলে খুব উপকৃত হইতাম আমার এটা জানা জুরুরি।

RUBEL MIAH
2017-04-28, 07:05 PM
ওভার বট ও ওভার সোর্ড পজিশন যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই মার্কেটের ট্রেন্ড ধরে ট্রেড করতে পারবেন এবং অনেক লাভবান ও হতে পারবেন । যদি জানাতেন তাহলে খুব উপকৃত হইতাম আমার এটা জানা জুরুরি । RSI এ ০ থেকে ১০০ পর্যন্ত স্কেল রয়েছে। ৩০ এর নিচে রিডিং oversold নির্দেশ করে ।

Md Masud
2017-05-24, 04:04 PM
আরএসআই যখন বিশ এর নিচে আসবে তখন আপনি বাই করতে পারেন আর যখন আশির উপরে যাবে তখন আপনি সেল নিতে পারেন । সুইঙের সবচেয়ে বড় কারণ এটাই । এর সম্পর্কে জানার সহজ পদ্ধতি হলো ইন্ডিকেটরের সাহায্য নেয়া । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব ।

Mamun13
2017-06-01, 09:58 AM
এই ওভার বট ও ওভার সোল্ড কখন হয় এবং কেনো হয় ? মার্কেট প্রাইস যখন কোনো রেসিসট্যান্স লেভেলে থাকে তখনই তাকে আমরা ওভার বট লেভেল বলি৷যা আর.এস.আই ইনডিকেটরে ৮০% এর উপরে দেখাবে৷তখন স্বাভাবিক ভাবেই ট্রেডারগণ সেল দেওয়া শুরু করে৷আবার মার্কেট প্রাইস যখন কোনো সাপোর্ট লেভেলে থাকে তখনই তাকে আমরা ওভার সোল্ড লেভেল বলি৷যা আর.এস.আই ইনডিকেটরে ২০% এর নীচে দেখাবে৷তখন স্বাভাবিক ভাবেই ট্রেডারগণ বাই দেওয়া শুরু করে৷এভাবেই ট্রেডারদের ওভার সেলিংএর কারণেই মার্কেট প্রাইস ওভার সোল্ড এবং ওভার বাইয়ের কারণেই ওভার বট হয়ে থাকে৷

uzzal05
2017-06-11, 05:31 AM
ফরেক্স মার্কেট এ ওভার ব্রথ এবং ওভার সোল্ড দেখতে পাওয়া যায়। মার্কেট এ ট্রেডার রা ট্রেড করে তখন মার্কেট শুধু একদিকে যেতে থাকে। যখন বাইয়ার বেশী থাকে তখন মার্কেট এ অভার ব্রথ দেখা যায়। আবার যখন মাকেত এ সেলার বেশী থাকে তখন মার্কেট এ অভার সোল্ড দেখা যায়।