PDA

View Full Version : ব্রোকার কি ...?



nisho5533
2016-07-28, 04:38 PM
আমি ফরেক্স নতুন আমি জানিনা ব্রোকার কি কেও কি আমাকে বলবেন ব্রোকার কি আমার এনেক হেল্প হবে...?

fatema begum
2016-08-01, 01:52 AM
আমি যতদূর জানি ব্রোকার বলতে যারা রেফারেন্স থাকে তাদের বুঝায়।অথাত্* আপনি যাদের মাধ্যমে লেনদেন করে থাকেন তারাই হচ্ছে ফরেক্স ব্রোকার।এক কথায় আমরা যাদের বাংলায় দালাল বলে থাকি।ফরেক্সে ট্রেড করতে হলে আমাদেরকে কোন না কোন ব্রোকারস হাউজে রেজিস্ট্রশন করতে হয়।

HasanXM
2016-08-25, 10:18 AM
শেয়ার বাজারের মত ফরেক্স মার্কেটে বিনিয়োগের জন্যও আপনাকে একজন ব্রোকারের শরণাপন্ন হতে হবে। আপনি অনলাইন ভিত্তিক অনেক ব্রোকার খুজে পাবেন যারা ফরেক্স বিজনেসে আপনাকে সাহায্য করবে। প্রতিটি ব্রোকারের ওয়েবসাইটে গিয়ে আপনি পাবেন ফ্রী ডেমো একাউন্ট খোলার সুযোগ। এই ডেমো একাউন্টে আছে ভার্চুয়াল মানি যা দিয়া আপনি কাল্পনিক ট্রেড করতে পারবেন। এই ডেমো একাউন্ট তৈরির উদ্দেশ্য হল আপনি ট্রেড প্র্যাকটিস করে নিজেকে একজন ভালো ট্রেডার বানাতে পারেন। যখন দেখবেন ডেমো একাউন্ট চাল;আনর মাধ্যমে আপনি ফরেক্স কিভাবে করতে হয় সে সম্পর্কে ভাল ধারনা লাভ করতে পেরেছেন, তখনই আপনি ফরেক্সে সত্যিকারের বিনিয়োগে নামতে পারবেন। এছাড়া আপনার একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলে আপনি ব্রোকারের কাছ থেকে লন গরহন করতে পারেন যাকে লিভারেজ বলে। এ সম্পর্কে পরবর্তীতে কোন একটি পর্বে বিস্তারিত আলোচনা করব।

Forex Boy
2016-09-09, 03:25 PM
আগে বড় বড় ব্যাংক ছাড়া ফরেক্স এ আর কেহ ট্রেড করতে পারত না কিন্তু কাল ক্রম অনেক ব্রকারের আবির্ভাব হয় যারা আপনাকে ফরেক্স এ ট্রেড করে অর্থ উপার্জনের ব্যাবস্থা করে দিয়েছে। ব্রকার আপনাকে সুবিধা দিচ্ছে আর আপনি ব্রকার কে লাভ দিচ্ছেন। এ কথার তাৎপর্য হোল আপনি ফরেক্স থেকে কিছু লাভ করেন অথবা না করেন কিন্তু আপনার প্রতিটা ট্রেডেই ব্রকার লাভ নিচ্ছে।

Nur Alam
2017-05-30, 02:25 PM
ফরেক্স ব্যাবসায় ব্রোকার অনেক গুরুত্বপূর্ন বিষয়। ব্রোকার বলতে সাধারনত ফরেক্স এর রেফারেল কে বোঝায়। ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যয় কোনো ব্রোকারে রেজিস্ট্রেড থাকতে হবে। ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট আয়ের জন্য আপনাকে অবশ্যয় ভাল মানের ব্রোকারের আওতাধিন থাকতে হবে। ভাল ব্রোকারে বুঝে শুনে ট্রেড করতে পারলে ফরেক্স আপনাকে পৌছে দেবে উন্নতির চরম শেখরে।

Nur Alam
2017-06-12, 12:56 PM
ব্রোকার বলতে সাধারনত রেফার কে বোঝায় যারা ফরেক্সে ট্রেড কার্য পরিচালনা করে থাকেন। ফরেক্সে ব্রোকার অনেক গুরুত্বপুর্ন বিষয়। আপনি যদি ফরেক্সে ভাল মানের ব্রোকারে বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে আপনি ফরেক্স থেকে ভাল মানের প্রফিট প্রতে পারেন। আর আপনি যদি আজে বাজে ব্রোকারে ট্রেড করে থাকেন তাহলে আপনার লস হবার সম্ভাবনা অনেক বেশি থাকবে।

Shadhin
2017-06-12, 01:00 PM
ফরেক্সে ট্রেড করে প্রফিট আয়ের জন্ন্য সবার আগে আপনাকে কোনো ব্রোকারের আওতাভুক্ত হতে হবে। শেয়ার বাজারের মত ফরেক্সে আপনার ব্রোকার আপনার ট্রেড কার্য পরিচালনা করে থাকে। ভাল মানের ব্রোকার ছারা ট্রেড করলে আপনার লস হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই ফরেক্সে ব্রোকার নির্ধারন করা খুবই গুরুত্বপুর্ন বিষয়।

Momen
2017-07-22, 03:24 PM
ব্রোকার হচ্ছে, যারা আপনার হয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড ওপেন করে থাকে। এবং সেই ট্রেড থেকে একটা নির্দিষ্ট পরিমান কমিশন তারা নিয়ে নেয়। তবে সব ব্রোকাররা কমিশন নেয় না। আবার এর মধ্যেও কম-বেশী আছে। যেমনঃ ইনস্টা ফরেক্স ব্রোকার ট্রেড ওপেন এ ৩ পিপস স্প্রেড নিয়ে থাকে।