PDA

View Full Version : স্কেল্পিং করার জন্য



SUMANMISTRY1993
2016-07-31, 12:25 AM
আইমি জানতে চাচ্ছিলাম এই যে স্কেল্পি করার জন্য কি কোনো নির্দিষ্ট সময় আছে ।:accute:

uzzal05
2016-08-14, 10:56 AM
স্কাল্পিং করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। আপনি যে কোন সময় স্কাল্পিং করতে পারেন। তবে যখন মার্কেট এক্টিভ থাকে তখন স্কাল্পিং করে ভালো প্রফিট করা যেতে পারে। স্কাল্পিং যেমন প্রফিটেবল তেমনি আবার রিস্কিও। ফরেক্স এ সবসময় লং টাইম দেখে ট্রেড নেওয়া উচিত।

majidiqbal
2016-08-14, 11:57 AM
যদিও ফরেক্স মার্কেটে স্কাল্পিং করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। তার পরও মনে করা হয় মার্কেটে যখন মুভমেন্ট বেশী থাকে তখনই অল্প সময়ে বেশী প্রফিট করা যায়।তবে ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং করা অনেক রিস্কি কাজ, কেননা খুব বেশী পরিমানে দক্ষতা না থাকলে স্ক্যাল্পিং করে এ্যাকাউন্ট জিরো হবার সম্ভবনা অনেক বেশী থাকে । স্ব্যাল্পিং লোভ বাড়ায় যা ফরেক্স মার্কেটের জন্য ক্ষতিকর।সর্বপরি বলা য়ায মার্কেট সম্পর্কে খুবভাল অভিজ্ঞতা না থাকলে স্ব্যাল্পিং করা উচিৎ না।

monirapk
2016-08-14, 04:13 PM
অনেক ট্রেডার স্কেল্পিং জানলেও জানেন না কোন সময়ে স্কেল্পিং করা ভাল ও স্কেল্পিং করতে হলে কি কি প্রয়োজন । আমি বলতে পারি যে লং টাইম ট্রেডের থেকে স্কেল্পিং অনেক ভাল একটা জিনিস । যারা স্কেল্পিং করে তারা লস খুব কম করে থাকে । তাই বলবো যে স্কেল্পিং করার জন্য বুদ্ধি প্রয়োজন, ও মার্কেট যখন অল্প মুভ করে তখনই স্কেল্পিং করতে হয় । তাহলে রিস্ক খুব কম থাকে লসের ।

RUBEL MIAH
2017-04-25, 07:23 AM
স্ক্যাল্পিং করে ট্রেড করলে দক্ষতা অর্জন করতে হবে । ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং করা অনেক রিস্কি কাজ । কেননা খুব বেশী পরিমানে দক্ষতা না থাকলে স্ক্যাল্পিং করে এ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনা অনেক বেশী থাকে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য এ্যানালাইসিস বেশী থেকে বেশী করার চেষ্টা করব ।

shohanjacksion
2017-04-25, 01:12 PM
আপনার বক্তব্যটি সঠিক। তারপরেও আমি মনেকরি যারা স্ক্্যাল্পিং করেন তারা লোভী প্রকৃতির লোক হয়ে থাকেন। আসলে স্ক্যাল্পিং করে মার্কেটে দীর্ঘসময় টিকে থাকা যায়না। স্ক্যাল্পিং এর সমর্থক অনেক থাকার কারন হলে মার্কেটে স্ক্যাল্পার এবং লসার এর সংখ্যাই বেশি। অল্প লাভের জন্য লং ট্রেড করতে পারলে ভাল সুফল পাওয়া যায়। অর্থাৎ মানি ম্যানেজমেন্টকে ভাল রেখে লং ট্রেড করাই উত্তম।

siddiquecec
2017-04-25, 03:17 PM
স্কাপ্লিং করার জন্য নিদিষ্ট সময় আছে আমি বলব, কোন প্রকার নিউজ রিলেজ হরে স্কাপ্লিং করা যাবে না কমপক্ষে যে কোন নিউজ রিলিজ হওয়ার 1ঘন্টা হতে 2 এবং তার বেশি হতে পারে ঠিক এই সমযে স্কাপ্লিং করা যাবে তাতে ভাল প্রফিট করা যায় এবং রিস্ক কম থাকে।

rafiqul
2017-04-25, 04:33 PM
স্কেলপিং খুবই ভালো যদি আপনি সঠিকভাবে করতে পারেন এখানে অল্প সময়ে মার্কেটে প্রবেশ করে অল্পতেই লাভ নিয়ে বেড়িয়ে আসতে হবে কারন এখানে অনেক বেশি ট্রেড করতে হয়।

uzzal05
2017-05-28, 05:42 AM
স্কাল্পিং করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। আপনার যখন ইচ্ছা তখন আপনি স্কাল্পিং করতে পারেন। স্কাল্পং করলে আপনার তারাতারি প্রফিট করতে পারেন। কারন স্কাল্পিং দীর্ঘ সস্ময় ধরে বসে থাকতে হয় না। স্কাল্পিং এ আপনি ১৫-২০ পিপ এবং এর বেশী ও প্রফিট নিতে পারেন।

riponinsta
2017-11-04, 03:18 PM
ফরেক্স মার্কেট এ আপনি স্কেল্পিং ট্রেড করতে পারেন স্কেল্পিং ট্রেড করেও ফরেক্স মার্কেট এ অনেক লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট এ স্কেল্পিং ট্রেড করে কম সময় এ অনেক বেশি লাভ করা যাই আপনি যত বেশি ভাল স্কেল্পিং ট্রেড করতে পারবেন তত বেশি লাভ করতে পারবেন তবে আমার মতে স্কেল্পিং ট্রেড করা অনেক রিস্ক যে আপনি কম সময় এ বড় লস ও করতে পারেন

01797733223
2017-11-04, 05:53 PM
না । তবে যেই পেয়ারে স্কাল্পিং করবেন, সেই পেয়ারের গতিবিধি যেই সময় সর্ব্বোচ্চ থাকে , সেই সময় স্কাল্পিং করা উচিৎ*। আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে স্কাল্পিং আপনার জন্য নয় । আপনি দীর্ঘমেয়াদী ট্রেড করেন । যেমন ৩০ মিনিট, ১ ঘন্টা বা ৪ ঘন্টা । আবার বেশি দীর্ঘ মেয়াদী ট্রেডে আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ডি১ বা ডব্লিউ১ অথবা এম১ । আপনাকে প্রথমে মার্কেট এর গতিবিধি সম্পর্কে খুব ভালো ধারনা নিতে হবে । এবং এর পরেই আপনি স্কাল্পিং করার জন্য উপযুক্ত ।

Mahidul84
2017-11-04, 07:14 PM
স্ক্যাল্পিং তাদের জন্যই প্রযোজ্য যারা ফরেক্স মার্কেটের গতিবিধি সম্পর্কে সবোর্চ্চ জ্ঞানের অধিকারী এবং তারা খুব সহজেই ট্রেডিং কৌশলগুলো নিয়ে পর্যালোচনা করতে পারে। আর যদি আপনি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার হন তাহলে আমি বলব এটা আপনার জন্য প্রযোজ্য নয়। আপনি স্ক্যাল্পিং না করে ফরেক্স মার্কেটে দীর্ঘমেয়াদী ট্রেড করতে পারেন। তার জন্য আপনাকে নিয়মিত ৪ ঘণ্টা অথবা ১ দিনের চার্ট ফলো করতে হবে। আপনি যদি সঠিকভাবে উক্ত চার্টটি ফলো করতে পারেন তাহলে কিছুটা হলেও লাভবান হতে পারবেন। এছাড়া মার্কেট সম্পর্কে ভাল ধারণাও অর্জন করতে পারবেন পাশাপাশি। যখন আপনি ফরেক্স মার্কেটে সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন আপনি স্ক্যাল্পিং করতে পারেন।

uzzal05
2017-11-13, 10:30 AM
স্কাল্পিং করার জন্য আপনি যে সময় দেখবেন মার্কেট এ বেশি মুভ করে তখন স্কাল্পিং করে দ্রুত আয় করা যায়। স্কাল্পিং হচ্ছে ২০-২৫ পিপ অল্প সময়ের মধ্য তুলে ফেলা। তবে স্কাল্পিং এর ট্রেডগুলো দীর্ঘ সময় ধরে রাখার প্রয়োজন নেই। কারন যে কোণ সময় মার্কেট এ পরিবর্তন আসতে পারে।

expkhaled
2017-11-13, 10:48 AM
ফরেক্স ট্রেডিং এ স্কেল্পিং একটি ট্রেডিং পদ্ধতি যেটাতে লাভ যেমন আছে তেমন রিস্কও বটে। স্কেল্পিং এর জন্য ছোট টাইম ফ্রেমে করা হয় এবং সাধারনত যখন মার্কেট এ বেশী মুভমেন্ট থাকে তখন করা হয়। অভিজ্ঞতা ছাড়া স্কেল্পিং করা অনেক বেশী রিস্ক। স্কেল্পিং করতে হলে আপনাকে অনেক বেশী পরিমানে স্টাডি করতে হবে। জানতে হবে অনেক কিছু।

iloveyou
2018-02-24, 09:24 PM
ভাই স্কাল্পিং করার জন্য এখানে সেরকম নির্দিষ্ট কোন সময় নেই। আপনি যখন তখন মার্কেট ওপেন করে স্কাল্পিং করে প্রফিট করতে পারবেন। তাই সঠিভাবে এ্যানালাইসিস করে, ট্রেন্ড অনুসারে ট্রেড করলে ভাল হয়। তবে মানি ম্যানেজ ম্যান্ট ফলো করে কাজ করবেন, এবং স্টপ লস দিতে ভুল করবেন না, কারন এটা হল আপনার ব্যালেন্সের নিরাপত্তার জন্য।

Mamun13
2018-03-08, 08:37 AM
স্ক্যাল্পিং বা শর্টট্রেড করতে হলে মার্কেটে ভোলাটিলিটি দেখে নিতে হবে৷যেহেতু স্ক্যাল্পিং হচ্ছে ছোট ছোট টাইমফ্রেমে খুব অল্প সময়ে দ্রুত ও বিচক্ষণতার সাথে ট্রেড করা৷তাই স্ক্যাল্পিং করতে হলে অনেক অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হয়৷নতুন ট্রেডারদের জন্য স্ক্যাল্পিং করা খুবই ঝুঁকিপূর্ণ এবং অনুচিত৷কারণ স্ক্যাল্পিং করেই নতুন ট্রেডারগণ তাদের ক্ষুদ্র ব্যালেন্স গুলো খুব দ্রুত হারিয়ে ফেলেন৷শুধুমাত্র অভিজ্ঞ ট্রেডারগণই এই স্ক্যাল্পিং করে প্রচুর প্রফিট করে থাকেন৷মার্কেটে যখন বড় ধরনের নিউজ ইম্প্যাক্ট আসে তখন স্ক্যাল্পিং করতে গিয়ে অনেকেই ভুল করে এন্ট্রি করেন আর কয়েক মিনিটের মধ্যেই তাদের ব্যালেন্স গুলো শূন্য করে ফেলেন৷ এজন্য যখন তখন স্ক্যাল্পিং করা সম্ভব হয় না৷যখন মার্কেট তুলনামূলক শান্ত থাকবে তখন স্ক্যাল্পিং করার চেষ্টা করা যেতে পারে৷

habibi
2018-03-08, 10:51 AM
ট্রেডারের জন্য স্বল্প সময়ের জন্য লাভ জনক হলেও স্ক্যালপিং কিন্তু খুব বিপজ্জনক। এখানে অনেক বেশি ব্যাল্যান্স নিয়ে এবং বড় লটে ট্রেড করতে হয়। কিছু ট্রেডার আছে যারা ভাল কোন মানি ম্যানেজমেন্ট ছাড়াই সম্পূর্ণ মার্জিন ব্যবহার করবে ট্রেড করে, এবং তারা তাদের পুরো ট্রেডকে ঝুকিতে এবং লস ফেলে দেয়। স্ক্যালপিং করার আগে আমাদের প্রথমে টেকনিক্যাল আনাল্যসিস জানতে হবে এছাড়া গুরুত্বপূর্ণ নিউজগুলো ফলো করতে হবে। ছোট টাইম ফ্রেমে হাই ভোলাটিলিটি মার্কেটে সঠিক আনাল্যসিস করা অনেক কঠিন। এই সময় প্রাইস খুব দ্রুত উঠানামা করে। এটা কোন কোন ইনডিকেটর দিয়ে আমাদের আনাল্যসিস সাথে সামঞ্জস্যপূর্ণ করা সত্যিই কঠিন,
এছাড়াও আরেকটি বিষয় অনেক ব্রোকার আছে যারা একটি নির্দিষ্ট সবয় এর আগে ট্রেড ক্লোজ করতে দেয়না। যেমন ইন্সটাফরেক্সে একটি ট্রেড কমপক্ষে ৫ মিনিট ওপেন রাখতে হবে।

samun
2021-12-29, 02:30 PM
মে সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে স্ক্যাল্পিং করার জন্য কোন নির্দিষ্ট সময় আছে কিনা তবে আমি নতুন ট্রেডার হিসেবে যতটুকু বুঝতে পেরেছি আমার মতে নিউজ পরবর্তী সময়ে স্ক্যাল্পিং করার সবথেকে জনপ্রিয় একটি সময় এবং যে সময়টি সর্বাধিক কারেন্সির মুভমেন্ট এর গতি বেড়ে যায় সেক্ষেত্রে আপনি যদি অল্প সময়ের ভিতর প্রফিট অর্জন করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে এনালাইসিস করে আপনাকে নিউজ পরবর্তী সময়ে এন্ট্রি নিতে হবে

Mas26
2021-12-29, 11:42 PM
স্কাল্পিং করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। আপনি যে কোন সময় স্কাল্পিং করতে পারেন। তবে যখন মার্কেট এক্টিভ থাকে তখন স্কাল্পিং করে ভালো প্রফিট করা যেতে পারে। স্কাল্পিং যেমন প্রফিটেবল তেমনি আবার রিস্কিও। ফরেক্স এ সবসময় লং টাইম দেখে ট্রেড নেওয়া উচিত। করে ট্রেড করলে দক্ষতা অর্জন করতে হবে । ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং করা অনেক রিস্কি কাজ । কেননা খুব বেশী পরিমানে দক্ষতা না থাকলে স্ক্যাল্পিং করে এ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনা অনেক বেশী থাকে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য এ্যানালাইসিস বেশী থেকে বেশী করার চেষ্টা করব ।