PDA

View Full Version : কতো ভলুয়াম দিয়ে ট্রেড করা ভাল ?



SUMANMISTRY1993
2016-07-31, 02:51 AM
আমি জানতে চাচ্ছিলাম কতো ভলুয়াম দেয়ে ট্রেড করা ভাল ।:tie:

abdulguffer
2016-07-31, 03:38 AM
প্রতি 100 ডলার এর একাউন্ট এ সর্বোচ্চ 0.10 লট এ ট্রেড এন্ট্রি নিলে ভালো হয় এবং প্রতিটি ট্রেড এ 10 পিপস স্টপ লস ও 30 পিপস টেক প্রফিট সেট করলে আপনি 100 ডলার এর একাউন্ট এ 100 টা ট্রেড করতে পারবেন ।

abdulguffer
2016-07-31, 03:49 AM
0.10 লট এ ট্রেড এন্ট্রি নিলে এবং 10 পিপস স্টপ লস ও 30 পিপস টেক প্রফিট সেট করলে আপনি 70% ট্রেড এ লস করলেও আপনার একাউন্ট ব্যালেন্স প্রফিট এ থাকবে। অর্থাৎ লস ট্রেড 70 1 = 70 , প্রফিটেবল ট্রেড 30 3= 90, মোট প্রফিট 90 - 70 = 20 ডলার, । আপনি 70% ট্রেড এ লস করার পরও আপনি 20 ডলার প্রফিট এ থাকবেন।

fardin222333
2016-07-31, 09:39 AM
আপনি যত কম ডলার দিয়ে ট্রেড শুরু করবেন তত কম ভলুয়াম দিয়ে ট্রেড কর উচিত। এখন যদি আপনি 100 ডলার দিয়ে যদি ট্রেড শুরু করেন তাহলে আমার মতে 0.02 থেকে 0.05 লট দিয়ে ট্রেড করা উচিত তা নাহলে আপনি লস খেয়ে যেতে পারেন।

tarekbsl101
2016-10-23, 12:46 PM
আমি মনে করি এটি স্পম্ন্র আপনার ব্যলেন্স এর উপরে নিভ্ররর করে

Competitor
2016-11-09, 08:02 PM
আপনি ঠিক কত ভলিউম দিয়ে ট্রেড শুরু করবেন সেটার সবচেয়ে বড় সিদ্ধান্তকারী হল আপনি । অাপনার ভলিউম নির্ধারণ এর ক্ষেত্রে অনেক বিষয় যদিও কাজ করে তথাপি প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিমাণে বিভিন্ন বিষয়কে গুরত্বের সহিত বিবেচেনা করতে হয় । তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে সফলতা লাভ করতে চাইলে নিজের সিদ্ধান্ত এবং বিশ্লেষণী শক্তিটাই বাড়াতে হবে ।

kazirasel
2016-11-09, 08:19 PM
কত ভলিউমে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনার ডিপোজিটের উপর । আপনি যদি ১০০ ডলারের ডিপোজিট করেন আপনি সর্বচ্চো 0.02 এর ভলিউমে ট্রেড ধরতে পারেন । আর অবশ্রিই মানে মেনজেমেন্ট মেনে চলতে হবে ।

mithun30
2016-11-30, 11:52 PM
আমি স্টপ লস না দিয়া অনেক ভুল করলাম আসলে রাতে ঘুমাতে গেছি রতে আর দেখি নাই জানি যে ট্রেড তা লসে আছে কাল সকাল হলে আবার থিক হয়ে যাবে কিন্তু না আরো বিপরীতে গেল আমার ট্রেড এমন আবস্তায় গেলাম যে আমি নতুন ট্রেড ওপেন করতে পারছি না। এখন সব সময় এতা ইউজ করি।

MONIRABEGUM8080
2016-12-01, 02:40 AM
আসলে কত ভলিউম বা লট দিয়ে আপনি ট্রেড করবেন এটি নির্ভর করছে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর আপনার ডিপোর্জিটের উপর মানিম্যানেজমেন্ট কররে আপনি বের করতে পারবেন যে কত লটে ট্রেড করলে ঝুকি সর্বনিম্ন হবে। আপনার ডিপোর্জিট যদি ২০ ডলার হয় তা হরে আমি মনে করি সর্বোচ্চ আপনি ০.০২ লটে ট্রেড ওপেন করলে ভাল হবে।

MdMintuHossen692
2016-12-01, 02:53 AM
ফরেক্স র্মাকেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই একটি লক্ষ স্থির করতে হবে তবে আমি মনে করি মানি ম্যনেজমেন্ট করে ট্রেড করা উচিত এবং আমার মতে অল্প ব্যলেন্সে ০.০১দিয়ে ট্রেড করা ভাল তবে এটি নির্ভর করে আপনার একাউন্ট এর ব্যলেন্স উপর ।

ONLINE IT
2016-12-01, 12:13 PM
আসলে আপনি কত ভলিউমে ট্রেড করবেন তা নির্ভর করে আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স এর উপর। প্রতিটি ট্রেডেই আপনার উচিত ১০০০ পিপ বেকআপ রাখা। ধৈর্য্য ধরে আপনাকে ট্রেড করতে হবে। একটি ট্রেড ওপেন করার পর সেই ট্রেডে লাভ নিয়ে ট্রেডটি বন্ধ করে তারপরে আবার নতুন করে ট্রেড করা উচিত। একসাথে একের অধিক ট্রেড করা ঠিক নয়।

Puja Roy
2016-12-01, 12:17 PM
আপনি যত কম ডলার দিয়ে ট্রেড শুরু করবেন তত কম ভলুয়াম দিয়ে ট্রেড কর উচিত। এখন যদি আপনি 200 ডলার দিয়ে যদি ট্রেড শুরু করেন তাহলে আমার মতে 0.03 থেকে 0.05 লট দিয়ে ট্রেড করা উচিত তা নাহলে আপনি লস খেয়ে যেতে পারেন। সব সময় বুঝে শুনে ট্রেড বসাতে হবে।

uzzal05
2016-12-01, 04:23 PM
আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহএল আপনাকে ১০০ ডলার এর একাউন্ট এ ০।০১ সেন্ট দিয়ে ট্রেড করলে বলব। আর যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি ০।০৫ সেন্ট দিয়ে ট্রেড করতে পারনে। কিন্তু এটা আগে আপনাকে ঠিক করে রাখতে হবে।

Puja Roy
2016-12-01, 06:03 PM
প্রতি ২০০ ডলার এর একাউন্ট এ সর্বোচ্চ 0.২০ লট এ ট্রেড এন্ট্রি নিলে ভালো হয় এবং প্রতিটি ট্রেড এ ২০ পিপস স্টপ লস ও ৬০ পিপস টেক প্রফিট সেট করলে আপনি ২০০ ডলার এর একাউন্ট এ ২০০ টা ট্রেড করতে পারবেন ।

uzzal05
2016-12-02, 08:53 AM
বেশীরভাগ নতুন ট্রেডাররা এটা জানে না যে তারা কত লট সাইজ ব্যবহার করবে। না জানার কারনে তারা প্রথমে বড় লট মারে। যে কারনে হঠাত করে তাদের একাউন্ট জিরো হয়ে যায়। ফরেক্স এ সব কিছু জেনে বুঝে ট্রেড করতে হবে তা না হলে লাভের চেয়ে লস বেশী হবে।

nazib72
2016-12-22, 10:09 PM
আমি সব সময় ছোটো লটে ট্রেড করি আর অন্যকেও বলবো ছোট লটে ট্রেড করতে, বিশেষ করে যারা নতুন ট্রেডার আর ফোরামে যারা পোস্ট করে তারা বেশির ভাগই নতুন ট্রেডার তাদের জন্য অনুরোঢ থাকবে ছোটো লটে ট্রেড করে আগে ট্রেড গুলোতে সফল হবার চেস্টা করুন।আমি ০.০১-৫ লট পর্যন্ট ট্রেড দিয়ে থাকি।

FOREX.NB
2016-12-22, 11:12 PM
প্রতি ২০০ ডলার এর একাউন্ট এ সর্বোচ্চ 0.২০ লট এ ট্রেড এন্ট্রি নিলে ভালো হয় এবং প্রতিটি ট্রেড এ ২০ পিপস স্টপ লস ও ৬০ পিপস টেক প্রফিট সেট করলে আপনি ২০০ ডলার এর একাউন্ট এ ২০০ টা ট্রেড করতে পারবেন । তবে ট্রেডার দের ভিন্নতায় এবং অভিজ্ঞতার ভিন্নতায় ট্রেড লট কম বেশি হতে পারে ।অভিজ্ঞ ট্রেডার রা বেশি ডিপজ়িট থাকলে বড় লটে ট্রেড কোরতে পারেন।

msisohel
2016-12-22, 11:15 PM
আমার মতে ১০০ ডলার ব্যালেন্স নিয়ে ০.০১ লটে ট্রেড করা যেতে পারে। তাহলে একাউন্ট শূন্য হবার সম্ভাবনা কম।

Nodi roy
2016-12-23, 12:46 AM
প্রতি ২০০ ডলার এর একাউন্ট এ ০.২০ লট এ ট্রেড করা ভাল কারন এতে আপনি ১০০ টি ট্রেড করতে পারবেন আর এতে ২০ পিপস স্টপ লস দিতে হবে আর ৬০ পিপস টেক প্রফিট দিতে হবে। আর এই ভাবে আপনি বুঝে বুঝে ট্রেড করতে করতে পারলে ফরেক্স মার্কেটে ভাল লাভ করা যায়। ভাল ট্রেড জানলে ফরেক্স মার্কেট থেকে লাভ করা যায়।

RUBEL MIAH
2016-12-23, 06:50 AM
ফরেক্স মার্কেটে যত ভলিউম কম ধরা যাবে ততই ভালো । আমরা লিভারেজ কমিয়ে দিলে অবশ্যই নিরাপদে কিছুটা থাকা যায় । অতএব আমরা সব সময় ০.০১ লিভারেজ ব্যবহার করলেই ভালো । কারণ লিভারেজ ব্যবহারের উপর নির্ভর করে এ্যাকাউন্ট । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত আদায় করার চেষ্টা করব ।

vampire
2016-12-23, 05:57 PM
কত ভলিউমে ট্রেড ওপেন হবে তা নির্ভর করবে আপনা একাউন্টের ইনভেস্টের উপর ।আপনি যদি মানি ম্যানেজম্যান্ট করে ট্রেড করেন তাহলে আপনার একটা রিস্ক রেসিও মেনে চলতে হবে।আমার মতে ১০০ % এর উপর ২% রিস্ক নিয়ে তড়েড ওপেন করতে হবে।

vampire
2016-12-23, 09:07 PM
ফরেক্স মার্কেটে আপনি যদি সফল ট্রেডার হতে চান তাহলে আপনার উচিত আগে মানি ম্যানেজ ম্যান্ট করা।মার্কেট এনালাইসিস করে যদি আপনি ট্রেড ওপেন করেন তাহলে আপনি একদিন ঠিকই সফল ট্রেডার হতে পারবেন।আপনার একাউন্টের উপর ২ % রিস্ক নেওয়া উচিত।

md noor hasan
2017-01-27, 10:52 PM
আসলে যত কম ডলার দিয়ে ট্রেড শুরু করবেন তত কম ভলুয়াম দিয়ে ট্রেড কর উচিত। এখন যদি আপনি 100 ডলার দিয়ে যদি ট্রেড শুরু করেন তাহলে আমার মতে 0.02 থেকে 0.05 লট দিয়ে ট্রেড করা উচিত তা নাহলে আপনি লস খেয়ে যেতে পারেন।

asik
2017-01-28, 08:42 PM
আপনি ঠিক কত ভলিউম দিয়ে ট্রেড শুরু করবেন সেটার সবচেয়ে বড় সিদ্ধান্তকারী হল আপনি । অাপনার ভলিউম নির্ধারণ এর ক্ষেত্রে অনেক বিষয় যদিও কাজ করে তথাপি প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিমাণে বিভিন্ন বিষয়কে গুরত্বের সহিত বিবেচেনা করতে হয় । তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে সফলতা লাভ করতে চাইলে নিজের সিদ্ধান্ত এবং বিশ্লেষণী শক্তিটাই বাড়াতে হবে ।

Fxaziz
2017-01-29, 09:03 AM
আপনি কত ভলিউম দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করবেন সেটা নির্ভর করবে আপনার পূঁজি এবং আপনার এনালাইসিস এর উপর।আপনার এনালাইসিস যদি বলে যে এই ট্রেডটিতে আপনি ভালো আয় করতে পারবেন তাহলে বেশী ভলিউম দিয়ে ট্রেড করাই ভালো।আর যদি বলে কম লাব করতে পারেন তাহলে কম ভলিউম দিয়ে ট্রেড করাই ভালো।তাই কত ভলিউম দিয়ে ট্রেড করবেন সেটা নির্ভর করবে আপনার এনালাইসিস এবং পূঁজির উপর।

Peace
2017-01-30, 09:43 PM
কত ভলিউম দিয়ে ট্রেড করা ভাল সেটা নির্ভর করবে আপনার ডিপোজিটের উপর। তবে সাধারন ভাবে বলতে গেলে যত ছোট ভলিউমে ট্রেড করা যায় ততই ভাল। তাহলে রিস্ক কম থাকে। ছোট ছোট ভলউমে ট্রেড করলে ধীরে ধীরে আপনার ব্যালেন্স এবং ইকুইটি দুটি বাড়তে থাকবে।