PDA

View Full Version : ফরেক্স মার্কেটের ক্যান্ডেল কি কোন বিষয়ের



SUMANMISTRY1993
2016-07-31, 03:36 PM
আমি জানতে চাচ্ছিলাম যে ফরেক্স মার্কেটের ক্যান্ডেল কি কোনো সূএ মেনে উঠা নামা করে ।:ok:

MdImranHossain917
2016-08-01, 12:18 AM
অবশ্যই ফরেক্স মার্কেটে বিদ্যমান ক্যান্ডেল খুবই গুরুত্বপূর্ন একটি জিনিস এটি আপনাকে মার্কেট মূভমেন্ট সুদূর অতীত কালে কেমন ছিল তা অনুধাবন করতে সহায়তা করবে পাশাপাশি আপনি ফরেক্সে ট্রেড করার পূর্বে মার্কেট ট্রেন্ড অনুধাবন করার জন্য যে অ্যানালাইসিস করবেন তার তথ্য এবং উপাত্ত ঐ ক্যান্ডেলস্টিক থেকে পাবেন।

rafizul
2016-08-03, 10:25 PM
ফরেক্স মার্কেটে ক্যান্ডেল অবশ্যই একটি বড় বিষয়ের কেননা এই ফরেক্স মার্কেটে যখন ট্রেড করা হয় তখন মার্কেট মুভমেন্ট ঘটে আর এই মুভমেন্ট গুলো প্রকাশ এর জন্য ক্যান্ডেলের ব্যবহার অপরিসীম ভাবে কাজ করে । তাই বলা যায় যে আপনাকে অবশ্যই ক্যান্ডেলের প্রতি গুরুত্ব রাখতে হবে ।

monirapk
2016-08-05, 11:15 AM
আমি এই বিষয়ে ১০০% সত্য কথা টা জানি না। তবে আমার মতে ফরেক্স মার্কেটের ক্যান্ডেল গুলো দিয়ে ফরেক্স মার্কেটের ট্রেন্ড লাইন বুঝতে হয় । ফরেক্স মার্কেটের ক্যান্ডেল ছাড়া কোন ভাবেই ভাল ভাবে ট্রেড করা যায় না । আর ফরেক্স মার্কেটের ক্যান্ডেল গুলো বিভিন্ন কারেন্সির দিক দেখিয়ে থাকে । এই ছাড়া আমি অন্য কিছু জানি না। অন্য কিছু থাকলে আমার ফরেক্স বন্ধুরা আমাকে দয়াকরে জানাবেন ।

SHOYEB
2016-08-05, 11:44 AM
ফরেক্স মার্কেটে ক্যান্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্যান্ডেল না বুঝলে অাপনাকে অনুমান নির্ভর ব্যবসা করতে হবে। ফরেক্সে অনুমান নির্ভর ব্যবসা করে বেশি দিন টিকে থাকা যায় না তাই একজন দক্ষ ট্রেডার হতে হলে অবশ্যই ক্যান্ডেলষ্টিক সর্ম্পকে ধারণা লাভ করতে হবে। U can visit www.leavittbrothers.com/education/candlestick_patterns

RUBEL MIAH
2017-04-28, 11:08 AM
ফরেক্সে ট্রেড করার পূর্বে মার্কেট ট্রেন্ড অনুধাবন করার জন্য যে অ্যানালাইসিস করবেন তার তথ্য এবং উপাত্ত ঐ ক্যান্ডেলস্টিক থেকে পাবেন । একজন দক্ষ ট্রেডার হতে হলে অবশ্যই ক্যান্ডেলষ্টিক সর্ম্পকে ধারণা লাভ করতে হবে । ফরেক্স মার্কেটের ক্যান্ডেল ছাড়া কোন ভাবেই ভাল ভাবে ট্রেড করা যায় না ।

uzzal05
2017-05-23, 11:12 AM
বাই এবং সেলার এর কারনে ক্যান্ডল উঠানাম করে। আপনার হয়তো দেখবেন যে ক্যন্ডল একেক সময় একেক ধরনের তইরি হয়। ফরেক্স এ ক্যান্ডলস্টিক না বুঝলে ভালো ত্রেড করা সম্ভব নয়। একেক ক্যান্ডলস্টিক একেক গুরুত্ত বহন করে।

uzzal05
2017-05-24, 10:57 AM
আসলে মার্কেট এ বাইয়ার এবং সেলার এর চাপে মার্কেট উঠানামা করে। কারন মার্কেট এ যদি বাইয়ার এবং সেলার নাই থাকতো তাহলে মার্কেট এ মুভ করতে না। আর মার্কেট যদি মুভ না করে তাহলে আমরা প্রফিট করতে পারব না।

Mamun13
2017-12-06, 08:53 AM
আমি জানতে চাচ্ছিলাম যে ফরেক্স মার্কেটের ক্যান্ডেল কি কোনো সূএ মেনে উঠা নামা করে ।:ok:

ফরেক্স মার্কেটে বিভিন্ন টাইমফ্রেমে কেন্ডেলগুলোকে প্রতিনিয়ত উঠানামা করতে দেখি৷অথচ এগুলোর উঠানামা করার পেছনে কোনোও সূত্র নাই৷এই কেন্ডেলগুলো কতটুকু সময়ের ভিত্তিতে মার্কেটে কী পরিমান লেনদেন হয়েছে/হচ্ছে-শুধুমাত্র সেটাই প্রদর্শন করে৷একদিনে ট্রেডারগণ কী পরিমান ক্রয়/বিক্রয় করলো তা-ই একটি d1 কেন্ডেল শো করবে৷

samun
2021-07-25, 11:28 AM
ফরেক্স মার্কেটে আমি নতুন তাছাড়া ফরেক্স মার্কেটে আমার জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা অনেক কম আর তাই আমি ফোরামের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সকল ধরনের জ্ঞানের সমন্বয় নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করছে অভিজ্ঞদের মতামত আমাদের জন্য জ্ঞান স্বরূপ আর তাই সকল অভিজ্ঞতা যাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের অর্জিত দক্ষতা এবং জ্ঞানকে সকলের মাঝে প্রচার করে সকলকে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছে