PDA

View Full Version : ফরেক্স মার্কেট হলো লস প্রজেক্ট।



siyambd
2016-08-12, 04:50 PM
ফরেক্স মার্কেট হলো ম্যাজিক্যাল মানি মেকিং সিষ্টেম। এখানে সবাই টাকা মেকিং করতে পারে না। যারা ফরেক্স সর্ম্পকে একটু হলেও জানে তারাই এখানে কাজ করে কিছু আয় করে, আবার কেহ অনেক টাকা লস ও করে। তাই আমি এটাকে লস প্রজেক্ট মনে করি।

শিমুলআক্তার
2016-08-12, 08:26 PM
না বন্ধু ফরেক্স ট্রেডিংকে লস প্রযেক্ট ভাবার কোন সুযোগ কারন ফরেক্স ট্রেডিং অনেক লাব করার মত একটা জায়গা তবে তা্র জন্য আপনার দরকার হবে ফরেক্স ট্রেডিং মার্কেটে পর্ষাপ্ত পরিমান বিনিয়োগ এবং ট্রেড পরিচালনা করার মত পর্ষাপ্ত ট্রেডিং জ্ঞান এবং ধর্ষ এবং সর্ব পরি ট্রেড করার উপযোগি মানসিকতা তবেই আপনি ফরেক্স কে প্রফিট প্রজেক্ট বানাতেপারবেন,ধন্যবাদ।

uzzal05
2016-08-13, 11:24 AM
ফরেক্স না শিখে করলে যে কেউই লস করবে। কোন কাজই না জেনে বুঝে করা সম্ভব নয়। আর ফরেক্স একটা শিখার বিষয় আছে। যেখানের আপনি অনেক টাকা আয়ের রাস্তা পাছেন সেখানে একটু সময় না দিলে কিভাবে সেখানে থেকে আয় করা সম্ভব। ফরেক্স শিখে করলে অব্যশই সেখান থেকে লাভবান হওয়া সম্ভব।

Realifat
2016-08-19, 09:27 AM
ফরেক্স এমন একটা মার্কেট যেটাকে কেউ বলে মানি মেকিং মার্কেট আবার কেউ বলে লস প্রজেক্ট।আসলে ফরেক্সে দুধরনের ট্রেডার দুধরনের কথা বলে। যারা ভালোভাবে ফরেক্স শিখে নিয়মিত প্রফিট করতে পারে তারা ফরেক্স কে মানি মেকিং মেশিন বলে। আর যারা অল্প জেনেই বড়সরভাবে ট্রেডিং করে বড় লস করে তারা বলে ফরেক্স হচ্ছে লস প্রজেক্ট।

Challange
2016-08-19, 09:32 PM
স্বাভাবিকভাবেই আপনি এটাকে লস প্রজেক্ট বলতে পারেন এবং এটা একান্তই আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকেই নিশ্চই বলেছেন । তবে একেকজন ট্রেডারের দৃষ্টিভঙ্গি একেক ধরনের । আপনি ফরেক্সকে লস প্রজেক্ট হিসেবে দেখলেও আমি এমন ট্রেডার দেখেছি যারা খুব দ্রুত প্রফিট করতে না পারলেও নিজের সাধনার মাধ্যমে বর্তমানে প্রতিষ্টিত ট্রেডার । আর তাদের দৃষ্টিতে ফরেক্স হল মানি মেকিং !

Afroza
2016-08-19, 11:36 PM
ফরেক্স মারকেট হলো লস প্রজেক্ট ,না আমি এটা বিশ্বাস করি না ।ফরেক্স সম্পরকে যদি পুর্ন জ্ঞান অরজন করা জায় এবং ট্রেডিং সময়ে সব এনালাইসিস ,সুত্র ,নিজের কর্মদক্ষতা এইসব ফলো করলে কখনই লস হবে না বরং লাভ হবেই তাই আমি মানি না ফরেক্স লস প্রজেক্ট ।

RUBEL MIAH
2016-10-24, 09:21 PM
লস প্রজেক্ট সবার জন্য নয় । যারা দক্ষতাবান নয় তারা কখনোই সফলকাম হতে পারে না । আমরা আগে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তারপর এই ব্যবসা শুরু করব । আগে আমরা অভিজ্ঞতা অর্জন ভালোভাবে করব তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই লাভবান হতে পারব । সুতরাং কখনোই ধৈর্য্য হারাব না , সহ্য করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।

Md Masud
2017-03-26, 10:03 PM
কেন ফরেক্স মার্কেট লসের প্রজেক্ট হতে যাবে । অনেক ট্রেডাররাই তো এই মার্কেটে কাজ করে উন্নত জীবন যাপন করছে । অামরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই অামরা লস থেকে এড়িয়ে যেতে পাড়ব । অামাদের চিন্তার কোন কারণ নেই কাজ করে যাব তার ফল অবশ্যই পাব ।

yasir
2017-03-26, 10:13 PM
হ্যা ফরেক্স লস প্রজেক্ট তবে তা তাদের জন্য যারা নিজেদের লোভ কন্ট্রোল না করে অতিরিক্ত লাভের আশায় ফরেক্স না বুঝেই ট্রেড করা শুরু করে।তবে যারা বুঝে ট্রেড করে তারাই বোঝে ফরেক্সে কাজ করার মর্ম যার জন্য যথেষ্ট সময় ও ধৈর্য্যের প্রয়োজন।

uzzal05
2017-05-30, 10:29 AM
ফরেক্স এ শুধু লস হয় না। এখানে লাভ করার পদ্ধতি আছে। আসলে সেটা কিভাবে করতে হয় তা আমরা জানি না। জানি না বিধায় আমরা ফরেক্স এ লস করে থাকি। আমাদের ফরেক্স স্ট্রেটিজি নিয়ে কাজ করতে হবে। একটা স্ট্রেটিজি নিয় বার বার সেটা প্র্যক্টিস করতে হবে।

Foyazur
2017-11-23, 09:31 PM
ফরেক্স মার্কেট সবাই আয় করতে পারে না কারন এখানে আপনে যদি না শিখে ট্রেড করেন তাহলে তো লসের মুখে পড়বেন তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ফরেক্স শিখে রিয়েল ট্রেড করা উচিত আপনে যদি চাইলে ভালো ইনভেষ্ট করে ট্রেড করতে পারবেন তবে যদি দক্ষতা না থাকে তাহলে একাউন্ট হারাবেন তাই ফরেক্স শিখুন তারপর রিয়েল ট্রেড করলে ভালো প্রফিট করতে পারবেন।

Mamun13
2017-11-27, 09:26 PM
ফরেক্স মার্কেট হলো ম্যাজিক্যাল মানি মেকিং সিষ্টেম। এখানে সবাই টাকা মেকিং করতে পারে না। যারা ফরেক্স সর্ম্পকে একটু হলেও জানে তারাই এখানে কাজ করে কিছু আয় করে, আবার কেহ অনেক টাকা লস ও করে। তাই আমি এটাকে লস প্রজেক্ট মনে করি।

যেসকল নতুন শিক্ষার্থী ট্রেডারগণ ফরেক্স মার্কেটের ট্রেডিং কৌশলগুলো নিয়মিত ধৈর্য্যের সাথে শিখেনা,সেগুলো ডেমো ট্রেডে দীর্ঘদিন প্র্যাকটিস করেনা,দীর্ঘদিনব্যাপী সময় দিয়ে অভিজ্ঞতা ও ট্রেডিং দক্ষতা অর্জন করতে ব্যার্থ হয়,ফরেক্সের সঠিক-বাস্তব সম্মত ও কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজীগুলোই খুঁজে পায়না,নিয়ম শৃংঙ্খলাও মেনে চলেনা...৷ফলে লস দিতে দিতে ক্লান্ত ও হতাশ হয়ে তাদের 95% মার্কেট থেকে পালিয়ে যায়৷আর ঠিক এই কথাগুলোই এইভাবে বাকি জীবন বলে বেড়ায়৷