PDA

View Full Version : বিড এবং আস্ক এর পার্থক্যই স্প্রেড (spread) নামে প



Biplob72
2016-08-13, 12:27 PM
সব ফরেক্স কোটেশনে ২ টি প্রাইস দেখান হয়। বিড এবং আস্ক। প্রায় সবক্ষেত্রে বিড প্রাইস, আস্ক প্রাইস থেকে কম হয়।বিড হল এমন একটি প্রাইস যে দামে ব্রোকার কিউটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায়। অর্থাৎ, সেল করার জন্য বিড হল সবচেয়ে ভাল প্রাইস।আস্ক হল এমন একটি প্রাইস যে দামে ব্রোকার কিউটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি বিক্রি করতে চায়। অর্থাৎ, বাই করার জন্য আস্ক হল সবচেয়ে ভাল প্রাইস।

eur/usd -র উপরের কোটেশনে বিড প্রাইস হল 1.3456 এবং আস্ক প্রাইস হল 1.3458.

অর্থাৎ, এখানে স্প্রেড 2 পিপস। আপনি যদি সেল ক্লিক করেন তবে আপনি 1.3456 -এ সেল করবেন। আর যদি বাই ক্লিক করেন, তবে আপনি 1.3458 -এ বাই করবেন।

HasanXM
2016-08-24, 08:46 AM
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়। আপনি ধরুন ১.৭৪৪৫ এ GBPUSD বাই করলেন, কিন্তু তা ১.৭৪৪৯ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে। বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন Instaforex এ EURUSD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু Fxoptimax এ EURUSD এর স্প্রেড ২ পিপস। কিছু কিছু পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত বা তার বেশী হতে পারে। তাই অপরিচিত পেয়ার ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।

hasan019
2016-08-25, 09:31 AM
পেয়ার ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত আর তার সাথে টিপি আর এস এল থিকভাবে দেওয়া উচিত। কারন স্প্রেড এর কারনে হয়ত আপনার ট্রেড টিপি তে হিট করল না। সেল প্রাইস ক্লোজ হয় আস্ক প্রাইস এ।

Shuvo Ghosh
2016-09-03, 06:19 PM
আপনি একটু লক্ষ করলেই দেখতে পাবেন যে আপনার ট্রেডিং পলাটফর্মের ঠিক ওপরের দিকে বাদিকে কারেন্সি পেয়ার এবং তাদের সেল প্রাইস আর বাই প্রাইস দেয়া থাকে। আর লক্ষ করলে দেখতে পাবেন যে সেল প্রাইস=বিড সর্বদা বাই প্রাইস=আস্ক থেকে কম থাকে। আর এই পরিমান গত পার্থক্যকে স্প্রেড বলে। আবার আপনি দেখেছেন যে আপনি যে লটেই ট্রেড দেন না কেন আপনার ট্রড টি লসে ওপেন হয় এটি হল ব্রকার ব্রকারেজ একেও স্প্রেড বরা হয়।

Forex Boy
2016-09-10, 03:35 PM
হ্যা বিড আর আস্কের মধ্যে পরিমান গত পার্থক্যকেই বলে সপ্রেড্ বিড হোল সেলের পরিমান আর আস্ক হোল বাইয়ের পরিমান। এই পার্থক্য থাকার কারন হোল। ধরেন আপনি কেবল মাত্র শোরুম থেকে একটি গাড়ি কিনলেন ৫০০০০০ টাকা দিয়ে এটা হোল আস্ক প্রাইস এখন আপনি গাড়িটি আপনি আর ৫০০০০০ টাা তে বেচতে পারবেন না। ১০ টাকা কম হোলেও নিতে হবে এটা বিড প্রাইস।

SHOYEB
2016-09-11, 02:29 PM
বিড এবং আস্ক প্রাইস এর প্রার্থক্যকে স্প্রেড বলা হয় । বিড এবং আস্ক প্রাইস এর মাধ্যমে বেস এবং কোট কারেন্সি বাই/সেল করতে পারি । এখানে খেয়াল রাখতে হবে বিভিন্ন ব্রোকার ভেদে স্প্রেড ভিন্ন ভিন্ন হতে পারে তাই কোন কিছু বাই/সেল করার আগে জেনে নিব কোনটার স্প্রেড কত ।