PDA

View Full Version : নিউজ রিলিজ



Biplob72
2016-08-13, 12:31 PM
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে।

sheam
2016-08-23, 10:23 AM
ভাই সত্য কথা বলছেন। কিন্তু সবসময় তাদের পূর্বাভাষ ভ্যালু ঠিক হয় না। এক্ষেত্র নিউজ রিলিজ হওয়ার পর Actual value দেখে ট্রেড করতে হবে। কোনো অবস্থাতেই নিউজের আগে ট্রেড না করাই ভাল। আমি একবার নিউজের আগে পূর্বাভাষ ভ্যাল দেখেই ট্রেড করেছিলাম। আর তার ফলাফল তো বুঝতেই পারছেন কি হইছিল। পুরাই 105$ শেষ।

HasanXM
2016-08-24, 08:51 AM
ফরেক্সের নিউজের জন্য সবাই প্রধানত FOREXFACTORY.COM অনুসরন করে থাকে। কারন তারা সবচেয়ে ভাল নিউজ প্রকাশ করে থাকে এবং সবার আগে প্রকাশ করে। আপনি সেখানে প্রতিটি নিউজের পাশে ওপরের ৪টি চিহ্নের একটি দেখতে পাবেন। সুতরাং, চিহ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন ওই নিউজের প্রভাব কি হবে এবং সে অনুসারে ট্রেড করতে পারবেন। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে।নিউজ রিলিজ হওয়ার পর Actual value দেখে ট্রেড করতে হবে।

hasan019
2016-08-25, 09:28 AM
আসলে ফরেক্স এ সফল হতে হলে আপনাকে প্রাইস একশন বুঝতে হবে। আর তার সাথে নিউজ তো আছে। নিউজের জন্য আমি প্রধানত forexfactory.com অনুসরন করি। তবে এখন আমি ট্রেড করি না নিউজ এ। আরো ট্রেড ক্লোজ করে দেই।

motiar
2016-09-02, 11:57 AM
নিউজে সুধু মারকেটে পরি বরতনের সংকেত দিয়ে থাকে কিন্তু মারকেট আপ/ডাউনের কোন সিগন্যাল থকেনা তাই নিউজের আগে কোন মতেই ট্রেড করা যাবেনা । বরং ট্রেড থাকলে ক্লোজ করে দেয়াই ভাল ।

Shuvo Ghosh
2016-09-04, 04:30 PM
ফরেক্স মার্কেটে ট্র্রড করার সময় খেয়াল রাকতে হয় মার্কেটের নিউজ আপডেটের ওপর। অধকিাংশ ট্রেডার এই খেয়াল রাখেনা ফলে লস করে। লস করার কারন ধরুন এই মুহুর্তে আমি ১ ডরার ট্রেদ দিয়ে বসে আছি অন্য দিকে মার্কেটে নিউজ আপডেট হোল তাও আবার আমার বিপরিতে ১০০ পিপস, সুতরাং বোঝাই যাচ্ছে যে আমি লস তো করবই ।মনকি আমার যদি স্টপ লস না লাগানো থাকে তাহলে আমার ক্যাপিটাল জিরো হয়ে যাবে।

sr rahman
2016-09-08, 10:57 AM
ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু গুরুত্বপূর্ন নিউজ রিলিজ হয়।আর বিশেষজ্ঞরা এর একট পূর্বাভাসও দিয়ে থাকে।কিন্তু সবসময় তাদের পূর্বাভাষ ভ্যালু ঠিক হয় না। এক্ষেত্র নিউজ রিলিজ হওয়ার পর Actual value দেখে ট্রেড করতে হবে। কোনো অবস্থাতেই নিউজের আগে ট্রেড না করাই ভাল। আমি একবার নিউজের আগে পূর্বাভাষ ভ্যালু দেখেই ট্রেড করেছিলাম। আর তার ফলাফল তো বুঝতেই পারছেন কি হইছিল।

sr rahman
2016-09-08, 10:58 AM
ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু গুরুত্বপূর্ন নিউজ রিলিজ হয়।আর বিশেষজ্ঞরা এর একট পূর্বাভাসও দিয়ে থাকে।কিন্তু সবসময় তাদের পূর্বাভাষ ভ্যালু ঠিক হয় না। এক্ষেত্র নিউজ রিলিজ হওয়ার পর Actual value দেখে ট্রেড করতে হবে। কোনো অবস্থাতেই নিউজের আগে ট্রেড না করাই ভাল। আমি একবার নিউজের আগে পূর্বাভাষ ভ্যালু দেখেই ট্রেড করেছিলাম। আর তার ফলাফল তো বুঝতেই পারছেন কি হইছিল।

SHOYEB
2016-09-11, 03:26 PM
নিউজ রিলিজ এর সময় ট্রেড করলে সমস্যা ঠিক আছে কিন্তু ব্যালেন্স দ্রুত বাড়ানোর জন্য আমি মনে করি নিউজ রিলেস এর সময় ট্রেড করতে পারেন তবে মানি মেনেজমেন্ট ঠিক রাখতে হবে । নিউজ রিলিজ ভালভাবে গ্রহন করার জন্য ফরেকাস ফ্যাক্টরির নিউজ দেখতে পারেন ।

Tazul Islam
2016-09-21, 10:32 PM
নিউজ রিলিজ এর সময় ট্রেড করলে সমস্যা ঠিক আছে কিন্তু ব্যালেন্স দ্রুত বাড়ানোর জন্য আমি মনে করি নিউজ রিলেস এর সময় ট্রেড করতে পারেন তবে মানি মেনেজমেন্ট ঠিক রাখতে হবে । নিউজ রিলিজ ভালভাবে গ্রহন করার জন্য ফরেকাস ফ্যাক্টরির নিউজ দেখতে পারেন । এই সময় সেল স্টপ এবং বাই স্টপ বসালে যে এন্ট্রি টা ধরবে সেটা রেখে বাকিটা ক্লজ করে দিতে হবে। নিউজের গুরুত্ব অনুযায়ি ৫০-১২০ পিপস পযন্ত প্রফিট নেয়া যায়।

sumon72
2016-09-27, 05:37 PM
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং করে সবথেকে অল্প সময়ে অধিক লাভ করা সম্ভব।কিন্তু সমস্যা হচ্ছে অনেক ব্রোকার হাউজই নিউজ ট্রেডিংয়ের সময় বেশ ঝামেলা করে।আর তাই আমি ট্রেড করি ইনিস্তা ফরেক্স ব্রোকারের সাথে। এখানে যেকোন স্ট্রেটেজি নিয়েই ট্রেড করা যায়, এমনকি নিউজ ট্রেডিংয়েও কোন সমস্যা নাই।

sumon72
2016-09-28, 05:00 PM
আন্তর্জাতিক ব্রোকার ইন্সটাফরেক্সের উন্নতমানের ফরেক্স টিভি রয়েছে যা বিভিন্ন ধরনের খবর, বিশ্লেষণমূলক প্রতিবেদন এবং সাক্ষাৎকার প্রচার করে।অত্যাধুনিক ভিডিও উপকরণ যা আর্থিক মার্কেটের সাম্প্রতিক ধারা সম্পর্কে অবহিত করে, ব্যবসায়ীদের অভিজ্ঞতা এবং লেনদনের কৌশল যাইহোক না কেন আর্থিক বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে সকল ব্যবসায়ীদের জ্ঞান থাকা প্রয়োজন। ফরেক্স টিভির মাধ্যমে আপনি আন্তর্জাতিক আর্থিক মার্কেট পরিদর্শন করতে পারবেন, শীর্ষস্থানীয় ফরেক্স ব্রোকারেজ ফার্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ইউরোপ, এশিয়া ও আমেরিকার সবচেয়ে বড় আর্থিক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করতে পারবেন।

milonkhanfx1993
2016-09-29, 04:25 PM
অ্যাাকচুয়াল আর ফরকাস্ট ভ্যালু কম বেশি হলে নিউজ এর ইম্প্যাক্ট ও কম বা বেশি হয় তবে আমি বলব নিউজ এর সময় নতুন দের ট্রেড থেকে বিরত থাকে কারন নিউজ ট্রেড মানে বেশি লাভ বা বেশি লস আর তাই পিচ্ছিল পথে হাটতে হলে ভাল করে হাটা জেনে তবেই হাটতে হবে।