PDA

View Full Version : স্ট্রেটিজি ছাড়া সফলতা পাওয়া সম্ভব না



uzzal05
2016-08-19, 09:35 AM
ফরেক্স এ ভালো ট্রেড করতে হলে অব্যশই আপনাকে সুন্দর একটা স্ট্রেটিজি অনুসরন করতে হবে। কারন উলটা পালটা ট্রেড করে সীমিত সময়ের জন্য লাভবান হওয়া যায়। দীর্ঘ সময় ফরেক্স এ টিকে থাকতে হলে আপনাকে অব্যশই এমন একটি স্ট্রেটিজি ফলো করতে হবে যেটা ৬০-৭০% সাক্সেস রেট দেয়।

Realifat
2016-08-19, 09:38 AM
আপনি অনেক ভালো বলেছেন। ফরেক্সের মত মার্কেটে সফলতা পেতে হলে অবশ্যই স্ট্রাটেজি অনুসরন করে ট্রেড করতে হবে। একটা ভালো স্ট্রাটেজি দীর্ঘসময়ের জন্য কমবেশি প্রফিট এনে দিতে পারে।কিন্তু অনেকেই স্ট্রাটেজি না মেনে দ্রুতই বেশি প্রফিট করতে গিয়ে বড় লসও করে ফেলে। তাই সবসময়ই নির্দিষ্ট স্ট্রাটেজি অনুযায়ী ট্রেড করার চেষ্টা করতে হবে ।

Afroza
2016-08-19, 10:43 AM
ফরেক্স মার্কেট খুব গতিশীল তাই ফরেক্স এ ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেটের স্ট্রেটিজি বুঝে তবেই ট্রেড করা উচিত তা হলে লাভ করা সম্ভব । স্ট্রেটিজি অনুসূরন করে ট্রেড করলে এই বাজারে অনেকদিন টিকে থাকা যায় এবং প্রফিট তুলা যায় ।

Md Sanuwar Hossain Hossai
2016-08-19, 10:51 AM
ফরেক্স স্ট্রাটেজি ছাড়া আসলেই ফরেক্সে সফলতা পাওয়া সম্ভব নয়।। ফরেক্স করতে হলে ফরেক্সে একটা নির্দিষ্ট স্ট্র*্যাটেজি ফলো করা উচিৎ।। ফরেক্স আমাদের ভাগ্যের যেমন পরিবরতন করতে পারে তেমনি পথের ফকির ও করতে পারে।।।

md arif khan
2016-08-19, 11:22 PM
আসলে ফরেক্স মার্কেট খুব গতিশীল তাই ফরেক্স এ ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেটের স্ট্রেটিজি বুঝে তবেই ট্রেড করা উচিত তা হলে লাভ করা সম্ভব । স্ট্রেটিজি অনুসূরন করে ট্রেড করলে এই বাজারে অনেকদিন টিকে থাকা যায় এবং প্রফিট তুলা যায় ।

Challange
2016-09-07, 04:48 PM
স্ট্রেটেজি সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধীকে অনেক বেশি পরিমানে বৃদ্ধি করতে হবে । কেননা আমরা যে সকল ট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেড করি তাদের সকলেরিই নিদ্দিষ্ট একটা ট্রেডিং স্ট্রাটেজি থাকে । যে স্ট্রটেজি হয়ে থাকে অনকেগুলো বিষয়ের উপর নির্ভরশীল । তাই ভাল মানের একটা স্ট্রাটেজি ট্রেডিং সফলতার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ । যত বেশি পারা যায় স্ট্রাটেজিকে আপডেট রাখতে হবে ।

RUBEL MIAH
2016-09-11, 07:30 PM
দক্ষতা অর্জন ছাড়া কেহ জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয় । ফরেক্স ব্যবসা করার আগে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে । অভিজ্ঞতা ছাড়া জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয় । যার যত বেশী দক্ষতা সে তত বেশী সফলকাম হতে পারে । সুতরাং আমরা আগে দক্ষতা অর্জন করব তারপর ট্রেড করব ।

Md Masud
2017-05-21, 06:14 PM
ভালো স্ট্রাটেজি দীর্ঘ সময়ের জন্য কম বেশি প্রফিট এনে দিতে পারে । ফরেক্স এ ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেটের স্ট্রাটেজি বুঝে তবেই ট্রেড করা উচিত তা হলে লাভ করা সম্ভব । অামরা অবশ্যই এ্যানালাইসিস বেশী করে দেওয়ার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা ফরেক্স ব্যবসা করব ধৈর্য্যের সহিত ।

Competitor
2017-06-15, 08:45 PM
ফরেক্স ট্রেড করতে হয় নিজের টেকনিক আর ফরেক্স জ্ঞানের সমন্বয়ে । ফরেক্স করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারি যদি আমরা সঠিক উপায়ে িএগিয়ে যেতে পারি । ফরেক্সে তারাই ভালো করতে পারে যারা অনেক বেশি পরিমাণে স্ট্রাটেজি তৈরী করতে পারে এবং খুব বেশি পরিমাণে ফরেক্স জ্ঞান রাখে তারাই ফরেক্স ভালো লাভবান হতে পারে । তাই স্ট্রাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

01797733223
2017-12-11, 12:14 PM
আপনি অনেক সুন্দর কথা বলেছেন । এখানে ব্যবসা করতে হলে অবশ্যই আমাদের একটা ভাল স্ট্রাটেজি নিয়ে কাজ করতে হবে । কেননা ভাল স্ট্রাটিজি ছাড়া কখনই ফরেক্সে ভাল প্রফিট করা সম্ভব নয় । তাই এই মার্কেটে দীর্ঘ সময় নিয়ে টিকে থাকতে হলে আগে আপনাকে নিজস্ব একটা সিস্টেম বা ট্রেডিং স্ট্রাটিজি বানাতে হবে, যেটার মাধ্যমে আপনি সারাজীবন ভাল ট্রেড করার ক্ষমতা অর্জন বা প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন ।

Grimm
2018-01-25, 09:37 PM
একটি ব্যবসায় সফলতার জন্য কৌশলের গুরুত্ব অনেক বেশি, কারণ ভাল কৌশল না থাকলে কেউ কোনভাবেই কোন ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবে না। তাই আমার মতে এই ব্যবসা শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে একটি ভাল কৌশল বের করতে হবে, তারপর সেটি দীর্ঘদিন ডেমো একাউন্টে অনুশীলন করতে হবে। যদি আপনি ঠিকমত সেটি করতে পারেন তাহলে আপনি এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন।

Mamun13
2018-04-25, 09:14 AM
কথা 100% সত্য কারন ফরেক্স মার্কেটে holy grail বলতে এই ট্রেডিং স্ট্রাটেজি কেই বোঝায় যা হবে কার্যকরী বাস্তবসম্মত এবং প্রফিটেবল৷এই ধরনের একটি ট্রেডিং স্ট্রাটেজি নিশ্চিত হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়৷ফরেক্স মার্কেটে অসংখ্য ধরনের ট্রেডিং স্ট্রাটেজি রয়েছে যার যেমন সুবিধা তিনি ঠিক সেই ধরনের ট্রেডিং স্ট্রাটেজি ব্যবহার করে ব্যবসা করছেন৷আপনারাও আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্রাটেজি সংগ্রহ করে নিশ্চিত হয়ে নিন যেন নিয়মিত প্রফিট করতে পারেন৷এই ধরনের একটি ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করার প্রয়োজনে ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে৷যত ধরনের ট্রেডিং কলা কৌশল রয়েছে সবগুলো জানতে হবে শিখতে হবে এবং ডেমো অ্যাকাউন্টে নিয়মিত প্রয়োগ করতে হবে৷ডেমো অ্যাকাউন্টে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ট্রেডিং স্ট্রাটেজি কতটুকু মজবুত হচ্ছে৷যার ট্রেডিং স্ট্রাটেজি যতো মজবুত তিনি ততো ভালো এবং নিয়মিত প্রফিট করতে পারেন৷

riponinsta
2018-04-25, 11:00 AM
আপনি ঠিক কথা বলছেন আপনি যদি ফরেক্স মার্কেট এ সফল হতে চান তাহলে আপনার একটা ট্রেডিং সিস্টেম থাকতে হবে সেই ট্রেডিং সিস্টেম এ আপনি নিয়মিত ট্রেড করবেন ভাল ভাল ট্রেডার একটা ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করে নিয়মিত লাভ করছে তাই আপনি ও একটা ট্রেডিং সিস্টেম ট্রেড করেন তাহলে আপনি মার্কেট এর সব বুঝতে পারবেন আর লাভ করতে পারবেন

expkhaled
2018-05-04, 12:43 PM
আসলে স্টেট্রেজি টি কি? সেটা বুঝা দরকার। আমরা প্রতিটি ট্রেড নেওয়ার জন্য ট্রেড কে এনালাইসিস করার জন্য যেসব ধাপ গুলো অনুসরন করি সেটাই হলো আমাদের স্ট্রেটেজি। আমার ট্রেডিং সিস্টেম হলো প্রাইজ একশন। আমি যখন কোন ট্রেড নেই তখন আমি কিছু ধাপ দেখি যেমন : প্রথম দেখি ট্রেন্ড, তারপর দেখি ট্রেন্ড এর শক্তি কতটুকু, প্রাইজ এর পাওয়ার কতটুকু, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর কতটুকু দুরত্বে আছে, বামে রিসেন্ট কোন সার্পোট এন্ড রেজিস্ট্যান্ট কোন পর্যন্ত ইত্যাদি। আরও অনেক বিষয় আছে যেগুলো দেখে আমি ট্রেড নেওয়ার চেষ্টা করি। যত ভাল ফিল্টার করতে পারবেন তত বেশী ট্রেড এ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে।

uzzal05
2018-05-31, 09:40 AM
যে কোন একটা নিয়ম মেনে আমদের ট্রেড করা উচিত। যে কোন ট্রেড এর বাই বা সেল এর কারন থাকতে হবে। মার্কেট কোন *দিকে যাবে সেটা এনালাইসস করে বুঝতে হবে। এর না বুঝলে ইন্িডকেটর এর সাহায্য নিয়ে বুঝতে হবে।

iloveyou
2018-09-06, 07:01 PM
বেশ ভালই বলেছেন। আসলে মানুষের জীবনের প্রতিটি কর্মকাণ্ডে তাকে কোন না কোন পদ্ধতির মধ্য দিয়ে অগ্রসর হতে হবে এটা বাধ্যতামূলক। সেরকম এখানেও এই ফরেক্স মার্কেটে ভাল উপার্জনের জন্য এবং ভালভাবে টিকে থাকার জন্য আপনাকে সুন্দর একটা স্ট্রাটিজি/পদ্ধতি অবলম্বন করে কিংবা তৈরি করে ট্রেড করতে হবে। কারন পর্যাপ্ত ইনকামের পাশাপাশি সফলতার জন্য এটা একান্ত প্রয়োজন।

Nazmul799
2018-09-07, 12:26 AM
বৈঠা ছাড়া কি নৌকা বাইতে পারবেন? যদি উত্তর হয় না তাহলে ফরেক্স ট্রেডিং এ আপনার কোন ট্রেডিং প্ল্যান/সিস্টেম ছাড়াও আপনি কখনোই কোনভাবেই সফল হতে পারবেন না। সাময়িক প্রফিট হয়ত পাবেন কিন্তু লংরানে দেখা যাবে আপনি ঝড়ে যাবেন। আর একটা কথা মনে রাখবেন বৈঠা হাতে থাকলেই কিন্তু আপনি ভালো নৌকা বাইতে পারবেন না। নৌকা চালানোর দক্ষতাও কিন্তু লাগবে। সেরকমই আপনাকে ফরেক্স ট্রেড করতে হলে এখানেও আপনাকে দক্ষ হতে হবে। আর দক্ষতা বাড়াতে হলে আপনার ট্রেডিং এর পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করতে আরো বেশি বেশি বিভিন্ন সেমিনার ওয়েবিনিয়ার জয়েন করতে হবে। একটা কথা মনে রাখবেন শেখা কিন্তু শেষ নেই।