PDA

View Full Version : ফরেক্স মার্কেটে লাভ লস ট্রেডারের দক্ষতা



md mehedi hasan
2016-08-23, 08:55 AM
আমরা অনেকি মনে করি ফরেক্স মার্কেটে লাভ লস ভাগ্যের উপর নির্ভর করে।মূলত তারা ফরেক্স বিগনার আর তাই তারা না জেনেশুনে এসব কথা বলে থাকে।তারা জানেনা যে ফরেক্স মার্কেটে লাভ লস ভাগ্যের উপর নির্ভর করেনা।মূলত ফরেক্স মার্কেটে লাভ লস একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতার উপর নির্ভর করে।ফরেক্স মার্কেটে যে যত দক্ষতা অর্জন করেছে সে ততো লাভ করবে।এখানে ভাগ্য তেমন সহয়তা করেনা।:yahoo::yahoo:

HasanXM
2016-08-23, 01:02 PM
ফরেক্স মার্কেটে লাভ লস একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতার উপর নির্ভর করে, ফরেক্স মার্কেটে আপনি বাই (buy) অথবা সেল (sell) করবেন। একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন। মনে করুন আপনি ১.১৮০০ এক্সচেঞ্জ রেটে EUR/USD - তে ১০,০০০ ইউরো কিনলেন $১১,৮০০ ডলার দিয়ে। দুই সপ্তাহ পর EUR/USD এক্সচেঞ্জ রেট বেড়ে ১.২৫০০ হল। তখন আপনি $১২,৫০০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৭০০ ডলার।

vodrolok
2016-09-11, 04:38 PM
ফরেক্সে লাভ এবং লোকসানের মদ্ধ থেকেই প্রফিট বের করে আনতে হয়। একজন ট্রেডার যতক্ষণ হিসেবি লস মেনে নেয়ার মানষিকতা অর্জন করতে না পারবে সে আপাতত লাভ করলেও পরিনামে অবশ্যই তাকে পুঁজি হারাতে হবে। তাই এমন স্ট্রাটেজি নির্বাচন করুন যার দ্বারা লাভ হলে বেশি হবে লস হলে কম হবে।

mithunsarkar
2016-09-13, 10:16 PM
আমি মনে করি দক্ষতা ছারা কোন লোক লাভ করতে পারেনা | ফরেক্স ও তেমনি একটি মাকেট ফরেক্স মাকেট এ আপোণী যত দক্ষতা অজন করবেন তত লাভ করতে পারেন | আপনার অদক্ষতা আপনাকে লসের ভাগি করে তুলবে |

mithunsarkar
2016-09-13, 10:17 PM
অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে। দেখা যায় অ্যাকাউন্টে $১০০ আছে, কিন্তু $১ পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে। ১০০ পিপস আপনার বিপরিতে মুভ করলেই আপনি ফকির হয়ে যাবেন। সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন।

RUBEL MIAH
2016-09-16, 11:36 AM
অবশ্যই ফরেক্স মার্কেটের লাভ লস ট্রেডারের দক্ষতার উপর নির্ভর করে । যে ট্রেডার যত বেশী দক্ষতাবান সে তত বেশী লাভবান । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আগে দক্ষতাবান হব তারপর এই ব্যবসা শুরু করব ।

milonkhanfx1993
2016-09-21, 07:47 PM
দক্ষতা অবশ্যই জরুরী আর একটা বিষয় ও সাথে সাথে জরুরি সেটা হল আপনি যা করছেন সেটা কতটুকু ভেবে করছেন এবং কেন করছেন সেটার যদি কারন খুজে বের করতে পারেন তাহলে সেই কারনের জন্য আপনার ট্রেডিং জিবনে অনেক দূর এগুতে পারবেন।

mahbubhb
2017-08-09, 04:42 PM
ফরেক্সে লাভ লস কখনোই লাভ লস ভাগের উপর নির্ভর করেনা। লাভ লস নির্ভর করে আপনার দক্ষতা ও মেধার উপর। আপনি ফরেক্স সম্পর্কে কতটুকু অর্জন করতে পেরেছেন তা নির্ভর করে আপনি যখন ফরেক্সে সফল হবেন। তাই ভাগ্যকে দোষ দিয়ে কোন লাভ নাই। নিয়মিত মার্কেট এনালাইসিস করা, ফরেক্স নিউজ ফলো করা, বেশী বেশী ডেমো একাউন্ট প্র্যাকটিস করা এগুলো ভাল ট্রেডারের গুনাবলীর অংশ।