PDA

View Full Version : ফরেক্স হচ্ছে রাতারাতি বড়লোক হওয়ার মাধ



md mehedi hasan
2016-08-23, 08:58 AM
অনেক ট্রেডার আছে তারার যখন ফরেক্স মার্কেটে প্রবেশ করে তখন তারা মনে করে ফরেক্স মার্কেটে ট্রেড করে রাতারাতি বড় লোক হওয়া যায়।কিন্তু তাদের এ ধারনা অল্প দিনের মধ্যে পাল্টে যায়।এক সপ্তাহ ঘুড়তে না ঘুরতেই তাদের একাউন্ট জিরো হয়ে যায়।যারা ফরেক্স করে রাতারাতি বড়লোক হতে চায় আমি বলবো তাদের জন্য ফরেক্স না।:tie:

HasanXM
2016-08-23, 12:53 PM
এটা ভুল ধারনা, যারা ফরেক্স করে রাতারাতি বড়লোক হতে চায় আমি বলবো তাদের জন্য ফরেক্স না। এখানে প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)

আপনি প্রশ্ন করতে পারনে কোন ধরনের অ্যানালাইসিস ভাল? কিন্তু ৩ ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ।

vodrolok
2016-09-11, 04:52 PM
ফরেক্স রাতারাতি বড়োলোক হওয়ার হাতছানি দেয়। এবং এই লোভে পড়েই ৯৫ ভাগ পুঁজি হারায়। ফরেক্সে বেশি লাভ আছে এ কথাটা ঠিক কিন্তু রাতারাতি অনেক লাভ করা কোনো ভাবেই সম্ভব না। একবার দুবার সর্বোচ্চ লাভ হতে পারে ধারাবাহিকভাবে কোনো দিনই সম্ভব না।

mithunsarkar
2016-09-13, 10:15 PM
আপনি থিক বলেছেন আমি আপনার সাথে একমত ফরেক্স থেকে আপনি রাতারাতি বর লোক হতে পারেন | তবে আপনাকে এ কথা সরন রাখতে হবে আপনি যেমন সহজে অনেক টাকা মালিক হতে পারবেন তেমনি আপনি লস করে ফকির ও হয়ে যেতে পারেন | ফরেক্স মাকেট রিক্সি মাকেট |

RUBEL MIAH
2016-09-16, 11:39 AM
বড়লোক তার কাছে সম্ভব যে শুধু দক্ষতা অর্জন করেছে । সুতরাং আমরা সব সময় ট্রেড ব্যবসা করার জন্য আগে অভিজ্ঞতা অর্জন করব তারপর ট্রেড করব তাহলেই রাতারাতি বড়লোক হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসার মাধ্যমে ইচ্ছা থাকবে রাতারাতি বড়লোক হওয়ার ।

milonkhanfx1993
2016-10-02, 07:11 PM
প্রথম দিন ডিপোজিট তারপর পরের দিন থেকে ট্রেড অন,প্রথম সপ্তাহ সব এ প্রফিট পরের সপ্তাহ কনফিডেন্স হাই,পরের সপ্তাহ মানি ম্যনেজমেন্ট এর কথা ভুলে ট্রেড বড় লটে ট্রেড তার পর আগের সব প্রফিট সহ সব ই লস আপনার কি কখনো এরকম ঘটে নি এরকম রাতারাতি বড় লোক হউয়ার সপ্নের মাঝে?

MoinFX
2016-10-03, 05:12 PM
যারা মনে করে ফরেক্স করে রাতা রাতি বড় লোক হওয়া যায় নিশ্চি তারা ফরেক্স মার্কেটে বেশি করে লস করবে কারন তারা স্বপ্নে বিবুর যে কখন রিয়াল মার্কেটে ট্রোড করবে আর বড় ভলিউমে ট্রেড করবে। এক সময় একাউন্ট জিরো করতে থাকবে।

Mamun13
2017-09-19, 08:44 PM
ফরেক্স ট্রেড কোনোও জুয়া খেলা মনে করা উচিৎ নয় এবং এটা কখোনোই সম্ভব নয় যে আমরা এই মার্কেটে প্রচুর প্রফিট করে কয়েক দিনেই বিশাল ধনী হয়ে যাবো৷ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট করতে হলে অবশ্যই দীর্ঘদিনের পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হবে৷এই অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের জন্য অবশ্যই সকল খুঁটিনাটি বিষয় এবং ট্রেডিং কৌশলগুলো শিখতে হবে,খুব ধৈর্য্য ধরে প্র্যাকটিস করতে হবে৷

shamim0976
2017-10-01, 01:43 AM
কোন কিছুই রাতারাতি হয় না। ১০০ ডলার ইনভেষ্ট করে কোটি ডলার উর্পাজন কখনই নম্ভব না। টাকাও বড় কথা নয়। অভিজ্ঞতাই আসল। ফরেক্স অবষ্যই টাকার সুমদ্র কিন্তু এই সুমদ্রে সাতার কাটতে হলে জ্ঞানের পাহাড় হতে হবে।
ফরেক্স এর হাব ভার বুঝতেই ২/৪ বছর লেগে যায়। লেগে থাকতে হবে। ফরেক্সে লসের কথা কখনই ভোলা যবে না।

expkhaled
2017-10-18, 12:59 PM
অনেকে মনে করেন ফরেক্স মানে জুয়ার বোর্ড যে খানে টাকা লাগিয়ে অল্প দিনে কোটিপতি। এটা একটা ভূল ধারনা। ফরেক্স এমন একটি ব্যবসা যার কোন সম্ভাব্য বলতে কিছু নায়। তবে আপনি যদি মার্কেট এনালিসিস করতে পারেন নিভূলভাবে তাহলে আপনি আন্দাজ করতে পারবেন কতটুকু লাভ হতে পারে বা কতটুকু লস হতে পারে। আর অভিজ্ঞতা একটি বিশাল বড় একটা ব্যপার যেটা ফরেক্স এর জন্য খুব গুরুত্বপূর্ন।