PDA

View Full Version : ফরেক্স মার্কেটকে আমরা প্রধান পেশা হিসা



md mehedi hasan
2016-08-23, 09:04 AM
ফরেক্স মার্কেটে হাজার হাজার ট্রেডার ট্রেড করে অর্থ ইনকাম করছে।আমিও তাদের মধ্য একজন।আমি ছাত্র থাকা কালীন ফরেক্স মার্কেটে টেড করা শুরু করি।তখন আমার একটা স্বপ্ন ছিল আমি পড়াশুনা শেষ করে ৬-৮ বছর চাকরি করবো এবং এর পাশাপাশি ফরেক্স করবো।চাকরি শেষ করে ফরেক্সকে প্রধান পেশা হিসাবে গ্রহন করবে এবং আমি সেই লক্ষ্যে এগচ্ছি।:woo:

Challange
2016-09-06, 07:43 PM
ফরেক্স অনলাইনিভিত্তি একটা সেরা ব্যাবসায়িক তথা ট্রেডিং প্লাটফ্রম । ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে নিজেদেরকে প্রতিষ্টা করার লক্ষ্য এগিয়ে যাচ্ছি । ফরেক্স অনেক ট্রেডারের প্রধান ও একমাত্র পেশা । এই পেশাতে সফল ও সুন্দর একটা ট্রেডিং লাইফ পাস করার জন্য সুপরিকল্পিতভাবে এগিয়ে যাবার কোন বিকল্প পথ নেই ।

RUBEL MIAH
2016-09-11, 10:12 PM
ফরেক্স মার্কেটে আমরা দক্ষতার সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আমরা এই ব্যবসা প্রধান ব্যবসা হিসেবে বেছে নেব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আর চিন্তা নয় ফরেক্স ব্যবসা দিয়েই আমরা সফলকাম হতে পারব ।

Md Masud
2017-05-21, 08:30 PM
অামরা ফরেক্স মার্কেটকে সফল এবং প্রধান ব্যবসা হিসেবে ধরব । অামরা কখনোই হাল ছেড়ে দিব না । অামরা অধ্যবসায় চালীয়ে যাব যখন অামরা জয়ী হতে পারি । সফল ও সুন্দর একটা ট্রেডিং লাইফ পাস করার জন্য সুপরিকল্পিতভাবে এগিয়ে যাবার কোন বিকল্প পথ নেই । অামরা এটাকে অবশ্যই প্রধান পেশা হিসেবে ধরে নেব ।

Competitor
2017-06-25, 09:59 PM
ফরেক্স মার্কেটকে আমিও প্রধান পেশা হিসেবে নিয়েছি । ফরেক্স করে আমরা যদি লাভবান হতে চায় তবে আমাদের মনে রাখতে হবে যেন আমরা প্রতিটা ট্রেড অত্যন্ত ভালোভাবে করি । ফরেক্সে তারাই খুব ভালো করতে পারে যারা কিনা এটাকে পেশাদারিত্বের সহিত কাজ করতে পারে । আর পেশাদ্বাত্বের অভাবে অনেক সময় ট্রেডাররা ভুল পথে চলে যায় এবং লস করে ।

morshed naim
2017-06-25, 10:07 PM
ভাই আমার অনেক স্বপ্ন ফরেক্স নিয়ে অামরা কখনোই হাল ছেড়ে দিব না কিন্তু মাজে মাজে ফরেক্স এ যখন লস করি তখন খুব খারাব লাগে।তাই আমাদের সবার উচিত ভালো ভাবে যেন আমরা প্রতিটা ট্রেড অত্যন্ত ভালোভাবে করি তাহলে আমরা এই ফরেক্স মার্কেট কে আমরা প্রধান পেশা হিসাবে নিতে পারব এবং ফরেক্স মার্কেটকে আমিও প্রধান পেশা হিসেবে নিয়েছি পড়া-শোনা পাশা পাশি।

Mamun13
2018-01-30, 12:21 AM
আপনার এ রকম লক্ষ্য শুনে ভালোই বলবো৷আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান...শুভ কামনা রইলো৷আর আমরাও আপনার পাশেই আছি৷আমাদেরও অনেক লক্ষ্য আছে ফরেক্স ট্রেড নিয়ে৷আমরা অনেকেই ফরেক্স মার্কেটে নিয়মিত ও পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রানপণ চেষ্টা করছি,দিন রাত স্টাডি করছি,ট্রেডিং কৌশলগুলো শিখছি এবং সেগুলো প্রতিনিয়ত প্রয়োগ করছি৷ধীরে ধীরে সফলতাও আসছে৷ফরেক্স ট্রেডে আমাদের সকলেরই দৃঢ় প্রতিজ্ঞ থাকা উচিৎ৷তবেই আমরা আমাদের সফলতার লক্ষ্যে পৌছতে পারবো৷সবাই সবার জন্য দোয়া করবেন৷

expkhaled
2018-01-30, 10:29 AM
ফরেক্স মার্কেট কে প্রাথমিক ভাবে প্রধান আয়ের উতস ভাবা ঠিক হবে না। প্রথম ভালভাবে শিখতে এবং মার্কেট এ স্টেবিলিটি আসতেই ৩-৪ বছর লেগে যায় তাই অন্য কোন পেশায় জড়িত থাকা অবস্থায় একটু একটু আগাতে হবে, সবচেয়ে ভাল হয় যদি ছাত্রজীবন থেকে শুরু করতে পারলে ফ্রি সময় গুলো কাজে লাগিয়ে জীবনের জন্য অন্যতম আয়ের উতস তৈরী করে নিতে পারেন। ফরেক্স এমন একটি পেশা যেকোন পেশা সাথে সংযুক্ত রেখে করা যায়।