PDA

View Full Version : ফরেক্স মার্কেটে ট্রেড করে আমরা কি কিছু 



md mehedi hasan
2016-08-23, 09:06 AM
মানবজীনে প্রত্যেকটি কাজের মাধ্যমে আমরা কোন না কোন কিছু শিখতে পারি।আর সেই কাজটি যে ধরনের কাজই হকনা কেন তাতে কোন যায় আসেনা।তেমনি ফরেক্স মার্কেটেও।ফরেক্স মার্কেটে ট্রেড করে আমরা অনেক কিছু শিখতে পারি।যেমন ফরেক্স মার্কেটের মাধ্যমে আমাদের লোভ হ্রাস পায়,ধৈর্যশীল ও অত্নপ্রত্যয়ী হতে শিক্ষা দেয়।:tie:

Challange
2016-09-04, 10:10 PM
ফরেক্স শুধু একটা আর্থিক মার্কেট তা কিন্ত নয় । বরং ফরেক্স করার মাধ্যমে আমাদরে মধ্য মানবীয় গুণাবলি বিকাশ ঘটে । আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা শুধু অর্থ ইনকাম করি না বরং বিশ্বের একটা অনলাইনভিত্তি ট্রেডিং প্লাটফ্রমের সাথে যুক্ত হয়ে নিজেদের একজন আন্তর্জাতিক ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি । ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হয়ে অান্তর্জাতিক অঙ্গন সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারি ।

Shuvo Ghosh
2016-09-04, 11:27 PM
হ্যা পারি। আসলে বিষয়টা হচ্ছে আমরা ডেমো অ্যাকাইন্ট থেকেও খুব ভাল ফরেক্স ট্রেডিং শিখতে পারতাম কিন্তু আমরা তো ধরুন ততক্ষনে কিছুু বুঝিনা যতক্ষন না আমাদের কোন ক্ষয় ক্ষতি হয়। অর্থাৎ ডেমোতে যে একটু মনোযোগ দিরেই আমরা বিনা ক্ষতিতে শিখতে পারি তাহা কারো সয্য হয় না আমাদের ইফেক্ট তখনি হয় যখন আমরা রিয়েল একাউন্টে লস করি।

RUBEL MIAH
2016-09-19, 09:52 PM
ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই অামরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় ট্রেড ব্যবসা করে লাভবান হতে চাই । এই লাভ করতে হলে অবশ্যই আমরা আগে অভিজ্হতা অ র্জন করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

mithunsarkar
2016-10-19, 10:57 PM
আসলে আমি কিছু লাভ করছিলাম প্রায় ৫০ ডলারের মত কিন্তু তখন আমার একাউন্ট হাই লেভেল বেরিফাই হয়নি তাই তুলতে পারিনাই যখন বেরিফাই হয়েছে তখন আমার একাউন্ট লুজার হয়েগেছে। কারন আমি একাদিক ট্রেড করেছিলাম তার ফলে আমার একাউন্ট জিরো হয়ে যায় এখন থেকে চেস্টা করছি অতিরিক্ত ট্রেড থেকে দুরে থাকার জন্য। প্রপিট করলে ধরে রাখার জন্য কি করা দর কার। আপনাদের মাতামত চাই।

cane
2017-02-26, 11:39 AM
এখানে দরকার দক্ষতা ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে পারলে অবশ্যই অামরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় ট্রেড ব্যবসা করে লাভবান হতে চাই । এই লাভ করতে হলে অবশ্যই আমরা আগে অভিজ্হতা অ র্জন করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Competitor
2017-06-24, 05:48 AM
ফরেক্স করার মাধ্যমে আমরা অবশ্যই অনেক কিছুই শিখতে পারি প্রতিটা মুহুর্তে । আমি মনে করি মানুষ জীবনে যাই করুন তার মধ্য তাকে এমন কিছু অমূল্য শিক্ষা যা তাকে জীবনে সফল হতে অনেক বেশি পরিমানে সাহায্য করে । ফরেক্সে তারাই বেশি লাভবান হতে পারে যারা ফরেক্স বুঝে ফরেক্স নিয়ে স্টাডি করে তবেই ফরেক্স শুরু করে তবে ফরেক্সে ভালো কিছু করা সম্ভব ।

01797733223
2018-01-02, 06:07 PM
হ্যাঁ ভাই আপনি ভালো কথাই বলেছেন । ফরেক্স আসলেই আমাদেরকে লাইফে অনেক কিছু শিক্ষা দেয় যেটা এখানে সকল মানুষের জন্য অত্যন্ত জরুরী। কেননা এই ফরেক্সের মাধ্যমে আমরা আমাদের জীবনে ধৈর্যশীল হতে শিখি, তারপর মনে করেন আপনি ডিসিপ্লিন ভাবে সবকাজ সময়মত করতে সক্ষম হবেন, এরপর আমাদের লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা শেখায় সেটা হল আপনি আপনার লাইফে কিভাবে মানি ম্যানেজম্যান্ট করে চলবেন। এছাড়াও আপনি এখানে নিজের লোভকে কন্ট্রোল করা এবং আত্মনির্ভরশীল হতে শিখবেন।

expkhaled
2018-01-02, 06:20 PM
আমরা ফরেক্স মার্কেটকে মানব জীবনের সাথে সম্পর্ক যুক্ত মনে করতে পারি। এক বিশেষ জ্ঞান ফরেক্স মার্কেট এর মাধ্যমে উপলব্দি করতে পারি সেটা হচ্ছে মানব জীবনের উত্থান-পতন। ফরেক্স মার্কেট প্রতিটি সময় উত্থান-পতনের মধ্যে দিয়ে অতিবাহিত করে। একটি মানব জীবনেও সেরকম উত্থান-পতনের মধ্যে দিয়ে অতি বাহিত করে বা করতে হয়। সুতরাং আমি মনে করি ফরেক্স মার্কেটকে মানব জীবনের সাথে সম্পর্ক যুক্ত মনে করি। সুতরাং ফরেক্স মার্কেট কে দেখলে মানবজীনের সব কিছু বোঝা যায়।