PDA

View Full Version : ফরেক্স মার্কেটে আপনার অবস্থান ।



md mehedi hasan
2016-08-23, 01:05 PM
ফরেক্স মার্কেটে অনেক আশা নিয়ে আমরা প্রবেশ করে থাকি।আবার সকলেই ভালোভাবে জানি যে ফরেক্স মার্কেটে শতকরা ৯৫% ট্রেডার ঝরে যায়।এত কঠিন পথ যানা সত্তেও আমরা ফরেক্স করি।অনেক দিন ট্রেড করার পরেও আমরা জানিনা যে ফরেক্স মার্কেটে আমাদের অবসথান কোথায়।অনেকে ১ বছর ট্রেড করার পরেও একাউন্ট জিরো করে থাকে।কিন্তু তার একাউন্ট জিরো করার কারন সে ১ বছর ট্রেড করেও বুঝতে পারলো না।:bravo:

vodrolok
2016-09-11, 04:31 PM
ফরেক্স মার্কেটে যখন নতুন আসি তখন অন্যান্য নতুনদের মতোই একাধিকবার একাউন্ট জিরো করি। দুই বছর যাবৎ লাইভ ট্রেড করি। এখনো লাভ শুরু করতে না পারলেও টিকে থাকতে পারি। এখন আর অন্যের উপর নির্ভর করি না বরং অন্যদের থেকে সাহায্য নিয়ে বিষয়টা নিজেই বুঝি।

mithunsarkar
2016-09-13, 10:17 PM
আমি কিছু দিন যাবত ফরেক্স মাকেট করছি তা থেকে আমি বলতে পারি আমি ফরেক্স থেকে আয় করতে পারব| বতমান আমি ফরেক্স মাকেটে আণেক লাভে আছি | আমি ফরেক্স আর্ব শিখতে চাই আমি যদি ফরেক্স থিক মত করতে পারি তবে ফরেক্স থেকে আয় করতে পারব|

mithunsarkar
2016-09-13, 10:19 PM
অনেক ট্রেডার আছে তারার যখন ফরেক্স মার্কেটে প্রবেশ করে তখন তারা মনে করে ফরেক্স মার্কেটে ট্রেড করে রাতারাতি বড় লোক হওয়া যায়।কিন্তু তাদের এ ধারনা অল্প দিনের মধ্যে পাল্টে যায়।এক সপ্তাহ ঘুড়তে না ঘুরতেই তাদের একাউন্ট জিরো হয়ে যায়।যারা ফরেক্স করে রাতারাতি বড়লোক হতে চায় আমি বলবো তাদের জন্য ফরেক্স না।

RUBEL MIAH
2016-09-16, 11:33 AM
ফরেক্স মার্কেটে আমার অবস্থান এখনো বেশী একটা ভালো নয় । কারণ যতটুকু এ্যানালা্ইসিস করা দরকার তা অামি পারি না । সেজন্য আমার অবস্থান তেমন একটা ভালো নয় । আমি আশা করি অদূর ভবিষ্যতে আমি একটা অবস্থানে যেতে পারব ।

milonkhanfx1993
2016-10-02, 07:12 PM
ফরেক্সফ্যকট্রি থেকে শুরু করে বেশ কয়েকটি ভাল ভাল সাইট আছে যেখানে অনেক ভাল ভাল ট্রেডার গন ভাল কিছু স্ট্রাটেজি শেয়ার করে যেখান থেকেউ আপনি নিজেকে দার করাতে পারেন আর নিজের জায়গা থিক করতে পারেন।

MoinFX
2016-10-03, 05:01 PM
ফরেক্স মার্কেটে আমার অবস্হান এত বেশি ভাল নই। তবে নিজেকে ভাল করার জন্য চেস্টা করে যাচ্ছি ফরেক্স মার্কেটে ভাল করতে হলে আরও অনেক বেশি পড়তে ধৈর্য ধরে ট্রেড করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারবেন।

Mamun13
2017-09-19, 09:32 PM
আসলে ফরেক্স মার্কেটে নিয়মিত সফল ট্রেড করার জন্য দীর্ঘদিন যাবৎ ধৈর্য্য ধরে সকল খুঁটিনাটি বিষয় ও ট্রেডিং কৌশলগুলো আয়্ত্ব করাই হচ্ছে মূল লক্ষ্য৷এখানে কেউ ১ বছরেই এই সব কিছুই শিখার সুযোগ পেয়ে যায় আবার অনেকেই সঠিক ভাবে শিখার সুযোগই পায়না৷তাই বলে তার জন্য ফরেক্স ট্রেড অসম্ভব নয় বরং আরোও ২/৩ বছর সময় লাগতে পারে৷যারা ফরেক্স মার্কেটে ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হতে চান তাদের সময় ও শিখার সুযোগের কারনে অনেক দেরি হলেও একসময় ঠিকই প্রতিষ্ঠিত হয়ে যান৷যেমন গত ৪ বছর ফরেক্স মার্কেটে একটু একটু করে শিখা ও প্র্যাকটিসের পর এখন মনে হচ্ছে আমি মার্কেটে একজন (মাথা ন্যাড়া,হাটু ভাঙ্গা,চামড়া পোড়া হলেও) টিকে থাকা সফল ট্রেডার৷আর মনে হচ্ছে এতোদিন তাহলে শুধুই শিখেছি...প্রয়োজনে আরোও শিখবো৷