PDA

View Full Version : ফরেক্স মার্কেটে টেকনিক্যল এনালাইসিস এ



md mehedi hasan
2016-08-23, 01:06 PM
আমি ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে থাকি।ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস এর মধ্যে টেকনিক্যাল আমার কাছে অত্যান্ত প্রিয়।টেকনিক্যাল এনালাইসিস এর মূল কথা হল ইতিহাস বারবার পুনাবৃত্তি করে।আর এই কথাকে পুজি করে এবং টেকনিক্যাল এনালাইসিসের অন্যান্য অনুসঙ্গিক বিষয় বিচার বিশ্লেষণ করে আমি ট্রেড করে থাকি।ফরেক্স মার্কেটে যে যত টেকনিক্যাল এনালাইসিস করবে সে ততো লাভবান হবে।:rules:

HasanXM
2016-08-23, 04:22 PM
টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে ট্রেড করে। মুল বিষয় হল একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারে। আপনার চার্টে পূর্বের সকল প্রাইসের মুভমেন্ট চার্ট আকারে দেয়া থাকবে। তাই আপনি চাইলেই পূর্বে কি হয়েছিল তা দেখতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, "ইতিহাস বারবার প্রতিফলিত হয়"?

vodrolok
2016-09-11, 04:27 PM
ফরেক্স মার্কেটে এনালাইসিস হচ্ছে তিন প্রকার। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল। এর মধ্যে সবচেয়ে কঠিন হলো ফান্ডামেন্টাল। তারপরে টেকনিক্যাল। আর সবচেয়ে সহজ হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। কারণ টেকনিক্যাল এনালাইসিস করা হয় ইন্ডিকেটর দ্বারা। আর ইন্ডিকেটর বিভিন্ন গাণিতিক হিসাব করে তার চিত্র প্রকাশ করে। আর চিত্র দেখে বিষয়টা সহজই মনে হয়।

RUBEL MIAH
2016-09-16, 05:08 PM
ফরেক্স মার্কেটে আমরা যদি টেকনিক্যাল এ্যানালাইসিস বেশী বেশী করে করি তাহলে অবশ্যই আমরা অল্পতেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য টেকনিক্যাল এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Rahat015
2016-09-17, 08:52 AM
আমি ও আপনার সাথে একমত পোষণ করছি। টেকনিকাল এনালাইসিস করে ভাল লাভবান হওইয়া যায় ফরেক্স মার্কেট এ। কিন্তু মাঝে মাঝে ফরেক্স মার্কেট এ সাপোর্ট ব্রেকআপ বা ব্রেকডাউন করে যা মোটেও ইতিহাস না। তাই আমি বলব যখন প্রাইস সাপোর্ট বা রেসিসটেন্স এ থাকবে তখন অপেক্ষা করাটা বুদ্ধিমান এর কাজ হবে। যাতে ব্রেক আপ বা ব্রেকডাউন নিয়ে কাজ করা যায়।

milonkhanfx1993
2016-09-21, 08:17 PM
শুধু মাত্র সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল কে কি ট্রেড এনালাইসিস করা যায় আর এটাকে কি তাহলে টেকনিকাল এনালাইসিস বলবেন নাকি এর সাথে আরো কিছু আছে আসলে পুরো বিষয় টা আপনাদের মাধ্যমে জানা দরকার।

Forex Boy
2016-09-24, 09:16 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে গেলে এনালাইসিস এর কোন জুরি নেই। আপনি যত এনালাইসিসে পাকা হবেন তত লাভ করতে পারবেন। আমরা মার্কেটকে তিন ভাবে এনালাইসিস করতে পারি তার মধ্যে অন্যতম হোল টেকনিক্যাল এনালাইসিস। মার্কেটে ট্যাকনিক্যাল এনালাইসিসের গুরুত্ব অপরিশিম। কারন মার্কেটের ৭০ শতাংশ নির্ভর করে টেকনিক্যাল এনা লাইসিসের ওপরে।

Mamun13
2017-10-19, 08:17 AM
ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডগুলোর সফলতা 20% নির্ভর করে এই টেকনিক্যাল এনালাইসিসের উপর৷সঠিক টাইম ফ্রেম নির্ধারন, ট্রেডিং চার্টে ট্রেন্ড ও সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলুগলো দেখে পরিষ্কার ভাবে এনালাইসিস করে এন্ট্রী করতে হবে৷এজন্য কেন্ডেলস্টীকগুলো ভালো ভাবে এনালাইসিস করতে হয়৷টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝা যায়৷