View Full Version : ডিপোজিট যত বেশি লাভ তত বেশি।
md mehedi hasan
2016-08-23, 01:10 PM
ফরেক্স মার্কেটে ডিপোজিট বেশি হলে লাভও ততো বেশি হবে অনেক ট্রেডার তাই মনে করে।ফলে তারা একাউন্টে ডিপোজিট বেশি করে থাকে।কিন্তু প্রকৃতপক্ষে ডিপোজিট বেশি হলে যে লাভবেশি হবে এই ধারনা কি সঠিক।আমার মনে হয় এই ধারনা সঠিক না।কারন আপনার একাউন্টে ১০০০ ডলার আছে কিন্তু আপনি দক্ষ ট্রেডার না তাহলে কি আপনি অনেক বেশি লাভ করতে পারবেন।আর যদি আপনি দক্ষ ট্রেডার হন আর আপনার একাউন্টে ১০০ ডলার থাকে তাহলে আপনি কম লাভ করবেন।:woo:
HasanXM
2016-08-24, 09:37 AM
এটিা ভুল ধারনা, অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে। দেখা যায় অ্যাকাউন্টে $১০০ আছে, কিন্তু $১ পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে। ১০০ পিপস আপনার বিপরিতে মুভ করলেই আপনি ফকির হয়ে যাবেন। সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন।
sheam
2016-08-24, 01:22 PM
আমরা জানি কোনো ব্যবসায় যত বেশি রিস্ক নিতে পারবেন তার থেকে ততবেশি লাভ করতে পারবেন।ঠিক তেমনি ফরেক্স একটি ব্যবসা এখানে যত বেশি ডিপোজিট করতে পারবেন তত রিস্ক নিতে পারবেন।আর যত রিস্ক তত প্রফিট।
mithunsarkar
2016-08-30, 09:15 PM
ভাই এটা আপনার ভুল ধারনা ডিপোজিট-যত-বেশি-লাভ-ততো-বেশি। ফরেক্স মাকেটে আপোণী আপোণাকে কি ভাবে টিকিয়ে রাকবেন সেতা আপনার বেপার আমি মনে করি ফরেক্স মাকেটে আপনি বেশি ইনভেস্ট না করে আপনি আপনি ফরেক্স মাকেট সম্পরকে ভাল ভাবে লেখাপরা করুন ফরেক্স এ আপনি লাভ করতে পারবেন|
motiar
2016-08-30, 10:01 PM
ফরেক্সে ব্যালন্স বেশি হলে প্রফিট বেশি এটাই স্বাভাবিক ।তবে আপনাকে একজন দক্ষ ট্রেডার হতে হবে তার পঅরে ব্যালেন্স বাড়াতে হবে তবেই প্রফিত আর দক্ষ ট্রেডার না হয়ে ব্যালেন্স যত বেশিই হোক না কেন ফকির হতে সময় নেবেনা ।
Shuvo Ghosh
2016-09-02, 08:57 PM
হ্যা এটা সত্য কথা যে ডিপজিট অর্থাৎ আপনার ক্যাপিটালের পরিমান যত বেশি হবে আপনি ঠিক মানি ম্যানেজমেন্ট এর সাথে আপনার ট্রেডিং লট এর পরিমান ও বৃদ্ধি করতে পারবেন ফলে আপনার লাভ বেসি হবে। কিন্তু মাথায় রাখবেন যে বড় ধরনের ডিপজিট আপনি কাকে দিচ্ছেন আর এক বার ডিপজিট করার পরে আপনার প্রয়োজন অনুসারে আপনি আপনার টাকা ফেরত পাবেন কিনা। মনে রাকবেন বর্তমান ফেক কম্পানির সংখ্যা অধিক।
vodrolok
2016-09-11, 03:55 PM
প্রত্যেক ব্যবসাতেই পুঁজি যার যত বেশি লেভার পরিমান তার ততো বেশি। ফরেক্সও এর থেকে ভিন্ন না। তবে অন্য ব্যাবসার সাথে ফরেক্সের এখানে মৌলিক পার্থক্য হলো যে, অন্য ব্যাবসায় পুঁজি কম বেশি হলে ব্যাবসার ধরণও পরিবর্তন হয়ে যায়। আর ফরেক্সে ধরণটা একই থাকে শুধূ লেভার পরিমানটা বেড়ে যায়। তাই আগে ছোট পুঁজি দিয়ে লাভ করুন পরে বড় বিনিয়োগ করুন।
RUBEL MIAH
2016-09-15, 10:26 PM
কথাটা সঠিক নয় । যে ট্রেডারের যত বেশী অভিজ্ঞতা সে তত বেশী লাভ করবে । সুতরাং আমরা আগে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা করার জন্য অধিক পরিমানে এ্যানালাইসিস করুন তাহলেই সফলকাম হতে পারবেন ।
Rahat015
2016-09-16, 09:41 AM
আপনার সাথে আমি একমত হতে পারলাম না। কারন ফরেক্স মার্কেট এ পুজি যত বেশি হবে লাভের পরিমান ও তত বেশি হবে। কারন ঠিক মানি ম্যানেজমেন্ট এর সাথে আপনার ট্রেডিং লট এর পরিমান ও বৃদ্ধি করতে পারবেন ফলে আপনার লাভ বেসি হবে। আপনার লটের সাইজ ও যত বেশি হবে প্রতি পিপ্স উঠানামাতে লাভ ও তত বেশি হবে।
milonkhanfx1993
2016-09-26, 08:55 AM
ফরেক্স মার্কেটে ডিপোজিট বেশি হলে লাভও ততো বেশি হবে অনেক ট্রেডার তাই মনে করে।ফলে তারা একাউন্টে ডিপোজিট বেশি করে থাকে।কিন্তু প্রকৃতপক্ষে ডিপোজিট বেশি হলে যে লাভবেশি হবে এই ধারনা কি সঠিক।আমার মনে হয় এই ধারনা সঠিক না।কারন আপনার একাউন্টে ১০০০ ডলার আছে কিন্তু আপনি দক্ষ ট্রেডার না তাহলে কি আপনি অনেক বেশি লাভ করতে পারবেন।আর যদি আপনি দক্ষ ট্রেডার হন আর আপনার একাউন্টে ১০০ ডলার থাকে তাহলে আপনি কম লাভ করবেন।:woo:
ডিপজিট আর লাভ এর হার সমানুপাতিক,আপ্নি যদি ডিপোজিট একটু বেশি করেন তাহলে আপনার লাভ ও বেসি হবে আবার লস অল্প করলেউ আপনার তেমন কিছু মনে হবে না আর যদি আপনি প্রফিট করেন তা বেসি করে করতে পারবেন।:rules:
Mamun13
2017-07-31, 06:34 PM
যেকোনো ব্যাবসার প্রথম শর্তই হচ্ছে দীর্ঘ দিনের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা৷অভিজ্ঞ ট্রেডারদের জন্য ১,০০০ ডলার যথেষ্ঠ ব্যলেন্স যা দিয়ে মাসে কম করে হলেও ১০০/২০০ ডলার সহজেই আয় হতে পারে৷কিন্তু নতুন অদক্ষ লোভী ট্রেডার ১,০০০ ডলার মাত্র ১ মাসেই জিরো জিরো করে ফেলতে পারে৷অস্বাভাবিক কিছুই না৷তাই অবশ্যই ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার তুলনায় প্রকৃতপক্ষে ব্যলেন্স খুব বেশী একটা গুরুত্ত্বপূর্ণ বিষয় নয়৷
mahbubhb
2017-08-06, 06:30 PM
ফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট দিয়ে করা ভাল। তবে আমি মনে করি এটা শুধুই অভিজ্ঞদের জন্য। আর যারা নতুন আছেন তাদের জন্যে পরামর্শ হল ৫০-১০০ ডলার দিয়ে শুরু করা।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.