PDA

View Full Version : ট্রেড করতে ট্রেডিং কৌশলের প্রয়োগ।



md mehedi hasan
2016-08-23, 01:12 PM
:dফরেক্স মার্কেটে সফল ভাবে ট্রেড পরিচালোনা করতে হলে একটি সুনির্দষ্ট ট্রেডিং কৌশল অনুসরন করতে হয়।আপনি যখন একটি নির্দষ্ট ট্রেডিং কৌশন মেনে ট্রেড করবেন তখন আপনি এলোমেলো ট্রেড করতে পারবেন না।শুধু ট্রেডিং কৌশল মেনেই ট্রেড করতে হবে ফলে লস কম হবে এবং লাভ বেশি হবে।

HasanXM
2016-08-24, 09:34 AM
কিছু কিছু ব্যাপারে ট্রেড করার সময় সতর্ক থাকবেন, ফরেক্স মার্কেটে সফল ভাবে ট্রেড পরিচালোনা করতে হলে একটি সুনির্দষ্ট ট্রেডিং কৌশল অনুসরন করতে হয়, লোভ করবেন না, ইমোশনাল হবেন না, নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন, ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন, অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবে৤

sheam
2016-08-24, 01:27 PM
সত্য কথা ভাই ট্রেডিং কৌশল ছাড়া প্রতিনিয়ত ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা যায় না। ট্রেডিং কৌশল আপনার টা আপনাকেই আবিষ্কার করতে হবে। তাছাড়া যদি সম্ভব হয় প্রতিনিয়ত প্রফিট করছে এমন কারো ট্রেডিং কৌশল ফলো করতে পারেন।

mithunsarkar
2016-08-30, 09:14 PM
আপনি ফরেক্স করেন আপনার কোশোলে | আমি মনে করি ফরেক্স ট্রেডার করতে হলে আপনি যদি ফরেক্স থেকে লাভ করতে চান তবে আপনার আলাদা টেকনিক অবল্মন করতে হতে পারে | আমার মনে হয় ফরেক্স ট্রেডিং-কৌশলের ছারা আয় করা অনেক কস্টের | ফরেক্স এর সাথে থাকুন ফরেক্স জিবন কে পরিবতন করতে পারে|

motiar
2016-08-30, 10:10 PM
আমি মনে করি বিশয়টি আপনি সঠিক বলেছেন একটা সুনিরদস্ট কউশল মেনে ট্রেড করলে প্রফিট হবেই । তবে এই কউশল নিজেকেই খুজে বের করতে হবে নিজের কউশঅল নিজের বুঝতে সহজ হবে । তবে মনে রাখতে হবে যদি কউশল ফলপ্রসু হয় তবে এর বাইরে ট্রেড দেয়া যাবে না ।

Shuvo Ghosh
2016-09-02, 03:57 PM
অবশ্যই ট্রেডিং করতে অনেক নয়োম কৌশল ও দক্ষতার প্রয়োজন হয়। ফরেক্স একটি এডুকেমনাল সাবজেক্ট। ফরেক্স এ কাজ করতে গেলে আপনাকে আবশ্যই এটা নিযে অনেক পড়া লেখা করতে হবে। আপনাকে রেগুরার ডেমো একাউন্টে প্র্যাকটিস করতে হবে এতে আপনার ট্রেডিং এর দক্ষতা বাড়বে সাথে আপনার অধিক জ্ঞান ও বৃদ্ধি পাবে।

vodrolok
2016-09-11, 04:11 PM
নিয়মিত ফরেক্স করে লাভ করতে চাইলে একটা ট্রেডিং কৌশল থাকতেই হবে এবং ধৈর্য ধরে আবেগকে প্রশ্রয় না দিয়ে তার প্রয়োগ করে যেতে হবে। এ জন্য আগে ঠিক করতে হবে যে, আমার স্ট্র্যাটেজিতে কখন কখন আমাকে মার্কেটে প্রবেশ করতে হবে। ঘড়ি ধরে তার কমপক্ষে পাঁচ মিনিট আগে টার্মিনাল এর সামনে বসতে হবে। এবং কোনো দ্বিধায় না ভুগে এন্ট্রি নিতে হবে।

RUBEL MIAH
2016-09-16, 03:18 PM
ফরেক্স মার্কেটের ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে ট্রেডিং কৌশলি হতে হবে । যে যত বেশী কৌশলি হবে সে তত বেশী সফল ব্যবসায়ী হতে পারবে । সুতরাং আমরা সব সময় ট্রেড করার অাগে কৌশল অবলম্বন করব তারপর ট্রেড করা শুরু করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

milonkhanfx1993
2016-09-18, 09:29 PM
ফরেক্স মার্কেট টা এতটা কঠিন না যতটা আমরা মনে করি আবার অতটা সহজ ও না, তবে সবচেয়ে ভাল যে বিষয় সেটা হল নিজের বুদ্ধিমত্তা এবং তার সঠিক ব্যাবহার,সাথে যে দেশের কারেন্সি নিয়ে আপনি বিজনেস করবেন সেটা সম্পরকে অবগত থাকা। এবং এগুল সবই মার্কেট এর চারট এর আপনাকে শো করবে,তাই চারট নিয়া থাকুন অনেক কিছুই বুঝবেন।

Mamun13
2017-09-15, 10:42 PM
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে আমাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট সকল নিয়ম-নীতি বা ট্রেডিং কলাকৌশল বা ট্রেডিং সিস্টেম মেনে চলতে হবে৷সঠিকভাবে এনালাইসিস করতে হবে৷মার্কেট সেন্টিমেন্ট বুঝতে হবে৷একটি সঠিক ও কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজী ফলো করে ট্রেড করতে হবে৷

Parvejdu
2017-09-16, 11:14 AM
ফরেক্স করতে হলে আপনাকে অবশ্যই ট্রেডিং কৌশল সর্ম্পকে সঠিক ধারণা থাকতে হবে। ট্রেডিং কৌশল জানা না থাকলে আপনি ফরেক্স-এ লাভ করতে পারবেন না। ফরেক্স-এ অনেক ইন্ডিকেটর আছে তার মধ্যে যে ইন্ডিকেটর গুলো ভাল কাজ করে সেগুলো ব্যবহার করে যাচাই করে নিতে হবে। বেশি ইন্ডিকেটর নেওয়া ভাল নয় কারণ সিদ্ধান্ত নিতে সমস্যা হয়।

Grimm
2018-02-10, 11:46 PM
আমার মনে হয় এই বাজারে ট্রেডিং কৌশলের গুরুত্ব অনেক বেশি। কারণ ট্রেডিং কৌশল ছাড়া কেউ এই বাজার থেকে মুনাফা উপার্জন করতে পারবে না। এর যে কৌশল আপনি ব্যবহার করবেন সেই কৌশল সম্পর্কে অবশ্যই আপনাকে ভাল জ্ঞান অর্জন করতে হবে। কারণ ভাল জ্ঞান ছাড়া আপনি সেই কৌশল যথাযথ ব্যবহার করতে পারবেন না আর সেটা হলে আপনি কখনই এই বাজার থেকে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন না।

amreta
2020-01-25, 03:24 PM
আমি আপনার সাথে একমত যে ডলার / জেপিওয়াই এখন দীর্ঘ মেয়াদে বুলিশ এবং আমি মনে করি এটি বুলিশ রান চালিয়ে যাবে তাই বুলিশের সন্ধান করা ভাল কারণ প্রিয় সঙ্গী আমি আপনার বিশ্লেষণের সাথে সম্মত এই জুটি বুলিশ প্রবণতাটি পরিষ্কার দেখাচ্ছে তবে পরের সপ্তাহে খুব বড় মোমবাতি বেয়ারিশ তখন সাবধানে সেরা ভাগ্যবান বন্ধুকে ব্যবসায়ের জন্য
এই জুটির উপর চলাচল এবং ব্যবসায়গুলি কিনুন তবে এর আগে আমি আপনাকে এটি 110.00 দামের উপরে ওঠার জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি এবং তারপরে সেই স্তরটির বিরতি পরে আমাদের এই জোড়ায় দীর্ঘ হওয়া উচিত।

Rokibul7
2020-05-08, 02:17 PM
ফরেক্স এ টিকে থাকতে পারলে ট্রেডিং স্ট্রটেজি তৈরি হয়ে যায়।কারন শিকতে আপনাকেই হবেই,আপনার যদি আগ্রহ থাকে ফরেক্স ট্রেডিং তাহলে আপনি এক সময় নিজের টেডিং ট্রটেজি হয়ে যায়।তাই একটাি উদ্দেশ্য থাকতে হবে আর সেটা হলো টিকে থাকার

FREEDOM
2020-08-29, 01:38 AM
ফরেক্স মার্কেট টা এতটা কঠিন না যতটা আমরা মনে করি আবার অতটা সহজ ও না, তবে সবচেয়ে ভাল যে বিষয় সেটা হল নিজের বুদ্ধিমত্তা এবং তার সঠিক ব্যাবহার,সাথে যে দেশের কারেন্সি নিয়ে আপনি বিজনেস করবেন সেটা সম্পরকে অবগত থাকা। এবং এগুল সবই মার্কেট এর চারট এর আপনাকে শো করবে,তাই চারট নিয়া থাকুন অনেক কিছুই বুঝবেন।

sss21
2020-08-30, 03:31 PM
সত্য কথা ভাই ট্রেডিং কৌশল ছাড়া প্রতিনিয়ত ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা যায় না। ট্রেডিং কৌশল আপনার টা আপনাকেই আবিষ্কার করতে হবে। তাছাড়া যদি সম্ভব হয় প্রতিনিয়ত প্রফিট করছে এমন কারো ট্রেডিং কৌশল ফলো করতে পারেন।

Md.shohag
2020-09-12, 08:22 AM
আমি মনে করি ফরেক্স ট্রেডার করতে হলে আপনি যদি ফরেক্স থেকে লাভ করতে চান তবে আপনার আলাদা টেকনিক অবল্মন করতে হতে পারে | আমার মনে হয় ফরেক্স ট্রেডিং-কৌশলের ছারা আয় করা অনেক কস্টের | ফরেক্স এর সাথে থাকুন ফরেক্স জিবন কে পরিবতন করতে পারে|