PDA

View Full Version : ফরেক্স এ লাভ করার পর আপনার কেমন লাগে?



sujon30
2016-08-23, 08:51 PM
ফরেক্স এ কেউ লস করে আবার কেউ লাভ ও করে থাকে,লস করলেতো অনেকটাই খারাপ লাগে জানি। কিন্তু লাভ হলে আপনার কেমন লাগে?

RUBEL MIAH
2016-09-14, 07:30 PM
ফরেক্সে লাভ করার পর অবশ্যই মনটা খুব ভালো লাগে । অবশ্যই আমরা ফরেক্স মার্কেটে ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই আমরা ষফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা শুরু করার আগে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারব ।

অনিক বিশ্বাস
2016-09-15, 12:02 PM
ফরেক্স এ লাভ করার পর স্বাভাবিক আমাদের সবারই খুবই ভাল লাগে , লাভ করার পর ফরেক্স এ আরও বেশি মনোযোগী হয়ে যাই তখন ফরেক্স এ আরও বেশি সময় দিতে ইচ্ছা করে । ফরেক্স এ আরও বেশি বেশি করে ইনভেস্ট করে ট্রেডিং করতে ইচ্ছা করে ।

Mamun13
2017-08-07, 11:21 PM
ফরেক্স মার্কেটে অল্প কিছু লাভ হলেই আমি অনেক খুশি হই৷তখন অনেকটা চাপমুক্ত লাগে,মনে হয় বুকের উপর থেকে ভারী একটা পাথর সরানো হলো এইমাত্র৷আত্নবিশ্বাস অনেক বেড়ে যায়,কাজের প্রতি আগ্রহ-মনযোগ অনেক বাড়ে৷লাভ কম/বেশি যাই হোক কষ্টটা সার্থক হয়৷

Foyazur
2017-11-18, 04:17 PM
ফরেক্স মার্কেট লাভ হলে আমার অনেক ভালো লাগে আর যখন ফরেক্স মার্কেট লস হয় তখন মনটা অনেক খারাপ থাকে আর কেনো লস হলো সেই ভুল খুজেবের করার চেষ্টা করি তাই মনে করি প্রতিটি ট্রেডার এর উচিত রিয়েল ট্রেড করার আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানা তারপর রিয়েল ট্রেড করা তাহলে আপনে অনেক প্রফিট করতে পারবেন আর আপনার থেকে অনেক ভালো লাগবে।

01797733223
2017-11-18, 05:33 PM
অনেক ভাল লাগে । কারন আমরা যখন একটা ট্রেডের জন্য প্রস্তুতি নেই তখন আমাদেরকে অনেক চিন্তা ভাবনা ও এনাল্যাইসিসের মধ্য দিয়ে, এমনকি সামনে পেছনে সবকিছু বিচার বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয় । কিন্তু তারপরেও দেখা যায় যে বেশিরভাগ সময় লস খাচ্ছি, এমতাবস্থায় যদি কোন ট্রেডে লাভ হয় তখন আনন্দটাও স্বাভাবিকভাবে একটু বেশি হয় ।

Sajib044
2017-11-18, 06:07 PM
ব্যাবসায়ে লাভ হলে তো সবাই খুশি হয়। আর ফরেক্স এ যদি লাভ হয় তাহরে তো কোন কথাই নেই। অনেক আনন্দ হবে মনে। নিজের কাছে একটি আনন্দের ব্যাপার । একটি অন্যরকম অনুভুতি হবে তখন।

iloveyou
2018-03-09, 06:26 PM
ভাই আনন্দের সীমা থাকে না, মনের মধ্যে এক প্রকার প্রশান্তি অনুভব হয়, তাই খুব ভাল লাগে। কারন একটা ট্রেডিং এ ভাল একটা পজিশন তৈরি হতে এবং সেটাকে সময়মত ধরতে অনেক অপেক্ষা করে থাকতে হয়। সুতরাং সেই ট্রেডটিতে যখন প্রফিট হয়, তখন আসলেই অনেক আনন্দ অনুভব হয়। তাই ফরেক্স মার্কেট থেকে লাভ করার পর কনফিডেন্স লেবেলটাও অনেকগুণ বেঁড়ে যায়।

nahida
2018-03-09, 08:42 PM
আমি ফরেক্স থেকে কিছু হলে প্রফিট করতে পারছে তাই এর আনন্দটা আমি বুঝি যা বলে প্রকাশ করা যাবে না।এতো বড় একটি মার্কেটপ্লেসে কাজ করে এখান থেকে আমি প্রফিট করতে পেরেছি এটা ভেবেই খুব আনন্দ হয়। আর এই আনন্দটা সবসময়ের জন্য পেতে চাই তাই নিজেকে যতোটা সম্ভব অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই।

riponinsta
2018-03-10, 10:03 AM
ফরেক্স মার্কেট এ লাভ করতে কার না ভাল লাগে সবাই ফরেক্স মার্কেট এ লাভ করতে চাই তার কারন এ অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ বড় বড় লট এ ট্রেড করে অ্যাকাউন্ট এর বড় ক্ষতি করে ফেলে তবে আমি চাই ফরেক্স মার্কেট এ লাভ করতে আর সেই লাভ ফরেক্স মার্কেট এ ধরে রাখতে এটা করতে পারলেই ফরেক্স মার্কেট এর সফল ট্রেডার হতে পারবো আশা করি

mdsakil
2018-03-10, 12:33 PM
আসলে প্রতিটি ব্যাবসাই মুনাফার আশায় করা হয়। ব্যাবসায় লস হবে এটা যেমন স্বাভাবিক তেমন লাভ ও স্বাভাবিক।তবে লাভ হলে খুশি তো লাগবেই লাভের আশায় এখানে আসা। তবে আমার মনে হয় একটু সচেতন ভাবে ট্রেড করলে লসের চেয়ে লাভ বেশি হবে। চাকরির পাশাপাশি বা লেখাপড়ার পাশাপাশি এটা করলে, বাড়তি একটা আয় অনেক আনন্দ দেয়। এতে লেখাপড়া ও চাকরি দুটাতেই গতি এনে দেয়।

marjahan
2018-03-14, 06:33 PM
লাভ করলে মনে প্রশান্তি আসে কিন্তু সবসময় লাভ করা সম্ভব হয় না অধিকাংশ সময়ই লসের সম্মুখীন হই আর এর কারন হলো ভালো করে ফরেক্স না শিখতে পারা তাই আমি চাই ভালো করে ফরেক্স শিখে এখান থেকে লাভ করতে এতে করে অনেক ভালো লাগবে ।

expkhaled
2018-03-14, 07:13 PM
লাভ করতে পারলে মনে হয় আমি যে বিদ্যা চর্চা করছি সেটা কিছুটা হলেও সফল। তবে লাভ হলে এত বেশী উত্তেজিত হওয়ার কিছু নেই। কারণ ফরেক্স মার্কেট বলে কথা যদি উত্তেজনা বশত: এনালাইসিস ভূল করে ফেলেন তাহলে আপনার পরবর্তী ট্রেড এ লস ও হতে পারে। তাই যদি সঠিক মানের একজন ট্রেডার হতে চান আপনার ভেতরে সব সময় একটা ভয় কাজ করবে যে, আপনার যেকোন সময় লস হতে পারে এবং লসটা হবে আপনার নিজস্ব আওতার ভেতরে তাহলে আপনি লস থেকেও একটা ভাল কিছু শিখতে পারবেন।

hasem79
2018-03-14, 07:16 PM
আমার লাভের থেকে লস করলেই বেশি লাগে। কারণ লাভ সব সময়ই কম বেশি হয় কিন্তু যখন লস হতেই থাকে তখন মনে চায় হাতে ধরে মার্কেট টা আমার ফেবারে নিয়ে যাই। বিরক্ত লাগে মাঝে মাঝে যখন দেখি এনালাইসিস মত হবার কথা কিন্তু হয় না। এখন যেমন হচ্ছে কানাডা/ডলার পেয়ারে।

alamsat
2018-03-15, 11:01 AM
ভাই লস করলে সারাদিন মনটা একটু খারাপ থাকে একটু নিচ্চুপ থাকি। কিন্তু যদি ৫ ডলার লাভ হয় মনটা যে এত ভালো লাগে যেন অলিম্পিক ম্যাডেল জিতে এনেছি। অনেক ভালো লাগে তখন.

hasem79
2018-03-15, 11:43 AM
যদিও ভাল লাগার কথা এবং তাই আসলে উচিত। কিন্তু সব সময় তা লাগে না। কারণ আশু লসের চিন্তা সব সময়ই মাথার মধ্যে গুরপাক খেতেই থাকে। তাই আমি লাভ করতে পারলে অতটা উচ্ছসিত হই না। তবে সত্যি কথা হল পরিমিত পরিমাণ ভাল লাগা কোন দোষের কিছু নয়।

sofi
2018-04-06, 10:53 PM
লাভ করতে পারলে মনে হয় আমি যে বিদ্যা চর্চা করছি সেটা কিছুটা হলেও সফল। তবে লাভ হলে এত বেশী উত্তেজিত হওয়ার কিছু নেই। কারণ ফরেক্স মার্কেট বলে কথা যদি উত্তেজনা বশত: এনালাইসিস ভূল করে ফেলেন তাহলে আপনার পরবর্তী ট্রেড এ লস ও হতে পারে। তাই যদি সঠিক মানের একজন ট্রেডার হতে চান আপনার ভেতরে সব সময় একটা ভয় কাজ করবে যে, আপনার যেকোন সময় লস হতে পারে এবং লসটা হবে আপনার নিজস্ব আওতার ভেতরে তাহলে আপনি লস থেকেও একটা ভাল কিছু শিখতে পারবেন।

sofi
2018-04-06, 10:55 PM
ফরেক্স মার্কেট লাভ হলে আমার অনেক ভালো লাগে আর যখন ফরেক্স মার্কেট লস হয় তখন মনটা অনেক খারাপ থাকে আর কেনো লস হলো সেই ভুল খুজেবের করার চেষ্টা করি তাই মনে করি প্রতিটি ট্রেডার এর উচিত রিয়েল ট্রেড করার আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানা তারপর রিয়েল ট্রেড করা তাহলে আপনে অনেক প্রফিট করতে পারবেন আর আপনার থেকে অনেক ভালো লাগবে।

Sakib42
2021-09-20, 09:23 PM
ফরেক্স এ লাভ করার পর স্বাভাবিক আমাদের সবারই খুবই ভাল লাগে কেননা আমরা সবাই এখানে এসেছি অর্থ উপার্জন করার জন্য তাই যখন আমাদের অর্থ উপার্জন হয় তখন আমরা এমনি এমনি খুশি হয়ে যাই এবং আমাদের সামনের দিকে আরও মনোযোগ সহকারে যেন কাজ করতে পারি সেই অনুভূতি অনুভব হয়। ফরেক্স মার্কেটে লাভ করাটা তেমন কোনো কঠিন বিষয় নয় আপনি যদি একটু ছোট ছোট লটে ট্রেডিং করেন ভালোমতো মার্কেট এনালাইসিস করে তাহলে আপনি ভালোমতো প্রফিট অর্জন করতে সক্ষম হবেন।

Starship
2021-09-20, 10:18 PM
ফরেক্স ট্রেড করার প্রফিট করলে যেমনটা অনুভূতি হয় সেটা প্রকৃতপক্ষে ভাষায় প্রকাশ করার মত নয়। আমি যখন প্রথম ফরেক্সে ট্রেড করে প্রফিট করে আমার কাছে খুবই ভালো লেগেছে। কেননা প্রথম ট্রেড করে প্রফিট করা সত্যিই ভুলার মত নয়। এছাড়াও দীর্ঘ পরিশ্রমের পর নিজের পরিশ্রমের ফলাফল পাওয়াটা সত্যিই আনন্দের। তবে আমি চাই এভাবে দীর্ঘ সময় পর থেকে প্রফিট করার জন্য এর জন্য নিজের অভিজ্ঞতা অর্জনের জন্য অগ্রসর হচ্ছি।

FRK75
2021-12-14, 11:47 AM
ফরেক্স মার্কেটে অল্প কিছু লাভ হলেই আমি অনেক খুশি হই৷তখন অনেকটা চাপমুক্ত লাগে,মনে হয় বুকের উপর থেকে ভারী একটা পাথর সরানো হলো এইমাত্র৷আত্নবিশ্ াস অনেক বেড়ে যায়,কাজের প্রতি আগ্রহ-মনযোগ অনেক বাড়ে৷লাভ কম/বেশি যাই হোক কষ্টটা সার্থক হয়৷

FRK75
2022-02-07, 03:11 PM
আমরা যখন একটা ট্রেডের জন্য প্রস্তুতি নেই তখন আমাদেরকে অনেক চিন্তা ভাবনা ও এনাল্যাইসিসের মধ্য দিয়ে, এমনকি সামনে পেছনে সবকিছু বিচার বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয় । কিন্তু তারপরেও দেখা যায় যে বেশিরভাগ সময় লস খাচ্ছি, এমতাবস্থায় যদি কোন ট্রেডে লাভ হয় তখন আনন্দটাও স্বাভাবিকভাবে একটু বেশি হয় ।