PDA

View Full Version : একাধিক পিয়ারে ট্রেড করা।



md mehedi hasan
2016-08-25, 11:28 AM
আমার বাস্তব অভিঙ্গতা থেকে বলছি ফরেক্স মার্কেটে একসাথে একাধিক পিয়ারে ট্রেড করা মানে বাশ খাওয়ার সমান।আমি একসাথে একাধিক পিয়ারে ট্রেড করে একাউন্ট জিরো করে ফেলেছিলাম।কারন একাধিক পিয়ারে ট্রেড করলে একসাথে অনেক গুলো ট্রেড ওপেন করতে হয় বা আপনি ত না করতে চাইলে লোভে পড়ে ট্রেড করবেন এবং ট্রেড গুলো আপনার বিপরীতে গেলে আপনি লস খাবেন ও ওভার ট্রেডার হিসাবে নাম লিখাবেন।

Shuvo Ghosh
2016-09-03, 06:25 PM
একাধিক পেয়ারে ট্র্রেড করা কোন দরকার আছে বলে আমি মনে করিনা। এতে ট্রেডারগন ট্রেডিং এর সময় বিভ্রান্ত হয়ে যায়। আপনি আপনার সুবিধা মত দুইটা পেয়ার বেছে নিতে পারের যেমন আমি আমার সুবিধামত মাএ দুইটি পেয়ারেই ট্রেড করি এক হল গোল্ড গোল্ড পেয়াা আমার কমন পেয়ার আর দ্বিতীয় হল gbp/jpy আমি এই দুইটি পেয়ার থেকে অনেক লাভ করি তাই আমার এই দুইটাই খুব ভাল লাগে।

motiar
2016-09-03, 08:56 PM
একাধিক পেয়ারে ট্রেড দেয় কখনি উচিত নয় । একাধিক পেয়ারে ট্রেডদিলে তাতে লস হবেই এতে কোন সন্দেহ নাই । কারন ওভার ট্রেড মানেই লস এবং লোভ আর লোভ মানেই ধ্বংশ ।

Forex Boy
2016-09-10, 03:30 PM
দেখুন ভাই লাভ লস দুটোই ব্যবসার নিয়ম একবার লস অথবা লাভ কোরেচেন বোলে বার বার হবে এমন কোন কথা নেই এমনকি একই ঘটনা যে আপনার সাথে বার বার ঘটবে তারো কোন মানে নেই। তাই যদি লস কোরে থাকেন তাহলে হুহ কোরেই রিভেন্জ নিতে যাবেন না অপেক্কা করুন সঠিক সময়ের জন্য। এর জন্য একাধিক পেয়ারররে দরকার নেই।

SHOYEB
2016-09-11, 02:38 PM
ঠিক বলেছেন ভাই একাধিক পেয়ারে ট্রেড করা উচিত না । একাধিক পিয়ারে ট্রেড করলে হিসাব রাখতে ও ঝামেলা একটা বা দুইটা পেয়রেই ট্রেড করাটা সুবিধাজনক বলে আমি মনে করি । একাধিক পেয়ারে ট্রেড করার অসুবিধা হচ্ছে মনে রাখতে না পারলে লস হয়ে যায় । লস করা যাবে না লাভ করতে হবে ফরেক্স মার্কেট থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ।