PDA

View Full Version : পূর্বে যা ঘটেছিল তা বারবার প্রতিফলন ঘটú



md mehedi hasan
2016-08-25, 11:30 AM
ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট যেখানে ইতিহাস বারবার পূণাবৃত্তি ঘটে।আগে যা ঘটেছিল তা পুণরায় ঘটতে পারে।যদি পূর্বর রেজিস্ট্যন্স ও সাপোর্ট লেভেল একটি প্রাইস লেভেল হিসাবে কাজ করে।তখন দক্ষ ট্রেডাররা তার উপর নির্ভর করে ট্রেড করে থাকে।এটা মূলত টেকনিক্যাল এনালাইসিস।এই এনালাইসিসের মাধ্যমে আমরা লেভেল মিলানোর চেষ্টা করি যা আগে ঘটে ছিল।

hasan019
2016-08-25, 01:03 PM
যে জত ভাল করে রেজিস্ট্যন্স ও সাপোর্ট লেভেল বুঝতে পারে তার জন্ন তত সুবিধা ফরেক্স করা। আসলে আমাদের এটা বুঝার জন্ন প্রচুর প্রাকটিস করতে হবে।

Shuvo Ghosh
2016-09-05, 08:48 PM
নতুন ট্রেডারদের ভিতরে এই একট প্রবনতা খুব চলে তা হোল একই ভুল বার বার করা। এর থেকে সহজে নিস্তার পাবার উপায় হোল আপনাকে আপনার ভুল গুলোকে নোট কোরে লাখতে হবে, আপনি যদি নোট কোরে রাখেন তাহলে আপনার ভুল গুলো আপনি খুব সহজেই এরিয়ে যেতে সক্ষম হবেন ফলে আপনার লসের আসংকা ও কোমে আসবে অনেক।

Forex Boy
2016-09-10, 03:24 PM
নতুন ট্রেডরদের একটি প্রবলেম খুব ফেস করত হয় আর তা হোল একই প্রবলেম তার ট্রেডং এ বার বার ফিরে আসে অর্থাৎ একই ভুল সে বার বার করে। এর কারন হোল ডেমো ট্রেডিং এ মনোযোগ না দেয়া আর ডেমো ট্রেড কে অবহলা করা। ডেমো ট্রেড থেকে অনেক কিছু শেখার আছে আাপনি ডেমো ট্রেডংি এর মাধ্যমে আপনার ভুল ত্রুটি গুলো নোট কোরে ফেলতে পারেন তাহরে আর ভুল হবেনা।

SHOYEB
2016-09-11, 02:55 PM
ডেমো ট্রেডিং এর মাধ্যমে অনেক কিছু শিখা যায় ঠিক আছে কিন্তু রিয়েল ট্রেডের সাথে অনেক প্রার্থক্য আছে । দেখা যায় ডেমো ট্রেডে যাচ্ছেতাই ভাবে আমরা ডেমো অনুশীলন করি এই প্রবনতটা রিয়েল ট্রেডিয়ে ও থেকে যায় যার কারনে আমরা লস করি । যেটা আমাদের উচিত ডেমো ট্রেডের পরে অল্প কয়েগ ডলার দিয়ে রিয়েল ট্রেড করতে হবে তাতে আমাদের উন্নতিটা বুঝা যাবে ।