PDA

View Full Version : ফরেক্স লাভ লস দুভাই কি ...?



nisho5533
2016-08-25, 07:41 PM
ফরেক্স এমন একটি বাবসা যেখানে লাভ লস দুভাই | বাবসাই লস না করলে আপনি কখন লাভ করতে পারবেন না এটা থিক না ফরেক্স থেকে আপনি লাভ করতে পারেন আপনি যদি প্রতিনিওত ফরেক্স মাকেট করেন |আপনাকে অধিক সময় ধরে ফরেক্স করতে হবে | অতিরিক্ত ট্রেড না করলে আমি মনে করি ফরেক্স লস হবে না। আপনি কি বলেন...?

sheam
2016-08-25, 08:04 PM
ব্যবসা মানেই ভাল লস। ব্যবসায় আপনি লস না করলে লাভ করতে পারবেন না। আর এমন কোন ব্যাবসা নেই যাতে লস নেই। ফরেক্স ও একটা ব্যবসা তাই এতে লস হবে এটাই সত্য। কিন্তু ভালভাবে মাকেট এনালাইসিস করলে ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন।কিন্তু অভার ট্রেডিং করা থেকে দুরে থাকবেন।

RUBEL MIAH
2016-11-30, 02:19 PM
ফরেক্স ব্যবসা করতে গেলে লাভ এবং লস দুটোই থাকবে । এর জন্য কোন প্রকার চিন্তা করতে হবে না । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর লসের জন্য কোন চিন্তা করা যাবে না । সহ্য করে আমরা এই ব্যবসা করতে থাকব তাহলেই লাভবান হতে পারব ।

riponhosen
2016-11-30, 04:49 PM
যেকোনো ব্যবসায় লাভ লস থাকবেই ফরেক্স হচ্ছে একটা ব্যবসা সেক্ষেত্রে এখানে লাভ লস আছে।আপনি যদি লস না করেন তাহলে আপনার লাভ করার অনুপ্রেরণা যাগবে না আর যে যত বেশি ব্যার্থ হয় সেই একসময় জয়ী হয়।ফরেক্স এ লাভ হবে আবার লস ও যাবে লস গেলে হতাশ হওয়া যাবে না সময় নিতে হবে।

MdMintuHossen692
2016-11-30, 04:53 PM
ফরেক্স ট্রেডিংয়ে লাভ এবং লস এক অন্যের সাথে পরস্পর সম্পাক্য যুক্ত ভূল ট্রেডিংয়ের ফলে কেউ এখান থেকে ছিটকে পরে আবার সঠিক ট্রেডিং স্ট্যাইলের কারনে কেউ এখান থেকে ভাল প্রফিটের দেখা পায় তবে এ সব নির্ভর করে ফরেক্স টে্রুডিং বিষয়ক ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতার উপর।

shimul77ss
2016-11-30, 05:13 PM
ভাই ব্যবসাই লাভ লস দুটোই হয় ।তবে একজন ব্যবসায়িক যদি লাভের থেকে লস বেশি করে তাহলে সে ব্যবসাকে টিকিয়ে রাখতে পারবেনা।ফরেক্স ব্যবসাও তেমন আপনি যদি লাভের থেকে লস বেশি করেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না।তাই ফরেক্স মার্কেটে লস এড়াতে গেলে আপনাকে আগে মার্কেট থেকে শিক্ষা অর্জন করতে হবে।

Competitor
2017-06-26, 03:29 AM
হ্যাঁ! ফরেক্সে লাভ লসকে দুই ভাই হিসেবে আমরা চিহ্নিত করতে পারি । আসলে লাভ লস করার মাধ্যমে আমরা ফরেক্সে ব্যবসা করি । আর তাই ফরেক্সের জন্য লাভ লস হলো একটা কমন বিষয় । ফরেক্সে যে কেউ লাভবান হতে পারে এর জন্য প্রয়োজন আপনাকে দক্ষতার উন্নয়ন করা । যে যত বেশি দক্ষ সে তত ভালো ট্রেডার হিসেবে প্রতিষ্টা পেতে পারে । তাই আমাদেরকে অবশ্যই সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে।

01797733223
2018-01-06, 05:23 PM
আসলে লাভ লস ছাড়া কখনও ব্যবসা হয়না। যে কোন ব্যবসাতে লাভ এবং লস দুভাই একজন আরেকজনের সাথে অতোপ্রোত ভাবে জড়িত। কেননা কোন ব্যক্তি শুধু একনাগারে লাভ করবে এটা কখনই সম্বব নয়। তাহলে এটাকে বিজনেজ বলা যাবে না। সুতরাং লাভ লস এই চরম সত্যটাকে সবার মেনে নিয়েই সবসময় ব্যবসা করার প্রবণতা গড়ে তুলতে হবে, এবং লসের থেকে লাভ যাতে বেশি হয় সেদিকে একটু লক্ষ রাখলেই লসের পরিমাণটা কমে আসে।

expkhaled
2018-01-06, 06:05 PM
ফরেক্স এ লাভ লস আছে সেটা সত্য। যেকোন ব্যবসায় লস যেন এত বেশী না হয় যা রিকভার করার যোগ্য নয় তাহলে ব্যবসাই তো থাকবে না। লস কেন হয় আগে জানতে হবে তাহলে কিছুটা হলেও আপনি লস থেকে মুক্তি পাবেন। লস নিম্নলিখিত কিছু কারনে যেমন : অতিরিক্ত লিভারেজ, অল্প সময়ে বেশী লাভের চিন্তা, এনালাইসিস না করে ঘন ঘন ট্রেড অপেন করা, কোন সিস্টেম ফলো না করা, নিজস্ব সিস্টেম এর সিগ্ন্যাল এর জন্য অপেক্ষা না করা ইত্যদি সব কারনে সাধারনত লস হয়ে থাকে।

Mahidul84
2018-01-07, 06:37 PM
ফরেক্স ব্যবসায় আপনি লাভ লস দুটোই পাবেন। আপনি যে কোন ব্যবসাই করতে জান না কেন লাভ অথবা লস একটা হবেই। আর সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে ব্যবসা ঘটে থাকে। সাধারণত আমরা ব্যবসায় বেশির ভাগ সময় লসে করে থাকি নিজেদের কারণে যেমন: অল্প সময়ে বেশি লাভের কথা চিন্তা করে, সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে, অতিরিক্ত লিভারেজ নেওয়ার কারণে, মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে না ব্যবহার করার ফলে, নিউজগুলো সঠিকভাবে ফলো আপ না করার ফলে ইত্যাদি সব কারণে বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে।

Mamun13
2018-01-15, 07:36 PM
বিশ্বের প্রত্যেক ব্যাবসায় লাভ ও লস আছে এবং থাকবে৷যেকোনোও ব্যাবসায় আমরা যারা নতুন প্রবেশ করবো তখন ঐ ব্যাবসার নির্দিষ্ট কলাকৌশলগুলো না জানার কারনে এবং অনভিজ্ঞতার কারনে লস হবেই এটা খুবই স্বাভাবিক বিষয়৷আর অভিজ্ঞতা ও দক্ষতা হয়ে গেলে তখন লাভ আসবেই-100% নিশ্চিত৷