PDA

View Full Version : ট্রেড এন্ট্রি নেওয়ার পূর্বে ও পরে যা করত



abdulguffer
2016-08-26, 12:45 AM
1) মার্কেট নিউজ এনালাইসিস------ eur / usd / gbp / aud/ chf / jpy / cad / nzd , ইত্যাদি মেজর কারেন্সি গুলোর মিডিয়াম ও হাই ইম্পেক্ট নিউজ গুলো নিয়ে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে । নিউজ কারেন্সির জন্য ভালো না খারাপ তা বুঝতে হলে দুইটি সহজ সূত্র ব্যবহার করতে পারেন ।

abdulguffer
2016-08-26, 12:54 AM
নিউজ বুঝার সূত্র দুইটি হলো ক) একচুয়াল > ফরকাস্ট = গুড ফর কারেন্সি, হয় তাহলে মার্কেট প্রাইস বেড়ে যাবে তখন বাই ট্রেড এন্ট্রি নিতে হবে ।
খ) আর যখন একচুয়াল < ফরকাস্ট = বেড ফর কারেন্সি হয় তাহলে মার্কেট প্রাইস কমে যাবে তখন সেল ট্রেড ওপেন করতে হয় ।

abdulguffer
2016-08-26, 01:01 AM
2) লিভারেজ কম ব্যবহার করতে হবে। লিভারেজ সুবিধার কারনে মুলধন এর পরিমান এর তুলনায় অনেক বেশি বড় লট এ ট্রেড এন্ট্রি করা যায় এবং অনেক বেশি অর্থ প্রফিট করা যায় । কিন্তু তাই বলে বেশি লিভারেজ ব্যবহার করে ট্রেড করা অনেক ঝুকিপুর্ন । এতে একাউন্ট এর বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে । তাই সর্বোচ্চ 1:100 লিভারেজ ব্যবহার করতে হবে । 1:50 লিভারেজ ব্যবহার সবচেয়ে ভালো।

abdulguffer
2016-08-26, 01:07 AM
3) ইন্ডিকেটর ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস করতে হয়------- মেটা ট্রেডার 4 সফটওয়্যার এ ডিফল্ট ভাবে কিছু ইনডিকেটর দেওয়া আছে , যেমন : Rsi / fractal / macd / moving average / aligator / bolinger band ইত্যাদি দিয়ে বিভিন্ন টাইম ফেরেম এ টেকনিক্যাল এনালাইসিস করতে হবে।

abdulguffer
2016-08-26, 01:19 AM
4) সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করতে হবে । সাপোর্ট লেভেলে বাই ট্রেড ওপেন করতে হয় এবং সেল ট্রেড ক্লোজ করতে হবে । আর রেজিস্টানস লেভেল এ সেল ট্রেড ওপেন করতে হবে এবং বাই ট্রেড ক্লোজ করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে ।

abdulguffer
2016-08-26, 01:20 AM
সাপোর্ট ও রেজিস্টানস লেভেল সঠিক ভাবে নির্নয় করতে না পারলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে যাবে । সর্ট টার্ম ট্রেড এর জন্য ছোট টাইম ফ্রেমে সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করতে হবে এবং লং টার্ম ট্রেড এর জন্য বড় টাইম ফ্রেমে সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করতে হবে।

abdulguffer
2016-08-26, 09:22 PM
5) ভালো মানি ম্যানেজম্যান্ট ফলো করতে হবে । ফরেক মার্কেটে টিকে থাকতে হলে মানি ম্যানেজম্যান্ট এর বিকল্প নেই । আপনি এক ট্রেড এ 50পিপস এ 10$ প্রফিট করলেন কিন্তু আর একটি ট্রেড এ 50পিপস এ 50 $ লস করলেন এটা কখনই ভাল মানি ম্যানেজম্যান্ট হতে পারে না।

abdulguffer
2016-08-26, 09:34 PM
ভালো মানি ম্যানেজম্যান্ট এর একটি উদাহরণ--- আপনি 10 টি ট্রেড করবেন যার প্রতিটি ট্রেড একই লট এর হবে অর্থাৎ প্রতি ট্রেড এ 0.10 লট এর হবে । প্রতিটি ট্রেড এ রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী স্টপ লস 20 পিপস ও টেক প্রফিট 60 পিপস সেট করতে হবে । আপনি যদি 6 টা ট্রেড এ 12$ লস করেন এবং 4 টা ট্রেড এ প্রফিট করেন 24$ ,

abdulguffer
2016-08-26, 09:58 PM
সুতরাং মোট প্রফিট হলো ( 24$ - 12$) = 12$ । উক্ত মানি ম্যানেজম্যান্ট ফলো করে 60% ট্রেড এ লস করলেও আপনার প্রফিট হলো 12$ । সুতরাং এটি একটি ভালো মানের মানি ম্যানেজম্যান্ট । যে কেউ এটি ফলো করাকরার আগে ডেমো একাউন্ট এ টেস্ট করে দেখে নিতে পারেন ।

Afroza
2016-08-26, 10:48 PM
ট্রেড এন্ট্রি নেয়ার পুর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে এবং মার্কেট স্ট্রেটিজি দেখে ট্রেড শুরু করা উচিত আর ট্রেড এর পর অবশ্যই বেশিলাভের আশায় অভার ট্রেড করা যাবে না এবং লোভ করা যাবে না তা হলেসে যা লাভ থাকবে তাও শেষ হয়ে যাবে সুতুরাং সবসময় কিছু নিয়মের মধ্যে ট্রেড করতে পারলে লাভবান হওয়া যাবে ।

SHOYEB
2016-08-26, 11:33 PM
ট্রেড এন্ট্রি নেওয়ার আগে ভালভাবে মার্কেট এনালাইসিস করতে হবে । মার্কেট এনালাইসিস ভালভাবে করতে পারলে আপনি ট্রেডিয়ে ভাল সফলতা পাবেন । ট্রেড এন্ট্রি নেওয়ার আগে সার্পোট-রেসিটেন্স জেনে নিতে হবে ।

abdulguffer
2016-08-27, 12:57 AM
6) স্টপ লস ও টেক প্রফিট ---- স্টপ লস ও টেক প্রফিট এর পরিমান প্রতিটি ট্রেড এ একই পরিমাণ পিপস এর হতে হবে। একটি ট্রেড এ 30 পিপস স্টপ লস সেট করলেন আরেকটি ট্রেড এ স্টপ লস 70 পিপস সেট করলেন , এটা করা যাবে না । এবং টেক প্রফিট এর বেলায়ও একই নিয়ম মেনে চলতে হবে।

abdulguffer
2016-08-27, 01:00 AM
আমরা নতুনরা স্টপ লস ও টেক প্রফিট সঠিক ভাবে ব্যবহার করিনা, ফলে আমরা ট্রেড করতে গিয়ে অনেক বড় বড় লস এর সম্মুখীন হই , যা আমাদের একাউন্ট কে অনেক সময় জিড়ো করে দেয় ।আর সেজন্যই একজন ট্রেডার কে ফরেক্স এ সফল হতে হলে অবশ্যই রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী 1:3 অনুপাতে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করতে হবে।

abdulguffer
2016-08-27, 01:12 AM
7) ট্রেডিং লট---- ছোট ছোট লট এ ট্রেড এন্ট্রি নিতে হবে ।ব্যালেন্স অনুসারে যে পরিমাণ লট ব্যবহার করলে একাউন্ট এর ক্ষেত্রে কোনও সমস্যা বা একাউন্ট এ ক্ষতি হবে না , সেই পরিমাণ লট এ ট্রেড এন্ট্রি নিতে হবে । ব্যালেন্স বেশি থাকলেই যে বড় লট এ ট্রেড করতে হবে এমন কোন কথা নেই ।

abdulguffer
2016-08-27, 02:48 AM
রড় লট এর ট্রেড টি যদি একটি লস ট্রেড হয় তাহলে একাউন্ট এর অনেক বড় ক্ষতি হয়ে যাবে ।ধরুন আপনার একাউন্ট ব্যালেন্স 500$, লিভারেজ 1:200, আপনি মার্কেট মুভমেন্ট বেশি দেখে , বেশি লাভ এর আশায় আপনি সর্বোচ্চ লটে অর্থাৎ 10 মিনি লট এ ট্রেড এন্ট্রি নিলেন এবং 30 পিপস স্টপ লস ও 90 পিপস টেক প্রফিট সেট করলেন ।

abdulguffer
2016-08-27, 02:48 AM
আপনার ট্রেডটি টেক প্রফিট হিট করলে আপনার লাভ হবে ( 90 10) = 90$ , কিন্তু টেক প্রফিট হিট করার আগে প্রাইস স্টপ লস হিট করার জন্য ট্রেডটি ক্লোজ হয়ে যায় । অবশেষে আপনার লস হয় ( 30 10) = 300$ । সুতরাং ট্রেড টি একটি লস ট্রেড হওয়ার ফলে আপনার একাউন্ট এর ক্ষতি হয় 60% ।

abdulguffer
2016-08-27, 02:54 AM
এবং আপনার 500$ এর একাউন্ট 300$ লস এর সম্মুখীন হওয়ার ফলে একাউন্ট ব্যালেন্স 200$ এ এসে হাজির হয় । এখন ঐ 300$ রিকোভার করতে আপনাকে কতগুলো উইন ট্রেড করতে হবে , তা একবার চিন্তা করে দেখুন । এখন চাইলেও ঐ 300$ রিকোভার না করা পর্যন্ত আপনি 10 মিনি লট এ ট্রেড এন্ট্রি নিতে পারবেন না ।

abdulguffer
2016-08-27, 02:59 AM
আর পরবর্তী ট্রেড গুলোতে আপনার প্রফিট হবে না লস হবে তারও কোন নিশ্চয়তা নেই । অথচ আপনি যদি 0.20 মিনি লট এ ট্রেড এন্ট্রি নিতেন আর ট্রেডটি যদি একটা লস ট্রেড হতো তাহলে আপনার লস হতো ( 0.20 30) = 6$ . যা আপনার একাউন্ট ব্যালেন্স এর 2% এর কম এবং তা রিকোভার করা খুব একটা কঠিন হতো না ।

abdulguffer
2016-08-27, 03:15 AM
তাই বেশি লাভ করার লোভ সামলাতে হবে এবং সর্বোচ্চ 1:20 লিভারেজ ব্যবহার করে, একাউন্ট ব্যালেন্স এর সর্বোচ্চ 2% রিস্ক নিয়ে , ছোট ছোট লট এ ট্রেড এন্ট্রি নিতে হবে এবং ট্রেড এন্ট্রি নেওয়ার সময় বা পরে অবশ্যই রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী স্টপ লস ও টেক প্রফিট সেট করতে হবে । তবেই সফলতা আসবে।

abdulguffer
2016-08-27, 03:21 AM
মার্কেট মুভমেন্ট দেখে কোনো অবস্থাতেই অস্থির হওয়া উচিত না । বেশি লাভ করার আশায় রড় লট এ ট্রেড এন্ট্রি করা যাবে না । ওভার ট্রেড করা থেকে বিরত থাকতে হবে । ছোট লট এ ট্রেড এন্ট্রি নিতে হবে , প্রতি 100$ এর একাউন্ট এ সর্বোচ্চ 0.10 লট এ ট্রেড এন্ট্রি নিতে হবে । স্টপ লস ও টেক প্রফিট এর ব্যবহার রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী সেট ককরতে হবে।

spring
2016-11-30, 11:29 PM
একজন ট্রেডার যদি সফল হতে চায় তাহলে তাকে ট্রেড এন্ট্রি নেয়ার পুর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে এবং মার্কেট স্ট্রেটিজি দেখে ট্রেড শুরু করা উচিত আর ট্রেড এর পর অবশ্যই বেশিলাভের আশায় অভার ট্রেড করা যাবে না এবং লোভ করা যাবে না তা হলেসে যা লাভ থাকবে তাও শেষ হয়ে যাবে সুতরাং সবসময় কিছু নিয়মের মধ্যে ট্রেড করতে পারলে লাভবান হওয়া যাবে ।

ONLINE IT
2016-12-01, 07:19 PM
আপনি যখন কোন কারেন্সিকে বাই বা সেল করতে যাবেন তার আগে সেই কারেন্সি সম্পর্কে ভাল ভাবে জানুন। কোন কারেন্সি সম্পর্কে ভাল ধারনা না নিয়ে সেই কারেন্সিতে ট্রেড করা উচিত নয়। নিউজগুলো ভাল ভাবে পর্যবেক্ষন করুন। টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল উভয় এ্যানালাইসিসই ভাল ভাবে করে নিতে হবে।

FOREX.NB
2016-12-01, 09:23 PM
প্রতিবার ট্রেড এ এন্ট্রি নেয়ার আগে ভালোভাবে মাঈকেট এনালাইসিস এবং মার্কেট স্ট্রাটেজি দেখে ট্রেড দিতে হবে, ট্রেড এ লাভ করতে পারলে বেশি লোভ না করে সঠিক সময়ে ট্রেড টা কেটে দিতে হবে।বেশি লাভের আশা করলে লস হতে পারে।তাই ট্রেড এর আগে ও পরে মার্কেট এনালিসিস এবং ট্রেড সঠিক সময়ে কেটে দেয়ার জন্য সচেতন থাকতে হবে।

uzzal05
2016-12-02, 08:00 AM
আসলে ট্রেড নেওয়ার আগেই যত যা এনালাইসিস করতে হবে। ট্রেড দেয়ার পর শুধু মার্কেট এ দেখতে হবে কখন আমাদের প্রফিট বা টার্গেট পূরন হয়। আর টেক প্রফিট সেট করে রাখলে আমাদের টেন শোন ও করতে হবে না। মার্কেট অই প্রাইচ এ যেয়ে আমাদের টিপি হিট করবে যা আমরা সেট করে রাখব।

RUBEL MIAH
2016-12-02, 03:08 PM
ট্রেড করার আগে আমাদের মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করতে হবে এবংট্রেড করার পরে আমাদের স্টপ লস এবং টেইক প্রফিট দিতে হবে । যে এই কাজগুলো করতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা করার আগে ও চিন্তা করব এবং পরেও চিন্তাভাবনা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

md noor hasan
2017-02-06, 12:14 PM
আপনি উপরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করেছেন যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান একজন ট্রেডারকে সফল হতে হলে ট্রেড এন্ট্রি নেয়ার পূর্বে ও পরে সঠিকভাবে মানিম্যানেজমেন্ট করতে হবে এবং সঠিকভাবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল নির্নয় করতে হবে আর এভাবে ট্রেড করতে পারলেই সফল হওয়া সম্ভব।

edottc
2017-02-06, 03:23 PM
আপনি যখন কোন মার্কেটে ট্রেড ওপেন ও ক্লোস করবেন তার আগে সেই মোর্কেট সম্পর্কে ভালভাবে এনালাইস করতে হবে । যদি দেখেন কোন মার্কেটে আপনার প্রর্ফিট হয়েছে এবং সেই মার্কেট এ আর লাভ হওয়ায় সম্ভাবনা সাথে সাথে তা ক্লোস করতে হবে । আবার যদি দেখেন কোন ট্রেড আপনার বড় লস হওয়ায় সম্ভাবনা অাছে সাথে সাথে তা ক্লোস করে উল্টা ট্রেড করতে হবে ।

shohanjacksion
2017-02-06, 07:28 PM
নিউজ বুঝার সূত্র দুইটি হলো ক) একচুয়াল > ফরকাস্ট = গুড ফর কারেন্সি, হয় তাহলে মার্কেট প্রাইস বেড়ে যাবে তখন বাই ট্রেড এন্ট্রি নিতে হবে ।
খ) আর যখন একচুয়াল < ফরকাস্ট = বেড ফর কারেন্সি হয় তাহলে মার্কেট প্রাইস কমে যাবে তখন সেল ট্রেড ওপেন করতে হয় ।

ফা্ন্ডামেন্টাল এনালাইসিসের জন্য খুব ভাল পরামর্শ দিয়েছেন। এইজন্য আমরা ফরেক্স ক্যালেন্ডার ব্যবহার করব।

Mamun13
2017-02-06, 08:41 PM
ট্রেড করার পূর্বে সর্বপ্রথম ট্রেন্ড কনফার্ম হতে হবে৷আপ ট্রেন্ড,ডাউন ট্রেন্ড ও সাইড ওয়ে বা রেনজিং লেভেল এই তিন প্রকারের ট্রেন্ডই ভালো ভাবে বুঝে নিতে হবে৷তারপর বুঝতে হবে সাপোর্ট এন্ড রেসিসটেন্স লেভেল৷এসব ভালো করে না বুঝলে নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷

siddiquecec
2017-02-07, 10:54 AM
নিসন্দে ভাল দুইটি সহজ সূত্র ব্যবহার করিছ কিন্তু মার্কেট বুঝা যায় কিছু কিছু দিন আমার কাছে থাকে আবার চলে যায়। আমার কথা হলো যদি সবসময় এই দুটি সুত্র কাজে লাগতো তাহলে আমি একজন দক্ষ ভাল ট্রেডার হতে পারতাম। অনতঃ চাকুরী করা লাগতো না।

riponinsta
2017-02-07, 08:15 PM
আপনি অনেক ভাল কথা বলছেন অনেক সময় চাট এ অনেক ভাল সিগনাল পাওয়া যাই আর ট্রেড নেওয়ার পর নিউজ এ ট্রেড টা লস এ বন্ধ হয়ে যাই আর যদি ট্রেড করার আগে নিউজ দেখে ট্রেড করা যাই তা হলে আর সেই ট্রেড লস হবার ভয় কম থাকে আমিও আপনার মত এই ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করি যারা কম টাইম এ ট্রেড করে তারা বেশির ভাগ এই ভাবে ট্রেড করে লাভ করে অনেক বার লস করার পর আমি এটা সিখছি এখন অনেক লাভ ও করছি এটা ব্যবহার করে

edottc
2017-02-08, 09:27 AM
যখন আপনি একটি মার্কেেট এর ট্রেড ওপেন করবেন তার পূর্বে আপনাকে সেই মার্কেট সম্পর্কে ধারনা নিতে হবে ,মার্কেট এনালাইস করতে হবে ,সিগন্যাল বুঝতে হবে পরে মার্কেটের যাবতিয় ইন্ডিকেটর ও রেজিস্টেজ যোগ করতে হবে ।

nbfx
2017-02-09, 07:37 PM
ট্রেডে এন্টি নেয়ার পূর্বে আপনাকে একটি কারেন্সি পেয়ার পছন্দ করতে হবে। তারপর এনালাইসিস করতে হবে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল। ট্রেডের লাভ নির্ধারন করতে হবে এবং লস রেশিও মেনে ট্রেড ওপেন করতে হবে। ট্রেডের পরে টার্গেটে লাভ হিট করলে ট্রেড ক্লোজ করা এবং লসের জন্য প্রস্তত থাকা।

Md Masud
2017-05-24, 11:16 PM
সর্বোচ্চ 1:100 লিভারেজ ব্যবহার করতে হবে । 1:50 লিভারেজ ব্যবহার সবচেয়ে ভালো । সব সময় কিছু নিয়মের মধ্যে ট্রেড করতে পারলে লাভবান হওয়া যাবে । সর্ট টার্ম ট্রেড এর জন্য ছোট টাইম ফ্রেমে সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করতে হবে । ছোট টাইম ফ্রেমে সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করতে হবে এবং লং টার্ম ট্রেড এর জন্য বড় টাইম ফ্রেমে সাপোর্ট ও রেজিস্টান্স লেভেল নির্নয় করতে হবে ।