PDA

View Full Version : ভেরিফাই ছাড়া ট্রেডিং?



HasanXM
2016-08-26, 02:40 PM
হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে। FBS, Fxoptimax সহ অনেক ব্রোকারে ভেরিফাই না করেই ট্রেড শুরু করা যায়। কিন্তু বড় পেমেন্ট পেতে হলে আপনাকে তখন ভেরিফাই করতে হবে।

nisho5533
2016-08-26, 04:00 PM
ফরেক্স একটা পেইজ খোলা কোন ব্যাপারই না সময় লাগে কয়েক সেকেন্ড। আর যাদের একটু বড় পেইজ আছে, তারা সবাই চান নিজেদের পেইজগুলো যেন একটু ভেরিফাই হয়ে যায়| আপনি ফরেক্স ভেরিফাই করা বা না করা ট্রেড কোড়টে পাড়েন|

জ্যাক কয়েন
2016-09-04, 02:44 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় তবে অ্যাকাউন্ট ভেরিফাই করে ট্রেড করা উচিত। কারন ভেরিফাই ছাড়া ট্রেডিং করা গেলেও ট্রেড করে প্রফিটের ডলার উঠানোর জন্য অবশ্যই ভেরিফাই করতে হবে। তাই আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভালো না। ফরেক্স এ সফল ট্রেডআররা সবসময় অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ভেরিফাই করে নেয়।

Shuvo Ghosh
2016-09-04, 05:33 PM
আপনি আপিনার একাউন্ট ভেরফিাই করা বাদেই একাউন্টে ডলার ডিপোসিট থেকে শুরু করে প্রফিট পর্যন্ত করতে পারবেন কিন্তু আফসোছ এত কিছুর পরে আপনি আপনার প্রফিট তো দুরের কথা আপনি আপনার ডিপসিট পর্যন্ত মার্কেট থেকে তুলতে পারবেন না। সুতরা্ং সর্বপ্রথম আপনার দায়িত্ব হল আপনার অ্যাকাউন্ট বেরিফাই করা।

Md Sanuwar Hossain Hossai
2016-09-04, 05:40 PM
ফরেক্সে ভেরিফাই ছাড়া ট্রেডিং খুবই ঝুকি।। ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের ট্রেডিং অভিজ্ঞতা থাকতে হবে।। ফরেক্স ভেরিফাই করে ট্রেডিং করতে হবে। ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সম্ভব কিন্তু বড় ধরনের এমাউন্ট তুলতে গ্বলে ফিরেক্স ব্রোকার অবশ্যই আপনার কাছে ডকুমেন্ট চাইবে এবং আপনি না দিতে পারলে আপনার ডলার ব্রোকার কেটে নিতে পারে।

Shuvo Ghosh
2016-09-04, 06:15 PM
আপনার অ্যাকাউন্ট টি ভেরপফাই না করেই ডলার ডিপসিট অথবা ট্রেড করা শুরু করবেন না কারন যদি আপনি আন ভেরিফাইড অবস্তাতে ডিপসিড কোরে ট্রেড করা শুরু করেন তাহল আপনি আপনার প্রফিট তো পাবেন ই না সাথে আপনার ডিপসিট ও কোনদিন ফের ত পাবেন না। তাই আগে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুুন পরে বাকি কাজ।

শিমুলআক্তার
2016-09-04, 06:42 PM
হ্যা বন্ধু আপনি আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা ছাড়াও ডিপোজিট করে ট্রেড করতে পারেন তাতে কোন সমস্যা হবে বলে আমার মনে হয়না তবে একটা সমস্যা হবে সেটা হল আপনি কোন ভাবেই আপনার একাউন্ট হতে টাকা তুলতে পারবেন না তাই আপনার জন্য সবার আগে জরুরী হল আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফা্ই করা, ধন্যবাদ।

Challange
2016-09-04, 07:08 PM
ভেরিপাই হচ্চে একজন ট্রেডারের নিজস্ব আইডেন্টিটি ব্রোকারের কাছে প্রকাশ করা তথা সত্যতা যাচাই করার জন্যই ব্রোকার কর্তৃক ভেরিপাই করা হয় । আসলে ব্রোকার সবসময় ভেরিপাই বাধ্যতামূলক নাও করতে পারে । এখানে অসংখ্যা ব্রোকার আছে । তবে ভাল ব্রোকার মাত্রই তার গ্রাহকদের একাউন্টের ও টাকার সেফটির জন্যই ভেরিপাই বাধ্যতা করে । তাই আমাদের উচিত হবে ভেরিপাই করানো ।

RUBEL MIAH
2016-11-21, 07:56 AM
আমরা আমাদের এ্যাকাউন্ট সব সময় ডলার ঠুকানোর আগে এ্যাকাউন্ট ভেরিফাই করে নেব । যে যত বেশী আগে এ্যাকাউন্ট ভেরিফাই করে নেবে সে তত অাগে ঝামেলামুক্ত হতে পারব । অতএব আমরা সব সময় এই ব্যবসা করার জন্য আগেই মার্কেট এ্যানালাইসিস করে তারপর এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

MoinFX
2016-11-21, 11:18 AM
ফরেক্স মার্কেটে কিছু একাউন্টে ভেরিপাই ছাড়া ট্রেড করা যায় তবে ভেরিপাই ছাড়া টাকা তোলা যায় না তাই আপনাকে ভেরিপাই করতে হবে। আমাদের কে ভাল করে ফরেক্স সম্পর্কে জানতে হবে কিভাবে প্রপিট করা যায় কিভাবে নিজের বড় লস থেকে একাউন্ট সেব করা যায়।

FOREX.NB
2016-11-21, 02:08 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায়,তবে বড় এমাউন্ট এর প্রফিট তুলতে গেলে একাউন্ট তখন ভেরিফাই করতে হবে,তাছাড়া ফরেক্স অথরিটি যেকোনো সময় ভেরিফিকেশান করার জন্য নোটিশ দিতে পারে।সেক্ষেত্রে আমার মনে হয় একাউন্ট খোলার সময় ভেরিফাই করে নেয়া ভালো।

spring
2016-11-21, 02:11 PM
একাউন্ট ভেরিফাই করাটা খুবই গুরুত্বপূর্ন।কারন আপনি আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা ছাড়াও ডিপোজিট করে ট্রেড করতে পারেন তাতে কোন সমস্যা হবে বলে আমার মনে হয়না তবে একটা সমস্যা হবে সেটা হল আপনি কোন ভাবেই আপনার একাউন্ট হতে টাকা তুলতে পারবেন না তাই আপনার জন্য সবার আগে জরুরী হল আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফা্ই করা

erafiqul
2016-11-21, 02:56 PM
আমি ফরেক্স এ ট্রেডিং এর জন্য একটি একাউন্ট খুলেছি এবং তাতে ইনভেস্টও করেছি। এখন পর্যন্ত ভেরিফাই করা হয়নি তারপরেও আমি নিয়োমিত ট্রেড করছি ট্রেড এ কোন প্রকার সমস্যা হয়নি। আশা করছি ট্রেড করতে কোন প্রকার সমস্যা হবে না আর আমি যেখান থেকে ফরেক্স শিখছি সেখান থেকে জানতে পেরেছি যে ফরেক্স এ একাইন্ট ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় কিন্তু ব্যালেন্স উঠানোর সময় ভেরিফাইড একাউন্ট ছাড়া ব্যালেন্স উঠানো সম্ভব নয়। ব্যালেন্স উঠানোর জন্য অবশ্যই একাউন্টটি ভেরিফাই করতে হবে।

udaydebnath
2016-11-21, 03:15 PM
ভেরিফাৈই ছাড়া ট্রেড করা উচিৎ নয়। কারন যে কোন সময় আপনার একাউন্টে থাকা সকল অর্থ ব্রোকার আটকে দিতে পারে। মানে ব্রোকারে জমানো টাকা তারা আপনাকে নাও দিতে পারে। তখন ভেরিফাই ছাড়া আপনার টাকা উঠাতে পারবেন না।

shimul77ss
2016-11-21, 03:52 PM
ভেরিফাই ছাড়া আপনি ট্রেড ওপেন করতে পারবেন কিন্তু আপনি যদি ট্রেড করেন এবং লাভ অর্জন করতে পারেন তাহলে সেই টাকা তুলতে পারবেন না।তাই ফরেক্স মার্কেতে কোন ব্রকার সাইটে কাজ করতে হলে আগে একাউন্ট ভেরিফাই করা জরুরি।একাউন্ট ভেরিফাই করতে লাগবে-
১।ভোটার আইডি কার্ডের স্কান কপি
২।ব্যাংক স্টেট ম্যান্টের স্কান কপি

hafijur rahman
2016-11-25, 10:31 AM
যদিও ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় তবে অ্যাকাউন্ট ভেরিফাই করে ট্রেড করা উচিত। কারন ভেরিফাই ছাড়া ট্রেডিং করা গেলেও ট্রেড করে প্রফিটের ডলার উঠানোর জন্য অবশ্যই ভেরিফাই করতে হবে। তাই আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভালো না। ফরেক্স এ সফল ট্রেডআররা সবসময় অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ভেরিফাই করে নেয়।

uzzal05
2016-11-25, 10:45 AM
বর্ত্অমানে ফরেক্স একাউন্ট ভেরিফাই করতে একটু ঝামেলা করে। আপনি ভেরিফাই ছাড়া ও ট্রেডিং করতে পারেন। তবে ভেরিফাই ছাড়া আপনি বেশী পরিমান টাকা উঠাতে গেলে আপনাকে হয়তো নাও দিতে পারে। আপনাকে আপনার একাউন্ট তারা ভেরিফাই করতে বলতে পারে।

Competitor
2016-11-25, 11:20 AM
ভেরিপাই করা মানে একজন ট্রেডার যে ব্রোকারের অধীনে ট্রেড করবে তার বৈধতা নিশ্চিত করা । ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করার মাধ্যমে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে সেরাদের সেরার কাতারে নিয়ে যেতে পারি ফরেক্সে যত বেশি ট্রেড করব তত নিজেকে অভিজ্ঞ হিসেবে তৈরী করব । আর ভেরিপাই করলে বাড়তি সব সুবিধা আমাদের জন্যই থাকবে ।

Md Masud
2017-03-25, 04:15 PM
ভেরিফাই ছাড়া ফরেক্স মার্কেটিংয়ে কাজ করা কখনোই ঠিক নয় । অামরা ফরেক্স মার্কেটে ট্রেড করার অাগেই ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করব তাহলেই অামরা সফল ব্যবসায়ী হিসেবে পরিগণিত হতে পারব । অামরা অাগে ভেরিফাই করে নেব তারপর ট্রেড শুরু করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

uzzal05
2017-05-30, 03:20 PM
ফরেক্স মার্কেট এ ভেরিফাই ছাড়া ট্রেড করা যাবে। কিন্তু ভেরিফাই ছাড়া ডলার উত্তোলন না ও করা যেতে পারে। ডলার উত্তোলন করতে আপনাকে অব্যশোই একাউন্ট ভেরিফাই করতে হবে। ইন্সটাফরেক্স এ ভেরিফাই করা জরূরী। ব্রোকার কর্তৃপক্ষ ভেরিফাই এর ডকুমেন্ট আপনার কাছে যে কোন দিন চাইতে পারে।

Nur Alam
2017-05-30, 03:24 PM
ফরেক্সে সাধারনত আপনি ভেরিফাই ছাড়াই ট্রেড করতে পারেন। তবে আমি মনে করি ফরেক্সে ভেরিফাই করে ট্রেড করাটাই ভাল। কারন ভেরিফাই হবার পর আপনার ট্রেড এ সফলতা পাবার হার অনেক বেশি থাকে । অতএব আমি মনে করি যে, ফরেক্স ব্যাবসায় একাউন্ট ভেরিফাই করে ট্রেড করাটায় ভাল।

Mamun13
2018-01-22, 07:26 PM
হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে। FBS, Fxoptimax সহ অনেক ব্রোকারে ভেরিফাই না করেই ট্রেড শুরু করা যায়। কিন্তু বড় পেমেন্ট পেতে হলে আপনাকে তখন ভেরিফাই করতে হবে।

ভেরিফাই ছাড়াও আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন কিন্তু তা কখোনোই নিরাপদ নয় এবং উচিতও নয়৷ভেরিফাই না করে ট্রেড করলে আপনার লাইভ একাউন্টের পুঁজি বা ব্যালেন্স এবং কষ্টার্জিত প্রফিটগুলো নিরাপত্তাহীন থাকবে৷তাই লাইভ একাউন্টে ট্রেড করার পূর্বে অবশ্যই ভেরিফাইড করে নেওয়া উচিৎ৷

Mahidul84
2018-01-22, 08:00 PM
ভেরিফাই ছাড়া আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন তবে আমি মনে করি কখনই আপনার এ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া নিরাপদে থাকবে বলে মনে হয় না। কেননা ভেরিফাই ছাড়া যদি আপনার এ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সব সময় পুজি হারানোর সম্ভাবনায় থাকবেন। এছাড়াও মার্কেট হতে আপনি প্রফিটের টাকা উত্তোলন করতে পারবেন না। তাই আমি বলব যত দ্রুত সম্ভব আপনার এ্যাকাউন্ট ভেরিফাই করিয়ে নেন।

KF84
2020-07-15, 12:14 PM
ফরেক্স এ একাউন্ট ভেরিফাই ছাড়াও ট্রেড করা যায় কিন্তু ব্যালেন্স উঠানোর সময় ভেরিফাইড একাউন্ট ছাড়া ব্যালেন্স উঠানো সম্ভব নয় । ব্যালেন্স উঠানোর জন্য অবশ্যই একাউন্টটি ভেরিফাই করতে হবে । আর আপনি যদি একাউন্ট ওপেন করে ফরেক্স করেই থাকেন তাহলে আগে ভেরিফাই করে নেওয়াই ভাল । কারন পরবর্তীতে কোন সমস্যা হতেও পারে । আর তাছাড়া আমরা ট্রেড করি যেমন শেখার জন্য তেমনি লাভের জন্যও । আর সেই লাভ যদি পড়ে তুলতে না পারি তাহলে আর কি হল ।

Devdas
2020-07-15, 12:20 PM
ইনস্টা ফরেক্স এ আপনি ফরেক্স করতে পারবেন ভেরিফাই ছাড়া। কিন্তু আপনি ফরেক্স থেকে আয় করে টাকা উত্তোলন করতে পারবেন না ফরেক্স মার্কেট এ। তাই ভেরিফাই ছাড়া ফরেক্সে এ ট্রেডিং করতে পারবেন। এছাড়া ফরেক্স এ ভেরিফাই না করলে ফরেক্স একাউন্ট এ ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশী থাকে। তাই ফরেক্স এ ভেরিফাই করাটা অনেকটা গুরুত্বপূর্ন। ধন্যবাদ।

IFXmehedi
2020-07-15, 01:35 PM
হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে। FBS, Fxoptimax সহ অনেক ব্রোকারে ভেরিফাই না করেই ট্রেড শুরু করা যায়। কিন্তু বড় পেমেন্ট পেতে হলে আপনাকে তখন ভেরিফাই করতে হবে।

হ্যাঁ ভাই ফরেক্স মার্কেটে আপনি আপনার একাউন্ট ভেরিফাই ছাড়াও ট্রেডিং করতে পারেন । তবে একটা বিষয় খেয়াল করে দেখেন ফরেক্স মার্কেট অর্থ রিলেটেড একটা ব্যবসা । এখানে যদি আপনি স্বচ্ছ এবং ভেরিফাই না করেন কোন কিছু , তাহলে পরবর্তীতে বিপদে কিন্তু আপনাকে পড়তে হবে । তাই আমি মনে করি আমাদের ট্রেডিং করার পূর্বেই ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই করে নেওয়া উচিত যেন আমাদের পরবর্তীতে কোন ধরনের সমস্যায় পড়তে না হয় ।

FREEDOM
2020-07-15, 02:00 PM
এখন প্রায় সব ব্রোকারেই আগে ভেরিফাই করে নিতে হয় তবে কিছু ব্রোকার এখনো রয়েছে যারা ভেরিফাই ছারাও ট্রেডিং করার সুযোগ দিবে কিন্তু ভেরিফাই ছারা উইড্র করা সম্ভব হবে না। তাই আপনার মানি সিকিউরড রাখতে হলে অবশ্যই আপনার একাউন্ট ভেরিফাই করেই ট্রেডিং করতে হবে।

muslima
2020-08-20, 01:15 AM
ভেরিফাই ছাড়া ট্রেডিং করা গেলেও ট্রেড করে প্রফিটের ডলার উঠানোর জন্য অবশ্যই ভেরিফাই করতে হবে। তাই আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভালো না। ফরেক্স এ সফল ট্রেডআররা সবসময় অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ভেরিফাই করে নেয়। আপনি ভেরিফাই ছাড়া ও ট্রেডিং করতে পারেন। তবে ভেরিফাই ছাড়া আপনি বেশী পরিমান টাকা উঠাতে গেলে আপনাকে হয়তো নাও দিতে পারে। আপনাকে আপনার একাউন্ট তারা ভেরিফাই করতে বলতে পারে।

samun
2020-08-20, 07:50 AM
ভেরিফিকেশন ছাড়া ট্রেড করা, আর উলু বোনে মুক্ত ছড়ান সমান কথা। ফরেক্স ট্রেড করি আয় করার জন্য অথচ কষ্ট করব আর লাভ হোলে ওঠাতে পারবনা। একাউন্ট ভেরিফাই ছাড়া মুনাফা অর্জন করা গেলেও হাতে পাওয়া সম্ভব নয়। তাই মুনাফা অর্জন ও হাতে পেতে গেলে অবশ্যই একাউন্ট ভেরিফাই করতে হবে।

Sid
2020-08-20, 08:58 AM
ফরেক্সে ভেরিফাই ছাড়া ট্রেডিং খুবই ঝুকি।। ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের ট্রেডিং অভিজ্ঞতা থাকতে হবে।। ফরেক্স ভেরিফাই করে ট্রেডিং করতে হবে। ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সম্ভব কিন্তু বড় ধরনের এমাউন্ট তুলতে গ্বলে ফিরেক্স ব্রোকার অবশ্যই আপনার কাছে ডকুমেন্ট চাইবে এবং আপনি না দিতে পারলে আপনার ডলার ব্রোকার কেটে নিতে পারে।

konok
2020-08-20, 11:16 AM
ভেরিফাৈই ছাড়া ট্রেড করা উচিৎ নয়। কারন যে কোন সময় আপনার একাউন্টে থাকা সকল অর্থ ব্রোকার আটকে দিতে পারে। মানে ব্রোকারে জমানো টাকা তারা আপনাকে নাও দিতে পারে। ডলার উত্তোলন করতে আপনাকে অব্যশোই একাউন্ট ভেরিফাই করতে হবে। ইন্সটাফরেক্স এ ভেরিফাই করা জরূরী। ব্রোকার কর্তৃপক্ষ ভেরিফাই এর ডকুমেন্ট আপনার কাছে যে কোন দিন চাইতে পারে।

Soh1952
2020-08-23, 11:59 AM
ভেরিফাই ছাড়া আপনি ট্রেড ওপেন করতে পারবেন কিন্তু আপনি যদি ট্রেড করেন এবং লাভ অর্জন করতে পারেন তাহলে সেই টাকা তুলতে পারবেন না।তাই ফরেক্স মার্কেতে কোন ব্রকার সাইটে কাজ করতে হলে আগে একাউন্ট ভেরিফাই করা জরুরি।ইন্সটাফরেক স এ ভেরিফাই করা জরূরী। ব্রোকার কর্তৃপক্ষ ভেরিফাই এর ডকুমেন্ট আপনার কাছে যে কোন দিন চাইতে পারে।

jimislam
2020-09-19, 08:53 PM
আমি ফরেক্স এ ট্রেডিং এর জন্য একটি একাউন্ট খুলেছি এবং তাতে ইনভেস্টও করেছি। এখন পর্যন্ত ভেরিফাই করা হয়নি তারপরেও আমি নিয়োমিত ট্রেড করছি ট্রেড এ কোন প্রকার সমস্যা হয়নি। আশা করছি ট্রেড করতে কোন প্রকার সমস্যা হবে না ,ডলার উত্তোলন করতে আপনাকে অব্যশোই একাউন্ট ভেরিফাই করতে হবে। ইন্সটাফরেক্স এ ভেরিফাই করা জরূরী। ব্রোকার কর্তৃপক্ষ ভেরিফাই এর ডকুমেন্ট আপনার কাছে যে কোন দিন চাইতে পারে।

ABDUSSALAM2020
2020-09-19, 11:30 PM
ভেরিফাই ছাড়া ট্রেডিং?
হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে। FBS, Fxoptimax সহ অনেক ব্রোকারে ভেরিফাই না করেই ট্রেড শুরু করা যায়। কিন্তু বড় পেমেন্ট পেতে হলে আপনাকে তখন ভেরিফাই করতে হবে। তবে পড়েছে যে যত বেশি কাজ করবে সে ততই সে অভিজ্ঞতা অর্জন করব।

Starship
2020-09-19, 11:59 PM
ফরেক্স মার্কেটে অবশ্যই একাউন্ট ভেরিফাই করতে হয়। একাউন্ট ভেরিফাই না করা হলে আমরা অনেক ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হব। ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফাই করা ছাড়া আমরা ট্রেড করতে পারব। কিন্তু ট্রেড করে প্রফিট উইথড্রো দিতে পারব না।
ট্রেড করে যদি প্রফিট উত্তর না দিতে পারে তাহলে কষ্ট আমাদের বিফলে যাবে। তাই অবশ্যই আইডি কার্ড স্ক্যান করে এপিট ওপিক সাবমিট করতে হবে। পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য সাবমিট করতে হবে। সবকিছু সঠিক ভাবে হলে একাউন্ট ভেরিফাই হবে। তাই আমাদের উচিত একাউন্ট ভেরিফাই করা।

tutul07
2020-09-20, 10:14 AM
তাই ভেরিফাই ছাড়া ফরেক্সে এ ট্রেডিং করতে পারবেন। এছাড়া ফরেক্স এ ভেরিফাই না করলে ফরেক্স একাউন্ট এ ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশী থাকে। তাই ফরেক্স এ ভেরিফাই করাটা অনেকটা গুরুত্বপূর্ন।তাই অবশ্যই আইডি কার্ড স্ক্যান করে এপিট ওপিক সাবমিট করতে হবে। পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য সাবমিট করতে হবে। সবকিছু সঠিক ভাবে হলে একাউন্ট ভেরিফাই হবে।

jimislam
2020-09-20, 10:54 AM
একাউন্ট ভেরিফাই করাটা খুবই গুরুত্বপূর্ন।কার আপনি আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা ছাড়াও ডিপোজিট করে ট্রেড করতে পারেন তাতে কোন সমস্যা হবে বলে আমার মনে হয়না, তাই অবশ্যই আইডি কার্ড স্ক্যান করে এপিট ওপিক সাবমিট করতে হবে। পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য সাবমিট করতে হবে। সবকিছু সঠিক ভাবে হলে একাউন্ট ভেরিফাই হবে।

EmonFX
2020-09-20, 11:41 AM
ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি মনে করি একাউন্ট ভেরিফাই না করে কোন অবস্থাতেই ট্রেড করা উচিৎ নয়। এতে করে আপনি সাময়িক সমস্যায় না পড়লেও ভবিষ্যতে বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে। আপনি যখন ১০০ ডলারের বেশি উইথড্র দিবেন তখন আপনার একাউন্ট ভেরিফাই না থাকলে আপনাকে আটকে দিতে পারে। এমনকি আপনার একাউন্ট ব্লকও হয়ে যেতে পারে।
শুধু ভেরিফাই নয় হাই ভেরিফাই থাকতে হয় ১০০ ডলারের বেশি উইথড্র দিতে গেলে। তাই অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অবশ্যই আমাদের একাউন্ট ভেরিফাই করে নেয়া উচিৎ। প্রথমিক পর্যায়ে ভেরিফাই ছাড়া ট্রেড করতে পারলেও ব্রোকার যে কোন সময় আপনার কাছে ভেরিফাই ডকুমেন্টস চাইতে পারে।

একাউন্ট ভেরিফাইয়ের ক্ষেত্রে আপনার ডকুমেন্টেস এর সকল তথ্য যেনো মিল থাকে সে ব্যপারে সজাগ থাকা *উচিৎ। যেমন, আপনার NID এর সাথে Bank Statement এর নাম, ঠিকানা সহ অন্যান্য তথ্য যেন মিল থাকে। তা না হলে আপনান একাউন্ট ভেরিফাই করতে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে।

tutul07
2020-09-21, 06:35 AM
আমি যেখান থেকে ফরেক্স শিখছি সেখান থেকে জানতে পেরেছি যে ফরেক্স এ একাইন্ট ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় কিন্তু ব্যালেন্স উঠানোর সময় ভেরিফাইড একাউন্ট ছাড়া ব্যালেন্স উঠানো সম্ভব নয়। তাই ভেরিফাই ছাড়া ফরেক্সে এ ট্রেডিং করতে পারবেন। এছাড়া ফরেক্স এ ভেরিফাই না করলে ফরেক্স একাউন্ট এ ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশী থাকে। তাই ফরেক্স এ ভেরিফাই করাটা অনেকটা গুরুত্বপূর্ন।

uzzal05
2020-09-27, 06:25 AM
ভেরীফাই ছাড়া ফরেক্স ট্রেড করা যায়। কিন্তু ভেরিফাই করে ট্রেড করলে সবচেয়ে ভালো। কেননা যেকোন সময় ব্রোকার কর্তৃপক্ষ আপনার কাছ থেকে ভেরিফাই করতে চাইতে পারে। ইনস্টাফরেক্স এ ভেরিফাই ছাড়াও ট্রেড করা যায়। কিন্তু কিছু ব্রোকারে ভেরিফাই ছাড়া ডলার ও ঢুকানো যায় না।

Md.shohag
2020-09-27, 04:08 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় তবে অ্যাকাউন্ট ভেরিফাই করে ট্রেড করা উচিত। কারন ভেরিফাই ছাড়া ট্রেডিং করা গেলেও ট্রেড করে প্রফিটের ডলার উঠানোর জন্য অবশ্যই ভেরিফাই করতে হবে। তাই আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভালো না। ফরেক্স এ সফল ট্রেডআররা সবসময় অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ভেরিফাই করে নেয়।

sss21
2020-12-01, 07:08 PM
ফরেক্স এ একাউন্ট ভেরিফাই ছাড়াও ট্রেড করা যায় কিন্তু ব্যালেন্স উঠানোর সময় ভেরিফাইড একাউন্ট ছাড়া ব্যালেন্স উঠানো সম্ভব নয় । ব্যালেন্স উঠানোর জন্য অবশ্যই একাউন্টটি ভেরিফাই করতে হবে । আর আপনি যদি একাউন্ট ওপেন করে ফরেক্স করেই থাকেন তাহলে আগে ভেরিফাই করে নেওয়াই ভাল । কারন পরবর্তীতে কোন সমস্যা হতেও পারে । আর তাছাড়া আমরা ট্রেড করি যেমন শেখার জন্য তেমনি লাভের জন্যও । আর সেই লাভ যদি পড়ে তুলতে না পারি তাহলে আর কি হল ।

ForexStar
2020-12-01, 08:51 PM
ইন্সটাফরেক্সে ট্রেড করতে একাউন্ট ভেরিফাই বাধ্যতামূলক না হলেও আমাদের একাউন্ট সুরক্ষার স্বার্থে একাউন্ট ভেরিফাই করে ট্রেডিং করা উচিত। ফরেক্সে একাউন্ট ভেরিফাই একটা গুরুত্বর্প একটা বিষয়। আপনাকে রিয়েল ট্রেডে যাওয়ার আগে অবশ্যই একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।সেক্ষেত্রে দরাকার হবে আপনার এনআইডি এর স্কান কপি এবং ব্যাংক স্টেটমেন্টের স্কান কপি। আপনানার যদি এসবের কিছু না থাকে টেনশনের কিছুই নাই। আপনার অবিভাবক যেমন মা, বাবা অথবা ভাই যে কারও তথ্য হলেই চলবে । এমনকি কাছের কোন বন্ধর ডকুমেন্টসও নিতে পারেন। তবে এসব্ ক্ষেত্রে নিজেদের ফ্যামিলির কারোটা ব্যবহার করা উত্তম।

তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এনআইডি এর ঠিকানা এবং ব্যাংক স্টেটমেন্টের সাথে যেনো হুবহু মিল থাকে। ব্যাংক থেকে স্টেটমেন্ট নিলে সাধারনত বর্তমান ঠিকানা দেয়া হয়। তাই ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে আপনার এনআইডির সাথে মিল রেখে স্থায়ী ঠিকানা দিয়ে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে হবে। এটার জন্য আপনার একাউন্ট ভেরিফাই করতে সহজ হবে এবং টপ ভেরিফাই হবে। আপনার একাউন্ট টপ লেভেল ভেরিফাই থাকলে উইথড্র দেয়ার সময় সাধারনতো কোন রকম জটিলতায় পড়তে হয় না।

JOCKY
2020-12-21, 04:28 PM
ভেরিফাই ছাড়া আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন তবে আমি মনে করি কখনই আপনার এ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া নিরাপদে থাকবে বলে মনে হয় না। কেননা ভেরিফাই ছাড়া যদি আপনার এ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সব সময় পুজি হারানোর সম্ভাবনায় থাকবেন। এছাড়াও মার্কেট হতে আপনি প্রফিটের টাকা উত্তোলন করতে পারবেন না। তাই আমি বলব যত দ্রুত সম্ভব আপনার এ্যাকাউন্ট ভেরিফাই করিয়ে নেন।

Sun
2020-12-21, 04:43 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় তবে অ্যাকাউন্ট ভেরিফাই করে ট্রেড করা উচিত। কারন ভেরিফাই ছাড়া ট্রেডিং করা গেলেও ট্রেড করে প্রফিটের ডলার উঠানোর জন্য অবশ্যই ভেরিফাই করতে হবে। তাই আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভালো না। ফরেক্স এ সফল ট্রেডআররা সবসময় অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ভেরিফাই করে নেয়।

FRK75
2021-01-20, 10:57 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায়,তবে বড় এমাউন্ট এর প্রফিট তুলতে গেলে একাউন্ট তখন ভেরিফাই করতে হবে,তাছাড়া ফরেক্স অথরিটি যেকোনো সময় ভেরিফিকেশান করার জন্য নোটিশ দিতে পারে।সেক্ষেত্রে আমার মনে হয় একাউন্ট খোলার সময় ভেরিফাই করে নেয়া ভালো।ইন্সটাফরেক্ এ ভেরিফাই করা জরূরী। ব্রোকার কর্তৃপক্ষ ভেরিফাই এর ডকুমেন্ট আপনার কাছে যে কোন দিন চাইতে পারে।

Hredy
2021-01-20, 11:11 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় তবে অ্যাকাউন্ট ভেরিফাই করে ট্রেড করা উচিত। কারন ভেরিফাই ছাড়া ট্রেডিং করা গেলেও ট্রেড করে প্রফিটের ডলার উঠানোর জন্য অবশ্যই ভেরিফাই করতে হবে। তাই আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভালো না। ফরেক্স এ সফল ট্রেডআররা সবসময় অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ভেরিফাই করে নেয়।

KAZIMAJHARULISLAM
2021-01-21, 08:28 AM
হ্যা, অবশ্যই আপনি একাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেডিং করতে পারবেন। কিন্তু ফরেক্স এর আসল মজা বা স্বাদ উপলদ্ধি করতে পারবেন না। অর্থাৎ ভেরিফাই ছাড়া প্রফিট উইথড্র করতে পারবেন না। উইথড্র করার পূর্বে অবশ্যই আপনাকে একাউন্ট ভেরিফিকেশন করতে হবে। তাই বলব ফরেক্স ট্রেডিং এর আসল মজা গ্রহণ করতে,যত দ্রুত সম্ভব, একাউন্ট ভেরিফাই করে নিবেন।

samun
2021-02-27, 12:34 PM
ভাই কোথায় আছে উলু বনে মুক্ত ছড়ানো একই কথা সামঞ্জস্য তা রেখে বলা যায় ফরেক্স মার্কেটে ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সময় নষ্ট করা ছাড়া বা ফাজলামি করা ছাড়া আর কিছুই না কারণ আপনি এত কষ্ট করে মুনাফা অর্জন করবেন অথচ তা ভোগ করতে পারবেন না এমন কাজ করার কোন মানেই হয়না ভেরিফাই ছাড়া কোন প্রফিট তোলা সম্ভব না শরীফ থেকে যে কারণে সবার আগে ইনস্টা অবশ্যই ভেরিফাই করা বাধ্যতামূলক পরবর্তীতে আপনি প্রফিট করলে সেটা অবশ্যই তুলতে পারবেন

ENGR:SUZON
2021-02-27, 12:51 PM
ইন্সটাফরেক্সে ভেরিফাই ছাড়া ট্রেড করা যায়। কিন্তু ট্রেড করে প্রফিট উইথড্র করতে হলে অবশ্যই আপনার ইন্সটাফরেক্স একাউন্টটি ভেরিফাই করতে হবে। এই জন্য প্রয়োজনীয় কাগজ তথা এনাইডি কার্ডের স্ক্যান কপি, ব্যাংক স্টেটমেন্ট/ বিদ্যুৎ বিল/ পানি বিল/ গ্যাস বিলের স্ক্যান কপি দিয়ে ফরমেট অনুযায়ী আপলোড করুন। ভেরিফাই সাকসেসফুলি হল কিনা ২৪ ঘন্টার মধ্যে তার জন্য মেইল আসবে।

Smd
2021-05-10, 07:16 PM
আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা ছাড়াও ডিপোজিট করে ট্রেড করতে পারেন তাতে কোন সমস্যা হবে বলে আমার মনে হয়না তবে একটা সমস্যা হবে সেটা হল আপনি কোন ভাবেই আপনার একাউন্ট হতে টাকা তুলতে পারবেন না । ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করার মাধ্যমে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে সেরাদের সেরার কাতারে নিয়ে যেতে পারি ফরেক্সে যত বেশি ট্রেড করব তত নিজেকে অভিজ্ঞ হিসেবে তৈরী করব ।

Mas26
2021-05-10, 10:21 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে কাজ করি তারা আসলেই অনেকেই জানি যে ভেরিফাই ছাড়াও ফরেক্স মার্কেটে কাজ করা সম্ভব। তবে ট্রেড করা সম্ভব কিন্তু যদি আমরা ভেরিফাই ছাড়া উইথড্রো করতে চায় তাহলে আমরা দের অবশ্যই অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন ছাড়া ফরেক্সে উইথড্রো বা ডিপোজিট করা সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভেরিফিকেশন করতে হবে।

Smd
2021-08-31, 08:37 PM
আমি মনে করি কখনই আপনার এ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া নিরাপদে থাকবে বলে মনে হয় না। কেননা ভেরিফাই ছাড়া যদি আপনার এ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সব সময় পুজি হারানোর সম্ভাবনায় থাকবেন। এছাড়াও মার্কেট হতে আপনি প্রফিটের টাকা উত্তোলন করতে পারবেন না। তাই আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভালো না। ফরেক্স এ সফল ট্রেডআররা সবসময় অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ভেরিফাই করে নেয়। আপনি ভেরিফাই ছাড়া ও ট্রেডিং করতে পারেন। তবে ভেরিফাই ছাড়া আপনি বেশী পরিমান টাকা উঠাতে গেলে আপনাকে হয়তো নাও দিতে পারে।

FRK75
2022-01-16, 10:01 AM
ট্রেডিং এর জন্য একটি একাউন্ট খুলেছি এবং তাতে ইনভেস্টও করেছি। এখন পর্যন্ত ভেরিফাই করা হয়নি তারপরেও আমি নিয়োমিত ট্রেড করছি ট্রেড এ কোন প্রকার সমস্যা হয়নি। আশা করছি ট্রেড করতে কোন প্রকার সমস্যা হবে না আর আমি যেখান থেকে ফরেক্স শিখছি সেখান থেকে জানতে পেরেছি যে ফরেক্স এ একাইন্ট ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় কিন্তু ব্যালেন্স উঠানোর সময় ভেরিফাইড একাউন্ট ছাড়া ব্যালেন্স উঠানো সম্ভব নয়। ব্যালেন্স উঠানোর জন্য অবশ্যই একাউন্টটি ভেরিফাই করতে হবে।

Starship
2022-01-16, 02:11 PM
ফরেক্স মার্কেটে আমরা যখন একটা নতুন অ্যাকাউন্ট খুলি তখন খোলার পর আমাদের একাউন্টি ভেরিফাই করতে হয়। ভেরিফাইয়ের জন্য তিনটি লেভেল অতিক্রম করতে হয়। তার মধ্যে প্রথম লেবেলটি হলো আইডেন্টি ভেরিফাই সেখানে এনআইডি বা স্মার্ট কার্ডের স্ক্যান কপি সাবমিট করতে হয়। দ্বিতীয় লেভেলে এড্রেস ভেরিফাই করতে হয়। যেখানে ব্যাংক ডকুমেন্টস সাবমিট করতে হয়। তৃতীয় লেভেলে প্রথম লেভেলে সাবমিকৃত ডকুমেন্টস হাতে তুলে ছবি সাবমিট করতে হয়। উক্ত ডকুমেন্টস যদি কর্তৃপক্ষের নিকট যথাযথ মনে হয় তাহলে আপনার একাউন্টটি ভেরিফাই করে দিবেন। শুধুমাত্র ভেরিফাই অ্যাকাউন্টগুলো প্রফিট ইইড্রো দিতে পারেন।

sss21
2022-01-30, 11:03 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায়,তবে বড় এমাউন্ট এর প্রফিট তুলতে গেলে একাউন্ট তখন ভেরিফাই করতে হবে,তাছাড়া ফরেক্স অথরিটি যেকোনো সময় ভেরিফিকেশান করার জন্য নোটিশ দিতে পারে।সেক্ষেত্রে আমার মনে হয় একাউন্ট খোলার সময় ভেরিফাই করে নেয়া ভালো।

samun
2022-03-08, 04:42 PM
অর্থ বিহীন পরিশ্রম করা আর ভেরিফাই ছাড়া ট্রেড করা সমান কথা। ফরেক্স মার্কেটে ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সময় নষ্ট করা ছাড়া বা ফাজলামি করা ছাড়া আর কিছুই না কারণ আপনি এত কষ্ট করে মুনাফা অর্জন করবেন অথচ তা ভোগ করতে পারবেন না এমন কাজ করার কোন মানেই হয়না ভেরিফাই ছাড়া কোন প্রফিট তোলা সম্ভব না শরীফ থেকে যে কারণে সবার আগে ইনস্টা অবশ্যই ভেরিফাই করা বাধ্যতামূলক পরবর্তীতে আপনি প্রফিট করলে সেটা অবশ্যই তুলতে পারবেন।

FRK75
2023-01-22, 06:32 PM
অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন তবে আমি মনে করি কখনই আপনার এ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া নিরাপদে থাকবে বলে মনে হয় না। কেননা ভেরিফাই ছাড়া যদি আপনার এ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সব সময় পুজি হারানোর সম্ভাবনায় থাকবেন। এছাড়াও মার্কেট হতে আপনি প্রফিটের টাকা উত্তোলন করতে পারবেন না। তাই আমি বলব যত দ্রুত সম্ভব আপনার এ্যাকাউন্ট ভেরিফাই করিয়ে নেন।ফরেক্সে ভেরিফাই ছাড়া ট্রেডিং খুবই ঝুকি।। ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের ট্রেডিং অভিজ্ঞতা থাকতে হবে।। ফরেক্স ভেরিফাই করে ট্রেডিং করতে হবে। ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সম্ভব কিন্তু বড় ধরনের এমাউন্ট তুলতে গ্বলে ফিরেক্স ব্রোকার অবশ্যই আপনার কাছে ডকুমেন্ট চাইবে এবং আপনি না দিতে পারলে আপনার ডলার ব্রোকার কেটে নিতে পারে।ট্রেডিং করা গেলেও ট্রেড করে প্রফিটের ডলার উঠানোর জন্য অবশ্যই ভেরিফাই করতে হবে। তাই আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভালো না। ফরেক্স এ সফল ট্রেডআররা সবসময় অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ভেরিফাই করে নেয়। আপনি ভেরিফাই ছাড়া ও ট্রেডিং করতে পারেন। তবে ভেরিফাই ছাড়া আপনি বেশী পরিমান টাকা উঠাতে গেলে আপনাকে হয়তো নাও দিতে পারে। আপনাকে আপনার একাউন্ট তারা ভেরিফাই করতে বলতে পারে।

Smd
2023-01-22, 07:37 PM
আপনি ভেরিফাই ছাড়া ট্রেডিং করতে পারবেন কিন্তু কোন প্রকার উথড্রো দিতে পারবেন না। কারণ mt4 দিয়ে যখন ট্রেড করবেন তখন যেকোন কারেন্সির সাথে আপনি বাই বা সেল নিতে পারবেন। আর ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন হবে যেমন ধরেন আপনার ভোটার আইডি কার্ড আর ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি। এছাড়া তৃতীয় লেভেল ভেরিফাই করার জন্য আপনাকে অথবা ভোটার আইডি কার্ড সহ নিজের ছবি যুক্ত কপি লাগতে পারে। আর প্রয়োজন হলে আপনি ইন্সটাফরেক্সের হেল্পলাইনে গিয়ে যোগাযোগ করতে পারেন। কিন্তু আমার পার্সোনাল মতামত হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট সব সময় ভেরিফাইড থাকা ভালো কারণ অল্প পরিমাণ লাভ হলেই তখন উইথড্র করে নিতে পারবেন। ধন্যবাদ।

samun
2023-05-23, 10:12 AM
খোলা পানিতে মাছ ধরা আর ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সমান কথা। কারণ আপনি যতই লাভ করেন না কেন প্রফিট উইথড্র করতে পারবেন না। প্রফিট উইথড্র করতে হলে অবশ্যই একাউন্ট ভেরিফিকেশন করা বাধ্যতামূলক।

Mas26
2023-11-29, 11:10 AM
verificition ছাড়া ট্রেড করা যায় তবে অ্যাকাউন্ট ভেরিফাই করে ট্রেড করা উচিত। কারন ভেরিফাই ছাড়া ট্রেডিং করা গেলেও ট্রেড করে প্রফিটের ডলার উঠানোর জন্য অবশ্যই ভেরিফাই করতে হবে। তাই আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভালো না। ফরেক্স এ সফল ট্রেডআররা সবসময় অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ভেরিফাই করে নেয়।