PDA

View Full Version : কতদিন ডেমো ট্রেডিং করা উচিত?



HasanXM
2016-08-26, 02:46 PM
আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে। কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।

nisho5533
2016-08-26, 03:46 PM
আমি মনে করি আপনি আর যদি ব্লগ পড়ে ট্রেড করেন তাহলে ৬ মাস থেকে ১ বছন ডেমো করা উচিত। ডেমো ট্রেড করলে কি লাভ? ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন|ফরেক্স সাথে থাকুন|

জ্যাক কয়েন
2016-09-04, 02:38 PM
ফরেক্স ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত। কারন ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর অনেক জ্ঞান অর্জন করা যায়।

Md Sanuwar Hossain Hossai
2016-09-04, 05:49 PM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য ডেমো প্রাকটিস করার কোনো বিকল্প নেই।। ফরেক্স ট্রেডিং ভালভাবে শেখার জন্য আমাদের মিনিমাম ৬ মাস ডেমো প্রাকটিস করা উচিৎ।। ডেমো প্রাকটিস ছাড়া ফরেক্স করা সম্ভব নয়।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। যদিও ফরেক্স ট্রেডিং এ আমাদের কোনো লাভ লস নেই তারপর ও আমাদের ফরেক্স শেখার জন্য ডেমো ট্রেডিং এ সিরিয়াস হতে হবে।।।

Shuvo Ghosh
2016-09-04, 06:18 PM
আমার মত অনুসারে আপনাকে কিঠু না হলেও ১ মাস খুব ভাল ভাবে ডেমো ট্রেডিং করতে হবে। তবে মনে রাকবে নশুধু ডেমো তে ট্রেডিং করলেই হবেনা ঠিক যত ডলার আপনার রিয়েল অ্যাকাউন্টে নেবার সামর্থ আছে ঠিক ঐ পরিমান টাকাই আপনি আপনার ডেমো অ্যাকাউন্টে নেবেন এবং রিয়েল মত কোরে ট্রেডিং করবেন।

শিমুলআক্তার
2016-09-04, 06:26 PM
বন্ধু আমি মনে করি যে ডেমো ট্রেড আপনি কত দিন করবেন এটা কোন সময়ের ফ্রেমে বাধা ঠিক হবে না কারন আপনি যতদিন না ভাল ট্রেডিং জ্ঞান অর্জন করতে না পারছেন আপনার ততদিন ডেমো ট্রেড চালিয়ে যাওয়া উচিত যাদিও আমি ট্রেডে ততটা দক্ষ না তার পরেও আমি নতুন কোন কৌশল আজও ডেমোতে প্রাকটিস করি তার পরে তা রিয়েল ট্রেডে প্রয়োগ করি, ধন্যবাদ।

Challange
2016-09-04, 06:45 PM
আসলে ঠিক কতদিন ডেমো ট্রেড করতে এর জন্য নিদ্দিষ্ট কোন সময়সীমা কোথাও নির্ধরণ করে দেওয়া আছে বলে আমার মনে হয় না । একজন ট্রেডার ডেমো করে ফরেক্স রিয়েল ট্রেডিং করার ক্ষেত্রে তার যোগ্যতা তৈরী করার জন্য । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা যদি ডেমোকে সিরিয়াসলি গুরুত্ব দিই তবে যথার্থভাবে আমাদের দক্ষতা তৈরী হবে ।

RUBEL MIAH
2016-09-22, 09:49 PM
আমাদের ডেমো ট্র্রেডিং কমপক্ষে দুই বছর করা দরকার । যে ট্রেডারগণ কমপক্ষে দুই বছর করবে সে কিছু হয়তো ট্রেড সর্ম্পকে বুঝতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ডেমোতে পারদর্শী হওয়ার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।

hnirob01
2016-09-23, 02:11 AM
হ্যাঁ আমি ফরেক্স মার্কেট ব্যবসায় খুশি কারণ বৈদেশিক মুদ্রার বিশ্বের এক ব্যবসার সবচেয়ে উত্তম. আমি ফরেক্স মার্কেট এ আমার স্বপ্ন অর্জন করবে. এই ব্যবসা লাভজনক. আমি ফরেক্স মার্কেট ভোগ.

hnirob01
2016-09-23, 02:12 AM
আমি ফরেক্স মার্কেট এ আমার স্বপ্ন অর্জন করবে. এই ব্যবসা লাভজনক. আমি ফরেক্স মার্কেট ভোগ. আমি ফরেক্স মার্কেট ব্যবসায় খুশি. কারণ খুব বড় সুযোগ

Tazul Islam
2016-09-23, 06:49 AM
অনেকেই বলে থাকে ৬ মাস ডেমো ট্রেড করা উচিৎ । আমি মনেকরি যারা ফরেক্স করতে আসে তারা ফরেক্স সমন্ধে শিখে আসে আর এটা প্রাকটিস করার জন্য ডেমো ট্রেড করতে হয় । এই প্রাকটিস করতে ১- ২ সপ্তাহ লাগতে পারে।তার পরোই আপনি রিয়াল একাউন্ট করতে পারেন। যে টা আমি করেছি।

shati75
2016-09-23, 07:43 AM
ডেমোতে ট্রেড করার কোন সময় নাই। আপনি যত বেশি ডেমো ট্রেড করবেন তত বেশি দক্ষ হতে পারবেন। অনেকে মনে করে ডেমোতে ২-৩ মাস ট্রেড করলে সে ট্রেড বুজে ফেলছে কিন্তু ভাই ডেমো ট্রেড ার রিয়েল ট্রেড এক নয়। ডেমোতে ট্রেড করে দক্ষ হয়ে ট্রেড করতে হবে রিয়েল ফরেক্সে।

sujon30
2016-09-23, 09:04 AM
আমার মতে যারা নতুন জয়েন্ট করেছে ফরেক্স এ তাদের কমপক্ষে ১ বছর ফরেক্স এর ডেমো প্র্র্রার্কটিস করা উচিত। তা না হলে ফরেক্স এ এবজন ভাল ট্টেডার হওয়া যায় না বা ফরেক্স এর সফলতা পাওয়া যায় না। তাই ফরেক্স এর ডেমো একাউন্ট খুলে ফরেক্স এর জ্ঞান অর্জন করতে হয়।

motiar
2016-09-23, 10:38 AM
ঠিক যতদিন আপনার ট্রেডে ৯০ % প্রফিট না হবে ততদিন আপনাকে ডেমো ট্রেড করে যেতে হবে । যদি ডেমো ঠিকঅমত করতে পারেন তবে রিয়েল ট্রেডে লস কম হবে প্রফিট বেশি হবে ।

MADADEE
2016-12-27, 10:28 PM
ফরেক্স এ নতুন ট্রেডারদের 95% তাদের একাউন্ট ব্যালেন্স হারিয়ে তার মূল কারণ হচ্ছে ফরেক্স কে বুঝতে না পারা এবং ফরেক্স না শিখেই রিয়াল ট্রেড। করা। অনেকে ফরেক্স কে টাকার মেশিন মনে করি । কয়েকটি ট্রেড এ লাভ হলেই মনে করে ফরেক্স শিখেগেছি। ট্রেড করলেই তো লাভ। খালি লাভ আর লাভ , লস এর কথা ভুলেই যাই। চার/পাচ টা ট্রেড এ প্রফিট করে যা লাভ হয় , একটি লসে ক্লোজ হওয়া ট্রেডে ঐ লাভ সহ পুরো ব্যালেন্সটাই শেষ হয়ে যায়।

Hassan Raja
2016-12-27, 10:35 PM
রিয়েল ট্রেডিং শুরুর আগে মিনিমাম ৩ মাস ভালভাবে রিয়েল ট্রেড করা দরকার । আবার রিয়েল ট্রেড করার পড়ও আপনাকে নিয়মিত ডেমো ট্রেড করতে হবে আপনার ট্রেনিং অভিজ্ঞতা বাড়ানোর জন্য । আবার ট্রেডিং মার্কেট মুভমেন্ট বোঝার জন্য। এটা আমার মতে আবার আপনি যদি দ্রত্য মার্কেট বুঝে উটতে পারেন তবে আপনার কম সময় ও হতে পারে । ডেমো মুলত ট্রেডার দের রিয়েল ট্রেডিং এর দক্ষতা অর্জনের জন্য ।

vampire
2016-12-28, 03:19 PM
কতদিন ডেমো একাউণ্টে প্রাকোটিস করে দক্ষতা অর্জন করবেন তার কোন নির্দিস্ট সময় রেখা কেউ দিয়ে দিতে পারবে না।যদি আপনি মনযোগ সহযোগ কারে ট্রেডিং করেন তাহলে ৬ মাসএ ট্রেডিং সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে।আর সব সময় মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করতে হবে।

Skfarid
2016-12-28, 03:24 PM
ফরেক্স শিখার শেষ নেই। যত দিন ট্রেড করবে তত দিন নতুন নতুন কিছুনা কিছু শিখা যাবে। তবে স্বাভিক ভাবে যারা নতুন ভাল ভাবে আগ্রহ সহকারে সময় দায়ি ফরেক্স মার্কেট বুঝতে চায় তাহলে তার জন্য মোটা মোটি রিয়েল ট্রেড করতে তিন মাস সময় যথেষ্ট, আর দক্ষ হতে হলে এক বছর সময় লাগবে। নিয়মিত সময়, শ্রম, মেধা না দিলে আরো বেশি সময় লাগবে।

msisohel
2016-12-28, 03:28 PM
কতদিন ডেমো ট্রেডিং করা উচিৎ সেটা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞানের ওপর । আপনার বুঝতে কম বেশি সময় লাগতে পারে । আমার মতে ৬-৭ মাস ডেমো ট্রেডিং করলে ভালো হয় । তাও বুঝতে সমস্যা হলে আরও কিছু দিন ডেমো ট্রেডিং করতে হবে । না বুঝে ট্রেড করা যাবে না ।

Rahat015
2016-12-28, 03:29 PM
কতদিন ডেমো করা উচিত বা কত দিন ডেমো করতে হবে এরকম কিছু নির্দিষ্ট সময় কেউ আপনাকে বলে দিতে পারবেনা। কারন এটা নির্ভর করে আপনার উপর আপনি কিভবে কতটুকু ফরেক্স কে নিজের করে নিতে পারেন। আপনি যদি ফরেক্স ভালোভাবে নিতে পারেন তাহলে ৫ থেকে ৬ মাস আপনার জন্য যথেষ্ট আর আপনি যদি কম বোঝেন তাহলে ১ বছর এর মত আপনার লাগবে।

pkboy
2016-12-28, 03:47 PM
আমি বলবো ফরেক্স ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত। কারন ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর অনেক জ্ঞান অর্জন করা যায়।

ONLINE IT
2016-12-28, 04:24 PM
ডেমো ট্রেডিং এর জন্য নির্দিস্ট করে কোন সময় সীমা বেধে দেয়া যায় না। কেউ ৬ মাস ডেমো ট্রেড করে রিয়েল ট্রেড করে আবার কেউ ৩ মাস ডেমো ট্রেড করে রিয়েল ট্রেড শুরু করে। এটা সম্পূর্ন নির্ভর করে একজন ট্রেডারের নিজের উপর। আপনি যখন মনে করবেন যে আপনার ফরেক্স সম্পর্কে ধারনা হয়েছে। আপনি এখন ফরেক্স ট্রেড করতে প্রস্তত তখন আপনি রিয়েল ট্রেড শুরু করতে পারেন। তার আগে আপনার ডেমো ট্রেড চালিয়ে যাওয়া উচিত।

nazib72
2016-12-28, 09:06 PM
আমি মনে করি একজন ট্রেডারের ফরেক্স ট্রেড সেখার জন্য ৫-৬ মাস ডেমো ট্রেড করা ভালো। তাহলে লাইভ ট্রেড করা যাবে। কিন্তু লাইভ ট্রেড এর সাথে নিয়মিত ভাবে ডেমো ট্রেড করলে ভালো ফল পাওয়া যাবে।লাইভ ট্রেড এর সময়গুলোতে ট্রেডার যখন ইন্ডিকেটর ব্যাবহার কবেন সেটা ডেমো তে ব্যবহার করে আগে বুঝে নিলে বেশি সুবিধা হয়।ার লাইভ ট্রেড অভিজ্ঞতা অর্জন করতে গেলে নিজের লসের সম্ভাবনা থাকে সেগুলো ডেমো তে খুব সহজেই চেস্টা করে দেখা যায়।

md noor hasan
2017-01-22, 03:05 PM
হ্যা ভাই ফরেক্স ট্রেডিং শেখার জন্য ডেমো প্রাকটিস করার কোনো বিকল্প নেই।। ফরেক্স ট্রেডিং ভালভাবে শেখার জন্য আমাদের মিনিমাম ৬ মাস ডেমো প্রাকটিস করা উচিৎ।। ডেমো প্রাকটিস ছাড়া ফরেক্স করা সম্ভব নয়।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। যদিও ফরেক্স ট্রেডিং এ আমাদের কোনো লাভ লস নেই তারপর ও আমাদের ফরেক্স শেখার জন্য ডেমো ট্রেডিং এ সিরিয়াস হতে হবে।।।

unmadasrom
2017-01-22, 03:18 PM
যতদিন আপনি ট্রেডিং এর বস না হচ্ছেন ততদিন আপনি ফরেক্সে ডেমো ট্রেডিং চালিয়া যান। যত বেশি ডেমো ট্রেডিং করবেন তত বেশি শিখতে পারবেন। রিয়েল ট্রেড করার সময় যদি লস করেন তবে হতাস হবেন। এই জননেই বেশি বেশি ডেমো ট্রেড করুন।

Lipu
2017-01-22, 08:12 PM
ফরেক্স মাকেটে আপোণী যদি নতুন হন তবে আপনি ৬ থেকে ৮ মাস ডেমো পারতিস করেন | ফরেক্স মাকেট শিখতে হলে ডেমো পারতিস করতে হবেই আপনি যত বেশি পারতিস করবেন আপনি ফরেক্স থেকে তত আয় করার যোগ্যতা অজন করতে পারবেন |

riponhosen
2017-01-22, 08:57 PM
ফরেক্সে ডেমো খুবি গুরুত্বপুর্ন কারন ফরেক্সে দক্ষ হতে চাইলে ডেমো প্রাকটিস করতে হবে ।ডেমো প্রাকটিস করার কোনো সময় সীমা নাই তবে আমি মনে করি কমপক্ষে ৬ মাস ডেমো প্রাকটিস করা উচিত ।যে যত বেশি ডেমো প্রাকটিস করবে সে ততবেশি ফরেক্সে দক্ষ হবে তাই দক্ষ হতে চাইলে বেশি বেশি ডেমো প্রাকটিস করুন ।

kazirasel
2017-01-24, 03:38 PM
ফরেক্স এ কতদিন ডেমো করতে হবে এটার কোন হিসাব নেই । আমি মনে করি যত দিগন পর্সন্ত না ভাল ফলাফল পাওয়া যাচ্ছে তত দনি পর্যন্ত ডেমো করা উচিত । ডেমো তে ভাল না করলে রিয়েলে আসা একদম উচিত না । তারপর ও যদি কেউ বার বার স্টাটেজি পরিবর্তন না করে একটা স্টাটেজি তে ফরেক্স এর সব নিয়ম মেনে ট্রেড করে তাহলে ৩ থেকে ৪ মাস ভাল অভবে ডেমো করলে হয় ।

riponinsta
2017-01-24, 04:05 PM
আমার মতে একজন নতুন টেড আর হলে আপনি ৩ মাস থেকে ৬ মাস ডেমো টেড করা উচিত আপনি ডেমো টেড করবেন রিয়েল টেড এর মত করে তা হলে আপনি কিছু শিখতে পারবেন আর যদি ডেমো টেড ডেমো মনে করে করেন তা হলে কিছু শিখতে পারবেন সুধু সময় নষ্ট হবে তাই একটা ভাল টেড ইং সিস্টেম নিয়ে ৩ মাস থেকে ৬ মাস ডেমো করে রিয়েল টেড করলে আপনি অনেক লাভ করতে পারবেন লস হলেও লস হবে অনেক কম

Fxaziz
2017-01-25, 08:04 AM
আসলে আপনি জত বেশী বেশী ডেমো একাউন্ট এ ট্রেড করতে পারবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবেন।কারণ ডেমো একাউন্ট এর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জান্তে পারবেন। ডেমো একাউন্ট এর ব্যবস্থা রাখা হয়ছে শুধু মাত্র এই কারনে। ডেমো একাউন্ট এ ট্রেড করলে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞ হতে পারবেন।তাই রিয়েল ট্রেড শুরুর আগে ডেমোতে ট্রেড করে নিজেকে ভিজ্ঞ করে তুলন।

Md Masud
2017-03-22, 10:33 PM
রিয়েল মার্কেট যে কয়দিন করব সে কয়দিন অামরা ডেমো ট্রেডিং করব । অামরা কাজ চালীয়ে যাব অর্নগল করে যাব ডেমো ট্রেডিং । ডেমো ছাড়া কোন কথা নেই । ডেমো করলেই অামরা রিয়েলে ট্রেড করে ভালোভাবে কাজ করতে পারব । । যে যত কাজ করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।

nbfx
2017-03-22, 11:31 PM
ততদিন ডেমো চর্চা করবেন যতদিন আপনার মনের ভিতর থেকে তাগিদ আসে আপনি সফলভাবে রিয়েল ট্রেড করতে পারবেন।ডেমো একাউন্ট করা একজন আদর্শ ট্রেডার হওয়ার জন্য প্রথম শর্ত। নিজস্ব ট্রেডের কৌশল যাচাই বাছ্ইা করতে । কোন ইন্ডিকেটরের ব্যবহার পরিক্ষা করতে ডেমো একাউন্টের প্রয়োজন পরে। ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে।

Mamun13
2017-03-22, 11:48 PM
কমপক্ষে মাত্র ২ মাস বললেন ?? বেসিক শিখতেই ৬ মাস যাবে৷ট্রেডিং স্ট্রেট্যাজী কালেক্ট করতে করতে আরোও ৬ মাস লাগবে৷কোন্ কোন্ স্ট্রেট্যাজী আপনার জন্য উপযুক্ত সেগুলোকে ডেমো প্র্যাকটিসে প্রয়োগ করে করে নিশ্চিত হতে সময় লাগবে আরোও ১ বছর৷তারপর আরোও ১ বছর রিয়েল ট্রেডিং করবেন সে্ন্ট বা মাইক্রো একাউন্টে৷এভাবে৷ঠিক ৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷এর ব্যতিক্রম হলেই মার্কেটে টিকে থাকা ও লাভ করা খুব কঠিন,প্রায় অসম্ভব৷বাস্তব ক্ষেত্রে আসলেই সত্যটা বুঝতে পারবেন কত প্রচুর সময় লাগে৷

asaa
2017-03-23, 02:08 AM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত। কারন ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর অনেক জ্ঞান অর্জন করা যায়।

martin
2017-03-26, 05:53 PM
আমার মনে হয় ডেমো ট্রেড করতে এর জন্য নিদ্দিষ্ট কোন সময়সীমা কোথাও নির্ধরণ করে দেওয়া নেই। একজন ট্রেডার ডেমো করে ফরেক্স রিয়েল ট্রেডিং করার ক্ষেত্রে তার যোগ্যতা তৈরী করার জন্য । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা যদি ডেমোকে সিরিয়াসলি গুরুত্ব দিই তবে যথার্থভাবে আমাদের দক্ষতা তৈরী হবে ।

uzzal05
2017-05-30, 12:04 PM
ফরেক্স সঠিকভাবে বলা যায় না কত দিন ডেমো করা উচিত। কারন আপনি হয়তো একমাস ডেমো করে ভালো জ্ঞান অর্জন করতে পারেন। সেক্ষেত্রে আপনি অতি তারাতারি লাইভ ট্রেড শুরু করতে পারেন। আর লাইভ ট্রেড শুরু করলে আপনাদের ডেমো করতে ও পারেন আবার নাও পারেন।

Competitor
2017-06-14, 10:35 PM
ডেমোকে সকল ট্রেডিং এর জননী বলা হয় । যে যত বেশি ডেমোতে মনযোগসহকারে ট্রেডিং করবে সে তত বেশি পরিমাণে ফরেক্সে এগিয়ে যেতে পারবে । ফরেক্সে ট্রেডিং করে সফলতা পাওয়ার অন্যতম উপায় হলো নিজেকে সর্বদা ডেমোতে পরীক্ষা করে দেখা । আর ডেমোতে একবছর ভালভাবে লেগে থাকতে পারলে আপনি ভালো কিছু করতে পারবেন বলেই আমি আশা রাখি । এগিয়ে যেতে হলে দক্ষতা প্রয়োজন ।

maziz6989
2017-06-14, 10:45 PM
কে কতদিন ডেমো করবেন তা ব্যক্তির ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। কেউ এক সপ্তাহ আবার কেউ ছয় মাস ট্রেড করেও তার হাত ক্লিয়ার নাও হতে পারে। তাই যে কেউ লাইভে আসার আগে ডেমোতে হাত পাকিয়ে নিন তার পরে লাইভে আসবেন। মনে রাখবেন নগদ টাকার খেলা কিন্তু বড় কঠিন।

uzzal05
2017-06-15, 01:04 AM
প্রত্যক ট্রেডারকে ডেমো ৩-৫ মাস করে নিজেকে দক্ষ করতে হবে। আর ডেমো ট্রেড এ অনেক উপকার হয়। আমরা একটা স্ট্রেটিজি ও পরীক্ষা করতে পারি ডেমো ট্রেড এর মাধ্যমে। আর আমাদের স্ট্রেটিজি যদি ডেমোতে কাজ করে তাহলে লাইভ এ সেটি প্রয়োগ করতে পারি।

morshed naim
2017-07-12, 11:18 PM
ডেমোতে ট্রেড করার কোন সময় নাই। আপনি যত বেশি ডেমো ট্রেড করবেন তত বেশি দক্ষ হতে পারবেন। অনেকে মনে করে ডেমোতে ২-৩ মাস ট্রেড করলে সে ট্রেড বুজে ফেলছে কিন্তু ভাই ডেমো ট্রেড ার রিয়েল ট্রেড এক নয়। আমার মতে ৬-৭ মাস ডেমো ট্রেডিং করলে ভালো হয় । তাও বুঝতে সমস্যা হলে আরও কিছু দিন ডেমো ট্রেডিং করতে হবে।না বুঝে ট্রেড করা যাবে না

rakib.r
2020-02-07, 03:31 PM
ফরেক্স শেখার ধরনের সাথে সাথে আসলে ডেমো করতে হয়। যেমন আপনি যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্টানের মাধ্যমে ফরেক্স শিখে থাকেন তাহলে আপনাকে তারা সর্বোচ্চ ৩ মাস ট্রেনিং দিবে আর ২ মাসের মত ডেমো করাবে। আবার যদি আপনি নিজে নিজে বিভিন্ন সাইড বা ব্লগ বা ফোরাম থেকে শিখেন তাহলে আপনার মিনিমাম ৫/৬ মাস ডেমো করা উচিৎ।

PK_SHIKDER
2020-02-07, 04:51 PM
ডেমো ট্রেডিং মূলত একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো । আমরা যতো বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করবো,,, ততো বেশি বেশি করে রিয়েল ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করতে পারবো । তাছাড়া কতোদিন ডেমো ট্রেডিং প্রাকটিস করলে ভালো অভিজ্ঞতা অর্জন করা যায় এই কথা সঠিকভাবে বলা অসম্ভব । তাই আমাদের উচিত কতো দিন ডেমো ট্রেডিং প্রাকটিস করলে ভালো অভিজ্ঞতা অর্জন করা সম্ভব এই বিষয়টা না চিন্তা করে কিভাবে ভালো অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার হওয়া যায় তার দিকে লক্ষ্য রাখা,,,,, ধন্যবাদ ।

MdRubelShaikh
2020-02-07, 05:00 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে ডেমো ট্রেডের কোন নিদিষ্ট সময় নাই যে আপনি কত দিন ধরে ডেমো ট্রেড করবেন।আমি প্রায় তিন মাস ধরে ডেমো ট্রেড করছি।কিন্তুু মনে হয় এখুনো কোন কিছু শিখিনাই।আমি আরো ৬ মাস ডেমো ট্রেড করব।কারণ আপনি যদি ডেমো ট্রেডে ভালো করতে পারেন তাহলে রিয়েলেও ভালো করতে পারবেন।

Hredy
2020-02-07, 05:05 PM
ফরেক্স ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত। কারন ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর অনেক জ্ঞান অর্জন করা যায়।

MINARULRFL100
2020-02-07, 08:35 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই তাকে ডেমো একাউন্ট অনুশীলন করতে হবে।কারন একজন নতুন ট্রেডার মার্কেটে কি করতে হবে সেই সম্পর্কে খুবই অজ্ঞ তাই ডেমো একাউন্ট অনুশীলন করলে সে বুঝতে পারবে রিয়েল একাউন্ট এ ট্রেডিং করার সময় তার কি করতে হবে।তার জন্য মিনিমাম একটা নতুন ট্রেডারের ৬-১২ মাস ভাল করে ডেমো একাউন্ট অনুশীলন করে তার পর রিয়েল একাউন্ট এ ট্রেড করা উচিত তাহলে নতুন ট্রেডার রিয়েল ট্রেড এ ভাল করতে পারবে।

Shohedulla
2020-02-07, 08:46 PM
ডেমো ট্রেডিং করার কোন নির্দিষ্ট টাইম নাই কিন্তু যে যতদিন খুশি তা করতে পারে যতদিন না মনে হবে যে আমারআর ডেমো ট্রেডিং করার প্রয়োজন নেই যথেষ্ট ধারণা রয়েছে মার্কেটের উপর ততদিন ট্রেনিং করতে পারে ডেমো অ্যাকাউন্টে। দুই থেকে তিন মাস করাই ভালো বলে আমি মনে করি।

fxarif
2020-02-07, 08:57 PM
আমার মনে হয় যতদিন না আপনি ট্রেড করলে প্রফিটেবল না হতে পারেন ততদিন ডেমো ট্রেড করতে হবে।

Romjan1989
2020-02-07, 09:42 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে জানতে হলে প্রচুর পরিমাণ অভিজ্ঞতা অর্জন করে হয়। আর অভিজ্ঞতা অর্জন করার বিভিন্ন মাধ্যম রয়েছে তার প্রথম হল ডেমো একাউন্ট। প্রথমে একাউন্ট খুলে সেখানে প্রেকটিস করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তার পর রিয়াল একাউন্ট খুলে ট্রেডিং করতে হবে। আমি মনে করি ডেমো একাউন্ট খুলে ৫ থেকে ৬ প্রেকটিস করা উচিত।

Rajib_Biswas
2020-02-07, 10:54 PM
শেখার তো কোন শেষ নেই এবং নির্দিষ্ট করে বলা যায় না কে কত দিনে শিখবে। তবে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেডিং করা উচিত। কেউ যদি ৬ মাস নিয়মিত ডেমো ট্রেডিং করে তাহলে সে মোটামুটি ভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই ছয় মাস খুব মনোযোগ সহকারে ডেমো ট্রেডিং করতে হবে। এতে একজন ট্রেডার যে সকল ভুল ত্রুটি করে সেগুলো ধরা পড়বে এবং তা সংশোধনের মাধ্যমে নিজেকে দক্ষ ট্রেডারে পরিণত করতে পারবে। ডেমো ট্রেডিং এ নিয়ম অনুযায়ী মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে, এনালাইসিস এর মাধ্যমে তারপর ট্রেডিং করতে হবে। এর মাধ্যমে 6 মাসে একটি স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে যা পরবর্তীতে রিয়েল ট্রেডিং এ কাজে দেবে। মনে রাখতে হবে ডেমো ট্রেডিং এ যদি সফলতা পাওয়া যায় তাহলে রিয়েল ট্রেডিংয়ে সফলতা অবশ্যই পাওয়া যাবে। ডেমো ট্রেডিং ভালোভাবে প্র্যাকটিস না করে রিয়েল ট্রেডিং করলে অনেক ভুল-ত্রুটি হবে।

KAZIMAJHARULISLAM
2020-02-08, 12:10 PM
আমার মতে ডেমো অ্যাকাউন্ট ট্রেডিং প্র্যাকটিসের কোন নির্দিষ্ট লিমিটেশন থাকা উচিত না।কারণ আমি মনে করি ততদিন পর্যন্ত ডেমো একাউন্ট এর ট্রেডিং প্র্যাকটিস করা উচিত যতদিন পর্যন্ত নিজেকে একজন দক্ষ অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। সেটার পরিমাণ ছয় মাস এক বছর দুই বছর বা তার থেকে কম বেশি যেটাই হোক না কেন। মোটকথা যতদিন পর্যন্ত ম্যাক্সিমাম ট্রেড করা সম্ভব না হবে ততদিন পর্যন্ত ধৈর্য সরকারের সময় দিয়ে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করা উচিত।

Mas26
2020-02-08, 12:53 PM
আমার মত অনুসারে আপনাকে কিঠু না হলেও ১ মাস খুব ভাল ভাবে ডেমো ট্রেডিং করতে হবে। তবে মনে রাকবে নশুধু ডেমো তে ট্রেডিং করলেই হবেনা ঠিক যত ডলার আপনার রিয়েল অ্যাকাউন্টে নেবার সামর্থ আছে ঠিক ঐ পরিমান টাকাই আপনি আপনার ডেমো অ্যাকাউন্টে নেবেন এবং রিয়েল মত কোরে ট্রেডিং করবেন।

Rion83
2020-02-08, 02:21 PM
তদিন আপনি ট্রেডিং এর বস না হচ্ছেন ততদিন আপনি ফরেক্সে ডেমো ট্রেডিং চালিয়া যান। যত বেশি ডেমো ট্রেডিং করবেন তত বেশি শিখতে পারবেন। রিয়েল ট্রেড করার সময় যদি লস করেন তবে হতাস হবেন। এই জননেই বেশি বেশি ডেমো ট্রেড করুন।

Fardin02
2020-02-08, 02:38 PM
ফরেক্স ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত। কারন ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর অনেক জ্ঞান অর্জন করা যায়।

KGF3010
2020-02-08, 06:13 PM
আমাদের ডেমো ট্র্রেডিং কমপক্ষে ২ বছর করা দরকার । যে ট্রেডারগণ কমপক্ষে দুই বছর করবে সে কিছু হয়তো ট্রেড সর্ম্পকে বুঝতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ডেমোতে পারদর্শী হওয়ার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব

KaziBayzid162
2020-02-08, 09:08 PM
আমার মতে একজন নতুন ট্রেডার কে প্রথম অবস্থায় কমপক্ষে 6 মাস ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করা উচিত। কেননা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করার মাধ্যমে একজন ট্রেডার যেমন ট্রেডিং কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে তেমনি ডেমো একাউন্টে ট্রেডিং চলাকালীন অবস্থায় যদি কখনো লস করে থাকে তাহলে লস করার কারণগুলো খুঁজে বের করে নিজেকে সেই বিষয়ে অভিজ্ঞ করে তুলতে পারবে। তবে ছয় মাস প্র্যাকটিস করার পরেও সে যদি নিজেকে দক্ষ করে তুলতে না পারে তাহলে ততদিন পর্যন্ত ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে যাওয়া উচিত যতদিন পর্যন্ত সে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে তার জন্য যতদিন সময় লাগুক না কেন।কারণ ফরেক্স সম্পর্কে প্রপার অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়া ট্রেডিং করে কখনোই ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব না।

rakib.r
2020-02-08, 11:32 PM
আমি ফরেক্সে নতুন, আমার নতুনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের কম করে হলেও ৫/৬ মাস ডেমো ট্রেড করতে হবে । আমি খুব কম সময় ডেমো করে রিয়েল ট্রেডে চলে আসছি এখন বুঝতেছি যে আমার আরো ৩ মাস ডেমো করা দরকার ছিলো । আমি যদি আরো কিছু দিন ডেমো করতাম তাহলে এখন আমার খুব বেশি লসের পালায় পড়তে হইতো না। আমি কম সময়ে রিয়েল ট্রেডে চলে আসছি আমার মত ভুল অন্য কেও আর করবেন না প্লিজ

fxarif
2020-02-09, 12:40 AM
যতদিন না আপনি পুরোপুরি প্রফিটেবল না হতে পারেন।ততদিন আপনার ডেমো ট্রেড করা উচিত।এর কোন নির্দিষ্ট সময়সীমা নেই।

amreta
2020-02-21, 12:51 PM
আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে। কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।
আপনার যদি ডেমো এবং কাউন্টারগুলিতে ভাল আদিম কুমার থাকে এবং বাজারটি বোঝার চেষ্টা করছেন, প্রার্থনাও ব্যবসায়ী হতে পারে। কারণ আপনার সাধ্য সম্পর্কে আপনার জ্ঞান আপনাকে একটি ভাল ব্যবসায়ী করতে পারে

saraa
2020-02-21, 02:14 PM
প্রিয় বন্ধুরা আমার জ্ঞান অনুসারে ফরেক্স মার্কেটে সাফল্য অর্জনের সর্বোত্তম উপায় কেবল একটি উপায় এবং তা হ'ল পরিশ্রমের উপায়। আপনার যা করা দরকার তা একটি নিয়মিত করুন যে প্রতিদিন আপনার এমটি ফোরামে শেখার সময়সূচী থাকে এবং আমি বলব যে আপনি এমটি ফোরামের সাথে ট্রেডিং শিক্ষা শিখতে এবং একই ধরণে 6 ঘন্টাের বেশি সময় ব্যয় করছেন তবে আপনাকে অবশ্যই করতে হবে আপনার ডেমো ট্রেডিং অ্যাকাউন্টে প্রতিদিনের ভিত্তিতে কমপক্ষে ঘন্টােরও বেশি অনুশীলন করুন। এটি পর্যাপ্ত নয় আপনার অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনি প্রতিদিন এই অনুশীলনটি পুনরাবৃত্তি করতে নিয়মিত হন এবং কমপক্ষে মাস অবধি বা বছর হতে পারে আপনাকে অবশ্যই খুব সময়িক হতে হবে। তারপরে এই প্রক্রিয়াটি আপনার দ্বারা অব্যাহত থাকবে তবে সেই সময় আপনি আপনার আসল অ্যাকাউন্টে একই সাথে পড়তে হবে ঠিক একই অ্যাকাউন্টে উভয় অ্যাকাউন্টে এবং গণনার মেয়াদে আপনি পরের 3 বছর অব্যাহত বাণিজ্য করবেন এবং আমি আপনাকে দিতে পারি গ্যারান্টি যে এর পরে আপনার সারাজীবন আপনি আপনার নিজের প্রযুক্তিগত এবং মৌলিক বিশ্লেষণের পক্ষে কেবলমাত্র আপনার আসল অ্যাকাউন্টে বাণিজ্য করতে পারবেন এবং তার সর্বোপরি আপনি ইতিবাচক এবং সাফল্যের সাথে বাণিজ্য করবেন।

KANIZFATEMA1997
2020-03-08, 02:58 PM
ডেমো ট্রেডিং কতদিন করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের মেধার ওপর নির্ভর করে।কেউ ২মাসে ভালো ট্রেডিং শিখতে পারে।কারোও আবার ১বছরও সময় লাগে।তবে ৬মাস ডেমো ট্রেডিং করা যথেষ্ট বলে আমি মনে করি।এতে আপনি যথেষ্ট পরিমাণ শিখতে পারবেন। আর এই শেখা দিয়েই রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করতে পারবেন এতে কোনো সমস্যা হবেনা।আর কোনো সমস্যা ফেস করলে ডেমো ট্রেডিং করবেন সমস্যা নাই। তবে অন্তত পক্ষে ৬মাস ডেমো ট্রেডিং করা ভালোও

Suriya Sultana Hira
2020-03-08, 07:46 PM
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা এবং স্বাধীন ব্যবসা । এই ফরেক্স মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করা যায় কিন্তু সেটা নির্ভর করে একান্তই একজন ট্রেডারএর দক্ষতার উপর । আর এই দক্ষতাকে অর্জন করতে ডেমো ট্রেডিং এর গুরুত্ব অপরিসীম । একজন ট্রেডার যতদিন না মনে করেন যে সে রিয়েল ট্রেড করার মতো দক্ষতা বা যোগ্যতা অর্জন করতে পারেননি ততোদিন পর্যন্ত তাকে অবশ্যই ডেমো ট্রেডিং প্রাকটিস করে যেতে হবে,,,,, ধন্যবাদ ।

Habibur shaikh
2020-03-08, 08:06 PM
ফরেক্স ডেমো শেখার জন্য আসলে কোন ধরাবাধা নিয়ম নেই।ডেমো প্র্যাকটিস করলে কাজের ধারণা পাওয়া সম্ভব। এই ধারণা কাজে লাগিয়ে ফরেক্স থেকে সফলতা অর্জন করা যায়।

rakib.r
2020-03-08, 08:07 PM
ডেমো করার আসলে শেষ নাই। আপনি যত দিন পারেন ডেমো করেন। ধরেন আপনি দুইমাস ডেমো করে মনে করলেন আপনি সব শিখে গেছেন আর কেও আপনার প্রফিট করা ফিরাতে পারবে না। কিন্তু যখন আপনি রিয়েল ট্রেডে যাবেন কিছুদিন প্রফিট করবেন তারপর দেখবেন যে বড় একটা লট নিয়ে নিলেন আর মার্কেট আপনার ট্রেডের বিপরীতে চলে গেলো আর আপনার ব্যালেন্স শূন্য হয়ে গেলো। আপনার তখন মনে হবে যে আসলে আপনার শিখাটা শেষ ই হয় নাই আপনি শিখার আগেই চলে আসছেন রিয়েল ট্রেডে। তাই বলবো মিনিমাম ৬ মাস ডেমো করেন

Wajih Toushif
2020-03-08, 08:25 PM
আমার কাছে মনে হয় ডেম ট্রেড শুধু শিখার জন্য, শিখা বলে ফরেক্স কি বা কি ভাবে করে তা বুঝার জন্য। এর পর আমার মনে হয় না ডেম ট্রেড কোন কাজে আসে। রিয়াল ট্রেড ও ডেম ট্রেড এর মাঝে অনেক তফাৎ। রিয়াল করে লস করে যেই অভিজ্ঞতা হবে তা ডেম করে হয় না।

Emarif1992
2020-03-08, 09:31 PM
আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং শেখা জরুরি। আপনাকে ডেমো ট্রেডিং অনেক ভাবে সাহায্য করবে রিয়েল ট্রেড এ জন্য ।এর জন্য আপনাকে কমপক্ষে ২ /৪মাস ডেমো ট্রেড করা উচিত। খুব ভাল করে শিখে নিতে হবে। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই এটা শেখার।আপনার নিজের শেখার উপর ডিপেন্ড করে কতো সহজে জ্ঞান অর্জন করতে পারবেন।

Sapna1212
2020-03-08, 09:46 PM
আমার প্রিয় ভাই জন, আমাদের এই ডেমোতে কাজ করতে হবে, যদি না তাদের কাছে আঘাত করার অভিজ্ঞতা থাকে যখন আমাদের ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকে। জ্ঞান এবং অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য খুব দরকারী পার্সিয়ান নাদিম প্রাতুকে সম্মান জানাই দুর্দান্ত, যা আমাদের উপকার করে

Hredy
2020-04-23, 04:26 PM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য ডেমো প্রাকটিস করার কোনো বিকল্প নেই।। ফরেক্স ট্রেডিং ভালভাবে শেখার জন্য আমাদের মিনিমাম ৬ মাস ডেমো প্রাকটিস করা উচিৎ।। ডেমো প্রাকটিস ছাড়া ফরেক্স করা সম্ভব নয়।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। যদিও ফরেক্স ট্রেডিং এ আমাদের কোনো লাভ লস নেই তারপর ও আমাদের ফরেক্স শেখার জন্য ডেমো ট্রেডিং এ সিরিয়াস হতে হবে

Kane
2020-04-23, 04:28 PM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য ডেমো
প্রাকটিস করার কোনো বিকল্প নেই।।
ফরেক্স ট্রেডিং ভালভাবে শেখার জন্য
আমাদের মিনিমাম ৬ মাস ডেমো প্রাকটিস
করা উচিৎ।। ডেমো প্রাকটিস ছাড়া
ফরেক্স করা সম্ভব নয়।। ফরেক্স খুবই রিস্কি
ব্যাবসা।। যদিও ফরেক্স ট্রেডিং এ
আমাদের কোনো লাভ লস নেই তারপর ও
আমাদের ফরেক্স শেখার জন্য ডেমো
ট্রেডিং এ সিরিয়াস হতে হবে।।।

IslamMdMerajul
2020-04-23, 04:42 PM
ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড শিখার জন্য। যে প্র্যাকটিস করা হয় সেটা ডেমো একাউন্টের মাধ্যমে করতে হয়। এইজন্য ডেমো অ্যাকাউন্ট যত ভালো প্যাকটিস করা হবে আর যত বেশি শেখা হবে ততো ফরেক্স এর রিয়েল ট্রেড এর জন্য সুবিধা হয়। তাই আমরা যত সম্ভব ভালোভাবে প্র্যাকটিস করবো এবং ডেমো সম্পর্কে ভাল অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করব। তারপর রিয়েল ট্রেড করবো। সেই ক্ষেত্রে ফরেক্স মার্কেটে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব হয়। যতদিন আমরা ডেমো ভালোভাবে বুঝতে না পারব ততদিন পর্যন্ত ডেমো ট্রেড করবো। এতে সময় যদি দুই মাসেও লাগে তাহলে দুই মাস করব তিন মাস লাগলে তিন মাস না হলে চার মাস লাগবে 4 মাস যতদিনই লাগবে।

Mas26
2020-04-23, 04:47 PM
আমি ফরেক্স মার্কেট এ আমার স্বপ্ন অর্জন করবে. এই ব্যবসা লাভজনক. আমি ফরেক্স মার্কেট ভোগ. আমি ফরেক্স মার্কেট ব্যবসায় খুশি. কারণ খুব বড় সুযোগ

Goearninfo
2020-04-23, 05:09 PM
আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে। কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।

আসলে ডেমো ট্রেডিং করার জন্য নির্দিষ্ট কোন সময় বেঁধে রাখা উচিত নয় আমি সবসময় রিয়েল ট্রেডিং করার আগে একটি ডেমো ট্রেডিং টেট করে থাকি এবং সফলতা আসার পর আমি তখন আমার রিয়েল ট্রেডিং এ ট্রেড করার জন্য পদক্ষেপ গ্রহণ করি এবং আমি এখনো পর্যন্ত ভালো একটা প্রফিট নিয়ে সন্তুষ্ট হয়েছি।

souravkumarhazra6763
2020-04-23, 05:12 PM
ডেমো কে আমিও ফরেক্স এর শিক্ষক মনে করি,আর ডেমো অনুশীলন ছাড়া ফরেক্স এর থেকে সফলতা সম্ভব না,ডেমো আপনি কত দিন অনুশীলন করবেন সেটি আপনার উপর নির্ভর করে থাকবে,কিন্তু আমার মতে এক টানা ১ বছর ডেমো একাউন্ট কে রিয়েল একাউন্ট মনে করে ট্রেড করতে হবে,যদি আপনি সঠিক ভাবে অনুশীলন করেন তাহলে খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

nubiswas3
2020-04-23, 06:39 PM
আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে। কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।

ফরেক্স মার্কেটে ট্রেডিং এ দক্ষ হওয়ার জন্য ডেমো ট্রেড করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ট্রেডে দক্ষ হতে হলে মিনিমাম দুই থেকে তিন মাস ডেমো ট্রেড করতে হবে।

rakib.r
2020-04-23, 07:36 PM
আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে। কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।

কমপক্ষে দুই মাস দেমো করা দরকার আমি এই কথার সাথে এক মত হতে পারলাম না। আমার কাছে মনে হয় ২ মাসে আসলে কিছুই শিখা যায় না। আমি নিজেই দুই মাস ডেমো করে রিয়েল ট্রেডে আসছিলাম কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে আমি তখন কিছুই শিখি নাই। আসলে ২ মাস না মিনিমাম ৫/৬ মাস ডেমো করা উচিৎ। আমি ৬ মাস আগে ফরেক্সে আসছিলাম। প্রফিট ভালোই করছিলাম কিন্তু সেটা তুলতে আর পারি নাই। একাউন্ট জিরো হয়ে গেছিলো। তারচে যদি আমি ডেমো করতাম তাইলে আমার একাউন্ট টা শূন্য হতো না অন্তত ভালো ভাবে শিখে রিয়েল ট্রেড শুরু করতে পারতাম

Mas26
2020-04-23, 07:50 PM
আমি ফরেক্স মার্কেট এ আমার স্বপ্ন অর্জন করবে. এই ব্যবসা লাভজনক. আমি ফরেক্স মার্কেট ভোগ. আমি ফরেক্স মার্কেট ব্যবসায় খুশি. কারণ খুব বড় সুযোগ

smbiplob
2020-04-24, 12:01 AM
একজন নতুন ট্রেডার মার্কেটে কি করতে হবে সেই সম্পর্কে খুবই অজ্ঞ তাই ডেমো একাউন্ট অনুশীলন করলে সে বুঝতে পারবে রিয়েল একাউন্ট এ ট্রেডিং করার সময় তার কি করতে হবে তার জন্য মিনিমাম একটা নতুন ট্রেডারের ৬/৭ মাস ভাল করে ডেমো একাউন্ট অনুশীলন করে তার পর রিয়েল একাউন্ট এ ট্রেড করা উচিত যখন মনে করবেন যে আপনার ফরেক্স সম্পর্কে ধারনা হয়েছে আপনি এখন ফরেক্স ট্রেড করতে প্রস্তত তখন আপনি রিয়েল ট্রেড শুরু করতে পারেন তার আগে আপনার ডেমো ট্রেড চালিয়ে যাওয়া উচিত ।

Hridoy6763
2020-04-24, 10:46 AM
ডেমো একাউন্ট এ আপনি কত দিন অনুশীলন করবেন সেটি আপনার ব্যাপার,কিন্তু আমার মতে ফরেক্স বিজিনেস এ ভালো ভাবে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে এক টানা ডেমো তে অনুশীলন করতে হবে,আমি নিজেই লং টাইম ডেমো তে অনুশীলন করেছি,এমন কি এখনো ডেমো তে অনুশীলন করছি,তাই যত ডেমো তে অনুশীলন করবেন ততো বেশি ভালো ফরেক্স শিখবেন।

HASIBURRAHMAN
2020-04-24, 11:53 AM
ডেমো ট্রেড করতে হয় শেখার জন্য। তবে ডেমো ট্রেড এর মাধ্যমে পুরোপুরি শেখা সম্ভব নয়। ততদিন পর্যন্ত ডেমো ট্রেড করতে হবে যতদিন না নিজের উপর আত্মবিশ্বাস অর্জিত হয়।

SR12
2020-04-24, 12:32 PM
ডেমো ট্রেডিংয়ের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আপনি যতবেশি ডেমো প্রাকটিস করবেন আপনার পক্ষে ততোবেশি ভালো করা সম্ভব হবে। আমি যখন নতুন ফরেক্স শুরু করেছিলাম তখন প্রায় দুইমাস ডেমো ট্রেডিং করেছিলাম যদিও এটা খুবই অল্পসময় এবং আমি একটু বেশিই তারাহুরে করেছিলাম তাই প্রথম দিকে অনেক লসও করেছিলাম।

Fxxx
2020-04-26, 11:11 AM
ফরেক্স এ নতুন ট্রেডারদের 95% তাদের একাউন্ট ব্যালেন্স হারিয়ে তার মূল কারণ হচ্ছে ফরেক্স কে বুঝতে না পারা এবং ফরেক্স না শিখেই রিয়াল ট্রেড। করা। অনেকে ফরেক্স কে টাকার মেশিন মনে করি । কয়েকটি ট্রেড এ লাভ হলেই মনে করে ফরেক্স শিখেগেছি। ট্রেড করলেই তো লাভ। খালি লাভ আর লাভ , লস এর কথা ভুলেই যাই। চার/পাচ টা ট্রেড এ প্রফিট করে যা লাভ হয় , একটি লসে ক্লোজ হওয়া ট্রেডে ঐ লাভ সহ পুরো ব্যালেন্সটাই শেষ হয়ে যায়।

Jid13
2020-04-26, 12:09 PM
ডেমো ট্রেডিং এর জন্য নির্দিস্ট করে কোন সময় সীমা বেধে দেয়া যায় না। কেউ ৬ মাস ডেমো ট্রেড করে রিয়েল ট্রেড করে আবার কেউ ৩ মাস ডেমো ট্রেড করে রিয়েল ট্রেড শুরু করে। এটা সম্পূর্ন নির্ভর করে একজন ট্রেডারের নিজের উপর। আপনি যখন মনে করবেন যে আপনার ফরেক্স সম্পর্কে ধারনা হয়েছে। আপনি এখন ফরেক্স ট্রেড করতে প্রস্তত তখন আপনি রিয়েল ট্রেড শুরু করতে পারেন। তার আগে আপনার ডেমো ট্রেড চালিয়ে যাওয়া উচিত।

Lubna1212
2020-05-28, 01:02 PM
ফরেক্স এক্সচেঞ্জ শিখতে ডেমোস রিহার্সিংয়ের পক্ষে একটি কার্যকর বিকল্প নেই। ফরেক্সের প্রশংসনীয়ভাবে এক্সচেঞ্জ শিখতে আমাদের কমপক্ষে দেড় বছরের জন্য ডেমো রিহার্সেল করা উচিত। ডেমো অনুশীলন ছাড়াই ফরেক্স করা আশা করা অবাস্তব। ফরেক্স একটি অত্যন্ত অনিরাপদ ব্যবসা। বৈদেশিক মুদ্রার বিনিময়ে আমাদের কোনও দুর্ভাগ্য নেই তবুও, সেই সময়ে আমাদের অবশ্যই ফরেক্স শিখতে ডেমো এক্সচেঞ্জিংয়ে মশকরা করা উচিত নয় ...

zakia
2020-06-01, 10:27 PM
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা এবং স্বাধীন ব্যবসা । এই ফরেক্স মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করা যায় কিন্তু সেটা নির্ভর করে একান্তই একজন ট্রেডারএর দক্ষতার উপর । আর এই দক্ষতাকে অর্জন করতে ডেমো ট্রেডিং এর গুরুত্ব অপরিসীম । একজন ট্রেডার যতদিন না মনে করেন যে সে রিয়েল ট্রেড করার মতো দক্ষতা বা যোগ্যতা অর্জন করতে পারেননি ততোদিন পর্যন্ত তাকে অবশ্যই ডেমো ট্রেডিং প্রাকটিস করে যেতে হবে । ডেমো ট্রেডিং এর জন্য নির্দিস্ট করে কোন সময় সীমা বেধে দেয়া যায় না। কেউ ৬ মাস ডেমো ট্রেড করে রিয়েল ট্রেড করে আবার কেউ ৩ মাস ডেমো ট্রেড করে রিয়েল ট্রেড শুরু করে। এটা সম্পূর্ন নির্ভর করে একজন ট্রেডারের নিজের উপর।

IFXmehedi
2020-06-02, 10:21 PM
আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে। কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।

ডেমো ট্রেডিং ফরেক্স ট্রেডিং শেখার জন্য একমাত্র পন্থা। আমরা অনেকেই ডেমো ট্রেডিং কে তেমন গুরুত্ব দেই না যার কারণে আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারি না। আমরা ভুলে যাই আমরা যত ভালোভাবে ডেমো ট্রেডিং করতে পারব ঠিক সেই ভাবেই রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করেও প্রফিট করতে পারব।আসলে আমার অভিজ্ঞতা অনুসারে আমি মনে করি আমরা যদি মনোযোগ দিয়ে তিন থেকে চার মাস ডেমো ট্রেডিং করি তাহলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে মোটামুটি ভালো একটা জ্ঞান অর্জন করা সম্ভব এবং সেটা থেকে ভাল প্রফিট করাও সম্ভব।

Mas26
2020-06-02, 11:01 PM
আমি মনে করি আপনি আর যদি ব্লগ পড়ে ট্রেড করেন তাহলে ৬ মাস থেকে ১ বছন ডেমো করা উচিত। ডেমো ট্রেড করলে কি লাভ? ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন|ফরেক্স সাথে থাকুন|

Soh1952
2020-06-02, 11:34 PM
ফরেক্স শেখার ধরনের সাথে সাথে আসলে ডেমো করতে হয়। যেমন আপনি যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্টানের মাধ্যমে ফরেক্স শিখে থাকেন তাহলে আপনাকে তারা সর্বোচ্চ ৩ মাস ট্রেনিং দিবে আর ২ মাসের মত ডেমো করাবে। সেটার পরিমাণ ছয় মাস এক বছর দুই বছর বা তার থেকে কম বেশি যেটাই হোক না কেন। মোটকথা যতদিন পর্যন্ত ম্যাক্সিমাম ট্রেড করা সম্ভব না হবে ততদিন পর্যন্ত ধৈর্য সরকারের সময় দিয়ে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করা উচিত।

KF84
2020-06-03, 11:45 AM
ডেমো তে প্র্যাকটিস করার আসলে কোন শেষ নেই । যারা ফরেক্স এ প্রথম আসে তাদের কাছে বিষয়টি সম্পর্কে সচ্ছ ধারনা রাখার জন্য ২ থেকে ৩ মাস প্র্যাকটিস করা উচিত । আসলে ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায় । তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডার ডেমোতে অনুশীলন করে যেতেই হবে শুধুমাত্র তা যদি স্ট্রেটেজি টেস্ট এর জন্য হয় তাও ভাল । কারন ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর মার্কেট এনালাইসিস সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা যায় ।

Pavel66
2020-06-03, 11:46 AM
ফরেক্স ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত।সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ডেমোতে পারদর্শী হওয়ার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।

konok
2020-07-31, 07:11 PM
ডেমো ট্রেড করতে এর জন্য নিদ্দিষ্ট কোন সময়সীমা কোথাও নির্ধরণ করে দেওয়া নেই। একজন ট্রেডার ডেমো করে ফরেক্স রিয়েল ট্রেডিং করার ক্ষেত্রে তার যোগ্যতা তৈরী করার জন্য । যতদিন আমরা ডেমো ভালোভাবে বুঝতে না পারব ততদিন পর্যন্ত ডেমো ট্রেড করবো। এতে সময় যদি দুই মাসেও লাগে তাহলে দুই মাস করব তিন মাস লাগলে তিন মাস না হলে চার মাস লাগবে 4 মাস যতদিনই লাগবে।

milu
2020-07-31, 08:00 PM
ফরেক্স এ কতদিন ডেমো করতে হবে এটার কোন হিসাব নেই । আমি মনে করি যত দিগন পর্সন্ত না ভাল ফলাফল পাওয়া যাচ্ছে তত দনি পর্যন্ত ডেমো করা উচিত । ডেমো তে ভাল না করলে রিয়েলে আসা একদম উচিত না । তারপর ও যদি কেউ বার বার স্টাটেজি পরিবর্তন না করে একটা স্টাটেজি তে ফরেক্স এর সব নিয়ম মেনে ট্রেড করে।ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে।

Rokibul7
2020-07-31, 08:19 PM
ফরেক্স ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়।।আমাদের ডেমো ট্র্রেডিং কমপক্ষে দুই বছর করা দরকার । যে ট্রেডারগণ কমপক্ষে দুই বছর করবে সে কিছু হয়তো ট্রেড সর্ম্পকে বুঝতে পারবে

muslima
2020-07-31, 08:23 PM
ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে। ছয় মাস প্র্যাকটিস করার পরেও সে যদি নিজেকে দক্ষ করে তুলতে না পারে তাহলে ততদিন পর্যন্ত ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে যাওয়া উচিত যতদিন পর্যন্ত সে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে তার জন্য যতদিন সময় লাগুক না কেন।

jimislam
2020-07-31, 08:37 PM
কেননা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করার মাধ্যমে একজন ট্রেডার যেমন ট্রেডিং কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে তেমনি ডেমো একাউন্টে ট্রেডিং চলাকালীন অবস্থায় যদি কখনো লস করে থাকে তাহলে লস করার কারণগুলো খুঁজে বের করে নিজেকে সেই বিষয়ে অভিজ্ঞ করে তুলতে পারবে। রিয়েল একাউন্ট এ ট্রেড করা উচিত যখন মনে করবেন যে আপনার ফরেক্স সম্পর্কে ধারনা হয়েছে আপনি এখন ফরেক্স ট্রেড করতে প্রস্তত তখন আপনি রিয়েল ট্রেড শুরু করতে পারেন তার আগে আপনার ডেমো ট্রেড চালিয়ে যাওয়া উচিত ।

FREEDOM
2020-08-27, 12:53 AM
ফরেক্স এ কতদিন ডেমো করতে হবে এটার কোন হিসাব নেই । আমি মনে করি যত দিন পর্যন্ত না ভাল ফলাফল পাওয়া যাচ্ছে তত দিনি পর্যন্ত ডেমো করা উচিত । ডেমো তে ভাল না করলে রিয়েলে আসা একদম উচিত না । তারপর ও যদি কেউ বার বার স্টাটেজি পরিবর্তন না করে একটা স্টাটেজি তে ফরেক্স এর সব নিয়ম মেনে ট্রেড করে তাহলে ৩ থেকে ৪ মাস ভাল অভবে ডেমো করলে হয় ।

samun
2020-08-27, 08:33 AM
আমি মনে করি, প্রতিটি কাজের পূর্বে সে কাজ সম্পর্কে দক্ষতা অর্জন করা খুবই জরুরি। ফরেক্স ডেমো ট্রেড হলো আমাদের দক্ষতা অর্জনের অন্যতম হাতিয়ার। ফরেক্স শেখার ধরনের সাথে সাথে আসলে ডেমো করতে হয়। যেমন আপনি যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্টানের মাধ্যমে ফরেক্স শিখে থাকেন তাহলে আপনাকে তারা সর্বোচ্চ ৩ মাস ট্রেনিং দিবে আর ২ মাসের মত ডেমো করাবে। আবার যদি আপনি নিজে নিজে বিভিন্ন সাইড বা ব্লগ বা ফোরাম থেকে শিখেন তাহলে আপনার মিনিমাম ৫/৬ মাস ডেমো করা উচিৎ।

Starship
2020-08-27, 10:09 AM
কতদিন ডেমো একাউন্টে ট্রেড করতে হবে তা নিদিষ্ট করে বলা যায় না। অনেকের ক্ষেত্রে ছয় মাস লাগে আবার অনেক ক্ষেত্রে এমন অনেকে আছে যারা তিন মাস ডেমো একাউন্টে অনুশীলন করলে এক্সপার্ট হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মেধা ও সৃজনশীল বুদ্ধির উপর।
আমাদের সকলের মেধা একরকম নয়, একেক জনের একেক রকম। তাই ডেমো একাউন্টে কতদিন অনুশীলন করতে হবে তা নিদিষ্ট নয়। তবে ডেমো একাউন্টে প্রেকটিস করে এক্সপার্ট না হওয়া পর্যন্ত রিয়েল একাউন্টে ট্রেড করা উচিত নয়।

gpsohag
2020-08-27, 04:20 PM
আমি কম করে কত ডলার থেকে রিয়েল ট্রেড করতে পারবো। আমি জানি না তবে আমার মনে হয় যে অনেক দিন লাগবে কবে আমি রিয়েল ট্রেড এ যাবো। আবার ভয় ও করে। ভাল ভাবে না বুঝে গেলে হারিয়ে যাওয়ার সম্ভবনা বেশি থাকে।

Fahmida1
2020-08-27, 04:45 PM
ফরেক্সে প্রথমেই ডেমো প্র্যাকটিস করতে হয়। প্রথমেই ডেমোতে ট্রেড করে সফল হলে পরে রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করতে হবে। ডেমো একাউন্ট সম্পর্কে জানা থাকলে লাভ করা সহজ হয় এতে লসের পরিমাণ কম থাকে। তবে যে যত বেশি ডেমো প্রেকটিস করবে সে ততো বেশি উন্নতি সাধন করবে। তবে 6 মাস থেকে এক বছর প্রাকটিস করলেই অভিজ্ঞতা বৃদ্ধি পাবে তাহলেই লাববান হওয়া যাবে।

sss21
2020-10-27, 04:56 PM
অনেকেই বলে থাকে ৬ মাস ডেমো ট্রেড করা উচিৎ । আমি মনেকরি যারা ফরেক্স করতে আসে তারা ফরেক্স সমন্ধে শিখে আসে আর এটা প্রাকটিস করার জন্য ডেমো ট্রেড করতে হয় । এই প্রাকটিস করতে ১- ২ সপ্তাহ লাগতে পারে।তার পরোই আপনি রিয়াল একাউন্ট করতে পারেন। যে টা আমি করেছি।

Sun
2020-11-13, 05:08 PM
ফরেক্স ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত। কারন ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর অনেক জ্ঞান অর্জন করা যায়।

Smd
2021-01-27, 02:46 PM
ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত। সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ডেমোতে পারদর্শী হওয়ার চেষ্টা করব।

EmonFX
2021-01-27, 03:22 PM
নতুন অবস্থায় একজন ট্রেডারকে অবশ্যই কমপক্ষে ছয় মাস ডেমো ট্রেডিং করার পরে রিয়েল ট্রেডিং শুরু করা উচিত। রিয়েল ট্রেড করার আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আমি মনে করি একজন ট্রেডারকে রিয়েল ট্রেডে যাওয়ার পূর্বে ডেমো ট্রেডিং এ তার দক্ষতা বাড়িয়ে নেওয়া উচিত। কমপক্ষে 6 মাস ডেমো প্রাকটিস করা উচিত। যথা সম্ভব কম ব্যালেন্স নেই ডেমো প্র্যাকটিস করুন। সে ক্ষেত্রে 100 ডলার হওয়াই ভালো।ডেমো একাউন্ট কে আপনার রিয়েল অ্যাকাউন্ট মনে করে ট্রেডিং করুন। তাতে করে আপনার ট্রেডিং করার সিরিয়াসনেস বৃদ্ধি পাবে। এভাবে করে যখন আপনার মূলধন দুইগুণ বা তিনগুণ বানাতে পারবেন তখন রিয়েল ট্রেড শুরু করতে পারেন। এবং রিয়েল ট্রেড এ যাওয়ার পরেও ডেমো প্রাকটিস কন্টিনিউ করে যাওয়া উচিত।

Rony1122
2021-01-27, 03:27 PM
ফরেক্স ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়।

EK092
2021-01-27, 03:48 PM
অনেক লোক বলে যে আপনার 6 মাসের জন্য ডেমো ট্রেড করা উচিত। আমি মনে করি যারা ফরেক্সে আসে তারা ফরেক্স সম্পর্কে জানে এবং এটি অনুশীলনের জন্য ডেমো বাণিজ্য করতে হয়। প্রক্রিয়া হতে এটি 1-2 সপ্তাহ সময় নিতে পারে। তারপরে আপনি একটি বাস্তব অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এটাই আমি করেছি।

AbdulRazzak
2021-01-27, 07:59 PM
ডুড, ডেমো ট্রেডিংয়ে আপনাকে কতক্ষণ সময় নেবে সে সম্পর্কে আপনার সমস্ত চিন্তাভাবনা যে কোনও সময় বাধা হয়ে দাঁড়াবে না যতক্ষণ না আপনি ট্রেডিং চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না আপনি ট্রেডিংয়ে খুব ভাল না হন এমনকি ভাল ট্রেডিং জ্ঞান না পাওয়া পর্যন্ত। । সেলুনে অনুশীলন করার পরে, আমি এটি আসল বাণিজ্যে প্রয়োগ করি, আপনাকে ধন্যবাদ।

Md.shohag
2021-01-28, 02:39 AM
ফরেক্স ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত। কারন ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর অনেক জ্ঞান অর্জন করা যায়।

farooq2021
2021-01-28, 01:19 PM
ডেমো ট্রেডিং ফরেক্স ট্রেডিং শেখার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি যত বেশি ডেমো ট্রেডিং করেন, তত বেশি ফরেক্স ট্রেডিং শিখবেন। সুতরাং আমি মনে করি আপনি ফরেক্স ট্রেডিং শিখতে চাইলে আপনি ন্যূনতম 6 থেকে 7 মাসের জন্য ডেমো বাণিজ্য করতে পারেন। কারণ ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করা সম্ভব।

786.ariful.islam.bd
2021-01-28, 11:24 PM
হোক না লস বা কম প্রফিট, হোক সেটা সেন্ট একাউন্ট বা ছোট একাউন্ট, হোক না হয় সেটা ডেমো একাউন্ট আসুন না আজ থেকে নিজেদের ট্রেড হিস্টোরীগুলো শেয়ার করি একটু স্মার্টভাবে। এখন থেকে অভ্যাস করতে পারলে ভবিষ্যতে এই ছোট পোর্টফলিও দিয়েই হয়তো নিজেকে পরিচিত করাতে পারবেন আন্তর্জাতিক ইন্সটাফরেক্সের কাছে।

FRK75
2021-02-04, 03:00 PM
ফরেক্স শেখার ধরনের সাথে সাথে আসলে ডেমো করতে হয়। যেমন আপনি যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্টানের মাধ্যমে ফরেক্স শিখে থাকেন তাহলে আপনাকে তারা সর্বোচ্চ ৩ মাস ট্রেনিং দিবে আর ২ মাসের মত ডেমো করাবে। আবার যদি আপনি নিজে নিজে বিভিন্ন সাইড বা ব্লগ বা ফোরাম থেকে শিখেন তাহলে আপনার মিনিমাম ৫/৬ মাস ডেমো করা উচিৎ

jedi1212
2021-02-04, 03:37 PM
ডেমো ট্রেডিং ফরেক্স ট্রেডিং শেখার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি যত বেশি ডেমো ট্রেডিং করেন, তত বেশি ফরেক্স ট্রেডিং আপনি বুঝতে পারবেন। সুতরাং আমি মনে করি আপনি ফরেক্স ট্রেডিং শিখতে চাইলে আপনি ন্যূনতম 6 থেকে 7 মাসের জন্য ডেমো বাণিজ্য করতে পারেন। যেহেতু ডেমো ট্রেডিং দ্বারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রচুর তথ্য অর্জন সম্ভব।

Sakib42
2021-02-04, 10:50 PM
সাধারনত আমার কাছে মনে হয় যে একজন মানুষের ক্ষেত্রে 6 মাস ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস করলেই যথেষ্ট। তারপরও সবার বোঝার জ্ঞান একরকম নয় যার ফলে ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকটি মানুষের একেক রকম সময় লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে অল্প সময়ে যেমন দুই থেকে তিন মাসের মধ্যেই সবকিছু আয়ত্তে আনা সম্ভব হয়ে যায় তারপরেও সে ভালোমতো আয়ত্তে আনতে পারে না। তবে আমার কাছে পারফেক্ট সময় মনে হয় চার থেকে ছয় মাস ডেমো অ্যাকাউন্ট টা প্র্যাকটিস করলেই ভালো ফলাফল পাওয়া যাবে মূল স্থানে। আমাদের উচিত নিয়মিত ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিসের পর মূল স্থানে আশা।

IFXmehedi
2021-02-16, 01:01 AM
আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে। কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।

ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে সবার আগে যেটা করতে হয় সেটা হল ডেমো অ্যাকাউন্ট খোলা এবং সেখানে প্র্যাকটিস করা কারণ ফোরামের ভালোভাবে কাজ করার জন্য ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস এর কোন বিকল্প নেই । আর ডেমো অ্যাকাউন্ট এ ঠিক কতদিন কাজ করতে হবে তার জন্য কোনো বাঁধাধরা নিয়ম নেই । তবে আমি মনে করি যতদিন পর্যন্ত একজন ট্রেডার নিজেকে রিয়েল ট্রেড করার উপযুক্ত মনে না করে ঠিক ততদিন পর্যন্ত তার ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস করা উচিত এবং নিজেকে দক্ষ করে গড়ে তোলা উচিত ।

Smd
2021-05-02, 08:57 PM
ফরেক্স এ যারা নতুন তাদের কমপক্ষে ১ বছর ফরেক্স এর ডেমো প্র্র্রার্কটিস করা উচিত। তা না হলে ফরেক্স এ এবজন ভাল ট্টেডার হওয়া যায় না বা ফরেক্স এর সফলতা পাওয়া যায় না। কারন এটা নির্ভর করে আপনার উপর আপনি কিভবে কতটুকু ফরেক্স কে নিজের করে নিতে পারেন। আপনি যদি ফরেক্স ভালোভাবে নিতে পারেন তাহলে ৫ থেকে ৬ মাস আপনার জন্য যথেষ্ট।

Mas26
2021-05-02, 09:56 PM
আমি মনে করি একজন ফরেক্স ট্রেডারের সর্বনিম্ন 6 মাসে ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করে শিক্ষা নেওয়া উচিত। তারপর ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড করা উচিত ।যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন না। অভিজ্ঞতা অর্জন করুন তারপরে ফরেক্স মার্কেটে ট্রেড করুন ধন্যবাদ।

Devdas
2021-07-10, 04:35 PM
ফরেক্স শিখার শেষ নেই । ফরেক্স এ প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন করে অনেক কিছুই শিখায়। ফরেক্স থেকে ভাল দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হলে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক প্রাকটিস করতে হয় এবং ফরেক্স বিষয়ে অনেক অনুশীলন করতে হয়। ফরেক্স শিখার সব থেকে দারুন সুযোগ হল ফরেক্স ডেমো্ একাউন্ট। ফরেক্স ডেমো একাউন্ট এ আপনি ফরেক্স এর সকল বিষয়ে ডেমোতে প্রাকটিস করলে আপনি ফ্রিতে ফরেক্স শিখতে পারবেন। আপনি ফরেক্স এর ডেমো কমপক্ষে ১ বছর ধরে অনেক প্রাকটিস করুন দেখবেন আপনি অনেকটা পাকা হয়ে যাবেন।

Starship
2021-07-11, 04:08 PM
ডেমো একাউন্টে আপনি যতই ট্রেড করবেন ততই আপনার ট্রেডিং দক্ষতা বৃদ্ধি হবে। অর্থাৎ আপনি যত শিখতে চান এখান থেকে শিখতে পারবেন। তাই আপনার চাহিদা অনুযায়ী ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করা উচিত। দীর্ঘ এক বছর যেমন ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করছি কিন্তু তারপরও প্রতিনিয়ত আমি অনুশীলন করি কেননা ট্রেড করার অভিজ্ঞতা অর্জন বা শেখার কোন শেষ নেই। তাই আমি বলবো সকলে যত বেশি পারেন ডেমো একাউন্টে ট্রেড করে নিজের দক্ষতা বৃদ্ধি করে তারপর রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করেন। ডেমো একাউন্টের মাধ্যমে আমরা ট্রেডিং শেখার একটি সুযোগ পেয়ে থাকি।

Devdas
2021-08-03, 10:16 AM
ফরেক্স এ জয়েন করার আগে আপনাকে প্রথমে ডেমো প্রাকটিস করতে হবে। ফরেক্স এ ডেমো প্রাকটিস করার জন্য আপনাকে কমপক্ষে ১ বছর ডেমো প্রাকটিস করা উচিত। তারপর ফরেক্স এ কিছুটা জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন হলে আপনি রিয়েল একাউন্ট খোলে ফরেক্স করতে পারেন এছাড়া আপনি ফরেক্স এ ডেমোতে প্রাকটিস করে নতুন নতুন কলা-কৌশল শিখতে পারেন এবং রিয়েল একাউন্ট এ তা ট্রেডিং করে আপনি আয় করতে পারেন।

FRK75
2021-10-17, 12:31 PM
ডেমো চর্চা করবেন যতদিন আপনার মনের ভিতর থেকে তাগিদ আসে আপনি সফলভাবে রিয়েল ট্রেড করতে পারবেন।ডেমো একাউন্ট করা একজন আদর্শ ট্রেডার হওয়ার জন্য প্রথম শর্ত। নিজস্ব ট্রেডের কৌশল যাচাই বাছ্ইা করতে । কোন ইন্ডিকেটরের ব্যবহার পরিক্ষা করতে ডেমো একাউন্টের প্রয়োজন পরে। ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে।

IFXmehedi
2021-10-17, 09:44 PM
ফরেক্স শেখার ধরনের সাথে সাথে আসলে ডেমো করতে হয়। যেমন আপনি যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্টানের মাধ্যমে ফরেক্স শিখে থাকেন তাহলে আপনাকে তারা সর্বোচ্চ ৩ মাস ট্রেনিং দিবে আর ২ মাসের মত ডেমো করাবে। আবার যদি আপনি নিজে নিজে বিভিন্ন সাইড বা ব্লগ বা ফোরাম থেকে শিখেন তাহলে আপনার মিনিমাম ৫/৬ মাস ডেমো করা উচিৎ। আমার মতে ডেমো অ্যাকাউন্ট ট্রেডিং প্র্যাকটিসের কোন নির্দিষ্ট লিমিটেশন থাকা উচিত না।কারণ আমি মনে করি ততদিন পর্যন্ত ডেমো একাউন্ট এর ট্রেডিং প্র্যাকটিস করা উচিত যতদিন পর্যন্ত নিজেকে একজন দক্ষ অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। সেটার পরিমাণ ছয় মাস এক বছর দুই বছর বা তার থেকে কম বেশি যেটাই হোক না কেন। মোটকথা যতদিন পর্যন্ত ম্যাক্সিমাম ট্রেড করা সম্ভব না হবে ততদিন পর্যন্ত ধৈর্য সরকারের সময় দিয়ে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করা উচিত।

FRK75
2021-11-18, 11:24 AM
আপনি ট্রেডিং এর বস না হচ্ছেন ততদিন আপনি ফরেক্সে ডেমো ট্রেডিং চালিয়া যান। যত বেশি ডেমো ট্রেডিং করবেন তত বেশি শিখতে পারবেন। রিয়েল ট্রেড করার সময় যদি লস করেন তবে হতাস হবেন। এই জননেই বেশি বেশি ডেমো ট্রেড করুন।

FRK75
2022-07-19, 06:42 PM
ট্রেডিং মূলত একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো । আমরা যতো বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করবো,,, ততো বেশি বেশি করে রিয়েল ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করতে পারবো । তাছাড়া কতোদিন ডেমো ট্রেডিং প্রাকটিস করলে ভালো অভিজ্ঞতা অর্জন করা যায় এই কথা সঠিকভাবে বলা অসম্ভব । তাই আমাদের উচিত কতো দিন ডেমো ট্রেডিং প্রাকটিস করলে ভালো অভিজ্ঞতা অর্জন করা সম্ভব এই বিষয়টা না চিন্তা করে কিভাবে ভালো অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার হওয়া যায় তার দিকে লক্ষ্য রাখা,,,ডেমো অ্যাকাউন্ট ট্রেডিং প্র্যাকটিসের কোন নির্দিষ্ট লিমিটেশন থাকা উচিত না।কারণ আমি মনে করি ততদিন পর্যন্ত ডেমো একাউন্ট এর ট্রেডিং প্র্যাকটিস করা উচিত যতদিন পর্যন্ত নিজেকে একজন দক্ষ অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। সেটার পরিমাণ ছয় মাস এক বছর দুই বছর বা তার থেকে কম বেশি যেটাই হোক না কেন। মোটকথা যতদিন পর্যন্ত ম্যাক্সিমাম ট্রেড করা সম্ভব না হবে ততদিন পর্যন্ত ধৈর্য সরকারের সময় দিয়ে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করা উচিত।

sparvez
2022-07-23, 06:45 PM
ডেমো ট্রেডিং কতদিন করতে হবে তার কোন ধরা বাঁধা নিয়ম নেই তবে অন্ততপক্ষে তিন মাস আপনার ডেমো আ্যকাউন্টেই অনুশীলন করা উচিত। একজন দক্ষ ট্রেডার হতে ডেমো আ্যকাউন্টে পর্যাব্ত সময় ট্রেড করেই রিয়েল ট্রেডে শুরু করলে সফল ট্রেডার হওয়া যাবে।

FRK75
2023-04-24, 03:24 PM
ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত। কারন ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর অনেক জ্ঞান অর্জন করা যায়।ডেমো ট্রেডিং কতদিন করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের মেধার ওপর নির্ভর করে।কেউ ২মাসে ভালো ট্রেডিং শিখতে পারে।কারোও আবার ১বছরও সময় লাগে।তবে ৬মাস ডেমো ট্রেডিং করা যথেষ্ট বলে আমি মনে করি।এতে আপনি যথেষ্ট পরিমাণ শিখতে পারবেন। আর এই শেখা দিয়েই রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করতে পারবেন এতে কোনো সমস্যা হবেনা।আর কোনো সমস্যা ফেস করলে ডেমো ট্রেডিং করবেন সমস্যা নাই। তবে অন্তত পক্ষে ৬মাস ডেমো ট্রেডিং করা ভালো।

Mas26
2023-11-14, 11:37 AM
ট্রেডিং শিখতে হলে ডেমো ট্রেডিং করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ট্রেডিং যত বেশি করা যায় ফরেক্স ট্রেডিং তত বেশি শিখা যায়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে একজন ট্রেডআর এর কমপক্ষে ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেড করা উচিত। কারন ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং এর অনেক জ্ঞান অর্জন করা যায়।