PDA

View Full Version : সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে কিছু তথ্



HasanXM
2016-08-26, 03:26 PM
যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে। আবার যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে, মার্কেট সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল যত বেশি টেস্ট করে, ঐ সাপোর্ট বা রেসিসটেন্স তত বেশি শক্তিশালী হয়।

milonkhanfx1993
2016-09-25, 10:55 PM
কিন্তু সাপোর্ট এর তথ্য মতে প্রথম দুই তিন বা সরবোচ্চ পাচ ছয় বার পর্যন্ত এটি শক্তিশালি থাকে,আর আপনি নিজেউ জানেন অনেক সময় রেসিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল পাচ ছয় বার টেস্ট করার পর অনেক সময় ব্রেক করে ফেলে তাহলে আপনি কি বলবেন?

Mamun13
2017-09-12, 06:00 PM
সাপোর্ট হচ্ছে ক্রেতাদের ক্রয় করার এরিয়া বা জোন যেখান থেকে প্রাইস উপরে উঠার খুবই সম্ভাবনা থাকে আর রেসিসট্যান্স হচ্ছে বিক্রেতাদের বিক্রয় করার এরিয়া বা জোন যেখান থেকে প্রাইস নীচে নামার খুবই সম্ভাবনা থাকে৷সাধারণত যেই এরিয়া বা লেভেলে প্রাইস কমপক্ষে ২ বার টাচ করে নিচের দিকে ধাবিত হয়েছে সেই লেভেলকেই আমরা রেসিসট্যান্স লেভেল হিসেবে চিহ্নিত করতে পারি এবং যেই এরিয়া বা লেভেলে প্রাইস কমপক্ষে ২ বার টাচ করে উপরের দিকে ধাবিত হয়েছে সেই লেভেলকেই আমরা সাপোর্ট লেভেল হিসেবে চিহ্নিত করতে পারি৷এই সাপোর্ট লেভেলে কখোনোও Sell করবেন না আর রেসিসট্যান্স লেভেলে কখোনোও Buy করবেন না,সাবধান৷