PDA

View Full Version : কিভাবে বুঝবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স ল



HasanXM
2016-08-26, 03:27 PM
এই প্রশ্নের কোন সঠিক উত্তর নেই। তবে কেউ কেউ বলে প্রাইস যদি আগের লেভেলে ক্লোজ হয় তবেই সাপোর্ট এবং রেসিসটেন্স ব্রেক হয়েছে বোঝা যায়। কিন্তু এটা যে সবসময় হয় তা নয়।

vodrolok
2016-09-12, 12:23 PM
সাপোর্ট ও রেসিস্টেন্স বুঝার জন্য একটা হরিজন্টাল লাইন আঁকতে হবে। এবং লাইনটা এমন হতে হবে যা টাচ করে অথবা তার কাছাকাছি এসে প্রাইস রিভার্স করার প্রমান ইতি পূর্বে একাধিক বার রয়েছে। মনে রাখতে হবে যে, সাপোর্ট রেসিস্টেন্স হচ্ছে একটা প্রাইস লেভেল, সুনির্দিষ্ট কোনো প্রাইস না।

milonkhanfx1993
2016-09-23, 10:47 PM
শুধু হরিজন্টাল সাপোরট আর রেসিস্ট্যান্স লেভেল নয়, অনেক সময় চ্যানেল আকিয়েউ তা সাপোরট বা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে তাই আমাদের ট্রেন্ডিং মার্কেট এর দিকেউ ফলো রাখতে হবে যে আসলে মার্কেট এ কি ঘটছে।

Mamun13
2017-09-08, 10:39 PM
আমাদের ট্রেডিং চার্টে দেখবেন অনেকগুলো প্রাইস লেভেল/এরিয়া আছে যেখানে পূর্বে কয়েকবার প্রাইস বাউন্স/টাচ করেছে বা ব্রেক আউট করে আবার তাকে পুল ব্যাক/রিটাচ করেছে সেই লেভেল গুলোই হলো সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল বা এরিয়া৷এই লেভেল বা এরিয়াগুলোতে প্রাইস কমপক্ষে ২ বা বাউন্স করলে সেটি সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল বা এরিয়া বলে চিহ্নিত হয়ে যায়৷সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল ড্র করে এনালাইসিস করা খুবই গুরুত্বপূরণ৷

Rahat015
2017-09-09, 01:19 PM
আমাদের ট্রেডিং চার্টে দেখবেন অনেকগুলো প্রাইস লেভেল/এরিয়া আছে যেখানে পূর্বে কয়েকবার প্রাইস বাউন্স/টাচ করেছে বা ব্রেক আউট করে আবার তাকে পুল ব্যাক/রিটাচ করেছে সেই লেভেল গুলোই হলো সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল বা এরিয়া৷এই লেভেল বা এরিয়াগুলোতে প্রাইস কমপক্ষে ২ বা বাউন্স করলে সেটি সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল বা এরিয়া বলে চিহ্নিত হয়ে যায়৷সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল ড্র করে এনালাইসিস করা খুবই গুরুত্বপূরণ৷