PDA

View Full Version : ট্রেন্ড লাইন কি?



HasanXM
2016-08-26, 03:29 PM
টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না। ট্রেন্ড লাইন আঁকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়। লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়। যদি কোন ক্যানডেল ট্রেন্ড লাইন ক্রস করে ওপরে বা নিচে চলে যায়, তখন বুঝতে হবে ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে।

vodrolok
2016-09-12, 03:13 AM
ট্রেন্ডলাইন হচ্ছে মার্কেট যখন কোনো ট্রেন্ডে থাকে তখন তার একটা এভারেজ থাকে। যখন দীর্ঘ সময় সেই এভারেজ মেনে মার্কেট চলতে থাকে এবং উপরে উঠার সময় এর চেয়ে কম এবং নিচে নামার সময় এভারেজ এর থেকে না বাড়ে তখন যে, লাইনটা এই হাই লো পয়েন্টগুলোকে একত্রিত করে তাকে বলে ট্রেন্ডলাইন।

milonkhanfx1993
2016-09-24, 04:36 PM
আমি ট্রেন্ড লাইন আকাই কিন্তু আসলে আমি যে ঠিকঠাক ট্রেন্ড লাইন আকাচ্ছি সেটা বুঝব কিভাবে,আর জোর করে আকানো বিষয় টা একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম,আর কয়টা লোয়ার লো বা হায়ার হাই মেলালে সেটা ঠিক হয়?

Mamun13
2017-09-12, 05:17 PM
ট্রেন্ড লাইন একেঁ একেঁ আমরা আমাদের ট্রেডিং চার্টে ডাউন ট্রেন্ড বা আপট্রেন্ড অথবা রেন্জিং লেভেলগুলো চিহ্নিত করতে পারি৷ট্রেন্ড লাইন টেকনিক্যাল এনালাইসিসের জন্য সর্বদা ব্যাবহৃত হয়ে থাকে৷এজন্য আমাদেরকে অবশ্যই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার ভাবে চিনতে হয়৷নতুবা এই ট্রেন্ড লাইন সঠিকভাবে ব্যাবহার করা সম্ভব নয়৷

md mehedi hasan
2020-10-29, 10:03 AM
ট্রেন্ড লাইন বলতে মূলত মার্কেট আপ না ডাউন্ড তা নির্নয় করার জন্য যে লাইন আকা হয় তাকে বুঝায়।ফরেক্স মার্কেটে ট্রেন্ড লাইন একটি গুরুত্বপূর্ণ বিষয়।সফল ভাবে ট্রেড করতে হলে সঠিক ভাবে ট্রেন্ড লাইন আকতে হবে।নিচের চিত্রে আপনার দেখতে পাবেন একটি ডাউন্ড ট্রেন্ড নির্নয় করার জন্য কি ভাবে ট্রেড লাইন আকা হয়েছে।এখানে 1.1400 লেভেল 1.1240 লেভেল সমান করে ট্রেন্ড আকলে দেখা যায় পরবর্তী এই লাইনের সাথে 1.1070 লেভেল গিয়ে প্রাইস টার্চ করেছে।যখনি 1.1070 লেভেল প্রাইস যাবে তখনই আমার সেল এন্ট্রি নিতে পারবো।
12703

zubair
2021-01-31, 02:31 PM
ট্রেন্ড লাইন একেঁ একেঁ আমরা আমাদের ট্রেডিং চার্টে ডাউন ট্রেন্ড বা আপট্রেন্ড অথবা রেন্জিং লেভেলগুলো চিহ্নিত করতে পারি৷ট্রেন্ড লাইন টেকনিক্যাল এনালাইসিসের জন্য সর্বদা ব্যাবহৃত হয়ে থাকে৷এজন্য আমাদেরকে অবশ্যই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার ভাবে চিনতে হয়৷নতুবা এই ট্রেন্ড লাইন সঠিকভাবে ব্যাবহার করা সম্ভব নয়৷