PDA

View Full Version : চ্যানেল কি?



HasanXM
2016-08-26, 03:32 PM
আমরা এখানে চ্যানেল আই, বিটিভি কিংবা কার্টুন নেটওয়ার্ক চ্যানেল নিয়ে আলোচনা করব না। আমরা যদি ট্রেন্ড লাইন থিওরিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই এবং আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড লাইনের সাথে একই দিকে সমান্তরাল ভাবে আরেকটি লাইন আঁকি, তবে একটি চ্যানেল তৈরি হবে। চ্যানেল হল টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে আমাদের সাহায্য করে। ঊর্ধ্বমুখী চ্যানেল আঁকার জন্য আপট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক বটম পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। ট্রেন্ড লাইন আঁকার সময়ই এই লাইনটি আঁকতে হবে। নিম্নমুখী চ্যানেল আঁকার জন্য ডাউনট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক টপ পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। ট্রেন্ড লাইন আঁকার সময়ই এই লাইনটি আঁকতে হবে। যখন প্রাইস নিচের ট্রেন্ড লাইনকে হিট করবে, তখন আপনি বাই করতে পারেন। আর যদি প্রাইস ওপরের ট্রেন্ড লাইনকে হিট করে তবে আপনি সেল করতে পারেন।

Shuvo Ghosh
2016-09-02, 05:09 PM
আপনি একটু ফলো করলেই দেকতে পাবেন যে মার্কেটে ক্যান্ডেল গুলো অনবরত ওঠা নামা করে। এই ওঠা নামাকে ৩টি ভাগে বাগ করা হয়। যেমনঃ আপট্রেন্ড, ডাউনট্রেন্ড আর সাইডওয়ে ট্র্রেন্ড। আপনি যখস এই ট্রেন্ড গুলো বুঝে যাবেন তখন আপনি সহযেই চ্যানেল বুঝতে পারবেন। দুটি ট্রেন্ডের সমন্বয়ে তৈরি হয় একটি চ্যানেল। চ্যানেল তিন প্রকার = আপট্রেন্ড, ডাউনট্রেন্ড আর সাইডওয়ে ট্র্রেন্ড।

vodrolok
2016-09-12, 02:58 AM
চ্যানেল হচ্ছে ফরেক্স প্রাইস ট্রেন্ড ও ট্রেন্ড ব্রেক জানার অন্যতম উত্তম পদ্ধতি। আমরা জানি যে, প্রাইস উপরে যাওয়া নিচে নামা একটা এভারেজ মেনেই সাধারণত হয়ে থাকে। যদি আপট্রেন্ডের হায়ার হয় ও হায়ার লো এবং লো ট্রেন্ডের লোয়ার হয় লোয়ার লো এই এভারেজ মেনে চলে তাহলে এই হাই ও লো পয়েন্ট গুলো একসাথে এক রেখে আনলে তাকে বলে চ্যানেল।

Rahat015
2016-09-16, 04:46 PM
ফরেক্স মার্কেট এ ট্রেন্ড ধরার জন্য চ্যানেল অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। মূলত চ্যানেল তিন প্রকার। আপট্রেন্ড এর চ্যানেল, ডাউনট্রেন্ড এর চ্যানেল, সাইডওয়ে ট্রেন্ড এর চ্যানেল। চ্যানেল বুজার জন্য আগে ট্রেন্ড বুজতে হবে।

milonkhanfx1993
2016-09-20, 09:59 PM
আচ্ছা চ্যানেল আঁকানোর সময় কি সুধু দুই টা বিন্দু টাচ করলেই হবে নাকি আরো বেসি টাচ করা লাগবে। আবার অনেক সময় টাচ হয় না সেক্ষেত্রে কি করা যেতে পারে?

Mamun13
2017-09-12, 05:38 PM
চ্যানেল হচ্ছে টেকনিক্যাল এনালাইসিসের জন্য একটি বহুল ব্যাবহৃত ট্রেডিং টুলস৷এটি দিয়ে আমরা আমাদের ট্রেডিং চার্টে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স নিশ্চিত হতে পারি৷৩টি পদ্ধতিতে চ্যানেল একেঁ ট্রেড করা যায়৷যেমন-আপ চ্যানেল,ডাউন চ্যানেল এবং সাইড ওয়ে চ্যানেল৷