PDA

View Full Version : চ্যানেল সম্পর্কে কিছু জরুরি তথ্য



HasanXM
2016-08-26, 03:33 PM
চ্যানেল আঁকার সময়, দুটি ট্রেন্ড লাইনই সমান্তরাল হতে হবে।
চ্যানেলের নিচের অংশটি বাই জোন এবং ওপরের অংশটি সেল জোন হিসেবে বিবেচিত হয়।
ট্রেন্ড লাইন আঁকার মত চ্যানেল আঁকার সময়েও জোর করে চ্যানেল আঁকার চেষ্টা করবেন না। তাহলে তা ভুল ট্রেডের নির্দেশনা দিতে পারে।

vodrolok
2016-09-12, 03:10 AM
চ্যানেল আঁকতে গেলে প্রথমেই স্মরণ রাখতে হবে চ্যানেলের মধ্যে যেন অবশ্যই একটি শক্তিশালী সাপোর্ট বা রেসিস্টেন্স পয়েন্ট থাকে। বা কাছাকাছি কপক্ষে থাকে। অতঃপর হায়ার হাই ও লোয়ার হাই যেন যেন যথাসম্ভব কানেক্ট হয় । ভালো হয় কাছাকাছি সাপোর্ট রেসিস্টেন্স থাকলে।

milonkhanfx1993
2016-09-24, 05:12 PM
ভাই কয়টা পইন্ট সেই চ্যানেল কে স্পর্শ করা লাগবে আমি সেই বিষয়ে কিছুটা কনফিউজ থাকি আপ্নারা যদি এই বিষয় টা একটু বিশদভাবে বলে আমাদের ক্লিয়ার করে দিতেন তাহলে আমাদের খুব ভাল হয়ত।

Mamun13
2017-10-22, 11:33 AM
চ্যানেল তিন প্রকার,যথা-আপ চ্যানেল,ডাউন চ্যানেল ও সাইডওয়ে বা সমান্তরাল চ্যানেল৷চ্যানেলও একটি টুলস যা দিয়ে টেকনিক্যাল এনালাইসিস করা হয়৷সাধারণত ট্রেন্ড ও সাপোর্ট/রেসিসট্যান্স নির্ধারন করার জন্য এটি ব্যাবহার করা হয়৷যখন প্রাইস এই চ্যানেলের উপরের লেভেলকে টেস্ট করবে তখন আমরা sell করবো এবং যখন প্রাইস এই চ্যানেলের নিচের লেভেলকে টেস্ট করবে তখন আমরা buy করবো৷