PDA

View Full Version : পিভট পয়েন্ট কি?



HasanXM
2016-08-26, 03:34 PM
বাই-সেল সিগন্যাল নির্ধারণ করার জন্য পিভট পয়েন্ট ফরেক্সে অনেক জনপ্রিয় একটি মেথড। রিভার্সাল পয়েন্ট (যেখানে গিয়ে প্রাইস বিপরীত দিকে ফিরে আসে) চিহ্নিত করার জন্য ট্রেডাররা পিভট পয়েন্ট ব্যাপকভাবে ব্যবহার করে। পিভট পয়েন্টে চার্টটিকে কয়েকটি সেকশনে ভাগ করা হয়। মাঝের পয়েন্টটি হল পিভট পয়েন্ট (pp)। পিভট পয়েন্টের ওপরে প্রাইস থাকলে মার্কেট বুল্লিশ (মার্কেটের গতিবিধি ঊর্ধ্বমুখী) এবং পিভট পয়েন্টের নিচে প্রাইস থাকলে মার্কেট বিয়ারিশ (মার্কেটের গতিবিধি নিম্নমুখী)। r1, r2 এবং r3 হল রেসিসট্যান্স লেভেল এবং পিভট পয়েন্টের (pp) অপরে থাকে। s1, s2 এবং s3 হল সাপোর্ট লেভেল এবং পিভট পয়েন্টের (pp) নিচে থাকে।

Shuvo Ghosh
2016-09-04, 04:49 PM
মনে করেন আপনার বাড়ি ঢাকা গুলসান ১ এ এবং আপনি একজন চাকরি জীবি। আপনি বাংলাদেশের আনাচে কানাচে চাকরি করে বেরান অতএব চাকরির সুবাদে আপনাকে আপনার নিজ বাড়ি ছেড়ে ঢাকার বাইরে থাকতে হয় কিন্তু আপনার ছুটি হলে আপনি অবশ্যই আপনার বাড়ি পিরতে ইচ্ছে হয়। তেমনি ফরেক্স মার্কেটের সেন্টারাল পয়েন্ট হোল পিভট পয়েন্ট। যেখানে ট্রেন্ড কে ফিরতেই হবে।

vodrolok
2016-09-12, 02:39 AM
পিভট পয়েন্ট বের করা হয় আগের দিনের প্রাইস থেকে। আগের দিনের সারা দিনের প্রাইসের সর্বোচ্চ লেভেল, সর্ব নিম্ন লেভেল, ক্লোজ লেভেল ও অপর্ন লেভেল কে চার ভাগে ভাগ করা হবে যে সংখ্যাটি বের হয়ে আসবে তাই হচ্ছে আজকের পিভট।

Mamun13
2017-10-21, 08:11 PM
পিভট পয়েন্ট একটি টেকনিক্যাল টুলস বা ইনডিকেটর যা দিয়ে অনেকেই এনালাইসিস করে থাকেন৷প্রতিদিনের বা প্রতিসপ্তাহের বা প্রতিমাসের ক্লোজড ক্যান্ডেলটি কোথায় ও কোন পয়েন্টে বা লেভেলে ক্লোজ হয়েছে তা দেখে বুঝে ট্রেডারগণ পরবর্তীতে ট্রেডে এন্ট্রী করেন৷একটি ক্লোজড ক্যান্ডেলের হাই+লো+ওপেন+ক্লোজ=মোটের গড় হিসাবের সংখ্যাকে তিন ভাগের প্রতিভাগকে এক লেভেল বা পিভট পয়েন্ট বলে৷এখানে কয়ভাগ বুলিশ আর কয়ভাগ বিয়ারিশ মূলত এটাই এনালাইসিস করা হয়৷