PDA

View Full Version : কিভাবে পিভট পয়েন্ট হিসাব করা হয়ঃ



HasanXM
2016-08-26, 03:35 PM
পিভট পয়েন্টের ক্ষেত্রেঃ

High = গতকাল প্রাইস সর্বোচ্চ যে প্রাইসে গিয়েছে
Low = গতকাল প্রাইস সর্বনিম্ন যে প্রাইসে গিয়েছে
Close = গতকাল মার্কেট যে প্রাইসে ক্লোজ হয়েছে

ক্যালকুলেশনঃ

R3 = High + 2 x (PP – Low)
R2 = PP + (High – Low) = PP + (R1 – S1)
R1 = (PP x 2) – Low
PP = (High + Low + Close) / 3
S1 = (PP x 2) – High
S2 = PP – (High – Low) = PP – (R1 – S1)
S3 = Low – 2 x (High – PP)
আপনি এখন কষ্ট করে High, low এবং close বের করে পিভট পয়েন্ট বের করতে পারেন। অথবা পিভট পয়েন্ট ক্যালকুলেটরের মাধ্যমে High, low এবং close সহজেই ডাটাগুলো বের করে নিতে পারেন। এছাড়া কিছু পিভট ইন্ডিকেটর রয়েছে, যেগুলো আপনার চার্টেই পিভট পয়েন্ট দেখিয়ে দেবে।

Mamun13
2017-09-12, 05:31 PM
পিভট পয়েন্টের জন্য আপনাকে সহজে যেটি দেখতে হবে তা হচ্ছে একটি Daily বা Weekly ক্যান্ডেলের ওপেন প্রাইস+ক্লোজ প্রাইস+সর্বোচ্ছ প্রাইস+সর্বোনিম্ন প্রাইস=যা হয় ...তাকে ৩ ভাগে ভাগ করে দেখবেন-বুঝবেন যে কোন্ ভাগ বেশি হয় ? বুলিশ না বিয়ারিশ নিয়ন্ত্রণ বেশি হয় ? এভাবে মার্কেটে যতভাগ বেশি নিয়ন্ত্রণ থাকবে সেই ভাবে ট্রেডারগণ ট্রেড করবেন৷বুলিশ হলে Buyer গণ Buy করতে থাকবেন আর বিয়ারিশ হলে Seller গণ Sell করতে থাকবেন৷