PDA

View Full Version : ইন্ডিকেটর কি?



HasanXM
2016-08-26, 03:37 PM
ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে। মনে রাখবেন ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে। তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়। অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে না। তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন।

Shuvo Ghosh
2016-09-02, 05:02 PM
সবসময় নিজের অ্যানালাইসসি এর মাধ্যমে ট্রেড করা সম্ভব হয় না এর জন্য নেওয়া সিদ্ধান্ত সঠিক আছে কিনা তা জানার জন্য আরকে জনের মত নিয়ে কাজ করলে ভুর হবার সম্ভাবনা কম থাকে। শুতরাং ইন্ডিকেটর হল আপনার উপদেষ্ঠা যার মাধ্যমে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনরা এখন বাই করা উচিৎ নাকি সেল করা উচিৎ।

vodrolok
2016-09-12, 02:36 AM
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্সে প্রাইস চার্টে যে তথ্যগুলো দেয়া থাকে তার বিভিন্ন গাণিতিক হিসাবের চিত্র আকারে প্রকাশ। যেমন কেউ প্রত্যেকদিনের ক্লোজ প্রাইস সম্পর্কে চার্ট দেখে সহজে জানতে চায়। তার জন্য ইন্ডিকেটর হবে প্রত্যেকদিনের ক্লোজ প্রাইস বরাবর একটা দাগ অন্য কোনো চিহ্ন।

md mehedi hasan
2016-11-02, 07:05 AM
ফরেক্স মার্কেটে প্রাইস বাড়বে না কমবে তা যে টুলসের মাধ্যমে আগাম নির্দেশনা পাওয়া যায় তাকেই ইন্ডিকেটর বলে।ফরেক্স মার্কেটে বহু ধরনের ইন্ডিকেটর আছে।এসব ইন্ডিকেটর বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়।ফরেক্স মার্কেটে কোন ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করার আগে উক্ত ইন্ডেকটর এর ব্যবহার সঠিক ভাবে জানতে হবে।

RUBEL MIAH
2017-03-07, 02:53 PM
আমরা ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে চাইলে ইন্ডিকেটর ব্যবহার করব । ফরেক্স মার্কেটে কোন ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করব আগে উক্ত ইন্ডেকটর এর ব্যবহার সঠিক ভাবে জানতে হবে । আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করে না । আমরা আগে মার্কেট এ্যানালাইসিস করব তারপর আমরা ট্রেড করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

abdulguffer
2017-03-07, 06:32 PM
ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে আমরা সবাই বিভিন্ন ধরনের কৌশল বা ইন্ডিকেটর ব্যবহার করি। কিন্তু আসলে কি এই ইন্ডিকেটর ? এটি হলো একটি বিশেষ ধরনের দিক নির্দেশক । প্রাইস বারবে না কমবে তা জানতে ইন্ডিকেটর ব্যবহার করা হয় ।

riponinsta
2017-03-13, 12:01 PM
ইন্ডিকেটর মানে হল দিক নির্দেশ ফরেক্স মার্কেট এ ইনডিকেটর ব্যবহার করা হয় মার্কেট কোন দিকে যাবে তা বুঝার জন্য ফরেক্স মার্কেট এ বেশির ভাল ট্রেডার ইনডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকে ইনডিকেটর ব্যবহার করলে খুব সহজ এ মার্কেট কোন দিকে যাবে তা জানা জাই আপনি যদি কোন ইনডিকেটর ভাল করে বুঝতে পারেন তা হলেও আপনি অনেক অনেক ডলার লাভ করতে পারবেন এই ফরেক্স মার্কেট থেকে আমি ও ইনডিকেটর দিয়ে ট্রেড করি

H M R Al Amin
2017-03-13, 01:54 PM
আসলে ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর হচ্ছে একধরনের চিহ্ন যার মাধ্যমে আপনি অনেক সময় বুঝতে পারবেন মার্কেট কোন দিকে মুভ করবে । আপনি প্রাইজ সম্পর্কে জানতে পারবে এর সাহায্য । এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন । আবার সকল সময় ইন্ডিকেটর দিয়ে মার্কেট বুঝতে পারবেন না । আপনি সবসময় ইন্ডিকেটর এর উপর নির্ভর করতে পারবেন না ।

shohanjacksion
2017-03-14, 05:32 PM
ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে আমরা সবাই বিভিন্ন ধরনের কৌশল বা ইন্ডিকেটর ব্যবহার করি। কিন্তু আসলে কি এই ইন্ডিকেটর ? এটি হলো একটি বিশেষ ধরনের দিক নির্দেশক । প্রাইস বারবে না কমবে তা জানতে ইন্ডিকেটর ব্যবহার করা হয় ।
ইন্ডিকেটর ব্যবহার করার উদ্দেশ্য হলো প্রাইজ কত সময়ের মধ্যে কতটুকু উপরে বা নীচে উঠা-নামা করল তা অনুমান করা এবং মার্কেট ট্রেন্ড সম্পর্কে ধারনা অর্জন করা। টেকনিক্যাল এনালাইসিসের জন্য ইন্ডিকেটর ব্যবহু হলেও মার্কেট ফান্ডামেন্টাল সম্পর্কে ধারনা অর্জন করা যায়। তবে পুরোপুরি ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়।

Mamun13
2017-03-22, 10:07 PM
ট্রেডিং ফ্লাটফর্মে অনেক অনেক ইনডিকেটর রয়েছে যেগুলো কখোনোই প্রাইস মুভমেন্টের সঠিক পূর্বাভাষ দিতে পারেনা৷তাই আমি কোনো ইনডিকেটর ব্যাবহার করিনা৷তবে কয়েক টা ইনডিকেটর ব্যাবহার করা হয় সাপোর্ট/রেসিসট্যান্স এবং ট্রেন্ড কনফার্ম হওয়ার জন্য৷যেমন M/A,Fibonacci,Trend Line ইত্যাদি৷

H M R Al Amin
2017-03-23, 09:46 PM
ফরেক্স মার্কেটে এনালাইসেস ছাড়া আপনার কোন এন্টিকাটার কাজ হবে না । আপনি যদি মার্কেট না বুঝেন তাহলে কোন এন্টিকাটারে কাজ করতে পারবে না তাই আপনাকে আগে মার্কেট বুঝতে হবে আপনি নিজে নিজে একাটা এন্টি কাটার বানান তার পরে আপনি মার্কেটে কাজ করেন । আপনি যখন মার্কেট বুঝতে সক্ষম হবেন তখনি আপনি সফলতা অর্যন করতে পারবেন । এনালাইসেস ছাড়া আপনি কিছুই করতে পারবেন না ।

nbfx
2017-03-24, 02:39 PM
টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম হাতিয়ার হলো ইন্ডিকেটর। মেটাট্রেডার-৪ প্লাটফ্রমে অনেকগুলো ডিফল্ট ইন্ডিকেটর সেট করা আছে।যেমন- মুভিংএভারেজ, বলিংগারবেন্ড,আরএসআই,প্যারাবলিকসার ইত্যাদি। তাছাড়া আরো অসংখ্য ইন্ডিকেটর রয়েছে ফরেক্স মার্কেটের জন্য। কিছু ফ্রি পাওয়া যায় এবং কিছু ডলার ব্যয় করে কিনতে হয়। একটা কথা মনে রাখবেন ইন্ডিকেটর কখনো ভবিষ্যৎ সম্পর্কে নির্দেশ করে না। বর্তমান মার্কেট প্রাইস কোন অবস্থায় আছে তা আরো স্পষ্ট করে দেয়। যেমন মার্কেট সবসময় তিনটি অবস্থায় থাকে। ঊধ্বমুখি, নিম্মমুখি এবং সমান্তরাল । ইন্ডিকেটর এর ব্যবহার ভালমত বুঝতে পারলে ট্রেডে এন্ট্রি দেয়া সহজ হয়।

uzzal05
2017-06-11, 06:42 AM
ইন্ডিকেটর হচ্ছে এক প্রকার নির্দেশনা। আমরা যদি মার্কেট এর অবস্থা না বুঝতে পারি সে ক্ষেত্রে ইন্ডিকেটর দেখে মার্কেট বুঝতে পারি। ইন্ডিকেটর দেখে ট্রেড করে ও অনেক লাভ করা যায়। ফরেক্স নতুন অবস্থায় আমরা সকঅলেই ইন্ডিকেটর ব্যবহার করে থাকি।

Nur Alam
2017-06-12, 12:28 AM
ফরেক্স ব্যবসায় ইন্ডিকেটর সাধারনত একটি নির্দেশক। ইন্ডিকেটর এর দিকে খেয়াল রেখে আপনি যদি ফরেক্সে সুন্দর ভাবে ট্রেড কপ্রেন তাহলে ফরেক্স থেকে আপনি অনেক উন্নতি করতে পারবেন আর আপনি যদি ইন্ডিকেটর এর দিকে খেয়াল না রেখে না বুঝে শুনে আজে বাজে ব্রকারে ট্রেড করেন তাহলে আপনার লস হবার সম্ভাবনা রয়েছে অনেক বেশি।

Shadhin
2017-06-12, 12:49 AM
আসলে ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বলতে একটি নির্দেশক কে বোঝায়। ফরেক্সে ইন্ডিকেটর অনেক গুরুত্বপূর্ন একটি বিষয় । আপনি যদি ইন্ডিকেটর এর দিকে খেয়াল রেখে সুন্দর ভাবে ট্রেড করতে পারেন তাহলে আপনি মাস শেষে ফরেক্স থেকে ভাল মানে প্রফিট পেতে পারেন। আর ইন্ডিকেটর এর দিকে খেয়াল না রেখে ট্রেড করলে আপনার লস হবার সম্ভাবনা অনেক।

expkhaled
2017-10-21, 12:26 PM
ইন্ডিকেটর হলো এমন এক টুল যার মাধ্যমে ট্রেড এর পূর্বাভাস জানা যায়। তবে সব সময় ইনডিকেটর এর উপর নির্ভর করা ঠিক নয়। নিজস্ব কিছু এনালিসিস কাজে লাগাতে নয় নতুবা ট্রেড এ লস হওয়ার সম্ভবনা থাকে। নিভূল এনালিসিস এর জন্য দীর্ঘনিদ ডেমো প্র্যাকটিস এর বিকল্প নায়।