PDA

View Full Version : মেটাট্রেডারে ইন্ডিকেটর ইন্সটল করা



HasanXM
2016-08-26, 03:38 PM
পূর্বে যে ইন্ডিকেটর গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো মেটাট্রেডারের ডিফল্ট ইন্ডিকেটর। এছাড়াও ইন্টারনেটে অনেক ইন্ডিকেটর পাওয়া যায়। বিডিপিপসের ইন্ডিকেটর সেকশনেও অনেক ইন্ডিকেটর রয়েছে। যেভাবে মেটাট্রেডারে অতিরিক্ত ইন্ডিকেটর যোগ করবেনঃ
প্রথমে আপনার ইন্ডিকেটরটি কপি করুন। ইন্ডিকেটর সাধারানত mq4, ex4, mq5, ex5 ফরম্যাটে হবে।
তারপর যেই ফোল্ডারে আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি আছে সেই ফোল্ডারে যান।
তারপর নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ
C:\Program files\[MetaTrader-folder]\experts\indicators
তারপর indicators ফোল্ডারে ইন্ডিকেটরটি পেস্ট করুন।
তারপর আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি রিস্টার্ট করুন।
ইন্ডিকেটরটি আপনার চার্টে যোগ করার জন্য আপনার মেটাট্রেডার সফটওয়্যার থেকে Insert > Indicators > Custom. তারপর আপনার ইন্ডিকেটরটি সিলেক্ট করুন।

vodrolok
2016-09-12, 03:06 AM
মেটা ট্রেডারে ইন্ডিকেটর ইন্স্টল্ করা অতীব সহজ একটি কাজ। যদি নেট থেকে সরাসরি ইন্স্টল্ করতে হয় তাহলে কেবল প্রোগ্রাম ফাইল ফ্রকারের নামটা দেখায় দিতে হয়। আর সবচেয়ে সহজ হলো অফলাইন ডাটা ফোল্ডার ওপেন করে ইন্ডিকেটরের ফাইলে সরাসরি কপি করে দিলে।

Mamun13
2017-09-12, 05:47 PM
আমরা সাধারণত mt4 ট্রেডিং টার্মিনালে ট্রেড করে থাকি এবং ট্রেডিং চার্টে অসংখ্য ইনডিকেটর দেখি,টেষ্ট করি ও ব্যাবহারও করে থাকি৷ট্রেডিং চার্টে অসংখ্য ইনডিকেটরের ব্যাবহার অবশ্যই আমাদের ব্রেইন ও এনালাইসিসকে এলোমেলো করে দেয়৷দুই বা ততোধিক ইনডিকেটর ব্যাবহার করা মানে হলো আপনার ট্রেডিং স্ট্র্যাটেজীর নাম হচ্ছে-'হিজিবিজি' স্ট্র্যাটেজী যা কখোনোই সঠিক,বাস্তব সম্মত ও নিয়মিত প্রফিটেবল নয়,কখোনোই নয়৷