View Full Version : স্প্রেড কি?
HasanXM
2016-08-26, 09:03 PM
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়। আপনি ধরুন ১.৭৪৪৫ এ GBPUSD বাই করলেন, কিন্তু তা ১.৭৪৪৯ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে। বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন Instaforex এ EURUSD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু Fxoptimax এ EURUSD এর স্প্রেড ২ পিপস। কিছু কিছু পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত বা তার বেশী হতে পারে। তাই অপরিচিত পেয়ার ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।
Shuvo Ghosh
2016-09-02, 06:23 PM
ফরেক্স প্লাটফর্ম ওপেন করলে দেখা যায় যে কোন পেয়ারে আস্ক ও বডি পয়েন্ট থাকে। লক্ম করলে দেখতে পারবেন যে সবসময় আস্ক প্রাইজ থেকে বিড প্রাইজ সর্বদা কম থাকে। আর এই বিড আর আস্ক এর মধ্যে পরিমানগত পার্থক্যকে স্প্রেড বলে। আবার দেখবেন আপনি যকনি কোন ট্রেড ওপেন করেন তখনি তাহা লসে ওপেন হয় তাহাও স্প্রেড হিসেবে পরিচিত।
md mehedi hasan
2016-11-29, 08:43 AM
ফরেক্স মার্কেটে সাধারণত বাইন্ড প্রাইস ও আক্সপ্রাইসের মধ্যে ব্রোকার ভেদে দুই থেকে তিন পিপস পার্থক্য থাকে এই দুই থেকে তিন পিপসের পার্থক্যকে স্প্রেড বলে।স্প্রেড মূলত ব্রোকারের কমিশন।
abdulguffer
2016-11-29, 03:22 PM
স্প্রেড হচ্ছে একটি কারেন্সি পেয়ার এর বিড প্রাইস ও আস্ক প্রাইস এর মধ্যকার পার্থক্য । এটি ব্রোকার তার সার্ভিস চার্জ হিসেবে ট্রেডার এর প্রতিটি ট্রেড ওপেন করার সময় কেটে নেয় , ফলে একটি ট্রেড ওপেন করলে ট্রেড টি কিছুটা লসে ওপেন হয়। ব্রোকার ভেদে স্প্রেড 1 - 3 পিপস পর্যন্ত হয়ে থাকে ।
জ্যাক কয়েন
2016-11-30, 02:09 AM
আমরা জানি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়। ফরেক্স এ কিছু ব্রোকার আছে যেই গুলোতে স্প্রেড এর পরিমান খুবই কম এবং কিছু কিছু ব্রোকার আছে যে গুলোতে 0 স্প্রেড দিয়েই ট্রেড ওপেন হয়।
Mamun13
2017-11-08, 07:18 PM
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে অবশ্যই কোনো নির্দিষ্ট ব্রোকারের মাধ্যমে ট্রেড করতে হবে৷এই ব্রোকার হাউজগুলো আমাদেরকে ট্রেডের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে৷আর এই সব সুযোগ সুবিধার বিনিময়ে ব্রোকারগণ সামান্য কিছু সার্ভিস চার্জ কেটে নেয় যার নাম হচ্ছে এই স্প্রেড যা মাত্র ২/৩ পিপস৷অনেক ব্রোকার ফিক্সড স্প্রেড নেয় আবার অনেকেই ফ্লোটিং বা চলমান বা অনির্দিষ্ট স্প্রেড নিয়ে থাকে৷
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.