PDA

View Full Version : উইথড্র করার জন্য কোনটি ভাল?



HasanXM
2016-08-27, 12:52 AM
ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন।

RUBEL MIAH
2016-12-02, 08:00 PM
আমার জানামতে উইথড্র করার জন্য নেটেলার এবং স্কিল এ্যাকাউন্টটি ভালো । এই দুুটির যেকোন একটিতে আমরা আমাদের ডলার উইথড্র দিতে পারি । আমরা যদি ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপর ট্রেড করতে পারি তাহলে অবশ্যই মাসে অনেক ডলার উইথড্র দিতে পারব । সুতরাং আপনারা যদি উইথড্র ভালোভাবে দেওয়ার জন্য এই দুটি এ্যাকাউন্ট ব্যবহার করবেন ।

ONLINE IT
2016-12-03, 11:34 AM
আমি এখন পর্যন্ত কোন মাষ্টার কার্ড ব্যবহার করিনি। তাই সত্যি করে বলতে পারব না যে, যে কোন ম্যাথড দিয়ে ডিপোজিট করলে তা মাষ্টার কার্ড দিয়ে উত্তোলন করা যায় কিনা। তবে এ টুকু বলতে পারব ইনেস্টা ফরেক্স এ মাষ্টার কার্ড বাদে আপনি যে ম্যাথড দিয়েই ডিপোজিট করেন না কেন সেই ম্যাথড দিয়েই আপনাকে ডলার উত্তোলন করতে হবে। অন্য কোন ম্যাথড দিয়ে আপনি সেই ডলার উত্তোলন করতে পারবে না।

shimul77ss
2016-12-03, 04:35 PM
ভাই আমি জানি তো ইনিস্তা ফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেস দিয়ে ডিপজিট করবেন সে প্রসেস দিয়ে টাকা তুলতে হবে নয়ত উইথদ্র করতে দিবে না।তবে আমার মতে স্ক্রিল পেমেন্ট প্রসেস ডলার উঠানোর জন্য ভাল প্রসেস ভাল।কারন এতে আপনার ১৫ ফি নেই।

vampire
2016-12-07, 08:06 AM
আপনি ফরেক্সে লাভের টাকা ইউথড্র করতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে।যেমন-ব্যাংক,স্ক্রিল,পেজা,পেপাল ইত্যাদি।কিন্তু আমার মনে হয় ডিপোজিট করা বা উইথড্র করার জন্য আমার কাছে স্ক্রিল প্রসেস টা বেশি ভাল ম্নে হয় কারন এর ফি অনেক কম কাটে।স্ক্রিলে মাত্র ১% কাটে।

Skfarid
2016-12-08, 12:02 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন আমি শুনেছি মাস্টার কার্ড করতে পারলে ডিপোজিট ও উত্তলন দুইটা করা যাবে ,এই ছাড়া আরো অনেক মাধ্যম আছে, আসলে কোন মাধ্যমটা সবছেয় সহজ তা ঠিক বলতে পারছিনা।

InstaForex Sushantay
2016-12-08, 12:32 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন আমি শুনেছি মাস্টার কার্ড করতে পারলে ডিপোজিট ও উত্তলন দুইটা করা যাবে ,এই ছাড়া আরো অনেক মাধ্যম আছে, আসলে কোন মাধ্যমটা সবছেয় সহজ তা ঠিক বলতে পারছিনা।

প্রিয় ট্রেডার,
ইন্সটাফরেক্স এ অনেকগুলো পেমেন্ট পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে খুব সহজে এবংকম সময়ে কোন একটা ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা ও উত্তোলন করা যায়। আরবিকে মানি, Qiwi, মানিবুকারস/স্ক্রিল, নেটেলার, ইয়ানডেক্স.মানি, জেড-পেমেন্ট, ভিসাকার্ড, মাস্টারকার্ড এবং ব্যাংক ট্রান্সফার ব্যবহার করে আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা ও উত্তোলন করতে পারবেন। এছাড়াও আপনি আমাদের অফিসে নগদ টাকা দিয়েও আপনার অ্যাকাউন্টে অর্থ জমা বা নগদ টাকা দিয়েও উত্তোলন করতে পারবেন। আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করার ক্ষেত্রেও এই পেমেন্ট অপশনগুলো প্রযোজ্য।

টাকা ডিপোজিট করার জন্য আপনাকে অনুগ্রহ করে নিন্ম লিংকটি অনুসরন করতে হবে।
https://secure.instaforex.com/en/deposits

টাকা উত্তোলন করার জন্য আপনার অ্যাকাউন্টটি আপনার ক্লাইন্ট ক্যাবিনেট থেকে দ্বিতীয় লেভেল পর্যন্ত ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।। এছাড়াও ট্রেডিং অ্যাকাউন্টের টাকা ডিপোজিট এর পেমেন্ট সিস্টেম পদ্ধতির সাথে উত্তোলন পদ্ধতির পেমেন্ট সিস্টেম এর মিল থাকতে হবে।
অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টটি আপনার ক্লাইন্ট ক্যাবিনেট থেকে দ্বিতীয় লেভেল পর্যন্ত ভেরিফিকেশন সম্পন্ন করার পর টাকা উত্তোলনের করার জন্য আপনাকে নিন্ম লিংকটি অনুসরন করতে হবে।
https://secure.instaforex.com/en/withdrawals

লিংক এর পেজটিতে প্রবেশ করার পর আপনার পছন্দের পেমেন্ট প্রেসেসর দিয়ে
অর্থ জমা/উত্তোলন করতে পারবেন। এছাড়াও Local transfer in Bangladesh ব্যবহার করে ইন্সটাফরেক্সের লোকাল IB এর মাধ্যমে অর্থ জমা/উত্তোলন করতে পারবেন। ইন্সটাফরেক্স এর সাথেই থাকুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

nazib72
2016-12-16, 09:02 PM
উইথড্র করার জন্য নেটেলার এবং স্কিল পেজা আরো অনেক ভালো এ্যাকাউন্টটি ভালো । তবে স্ক্রলের মাধ্যমে তোলাকেই আমি বেশি পছন্দ করি তবে স্কিলএ ১% হারে কেটে নেয়া হয়।

nbfx
2016-12-16, 10:55 PM
ইনষ্টাফরেক্স ব্রোকারে আমি ট্রেড করছি ৬ বৎসর যাবত। আমি সবসময় দুটি মেথড দিয়ে ডিপোজিট করি। নেটেলার এবং স্ক্রিল। সুবিধামতো যে কোন একটি দিয়ে উইথড্র করি। অনেক সময় বাংলাদেশের অফিসের মাধ্যমে ডলার উইথড্র করি। অফিস থেকে আমার বিকাশ বা ইসলামী ব্যাংক বা ব্রাক ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়।

atiquefx
2016-12-17, 12:31 PM
ফরেক্স থেকে মুনাফা উত্তোলন করতে আমাদের অন্য কোনো এক ইন্টানেট মানি ওয়ালেট কিংবা ব্যাংকার প্রয়োজন হয় । ইন্টানেটে অসংখ মানি ওয়ালেট কোম্পানি রয়েছে তাদের মধ্যে পেপাল খুব জনপ্রিয় । কিন্তু বাংলাদেশের মানুষদের পেপাল ব্যবহার করার সুযোগ খুব সীমিত । তবে ফরেক্সে টাকা উত্তোলেনের জন্য ট্রেডাররা স্ক্রিল , নেটলার , মাস্টার কার্ড ব্যবহার এর জনপ্রিয়িতা ব্যাপক ভাবে লক্ষ্য করা যায় । আমার স্ক্রিল সবচেয়ে ভালো লাগে । স্ক্রিল থেকে মাস্টার কার্ড ইস্যু করার পাশাপাশি ব্যাংক ওয়্যার ট্রান্সফার করা যায় ।

cane
2017-02-27, 01:59 PM
আপনার সুবিধা হবে যদি মাস্টার কার্ড করতে পারেন তাহলে ডিপোজিট ও উত্তলন দুইটা করা যাবে ,এই ছাড়া আরো অনেক মাধ্যম আছে, আসলে কোন মাধ্যমটা সবচেয়ে সহজ তা ঠিক বলতে পারছিনা।

riponinsta
2017-02-27, 03:36 PM
আমার মতে ফরেক্স মার্কেট থেকে টাকা তোলার জন্য নেটেলার অনেক ভাল বাংলাদেশ এর বেশির ভাল ট্রেডার নেটেলার ব্যবহার করে তাই আমি ও ব্যবহার করি ইন্সতাফরেক্স থেকে আপনি নেটেলার এর মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন ও টাকা তুলতে পারবেন তারপর আপনার কাছে যেই সিস্টেম এ টাকা ডিপোজিট করতে ও টাকা তুলতে সুবিধা হয় আপনি সেই সিস্টেম এ কাজ করুন তা আপনার জন্য ভাল হবে

reser
2017-03-12, 07:30 PM
আমার মনে হয় মাস্টার কার্ড করতে পারলে ডিপোজিট ও উত্তলন দুইটা করা যাবে ,এই ছাড়া আরো অনেক মাধ্যম আছে, যেমন আমি স্ক্রিল ব্যাবহার করেছি এটা বেশ ভালো।

uzzal05
2017-06-19, 09:54 AM
আপনি যদি নগদ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে যে পেমেন্ট এ টাকা ইনভেস্ট করবেন ঊত্তোলনের সময় ঠিক সে পেমেন্ট আমাদের ব্যবহার করতে হবে। এটা ইন্সটা ফরেক্স এর একটি নিয়ম। এখানে আপনি অন্য মাধ্যমে ঊঠাতে পারবেন না। আর মাস্টাকার্ড দিয়ে কিভাবে তোলা যায় সেটি আমার জানা নেই।

Rahat015
2017-06-19, 10:44 AM
ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন। তাদের মাস্টার কার্ড ইস্যু অনেক ঝামেলার ব্যাপার।

abdulguffer
2017-06-19, 11:10 AM
আমাদের দেশে এখনো পেপাল আসে নি।তবে স্ক্রীল ও নেটলার দিয়ে ট্রেড করে প্রফিট করা টাকা খুব সহজেই উইথড্রএবল এবং ঐ টাকা সরাসরি ব্যাংক একাউন্ট এ ট্রান্সফার করা যায় । ইন্সটাফরেক্স মাস্টার কার্ড এর যে সুবিধা দিচ্ছে তাতে উত্তোলন খরচ টা অনেক বেশি।

Puja Roy
2017-06-19, 11:52 AM
ফরেক্স থেকে ভাল আয় করার জন্য আগে ফরেক্স ট্রেড ভাল ভাবে শিখতে হবে ভাল ভাবে ট্রেড জানলে আপনি ফরেক্স থেকে অনেক ডলার আয় করতে পারবেন। আর আপনার আয় করা ডলার উইথড্র দেবার জন্য ভাল মাধ্যম হলো নিটেলার বা স্ক্রিল একাউন্ট। আপনি আপনার আয় করা দলার এখান এ উইথড্র দিতে পারেন।

Mamun13
2017-06-19, 03:38 PM
আমি ডিপোজিট/উইথড্রোর জন্য বহুল ব্যাবহৃত ও জনপ্রিয় স্ক্রীল ও নেটেলার পছন্দ করি৷মাষ্টার কার্ড সবার তো আর থাকে না তাই এই পেমেন্ট মেথডই সর্বাধিক ব্যাবহৃত হয়৷প্রফিট উইথড্রো করার জন্য বর্তমান সময়ে অনেক সহজ,দ্রূত ও নিরাপদ সিস্টেম তৈরি হয়েছে৷ বিভিন্ন পেমেন্ট মেথড-পেয়জা/নেটেলার/স্ক্রীল একাউন্ট থেকে>নির্ভরযোগ্য ভালো ই-কারেন্সী ডলার এক্চেন্জ ওয়ালেটএবং সেখান থেকে> বিকাশ একাউন্টের মাধ্যমে আমাদের প্রফিট চলে আসছে হাতে হাতে সহজেই৷

Grimm
2019-01-21, 11:25 PM
ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য বিভিন্ন ট্রেডার বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে। তবে আপনার উত্তোলনের জন্য সর্বপ্রথম আপনাকে আগে চেক দিতে হবে যে আপনার উত্তোলনের পদ্ধতি ফরেক্স ব্রোকারে আছে কিনা। আমাদের দেশের ট্রেডাররা সাধারণত স্ক্রীল এবং নেটেলার এই দুই পদ্ধতি অনুসরণ করে থাকে। তাই আমার মনে হয় আপনিও যদি এই দুটোর থেকে যে কোন একটি যদি ব্যবহার করেন তাহলেই ভাল হয়। কারণ এই দুটোই খুবই সুরক্ষিত এবং খুব সহজ।

md mehedi hasan
2019-01-22, 07:45 AM
ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড করতে হলে আপনাকে ডিপোজিট করতে হবে।আবার তেমনি প্রফিট করলে তা উত্তোলন করতে হবে।ফরেক্স মার্কেটে ডিপোজিট ও প্রফিট উত্তোলন করতে কিছু জনপ্রিয় অনলাইন মানিমেথড আছে।যেমন মানিবুকার,নিটালার ও পেপেল ইত্যাদি জনপ্রিয় মানিমেথড।আপনি চাইলে এর যেকোন একটি মেথড ব্যবহার করে ডিপোজিট বা উত্তোলন করতে পারেন।

SAGOR_HALDER944
2019-03-30, 06:27 PM
ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য সব থেকে সহজ মাধ্যম হলো স্ক্রিল।কারণ বাংলাদেশে স্ক্রিলের অনেক ডিলার আছে এবং অনেক বাণিজ্যিক ব্যাংক স্ক্রিল থেকে টাকা লেনদেন করে থাকেন।এছাড়াও স্ক্রিলের ট্রান্সফার ফি অন্যান্য ই-কমার্স সাইটের থেকে অনেক কম।যে জন্য আমার পরিচিত অনেকেই ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য স্ক্রিল ব্যবহার করেন।

sumon918
2019-03-30, 09:56 PM
আমার জানামতে ফরেক্সের মুনাফা উইথড্র কারা জন্য সবথেকে ভালো মাধ্যম হলো স্ক্রিল এবং নেটেলার।এইদুইটাত আপনার উত্তোলন করতে সার্ভিস চার্জ অন্য গুলোর তুলনায় অনেক কম এবং সেফ ও বেশি আমি বিশেষ করে স্ক্রিল ইউজ করি আমার কখনো কোন অসুবিধায় পড়তে হয় নি।

jasminbd
2019-03-31, 05:37 PM
বাংলাদেশ থেকে ডিপোজিট করার সবচেয়ে ভাল পেয়েমেন্ট মেথড হল স্ক্রিল এবং নেটেলার। আপনি যদি ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্ট ডিপোজিট করেন তাহলে আপনাকে কোন ডিপোজিট ফি দিতে হবে না। তবে উইথড্র এর ক্ষেত্রে কিছু ফি দিতে হয়, স্ক্রিল এ- System fee: 1%, Transaction fee - 1.39% আর নেটেলারএ Transaction fee - 2%. সে হিসাবে নেটেলার এর চার্জ কিমি.।

NasirMollah739
2019-03-31, 09:15 PM
ফরেক্স ট্রেডিংয়ের অর্জিত প্রফিট উইথড্র করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যায়।আপনি ফরেক্সে লাভের টাকা ইউথড্র করতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে।যেমন-ব্যাংক,স্ক্রিল,পেজ া,পেপাল ইত্যাদি।কিন্তু আমার মনে হয় ডিপোজিট করা বা উইথড্র করার জন্য আমার কাছে স্ক্রিল প্রসেস টা বেশি সুবিধাজনক মনে হয়, কারন এর ফি অনেক কম কাটে।স্ক্রিলে মাত্র ১% কাটে। বিভিন্ন ট্রেডাররা তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন মাধ্যম নির্বাচন করতে পারেন।

MdSohagMiah
2019-04-13, 05:04 PM
অনেকের মতে, ফরেক্স থেকে ডিপোজিট করা বা উইথড্র করার জন্য নেটেলার এবং স্ক্রিল এই দুইটি পেমেন্ট মেথডই সবথেকে সহজ। কারণ এগুলো দ্বারা সহজেই ব্যালেন্স ডিপোজিট করা বা উইথড্র করা যায়। আর এগুলো সকল দেশে কার্যকর। উল্লেখ্য, বাংলাদেশে এ দুটি পেমেন্ট ম্যাথড ছাড়াও আরও বেশ কয়েকটি পেমেন্ট ম্যাথড রয়েছে। যেমন – বিটকয়েন, লাইটকয়েন, ব্যাংক কার্ড এছাড়া আরও অনেক মাধ্যম।

বিস্তারিত জানার জন্য নিচের লিংকগুলো থেকে ঘুরে আসতে পারেন:

https://secure.instaforex.com/en/deposits
https://secure.instaforex.com/en/withdrawals

sumon918
2019-04-13, 08:33 PM
ফরেক্স এ উইথড্র করার জন্য আমি মনে করি সবথেকে ভাল অপশন হল স্ক্রিল মানিবুকারস এটা আমার পর্সোনাল মতামত তবে শুনেছি অনেকে নেটেলারও ব্যাবহার করে তবে আমার পরিচিত যারা যারা আছেন সবাই স্ক্রিল এই ইউজ করে উইথড্র করার জন্য। আমার গুরুর ভাষ্যমতে, তিনি প্রায় ১০ বছর যাবত ফরেক্সের সাথে জড়িত আছেন তিনি বলেন তার দেখা সবথেকে ভাল অপশন হল স্ক্রিল এবং তিনি এটা নিজেও দীর্ঘদিন ধরে ইউজ করে আসছেন।

RASELRANA562917
2019-04-14, 01:36 AM
ফরেক্স এ উইথড্র করার জন্য অনেকেই নেটেলার এবং স্কিল এই দুটো পেমেন্ট মেথড ব্যবহার করে।কারণ এগুলো দিয়ে সহজে ই ব্যালেন্স ডিপোজিট করা যায় বা উইথড্র করা যায়।আমাদের দেশে এ দুটি ছাড়াও আরো কিছ হচ্ছে বিটকয়েন,লাইটকয়েন,ব ্যাংক কার্ড ও আরো অনেক মাধ্যম।তবে আমার কাছে পার্সোনাল মত। ফরেক্স এ উইথড্র এর জন্য স্কিল মানিবুকারস সব থেকে ভাল পেমেন্ট মেথড।আমার পরিচিত যারা সবাই এই মেথড ইউজ করে।

kashed
2019-04-14, 07:02 AM
আমি তিন চার বছর ধরে লেনদেন করছি স্ক্রিলের মাধ্যোমে কোন প্রকার ঝামেলা ছাড়ায় আপনি স্ক্রিল থেলে বাংলা দেশের যে ব্যাংকে ইন্টারনেট দিয়ে লেনদেন হয় সেই ব্যাংকে একাইন্টে নিয়েআসতে পারেন আমি ডাসবাংলা ব্যাংকের মাধ্যমে টাকা উত্তলোন করছি বহুবার কিন্তু স্ক্রিলের নামের সাথে আপনার ব্যাংকের নামের সাথে অবশ্যই মিল থাকতে হবে।

bdunity
2019-04-14, 10:40 AM
আমার মতে ফরেক্স থেকে টাকা উইথড্র করার জন্য সবথেকে ভালো হলো স্ক্রিল বা নেটেলার।এর দ্বারা টাকা উইথড্র করলে সবথেকে ফাস্ট গতিতে হাতে পাবেন। এবং আপনি এর থেকে যেকোন ব্যংকে বা বিকাশে নিতে পারেন।এজন্য আমার কাছে এ গুলো অনেক ভালো লাগে।

RASELRANA562917
2019-04-26, 11:50 PM
আপনি ফরেক্সের লাভের টাকা উইথড্র করতে পারবেন বিভিন্ন পদ্বতিতেই।যেমন-ব্যাংক,স্কিল, পেজা,পেপাল ইত্যাদি।আমার মনে হয় ইন্সটাফরেক্স এ স্কিল পেমেন্ট প্রসেস ডলার উইথড্র করার জন্য সব থেকে ভাল প্রসেস এতে আপনার ফ্রি অনেক কম।

AMIRSHIKDER976
2019-04-27, 08:53 PM
উইথড্র করার জন্য কয়েকটি দিক রয়েছে। ইন্সটাফরেক্স এর
উইথড্র আপনি মাস্টার কার্ড দিয়ে করতে পারেন। অন্যদিকে যারা ব্রোকার আছেন তাদের নিয়ম একটু ভিন্ন যে প্রেমেন্ট প্রসেস দিয়ে ডিপোজিট করবেন ওই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। এছাড়াও আরো কিছু উল্টো করার উপায় রয়েছে
স্ক্রিল , নেটলার , মাস্টার কার্ড ব্যবহার করে করতে পারেন।

babubd
2019-04-28, 03:15 PM
উইথড্র বলতে বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ফরেক্স থেকে প্রফিট উত্তোলন । আর এ প্রিফিট উত্তোলন করার কিছু মাধ্যম রয়েছে । যেমন,স্ক্রল নেটলার মাষ্টার কার্ড ইত্যাদি । তবে আমার মনে হয় স্ক্রিলটাই বেটার । কারন স্ক্রিলে আমার কাছে বেশি সুবিধা মনে হয় ।

MdPiashHasan6080892
2019-05-01, 11:49 PM
বেশিরভাগ বোকার এর ক্ষেত্রে দেখা যায় আপনি যে পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে ডিপোজিট করেছেন আপনাকে সেই সিস্টেম এর মাধ্যমে উইথড্র করতে হবে। তবে কিছু কিছু ব্রোকার ব্যতিক্রম ও আছে সে ক্ষেত্রে আপনি ব্যাংক ,পেজা, স্ক্রিল, পেপাল এর মাধ্যমে উইথড্র করতে পারেন। তবে আমার মনে হয় স্ক্রিল ফরেক্স মার্কেট থেকে টাকা ঊর্ধ্ব করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ স্ক্রিল এর ফি মাত্র 1 পারসেন্ট।

Md_MhorroM
2019-06-26, 06:31 PM
আমার কাছে ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য সব থেকে সহজ মাধ্যম হলো স্ক্রিল।কারণ বাংলাদেশে স্ক্রিলের অনেক ডিলার আছে এবং অনেক বাণিজ্যিক ব্যাংক স্ক্রিল থেকে টাকা লেনদেন করে থাকেন।এছাড়াও স্ক্রিলের ট্রান্সফার ফি অন্যান্য ই-কমার্স সাইটের থেকে অনেক কম।যে জন্য আমার পরিচিত অনেকেই ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য স্ক্রিল ব্যবহার করেন।

Panna1989
2019-07-17, 06:56 PM
আমরা জানি ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন। তাদের মাস্টার কার্ড ইস্যু অনেক ঝামেলার ব্যাপার।

Mazharul777
2019-07-17, 06:57 PM
ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য বিভিন্ন ট্রেডার বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে। তবে আপনার উত্তোলনের জন্য সর্বপ্রথম আপনাকে আগে চেক দিতে হবে যে আপনার উত্তোলনের পদ্ধতি ফরেক্স ব্রোকারে আছে কিনা। আমাদের দেশের ট্রেডাররা সাধারণত স্ক্রীল এবং নেটেলার এই দুই পদ্ধতি অনুসরণ করে থাকে। তাই আমার মনে হয় আপনিও যদি এই দুটোর থেকে যে কোন একটি যদি ব্যবহার করেন তাহলেই ভাল হয়। কারণ এই দুটোই খুবই সুরক্ষিত এবং খুব সহজ।

Hredy
2019-07-17, 07:36 PM
নেটেলার, স্ক্রিল,পেপাল জনপ্রিয় মুনাফা উত্তোলন এর জন্য। বাংলাদেশের মানুষের জন্য পেপাল ব্যবহার করার সুযোগ খুবই কম। স্ক্রিল টাই বেশি সুবিধাজনক বলে মনে হয়।

KANIZFATEMA1997
2019-07-17, 08:01 PM
ফরেক্স একটি বৃহৎ বিজনেস মাকের্টে।যেখানে ট্রেড করার পর বোনাসের টাকা ইউথড্র করা যায় বিভিন্ন উপায়ে।।ফরেক্স মাকের্টের লাভের টাকা ইউথড্র করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাংক,স্কিল,পেজা, েপাল,নেটেলা ইত্যাদি।তার মধ্যে জনপ্রিয় ইনস্টাফরেক্স।ইনস টাফরেক্স ব্রোকারে আমি ট্রেড করি।তবে সবসময় দুটি মেথট দিয়ে ডিপোজিট করি।নেটেলারও স্কিলও ব্যবহার করি।বিকাশ ওইসলামী ব্যাংকের মাধ্যমেও টাকা নিতে পারি

1998am
2019-07-17, 10:08 PM
ফরেক্সে আপনি যতো দক্ষতার মাধ্যমে ট্রেড করবেন ততো বেশি সফলতা পাবেন এবং ডলার আয় করতে পারবেন। ডলার উইথড্র দেবার জন্য ভাল মাধ্যম হলো নিটেলার বা স্ক্রিল একাউন্ট।এটাতে উইথড্র করলে সুবিধা পাওয়া যায় কিছু টা।

TanjirKhandokar1994
2019-07-17, 10:45 PM
আমি যতোদুর যানি ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য বিভিন্ন ট্রেডার বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে।আমিও তেমনি একটি পন্থা অনুসরণ করি তা হলো স্ক্রিল। তবে আপনার উত্তোলনের জন্য সর্বপ্রথম আপনাকে আগে চেক দিতে হবে যে আপনার উত্তোলনের পদ্ধতি ফরেক্স ব্রোকারে আছে কিনা সেটা দেখে আপনাকে উত্তোলন করতে হবে। আমাদের দেশের ট্রেডাররা সাধারণত স্ক্রীল এবং নেটেলার এই দুই পদ্ধতি অনুসরণ করে থাকে। তাই আমার মনে হয় আপনিও যদি এই দুটোর থেকে যে কোন একটি যদি ব্যবহার করেন তাহলেই ভাল হয়। কারণ এই দুটোই খুবই সুরক্ষিত এবং খুব সহজ।আমিও স্ক্রিল ব্যবহার করে থাকি এখানে ১% হারে কমিশন কাটে এবং কোন প্রকার ঝামেলা ছাড়া উত্তোলন করা যায়। ধন্যবাদ

Nikhil_Halder1966
2019-07-18, 05:47 PM
বাংলাদেশের প্রেক্ষিতে ফরেক্স মার্কেট থেকে প্রফিট উইথড্র দেওয়ার জন্য স্ক্রিল বা নেটেলার সবথেকে সহজ মাধ্যম।ফরেক্স মার্কেট বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধ হওয়ায় বাংলাদেশের কোন ব্যাংক থেকে ফরেক্স মার্কেটে ডিপোজিট করা যায় না। এজন্য বিভিন্ন ই-কমার্স সাইটের সাহায্য নিতে হয়।এক্ষেত্রে বাংলাদেশে স্ক্রিন এবং নেটেলার সহজলভ্য হওয়ায় এদের সাহায্যে ফরেক্সে ডিপোজিট করা যায় এবং ফরেক্স থেকে প্রফিট উইথড্র দেওয়া যায়। বাংলাদেশে স্ক্রিল এবং নেটেলার এর অনেক ক্রেতা থাকায় তাদের কাছে ডলার বিক্রি করা যায়। তাছাড়া স্ক্রিল এবং নেটেলার থেকে বাংলাদেশের লোকাল ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করা যায়।

Rion
2019-07-18, 11:33 PM
ফরেক্স থেকে আয় উত্তলন কারার অনেক গুলো মাধ্যম আাছে।কিন্তু আমি স্কিল ও নেটলার এই দুটোকে এগিয়ে রাখি ।অনেকর আবার মাষ্টার কার্ড ব্যবহার করে কিন্তু মাষ্টার কার্ড খুব সহজে করা যায় না অনেক জামেলা পোহাতে হয়। তবে স্কিল ও নেটলার খোলা খুব সোজা।এই দুটোর মধ্য আমি স্কিল কে এগিয়ে রাখি কারন নেটলার থেকে স্কিলে উত্তলন চর্জ কম।তই আমি স্কিল ব্যবহার করা ভাল মনে করি।

DJSUMON777
2019-07-19, 02:52 AM
এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার পার্সোনাল মতামত হল উইথড্র করার জন্য সবথেকে বেটার মাধ্যম হলো স্ক্রিল একাউন্ট তবে নেটেলার অনেক ভালো দুইটাই অনেক ভালো সার্ভিস পাওয়া যায়। তবে সার্ভিস চার্জ স্ক্রিল্ল এর থেকে নেটেলারে একটু বেশি। কিন্তু দুইটাই ভরসা যোগ্য। আপনি যে কোন একটা ইউজ করে দেখতে পারেন।

MDRIAZ777
2019-07-19, 10:01 AM
ফরেক্স থেকে উপার্জিত অর্থ উঠানোর জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে একজন ট্রেডার এক এক ধরনের মাধ্যম ব্যবহার করে থাকে তবে সব থেকে ফরেক্স থেকে অর্থ উত্তোলনের সহজ এবং দ্রুততম মাধ্যম হলো স্ক্রিল বা মানিবুকার্স এছাড়াও রয়েছে নেটেলার, পে-কো, ওয়েস্টার্ন ইউনিয়ন এর মত পেমেন্ট মেথড গুলো। তবে বাংলাদেশ থেকে অধিকাংশ ফরেক্স ট্রেডাররা তাদের ফরেক্স ট্রেডিং থেকে উপার্জিত অর্থ স্ক্রিল বা মানিবুকার্স এবং নেটেলার এর মাধ্যমে উত্তোলন করে থাকে আর এর প্রধান কারণ হলো উল্লেখিত পেমেন্ট মেথড গুলোর মাধ্যমে অতি অল্প সময়ের ব্যবধানে প্রফিট উত্তোলন করা সম্ভব।

DuckHunt
2019-07-24, 12:40 AM
আমরা প্রত্যেকেই অবগত যে ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন। তাদের মাস্টার কার্ড ইস্যু অনেক ঝামেলার ব্যাপার।

Rajib_Biswas
2019-10-17, 11:50 PM
মানিলন্ডারিংয়ের কারণে ফরেক্স মার্কেট থেকে প্রফিট ব্যাংকের মাধ্যমে উইড্রো করা যায় না। একারণে ফরেক্স মার্কেট থেকে প্রফিট উইথড্র দিতে হলে অনলাইন মানি ট্রান্সফার সিস্টেম যেমন স্ক্রিল, পেপাল ,নেটেলার ,ওয়েব মানি, ওয়েস্টার্ন ইউনিয়ন ইত্যাদি সিস্টেম এর সাহায্য নিতে হয়। তবে এগুলোর মধ্যে বাংলাদেশের সবথেকে সহজলভ্য হলো স্ক্রিল। এ কারণে বাংলাদেশ থেকে যারা ফরেক্স ট্রেডিং করে থাকেন তাদের অধিকাংশই স্ক্রিল এর মাধ্যমে ফরেক্স এ ডিপোজিট এবং উইথড্র করে থাকেন। এছাড়া স্ক্রিলে টাকা ট্রান্সফারের জন্য অন্যান্য সিস্টেম থেকে কম খরচ হয় এবং খুব দ্রুত টাকা ট্রান্সফার করা যায়।

sofiz
2019-10-18, 02:18 AM
আমি এখন পর্যন্ত যতগুলো উইড্র দিয়েছি তার সবই স্ক্রিলে।স্ক্রিল ছারা অন্য কোন মাধ্যম আমি এখনো ব্যাবহার করিনি। এখানে খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যেই উইড্র পাওয়া যায় আর ডিপোজিটের ক্ষেত্রেও খুব সহজেই হয়ে যায়। আমি স্ক্রিলে স্বাচ্ছন্দবোধ করি এবং মনে করি আমাদের দেশের বেশিরভাগ মানুষই স্ক্রিল পছন্দ করে।

MANIK6642
2019-10-18, 06:23 AM
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করলে যে আয় আমরা করি আমরা সেই আয় অনেক মাধ্যমেই উইথড্র করতে পারি।যেমন -ব্যাংক,স্ক্রিল,পেজ া,পেপাল ইত্যাদি।আপনি চাইলে মাস্টারকার্ড ব্যবহার করে এসব মানি উইথড্র কিংবা ইনভেস্ট করতে পারবেন।তবে আমার কাছে উইথড্র এর জন্য সব থেকে ভাল প্রসেস মনে হয় স্ক্রিল এবং নেটেলার।।স্ক্রিল প্রসেস টা ভাল কারণ স্ক্রিলে ফ্রি অনেক কম কাটে।মাত্র ১% ফ্রি কাটে স্ক্রিলে।এছাড়াও লোকাল টান্সফার ইন বাংলাদেশ ব্যবহার করেও ইন্সটাফরেক্সের লোকাল আইবি এর মাধ্যমে অর্থ জমা ও উত্তোলন করতে পারবেন।

KAZIMAJHARULISLAM
2019-10-18, 11:37 AM
ফরেক্স মার্কেট ট্রেডিং করে প্রফিট করা ডলার কয়েকটি মাধ্যমে উইথড্র করা যায়,কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে সবগুলো মাধ্যমে উইথড্র করা সহজ নয় কেননা বাংলাদেশ সরকার এখনও ফরেক্সকে বৈধ ব্যবসা হিসেবে ঘোষণা করেনি, যার ফলে ব্যাংক বা মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করাটা বেশ ঝামেলা দায়ক, এছাড়া স্কিল, নেটেলার, পেপাল, পেজা ইত্যাদির মাধ্যমেও প্রফিট উইথড্র করা যায়, তবে আমার মতে এদের মধ্য থেকে স্ক্রিল একাউন্ট ব্যবহার করে উইথড্র করাটাই সব থেকে সহজ বলে মনে হয়, তবে আপনি চাইলে স্কিল এর পাশাপাশি নেটেলার ব্যবহার করতে পারেন, কারণ এই দুটির গ্রহণযোগ্যতা প্রায় একই সমান।

KGF
2019-10-18, 03:18 PM
আমাদের দেশে এখনো পেপাল আসে নি।তবে স্ক্রীল ও নেটলার দিয়ে ট্রেড করে প্রফিট করা টাকা খুব সহজেই উইথড্রএবল এবং ঐ টাকা সরাসরি ব্যাংক একাউন্ট এ ট্রান্সফার করা যায় । ইন্সটাফরেক্স মাস্টার কার্ড এর যে সুবিধা দিচ্ছে তাতে উত্তোলন খরচ টা অনেক বেশি

KaziBayzid162
2019-10-18, 03:28 PM
একজন ট্রেডার চাইলে বিভিন্ন ধরনের ইন্টারনেট মানি ওয়ালেট যেমন পেপাল ,পেজা ,স্ক্রিল ,নেটেলার ইত্যাদি ব্যবহার করে তার প্রফিটকৃত ডলার উইড্রো করতে পারে, এছাড়া ব্যাংকের সাহায্যে বা মাস্টারকার্ড ব্যবহার করেও ডলার উইথড্র করতে পারে, তবে বাংলাদেশে পেপাল এবং পেজা ব্যবহার করে টাকা উত্তোলনের সুযোগ নেই বললেই চলে, অন্যদিকে ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করা খুবই ঝামেলাপূর্ণ,সেইসা ে মাস্টারকার্ড সবাই করতে পারে না কারণ মাস্টার কার্ড করার জন্য একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখার প্রয়োজন হয়, মূলত এসকল কারণেই একজন ট্রেডার খুব সহজে টাকা উত্তোলন করার জন্য স্ক্রিল বা নেটেলার এর ব্যবহার করে থাকে, তবে নেটেলার থেকে স্কিলের খরচ কম হওয়ায় এটা অনেক বেশি জনপ্রিয়।

souravkumarhazra6763
2019-10-18, 07:17 PM
ফরেক্স মার্কেট এর থেকে উইথদ্র করার জন্য আপনি অনলাইন পেমেন্ট মেথড স্ক্রিল অথবা নেটেলার ব্যবহার করতে পারেন,আমি নেটেলার ব্যবহার করি,উইথদ্র দিলে ১ দিন এর ভিতর আমি আমার পেমেন্ট মেথড এ পেয়ে যাই,ব্যাংক উইথদ্র এবং অন্যান্য ওয়ালেট উথদ্র থেকে নেটেলার স্ক্রিল বেস্ট।

amreta
2020-03-13, 07:46 PM
ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন।

যদি আমরা আপাতত এখানে বাণিজ্য করি, আমরা যদি সময়টি পরিদর্শন করতে থাকি এবং অত্যন্ত চিন্তাভাবনা করে আমাদের ব্যবসাটি চালু রাখি তবে আমরা কখনই ব্যর্থ হব না we আপনি যদি এখানে খুব ভাল বাণিজ্য করতে চান তবে আপনি কখনই হারাবেন না আপনি ভাল লাভ পাবেন আপনি যদি আপনার সময়সূচিটি ভাল করেন এবং আপনি এখানে বাণিজ্য করেন তবে অবশ্যই আপনি অবশ্যই ফরেক্সে লাভ পাবেন। ইচ্ছা

uzzal05
2020-03-13, 08:23 PM
আপনি যে মেথড দিয়ে ডিপোজিট করবেন সেই মেথড দিয়ে টাকা উত্তোলন করতে হবে। আবার যারা ফোরাম পোস্টিং করে অর্জিত ব্যালেন্স দিয়ে ট্রেড করছেন তারা যে কোন পেমেন্ট মেথড দিয়ে উত্তোলন করতে পারবে। আমার দৃষ্টিকোন থেকে স্ক্রীল পেমেন্ট মেথড টি সবেচেয়ে বেশি ভালো কাজ করে।

Lubna1212
2020-03-13, 08:38 PM
আমার পরিচিতি উইথড্র করার জন্য নেটেলার এবং স্কিল একাঙ্কটি ভাল। এই দুদিত যেকোন আমাদের সকলের ডলার উইথড্র্র নামকরণ করা হয়েছে। আমরা যদি সাধারণভাবে বাজারজাত করি তবে তার আগে ট্রেড করতে হবে মাসে এটি আপনার যদি কোনওভাবেই ব্যবহৃত হয় তবে এটিকে আপনার কাছে রাখা উচিত দুটি

saraa
2020-03-14, 11:41 AM
সত্যি কথা বলতে, প্রত্যেকে দ্রুত ধনী হতে চাইবে তবে সমস্যাটি সহজ নয়। এটি দেখতে সহজ বিটের মতো যা মোটেও সহজ নয়। একটি বিষয় যা আমাদের জানতে হবে যে ফরেক্স ট্রেডিং এর খুব কম গোপনীয়তা রয়েছে। বিশেষত উন্নত ব্যবসায়ীদের জন্য, তারা গোপনীয়তাটি জানে এবং এটি তাদেরকে আন্তরিকতার সাথে এবং একযোগে লাভ করতে সহায়তা করে। একদিনে ধনী হয়ে দেউলিয়ার চেয়ে ভাল।

Fxhuman
2020-03-21, 02:37 PM
উইথড্র করার জন্য নেটেলার এবং স্কিল পেজা আরো অনেক ভালো এ্যাকাউন্টটি ভালো । তবে স্ক্রলের মাধ্যমে তোলাকেই আমি বেশি পছন্দ করি তবে স্কিলএ ১% হারে কেটে নেয়া হয়।

martin
2020-03-21, 02:40 PM
আমার মনে হয় মাস্টার কার্ড করতে পারলে ডিপোজিট ও উত্তলন দুইটা করা যাবে ,এই ছাড়া আরো অনেক মাধ্যম আছে, যেমন আমি স্ক্রিল ব্যাবহার করেছি এটা বেশ ভালো।

KGF3010
2020-03-21, 03:05 PM
আপনি ফরেক্সে লাভের টাকা ইউথড্র করতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে।যেমন-ব্যাংক,স্ক্রিল,পেজ া,পেপাল ইত্যাদি।কিন্তু আমার মনে হয় ডিপোজিট করা বা উইথড্র করার জন্য আমার কাছে স্ক্রিল প্রসেস টা বেশি ভাল ম্নে হয় কারন এর ফি অনেক কম কাটে।স্ক্রিলে মাত্র ১% কাটে।

FREEDOM
2020-06-21, 03:39 PM
ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন।

ফরেক্স মার্কেট থেকে উইড্র করার জন্য বিভিন্ন মেথডই ব্যাবহার করতে পারবেন। তবে সবচেয়ে বেশি ব্যাবহিত এবং সুবিধাজনক মেথড হলো স্ক্রিল ও নেটেলার। আমি সবসময়ই এই দুটি মেথডই ব্যাবহার করি। আর আপনার যদি মাস্টার্ড কার্ড থাকে তবে আপনি মাস্টার্ড কার্ড ব্যাবহার করেই উইড্র করতে পারবেন।

Md.shohag
2020-06-21, 03:59 PM
আমার জানামতে উইথড্র করার জন্য নেটেলার এবং স্কিল এ্যাকাউন্টটি ভালো । এই দুুটির যেকোন একটিতে আমরা আমাদের ডলার উইথড্র দিতে পারি । আমরা যদি ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপর ট্রেড করতে পারি তাহলে অবশ্যই মাসে অনেক ডলার উইথড্র দিতে পারব । সুতরাং আপনারা যদি উইথড্র ভালোভাবে দেওয়ার জন্য এই দুটি এ্যাকাউন্ট ব্যবহার করবেন ।

Soh1952
2020-06-21, 04:14 PM
ব্যাক্তিগত ভাবে আমি মুনাফা উত্তলন করার জন্য স্ক্রিল ব্যবহার করি।কেননা স্ক্রিলে উত্তলনে খরচ কম এবং সময় অনেক কম লাগে।তাছাড়া স্ক্রিল থেকে ডলার খুবসহজে ডলার স্থান্তর করা যায়।তাই আমি স্ক্রিল অনেক পছন্দ করি।

samun
2020-06-21, 04:39 PM
ফরেক্স মার্কেট থেকে লাভ হলে আমার mt4 থেকে একাউন্ট এর মাধ্যমে মুনাফা উত্তলন করে থাকি। একেকজন একেক মাধ্যম ব্যবহার করে থাকে। যেমন: স্ক্রিল, নেটেলার, কয়েনবেজ, ড্যাস ওয়ালেট ইত্যাদি। আমি ব্যবহার করি নেটেলার। আমার কাছে নেটেলার একটু সহজ মনে হয়।

KF84
2020-06-22, 05:15 AM
ফরেক্স মার্কেট থেকে প্রফিট উইথড্র দিতে হলে অনলাইন মানি ট্রান্সফার সিস্টেম যেমন স্ক্রিল, পেপাল ,নেটেলার ইত্যাদি সিস্টেম এর সাহায্য নিতে হয় । তবে এগুলোর মধ্যে বাংলাদেশের সবথেকে সহজলভ্য হলো স্ক্রিল আর নেটেলার । এ কারণে বাংলাদেশ থেকে যারা ফরেক্স ট্রেডিং করে থাকেন তাদের অধিকাংশই স্ক্রিল আর নেটেলার এর মাধ্যমে ফরেক্স এ ডিপোজিট এবং উইথড্র করে থাকেন ।

konok
2020-06-22, 05:44 AM
আমার জানামতে উইথড্র করার জন্য নেটেলার এবং স্কিল এ্যাকাউন্টটি ভালো । এই দুুটির যেকোন একটিতে আমরা আমাদের ডলার উইথড্র দিতে পারি । আমরা যদি ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপর ট্রেড করতে পারি তাহলে অবশ্যই মাসে অনেক ডলার উইথড্র দিতে পারব । সুতরাং আপনারা যদি উইথড্র ভালোভাবে দেওয়ার জন্য এই দুটি এ্যাকাউন্ট ব্যবহার করবেন । উইথড্র করার জন্য নেটেলার এবং স্কিল পেজা আরো অনেক ভালো এ্যাকাউন্টটি ভালো । তবে স্ক্রলের মাধ্যমে তোলাকেই আমি বেশি পছন্দ করি তবে স্কিলএ ১% হারে কেটে নেয়া হয়।

Hridoy6763
2020-06-22, 10:09 AM
ফরেক্স মার্কেট থেকে আপনার প্রফিট উইথদ্র করার জন্য অনেক ধরনের গেটওয়ে আছে,আপনি যে কোন গেটওয়ে ব্যবহার করতে পারেন,আমি মনে করি স্ক্রিল এবং নেটেলার ২ পেমেন্ট গেটওয়ে ভালো আপনি যে কোন একটা এর থেকে ব্যবহার করে উইথদ্র করতে পারবেন,স্কিল এ উইথদ্র ফ্রী অনেক কম,তাই আমি এই টা ব্যবহার করে থাকি।

muslima
2020-06-24, 02:22 AM
বাংলাদেশে স্ক্রিলের অনেক ডিলার আছে এবং অনেক বাণিজ্যিক ব্যাংক স্ক্রিল থেকে টাকা লেনদেন করে থাকেন।এছাড়াও স্ক্রিলের ট্রান্সফার ফি অন্যান্য ই-কমার্স সাইটের থেকে অনেক কম।যে জন্য আমার পরিচিত অনেকেই ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য স্ক্রিল ব্যবহার করেন। বাংলাদেশে স্ক্রিন এবং নেটেলার সহজলভ্য হওয়ায় এদের সাহায্যে ফরেক্সে ডিপোজিট করা যায় এবং ফরেক্স থেকে প্রফিট উইথড্র দেওয়া যায়। বাংলাদেশে স্ক্রিল এবং নেটেলার এর অনেক ক্রেতা থাকায় তাদের কাছে ডলার বিক্রি করা যায়।

FATEMAKHATUN
2020-06-24, 06:55 AM
লভ্যাংশ উত্তোলনের জন্য নেটেলার এবং স্কেল দুটোই ভালো। আপনি যে কোন টি ব্যবহার করে আপনার লভ্যাংশ উত্তোলন করতে পারেন।

HASIBURRAHMAN
2020-06-24, 07:37 AM
লভ্যাংশ উত্তোলনের জন্য নেটেলার আমার কাছে ভালো লাগে। তবে আপনি চাইলে যেকোন মাধ্যম ব্যবহার করতে পারেন।

FATEMARUMA
2020-06-24, 07:46 AM
ব্যালেন্স উত্তোলন করার জন্য স্কেল একাউন্ট আমার কাছে পারফেক্ট মনে হয়। টাও না এখান থেকে সহজে মাস্টার কার্ড পাওয়া যায়।

Mahmud1984fx
2020-06-24, 08:57 AM
উইথড্রো করার জন্য কিছু কিছু ব্রোকারের ভিন্ন ভিন্ন নিয়ম থাকলেও হাই লেভেলে ভেরিফাই করা থাকলে তা যে কোন ব্রোকার থেকেই উইথড্রো করা যায়। আগে অন্যান্য ব্রোকারে ট্রেড করতাম-ভেরিফাই ছিল বিধায় উইথড্রো সমস্যা হতো না। ইনস্টাফরেক্স থেকে যদি ও এখনো উইথড্রো করিনি তারপারেও বিভিন্ন ভাবে জানতে পেরেছি যে, অন্যান্য ব্রোকারের তুলনায় ইনস্টাফরেক্স থেকে উইথড্রো করা সহজ। তবে ভেরিফাই থাকতে হবে। মাধ্যম হিসাবে স্ক্রিল,নেটেলার বা মাস্টার কার্ড ব্যবহার করা যায়।

Hredy
2020-06-24, 10:40 AM
ভাই আমি জানি তো ইনিস্তা ফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেস দিয়ে ডিপজিট করবেন সে প্রসেস দিয়ে টাকা তুলতে হবে নয়ত উইথদ্র করতে দিবে না।তবে আমার মতে স্ক্রিল পেমেন্ট প্রসেস ডলার উঠানোর জন্য ভাল প্রসেস ভাল।কারন এতে আপনার ১৫ ফি নেই।

Suriya Sultana Hira
2020-06-24, 11:24 PM
ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে ডলার উইথড্র করার জন্য কোন পেমেন্ট প্রসেসর ভালো সেই সম্পর্কে আমার কোনো ধারনাই নাই । তার কারন হলো আমি এখনো পর্যন্ত কোনো প্রকার অর্থ ফরেক্স মার্কেটের থেকে উত্তলন করতে পারিনি । তবে আমি আমার বন্ধুর কাছে শুনেছি যে অনলাইন পেমেন্ট প্রসেসর এর মাধ্যমে টাকা উইথড্র দেওয়ার জন্য স্ক্রিল,,, নেটেলার,,, মাস্টারকার্ড,,, ভিসা কার্ড ইত্যাদি আরো ভালো ভালো অনেক পেমেন্ট প্রসেসর আছে ,,,,,, ধন্যবাদ ।

IFXmehedi
2020-06-25, 12:14 AM
ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন।

আপনি যেকোনো আন্তর্জাতিক পেমেন্ট মেথড ব্যবহার করে আপনার অর্জিত প্রফিট আপনি উইথড্র করতে পারেন । সেই দিক থেকে আমাদের বাংলাদেশে সব পেমেন্ট মেথড এর সুবিধা ভালো না । তাই আপনি যদি নেটেলার অথবা স্ক্রিল ব্যবহার করেন তাহলে আপনি খুবই সহজভাবে আপনার অর্জিত মুনাফা আপনার ব্যাংক আচ্চউন্ট এ নিয়ে আসতে পারবেন ।

Starship
2020-08-15, 03:07 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচাইতে জনপ্রিয় হলো অনলাইন ব্যাংক। এগুলোর মধ্যে রয়েছে স্ক্রিল একাউন্ট, নেটেলার, মাস্টার কার্ড, মানি ব্রোকার। এসব একাউন্টের মাধ্যমে আপনি সহজে প্রকৃত অংশ উইড্র করতে পারবেন। পরবর্তীতে এই সকল একাউন্ট থেকে ব্যাংকের মাধ্যমে আপনি ক্যাশ করতে পারবেন। ব্যাংক ব্যতীত ট্রান্সলেট কোন ব্যক্তি দ্বারাও আপনি ডলার ক্যাশ করতে পারেন। এগুলোর মধ্যে থেকে আমি স্ক্রিল অ্যাকাউন্ট এর মাধ্যমে প্রফিট উইথড্র করে থাকি।

milu
2020-08-15, 05:50 PM
ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য সব থেকে সহজ মাধ্যম হলো স্ক্রিল।কারণ বাংলাদেশে স্ক্রিলের অনেক ডিলার আছে এবং অনেক বাণিজ্যিক ব্যাংক স্ক্রিল থেকে টাকা লেনদেন করে থাকেন।এছাড়াও স্ক্রিলের ট্রান্সফার ফি অন্যান্য ই-কমার্স সাইটের থেকে অনেক কম।তবে আমার কাছে পার্সোনাল মত। ফরেক্স এ উইথড্র এর জন্য স্কিল মানিবুকারস সব থেকে ভাল পেমেন্ট মেথড।আমার পরিচিত যারা সবাই এই মেথড ইউজ করে।

NEWVISION2020
2020-08-15, 07:02 PM
আপনি ঠিকই বলেছেন ইনস্টা ফরেক্স ব্রোকার আমাদেরকে কিছু বাড়তি সুবিধা প্রদান করে থাকে আর যার জন্যই তারা দীর্ঘদিন যাবৎ বিশ্বের এক নাম্বার প্রকার হিসেবে টিকে রয়েছে।অর্থাৎ ইনস্টা ফরেক্স ব্রোকারের আওতায় কোন একাউন্টে আপনি যে প্রেমেন্ট মেথড ব্যবহার করে ডিপোজিট করুন না কেন উইথড্র করার সময় আপনি আপনার পছন্দমত পেমেন্ট মেথড ব্যবহার করতে পারবেন। তবে যদি আপনার মাস্টার কার্ড থাকে তাহলে আপনি আপনার প্রফিট সরাসরি মাস্টারকার্ডে উইথড্র করতে পারেন।কিন্তু যদি মাস্টারকার্ড না থাকে তাহলে নেটেলার বা স্কিলের সহযোগিতা নিতে পারেন। কেননা আমি প্রায় দুই বছর যাবত স্কিল এবং নেটেলার ব্যবহার করে আমার প্রফিট উইথড্র করে থাকি এবং এখন পর্যন্ত কোন প্রকার কোন সমস্যার সম্মুখীন হয়নি তাই আমার কাছে নেটেলার স্কিল একাউন্ট উইথড্র করার জন্য বেটার বলে মনে হয়।

jimislam
2020-09-06, 12:21 PM
আমার কাছে ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য সব থেকে সহজ মাধ্যম হলো স্ক্রিল।কারণ বাংলাদেশে স্ক্রিলের অনেক ডিলার আছে এবং অনেক বাণিজ্যিক ব্যাংক স্ক্রিল থেকে টাকা লেনদেন করে থাকেন। বিশেষত উন্নত ব্যবসায়ীদের জন্য, তারা গোপনীয়তাটি জানে এবং এটি তাদেরকে আন্তরিকতার সাথে এবং একযোগে লাভ করতে সহায়তা করে। একদিনে ধনী হয়ে দেউলিয়ার চেয়ে ভাল।

Sakib42
2020-09-06, 02:41 PM
ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন।

একেকজনের কাছে একেক টি প্রতিষ্ঠানবাদ ব্যাংক পছন্দনীয় তাদের কাছে যেতে ভালো লাগে তারা সেটা দিয়ে উইথ ড্র করে থাকেন এবং ইন্সটাফরেক্সের মাধ্যমে এই উইথড্র প্রসেস সম্পন্ন করে থাকে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো স্ক্রীল কে কারন আমি এই প্রতিষ্ঠানটি মাধ্যমে উইথ ড্র সম্পন্ন করে থাকি এবং তারা খুব ভাল সার্ভিস দেয় আমার মনে হয় আমার পাশাপাশি এইখানে আরো অনেকেই আছে যারা এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে থাকে

sss21
2020-09-06, 02:43 PM
আপনি যদি নগদ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে যে পেমেন্ট এ টাকা ইনভেস্ট করবেন ঊত্তোলনের সময় ঠিক সে পেমেন্ট আমাদের ব্যবহার করতে হবে। এটা ইন্সটা ফরেক্স এর একটি নিয়ম। এখানে আপনি অন্য মাধ্যমে ঊঠাতে পারবেন না। আর মাস্টাকার্ড দিয়ে কিভাবে তোলা যায় সেটি আমার জানা নেই।

EmonFX
2020-09-06, 03:00 PM
আসলে উইথড্রর ক্ষেত্রে বিভিন্ন ব্রোকার ভিন্ন ভিন্ন পদ্ধতি ফলো করে। সাধারণ নিয়ম হলো আপনি যে মেথডে ডিপোজিট করবেন সেই মেথডেই উইথড্র করতে হবে। তবে ইনস্টাফরেক্সে আপনি যে পদ্ধতিতেই ডিপোজিট করেন, মাস্টার্ড কার্ডের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আমার মতে উইথড্র এর ক্ষেত্রে নোটেবল স্কিল একাউন্ট পদ্ধতি ভালো।

Sid
2020-11-17, 11:21 AM
ভাই আমি জানি তো ইনিস্তা ফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেস দিয়ে ডিপজিট করবেন সে প্রসেস দিয়ে টাকা তুলতে হবে নয়ত উইথদ্র করতে দিবে না।তবে আমার মতে স্ক্রিল পেমেন্ট প্রসেস ডলার উঠানোর জন্য ভাল প্রসেস ভাল।কারন এতে আপনার ১৫ ফি নেই।

FRK75
2020-11-17, 02:40 PM
যে মেথড দিয়ে ডিপোজিট করবেন সেই মেথড দিয়ে টাকা উত্তোলন করতে হবে। আবার যারা ফোরাম পোস্টিং করে অর্জিত ব্যালেন্স দিয়ে ট্রেড করছেন তারা যে কোন পেমেন্ট মেথড দিয়ে উত্তোলন করতে পারবে। আমার দৃষ্টিকোন থেকে স্ক্রীল পেমেন্ট মেথড টি সবেচেয়ে বেশি ভালো কাজ করে।

Tariq
2020-11-17, 02:47 PM
আপনি যদি নগদ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে যে পেমেন্ট এ টাকা ইনভেস্ট করবেন ঊত্তোলনের সময় ঠিক সে পেমেন্ট আমাদের ব্যবহার করতে হবে। এটা ইন্সটা ফরেক্স এর একটি নিয়ম। এখানে আপনি অন্য মাধ্যমে ঊঠাতে পারবেন না। আর মাস্টাকার্ড দিয়ে কিভাবে তোলা যায় সেটি আমার জানা নেই।

Theuniversel
2020-11-17, 03:18 PM
ফরেক্সে পেমেন্ট এবং টাকা উঠানোর জন্য আমি মনে করি নেটেলার সবথেকে ভালো একটি মাধ্যম স্কিল ও রয়েছে কিন্তু বর্তমানে আমাদের প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই আমি মনে করি পড়েছে প্রেমেন্ট এবং টাকা উঠানোর জন্য সবথেকে ভালো নেটেলার এখান থেকে আপনি সহজেই পেমেন্ট করতে পারবেন এবং টাকা উঠাতে পারবেন। এবং বিভিন্ন মাস্টারকার্ডের রয়েছে যার মাধ্যমে টাকা পেমেন্ট এবং উঠানো সম্ভব কিন্তু আমাদের বাংলাদেশের জন্য মাস্টারকার্ড খুবই দুর্লভ মাস্টার কার্ড প্রত্যেকটি বিষয় আপনি ব্যবহার করতে পারবেন এবং যেকোন পেমেন্ট মেথড আপনি এড করতে পারবেন কোন সমস্যার সম্মুখীন হতে হবে না তাই আমি মনে করি মাস্টারকার্ড খুব আমাদের সফলতার চাবিকাঠি কিন্তু যদি এত সহজে তৈরি করতে পারেন।

zakia
2020-11-18, 10:58 AM
ফরেক্স এ উইথড্র করার জন্য আমি মনে করি সবথেকে ভাল অপশন হল স্ক্রিল মানিবুকারস এটা আমার পর্সোনাল মতামত তবে শুনেছি অনেকে নেটেলারও ব্যাবহার করে তবে আমার পরিচিত যারা যারা আছেন সবাই স্ক্রিল এই ইউজ করে উইথড্র করার জন্য। আমার গুরুর ভাষ্যমতে, তিনি প্রায় ১০ বছর যাবত ফরেক্সের সাথে জড়িত আছেন তিনি বলেন তার দেখা সবথেকে ভাল অপশন হল স্ক্রিল এবং তিনি এটা নিজেও দীর্ঘদিন ধরে ইউজ করে আসছেন। আমার কাছে ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য সব থেকে সহজ মাধ্যম হলো স্ক্রিল।কারণ বাংলাদেশে স্ক্রিলের অনেক ডিলার আছে এবং অনেক বাণিজ্যিক ব্যাংক স্ক্রিল থেকে টাকা লেনদেন করে থাকেন।এছাড়াও স্ক্রিলের ট্রান্সফার ফি অন্যান্য ই-কমার্স সাইটের থেকে অনেক কম।যে জন্য আমার পরিচিত অনেকেই ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য স্ক্রিল ব্যবহার করেন।

FRK75
2021-07-03, 08:59 AM
ফরেক্স মার্কেট থেকে প্রফিট উইথড্র দেওয়ার জন্য স্ক্রিল বা নেটেলার সবথেকে সহজ মাধ্যম।ফরেক্স মার্কেট বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধ হওয়ায় বাংলাদেশের কোন ব্যাংক থেকে ফরেক্স মার্কেটে ডিপোজিট করা যায় না। এজন্য বিভিন্ন ই-কমার্স সাইটের সাহায্য নিতে হয়।এক্ষেত্রে বাংলাদেশে স্ক্রিন এবং নেটেলার সহজলভ্য হওয়ায় এদের সাহায্যে ফরেক্সে ডিপোজিট করা যায় এবং ফরেক্স থেকে প্রফিট উইথড্র দেওয়া যায়। বাংলাদেশে স্ক্রিল এবং নেটেলার এর অনেক ক্রেতা থাকায় তাদের কাছে ডলার বিক্রি করা যায়। তাছাড়া স্ক্রিল এবং নেটেলার থেকে বাংলাদেশের লোকাল ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করা যায়।

FRK75
2021-08-23, 07:56 PM
টাকা উত্তোলনের জন্য সব থেকে সহজ মাধ্যম হলো স্ক্রিল।কারণ বাংলাদেশে স্ক্রিলের অনেক ডিলার আছে এবং অনেক বাণিজ্যিক ব্যাংক স্ক্রিল থেকে টাকা লেনদেন করে থাকেন।এছাড়াও স্ক্রিলের ট্রান্সফার ফি অন্যান্য ই-কমার্স সাইটের থেকে অনেক কম।যে জন্য আমার পরিচিত অনেকেই ফরেক্স থেকে টাকা উত্তোলনের জন্য স্ক্রিল ব্যবহার করেন।

Mas26
2021-08-23, 08:11 PM
ফরেক্স ফরেক্স মার্কেটে উড্রো করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে এক্ষেত্রে আমি সাধারণত কয়েন বেজে উইড্রো করে থাকি বা ডিপোজিট করে থাকি আসলে কয়েনবেজে আমার কাছে ইজি মনে হয়েছে এবং আমি প্রথম অবস্থা থেকেই কয়েনবেস দিয়ে উড্রো করেছি তাই আমার কাছে কয়েন বেজ বেস্ট মনে হয়।

Smd
2021-11-14, 07:50 PM
আমি স্কিল ও নেটলার এই দুটোকে এগিয়ে রাখি ।অনেকর আবার মাষ্টার কার্ড ব্যবহার করে কিন্তু মাষ্টার কার্ড খুব সহজে করা যায় না অনেক জামেলা পোহাতে হয়। তবে স্কিল ও নেটলার খোলা খুব সোজা।এই দুটোর মধ্য আমি স্কিল কে এগিয়ে রাখি কারন নেটলার থেকে স্কিলে উত্তলন চার্জ কম। আপনি চাইলে মাস্টারকার্ড ব্যবহার করে এসব মানি উইথড্র কিংবা ইনভেস্ট করতে পারবেন।তবে আমার কাছে উইথড্র এর জন্য সব থেকে ভাল প্রসেস মনে হয় স্ক্রিল এবং নেটেলার।।স্ক্রিল প্রসেস টা ভাল কারণ স্ক্রিলে ফ্রি অনেক কম কাটে।মাত্র ১% ফ্রি কাটে স্ক্রিলে।

Mas26
2021-11-14, 09:49 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন আমি শুনেছি মাস্টার কার্ড করতে পারলে ডিপোজিট ও উত্তলন দুইটা করা যাবে আপনি ফরেক্সে লাভের টাকা ইউথড্র করতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে।যেমন-ব্যাংক,স্ক্রিল,পেজ া,পেপাল ইত্যাদি।কিন্তু আমার মনে হয় ডিপোজিট করা বা উইথড্র করার জন্য আমার কাছে স্ক্রিল প্রসেস টা বেশি ভাল,এই ছাড়া আরো অনেক মাধ্যম আছে, আসলে কোন মাধ্যমটা সবছেয় সহজ তা ঠিক বলতে পারছিনা।

FRK75
2022-07-16, 10:51 PM
পরিচিতি উইথড্র করার জন্য নেটেলার এবং স্কিল একাঙ্কটি ভাল। এই দুদিত যেকোন আমাদের সকলের ডলার উইথড্র্র নামকরণ করা হয়েছে। আমরা যদি সাধারণভাবে বাজারজাত করি তবে তার আগে ট্রেড করতে হবে মাসে এটি আপনার যদি কোনওভাবেই ব্যবহৃত হয় তবে এটিকে আপনার কাছে রাখা উচিত দুটিফরেক্স মার্কেট থেকে উইড্র করার জন্য বিভিন্ন মেথডই ব্যাবহার করতে পারবেন। তবে সবচেয়ে বেশি ব্যাবহিত এবং সুবিধাজনক মেথড হলো স্ক্রিল ও নেটেলার। আমি সবসময়ই এই দুটি মেথডই ব্যাবহার করি। আর আপনার যদি মাস্টার্ড কার্ড থাকে তবে আপনি মাস্টার্ড কার্ড ব্যাবহার করেই উইড্র করতে পারবেন।

Starship
2022-07-17, 12:15 PM
আমরা জানি ফরে ট্রেড করে প্রফিট উইটোর যাওয়ার জন্য বিভিন্ন মেথড রয়েছে উক্ত মেথড গুলোর মধ্যে কোনটির সবচাইতে উত্তম সেটি আপনাকে নির্বাচন করতে হবে। আমি বর্তমানে স্কিল অ্যাকাউন্ট ব্যবহার করে প্রফিট করে থাকি। আমার মতে স্কিল সবচাইতে সর্বোত্তম মাধ্যম প্রফিট উইড্র দেওয়ার জন্য। স্কেলের মাধ্যমে প্রফিট উইথড্র দেওয়ার ফলে আমি সহজে আমার ব্যাংক কিংবা যে কোন মাধ্যমে লেনদেন করতে পারি এছাড়াও স্কিল ডলারের চাহিদা অনেক বেশি। পাশাপাশি নেটেলার আপনি দিতে পারেন এটাও একটু ভালো মাধ্যম প্রফিট উইড্রো দেওয়ার জন্য। তবে আমি বলব স্ক্রিল একাউন্টের মাধ্যমে প্রফেট উইথ দেওয়া আমার জন্য সহজ।

Rexon
2022-07-17, 10:46 PM
ইন্সটা ফরেক্স এর সিস্টেম হলো আপনি যা মেথড দিয়ে ডলার ডিপোজিট করবেন সেটা দিয়েই আপনাকে উইথড্র করতে হবে | তবে উইথড্র করার জন্য কিছু ট্রাস্টেড ব্রোকার যেমন - স্ক্রিল, পেয়ার, ওয়েবমানি, কোইনবাসে ইত্যাদি | আর মাস্টারকার্ড এবং ভিসা দিয়েও পেমেন্ট নেয়া যাবে | তাই আপনার যেভাবে সুবিধা আপনি ঐভাবে ডিপোজিট এবং পেমেন্ট নিতে পারবেন |

Mas26
2022-07-17, 11:15 PM
আপনি ফরেক্সে লাভের টাকা ইউথড্র করতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে। সত্যি করে বলতে পারব না যে, যে কোন ম্যাথড দিয়ে ডিপোজিট করলে তা মাষ্টার কার্ড দিয়ে উত্তোলন করা যায় কিনা। তবে এ টুকু বলতে পারব ইনেস্টা ফরেক্স এ মাষ্টার কার্ড বাদে আপনি যে ম্যাথড দিয়েই ডিপোজিট করেন না কেন সেই ম্যাথড দিয়েই আপনাকে ডলার উত্তোলন করতে হবে। অন্য কোন ম্যাথড দিয়ে আপনি সেই ডলার উত্তোলন করতে পারবে না।যেমন=ব্যাংক,স্ক ্রিল,পেজা,পেপাল ইত্যাদি।কিন্তু আমার মনে হয় ডিপোজিট করা বা উইথড্র করার জন্য আমার কাছে স্ক্রিল প্রসেস টা বেশি ভাল ম্নে হয় কারন এর ফি অনেক কম কাটে।স্ক্রিলে মাত্র 3% কাটে।

samun
2022-11-24, 07:24 PM
উইথড্র করার জন্য নেটেলার এবং স্কিল একাঙ্কটি ভাল। এই দুদিত যেকোন আমাদের সকলের ডলার উইথড্র্র নামকরণ করা হয়েছে। আমরা যদি সাধারণভাবে বাজারজাত করি তবে তার আগে ট্রেড করতে হবে মাসে এটি আপনার যদি কোনওভাবেই ব্যবহৃত হয়। একটি বিষয় যা আমাদের জানতে হবে যে ফরেক্স ট্রেডিং এর খুব কম গোপনীয়তা রয়েছে। বিশেষত উন্নত ব্যবসায়ীদের জন্য, তারা গোপনীয়তাটি জানে এবং এটি তাদেরকে আন্তরিকতার সাথে এবং একযোগে লাভ করতে সহায়তা করে। একদিনে ধনী হয়ে দেউলিয়ার চেয়ে ভাল।

Smd
2023-07-23, 07:06 PM
প্রফিট উইথড্র দিতে হলে অনলাইন মানি ট্রান্সফার সিস্টেম যেমন স্ক্রিল, পেপাল ,নেটেলার ইত্যাদি সিস্টেম এর সাহায্য নিতে হয় । তবে এগুলোর মধ্যে বাংলাদেশের সবথেকে সহজলভ্য হলো স্ক্রিল আর নেটেলার । এ কারণে বাংলাদেশ থেকে যারা ফরেক্স ট্রেডিং করে থাকেন তাদের অধিকাংশই স্ক্রিল আর নেটেলার। আপনার প্রফিট উইথদ্র করার জন্য অনেক ধরনের গেটওয়ে আছে,আপনি যে কোন গেটওয়ে ব্যবহার করতে পারেন,আমি মনে করি স্ক্রিল এবং নেটেলার ২ পেমেন্ট গেটওয়ে ভালো আপনি যে কোন একটা এর থেকে ব্যবহার করে উইথদ্র করতে পারবেন।

shohedullaearn
2023-07-23, 07:38 PM
আমাদের দেশে তেমন ধরনের কোন অনলাইন ব্যাংকিং সেবা না থাকায় আমাদের উইথড্র করার জন্য উপায় খুব সীমিত আমার জানামতে স্কিল এবং পেপালের মাধ্যমে উঠানো সম্ভব।

sss21
2023-08-30, 09:53 AM
আমরা প্রত্যেকেই অবগত যে ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন। তাদের মাস্টার কার্ড ইস্যু অনেক ঝামেলার ব্যাপার।

Mas26
2023-08-30, 11:58 PM
উইথড্র করার জন্য নেটেলার এবং স্কিল পেজা আরো অনেক ভালো এ্যাকাউন্টটি ভালো । তবে স্ক্রলের মাধ্যমে তোলাকেই আমি বেশি পছন্দ করি তবে স্কিলএ ১% হারে কেটে নেয়া হয়।