PDA

View Full Version : ফরেক্স ব্রোকার তাদের সাথে অ্যাকাউন্ট সত্



HasanXM
2016-08-27, 12:57 AM
অনেক ফরেক্স ব্রোকার তাদের সাথে অ্যাকাউন্ট সত্যায়িত করা ছাড়া ডলার জমা/উত্তোলন (deposit/withdrawal)করতে দেয় না অথবা বিভিন্ন প্রতিবন্ধকতা আরোপ করে। এটা করতে তারা বাধ্য হয় তাদের রেগুলেটরদের মানি লন্ডারিং নীতিমালা মেনে চলার জন্য। সেক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত দুই ধরনের ডকুমেন্টের স্ক্যান আপনাকে আপলোড করতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে -

আপনার পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান আপনার ছবি ভেরিফিকেশন এর জন্য।
বিদ্যুৎ / গ্যাস / পানির বিল অথবা ইন্টারনেট/মোবাইল বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান আপনার ঠিকানা ভেরিফিকেশন এর জন্য।
এটা আন্তর্জাতিক নিয়ম। তবে সব বিভিন্ন দেশের রেগুলেশন আলাদা আলাদা। আর তাই কিছু ফরেক্স ব্রোকার ভেরিফিকেশন করতে বলে না।

RUBEL MIAH
2017-04-27, 06:07 PM
বিভিন্ন দেশের রেগুলেশন আলাদা আলাদা । আর তাই কিছু ফরেক্স ব্রোকার ভেরিফিকেশন করতে বলে না । সেক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত দুই ধরনের ডকুমেন্টের স্ক্যান আপনাকে আপলোড করতে হবে । আমরা বেশী করে ডেমো ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-04-27, 09:47 PM
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷আমাদের রিয়েল ট্রেডিং একাউন্টের অধিক নিরাপত্তার জন্যই এই ভেরিফিকেশন করে নেওয়াটা খুবই জরুরী ও গুরুত্ত্বপূর্ণ বিষয়৷নতুন ট্রেডারগণ কখোনোই ভেরিফিকেশন ব্যাতীত রিয়েল একাউন্টে ট্রেড করবেন না৷সাবধান!এতে আপনার পুজিঁ ও প্রফিট উত্তোলন করতে সমস্যা হবে৷

uzzal05
2017-05-23, 03:28 PM
ফরেক্স ব্রোকার এ একাউন্ট করে আমাদের ভেরিফাই করা অত্যন্ত জরুরী। কারব ভেরিফাই ছাড়া আপনি একাউন্ট থেকে টাকা উঠাতে পারবেন না। এখানে দুই ধরনের ভেরিফাই করতে হয়। প্রথম লেভেল এবং হাইয়ার লেভেল ভেরিফাই।

uzzal05
2017-05-24, 10:55 AM
প্রায় প্রত্যক ব্রোকারই ভেরিফাই ছাড়া আপনাকে টাকা উঠাতে দিতে দিবে। আপনাকে অব্যশোই হাই লেভেল ভেরিফাই হতে হবে। আপনি যখন ভেরফাই করবে তখন তছেকে আপনি ডলার উত্তোলন করতে পারবেন। তার আগে আপনি উত্তোলন করতে পারবেন না।

maziz6989
2018-01-20, 11:21 AM
বিভিন্ন দেশের রেগুলেশন আলাদা আলাদা । আর তাই কিছু ফরেক্স ব্রোকার ভেরিফিকেশন করতে বলে না । সেক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত দুই ধরনের ডকুমেন্টের স্ক্যান আপনাকে আপলোড করতে হবে । আমরা বেশী করে ডেমো ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

এর সাথে ডেমো ট্রেডিং এর কি সম্পর্ক বুঝলাম না। কেউ কি আমাকে ডেমো ট্রেড করার সাথে একাউন্ট ভেরিফিকেশন এর সম্পর্ক এর কারণ বুঝিয়ে দিয়ে পারবেন। আমি সত্যিই কনফিউজ।

01797733223
2018-01-20, 06:32 PM
ভাই এখানে আপনি, আমি কিংবা আমরা সকলেই ঐ একই প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে সামনে এগুতে হবে। তাই এখানে ট্রেডিং জগতে পা রাখার জন্য আমাদের কারো না কারো মাধ্যমে হয়ে এবং তাদের সকল রুলস ও রেগুলেশন আমাদের সকলকেই মেনে এখানে অবস্থান করা অপরিহার্য। তাই ফরেক্স ব্রোকাররা যে নীতিমালা এখানে প্রণয়ন করেছেন সেটা আমাদের সকলেরই মান্য করে চলতে হবে এখানে।

expkhaled
2018-01-20, 06:33 PM
ফরেক্স এ ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড একই প্ল্যাটফর্ম এখানে ভীন্নতা হলো রিয়েল ট্রেড এ লাভ হলে তুলতে পারবেন আর ডেমো ট্রেড এ যতই লাভ করেন আপনি লাভ তুলতে পারবেন না। ডেমো ট্রেড করতে হলে কোন প্রকারের ভেরিফিকেশন প্রয়োজন হয় না। কিন্তু রিয়েল একাউন্ট এ ট্রেড করতে হলে অবশ্যই ভেরিফিকেশনের প্রয়োজন আছে। আপনাকে আপনার পরিচয় বহনকারী সবধরনের ডকুমেন্টস দিতে হবে যেমন : এনআইডি/ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স/ ইউটিলিটি বিলের কপি/ ব্যাংক ষ্টেটমেন্ট কপি ইত্যাদি।

samun
2021-11-09, 10:41 PM
ফরেক্স মার্কেটের ব্রোকার একটি নয় বরং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ব্রোকার রয়েছে এর ভিতরে এশিয়ার সবথেকে জনপ্রিয় একটি ব্রোকার হল ইন্সটাফরেক্স সাধারণত আমাদের দক্ষিণ এশিয়ার অধিকাংশ মানুষ ফরেক্স মার্কেটে ইন্সটাফরেক্স কাজ করে থাকে তবে এই ব্রোকার হাউজের কাজ করতে গেলে অবশ্যই একাউন্ট কে যথোপযুক্তভাবে ভেরিফাই করতে হবে না হলে মার্কেট থেকে প্রতিটি উত্তোলন করা সম্ভব হবে না এবং পরবর্তীতে যেকোনো একটি কারণবশত ব্রোকার হাউজ থেকে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে এটি সম্পূর্ণ একজন ট্রেডারের নিরাপত্তার স্বার্থে এসকল ভেরিফাইয়ের অপরচুনিটি গুলো করেছে

Mas26
2024-03-15, 03:54 PM
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷আমাদের রিয়েল ট্রেডিং একাউন্টের অধিক নিরাপত্তার জন্যই এই ভেরিফিকেশন করে নেওয়াটা খুবই জরুরী ও গুরুত্ত্বপূর্ণ বিষয়৷নতুন ট্রেডারগণ কখোনোই ভেরিফিকেশন ব্যাতীত রিয়েল একাউন্টে ট্রেড করবেন না৷সাবধান!এতে আপনার পুজিঁ ও প্রফিট উত্তোলন করতে সমস্যা হবে।

Mas26
2024-03-15, 03:55 PM
ফরেক্স এ ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড একই প্ল্যাটফর্ম এখানে ভীন্নতা হলো রিয়েল ট্রেড এ লাভ হলে তুলতে পারবেন আর ডেমো ট্রেড এ যতই লাভ করেন আপনি লাভ তুলতে পারবেন না। ডেমো ট্রেড করতে হলে কোন প্রকারের ভেরিফিকেশন প্রয়োজন হয় না। কিন্তু রিয়েল একাউন্ট এ ট্রেড করতে হলে অবশ্যই ভেরিফিকেশনের প্রয়োজন আছে। আপনাকে আপনার পরিচয় বহনকারী সবধরনের ডকুমেন্টস দিতে হবে যেমন : এনআইডি/ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স/ ইউটিলিটি বিলের কপি/ ব্যাংক ষ্টেটমেন্ট কপি ইত্যাদি।

Ranger
2024-03-17, 05:07 PM
ভাই এখানে আপনি, আমি কিংবা আমরা সকলেই ঐ একই প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে সামনে এগুতে হবে। তাই এখানে ট্রেডিং জগতে পা রাখার জন্য আমাদের কারো না কারো মাধ্যমে হয়ে এবং তাদের সকল রুলস ও রেগুলেশন আমাদের সকলকেই মেনে এখানে অবস্থান করা অপরিহার্য। তাই ফরেক্স ব্রোকাররা যে নীতিমালা এখানে প্রণয়ন করেছেন সেটা আমাদের সকলেরই মান্য করে চলতে হবে এখানে।

Mas26
2024-03-25, 02:24 PM
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷আমাদের রিয়েল ট্রেডিং একাউন্টের অধিক নিরাপত্তার জন্যই এই ভেরিফিকেশন করে নেওয়াটা খুবই জরুরী ও গুরুত্ত্বপূর্ণ বিষয়৷নতুন ট্রেডারগণ কখোনোই ভেরিফিকেশন ব্যাতীত রিয়েল একাউন্টে ট্রেড করবেন না৷সাবধান!এতে আপনার পুজিঁ ও প্রফিট উত্তোলন করতে সমস্যা হবে৷