PDA

View Full Version : হারান ক্যাপিটাল পুনরুদ্ধার করা কঠিনঃ



HasanXM
2016-08-27, 01:03 AM
আপনি যদি আপনার অ্যাকাউন্টের ৫০% হারান, তাহলে আপনাকে লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ১০০% লাভ করতে হবে। আর যদি ৭৫% হারান, তবে নতুন ব্যালেন্সের ৩০০% প্রফিট করতে হবে শুধুমাত্র পূর্বের লস রিকভার করার জন্য। তাই আপনি যদি একবার বিরাট লস করে তারপর সেই লস রিকভার নিয়ে ব্যস্ত থাকেন, তবে প্রফিট করবে কে?

এখানেই চ্যালেঞ্জ। চেষ্টা করে দেখুন ডেমো অ্যাকাউন্টে ৩০০% অথবা আপনার রিয়েল অ্যাকাউন্টে অন্তত ১০০% প্রফিট করতে পারেন কিনা। এটা অতটা সহজ হবেনা। মানি ম্যানেজমেন্ট এই জন্যেই গুরুত্বপূর্ণ।

RUBEL MIAH
2016-12-23, 08:59 AM
কথাটা সম্পূর্ণ সত্য । অামরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব । কেননা হারানো ক্যাপিট্যাল অবশ্যই পুনরুদ্ধার করা খুবই কঠিন । আমরা যদি লিভারেজ সব সময় কমিয়ে নেব তাহলেই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।

msisohel
2016-12-23, 10:22 AM
আমাদের প্রবাদ আছে যে, বেচার সময় লাভের চিন্তা না করে কেনার সময় লাভের চিন্তা কর। অর্থাৎ প্রতি টি সিদ্ধান্ত ভেবে চিন্তে কর।

vampire
2016-12-23, 11:01 AM
আপনার কাপিটাল যদি একবার হারিয়ে গেলে তা ফিরে আর আসবে না।কারন লস তট লসই।তাই মানি ম্যানেজম্যান্ট করা খুবই গুরুত্বপুর্ন একজন ট্রেডারের জন্য।আপনি যদি মানি ম্যানেজম্যান্ট মেনে ছোট ছোট রিস্ক মেনে ট্রেড ওপেন করেন তাহলে আপনি লাভ অবশ্যই করতে পারবেন।

Mamun13
2017-11-03, 07:57 AM
হারানো ক্যাপিটাল পুনুরূদ্ধার করার চিন্তা-চেষ্টা মাথা থেকে বাদ দিয়ে নতুন ভাবে নিজেকে প্রস্তুত করা জরুরী৷যদি পেছনের লস পুনুরূদ্ধার নিয়েই চিন্তায় থাকেন তাহলে মার্কেটের বর্তমান ও ভবিষ্যত এনালাইসিস করতে সমস্যা হবে৷যা অতীত তা বাদ দিয়ে সামনের দিকে এনালাইসিস করার জন্য এগিয়ে যেতে হবে৷কারন লস হবেই আর লস হলেই যে প্রফিটের সুযোগ একেবারে শেষ হয়ে গেল তা কিন্তু নয় বরং আজ লস দিলেন তো আগামী কালকে অনেক প্রফিট অপেক্ষায় থাকে,থাকবে৷তাই প্রথমে ডেমো প্র্যাকটিস করে করে ভালো করে দক্ষ হয়ে তারপরে রিয়েল ট্রেডে আসলে লস না করে বরং নিয়মিত প্রফিটই করতে পারবেন৷

01797733223
2017-11-03, 05:52 PM
সুন্দর পোষ্ট । হারনো ক্যাপিটেল ফেরত পাওয়া অবশ্যই কঠিন , তবে অসম্ভব নয় । আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করেন , তাহলে আপনার এই হারানো ক্যাপিটেল পুনরুদ্ধার করা নিয়ে চিন্তা থাকবে না । ধরুন আপনি ১০০ ডলারের ২% রিস্ক নিয়ে ট্রেড করছেন । এখন আপনার আর.টু.আর হলো ১:২ । আপনি ৪টি ট্রেড করেছেন যার ২টি প্রফিট এবং ২টি লস । তাহলে আপনার নীট ব্যালেন্স:
লস ট্রেড : ২x২=৪ ডলার
প্রফিট ট্রেড : ৪x২=৮ ডলার
নীট প্রফিট : ৮-৪=৪ ডলার ।
এক্ষেত্রে আপনার মানি ম্যানেজমেন্ট সঠিক হওয়ার কারনে আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হলো না ।

iloveyou
2018-02-20, 09:04 PM
হ্যা ভাই একদম সত্যই বলেছেন। ফরেক্স মার্কেটে হারনো ক্যাপিটেল পুণরায় ফেরত পাওয়া বা রিকভার করা আসলেই অনেক কঠিণ। তবে এটাকে এখানে যদি আপনি একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন, যে আপনাকে যেভাবেই হোক এই লসটাকে পুণরায় রিকভার করে প্রফিট করতে হবে। তাহলেই আপনি নিঃসন্ধেহে সামনে গিয়ে সাফল্য অর্জন করতে পারবেন। তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ধৈর্য্যের উপর ভিত্তি করে।

maziz6989
2018-02-20, 10:24 PM
সহমত আবার দ্বিমতও আছে। এখানে কোন কিছুই অসম্ভব নয়। আমি নিজেই অনেকবার তা করেছি। তবে কষ্ট হয় এটা সত্য। এবারও আমি এই মিশনে নামব হয়তবা আগামী মাস থেকে। দেখা যাক কি হয়। তবে বিশ্বাস আছে এবারই পারব না হলে নতুবা আর কখনও না।

Grimm
2018-02-21, 12:28 AM
আপনি যদি আপনার হারানো মুলধন একদিনেই পুরুদ্ধার করতে চান তাহলে তা কখনই আপনি করতে পারবেন না। আর আমার মনে হয় প্রায় সকল নতুন ট্রেডাররা তাই করেন যার ফলে তারা কখনই সফল হতে পারে না। আপনি যদি এই ব্যবসায় বেশিদিন টিকে থেকে সফলভাবে মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে আর হারানো মুলধনের পুনরুদ্ধার এর কথা মাথা থেকে বাদ দিতে হবে, কারণ সেই চিন্তা আপনাকে কখনই সঠিক সিদ্ধান্ত নিতে দিবে না।

Mahidul84
2018-02-21, 07:11 PM
আসলে হারানো ক্যাপিল্টাল পুরুদ্ধার করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। আর যদি এটা করতে চান তাহলে আপনি এটা সম্পূর্ণ ভুল ধারণা করছেন। কারণ এটা খুবই কঠিন একটি মার্কেট আর এই মার্কেট সম্পর্কে জানার জন্য আমি মনে করি প্রচুর জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন। যেটা অর্জন করতে চাইলে আপনাকে অনেক বেশি পরিশ্রম এবং ধৈর্য্য সহকারে দীর্ঘদিন মার্কেটে অবস্থান করতে হবে। যখন আপনি ভালভাবে আপনার ট্রেডিং কৌশলগুলো পরিচালনায় সক্ষম হতে পারবেন তখন হয়তো বা আপনি আপনার হারানো ক্যাপিল্টাল ফিরিয়ে আনতে কিছুটা সক্ষম হতে পারবেন।

riponinsta
2018-04-26, 12:15 PM
আপনি অনেক ভাল একটা পোস্ট করছেন একবার লস করলে সেই লস তুলা অনেক কঠিন হয়ে যায় তাই ফরেক্স মার্কেট এ সবাই কম রিস্ক নিয়ে ট্রেড করে যাতে করে অনেক বেশি লস না হয়ে যায় আর যা রিস্ক নেয় তার থেকে অনেক বেশি ডলার টিপি দেয় যাতে করে ৩ টা ট্রেড এর লস একটা ট্রেড এ উঠে যায় আপনি ও যদি এই ভাবে ট্রেড করেন তাহলে আপনি ও আপনার লাভ করতে পারবেন লস কম হবে

expkhaled
2018-05-03, 09:44 AM
আসলে দেখতে হবে বড় লস কারা করেন যারা ট্রেডারই না তারাই বড় লস করেন। ফরেক্স কোন রকমের বিদ্যা না নিয়ে এসে ১০০ডলার ডিপোজিট করে ১ লটে ট্রেড করতে থাকলে সেখানে লস তো হবেই। লস হয় তাদের যারা আসলে ফরেক্স এর ব্যাপারে বিদ্যা গ্রহন করেন নাই। আর যত সময় নিয়ে ডেমোতে ট্রেড করবেন তত লসের পরিমান কমবে। তবে ডেমো ট্রেড করতে হবে সঠিক প্রক্রিয়ায়। কারন এখানে লাভ করা বড় কথা নয় লাভ কে ধরে রাখা এবং কিভাবে লাভ করতে হবে সেটা শিখা।

alamsat
2018-05-03, 11:57 AM
ট্রেডিং এ লাভ লস হবেই. কারণ এটি ট্রেডিং এর একটি ধর্ম. তাই আমরা লস এর কথা বাদ দিয়া কিভাবে অনেক অনেক লাভ করা যাই এ জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে এনালিসিস করার দরকার. কারণ এনালিসিস না করে ট্রেডিং করলে আবার ও অনেক অনেক লস হতে পারে. তাই আমি বলবো ভালো করে ডেমো ট্রেডিং করে মার্কেট সম্পর্কে জানার পর একটি ট্রেড ওপেন করুন. কারণ বার বার লস করলে ট্রেড করতে একদম ভালো লাগে না. হয়তো আপনি ট্রেডিং বাদ ও দিতে পারেন. তাই কোনো ক্রমে ভুল ট্রেড ওপেন করা যাবে না.

uzzal05
2018-05-31, 09:38 AM
আমাদের সবসময় একটা জিনিস ভাবা উচিত আর সেটা হচ্ছে যে একটি ট্রেড এ লাভ না চিন্তা করে লস ও হতে পারে। সেই চিন্তা করে যদি ট্রেড করা হয় তাহলে আমরা কম রিসক নিয়ে ট্রেড করব। আর একবার বড় ধরনের লসে পড়ে সেটা রিকভার করা অনেক কঠিন।

expkhaled
2018-05-31, 08:34 PM
ফরেক্স ট্রেড এ লস হবে এটা সত্য। কিন্তু লসটা কিভাবে মেইনটেইন করা যায় সেটা নিয়ে ভাল পরিকল্পনা আগে থেকেই রাখতে হবে। সেই কারনেই মানিম্যানেজমেন্ট করা গুরুত্বপূর্ন। নবাগত ট্রেডারগন কোন প্রকারের সিস্টেম এবং মানিম্যানেজমেন্ট ফলো করেন না যার কারনে লস অনেক বেশী করেন। আর যদি কিছু অংশ লস হয় তাহলে আপনি রিয়েল ট্রেডিং করবেন না। আপনি আগে ডেমো ট্রেড করে নিজেকে লাভ করার মত উপযুক্ত হিসাবে তৈরী করে নিতে হবে। আর লাভ করা যদি শিখতে না পারেন লাভ কিভাবে করবেন। আপনাকে আগে উপযুক্ত হতে হবে মার্কেট এ ট্রেড করার জন্য।

jyotibiswas000035
2018-06-01, 12:51 AM
মনে করুন আপনি ফরেক্সে ট্রেড করতে গিয়ে কিছু লস করেছেন এই লসকে রিকভার করতে গেরে সর্ব প্রথম আপনাকে লসের কারন খুজে বের করতে হবে এর পর সঠিক ট্রেডিং কেৌশলের আলোকে আবারও ট্রেড করতে হবে তবে কোনক্রমেই মানিম্যানেজমেন্ট এবং মার্কেট অ্যানালাইসিসকে অগ্রাহ্য করা যাবে না।

shohedullaearn
2023-07-27, 11:10 AM
হারানো মূলধন পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব বললেই চলে কিন্তু আবার অতটা অসম্ভব নয় যদি দৃঢ়তার সাথে আপনি কাজ করতে পারেন তাহলে এটা সম্ভব। কিন্তু বড়সড়ও এমাউন্টের মূলধন যদি আপনি লস করে বসেন তাহলে ওটা সম্পর্কে আমার ধারণা নাই যে আপনি উঠাতে পারবেন কিনা কারণ কি যতটা কষ্ট করে আপনি বড় মূলধন গুছিয়েছেন তার চেয়ে আরো তিনগুণ কষ্ট করতে হবে মূলধন উঠাতে হলে।

Luckyboy
2023-07-27, 02:29 PM
মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে তবে আপনি কখনোই লস করবেন না আর যে লঞ্চটা আপনি করবেন সেইটা যেকোনো সময় আপনি রিকভার করতে পারবেন যদি আপনি মানে ম্যানেজমেন্ট সম্পর্কে না জানেন যতই আপনি ভালো ট্রেডিং করেন অথবা ভালো রোবট ইউজ করেন আপনি রিকভারি করতে পারবেন না তাই আপনাকে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে প্রচুর ধারণা নিতে হবে।