PDA

View Full Version : স্কালপিং করেন তাদের জন্য নিউজ ট্রেডিং



HasanXM
2016-08-27, 09:48 AM
ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে। যারা স্কালপিং করেন তাদের জন্য নিউজ ট্রেডিং আশীর্বাদস্বরুপ কারণ নিউজ রিলিজ হওয়ার ৫-১০ মিনিটেই ৩০-৫০ পিপস মুভ হতে পারে। সেটা নির্ভর করে কতটুকু গুরুত্বপূর্ণ নিউজ সেটার উপরে।

Ritu
2016-08-28, 05:02 PM
স্কাল্পিং মানে অল্প সময়ের ট্রেড আর লং মানে অনেক বড় বা অনেক সময় যে ট্রেড রাখা হয় । আমি বলতে পারি অল্প সময়ের ট্রেড আর লং মানে অনেক বড় বা অনেক সমইয়ের ট্রেড সব খানেই ফরেক্স নিউজ অনেক প্রয়োজন । ফরেক্স নিউজ ছাড়া আমি কখনো ট্রেড করি না আর আসা করি আগামিতেও করবো না ।

motiar
2016-08-28, 06:15 PM
যারা স্ক্লপিং করে তাদের জন্ন নিউজ ফলোকরে ট্রেড করা ভাল । তবে আবার বিপদের কারন ও হতে পারে । কেনা মারকেট কোনদিকে যাবে সেটা বুঝা খুবি মুস্কিল আর পরিবরতন আসে এত দ্রুত যে সিদ্দান্ত নেয়ার সময় পাওয়আ যায় না তাই সাবধান ।

sheam
2016-08-29, 03:18 PM
রাইট বলেছেন ভাই আমি ও তাই মনে করি। স্কাল্পিং যদি নিউস দেখে ভালভাবে বুঝে করা যার তাহলে খুব সহজেই ভাল প্রফিট ফরেক্স থেকে করা দম্ভব। কিন্তু নিউজ না বুঝে করা মানে এর উল্টো ঘটা। তাই নিউজ ভালভাবে এনালাইসিস করতে হবে।

RUBEL MIAH
2016-12-25, 12:14 PM
আমরা স্ক্যাল্পিং করে ট্রেড কখনোই করব না কারণ ফরেক্স ব্যবসা আমরা যদি লং ট্রেড করতে পারি তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা ভালোভাবে এ্যানালাইসিস করতে থাকব তাহলেই আমরা সফলকাম হতে পারব । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।

eshahid
2016-12-25, 12:21 PM
স্ক্যাল্পিং যারা করে তাদের জন্য নিউজ খুব গুরুত্যপূর্ণ। তবে স্ক্যাল্পিং করে ফরেক্স এ টিকে থাকা মুসকিল হয়ে পড়বে। স্ক্যাল্পিং না করে যদি লং ট্রেড করা হয় তাহলে সফল হওয়া সম্ভব। আর নিউজ ছাড়া মার্কেটের মুভমেন্ট হয় খুব ধীরে ধীরে। স্ক্যাল্পিং করলে প্রত্যেকটা ট্রেড এর স্থায়িত্য হয় খুব অল্প সময়।

MADADEE
2016-12-28, 09:34 PM
ফরেক্স মার্কেটে আয় নির্ভর করে দক্ষতার উপর । যে ট্রেডার যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় ট্রেড ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

yasir
2017-03-26, 10:11 AM
আমার মনে হয় ফরেক্স ব্যবসা আমরা যদি লং ট্রেড করতে পারি তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা ভালোভাবে এ্যানালাইসিস করতে থাকব তাহলেই আমরা সফলকাম হতে পারব । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।

reser
2017-03-30, 12:05 AM
স্কালপিং করাটা একটু বেশি রিস্কি বলে মনে হয় তাই স্ক্যাল্পিং না করে যদি লং ট্রেড করা হয় তাহলে সফল হওয়া সম্ভব। আর নিউজ ছাড়া মার্কেটের মুভমেন্ট হয় খুব ধীরে ধীরে। স্ক্যাল্পিং করলে প্রত্যেকটা ট্রেড এর স্থায়িত্য হয় খুব অল্প সময়।

Mamun13
2017-04-01, 12:37 AM
নতুন ট্রেডারদের জন্য শর্ট ট্রেডিং বা স্ক্যালপিং করা খুবই রি্স্কি৷আবার নিউজ আওয়ারে ট্রেড করা তো আরো রি্স্কি হয়৷অথচ আপনি বলছেন "আশির্বাদ"৷আমি বাস্তবে দেখলাম এই নিউজ আওয়ারেই বহু ট্রেডারদের ব্যালেন্স শুন্য হয়ে যায়৷কারণ নিউজ ট্রেডিং সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই৷তবে অভিজ্ঞ ট্রেডারদের ক্ষেত্রে নিঊজ ট্রেডিং ও স্ক্যালপিং আশির্বাদ হতে পারে৷ আবার সাবধান !!এই কথার লোভে পড়ে নতুন কোনো অনভিজ্ঞ ট্রেডার নিউজ আওয়ারে স্ক্যালপিং করতে যাবেন না৷তাহলে হিরো থেকে জীরো হয়ে যাবেন৷

uzzal05
2017-06-11, 06:34 AM
ট্রেডাররা নিউজের সময় ও স্কাল্পিং করে থাকে। নিউজ এর সময় স্ক্লাপিং করে দ্রুত প্রফিট নেওয়া যেতে পারে। প্রফিট করতে পারলে ই হলো। কারন অন্যান্য সময়ে মার্কেট কম মুভ করে। তাই দ্রুত প্রফিট করতে পারলে তারাতারি একাউন্ট ব্যালেন্স বারানো যাবে।

Momen
2017-07-24, 12:29 PM
হ্যা, যারা নিউজ ট্রেড করেন তাদের জন্য স্ক্যল্পিং অনেক বড় একটি সুবিধা। কেননা, নিউজের সময় মার্কেট যথেষ্ট পরিমান মুভ করে থাকে। দেখা গেছে নিউজ এর পর ৫-১০ মিনিতের ভিতর নিউজ এর ইম্প্যাক্ট অনুযায়ী মার্কেট ৫০-৬০ পিপস পর্যন্ত মুভ করে। তাই, যারা স্ক্যাল্পিং করেন তারা সব সময় মার্কেট এর নিউজ এর উপর বেশি বেশি নজর রাখবেন।

FREEDOM
2020-09-30, 05:22 PM
নতুন ট্রেডারদের জন্য শর্ট ট্রেডিং বা স্ক্যালপিং করা খুবই রি্স্কি৷আবার নিউজ আওয়ারে ট্রেড করা তো আরো রি্স্কি হয়৷অথচ আপনি বলছেন "আশির্বাদ"৷আমি বাস্তবে দেখলাম এই নিউজ আওয়ারেই বহু ট্রেডারদের ব্যালেন্স শুন্য হয়ে যায়৷কারণ নিউজ ট্রেডিং সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই৷তবে অভিজ্ঞ ট্রেডারদের ক্ষেত্রে নিঊজ ট্রেডিং ও স্ক্যালপিং আশির্বাদ হতে পারে৷ আবার সাবধান !!এই কথার লোভে পড়ে নতুন কোনো অনভিজ্ঞ ট্রেডার নিউজ আওয়ারে স্ক্যালপিং করতে যাবেন না৷তাহলে হিরো থেকে জীরো হয়ে যাবেন৷