PDA

View Full Version : ভাল একটি মানি ম্যানেজমেন্ট কিভাবে করবো?



HasanXM
2016-08-27, 09:57 AM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।

RUBEL MIAH
2016-08-27, 07:20 PM
মানি ম্যানেজমেন্ট করতে হলে অবশ্যই একজন ট্রেডারের প্রচুর ধৈর্য্যের প্রয়োজন । যার যত বেশী ধৈর্য্য রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সব সময় অধিক পরিমানে ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব ।

Ritu
2016-08-28, 02:57 PM
ট্রেড করার আগে ভাল মানি ম্যানেজমেন্ট করলে অনেক প্রফিট করা যায় । তবে খুব কম সংখ্যক ট্রেডার ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারে । আমি যদিও নতুন তাই ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারি না । কিন্তু আমি মনে করি একটা সময়ে আমি অনেক ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারবো ও সে সময় আমি ও অনেক প্রফিট করতে পারবো । ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে অনেক ওয়েবসাইট খুজতে হবে ।

mithunsarkar
2016-11-30, 11:43 PM
ফরেক্স এ দুংখ- কস্ট বা আনন্দের জায়গা হতে পারে এটা হছে ব্যবসার উপর ভিত্তি করে ।দুংখ-কস্ট কখন অনুভব হবে যখন একজন ট্রেডার ট্রেডের ক্ষেত্রে ভাল ফল দেখা পাছে না আর আনন্দের জায়গা হবে যখন একজন ট্রেডার ভাল ফল পেয়ে যাছে।তবে আমার মতে ফরেক্স এ দুংখ -কস্টের চেয়ে আনন্দের জায়গা বেশি।

MdMintuHossen692
2016-12-01, 03:21 AM
ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে ফরেক্স নিয়ে পড়াশোনা করতে হবে আপনাকে অবশ্যই লটের হিসাব বুঝতে হবে আপনি যাদি লটের হিসাব বুঝেন তবে আপনি ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেবেন ।

Puja Roy
2016-12-01, 11:40 AM
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট টা খুব দরকারি কারন। যে যত ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারে সে তত বেশি ভাল ভাবে সফল হতে পারে। আর এটা করতে গেলে আপনাকে সব সময় লটের হিসাব জানতে হবে কাওরন লটের হিসাভ না জানলে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না।

ONLINE IT
2016-12-01, 12:59 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনার লস হবেই। তাই ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন। আসলে আপনি যখন ট্রেডে বসবেন তখন ট্রেড ওপেন করার আগে নিজের ব্যালেন্স সম্পর্কে অবগত হন। মনে করুন না এটাই আপনার জীবনের শেষ ইনভেষ্টমেন্ট। তারপরে ট্রেড শুরু করুন।

ONLINE IT
2016-12-01, 01:05 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনার লস হবেই। তাই ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন। আসলে আপনি যখন ট্রেডে বসবেন তখন ট্রেড ওপেন করার আগে নিজের ব্যালেন্স সম্পর্কে অবগত হন। মনে করুন না এটাই আপনার জীবনের শেষ ইনভেষ্টমেন্ট। তারপরে ট্রেড শুরু করুন।

uzzal05
2016-12-01, 04:19 PM
ফরেক্স এ মানি মেনেজমেন্ট না মেনে যারা ট্রেড করে তারাই বেশি লস করে থাকে। মানি মেনেজমেন্ট ছাড়া ফরেক্স এ কেউ টিকে থাকতে পারে নি। আর কেউ পারব ও না। আপনার একাউন্ট এ যাই ব্যলেন্স থাক না কেন আপনি একাউন্ট এর ২-৫% রিস্ক মেনে ট্রেড করবেন।

Competitor
2016-12-31, 06:00 PM
ভালো মানিম্যানেজমেন্ট করতে পারা মানেই খুব ভালোভাবে দক্ষতার সহিত নিজের ফরেক্স একাউন্ট পরিচালিত করতে পারা । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে সফল হতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে এই মার্কেটে ট্রেডিং সিস্টেমটা ধরতে হবে । মানিম্যানেজমেন্ট হতে হবে বাস্তবসম্মত এবং মার্কেটের পরিস্থিতিতির সাথে সামঞ্জস্যপূূর্ণ ।

MONIRABEGUM8080
2016-12-31, 07:17 PM
আসলে প্রথমে মানিম্যানেজমেন্ট কি সেটি আপনাকে বুঝতে হবে কারন এটি ফরেক্স ট্রেডিংয়ের অনেক জরুরী একটি বিষয়। মানিম্যানেজমেন্ট হল আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যে পরিমান ব্যালেন্স রয়েছে সে অনুযায়ী কত লটে ট্রেড করলে আপনার একাউন্টটি বড় ধরনের প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে তার পরিকল্প না বিশেষ।

millatbd
2016-12-31, 07:33 PM
ভাল মানি ম্যানেজমেন্ট একদিনে তো শেখা যাবে না। এটা নিয়মিত চর্চা করতে হবে। এজন্য ইন্টারনেটে প্রচুল ব্লগ আছে তা পড়তে হবে ও চর্চা করতে হবে।

JOY33665577
2016-12-31, 09:23 PM
ভাই ফরেক্স মাকেটে আমি আপনার মত নতুন তাই আমিও জানিনা ফরেক্স মাকেটে কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় | আপনি যদি কখন জানতে পারেন তবে আপনি আমাকে জানাবেন আপনার কাছ থেকে উপকারিত হব |

Skfarid
2017-01-01, 01:39 PM
ফরেক্স ট্রেড করার সময় আপনাকে বিষেশ করে যে বিষয় টি গুরুত্ব দিতে হবে সেটি হলো মানি ম্যানেজমেন্ট। আপনি যতি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করেন তাহলে যে কোন সময় আপনার ব্যালেন্স ০০ হয়ে যাবার সম্ভাবনা বেশি। আর যদি আপনি আপনার ব্যালেন্স অনুপাতে ট্রেড করেন তাহলে আপনার ভাবে সম্ভাবনা না থাকলেও বশি লসের সম্ভাবনা কম।

Biswo72
2017-01-04, 11:26 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।
ভাল মানি ম্যানেজমেন্টের কিছু নিয়ম রয়েছেঃ
১. অ্যাকাউন্টের ছোট পার্সেনটেজ নিয়ে রিস্ক নিনঃ

অ্যাকাউন্টের ছোট পার্সেনটেজ রিস্ক নেয়া কেন গুরুত্বপূর্ণ? এর কারন হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে। প্রথমে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে, তারপর প্রফিটের কথা ভাবতে হবে।
ভালো ট্রেডার তারাই যারা তাদের অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন।
যদি আপনি কম রিস্ক নিয়ে ট্রেড করেন তবে কোন ট্রেডে আপনার লস অনেক বেশী হলেও চাইলে আপনি আপনার ট্রেডটিকে হোল্ড করতে পারবেন।
২. হারান ক্যাপিটাল পুনরুদ্ধার করা কঠিনঃ
আপনি যদি আপনার অ্যাকাউন্টের ৫০% হারান, তাহলে আপনাকে লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ১০০% লাভ করতে হবে। আর যদি ৭৫% হারান, তবে নতুন ব্যালেন্সের ৩০০% প্রফিট করতে হবে শুধুমাত্র পূর্বের লস রিকভার করার জন্য। তাই আপনি যদি একবার বিরাট লস করে তারপর সেই লস রিকভার নিয়ে ব্যস্ত থাকেন, তবে প্রফিট করবে কে?
এখানেই চ্যালেঞ্জ। চেষ্টা করে দেখুন ডেমো অ্যাকাউন্টে ৩০০% অথবা আপনার রিয়েল অ্যাকাউন্টে অন্তত ১০০% প্রফিট করতে পারেন কিনা। এটা অতটা সহজ হবেনা। মানি ম্যানেজমেন্ট এই জন্যেই গুরুত্বপূর্ণ।
৩. ট্রেড করার আগে রিস্কঃরিওয়ার্ড রেশিও হিসাব করুনঃ

যখন একটি ট্রেডে লস করার সম্ভবনা প্রফিট করার থেকে বেশী, তখন ট্রেড করা থেকে বিরত থাকুন। সবসময় ট্রেড করতে হবে এমন কোন কথা নেই।

উদাহরনসরূপঃ
১. ৪০ পিপস লস vs ৩০ পিপস প্রফিট
২. ২০ পিপস লস vs ২০ পিপস প্রফিট

২টি উদাহরনই বাজে রিস্ক ম্যানেজমেন্টের উদাহরন।

একটি ট্রেড ওপেন করার আগে এটা নিশ্চিত করুন যে রিস্ক:রিওয়ার্ড রেশিও অন্তত ১:২ (১:৩ রেশিও বা এর থেকে বেশী ভাল)।
এর মানে হচ্ছে আপনার এমন একটি ট্রেডই ওপেন করা উচিত যেটাতে আপনার লস করার সম্ভবনা থেকে লাভের সম্ভবনা ততগুন হবে। যেমনঃ আপনি ৩০ পিপস লস করার পরিপেক্ষিতে ১০০ পিপস লাভ করতে পারবেন এমন ট্রেডে এন্ট্রি করাই বুদ্ধিমানের কাজ।

আপনি যদি মানি ম্যানেজমেন্টের এই রুলসটি সঠিকভাবে মেনে চলেন, তবে তা পরবর্তীতে আপনাকে সাফল্য পেতে এবং স্ট্যাবল প্রফিট পেতে সাহায্য করবে।

msisohel
2017-01-05, 11:04 AM
মানি ম্যানেজমেন্ট- আপনার যা পুঁজি আছে তা বুঝে শুনে ব্যবহার করা ও সঠিক ভাবে মানে লাভজনক ভাবে ব্যবহার করা। এ জন্য আপনাকে মার্কেট লট সম্পর্কে জানতে হবে। স্টপ লস সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কত ভ্লিউম এ ট্রেড করবেন এবং কত ডলার পর্যন্ত লস নিবেন এবং লাভ করার টার্গেট অর্থাৎ টি পি নির্ধারণ করে ট্রেড করতে হবে।

md noor hasan
2017-01-11, 03:32 PM
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনার লস হবেই। তাই ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন। আসলে আপনি যখন ট্রেডে বসবেন তখন ট্রেড ওপেন করার আগে নিজের ব্যালেন্স সম্পর্কে অবগত হন। মনে করুন না এটাই আপনার জীবনের শেষ ইনভেষ্টমেন্ট। তারপরে ট্রেড শুরু করুন।

riponhosen
2017-01-11, 03:54 PM
ফরেক্স মার্কেতে মানি ম্যানেজমেন্ট না জানলে না বুঝলে ফরেক্স থেকে লাভ আশা করা যায় না ।তাই সবার আগে মানি ম্যানেজমেন্ট জানতে হবে এ জন্যে আপনি একজন ভাল ট্রেডার এর স্বরনাপন্য হতে পারেন আর আমি মনে করি আপনার কি পরিমান ডলার আছে তার উপর নির্ভর করবে আপনার ট্রেড ওপেন করার লট সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনি প্রতি দশ ডলারের হিসাব করে এক সেন্ড করে নিয়ে ট্রেড ওপেন করবেন তাহলে দেখবেন আপনার ব্যলান্স হারানোর ভয় থাকবে না আর আমি এইভাবেই মানি ম্যানেজমেন্ট করে থাকি ।

riponinsta
2017-01-11, 04:57 PM
আপনাকে ফরেক্স মার্কেট এ টেড করতে হলে মানি ম্যানেজমেন্ট জানতে হবে আপনি ভাল মানি ম্যানেজমেন্ট পারলে আপনি খুব সহ্জ এ ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবেন তাই আপনার উচিত ফরেক্স মার্কেট এ টেড করতে হলে মানি ম্যানেজমেন্ট ভাল করে সিখে টেড করতে হবে । আমি ও ভাল মানি ম্যানেজমেন্ট বুঝতাম না অনেক পরে সিখছি মানি ম্যানেজমেন্ট ।

martin
2017-03-31, 02:13 PM
স্বাভাবিকভাবেই ভালো মানিম্যানেজমেন্ট করতে পারা মানেই খুব ভালোভাবে দক্ষতার সহিত নিজের ফরেক্স একাউন্ট পরিচালিত করতে পারা । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে সফল হতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে এই মার্কেটে ট্রেডিং সিস্টেমটা ধরতে হবে । মানিম্যানেজমেন্ট হতে হবে বাস্তবসম্মত এবং মার্কেটের পরিস্থিতিতির সাথে সামঞ্জস্যপূূর্ণ ।

nbfx
2017-04-04, 11:01 PM
মানি ম্যানেজমেন্টের অনেক নিয়ম নীতি আছে। আর রিস্ক হলো আপনার মূলধনের অনুপাতে প্রতিটি ট্রেডে কতটুকু লস বহন করবেন। অনেক কিছুই ভাবতে হয় আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে চলার জন্য। আমি এমন একটি পদ্ধতির কথা আপনাকে বলব যার মাধ্যমে খুব সহজেই মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। অতিরিক্ত সময় আর আলাদা হিসাব নিকাশ এর দরকার পরবে না। শুধুমাত্র লিভারেজ সেট করুন ১: ১০ । আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার মূলধন থাকবে সুরক্ষিত। আপনি যদি লিভারেজ ১:১০ সেট করেন তাহলে চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না।

uzzal05
2017-05-28, 01:06 PM
মানি মেনেজমেন্ট নিয়ে অনেকের সমস্যা আছে। কিছু দিন আগে ও আমি মেনি মেনেজমেন্ট মেনে ট্রেড করতাম না। কিন্তু দেখলাম যে আসলে মানি মেনেজমেন্ট না মেনে ট্রেড করে ফরেক্স এ টিকে থাকা সম্ভব না। একাউন্ট যাই ব্যালেন্স থাকুক না কেন ৫% এর বেশি রিস্ক না নেওয়াই ভালো। যদি ১০০ ডলার থাকে তাহলে একই সাথে সর্বোচ্চ । .০৫ সেন্ট এর একটা ট্রেড অপেন করতে হবে।

Mamun13
2018-01-19, 09:57 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।

'ভাল একটি মানি মেনেজমেন্ট কিভাবে করবো ?'- তা কিন্তু আপনি বলেন নাই৷বলে দেওয়াটা আপনার উচিৎ ছিল৷যাই হোক,সবাই জেনে রাখুন-ভাল ভাবে মানি মেনেজমেন্ট করতে হলে অবশ্যই সঠিকভাবে রিস্ক ও রিওয়ার্ড রেশিও সঠিক ভাবে ফলো করতে হবে৷এজন্য আপনাকে যথাযথ ভাবে স্টপলস ও টেকপ্রফিট সেট করতে হবে যেন রিস্ক ও রিওয়ার্ড রেশিও 1:3 বা 1:4 অথবা 1:5 হয়৷আর এজন্য প্রথমেই আপনাকে আপনার ট্রেডিং চার্টের সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলোকে চিনতে হবে৷

al amin
2018-02-26, 01:34 PM
ভাল মানি ম্যানেজমেন্ট একদিনে তো শেখা যাবে না। এটা নিয়মিত চর্চা করতে হবে। এজন্য ইন্টারনেটে প্রচুল ব্লগ আছে তা পড়তে হবে ও চর্চা করতে হবে।

iloveyou
2018-02-26, 08:48 PM
ভাই প্রতিটি ট্রেডে আপনার মানি ম্যানেজ ম্যান্ট ভিন্ন ভিন্ন টাইপের হবে। এবং সেটা নির্ভর করবে আপনার স্টপ লস এবং টেক প্রফিটের ভিত্তিতে। তবে আপনি যদি আপনি যদি লিভারেজ বেশি রাখেন তাহলে আরেকটু ভিন্ন হবে। সুতরাং আপনার রিস্ক রেসিওটা ১ঃ২ রেখে মানি ম্যানেজ ম্যান্ট করতে পারলে ভাল হয় আরকি, এখন আপনি লিভারেজ যাই নেন না কেন।

sofi
2018-04-20, 11:30 PM
ফরেক্স ট্রেড করার সময় আপনাকে বিষেশ করে যে বিষয় টি গুরুত্ব দিতে হবে সেটি হলো মানি ম্যানেজমেন্ট। আপনি যতি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করেন তাহলে যে কোন সময় আপনার ব্যালেন্স ০০ হয়ে যাবার সম্ভাবনা বেশি। আর যদি আপনি আপনার ব্যালেন্স অনুপাতে ট্রেড করেন তাহলে আপনার ভাবে সম্ভাবনা না থাকলেও বশি লসের সম্ভাবনা কম।

hasem79
2018-04-21, 06:42 AM
সত্যি কথা হল আমরা যে পরিমাণ ব্যালান্স নিয়ে এই মার্কেট এ লাফাই ঝাপাই তাতে আর যা হোক ঠিকমত মানি ম্যানেজমেন্ট/ট্রেড ম্যানেজমেন্ট ফলো করতে গেলে আর ট্রেড করা লাগবে না। তাই আমি বলব আপনি মানি ম্যানেজমেন্ট তখনই ফলো করেন যখন আপনি একটা হ্যান্ডসাম এমাউন্ট নিয়ে ট্রেড করছেন বা করবেন।

uzzal05
2018-06-05, 12:07 PM
ভালো মানি ম্যানেজমেন্ট বলতে একই সাথে আপনি ১০০ ডলার এর একাউন্টে ৫% এর বেশি রিস্ক নিবেন না। অর্থাৎ একটি বা একাধিক ট্রেড মিলিয়ে আপনাকে ০.০৫ সেন্ট এর বেশি যেন লট সােইজ ব্যবহার না করা হয়। একসাথে ৫ টা ট্রেড ওপেন করলে যেন ০.০১ সেন্ট এর হয়।

expkhaled
2018-06-05, 03:24 PM
ভাল মানিম্যানেজমেন্ট আসলে অভিজ্ঞতার বিষয়। আপনি যখন ডেমো ট্রেড করবেন তখন থেকেই মানিম্যানেজমেন্ট করতে হবে। যখন আপনি নতুন শুরু করবেন তখন ১% রিস্ক নিয়ে ট্রেড করবেন যদি ৬ মাস এর মধ্যে আপনার একাউন্টে লাভ যোগ হয় তাহলে বুঝতে পারবেন মানিম্যানেজমেন্ট ঠিক মত কাজ করছে। যেমন : আপনার যদি ১০০ ডলারের একাউন্ট হয় তাহলে ১% রিস্ক হলে লট সাইজ হবে ০.০১ এবং রিস্ক টু রিওয়ার্ড হবে ১:২ তাহলে ১ ডলার স্টপলস এবং ২ ডলার টেকপ্রফিট হবে। তাহলে আপনি যদি ১০টি ট্রেড এর মাধ্যে ৪টি তেও আপনি উইন করেন তাহলে আপনি লাভবান থাকবেন।

sr ritu
2018-09-19, 11:24 AM
মানি ম্যানেজমেন্ট- আপনার যা পুঁজি আছে তা বুঝে শুনে ব্যবহার করা ও সঠিক ভাবে মানে লাভজনক ভাবে ব্যবহার করা। এ জন্য আপনাকে মার্কেট লট সম্পর্কে জানতে হবে। স্টপ লস সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কত ভ্লিউম এ ট্রেড করবেন এবং কত ডলার পর্যন্ত লস নিবেন এবং লাভ করার টার্গেট অর্থাৎ টি পি নির্ধারণ করে ট্রেড করতে হবে।

Montu Zaman
2019-06-10, 04:32 PM
মানি ম্যানেজমেন্ট হল ফরেক্সে মার্কেটের একমাত্র হলিগ্রেইল, আর মানি ম্যানেজমেন্ট ছাড়া কেউ টিকে থাকতে পারে না। এ ব্যাপারে উদাহরণ ধরুন আপনি সমুদ্রে নেমেছেন সমুদ্র ভ্রমন করবেন এবার আপনি কি নিয়ে ভ্রমন করবেন তা আপনার ব্যাপার সে কলা গাছকেটে ভেলা বানাবেন নাকি বোট ভাড়া করবেন নাকি জাহাজে করে যাবেন সে আপনার ব্যাপার..কলা গাছের ভ্যালা বানাতে লাগবে ২০ টাক কিন্তু তাতে করেও যাওয়া যাবে কিন্তু বলুন তো আপনি কতটা সেফ? যে কোন সময় ঝড় ঝাপ্টা বা হাংোর কুমির এর পেটে যেতে পারেন। তার পর চিন্তা করুন বোটের কথায়। সেখানে হাংোর কুমির তো কিছু করতে পারবে না এমন কি ছোট ঝড় ঠেকিয়ে দেবে কিন্তু বড় ধরনের সুনামি হলে তো ভয় বোট ডুবে যেতে পারে, তার পর চিন্তা করুন জাহাজের কথা সেখানে আর যায় হোক আপনি নিসচিন্ত হয়ে ভ্রমন করতে পারবেন সহযে যে তলিয়ে যাবে এমন টা তো নয় তাই না??? এখনে ধরুন কলার ভেলা মানে ১০০-২০০$, বোট মানে বুঝুন ২০০-৫০০$ আর জাহাজ মানে বুঝুন ২০০০-৫০০০$। কিন্তু এখানে একটা কথা বলব সবাই ২০০০-৫০০০$ তো ইনভেস্ট করতে পারে না ১০০-২০০$ দিয়েও করা যায় কিন্তু আপনাকে আগে দক্ষ হতে হবে.. দক্ষ হলে সব ই সম্ভব আর দক্ষ হতে হলে টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট মাস্ট ব্রাদার।
তো চলুন কিছু টিপস বলি..
টিপ নং ১- তাহলে আমরা উপরে কি শিখলাম যে একাউন্ট এ ইকুইটি যত বেশি থাকবে ততই সারভাইভ করা সোজা..
টিপ নং ২- আপনাকে আপনার সহ্য খমতা খুজে বের করতে হবে বা স্থির করতে হবে লস মেনে নেওয়র খমতা.. মানে আমি প্রতি ট্রেডে ২% বা ৩% রিস্ক নেব। আর সেটাই হবে আপনার রিস্ক এপিটাইট প্রফাইল.. সেটা ফিক্স রাখার চেস্টা করবেন..
টিপ নং ৩- প্রতি ট্রেডে আগে লসের হিসেব কষে ফেলুন.. প্রো ট্রেডার রা আগে লস এর হিসেব করে তার পর প্রফিট এর হিসেব করে.. আপনি ও তাই করা শিখুন।।
ট্রেড নেওয়ার আগে ২ বার ভাবুন যে এটা তে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী যাচ্ছে কি না?? যদি যায় তো নেবেন না নিলে অন্য টা ট্রাই করেন.
টিপ নং ৪- রিস্ক টু রিওয়ার্ড মানি ম্যানেজমেন্ট এর সাথে খুব সুন্দর ভাবে জরিয়ে আছে আর আমাদেরও উচিত তা সুন্দর ভাবে ফলো করা..আমরা যে সিস্টেমেই ট্রেড করি না কেন আমাদের নুন্যতম রিস্ক টু রিওয়ার্ড যেন ১:২ হয় সেদিকে খেয়াল করবেন..
টিপ নং ৫- সব থেকে গুরুত্বপূর্ণ এই টিপ টা হল স্টপ লস কে মেইনটেইন করে লট সাইজ সেট করা বা আমি যে ট্রেড টা তে এক্সজটলি ২% রিস্ক নিচ্ছি তা হিসেব করব কি করে? আমার লট সাইজ কত হলে আমার ২% রিস্ক এর আওতায় থাকবে.??
এখানে অনেকেই এত ভ্যাজালের মধ্যে না গিয়ে আন্দাজে লট মারে আর ভুল করে ফেলে, আমাদের কখনোই আন্দাজে লট সাইজ ইউস করা ঠিক না..তাহলে আমরা কিভাবে সঠিক লট পাবো.?
উত্তর হল- আপনি বেবি পিপ্স এ চলে যান সেখানে উপরের মেন্যু গুলোর মধ্যে দেখবেন পজিশন সাইজ ক্যালকুলেটর পেয়ে যাবেন না আপনার হয়ে চুটকি তে হিসেব করে আপনাকে লট বের করে দেবে...

SAGOR_HALDER944
2019-06-11, 02:42 AM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটা সিস্টেম যার মাধ্যমে একজন ট্রেডার তার মূলধন অনুপাতে নির্দিষ্ট লটে ট্রেড ধরে থাকেন।সঠিক মানি ম্যানেজমেন্টে ট্রেড করলে কখনোই মূলধন হারানোর ভয় থাকে না বা মূলধন হারানোর সম্ভাবনা অনেক কমে যায়।একটি সহজ ক্যালকুলেশন এর মাধ্যমে যে কোন ট্রেডারই একটি ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারেন।যেমন ধরুন একজন ট্রেডার যদি ০.০১ লটের একটি ট্রেড এর জন্য ৫০০ পিপস বরাদ্দ রাখেন এবং তার মূলধন যদি ১০০ ডলার হয় তাহলে সে সর্বোচ্চ (১০০×১০০)÷৫০০= ২০ টি ০.০১ লটের অর্থাৎ ০.২০ লটের ট্রেড ধরতে পারবেন। একটি ট্রেডের জন্য ৫০০ পিপস বরাদ্দ রাখার অর্থ হলো মার্কেট যদি কখনো আপনার ট্রেড এর বিপরীতে সর্বোচ্চ ৫০০ পিপস উঠানামা করে তাহলে আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে।তবে একজন ট্রেডার চাইলেই ৫০০ পিপস এর পরিবর্তে আরো বেশি বরাদ্দ রাখতে পারেন।সেটা নির্ভর করবে একজন ট্রেডারের ফরেক্স মার্কেটে ট্রেডিং দক্ষতার উপর।

samun
2019-06-11, 06:14 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে কখনোই সফল হওয়া সম্ভব নয়।ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে হবে।ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে ফরেক্স নিয়ে পড়াশোনা করতে হবে না।অবশ্যই লটের হিসাব বুঝতে হবে যাদি লটের হিসাব বোঝা যায় তবে ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা যাবে ।

TanjirKhandokar1994
2019-06-12, 04:18 PM
আমার মনে হয় যে ট্রেড শুরু করার আগে যদি আমরা ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারি তাহলে অনেক প্রফিট করা যায় । তবে খুব কম সংখ্যক ট্রেডারই আছেন যারা ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারে । আর আমি যদিও নতুন তাই ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারি না। তবে সকলের উচিত ফরেক্স ট্রেডিং এ দক্ষ হয়ে ট্রেড করা।কিন্তু আমি মনে করি একটা সময়ে আমি অনেক ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারবো ও সে সময় আমি ও অনেক প্রফিট করতে পারবো। ধন্যবাদ

ARIFULISLAM1996
2019-06-13, 05:06 PM
ফরেক্স এ কিছু বিষয় খুব ভালভাবে এনালাইসিস করতে হয় যার মধ্যে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্ত্বপূর্ণ। মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেডাররা একাউন্টগুলো ম্যানেজ করে থাকে।একজন সফল ট্রেডার হতে গেলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে।মানি ম্যানেজমেন্ট এবং মার্কেটের অবস্থার মধ্যে সামঞ্জস্যপূর্ণ মিল থাকতে হবে।লসের কথা মাথায় রেখে মানি ম্যানেজ করতে হবে।

Md_MhorroM
2019-06-24, 09:45 PM
আমি বলবো ফরেক্সে মানি ম্যানেজমেন্টের অনেক নিয়ম নীতি আছে। আর রিস্ক হলো আপনার মূলধনের অনুপাতে প্রতিটি ট্রেডে কতটুকু লস বহন করবেন। অনেক কিছুই ভাবতে হয় আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে চলার জন্য। আমি এমন একটি পদ্ধতির কথা আপনাকে বলব যার মাধ্যমে খুব সহজেই মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। অতিরিক্ত সময় আর আলাদা হিসাব নিকাশ এর দরকার পরবে না। শুধুমাত্র লিভারেজ সেট করুন ১: ৫০ । আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার মূলধন থাকবে সুরক্ষিত। আপনি যদি লিভারেজ ১:৫০ সেট করেন তাহলে চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না।

Mazharul777
2019-06-24, 09:51 PM
ফরেক্স মার্কেটে সফলভাবে ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনার লস হবেই। তাই ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন। আসলে আপনি যখন ট্রেডে বসবেন তখন ট্রেড ওপেন করার আগে নিজের ব্যালেন্স সম্পর্কে অবগত হন। মনে করুন না এটাই আপনার জীবনের শেষ ইনভেষ্টমেন্ট। তারপরে ট্রেড শুরু করুন।

Apu191
2019-09-04, 05:23 PM
মানি ম্যানেজমেন্ট হল ফরেক্সে মার্কেটের একমাত্র হলিগ্রেইল, আর মানি ম্যানেজমেন্ট ছাড়া কেউ টিকে থাকতে পারে না। এ ব্যাপারে উদাহরণ ধরুন আপনি সমুদ্রে নেমেছেন সমুদ্র ভ্রমন করবেন এবার আপনি কি নিয়ে ভ্রমন করবেন তা আপনার ব্যাপার সে কলা গাছকেটে ভেলা বানাবেন নাকি বোট ভাড়া করবেন নাকি জাহাজে করে যাবেন সে আপনার ব্যাপার..কলা গাছের ভ্যালা বানাতে লাগবে ২০ টাক কিন্তু তাতে করেও যাওয়া যাবে কিন্তু বলুন তো আপনি কতটা সেফ? যে কোন সময় ঝড় ঝাপ্টা বা হাংোর কুমির এর পেটে যেতে পারেন। তার পর চিন্তা করুন বোটের কথায়। সেখানে হাংোর কুমির তো কিছু করতে পারবে না এমন কি ছোট ঝড় ঠেকিয়ে দেবে কিন্তু বড় ধরনের সুনামি হলে তো ভয় বোট ডুবে যেতে পারে, তার পর চিন্তা করুন জাহাজের কথা সেখানে আর যায় হোক আপনি নিসচিন্ত হয়ে ভ্রমন করতে পারবেন সহযে যে তলিয়ে যাবে এমন টা তো নয় তাই না??? এখনে ধরুন কলার ভেলা মানে ১০০-২০০$, বোট মানে বুঝুন ২০০-৫০০$ আর জাহাজ মানে বুঝুন ২০০০-৫০০০$। কিন্তু এখানে একটা কথা বলব সবাই ২০০০-৫০০০$ তো ইনভেস্ট করতে পারে না ১০০-২০০$ দিয়েও করা যায় কিন্তু আপনাকে আগে দক্ষ হতে হবে.. দক্ষ হলে সব ই সম্ভব আর দক্ষ হতে হলে টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট মাস্ট ব্রাদার।
তো চলুন কিছু টিপস বলি..
টিপ নং ১- তাহলে আমরা উপরে কি শিখলাম যে একাউন্ট এ ইকুইটি যত বেশি থাকবে ততই সারভাইভ করা সোজা..
টিপ নং ২- আপনাকে আপনার সহ্য খমতা খুজে বের করতে হবে বা স্থির করতে হবে লস মেনে নেওয়র খমতা.. মানে আমি প্রতি ট্রেডে ২% বা ৩% রিস্ক নেব। আর সেটাই হবে আপনার রিস্ক এপিটাইট প্রফাইল.. সেটা ফিক্স রাখার চেস্টা করবেন..
টিপ নং ৩- প্রতি ট্রেডে আগে লসের হিসেব কষে ফেলুন.. প্রো ট্রেডার রা আগে লস এর হিসেব করে তার পর প্রফিট এর হিসেব করে.. আপনি ও তাই করা শিখুন।।
ট্রেড নেওয়ার আগে ২ বার ভাবুন যে এটা তে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী যাচ্ছে কি না?? যদি যায় তো নেবেন না নিলে অন্য টা ট্রাই করেন.
টিপ নং ৪- রিস্ক টু রিওয়ার্ড মানি ম্যানেজমেন্ট এর সাথে খুব সুন্দর ভাবে জরিয়ে আছে আর আমাদেরও উচিত তা সুন্দর ভাবে ফলো করা..আমরা যে সিস্টেমেই ট্রেড করি না কেন আমাদের নুন্যতম রিস্ক টু রিওয়ার্ড যেন ১:২ হয় সেদিকে খেয়াল করবেন..
টিপ নং ৫- সব থেকে গুরুত্বপূর্ণ এই টিপ টা হল স্টপ লস কে মেইনটেইন করে লট সাইজ সেট করা বা আমি যে ট্রেড টা তে এক্সজটলি ২% রিস্ক নিচ্ছি তা হিসেব করব কি করে? আমার লট সাইজ কত হলে আমার ২% রিস্ক এর আওতায় থাকবে.??
এখানে অনেকেই এত ভ্যাজালের মধ্যে না গিয়ে আন্দাজে লট মারে আর ভুল করে ফেলে, আমাদের কখনোই আন্দাজে লট সাইজ ইউস করা ঠিক না..তাহলে আমরা কিভাবে সঠিক লট পাবো.?
উত্তর হল- আপনি বেবি পিপ্স এ চলে যান সেখানে উপরের মেন্যু গুলোর মধ্যে দেখবেন পজিশন সাইজ ক্যালকুলেটর পেয়ে যাবেন না আপনার হয়ে চুটকি তে হিসেব করে আপনাকে লট বের করে দেবে...

Panna1989
2019-09-04, 05:53 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।
ভাল মানি ম্যানেজমেন্টের কিছু নিয়ম রয়েছেঃ
১. অ্যাকাউন্টের ছোট পার্সেনটেজ নিয়ে রিস্ক নিনঃ

অ্যাকাউন্টের ছোট পার্সেনটেজ রিস্ক নেয়া কেন গুরুত্বপূর্ণ? এর কারন হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে। প্রথমে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে, তারপর প্রফিটের কথা ভাবতে হবে।
ভালো ট্রেডার তারাই যারা তাদের অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন।
যদি আপনি কম রিস্ক নিয়ে ট্রেড করেন তবে কোন ট্রেডে আপনার লস অনেক বেশী হলেও চাইলে আপনি আপনার ট্রেডটিকে হোল্ড করতে পারবেন।
২. হারান ক্যাপিটাল পুনরুদ্ধার করা কঠিনঃ
আপনি যদি আপনার অ্যাকাউন্টের ৫০% হারান, তাহলে আপনাকে লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ১০০% লাভ করতে হবে। আর যদি ৭৫% হারান, তবে নতুন ব্যালেন্সের ৩০০% প্রফিট করতে হবে শুধুমাত্র পূর্বের লস রিকভার করার জন্য। তাই আপনি যদি একবার বিরাট লস করে তারপর সেই লস রিকভার নিয়ে ব্যস্ত থাকেন, তবে প্রফিট করবে কে?
এখানেই চ্যালেঞ্জ। চেষ্টা করে দেখুন ডেমো অ্যাকাউন্টে ৩০০% অথবা আপনার রিয়েল অ্যাকাউন্টে অন্তত ১০০% প্রফিট করতে পারেন কিনা। এটা অতটা সহজ হবেনা। মানি ম্যানেজমেন্ট এই জন্যেই গুরুত্বপূর্ণ।
৩. ট্রেড করার আগে রিস্কঃরিওয়ার্ড রেশিও হিসাব করুনঃ

যখন একটি ট্রেডে লস করার সম্ভবনা প্রফিট করার থেকে বেশী, তখন ট্রেড করা থেকে বিরত থাকুন। সবসময় ট্রেড করতে হবে এমন কোন কথা নেই।

উদাহরনসরূপঃ
১. ৪০ পিপস লস vs ৩০ পিপস প্রফিট
২. ২০ পিপস লস vs ২০ পিপস প্রফিট

২টি উদাহরনই বাজে রিস্ক ম্যানেজমেন্টের উদাহরন।

একটি ট্রেড ওপেন করার আগে এটা নিশ্চিত করুন যে রিস্ক:রিওয়ার্ড রেশিও অন্তত ১:২ (১:৩ রেশিও বা এর থেকে বেশী ভাল)।
এর মানে হচ্ছে আপনার এমন একটি ট্রেডই ওপেন করা উচিত যেটাতে আপনার লস করার সম্ভবনা থেকে লাভের সম্ভবনা ততগুন হবে। যেমনঃ আপনি ৩০ পিপস লস করার পরিপেক্ষিতে ১০০ পিপস লাভ করতে পারবেন এমন ট্রেডে এন্ট্রি করাই বুদ্ধিমানের কাজ।

আপনি যদি মানি ম্যানেজমেন্টের এই রুলসটি সঠিকভাবে মেনে চলেন, তবে তা পরবর্তীতে আপনাকে সাফল্য পেতে এবং স্ট্যাবল প্রফিট পেতে সাহায্য করবে।

IFXmehedi
2019-09-28, 11:00 PM
আমরা সবাই জানি ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম । আসলে মানি ম্যানেজমেন্ট টা হল আপনি সর্বনিম্ন রিস্ক নিয়ে কত লট সাইজের ট্রেড ওপেন করবেন । তাই বলে আবার খুবই অল্প লটের ট্রেড ওপেন করে ট্রেড করতে থাকলে যে প্রফিট আসবে সেটাতে হয়ত আপনার মন ভরবে না । তাই একটা মানানসই লটের ট্রেড করা উচিত বলে আমি মনে করি । ধরুন আপনার অ্যাকাউন্ট ব্যাল্যান্স ১০০$ তাহলে আমার মতে আপনি সর্বচ্চ .১০ সেন্টের ট্রেড করতে পারেন এবং এই লটের ট্রেড থেকে আপনার লাভটাও খুব কম আসবে না ।

KF84
2019-09-29, 08:29 AM
যেহেতু ফরেক্সে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করা একটি অপরিহার্য বিষয় তাই এই বিষয়ে ভাল ধারনা রাখা অতি আবশ্যক । আমি যেভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে থাকি সেটিই এই পোস্টে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব । প্রথমে ক্যাপিটাল এর পরিমানের উপর এটা নির্ভরশীল এবং মার্কেট ভেদে আলাদা হতে পারে । যেমন আপনার কাছে ১০০$ ব্যালেন্স আছে । এখান থেকে আপনি যে কোন মেজর পেয়ারে ১৫ সেন্টের ট্রেড ওপেন করতে পারেন । কারণ এই লটের ট্রেড ওপেন করলে মার্কেট যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি ৬০০ পিপ্স পর্যন্ত নিজেকে মার্কেটে টিকিয়ে রাখতে পারবেন । আর সাধারনত যে কোন মেজর পেয়ারেই একবারে এত মুভমেন্ট দেখা যায় না ।

MANIK6642
2019-09-29, 11:17 AM
ফরেক্স মার্কেটের সফলতা মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে।মানি ম্যানেজমেন্ট ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।মান ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের একাউন্টকে ম্যানেজ করে থাকি।একটা ভাল মানি ম্যানেজমেন্ট আমাদের সফলতা এনে দেয় আমাদের একাউন্টকে অতিরিক্ত ক্ষতির হাত হতে রক্ষা করে।মানি ম্যানেজমেন্ট ফলো করলে ক্যাপিটাল হারানোর সম্ভাবনা কম।ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে ফরেক্স নিয়ে বেশি পড়াশুনা করা লাগবে।আর এখানে লটের হিসাবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।ফরে ্স মার্কেট এ লটের হিসাবটা ভালভাবে শিখলেই আপনি ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন।এজন্য আমাদের আগে লটের হিসাব জানতে হবে।আর সবসময় মানি ম্যানেজমেন্ট হিসাবে ট্রেড করতে হবে।

SHARIFfx
2019-09-29, 01:30 PM
প্রথমেই যে কোনো একটি পেয়ার বাছাই করুন। এই পেয়ারে বিগত ৭-১০ বছরে কতো পিপ্স আপ অ্যান্ড ডাউন হয়েছে খেয়াল করে হিসাব করে রাখুন। মাসের কেন্ডেল ফলো করে দেখুন মার্কেট মুভমেন্ট কোন দিকে বেশি, পরে প্রেজেন্ট মাসের কেন্ডেল কি প্রজেটিব না নেগেটিভ সেটা মিলিয়ে নিন। এর পর আপনার বেলেন্স অনুযায়ী ২-৩ হাজার পিপ্স হাতে রেখে এন্টি থেকে ট্রেড ওপেন করুন। ঝুঁকি এড়ানোর জন্য টিপি আর স্টোপ লস ব্যবহার করুন।

bravtrader
2019-09-29, 02:03 PM
অর্থের ব্যবস্থাপনাকে একটি শব্দের মত কাজ মনে হয়, তবে আমরা যখন এটিকে সহজ কথায় বর্ণনা করি এবং অর্থ পরিচালনার অর্থ এবং উদ্দেশ্য বুঝতে পারি 'এটি এফএক্স ব্যবসায়ের সেরা বন্ধু বলে মনে হয়। সুতরাং এটি স্পষ্ট যে অর্থের ব্যবস্থাপনাই শক্তি খারাপ দিনের জন্য সরঞ্জাম।

Nabik027
2019-09-29, 02:15 PM
ফরেক্স আর মানি ম্যানেজমেন্ট একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বলা যায় মানি ম্যানেজমেন্ট ফরেক্সে সফল হওয়ার মেরুদন্ড। আপনার ধৈর্য্য যত বেশি আপনার মানি ম্যানেজমেন্ট তত ভালো আপনার মানি ম্যানেজমেন্ট যত ভালো হবে আপনি তত বেশি সফলতার পথে এগিয়ে যাবেন

reser
2019-10-13, 06:20 PM
ফরেক্স মার্কেটে অবশ্যই মানি ম্যানেজমেন্ট জানতে হবে আপনি ভাল মানি ম্যানেজমেন্ট পারলে আপনি খুব সহ্জ এ ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবেন তাই আপনার উচিত ফরেক্স মার্কেট এ টেড করতে হলে মানি ম্যানেজমেন্ট ভাল করে সিখে টেড করতে হবে । আমি ও ভাল মানি ম্যানেজমেন্ট বুঝতাম না অনেক পরে সিখছি মানি ম্যানেজমেন্ট ।

Hredy
2020-03-07, 02:39 PM
মানি ম্যানেজমেন্ট করতে হলে অবশ্যই একজন ট্রেডারের প্রচুর ধৈর্য্যের প্রয়োজন । যার যত বেশী ধৈর্য্য রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সব সময় অধিক পরিমানে ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব ।

Sapna1212
2020-03-07, 05:51 PM
আমার প্রিয় ভাই জন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনার অর্থটি এতে putুকিয়ে দেওয়ার জন্য আপনার কাছে সর্বোত্তম জ্ঞান এবং অভিজ্ঞতা আছে এবং কঠোর পরিশ্রম করুন এবং আপনার অর্থ সংগ্রহের জন্য কঠোর প্রচেষ্টা করুন। এবং যখন আমরা এই স্বর্গে আরও বেশি করে জুয়া খেলি তখন আমাদের একটা অসুবিধা হয়।

Md.Nasim Uddin
2020-03-07, 09:15 PM
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেট সম্পর্কে আপনি কিছুই জানতে পারবেন না। এজন্য ট্রেড করার আগে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত প্রয়োজন। মানি ম্যানেজমেন্ট করে ফরেক্স মার্কেটে ট্রেড করলে ট্রেডার অনেক ফ্যাসিলিটিজ হয়ে থাকে। এর ফলে প্রতিটা ট্রেডার ফরেক্স মার্কেট থেকে উপার্জন করতে সক্ষম হয়। যদি কোন ট্রেডার মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করে তাহলে সে লস করবে।...... ধন্যবাদ।

Fxhuman
2020-03-08, 01:05 PM
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট টা খুব দরকারি কারন। যে যত ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারে সে তত বেশি ভাল ভাবে সফল হতে পারে। আর এটা করতে গেলে আপনাকে সব সময় লটের হিসাব জানতে হবে কাওরন লটের হিসাভ না জানলে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না।

Hredy
2020-04-25, 07:30 AM
ফরেক্স এ দুংখ- কস্ট বা আনন্দের জায়গা হতে পারে এটা হছে ব্যবসার উপর ভিত্তি করে ।দুংখ-কস্ট কখন অনুভব হবে যখন একজন ট্রেডার ট্রেডের ক্ষেত্রে ভাল ফল দেখা পাছে না আর আনন্দের জায়গা হবে যখন একজন ট্রেডার ভাল ফল পেয়ে যাছে।তবে আমার মতে ফরেক্স এ দুংখ -কস্টের চেয়ে আনন্দের জায়গা বেশি।

sofiz
2020-04-25, 08:03 PM
আসলে প্রথমে মানিম্যানেজমেন্ট কি সেটি আপনাকে বুঝতে হবে কারন এটি ফরেক্স ট্রেডিংয়ের অনেক জরুরী একটি বিষয়। মানিম্যানেজমেন্ট হল আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যে পরিমান ব্যালেন্স রয়েছে সে অনুযায়ী কত লটে ট্রেড করলে আপনার একাউন্টটি বড় ধরনের প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে তার পরিকল্প না বিশেষ।

Rokibul7
2020-04-25, 08:25 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে।ভালো মানিম্যানেজমেন্ট করতে পারা মানেই খুব ভালোভাবে দক্ষতার সহিত নিজের ফরেক্স একাউন্ট পরিচালিত করতে পারা ।ফরেক্স এ মানি মেনেজমেন্ট না মেনে যারা ট্রেড করে তারাই বেশি লস করে থাকে। তাই ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন।

Kane
2020-04-25, 08:32 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনার লস হবেই। তাই ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন। আসলে আপনি যখন ট্রেডে বসবেন তখন ট্রেড ওপেন করার আগে নিজের ব্যালেন্স সম্পর্কে অবগত হন। মনে করুন না এটাই আপনার জীবনের শেষ ইনভেষ্টমেন্ট। তারপরে ট্রেড শুরু করুন।

Sarder
2020-04-25, 08:41 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। আপনার লস হবে। ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন। আপনি যখন ট্রেডে বসবেন তখন ট্রেড ওপেন করার আগে নিজের ব্যালেন্স সম্পর্কে অবগত হন। ছোট পারসেন্টিজ নিয়ে ট্রেড করুন। মনে করুন না এটাই আপনার জীবনের শেষ ইনভেষ্টমেন্ট। তারপরে ট্রেড শুরু করুন।

Fxxx
2020-04-27, 02:50 PM
মানি ম্যানেজমেন্টের অনেক নিয়ম নীতি আছে। আর রিস্ক হলো আপনার মূলধনের অনুপাতে প্রতিটি ট্রেডে কতটুকু লস বহন করবেন। অনেক কিছুই ভাবতে হয় আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে চলার জন্য। আমি এমন একটি পদ্ধতির কথা আপনাকে বলব যার মাধ্যমে খুব সহজেই মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। অতিরিক্ত সময় আর আলাদা হিসাব নিকাশ এর দরকার পরবে না। শুধুমাত্র লিভারেজ সেট করুন ১: ১০ । আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার মূলধন থাকবে সুরক্ষিত। আপনি যদি লিভারেজ ১:১০ সেট করেন তাহলে চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না।

Lubna1212
2020-06-02, 08:15 AM
এক্সচেঞ্জের আগে বোর্ডকে প্রচুর পরিমাণে উপকৃত হতে পারে। তবুও, অনেক ডিলার নগদ ভাল তদারকি করতে পারবেন না। আমি নগদ এত ভাল তদারকি করতে পারেন না নতুন যদিও। তবুও, আমি মনে করি এক সময় আমি এক টন ভাল নগদ ডিল করতে পারি এবং তারপরে আমি এক টন উপকার করতে পারি। আপনার নগদ অর্থের ভাল নজরদারি করার অফ অফ সুযোগে আপনাকে অনেকগুলি সাইট আবিষ্কার করতে হবে।

konok
2020-07-31, 07:17 PM
মানি ম্যানেজমেন্টের অনেক নিয়ম নীতি আছে। আর রিস্ক হলো আপনার মূলধনের অনুপাতে প্রতিটি ট্রেডে কতটুকু লস বহন করবেন। অনেক কিছুই ভাবতে হয় আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে চলার জন্য। আমি এমন একটি পদ্ধতির কথা আপনাকে বলব যার মাধ্যমে খুব সহজেই মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। শুধুমাত্র লিভারেজ সেট করুন ১: ৫০ । আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার মূলধন থাকবে সুরক্ষিত। আপনি যদি লিভারেজ ১:৫০ সেট করেন তাহলে চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না।

milu
2020-07-31, 07:50 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে কখনোই সফল হওয়া সম্ভব নয়।ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে হবে।ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে ফরেক্স নিয়ে পড়াশোনা করতে হবে না।আপনার ধৈর্য্য যত বেশি আপনার মানি ম্যানেজমেন্ট তত ভালো আপনার মানি ম্যানেজমেন্ট যত ভালো হবে আপনি তত বেশি সফলতার পথে এগিয়ে যাবেন।

muslima
2020-07-31, 08:28 PM
অতিরিক্ত সময় আর আলাদা হিসাব নিকাশ এর দরকার পরবে না। শুধুমাত্র লিভারেজ সেট করুন ১: ১০ । আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার মূলধন থাকবে সুরক্ষিত। আপনি যদি লিভারেজ ১:১০ সেট করেন তাহলে চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না। ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে ফরেক্স নিয়ে পড়াশোনা করতে হবে না।অবশ্যই লটের হিসাব বুঝতে হবে যাদি লটের হিসাব বোঝা যায় তবে ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা যাবে ।

FREEDOM
2020-07-31, 10:18 PM
আপনাকে ফরেক্স মার্কেট এ টেড করতে হলে মানি ম্যানেজমেন্ট জানতে হবে আপনি ভাল মানি ম্যানেজমেন্ট পারলে আপনি খুব সহ্জ এ ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবেন তাই আপনার উচিত ফরেক্স মার্কেট এ টেড করতে হলে মানি ম্যানেজমেন্ট ভাল করে সিখে টেড করতে হবে । আমি ও ভাল মানি ম্যানেজমেন্ট বুঝতাম না অনেক পরে সিখছি মানি ম্যানেজমেন্ট ।

Soh1952
2020-08-17, 02:03 PM
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করা একটি অপরিহার্য বিষয় তাই এই বিষয়ে ভাল ধারনা রাখা অতি আবশ্যক । আমি যেভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে থাকি সেটিই এই পোস্টে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব । প্রথমে ক্যাপিটাল এর পরিমানের উপর এটা নির্ভরশীল এবং মার্কেট ভেদে আলাদা হতে পারে । যেমন আপনার কাছে ১০০$ ব্যালেন্স আছে । এখান থেকে আপনি যে কোন মেজর পেয়ারে ১৫ সেন্টের ট্রেড ওপেন করতে পারেন । কারণ এই লটের ট্রেড ওপেন করলে মার্কেট যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি ৬০০ পিপ্স পর্যন্ত নিজেকে মার্কেটে টিকিয়ে রাখতে পারবেন । এটা করতে গেলে আপনাকে সব সময় লটের হিসাব জানতে হবে কাওরন লটের হিসাভ না জানলে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না।

Md.shohag
2020-08-17, 02:10 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনার লস হবেই। তাই ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন। আসলে আপনি যখন ট্রেডে বসবেন তখন ট্রেড ওপেন করার আগে নিজের ব্যালেন্স সম্পর্কে অবগত হন। মনে করুন না এটাই আপনার জীবনের শেষ ইনভেষ্টমেন্ট। তারপরে ট্রেড শুরু করুন।

Sid
2020-08-17, 07:25 PM
ফরেক্স এ দুংখ- কস্ট বা আনন্দের জায়গা হতে পারে এটা হছে ব্যবসার উপর ভিত্তি করে ।দুংখ-কস্ট কখন অনুভব হবে যখন একজন ট্রেডার ট্রেডের ক্ষেত্রে ভাল ফল দেখা পাছে না আর আনন্দের জায়গা হবে যখন একজন ট্রেডার ভাল ফল পেয়ে যাছে।তবে আমার মতে ফরেক্স এ দুংখ -কস্টের চেয়ে আনন্দের জায়গা বেশি।

zakia
2020-08-24, 07:43 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে কখনোই সফল হওয়া সম্ভব নয়।ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে হবে।ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে ফরেক্স নিয়ে পড়াশোনা করতে হবে না।অবশ্যই লটের হিসাব বুঝতে হবে যাদি লটের হিসাব বোঝা যায় তবে ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা যাবে । ফরেক্স আর মানি ম্যানেজমেন্ট একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বলা যায় মানি ম্যানেজমেন্ট ফরেক্সে সফল হওয়ার মেরুদন্ড। আপনার ধৈর্য্য যত বেশি আপনার মানি ম্যানেজমেন্ট তত ভালো আপনার মানি ম্যানেজমেন্ট যত ভালো হবে আপনি তত বেশি সফলতার পথে এগিয়ে যাবেন

jimislam
2020-09-04, 04:14 PM
আমার মনে হয় যে ট্রেড শুরু করার আগে যদি আমরা ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারি তাহলে অনেক প্রফিট করা যায় । তবে খুব কম সংখ্যক ট্রেডারই আছেন যারা ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারে । আর আমি যদিও নতুন তাই ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারি না। আপনার ধৈর্য্য যত বেশি আপনার মানি ম্যানেজমেন্ট তত ভালো আপনার মানি ম্যানেজমেন্ট যত ভালো হবে আপনি তত বেশি সফলতার পথে এগিয়ে যাবেন

sss21
2020-10-14, 03:17 PM
মানি ম্যানেজমেন্ট- আপনার যা পুঁজি আছে তা বুঝে শুনে ব্যবহার করা ও সঠিক ভাবে মানে লাভজনক ভাবে ব্যবহার করা। এ জন্য আপনাকে মার্কেট লট সম্পর্কে জানতে হবে। স্টপ লস সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কত ভ্লিউম এ ট্রেড করবেন এবং কত ডলার পর্যন্ত লস নিবেন এবং লাভ করার টার্গেট অর্থাৎ টি পি নির্ধারণ করে ট্রেড করতে হবে।

FRK75
2020-12-15, 12:10 PM
মানি ম্যানেজমেন্ট বলতে একই সাথে আপনি ১০০ ডলার এর একাউন্টে ৫% এর বেশি রিস্ক নিবেন না। অর্থাৎ একটি বা একাধিক ট্রেড মিলিয়ে আপনাকে ০.০৫ সেন্ট এর বেশি যেন লট সােইজ ব্যবহার না করা হয়। একসাথে ৫ টা ট্রেড ওপেন করলে যেন ০.০১ সেন্ট এর হয়।এ জন্য আপনাকে মার্কেট লট সম্পর্কে জানতে হবে। স্টপ লস সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কত ভ্লিউম এ ট্রেড করবেন এবং কত ডলার পর্যন্ত লস নিবেন এবং লাভ করার টার্গেট অর্থাৎ টি পি নির্ধারণ করে ট্রেড করতে হবে।

Smd
2020-12-15, 12:52 PM
খুব কম সংখ্যক ট্রেডার ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারে । আমি যদিও নতুন তাই ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারি না । কিন্তু আমি মনে করি একটা সময়ে আমি অনেক ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারবো ও সে সময় আমি ও অনেক প্রফিট করতে পারবো । আপনার লস হবেই। তাই ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন। আসলে আপনি যখন ট্রেডে বসবেন তখন ট্রেড ওপেন করার আগে নিজের ব্যালেন্স সম্পর্কে অবগত হন।

FRK75
2021-06-16, 11:18 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।

Starship
2021-06-17, 11:38 PM
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব কতটুকু সেটা আমরা সকলেই কমবেশি জানি। ফরেক্সে যদি আপনি যত ভালো মানি ম্যানেজমেন্ট করতে পারেন ততই আপনার জন্য মঙ্গল কর। আমরা মূলত ফরেক্সে ব্যালেন্স জিরো করার মূল কারণ হলো যথাযথ মানি ম্যানেজমেন্ট মেনে চলতে পারেন কিংবা মানি ম্যানেজমেন্ট না করতে পারা। আমি মূলত হবে সে যেভাবে মানি ম্যানেজমেন্ট করি তাহলে প্রতি ১০০ ডলারের জন্য সর্বোচ্চ ০.০১ লটে ট্রেড নির্ধারণ করা।

EmonFX
2021-08-12, 12:14 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।

হার্ট অফ ফরেক্স খ্যাত মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স সফলতা আশা করা যায় না। প্রতি মাসে আপনার মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই 5 থেকে 10% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত।

অনেকগুলো কারণে ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মূলধন রক্ষা করে নিয়মিত প্রফিট অর্জনে সহায়তা করতে পারে।
১। মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং মূলধন কে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে।
২। গাণিতিক সূত্রে আপনার মূলধন এর সময়ভিত্তিক রিটার্ন তৈরির ফর্মুলা দিবে।
৩। আপনার ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরি করে দিবে।
৪। প্রোপার এবং ইম্প্রোপার ট্রেডিং তৈরিতে সাহায্য করবে।
৫। আপনার মূলধনের সেইফ রিটার্ন ফর্মুলা তৈরি করে দিবে।
৬। একাউন্ট ফায়ারিং থেকে আপনাকে সেভ করবে।
৭। লং এবং শর্ট টাইম ভিত্তিক ভিন্ন ভিন্ন ধারনায় ট্রেড করতে সাহায্য করবে।

FREEDOM
2021-08-21, 03:54 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।

Smd
2021-11-08, 10:32 PM
এই পেয়ারে বিগত ৭-১০ বছরে কতো পিপ্স আপ অ্যান্ড ডাউন হয়েছে খেয়াল করে হিসাব করে রাখুন। মাসের কেন্ডেল ফলো করে দেখুন মার্কেট মুভমেন্ট কোন দিকে বেশি, পরে প্রেজেন্ট মাসের কেন্ডেল কি প্রজেটিব না নেগেটিভ সেটা মিলিয়ে নিন। আপনি ভাল মানি ম্যানেজমেন্ট পারলে আপনি খুব সহ্জ এ ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবেন তাই আপনার উচিত ফরেক্স মার্কেট এ টেড করতে হলে মানি ম্যানেজমেন্ট ভাল করে সিখে টেড করতে হবে ।

samun
2021-11-08, 11:55 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটা সিস্টেম যার মাধ্যমে একজন ট্রেডার তার মূলধন অনুপাতে নির্দিষ্ট লটে ট্রেড ধরে থাকেন।সঠিক মানি ম্যানেজমেন্টে ট্রেড করলে কখনোই মূলধন হারানোর ভয় থাকে না বা মূলধন হারানোর সম্ভাবনা অনেক কমে যায়।একটি সহজ ক্যালকুলেশন এর মাধ্যমে যে কোন ট্রেডারই একটি ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারেন। ফরেক্সে মানি ম্যানেজমেন্টের অনেক নিয়ম নীতি আছে। আর রিস্ক হলো আপনার মূলধনের অনুপাতে প্রতিটি ট্রেডে কতটুকু লস বহন করবেন। অনেক কিছুই ভাবতে হয় আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে চলার জন্য। আমি এমন একটি পদ্ধতির কথা আপনাকে বলব যার মাধ্যমে খুব সহজেই মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। অতিরিক্ত সময় আর আলাদা হিসাব নিকাশ এর দরকার পরবে না। শুধুমাত্র লিভারেজ সেট করুন ১: ৫০ । আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার মূলধন থাকবে সুরক্ষিত। আপনি যদি লিভারেজ ১:৫০ সেট করেন তাহলে চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না।

Mas26
2022-01-17, 11:50 PM
মানি ম্যানেজমেন্ট করতে হলে অবশ্যই একজন ট্রেডারের প্রচুর ধৈর্য্যের প্রয়োজন । যার যত বেশী ধৈর্য্য রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সব সময় অধিক পরিমানে ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব ।

samun
2022-01-31, 04:14 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটা সিস্টেম যার মাধ্যমে একজন ট্রেডার তার মূলধন অনুপাতে নির্দিষ্ট লটে ট্রেড ধরে থাকেন।সঠিক মানি ম্যানেজমেন্টে ট্রেড করলে কখনোই মূলধন হারানোর ভয় থাকে না বা মূলধন হারানোর সম্ভাবনা অনেক কমে যায়।একটি সহজ ক্যালকুলেশন এর মাধ্যমে যে কোন ট্রেডারই একটি ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারেন। মানি ম্যানেজমেন্ট টা হল আপনি সর্বনিম্ন রিস্ক নিয়ে কত লট সাইজের ট্রেড ওপেন করবেন । তাই বলে আবার খুবই অল্প লটের ট্রেড ওপেন করে ট্রেড করতে থাকলে যে প্রফিট আসবে সেটাতে হয়ত আপনার মন ভরবে না । তাই একটা মানানসই লটের ট্রেড করা উচিত বলে আমি মনে করি । ধরুন আপনার অ্যাকাউন্ট ব্যাল্যান্স ১০০$ তাহলে আমার মতে আপনি সর্বচ্চ .১০ সেন্টের ট্রেড করতে পারেন এবং এই লটের ট্রেড থেকে আপনার লাভটাও খুব কম আসবে না । রিস্ক হলো আপনার মূলধনের অনুপাতে প্রতিটি ট্রেডে কতটুকু লস বহন করবেন। অনেক কিছুই ভাবতে হয় আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে চলার জন্য। আমি এমন একটি পদ্ধতির কথা আপনাকে বলব যার মাধ্যমে খুব সহজেই মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। অতিরিক্ত সময় আর আলাদা হিসাব নিকাশ এর দরকার পরবে না। শুধুমাত্র লিভারেজ সেট করুন ১: ৫০ । আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার মূলধন থাকবে সুরক্ষিত। আপনি যদি লিভারেজ ১:৫০ সেট করেন তাহলে চাইলেও বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না।

FREEDOM
2022-04-06, 12:59 PM
ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে ফরেক্স নিয়ে পড়াশোনা করতে হবে আপনাকে অবশ্যই লটের হিসাব বুঝতে হবে আপনি যাদি লটের হিসাব বুঝেন তবে আপনি ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেবেন

FRK75
2022-09-06, 01:40 PM
ম্যানেজমেন্ট হল এমন একটা সিস্টেম যার মাধ্যমে একজন ট্রেডার তার মূলধন অনুপাতে নির্দিষ্ট লটে ট্রেড ধরে থাকেন।সঠিক মানি ম্যানেজমেন্টে ট্রেড করলে কখনোই মূলধন হারানোর ভয় থাকে না বা মূলধন হারানোর সম্ভাবনা অনেক কমে যায়।একটি সহজ ক্যালকুলেশন এর মাধ্যমে যে কোন ট্রেডারই একটি ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারেন।যেমন ধরুন একজন ট্রেডার যদি ০.০১ লটের একটি ট্রেড এর জন্য ৫০০ পিপস বরাদ্দ রাখেন এবং তার মূলধন যদি ১০০ ডলার হয় তাহলে সে সর্বোচ্চ (১০০×১০০)÷৫০০= ২০ টি ০.০১ লটের অর্থাৎ ০.২০ লটের ট্রেড ধরতে পারবেন। একটি ট্রেডের জন্য ৫০০ পিপস বরাদ্দ রাখার অর্থ হলো মার্কেট যদি কখনো আপনার ট্রেড এর বিপরীতে সর্বোচ্চ ৫০০ পিপস উঠানামা করে তাহলে আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে।তবে একজন ট্রেডার চাইলেই ৫০০ পিপস এর পরিবর্তে আরো বেশি বরাদ্দ রাখতে পারেন।সেটা নির্ভর করবে একজন ট্রেডারের ফরেক্স মার্কেটে ট্রেডিং দক্ষতার উপর।ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম । আসলে মানি ম্যানেজমেন্ট টা হল আপনি সর্বনিম্ন রিস্ক নিয়ে কত লট সাইজের ট্রেড ওপেন করবেন । তাই বলে আবার খুবই অল্প লটের ট্রেড ওপেন করে ট্রেড করতে থাকলে যে প্রফিট আসবে সেটাতে হয়ত আপনার মন ভরবে না । তাই একটা মানানসই লটের ট্রেড করা উচিত বলে আমি মনে করি । ধরুন আপনার অ্যাকাউন্ট ব্যাল্যান্স ১০০$ তাহলে আমার মতে আপনি সর্বচ্চ .১০ সেন্টের ট্রেড করতে পারেন এবং এই লটের ট্রেড থেকে আপনার লাভটাও খুব কম আসবে না ।

md mehedi hasan
2022-09-07, 07:11 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকার মূলমন্ত্র হলো মানিমেনেজমেন্ট।এ ে ফরেক্স মার্কেটে প্রাণ বলা হয়।ফরেক্স মার্কেটে ট্রেডারদের মূল সমস্যা হলো মানিমেনেজমেন্ট করে ট্রেড না করা।আবার মানিমেনেজমেন্ট না করার বেশ কয়েক টি কারন আছে।যেমন লোভ ছোট ডিপোজিট ও ধৈর্য্য হারানো।এর মধ্যে সবচেয়ে এগিয়ে রাখবো ছোট ডিপোজিট।তবে ফরেক্স মার্কেটে আপনার ব্যলেন্স যা আছে তার উপর দুই পারসেন্ট রিক্স নেওয়াই হলো উত্তম মানিমেনেজমেন্ট।ধ ুন আপনার একাউন্ট্ একশত ডলার আছে।আপনি প্রতি ট্রেডে একশত ডলার এর দুই পারসেন্ট রিক্স নিবেন।একশত ডালারের দুই পারসেন্ট রিক্স হলো দুই ডলার।আপনার একটি ট্রেড লস হলে দুই ডলার লস হবে।

sss21
2023-01-18, 06:18 PM
ফরেক্স ট্রেড করার সময় আপনাকে বিষেশ করে যে বিষয় টি গুরুত্ব দিতে হবে সেটি হলো মানি ম্যানেজমেন্ট। আপনি যতি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করেন তাহলে যে কোন সময় আপনার ব্যালেন্স ০০ হয়ে যাবার সম্ভাবনা বেশি। আর যদি আপনি আপনার ব্যালেন্স অনুপাতে ট্রেড করেন তাহলে আপনার ভাবে সম্ভাবনা না থাকলেও বশি লসের সম্ভাবনা কম।

FRK75
2023-07-12, 11:47 AM
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করা একটি অপরিহার্য বিষয় তাই এই বিষয়ে ভাল ধারনা রাখা অতি আবশ্যক । আমি যেভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে থাকি সেটিই এই পোস্টে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব । প্রথমে ক্যাপিটাল এর পরিমানের উপর এটা নির্ভরশীল এবং মার্কেট ভেদে আলাদা হতে পারে । যেমন আপনার কাছে ১০০$ ব্যালেন্স আছে । এখান থেকে আপনি যে কোন মেজর পেয়ারে ১৫ সেন্টের ট্রেড ওপেন করতে পারেন । কারণ এই লটের ট্রেড ওপেন করলে মার্কেট যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি ৬০০ পিপ্স পর্যন্ত নিজেকে মার্কেটে টিকিয়ে রাখতে পারবেন । আর সাধারনত যে কোন মেজর পেয়ারেই একবারে এত মুভমেন্ট দেখা যায় না ।ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট টা খুব দরকারি কারন। যে যত ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারে সে তত বেশি ভাল ভাবে সফল হতে পারে। আর এটা করতে গেলে আপনাকে সব সময় লটের হিসাব জানতে হবে কাওরন লটের হিসাভ না জানলে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না।

FRK75
2024-02-08, 05:45 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে কখনোই সফল হওয়া সম্ভব নয়।ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে হবে।ভাল মানি ম্যানেজমেন্ট করতে হলে ফরেক্স নিয়ে পড়াশোনা করতে হবে না।অবশ্যই লটের হিসাব বুঝতে হবে যাদি লটের হিসাব বোঝা যায় তবে ভাল ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা যাবে । ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম । আসলে মানি ম্যানেজমেন্ট টা হল আপনি সর্বনিম্ন রিস্ক নিয়ে কত লট সাইজের ট্রেড ওপেন করবেন । তাই বলে আবার খুবই অল্প লটের ট্রেড ওপেন করে ট্রেড করতে থাকলে যে প্রফিট আসবে সেটাতে হয়ত আপনার মন ভরবে না । তাই একটা মানানসই লটের ট্রেড করা উচিত বলে আমি মনে করি । ফরেক্স মার্কেটে সফলভাবে ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অবশ্যই মেনে ট্রেড করতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনার লস হবেই। তাই ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন। আসলে আপনি যখন ট্রেডে বসবেন তখন ট্রেড ওপেন করার আগে নিজের ব্যালেন্স সম্পর্কে অবগত হন। মনে করুন না এটাই আপনার জীবনের শেষ ইনভেষ্টমেন্ট। তারপরে ট্রেড শুরু করুন।