PDA

View Full Version : ফরেক্সে লসের কারন



HasanXM
2016-08-27, 12:27 PM
ফরেক্স এর প্রধান উপকরন কেন পণ্য নয়। এখানে ব্যাবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের টাকার সাথে লেনদেন করতে হচ্ছে। অর্থাৎ আপনার প্রতিটি কার্জক্রম সরাসরি লাভ লসের সাথে জড়িত। আর শুধু এই কারনেই অতি দ্রুত লাভ করার প্রবল ইচ্ছা আপনার মাথায় ঘুরপাক করতে থাকে। আর তক্ষণই আপনি নিয়ন্ত্রন হারিয়ে বেশি লাভ করার আশায় সকল নিয়ম কানুন ভুলে ট্রেড ওপেন করে একাউন্টের সর্বনাশ করে ফেলেন।

mithunsarkar
2016-08-27, 12:51 PM
এ কারন গুলর জন্য ফরেক্স লস হয় 1)রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস না করা।2)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন না করা ।3)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস না করা।4)লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন না থাকা । 5)অভার ট্রেডিং বন্ধ না করা ।

shati9059
2016-08-27, 07:03 PM
আমরা জানি ব্যবসা করতে মূলধন বিনিয়োগ করতে হয়। আর এ ব্যবসা পণ্য নিয়ে শুরু করতে হয়। ফরেক্স এ ব্যবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের সাথে ট্রেড করতে হবে। আপনার প্রতিটি কাযক্রমে লাভ লস এর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। এজন্য অনেকে প্রবল লাভ করতে গিয়ে নতুন নতুন ট্রেড ওপেন করে। তখন দেখা যায় একজন দক্ষ ট্রেডেডার ও লোভে পরে নিয়ম ভুলে ট্রেড ওপেন করে অ্যাকাউন্ট এর সর্বনাশ করে ফেলে। আমি মনে করি লোভই ফরেক্স এ লসসের অন্যতম কারন।

Ritu
2016-08-28, 03:11 PM
ডেমো ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট না করা, টেকনিক্যাল এনালাইসিস না করা, ফান্ডামেন্টাল এনালাইসিস না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা এই সব গুলো হল ফরেক্সে লসের কারন । এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন পতিরোধ করা যাবে । আমি অনেক ডেমো ট্রেড করছি এখন ।

Challange
2016-08-28, 03:28 PM
ফরেক্স লাভ লস হল একটা অতি সাধারণ ঘটনা । ফরেক্স মার্কেটে আমরা লাভ করি আবার লসও করে থাকি । এ ক্ষেত্রে আমরা লসকে টোটালি সহ্য করতে পারি না ,কেননা মুলত আমাদের সম্পুর্ণ ইনটেনশন থাকে লাভের প্রতি । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা । নিজের ট্রেড নিয়ে সর্বক্ষণ বিশ্লেষণ করা । কেননা বিশ্লেষন এর মাধ্যমেই প্রকৃত তথ্য বেরিয়ে আসে ।

oviice
2016-08-28, 03:49 PM
ডেমো ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট না করা, টেকনিক্যাল এনালাইসিস না করা, ফান্ডামেন্টাল এনালাইসিস না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা এই সব গুলো হল ফরেক্সে লসের কারন । এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন পতিরোধ করা যাবে । আমি অনেক ডেমো ট্রেড করছি এখন

abdulguffer
2016-08-28, 04:02 PM
ফরেক্স ট্রেডিং এ লস এর প্রধান কারণ হচ্ছে বেশি লাভ করার লোভ সামলাতে না পেরে অতিরিক্ত লিভারেজ ব্যবহার করে , টেকনিক্যাল এনালাইসিস ছাড়াই অনেক বড় লট এ ট্রেড এন্ট্রি করা , কোন স্ট্রাটাজি ফলো না করা , স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার না করার ও ওভার ট্রেড করা ।

abdulguffer
2016-08-28, 04:06 PM
ফরেক্স এ লস এর আরো অনেক কারন আছে । যেমন - সঠিক ভাবে সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করতে না পারা, ভুল ট্রেন্ড লাইন আকা, ফান্ডামেন্টাল এনালাইসিস করতে না পারা, ইন্ডিকেটর এর ব্যবহার না জানা , সিগন্যাল এর উপর নির্ভর করে ট্রেড এন্ট্রি করা , ইমোশনাল হয়ে ট্রেড করা ইত্যাদি।

SHOYEB
2016-08-28, 04:52 PM
ফরেক্স মার্কেটে লসের একমাত্র কারন না বুঝে ট্রেড করা আর সব সময় লাভের চিন্তা করা । এই মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না আপনাকে একাগ্রচিত্তে ফরেক্স এর খুটিনাটি সব বিষয় খুব ভালভাবে জানতে হবে ।

fxinfo
2016-08-28, 09:02 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লসের সবথেকে বড় কারন হচ্ছে নিয়মিতভাবে নিদিষ্ট কোন নিয়ম মেনে না চলা । নিয়মিতভাবে যদি কেউ নিদিষ্ট নিয়ম মেনে না চলে তবে সে কোনদিনই সফল হতে পারবে না বলে আমি মনে করি । ফরেক্স ট্রেডিং আসলে একটি শিল্প । যা অজন করতে হলে অনেক দীঘ সময় প্রয়োজন ।

sujon30
2016-08-28, 09:09 PM
আমাদের দেশে ফরেক্স এর কিছু কিছু সাধারন নিয়ম-কানুন না মানার কারনে লসে পরে থাকে এবং ফরেক্স থেকে অনেকটা নেতিবাচক হয়ে পরে এবং ফরেক্স মার্কেট থেকে চলে যায়। সে গুলো হল:
১) লোভ করে ফরেক্স এ আসা
২) পরিশ্রম ও ধৈয়্যের ধরে না থাকা,
৩) জ্ঞান ও অভিজ্ঞতার অভাব
৪) দক্ষতার অভাব
৫) এনালাইসিস করে থাকে না
৬) মানি ম্যানেজমেন্ট না চলা
ইত্যাদি কারনে ফরেক্স এ লস করে থাকে।

rafizul
2016-08-28, 09:16 PM
ফরেক্স এ লস করার প্রধান কারন হতে পারে যে আপনি ঠিক মতো ট্রেড করতে জানেন না । ফরেক্ম সম্পর্কে আপনার পযাপ্ত ধারনা নেই । অতপর আপনি ধৈয্যর সাথে কাজ করতে পারেন না । আবার এটাও হতে পারে যে আপনার অধীক লোভ আপনার মেধাকে নষ্ট করে দিচ্ছে , তাই আপনার উচিত উপরোক্ত কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখা ।

sheam
2016-08-28, 09:20 PM
১:মাকেট এনালাইসিস না করে ট্রেড করা।
২:লোভ করা।
৩:অভার ট্রেডিং করা।

এ তিনটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূন মনে হয়।

sujon30
2016-08-28, 09:23 PM
ফরেক্স এ সাধারন কিছু ছোটখাটো ভুলে জন্য লস করে থাকে যে গুলো আমরা ভাবতেই পারি না যে কী কারনে লস হয়। লস এর কারন হল:
১) লোভ করা
২) ধেয্য ও পরিশ্রম না করে ফরেক্স এ কাজ করা
৩) জ্ঞান ও অভিজ্ঞতার অভাব
৪) দক্ষতার অভাব
৫) এনালাইসিস না করে থাকা
৬) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
ইত্যাদি কারনে ফরেক্স এ লস করে থাকে।

hasan019
2016-08-28, 09:30 PM
আমাকে কেই আস্ক করলে আমি এক্টাই বলবো আর তা হল অভার ট্রেডিং। এর জন্ন আমার অ্যাকাউন্ট এর কি হইছে তা আমিই জানি। আরো কারন আছে না জেনে ট্রেড করা।

masud1989
2016-08-28, 10:26 PM
ফরেক্স এ লসের অনেক কারণ হতে পারে । তার মধ্য উল্লেখযোগ্য কিছু কারণে বেশি লস হয় ।
* ফরেক্স সম্পরকে ধারণা না থাকা
* ডেমোতে কম ট্রেড করা
* অধিক লোভের কারনে
* কম পরিশ্রমী হওয়া
*মার্কেট এনালাইছিস না করা

mithunsarkar
2016-08-28, 11:11 PM
আমার জানা মতে কন দক্ষ মানুষ লস করতে পারেনা যদিও বা লস হই তবে অনেক কম | ব্যবসা লাভ লস থাকবে আমি মনে করি ফরেক্স কে আমরা যদি মন দিয়ে করি তবে ফরেক্স এ লস হবার সম্ভবনা খুব কম | আপনি ফরেক্স সম্পরকে অধিক গেন অজন করেন তবে ফরেক্স থেকে আপনি কিছু করতে পারবেন|

Rana mollah
2016-08-28, 11:14 PM
প্রতিটা ব্যবসায়ে লাভ ও লস থাকে । ফরেক্সেও আছে , ফরেক্সে লস হয় খুব কম যদি ফরেক্স সম্পর্কে ভাল জানা থাকে । ফরেক্সে লস হয় না বুঝে ট্রেড করলে বা ফরেক্সে বেশি লোভ করলে । ফরেক্সে বেশি লোভ করলে লাভ না হয়ে শুধু লস হয় । তাই ফরেক্সে লোভ করা যাবে না । ফরেক্সে ব্যখে ট্রেড করতে পারলে যা লাভ হবে তাতে মাস শেষে অনেক তাকা হবে । তাই লোভ করে লস করার থেকে ভাল হয় কিছু টাকা কম আইয় করতে পারলে ।

RUBEL MIAH
2016-08-29, 08:37 PM
ফরেক্স ব্যবসা লসের কারণ অনেক । যেমন :-
(১) ধৈর্য্য না থাকা ।
(২) মার্কেট এ্যানালাইসিস না করা ।
(৩) ডেমো ট্রেড না করা ।
(৪) মানি ম্যানেজমেন্ট না করা ।

kholil
2016-09-29, 05:29 PM
প্রতিটা ব্যবসায়ে লাভ লস আছে , ঠিক তেমনি ফরেক্সেও লাভ লস আছে । ফরেক্সে অনেক লাভ জঙ্ক একটা ব্যবসা । বুঝে ফরেক্স করতে পারলে ফরেক্স থেকে প্রচুর তাকা আয় করা সম্ভব । ফরেক্সে যেমন টাকা আয় হয় তেমনি আবার লস ও আছে অনেক । ফরেক্সে না বুঝে ব্যবসা করা হলে ফরেক্স থেকে লস হয় তাই ফরেক্সে বুঝে ট্রেড করে কাজ করতে হবে । ফরেক্সে লস হয় লসের কারনে তাই লোভ করা যাবে না ফরেক্সে । লোভ মানেই লস ।

MD ALAMIN ARIF
2016-09-29, 05:42 PM
ফরেক্স এ ব্যবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের সাথে ট্রেড করতে হবে। আপনার প্রতিটি কাযক্রমে লাভ লস এর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। এজন্য অনেকে প্রবল লাভ করতে গিয়ে নতুন নতুন ট্রেড ওপেন করে। তখন দেখা যায় একজন দক্ষ ট্রেডেডার ও লোভে পরে নিয়ম ভুলে ট্রেড ওপেন করে অ্যাকাউন্ট এর সর্বনাশ করে ফেলে।

mithunsarkar
2016-09-29, 10:23 PM
ফরেক্স করতে গেলে লস হতেই পারে আমি মনে করি মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না আপনাকে একাগ্রচিত্তে ফরেক্স এর খুটিনাটি সব বিষয় খুব ভালভাবে জানতে হবে । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা । নিজের ট্রেড নিয়ে সর্বক্ষণ বিশ্লেষণ করা । কেননা বিশ্লেষন এর মাধ্যমেই প্রকৃত তথ্য বেরিয়ে আসে

Competitor
2016-12-30, 09:32 PM
ফরেক্স লসের কারণ হলো প্রধানত আমাদের ট্রেডিং সিস্টেমে দুর্বলতা কিংবা ফরেক্স মার্কেটের হঠাৎ প্রতিকূল আচরণ । আমরা যারা ফরেক্স করি তারা জানি যে ফরেক্স ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জণ করতে হয় । আসলে দক্ষতার অভাবেই মূলত ট্রেডাররা লস করে । তাই যত বেশি সম্ভব আমাদের সর্বোচ্চ পরিমাণে প্রচেষ্টা অব্যহত রাখতে হবে ভালো একটা অবস্থানে পৌঁছানোর জন্য ।

Reba Rani Shingha
2016-12-30, 10:36 PM
ফরেক্সে লস হয় আপনার নিজের ভুলের কারনে এবং কিছু কিছু সময় আছে যখন মার্কেটে নিজের বিপরীতে চলে গেলে তখনই মূলত লস হয়। আর এখানে লসের প্রধান এবং একমাত্র কারন হল অতিরিক্ত প্রফিট বা লাসের লোভ।সেই কারনে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান লাভ করে তার পর সেবই ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করার অভ্যাস গড়ে তোলা উচিত।

JOY33665577
2016-12-30, 10:49 PM
ফরেক্স এ লসের অনকে কারন আছে তার মদ্ধে অন্যতম ও প্রথম কারন হল না বুঝে ট্রেড করা এবং মানি ম্যানেজমেন্ট না করা। অপরদিকে আরো লসের কারন ফরেক্স ভালবাবে না শিখেই ট্রেড করতে আসা। আমার মতে ট্রেড করার পুর্বে মার্কেট স্মর্কে খুব ভাল করে জেনে উ বুঝে নেওয়া উচিত। তাহলে লসের পরিমান কমানো সম্ভব হবে। ডেমো একাউন্টে রেগুলার প্যাবটিস করতে হবে।

sujon30
2017-01-01, 09:58 AM
ফরেক্স যে কারনে লস করে থাকে তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) ফরেক্স এর অভিজ্ঞতা দক্ষতার অভাব
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা

spd
2017-01-01, 10:40 AM
আপনি খুব গুরুত্বপুর্ন কথা বলেছেন।আপনি চাইলে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারবেন যই সফল হবার সকল নিয়ম কানুন মেনে ট্রেড ওপেন করেন।বেশির ভাগ ট্রেডার তাদের মুনাফা হারাই তাদের লোভের কারনে।তাই লোভ ত্যাগ করে ফরেক্স মার্কেট করতে হবে।

Skfarid
2017-01-01, 11:01 AM
ফরেক্সে কোন পণ্য আছে তবে মুদ্রার ব্যবহার বেশী । ফরেক্সে লসের কারণ হল - অভিজ্ঞতা অর্জন না করা, লোভ সামাল দিতে না পারা, মার্কেট এনালাইসিস করা না করা , মানিম্যানেজম্যান্ট সম্পর্কে নাজানা, ধ্যর্য ধরে ট্রেড না করা, ওভার ট্রেডিং করা ইত্যাদি ।

ONLINE IT
2017-01-02, 06:15 PM
ফরেক্স এ কম বেশি লস থাকবেই। তাই বলে মন খারাপ করার কিছুই নাই। আপনার লসের কারনগুলো খুজে বের করুন। এবং তা সংশোধন করুন। দেখবেন আপনিও সফল হতে পারবেন। সাধারনত যে সকল কারনে আমরা লস করে থাকি তা হলঃ
# লোভ করা
# অন্যকে অনুসরন করা
# এক সাথে একাধিক কারেন্সি ট্রেড করা
# এ্যাকাউন্ট লিভারেজ বেশি নেয়া
# মনগড়া ট্রেড করা

riponhosen
2017-01-02, 06:24 PM
ফরেক্সে লসের কারন হিসেবে আমার কাছে মনে হয় অতিরিক্ত লভ করা ।মানিম্যানেজমেন্ট না দেখে ট্রেড করা ।আবেগের বশবতি হয়ে উলটাপালটা ট্রেদ ওপেন করা ।একটা ট্রেডে লস করার পর তা রিকভার করার জন্যে আরো বেশি লট দিয়ে ট্রেড ওপেন করা। মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করা ।

sujon30
2017-01-03, 08:49 AM
লস করার কারন হল
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) মার্কেট এনালাইসিস না করা
৪) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।

Rony Hassan
2017-01-03, 11:15 AM
ফরেক্সে লসের কারন অনভিজ্ঞতা আমরা অনেকেই অভিজ্ঞতা না থাকার কারনে লসে পড়ি।ওভার ট্রেড করার জন্য লসে পরি। রিক্স বেশী নেওয়ার জন্য লসে পড়ি। মার্কেট এ্যানালাসিস না করে ট্রেড করা জন্য লসে পড়ি। অনেক সময় লস রিকভারী করার জন্য আবার ট্রেড রিকোভারী ট্রেড দেওয়ার জন্য লস করি। আমার পরিমিত পরিমান ডেমো ট্রেড না করে রিয়েল ট্রেডে ট্রেড করার জন্য লস করে থাকি।

Biswo72
2017-01-04, 10:28 PM
ফরেক্স যেমন লাভাজনক তেমন খুব রিস্কি ব্যাবসা । তাই ফরেক্স সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর লাইভ ট্রেড শুরু করতে হবে । আপনাকে সর্ব প্রথম ভালোভাবে study, knowledge, practice, experience, all analysis, control emotion এগুলো অর্জন করতে হবে । শতকরা 10 % ট্রেডার ফরেক্স এ সফল হয় বাকি 90% ট্রেডার লস করে তাদের অর্থ । আপনিও যদি লস করে থাকেন তাহলে নিজের কাছে প্রশ্ন করুন কেন বার বার লস করছেন । আপনি চিহ্নিত করুন আপনার ভূল কি, দুর্বল দিক গুলো কি কি একটু গভীরভাবে ভাবুন তাহলে ধরতে পারবেন কেন বার বার লস করছেন আর সেগূলোর সমাধান করার চেস্টা করুন তাহলে আমি মনে করি লসের হার অনেক কমে যাবে।

msisohel
2017-01-05, 01:54 PM
ফরেক্সে লসের কারণ ফরেক্স সম্পর্কে ভালোভাবে না জেনে না বুঝে আন্দাজে ট্রেড করা । বেশি ডেমো প্র্যাকটিস না করা । মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস ঠিক মত না করা । বেশি লোভ করে ট্রেড করা । ধৈর্য না ধরে ফরেক্স সম্পর্কে না জেনে ট্রেড করা ।

sujon30
2017-01-16, 08:48 PM
যে কারনে সাধারন লস গুলো হয়ে থাকে তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম ও র্ধৈয্য অভাব
৪) মার্কেট এনালাইসিস না করে থাকা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে ।
ইত্যাদি না চলার কারনে লস করে থাকে।

Lipu
2017-01-22, 09:02 PM
ফরেক্স মাকেটে লশ এড় কারন আমি মনে করি অধিক লোভ ফরেক্স মাকেটে যারা নতুন তারা ফরেক্স মাকেটে অনেক বেশি লোভ করে থাকে আর লস করে থাকে | ফরেক্স মাকেট লস যদি না করে চান তবে আমি বলব আপনি ফরেক্স থেকে বেশি লোভ করবেন না তবে আপনি ফরেক্স থেকে ভাল ভাবে লাভ নিয়ে বেরিয়ে আসবেন |

Fxaziz
2017-01-22, 09:53 PM
অনেক গোলা কারনে আমরা ফরেক্স মার্কেট এ লস করি।আসলে এই কারণ গোলা অনেক ছোট। আমরা যদি এই কারণ গোলা দুর করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো। যেমন- ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আমাদের কে লোভ কে কনট্রোল করতে হবে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আমাদেরকে কম কম করে ট্রেড করতে হবে।মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে।ভলিউম কমিয়ে ট্রেড করলে আসা করে ভালো হবে।

real razu
2017-01-22, 10:35 PM
আমি মনে করি ডেমো ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট না করা, টেকনিক্যাল এনালাইসিস না করা, ফান্ডামেন্টাল এনালাইসিস না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা এই সব গুলো হল ফরেক্সে লসের কারন । এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন পতিরোধ করা যাবে । আমি অনেক ডেমো ট্রেড করছি এখন ।

Fazlul
2017-01-22, 10:39 PM
আমি মনে করি ফরেক্স এ লসের কারন হল ফরেক্স ট্রেডে অনভিজ্ঞতা । কারন যদি কেউ ভালভাবে না জেনে ফরেক্স সম্পর্কে ট্রেড করলে সে লসের সম্মুখীন হবে ।তাই আগে ভালভাবে জানতে হবে ফরেক্স বিষয়ে,মার্কেট অ্যাানালাইসিস করতে হবে, মার্কেটের গতিবিধি বুজেশুনে ট্রেড করতে হবে । তাহলে লাভবান হতে পারবেন ।অন্যথায় লসের সম্মুখীন হতে হবে ।

sujon30
2017-01-23, 08:10 AM
যে কারেন লস গুলো করে থাকে তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম ও র্ধৈয্য অভাব
৪) মার্কেট এনালাইসেস না করা
৫)মানি ম্যানেজমেন্ট না করা

asik
2017-01-29, 05:31 PM
যারা আমার মতো নতুন তাদের সবার মাথায়ই কমবেশি লাভ করার প্রবনতা একটু বেশি দেখা যায়।কারন নতুন অবস্থায় একটু বেশি ইমোশন কাজ করে যা ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি ক্ষতিকর।আর এই কারনেই বেশিরভাগ সময় লস হয়ে থাকে বলে আমি মনে করি।

SheikhAshrafulIslam468
2017-01-29, 06:31 PM
ফরেক্সে বিভিন্ন কারনে লস হয়ে থাকে যেমন আপনার যদি ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান না থাকে তবে আপনি ফরেক্সে ট্রেড করলে লস হবে এটিই স্বাভাবিক। তবে বেশি ভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে অতিরিক্ত প্রফিট লাভের লোভই ট্রেডারদের অনেক বেশি লসের কারন।

amdad123
2017-01-30, 12:52 AM
ফরেক্স মার্কেটে লসের অনেক গুলো কারন আছে যার মধ্যে আমার থেকে মনে হয় ,যে কারন গুলো অনেক বেশি প্রভাব বিস্তার করে ট্রেড লসের ক্ষেত্রে সেগুলো হল: ইমোশনাল ট্রেডিং করা, মার্কেট সঠিকভাবে এ্যানালাইসিস না করে ট্রেড এন্ট্রি করা , ট্রেন্ডের বিপক্ষে থেকে ট্রেড করা , টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস ভালমত না করে ট্রেড এন্ট্রি করা, নির্দিষ্ট কোন ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার না করা, মানিম্যানেজমেন্ট না করে ট্রেড করা ,ওভারট্রেডিং করা ইত্যাদি।

sujon30
2017-01-30, 01:44 PM
ফরেক্স লসের সব চাইতে বড় কারন হল যে ফরেক্স এ অনিয়ম ভাবে করে থাকে তা। ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যা নিয়ম ছাড়া না করলে তা থেকে আয় করা যায় না বরং তা থেকে লস করে থাকে। মার্কেট এনালাইসিস না করা, বেশী লটে ট্টেড করা, মানি ম্যানেজমেন্ট না করা ইত্যাদির কারনে ফরেক্স মার্কেট এ লস করে থাকে।

Peace
2017-01-30, 02:19 PM
ফরেক্সে লসের অনেক কারন রয়েছে। প্রথম যে কারনটি আমাদের মাথায় আসে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। মানি ম্যানেজমেন্ট না করার ফলে ফরেক্স ট্রেডিংএ বেশির ভাগ অ্যাকাউংট জিরো হয়ে যায়। আমরা সাধারনত আমাদের ডিপোজিটের তুলনায় বেশি রিস্ক নিয়ে থাকি। যার জন্য এমনটি হয়ে থাকে। আরেকটি হচ্ছে আবেগকে প্রশ্রয় দেওয়া। অনের ইচ্ছাকে স্থান দিতে গিয়ে ফরেক্সের নিয়ম ভুলে ট্রেড দিয়ে থাকি। যার কারনে লসের সম্মুক্ষীন হতে হয়।

shukumar8099
2017-01-30, 03:44 PM
ফরেক্স মার্কেটে ট্রেড পরিচালোনা কিভাবে করতে হবে এ বিষয়ে বিভিন্ন ধরনের টিপস আমার মাথায় অনেক ছিল।এত সব জানার পরও আমি ফরেক্স মার্কেটে গুরুতর লস খেয়েছি।পরে ভেবে দেখলাম আমি তো ট্রেড সঠিকভাবে পরিচালোনা করার সকল টিপস জানি কিন্ত লস করলাম কেন।তখন এসব সমস্যার একটাই উত্তর আমার ামনে আসলো সেটা হল ফরেক্স মার্কেটে অনেক কিছু জানি কিন্তু তা মানিনা।

shohanjacksion
2017-01-30, 04:02 PM
খুব কম সময়ের অভিজ্ঞতা নিয়ে মার্কেটে প্রবেশ করতে না করতেই রিয়েল একাউন্ট এ ট্রেডিং করাই হল ফরেক্স মার্কেটে লসের একমাত্র প্রধান কারন। অভিজ্ঞতা অর্জন না হলে আপনার ধৈর্য এবং মানি ম্যানেজমেন্ট ইত্যাদি এর কোনটাই আপনার আমার ভিতরে থাকবেনা। শুধু লস আর লসেই আমাদের জীবনটা কেটে যাবে। যত সম্ভব ডেমো একাউন্ট নিয়ে ট্রেডিং এ দুই থেকে তিন বছর কাটিয়ে দেওয়াই ভাল।

Fxaziz
2017-01-31, 09:45 AM
আসলে অনেক গুলা বিষয় এর উপর নির্ভর করে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি।আমরা যদি এই লস থেকে বাচতে চাই তাহলে আমাদের কে অনেক গুলা বিষয় সম্পর্কে জান্তে হবে।আমাদের কে ফরেক্স মার্কেট কে নিয়ে বেশী বেশী এনালাইসিস করতে হবে। ফরেক্স মার্কেট কে নিয়ে বেশী বেশী ডেমো একাউন্ট এ ট্রেড করতে হবে। বেশী বেশী ফোরাম এ পড়ালেখা করতে হবে।তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছতে পারবো।

sujon30
2017-01-31, 06:33 PM
ফরেক্স লসের কারন হল, মার্কেট এনালাইসিস না করে না বুঝে ট্টেড করা। ফরেক্স মার্কেট এ যারা বেশী লোভ করে ফরেক্স করে তারাও ফরেক্স এ লস করে থাকে। ফরেক্স এর জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার না থাকার কারনে ফরেক্স এ এসে কাজ করে ট্টেড করে লস গুলো করে থাকে।

Mamun13
2017-01-31, 09:52 PM
ফরেক্স হলো বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে ৷অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷

SkRasheduzzaman1990
2017-01-31, 11:06 PM
ফরেক্সে কম বেশি সবাই লসের সম্মুখীন হযেছে তবে লস কখনই আমাদের কারর কাছে কাাম্য নয় বেশি ভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ট্রেডারদের অনেক বেশি অল্প সময়ের ব্যাবধানে প্রফিট লাভের চিন্তা বা মানসিকতাই লসের প্রধান কারন হিসাবে বিবেচিত হয়েছে।

sujon30
2017-02-12, 04:00 PM
ফরেক্স লসের নানা কারন হতে পারে। ফরেক্স মার্কেট এ আসলেই যে লাভ ও আয় হবে তা কিন্তু নয়। ফরেক্স রুলস ও নিয়ম ছাড়া ফরেক্স করলে তা থেকে আয় করা যায় না বরং তা থেকে লস হয়। যে কারনে লস গুলো করে থাকে তা হল:- ১) লোভ করা, ২) বেশী লটে ট্টেড করা, ৩) না বুঝে ট্টেড করা, ৪) মার্কেট এনালাইসিস না করা, ৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা। ইত্যাদি না করার কারনে সাধারন লস গুলো করে থাকে।

ucall
2017-02-12, 05:23 PM
আমার মনে হয় লসের ডেমো ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট না করা, টেকনিক্যাল এনালাইসিস না করা, ফান্ডামেন্টাল এনালাইসিস না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা এই সব গুলো হল ফরেক্সে লসের কারন । এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন পতিরোধ করা যাবে । আমি অনেক ডেমো ট্রেড করছি এখন ।

riponinsta
2017-02-12, 07:52 PM
ফরেক্স মার্কেট এ লস এর বড় কারন হল নিয়ম না মেনে ট্রেড করা সব ট্রেডিং সিস্টেম এর একটা নিয়ম আছে সেই নিয়ম না মেনে ট্রেড করলে লস হয় আপনি ফরেক্স মার্কেট এ যত বড় বড় ফরেক্স ট্রেডার কে দেখবেন তারা তাদের ট্রেডের নিয়ম খুব কঠোর ভাবে পালন করে তাই সেই আজ এতো বড় ট্রেডার আপনি ও যদি নিয়ম করে ও মেনে ট্রেড করতে পারেন তা হলে আপনি একজন বড় ফরেক্স ট্রেডার হতে পারবেন আর অনেক অনেক ডলার লাভ করতে পারবেন

lemon777
2017-02-12, 07:57 PM
আমি মনে করি ফরেক্স এর প্রধান উপকরন কেন পণ্য নয়। এখানে ব্যাবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের টাকার সাথে লেনদেন করতে হচ্ছে। অর্থাৎ আপনার প্রতিটি কার্জক্রম সরাসরি লাভ লসের সাথে জড়িত। আর শুধু এই কারনেই অতি দ্রুত লাভ করার প্রবল ইচ্ছা আপনার মাথায় ঘুরপাক করতে থাকে। আর তক্ষণই আপনি নিয়ন্ত্রন হারিয়ে বেশি লাভ করার আশায় সকল নিয়ম কানুন ভুলে ট্রেড ওপেন করে একাউন্টের সর্বনাশ করে ফেলেন।

instasaiful
2017-02-12, 10:52 PM
ফরেক্স লসের বহুবিধ কারণ আছে। তার মাঝে অন্যতম কিছু কারণ হল ১) পর্যাপ্ত ডেমো ট্রেড না করা ২) ধৈর্য্যহীনতা ৩) মানি মেনেজমেন্ট মেনে না চলা ৪) ট্রেডিং স্ট্রেটেজি ব্যবহার না করা ৫) পর্যাপ্ত পড়াশোনা না করা। ইত্যাদি। আমরা যদি উপরোক্ত কারণ সমূহ দূরী করণের চেষ্টা করি তবে সফলতা লাভ করতে পারব ।

sujon30
2017-02-14, 08:24 AM
আমার মতে ফরেক্স মার্কেট এ লস এর বড় কারন হল যে ফরেক্স নিয়ম মত করে না করার কারনে লস গুলো করে থাকে। এছাড়া ফরেক্স লোভ করে আশা, বেশী লটে ট্টেড করা, না বুঝে ট্টেড করা, পরিশ্রম ও র্ধৈয্যে না করে ফরেক্স করা, অভিজ্ঞতা ও দক্ষতা অভাব, ফরেক্স মার্কেট এনালাইসিস না করা ও মানি ম্যানেজমেন্ট না ফলো করা ইত্যাদির কারনে ফরেক্স এর সাধারন লস গুলো করে থাকে।

cane
2017-02-17, 09:57 PM
ফরেক্সে লসের বহুবিদ কারন রয়েছে সঠিকভাবে ডেমো ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট না করা, টেকনিক্যাল এনালাইসিস না করা, ফান্ডামেন্টাল এনালাইসিস না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা এই সব গুলো হল ফরেক্সে লসের কারন । এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন প্রতিরোধ করা যাবে।

sujon30
2017-02-18, 02:22 PM
ফরেক্স এ নানা কারনে লস করে থাকে। ফরেক্স মার্কেট এ যারা নিয়ম ছাড়া ফরেক্স করে তারা ফরেক্স থেকে আয় করতে পারে না এবং ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করতে পারে না। যাই হোক ফরেক্স এ যে কারনে লস গুলো করে থাকে তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) না বুঝে ট্টেড করা
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
ইত্যাদি কারনে সাধারন লস গুলো করে থাকে।

nbfx
2017-02-18, 02:52 PM
ফরেক্সে লসের কারন
১। অতিরিক্ত লোভ করা,
২। এনালাইসিস না করা,
৩। একসাথে অধিক ট্রেড রানিং করা,
৪। বড় লটে ট্রেড ওপেন করা,
৫। ছোট টাইমফ্রেম দেখে ট্রেড দেয়া।

asaa
2017-03-19, 03:21 AM
আমার মনে হয় এ কারন গুলর জন্য ফরেক্স লস হয় 1)রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস না করা।2)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন না করা ।3)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস না করা।4)লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন না থাকা । 5)অভার ট্রেডিং বন্ধ না করা ।

01797733223
2017-12-05, 09:49 PM
ফরেক্স এ লসের অনেক কারন আছে । এর মধ্যে প্রথম কারনটি হলো অধৈর্য্য হওয়া এবং অধিক লোভ করা । অনেক ট্রেডার আছে যারা খুব তাড়াতাড়ি লাভ করতে চায় এর বিনিময়ে তাদের লস এর সম্মুখিন হতে হয় । ফরেক্স একটি দীর্ঘমেয়াদী ব্যাবসা । এই ব্যাবসায় আপনাকে প্রচুর সময় দিতে হবে । এবং এর মাধ্যমে আপনি অনেক উপার্জন করতে পারবেন । তবে কমপক্ষে আপনাকে ৩-৪ বছর মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।

morshed naim
2017-12-06, 02:42 AM
রেক্স মাকেটে লশ এড় কারন আমি মনে করি অধিক লোভ ফরেক্স মাকেটে যারা নতুন তারা ফরেক্স মাকেটে অনেক বেশি লোভ করে থাকে ফরেক্স মার্কেট এ যারা বেশী লোভ করে ফরেক্স করে তারাও ফরেক্স এ লস করে থাকে। ফরেক্স এর জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার না থাকার কারনে ফরেক্স এ এসে কাজ করে ট্টেড করে লস গুলো করে থাকে।শুধু লস আর লসেই আমাদের জীবনটা কেটে যাবে। যত সম্ভব ডেমো একাউন্ট নিয়ে ট্রেডিং এ দুই থেকে তিন বছর কাটিয়ে দেওয়াই ভাল।

abdul malek
2017-12-06, 02:48 AM
ফরেক্সে লস হয় আপনার নিজের ভুলের কারনে এবং কিছু কিছু সময় আছে যখন মার্কেটে নিজের বিপরীতে চলে গেলে তখনই মূলত লস হয় মানিম্যানেজমেন্ট না দেখে ট্রেড করা ।আবেগের বশবতি হয়ে উলটাপালটা ট্রেদ ওপেন করা ।একটা ট্রেডে লস করার পর তা রিকভার করার জন্যে আরো বেশি লট দিয়ে ট্রেড ওপেন করা। মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করা ।যই সফল হবার সকল নিয়ম কানুন মেনে ট্রেড ওপেন করেন।বেশির ভাগ ট্রেডার তাদের মুনাফা হারাই তাদের লোভের কারনে।তাই লোভ ত্যাগ করে ফরেক্স মার্কেট করতে হবে।

Torun50
2017-12-06, 05:28 PM
ফরেক্স এ লছ করার মূল কারন হলো ট্রেড । আমরা যোদি ট্রেড করা না শিখি তাহলে আমাদের লছ হবার সম্ভাবনা বেশি । আর আমাদের এই ট্রেড করা চরচা করতে হবে । এর জন্য আমাদের ডেমো ট্রেড করতে হবে । আর যোদি না করি তাহলে লছ হোতে পারে ।

expkhaled
2018-06-01, 09:37 PM
ফরেক্স মার্কেট হলো প্র্যাকটিক্যাল মার্কেট। যেখানে সরাসরি লিক্যুইড নিয়ে ট্রেড হয়। তাই এখানে ট্রেড করতে হলে সঠিক ধারনা এবং অভিজ্ঞতা নিয়ে ট্রেড করতে হয়। যখন এই সব জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব থাকে তখনই একজন ট্রেডারের লস হয়। যার জন্য ফরেক্স ট্রেডারদের জন্য বিশেষ সুবিধা দেয়া আছে সেটা হলো ডেমো ট্রেডিং। একজন ট্রেডার যদি চান তাহলে শুধু ডেমো ট্রেড করেই অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এবং এই অভিজ্ঞতা দিয়েই রিয়েল মার্কেটে এ ট্রেড করে পর্যাপ্ত লাভবান হতে পারেন। তাই ডেমো ট্রেড এর গুরুত্ব দেওয়া হয়েছে বার বার। ডেমো ট্রেড করার নির্দিষ্ট কোন সময় নেই আপনার যতদিন প্রয়োজন ততদিন ডেমো ট্রেড করতে হবে।

Md_MhorroM
2018-09-10, 07:21 PM
আমি বলবো ফরেক্স করতে গেলে লস হতেই পারে আমি মনে করি মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না আপনাকে একাগ্রচিত্তে ফরেক্স এর খুটিনাটি সব বিষয় খুব ভালভাবে জানতে হবে । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা । নিজের ট্রেড নিয়ে সর্বক্ষণ বিশ্লেষণ করা ।

martin
2018-09-10, 07:50 PM
ফরেক্স যে কারনে লস করে থাকে তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) ফরেক্স এর অভিজ্ঞতা দক্ষতার অভাব
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা

sr ritu
2018-11-24, 12:42 AM
প্রতিটা ব্যবসায়ে লাভ লস আছে , ঠিক তেমনি ফরেক্সেও লাভ লস আছে । ফরেক্সে অনেক লাভ জঙ্ক একটা ব্যবসা । বুঝে ফরেক্স করতে পারলে ফরেক্স থেকে প্রচুর তাকা আয় করা সম্ভব । ফরেক্সে যেমন টাকা আয় হয় তেমনি আবার লস ও আছে অনেক । ফরেক্সে না বুঝে ব্যবসা করা হলে ফরেক্স থেকে লস হয় তাই ফরেক্সে বুঝে ট্রেড করে কাজ করতে হবে । ফরেক্সে লস হয় লসের কারনে তাই লোভ করা যাবে না ফরেক্সে । লোভ মানেই লস ।

Mdsofizuddin
2018-11-25, 04:20 PM
ফরেক্সে লসের কারন হিসেবে আমার কাছে মনে হয় অতিরিক্ত লভ করা ।মানিম্যানেজমেন্ না দেখে ট্রেড করা ।আবেগের বশবতি হয়ে উলটাপালটা ট্রেদ ওপেন করা ।একটা ট্রেডে লস করার পর তা রিকভার করার জন্যে আরো বেশি লট দিয়ে ট্রেড ওপেন করা। মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করা ।

marjahan
2018-12-26, 12:10 AM
ফরেক্সে লসের কারন অনভিজ্ঞতা আমরা অনেকেই অভিজ্ঞতা না থাকার কারনে লসে পড়ি।ওভার ট্রেড করার জন্য লসে পরি। রিক্স বেশী নেওয়ার জন্য লসে পড়ি। মার্কেট এ্যানালাসিস না করে ট্রেড করা জন্য লসে পড়ি। অনেক সময় লস রিকভারী করার জন্য আবার ট্রেড রিকোভারী ট্রেড দেওয়ার জন্য লস করি। আমার পরিমিত পরিমান ডেমো ট্রেড না করে রিয়েল ট্রেডে ট্রেড করার জন্য লস করে থাকি।

Rider
2018-12-27, 03:32 PM
ফরেক্স এ লসের অনকে কারন আছে তার মদ্ধে অন্যতম ও প্রথম কারন হল না বুঝে ট্রেড করা এবং মানি ম্যানেজমেন্ট না করা। অপরদিকে আরো লসের কারন ফরেক্স ভালবাবে না শিখেই ট্রেড করতে আসা। আমার মতে ট্রেড করার পুর্বে মার্কেট স্মর্কে খুব ভাল করে জেনে উ বুঝে নেওয়া উচিত। তাহলে লসের পরিমান কমানো সম্ভব হবে। ডেমো একাউন্টে রেগুলার প্যাবটিস করতে হবে।

TanjirKhandokar1994
2019-01-16, 09:35 PM
ফরেক্সে লসের অনেক গুলো কারন আছে। এর মধ্যে অনভিজ্ঞতা হলো প্রথম কারন। আমরা অনেকেই অভিজ্ঞতা না থাকার কারনে লসে পড়ি।
আবার ওভার ট্রেড করার জন্যও লসে পরি।এছাড়া বেশী লোভের জন্যও লসে পড়ি। মার্কেট এ্যানালাসিস না করে ট্রেড করার জন্যও লসে পড়ি। তাই আমি মনে করি আমাদেরকে এইসব বিষয় গুলো বিবেচনা করে ট্রেড করা উচিত।

MdPiashHasan6080892
2019-01-17, 11:14 AM
যে কোন ব্যবসা করতে হলে মূলধন বিনিয়োগ করতে হই
আর এমন একটা পন্য নির্বাচন করতে হবে
যা বর্তমান বাজারে এর চাহিদা আছে
কিন্তু ফরক্স মার্কেট এ ব্যবসা করতে হলে
আপনাকে সরাসরি টাকার বিনিয়োগ করতে হবে
আর এ ক্ষেতে আপনার প্রতিটি পদক্ষেপ
সরাসরি লাভ বা লস এর সাথে জড়িত
ফরেক্স এ অনেক লাভ করা যাই
আর বেসি লাবের আসাই অনেক এ
বেসি বেসি ট্রেড ওপেন করে
মার্কেট এনালাইসিস করে না
ফরেক্স নিউজ দেখা না
ডেমো ট্রেড না করে মানি ম্যানেজমেন্ট করে
এই সব কারনেই ফরেক্স এ লস হয়ে থাকে

Rion
2019-11-18, 11:32 AM
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) ফরেক্স এর অভিজ্ঞতা দক্ষতার অভাব
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা

KGF
2019-11-18, 11:38 AM
১) লোভ করে ফরেক্স এ আসা
২) পরিশ্রম ও ধৈয়্যের ধরে না থাকা,
৩) জ্ঞান ও অভিজ্ঞতার অভাব
৪) দক্ষতার অভাব
৫) এনালাইসিস করে থাকে না
৬) মানি ম্যানেজমেন্ট না চলা
ইত্যাদি কারনে ফরেক্স এ লস করে থাকে।

abilkis7
2019-11-18, 12:24 PM
ফরেক্স ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে। আর না করলে আপনি লসের সম্মুখিন হবেন। ডেমো ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট না করা, টেকনিক্যাল এনালাইসিস না করা, ফান্ডামেন্টাল এনালাইসিস না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা এই সব বিষয়গুলো হল ফরেক্সে লসের কারন । এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন প্রতিরোধ করা যাবে । আমি অনেক ডেমো ট্রেড করছি এখন ।

Leee
2019-11-18, 03:23 PM
ফরেক্স লসের কারণ হলো প্রধানত আমাদের ট্রেডিং সিস্টেমে দুর্বলতা কিংবা ফরেক্স মার্কেটের হঠাৎ প্রতিকূল আচরণ । আমরা যারা ফরেক্স করি তারা জানি যে ফরেক্স ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জণ করতে হয় । আসলে দক্ষতার অভাবেই মূলত ট্রেডাররা লস করে । তাই যত বেশি সম্ভব আমাদের সর্বোচ্চ পরিমাণে প্রচেষ্টা অব্যহত রাখতে হবে ভালো একটা অবস্থানে পৌঁছানোর জন্য ।

Hredy
2019-11-18, 04:55 PM
আমাদের দেশে ফরেক্স এর কিছু কিছু সাধারন নিয়ম-কানুন না মানার কারনে লসে পরে থাকে এবং ফরেক্স থেকে অনেকটা নেতিবাচক হয়ে পরে এবং ফরেক্স মার্কেট থেকে চলে যায়। সে গুলো হল:
১) লোভ করে ফরেক্স এ আসা।
২) ধৈর্য ধরে না থাকা।
৩) জ্ঞান ও অভিজ্ঞতার অভাব।
৪) দক্ষতার অভাব।
৫) এনালাইসিস না করা।
৬) মানি ম্যানেজমেন্ট না করা।
ইত্যাদি কারনে ফরেক্স এ লস করে থাকে।

souravkumarhazra6763
2019-11-18, 05:22 PM
ফরেক্স ট্রেডিং বিজিনেস এ লস করার অনেক কারণ আছে,একজন ট্রেডার বিভিন্ন কারণে লস করে থাকে,নিন্মে কিছু কারণ দেওয়া হলো।
১.মার্কেট ট্রেন্ড এর বিপরীতে ট্রেড নেওয়া।
২.ওভার ট্রেড করা।
৩.ম্যানি ম্যানেজমেন্ট অনুসরণ না করা।
৪.স্টপ লস ব্যবহার না করা।
৫.বড় বড় লট এ ট্রেড করা

SOMARANITHAKUR1995
2019-11-18, 05:45 PM
হিসাব করে দেখা গেছে ফরেক্স মার্কেটে যারা লস করে তাদের মধ্যে শতকরা ৯৫ শতাংশ হল বিগেইনাররা। বিগেনারদের ট্রেডিং সম্পর্কে জ্ঞান কম থাকে এবং অন্যদিকে তাদের ব্যালেন্সও কম থাকে। তাই ট্রেড করে ফরেক্স মার্কেটে টিকে থাকাটা তাদের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। এছাড়া ফরেক্স মার্কেটে লসের আরও কিছু কারণ আছে। যেমন; মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করা, লোভ করা, ধৈর্যের অভাব, রোবট ব্যবহার করা, ফরেক্স কে মানি মেকিং মেশিন মনে করা, অন্যের সিগনালের প্রতি নির্ভরশীল হওয়া ইত্যাদি লসের অন্যতম কারণ।

samirarman
2019-11-18, 09:59 PM
আমি মনে করি যে, ফরেক্স করতে গেলে লস হতেই পারে আমি মনে করি মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না আপনাকে একাগ্রচিত্তে ফরেক্স এর খুটিনাটি সব বিষয় খুব ভালভাবে জানতে হবে । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা । নিজের ট্রেড নিয়ে সর্বক্ষণ বিশ্লেষণ করা । কেননা বিশ্লেষন এর মাধ্যমেই প্রকৃত তথ্য বেরিয়ে আসে।

shahalertpay
2019-11-19, 10:13 AM
বিভিন্ন কারনের জন্য ফরেক্স ব্যবসায় মানুষ লস করে থাকে- ১) রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস না করা। ২) প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন না করা । ৩) প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস না করা। ৪) লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন না করা । ৫) অতিরিক্ত ট্রেডিং বন্ধ না করা ।

MdRubelShaikh
2019-11-19, 10:19 AM
ফরেক্সে ব্যবসায়ে লসের কারণ বলতেগেলে প্রথমত আমি অন-অভিঙ্গকে বুঝায় বলে আমি মনে করি।তবে আমাদের সবাইকে মনে রাখতে হবে ব্যবসায়ে লাভ ও লস দুটই থাকরে। এই দুটোকেই মেনে নিয়ে ফরেক্সে কাজ করতে হবে।ভালোভাবে বুঝে কাজ করলে লস হবেনা।

MdRubelShaikh
2019-11-19, 10:30 AM
ফরেক্সে লসের কানণঃ
আমি মনে করি যে ফরেক্সের মাধ্যমে যদি ট্রেড করি তাহলে আগে ফরেক্সের ডেমু ট্রেড করতে হবে।মাথা গরম করা যাবেনা।বেশি লোভ করা যাবেনা।চলতি পথে বা যখুন তখুন ট্রেড করা যাবেনা।এগুলো যদি আমরা ভালো করে মানতে পারি তাহলে ফরেক্সে ট্রেডিং এ লস হবেনা।মূলত এগুুলোই লসের কারণ।

KANIZFATEMA1997
2019-11-19, 11:10 AM
একজন মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব নয়,ছোট জিনিসগুলোর মায়া ত্যাগ করতে হবে।ব্যবসায় লস হতেই পারে। তবে লসের কারণগুলোও জানা থাকলে ভালো হয়।সে কাজ গুলো যদি না করা হয় তবে আর লস হবে না।ধৈর্য্যশীলতার অভাব।আত্ম বিশ্বাসের অভাব।সৃজনশীলতার অভাব।ট্রেডিং বিষয়ে জ্ঞানের অভাব।অস্থিরতা।সঠ কভাবে প্লান না করে ট্রেডকরা।বুদ্ধি মতার অভাব।ট্রেডিং বিষয়েপূর্ণ ধারণা না রেখেই ট্রেড করা।এনালাইসিস না করেই নতুন ট্রেড ওপেন করা সুনিদিষ্ট কোনো পেয়ার সিলেক্ট না করা।ওভার ট্রেড করা।লোভ কে নিয়ন্ত্রণ করতে না পারা। আপডেট নিউজগুলো না দেখা।

MINARULRFL100
2019-11-19, 07:50 PM
ফরেক্স ট্রেডিং মার্কেটে আপনি যেমন লাভ করতে পারেন তেমনি লস ও করতে পারেন।আর আমরা জানি ব্যবসার ক্ষেত্রে লভ লস একে অপরের পরিপূরক।তবে আপনি ফরেক্স মার্কেটে কাজ করতে চাইলে আগে বেশি লাভের আশা না করে করে ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করুন তাহলে আপনি যখন ভাল দক্ষতা অর্জন করতে পারবেন তখন ভাল ফল ও পাবেন।আর যখন ভাল ফল পেতে থাকবেন তখন ফরেক্স এর সম্পর্কে কিছুই ভুলতে শুরু করবেন যখন আপনার লোভ টা বেড়ে যাবে তাই আমি বলবো এই লোভ হোল আপনার ব্যালেন্স জিরো করে দিতে পারে।তাই কখনো লোভ না করে এনালাইসিস করে কাজ শুরু করা উচিত।

PK_SHIKDER
2019-11-19, 08:39 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, আমি এখনো রিয়েল ফরেক্স আইডিতে ট্রেড করতে পারিনি । তাই আমার এর উপর ধারনা খুবই কম । তবে আমি ডেমো ট্রেডিং প্রাকটিস করি । এই ফরেক্স মার্কেটে আমরা এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা কেনা বেচা করে থাকি । আমি মনে করি যে,,, আমরা ফরেক্স মার্কেটে এই জন্য লস করে থাকি,,, তার কারন হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ফরেক্স মার্কেট ঠিকভাবে এনালাইসিস না করেই ট্রেড ওপেন করে থাকি,,,, আর বেশি লাভের আশা করে ট্রেড করি,,, পরবর্তীতে তার ফলাফল বিপরীত হয়,, মানে লসের সম্মুখীন হয়ে থাকি । তাই আমাদের উচিত মার্কেট এনালাইসিস করে ট্রেড করা,,, আর বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করা ।

amreta
2020-03-19, 09:49 AM
প্রিয় বন্ধুরা যদি আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি তবে এটি আমাদের নিজস্ব ভুল কারণ আমরা ভুল বাণিজ্য ব্যবহার করছি এবং আমরা যাবার জন্য ধৈর্য ধরছি না এবং আমরা ক্ষতি হচ্ছি আমরা বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের সাফল্যের মূল চাবিকাঠিটি নষ্ট করি এবং একজন ব্যক্তি যিনি ডেমোতে কাজ করছেন অ্যাকাউন্ট তিনি ভাল অভিজ্ঞতা পান এবং এই অভিজ্ঞতার কারণে তিনি একজন ভাল ব্যবসায়ী হয়ে ওঠেন এবং যখন তিনি সত্যিকারের অ্যাকাউন্ট হার্ট পিতে কাজ

Fxxx
2020-03-20, 12:50 PM
ফরেক্স হলো বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে ৷অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷

Hredy
2020-03-20, 02:01 PM
এ কারন গুলর জন্য ফরেক্স লস হয় 1)রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস না করা।2)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন না করা ।3)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস না করা।4)লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন না থাকা । 5)অভার ট্রেডিং বন্ধ না করা ।

Runil
2020-03-20, 02:21 PM
আপনি খুব গুরুত্বপুর্ন কথা বলেছেন।আপনি চাইলে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারবেন যই সফল হবার সকল নিয়ম কানুন মেনে ট্রেড ওপেন করেন।বেশির ভাগ ট্রেডার তাদের মুনাফা হারাই তাদের লোভের কারনে।তাই লোভ ত্যাগ করে ফরেক্স মার্কেট করতে হবে।

forex_fighter
2020-03-20, 02:22 PM
ফরেক্স মার্কেটে লসের একমাত্র কারন না বুঝে ট্রেড করা আর সব সময় লাভের চিন্তা করা । এই মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না আপনাকে একাগ্রচিত্তে ফরেক্স এর খুটিনাটি সব বিষয় খুব ভালভাবে জানতে হবে ।

sofiz
2020-03-20, 02:24 PM
আমার জানা মতে কন দক্ষ মানুষ লস করতে পারেনা যদিও বা লস হই তবে অনেক কম | ব্যবসা লাভ লস থাকবে আমি মনে করি ফরেক্স কে আমরা যদি মন দিয়ে করি তবে ফরেক্স এ লস হবার সম্ভবনা খুব কম | আপনি ফরেক্স সম্পরকে অধিক গেন অজন করেন তবে ফরেক্স থেকে আপনি কিছু করতে পারবেন|

Md.Nasim Uddin
2020-03-20, 03:39 PM
ফরেক্স লস এর প্রধান কারণ হলো ফরেক্স মার্কেট সম্পর্কে অদক্ষতা। লস হয় প্রধানত একজন ট্রেডার যদি না বোঝে ট্রেডে অংশগ্রহণ করে তাহলে অবশ্যই লস হবে। তাই প্রতিটা ট্রেডারকে ফরেক্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে দক্ষতা অর্জন করে মার্কেটে প্রবেশ করে ট্রেড অংশগ্রহণ করতে হবে। তাহলেই একজন ট্রেডার সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবে ফরেক্স মার্কেট থেকে।,,,,,ধন্যবাদ।

Rx100
2020-03-20, 04:00 PM
ফরেক্স করতে গেলে লস হতেই পারে আমি মনে করি মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না আপনাকে একাগ্রচিত্তে ফরেক্স এর খুটিনাটি সব বিষয় খুব ভালভাবে জানতে হবে । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা । নিজের ট্রেড নিয়ে সর্বক্ষণ বিশ্লেষণ করা । কেননা বিশ্লেষন এর মাধ্যমেই প্রকৃত তথ্য বেরিয়ে আসে

Jid13
2020-03-20, 04:05 PM
লস করার কারন হল
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) মার্কেট এনালাইসিস না করা
৪) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।

Habibur shaikh
2020-03-20, 04:12 PM
ফরেক্সে লসের প্রধান কারণ হলো অভিজ্ঞতার অভাব। সঠিক ভাবে না বুঝে ট্রেড করলে লসের সম্ভাবনাটা বেশি। এক্ষেত্রে ডেমো অ্যাকাউন্টের বিশেষ গুরুত্ব রয়েছে। ডেমো একাউন্টে ট্রেড করে জ্ঞানঅর্জন করা সম্ভব। সেই জ্ঞানকে ফরেক্স মাধ্যমে কাজে লাগে খুব স্বল্প সময়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব এবং লস এড়ানো যায়..... ধন্যবাদ।

saraa
2020-03-20, 04:16 PM
প্রথম থেকেই আমাকে বলা হয়েছে যে পরবর্তী তিন বছরে আমার এই ব্যবসায় সাফল্যের আশা করা উচিত নয়, সত্যই, আমার শিক্ষক আমাকে বলেছিলেন যে প্রথম বছরটি ডেমো ব্যবসায়ের জন্য, এবং দ্বিতীয় বছরটি মৌলিক এবং বোঝার জন্য বাজার বিশ্লেষণের প্রযুক্তিগত উপায় এবং তৃতীয় বছরে আমি সঠিকভাবে এই দুটি বছরে যা শিখেছি তা এক সাথে জড়িত করা এবং তারপরে আমি অর্থোপার্জনের জন্য বাণিজ্য শুরু করি, সুতরাং যদি ছয় বছরে সাফল্য না আসে তবে আমি চালিয়ে যাব।

Hridoy6763
2020-03-20, 04:39 PM
ফরেক্স এ একজন বিভিন্ন কারণে লস করে থাকে তাই ফরেক্স লস এর কারণ অনেক
১।ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করা
২।ওভার ট্রেড করা
৩।স্টপ লস ব্যবহার না করা
৪।মার্কেট ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা
৫।বড় বড় লট এ ট্রেড করা
উপরিউক্ত কারনে ফরেক্স এ লস হয়ে থাকে

Kane
2020-03-20, 06:48 PM
এ কারন গুলর জন্য ফরেক্স লস হয় 1)রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস না করা।2)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন না করা ।3)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস না করা।4)লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন না থাকা । 5)অভার ট্রেডিং বন্ধ না করা ।

KaziBayzid162
2020-03-20, 08:37 PM
ফরেক্স মার্কেটে লসের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো সঠিক এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড ওপেন করা। কেননা যখন সঠিক এনালাইসিস ছাড়া কোন ট্রেড ওপেন করা হয় তখনই সেই ট্রেডগুলো বিপরীত দিকে যেতে শুরু করে আর মানি ম্যানেজমেন্টের বাইরে গিয়ে ট্রেড ওপেন করার কারণে অতিরিক্ত লস এর সম্মুখীন হতে হয়।শুধুমাত্র লস না কোন কোন সময় অনেক বেশি লস করার ফলে একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায়।তবে আরো কিছু কারণ রয়েছে তা হলো ট্রেড ওপেন করার সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার না করা, অতিরিক্ত লাভের আশায় ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা ইত্যাদি।

SHARIFfx
2020-03-20, 08:39 PM
আমার মতে ফরেক্স লসের মুল কারন হচ্ছে স্টোপ লসের ব্যাবহার না করা। ভলিউম লিমিটেড না করা। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ না করা। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস না বুজে ট্রেড করা। ভালো মানিমেনেজমান্ট না করা। এন্ট্রি না বুজে ট্রেড করা।

Fxhuman
2020-03-22, 11:11 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লসের সবথেকে বড় কারন হচ্ছে নিয়মিতভাবে নিদিষ্ট কোন নিয়ম মেনে না চলা । নিয়মিতভাবে যদি কেউ নিদিষ্ট নিয়ম মেনে না চলে তবে সে কোনদিনই সফল হতে পারবে না বলে আমি মনে করি । ফরেক্স ট্রেডিং আসলে একটি শিল্প । যা অজন করতে হলে অনেক দীঘ সময় প্রয়োজন ।

Rion83
2020-03-22, 11:12 PM
ফরেক্সে বিভিন্ন কারনে লস হয়ে থাকে যেমন আপনার যদি ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান না থাকে তবে আপনি ফরেক্সে ট্রেড করলে লস হবে এটিই স্বাভাবিক। তবে বেশি ভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে অতিরিক্ত প্রফিট লাভের লোভই ট্রেডারদের অনেক বেশি লসের কারন।

KF84
2020-04-28, 04:53 PM
অধিক লোভ ফরেক্স মাকেটে যারা নতুন তারা ফরেক্স মাকেটে অনেক বেশি লোভ করে থাকে । ফরেক্স মার্কেট এ যারা বেশী লোভ করে ফরেক্স করে তারাও ফরেক্স এ লস করে থাকে । ফরেক্স এর জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার না থাকার কারনে ফরেক্স এ এসে কাজ করে ট্টেড করে লস গুলো করে থাকে । শুধু লস আর লসেই আমাদের জীবনটা কেটে যাবে । যত সম্ভব ডেমো একাউন্ট নিয়ে ট্রেডিং এ ছয় মাস কাটিয়ে দেওয়াই ভাল ।

DEARMUM100
2020-04-28, 05:06 PM
না বুঝে না জেনে ট্রেডিং করার ফলাফল নাম হলো লস। লস বিভিন্ন কারণে হতে পারে।ফরেক্স বিষয়েপূর্ণ জ্ঞানের অভাব।ডেমো ট্রেড বা করেই রিয়েল ট্রেড করা। ভুল ট্রেন্ড লাইন আকা।ইন্ডিকেটরের ব্যবহার না জানা।মুভমেন্ট না বুঝে উঠেই ট্রেড করা । অতি উৎসাহী হয়ে ট্রেড করা যাবে না।নিদিষ্ট পয়েন্ট থেকে এন্ট্রি না নেওয়া।সার্পোট এবং রেজিস্ট্যান্স নির্ধারণ না করা।সিগন্যালেরর ওপর নির্ভরশীলতা। উদ্দেশহীনভাবে ট্রেডিং করা। এনালাইসিস ছাড়াই ট্রেড করা।মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করা।বড় রিস্ক নিয়ে ট্রেড করা

smbiplob
2020-04-28, 08:36 PM
আমি মনে করি অধিক লোভ ফরেক্স মাকেটে যারা নতুন তারা ফরেক্স মাকেটে অনেক বেশি লোভ করে থাকে আর লস করে থাকে ফরেক্স মাকেট লস যদি না করে চান তবে আমি বলব আপনি ফরেক্স থেকে বেশি লোভ করবেন না তবে আপনি ফরেক্স থেকে ভাল লাভ করতে পারবেন লস হয় প্রধানত একজন ট্রেডার যদি না বোঝে ট্রেডে অংশগ্রহণ করে তাহলে অবশ্যই লস হবে তাই প্রতিটা ট্রেডারকে ফরেক্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে দক্ষতা অর্জন করে মার্কেটে ট্রেড করতে হবে ।

smbiplob
2020-04-28, 08:41 PM
মানি ম্যানেজমেন্ট না করার ফলে ফরেক্স ট্রেডিংএ বেশির ভাগ অ্যাকাউংট জিরো হয়ে যায় আমরা সাধারনত আমাদের ডিপোজিটের তুলনায় বেশি রিস্ক নিয়ে থাকি যার জন্য এমনটি হয়ে থাকে আরেকটি হচ্ছে আবেগকে প্রশ্রয় দেওয়া অনের ইচ্ছাকে স্থান দিতে গিয়ে ফরেক্সের নিয়ম ভুলে ট্রেড দিয়ে থাকি না বুঝে ট্রেড করা এবং মানি ম্যানেজমেন্ট না করা অপরদিকে আরো লসের কারন ফরেক্স ভালবাবে না শিখেই ট্রেড করতে আসা আমার মতে ট্রেড করার পুর্বে মার্কেট স্মর্কে খুব ভাল করে জেনে উ বুঝে নেওয়া উচিত তাহলে লসের পরিমান কমানো সম্ভব হবে ।

KGF3010
2020-05-06, 11:13 AM
যে কারনে লস গুলো করে থাকে তা হল:- ১) লোভ করা,
২) বেশী লটে ট্টেড করা,
৩) না বুঝে ট্টেড করা,
৪) মার্কেট এনালাইসিস না করা,
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা। ইত্যাদি না করার কারনে সাধারন লস গুলো করে থাকে।

Fardin02
2020-05-06, 11:27 AM
ফরেক্স লসের সব চাইতে বড় কারন হল যে ফরেক্স এ অনিয়ম ভাবে করে থাকে তা। ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যা নিয়ম ছাড়া না করলে তা থেকে আয় করা যায় না বরং তা থেকে লস করে থাকে। মার্কেট এনালাইসিস না করা, বেশী লটে ট্টেড করা, মানি ম্যানেজমেন্ট না করা ইত্যাদির কারনে ফরেক্স মার্কেট এ লস করে থাকে।

FATEMAKHATUN
2020-05-20, 04:34 AM
ফরেক্স এ লস এর প্রধান কারণ না জেনে না বুঝে অনিয়ন্ত্রিত ট্রেড করা। অর্থাৎ কাজ শেখার প্রতি গুরুত্ব না দিয়ে শুধু ইনকামের দিকে ঝুঁকে থাকা ফরেক্স ট্রেডিং এর জন্য মারাত্মক ক্ষতিকর।

Lubna1212
2020-05-20, 03:01 PM
আমরা বুঝতে পারি যে একসাথে কাজ করার জন্য আপনাকে মূলধনের অবদান রাখতে হবে। আরও কি, এই ব্যবসা আইটেম দিয়ে শুরু করা প্রয়োজন। আপনার বৈদেশিক মুদ্রার বিনিময় করার অফ অফ সুযোগটি উপলক্ষে আপনাকে সরাসরি নগদ অর্থের জন্য বিভিন্ন জাতির সাথে বিনিময় করতে হবে। প্রতিটি প্রোগ্রামে আপনাকে উপকার এবং দুর্ভাগ্যর অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখানে একটি টন নগদ দ্রুত উপার্জন করা যায়। একারণে অসংখ্য ব্যক্তি একটি শক্ত সুবিধা অর্জনের জন্য নতুন এক্সচেঞ্জ খোলেন। এই মুহুর্তে এটি দেখা যায় যে একজন প্রতিভাধর ব্যবসায়ী এবং সেই সময়ে নির্ভীক নীতিগুলি উপেক্ষা করে বিনিময়টি খোলে এবং রেকর্ডটি নষ্ট করে দেয়। আমি মনে করি আগ্রহটি ফরেক্সে দুর্ভাগ্যের অন্যতম কারণ।

uzzal05
2020-05-20, 03:29 PM
ফরেক্স এ লসের বিভিন্ন কারন থাকতে পারে। তার মধ্যে আমার দৃষ্টিকোন থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করিনা। যারা কারনে বড় বড় ট্রেড করে প্রথমেই আমাদের ব্যালেস্ কমিয়ে ফেলি। পরবর্তীতে আমরা ট্রেড করার সাহস পাই না। তাই সবকিছু মেনে আমাদের ট্রেড করতে হবে।

Soh1952
2020-05-20, 08:52 PM
নিম্নে ফরেক্সে লসের কারন গুলো উল্লেখ করা হলোঃ
১.অতিরিক্ত লোভ।
২.দক্ষতার অভাব।
৩.বেশি লটে ট্রেড।
৪.ওভার ট্রেড।
৫.ধৈর্য্য ধরন এর অভাব।ইত্যাদি

uzzal05
2020-05-24, 02:50 AM
বিশেষ করে নতুন ট্রেডাররা অনেকই না বুঝে না জেনে ট্রেড করতে আগ্রহী হয়। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের সব সময় ঝুকি নিয়ে ট্রেড করতে হবে। একটা ট্রেড এ যেমন লাভ হতে পারে তেমনি লসও হতে পারে। সেই কথা বিবেচনা করে ফরেকস ট্রেড শুরু করতে হবে।

HASIBURRAHMAN
2020-05-24, 03:35 AM
ফরেক্সে লসের কারন হল ভয়, হতাশা আর অতিরিক্ত আবেগ উচ্ছ্বসিত হয়ে অনিয়ন্ত্রিত ট্রেড করা। আর এগুলো ওভার করতে পারলে সফলতা আসবেই ইনশাআল্লাহ।

uzzal05
2020-05-28, 01:25 PM
ফরেক্স এ লস হবেই এটা স্বাভাবিক। কারন লস হচ্ছে ফরেক্স মার্কেট এর একটি অংশ। লস ছাড়া ফরেক্স এ ট্রেড করা সম্ভব না। অনেক টেডার আছেন যারা বলে আমি কোনদিন ট্রেড এ লস করি না। আসলে আমি মনে করি তারা ১০০% মিথ্যা কথা বলছে। ফরেক্স এ লস মেনে নিয়েই আপনাকে ট্রেড করতে হবে।

zakia
2020-06-01, 10:08 PM
ফরেক্স লসের সব চাইতে বড় কারন হল যে ফরেক্স এ অনিয়ম ভাবে করে থাকে তা। ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যা নিয়ম ছাড়া না করলে তা থেকে আয় করা যায় না বরং তা থেকে লস করে থাকে। মার্কেট এনালাইসিস না করা, বেশী লটে ট্টেড করা, মানি ম্যানেজমেন্ট না করা ইত্যাদির কারনে ফরেক্স মার্কেট এ লস করে থাকে । ফরেক্স মার্কেটে লসের একমাত্র কারন না বুঝে ট্রেড করা আর সব সময় লাভের চিন্তা করা । এই মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না আপনাকে একাগ্রচিত্তে ফরেক্স এর খুটিনাটি সব বিষয় খুব ভালভাবে জানতে হবে । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা । নিজের ট্রেড নিয়ে সর্বক্ষণ বিশ্লেষণ করা । কেননা বিশ্লেষন এর মাধ্যমেই প্রকৃত তথ্য বেরিয়ে আসে

IFXmehedi
2020-06-04, 06:35 PM
ফরেক্স এর প্রধান উপকরন কেন পণ্য নয়। এখানে ব্যাবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের টাকার সাথে লেনদেন করতে হচ্ছে। অর্থাৎ আপনার প্রতিটি কার্জক্রম সরাসরি লাভ লসের সাথে জড়িত। আর শুধু এই কারনেই অতি দ্রুত লাভ করার প্রবল ইচ্ছা আপনার মাথায় ঘুরপাক করতে থাকে। আর তক্ষণই আপনি নিয়ন্ত্রন হারিয়ে বেশি লাভ করার আশায় সকল নিয়ম কানুন ভুলে ট্রেড ওপেন করে একাউন্টের সর্বনাশ করে ফেলেন।

ভাই ফরেক্স মার্কেটে লস করার কারণ বলতে আমি বুঝি আমার যদি মার্কেটে না বুঝে ট্রেড করি তাহলে আমাদের লস হবে এবং এটাই স্বাভাবিক । ভাই অর্থোপার্জন করা তো সহজ বিষয় না আমরা একটা বিষয় বুঝবো না কিন্তু সেই বিষয়ে থেকে অর্থ উপার্জন করার জন্য কোন কিছু শিখব না তাহলে কিভাবে আমাদের প্রফিট হবে বলেন! আমাদের লস করার মূল কারনই হল এটা আমরা ভালভাবে না বুঝেই ফরেক্স থেকে প্রচুর অর্থ উপার্জন করতে চাই কিন্তু ভাই দুনিয়াতে কিছুই সহজ না।ফরেক্স মার্কেট আপনাকে টাকা দেয়ার জন্য বসে নেই তাই ফরেক্স মার্কেটে লস হবে আপনার কারণে যদি আপনি ফরেক্স ট্রেডিং না শিখে ট্রেডিং করেন।

zakia
2020-06-04, 07:53 PM
ফরেক্স লসের সব চাইতে বড় কারন হল যে ফরেক্স এ অনিয়ম ভাবে করে থাকে তা। ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যা নিয়ম ছাড়া না করলে তা থেকে আয় করা যায় না বরং তা থেকে লস করে থাকে। মার্কেট এনালাইসিস না করা, বেশী লটে ট্টেড করা, মানি ম্যানেজমেন্ট না করা ইত্যাদির কারনে ফরেক্স মার্কেট এ লস করে থাকে। এছাড়া শুধুমাত্র লস না কোন কোন সময় অনেক বেশি লস করার ফলে একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায়।তবে আরো কিছু কারণ রয়েছে তা হলো ট্রেড ওপেন করার সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার না করা, অতিরিক্ত লাভের আশায় ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা ইত্যাদি।

konok
2020-07-13, 07:51 PM
ফরেক্স এ ব্যবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের সাথে ট্রেড করতে হবে। আপনার প্রতিটি কাযক্রমে লাভ লস এর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। এজন্য অনেকে প্রবল লাভ করতে গিয়ে নতুন নতুন ট্রেড ওপেন করে। মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে ৷অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷

Devdas
2020-07-13, 10:42 PM
ফরেক্স এ যে কারনে লস করে থাকে তা হল:
১. লোভ করা,
২. বেশী লটে ট্রেড করা,
৩. না বুঝে ট্রেড করা,
৪. মার্কেট এনালাসিস না দেখা,
৫. মানি ম্যানেজমেন্ট না মেনে চলা,
৬. নিউজ না দেখা।
ইত্যাদি কারনে ফরেক্স এ লস গুলো করে থাকে।

Starship
2020-07-14, 12:08 AM
ফরেক্স লসের কারনঃ

ফরেস্টে যেমন লাভ আছে তেমনি লসও আছে । আমরা সাধারণত যে সকল কারণে প্রচুর লস করে থাকি তা নিয়ে আলোচনা করা হয়।

১. অভিজ্ঞতার অভাব
২. অনুমানের উপর ট্রেড করা
৩. মার্কেট এনালাইসিস করার পরিপূর্ণ জ্ঞান না থাকা
৪. বেশি রিস্ক নিয়ে ট্রেড করা
৫. লোভ নিয়ন্ত্রণ করতে না পারা
৬. মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
৭. স্টপ লস এবং টেক প্রফিট সেট করা
৮. আবেগ দিয়ে ট্রেড করা
৯. ডেমো একাউন্টে পর্যাপ্ত অনুশীলন না করা
১০. ফরেক্স বিষয়ে না জেনে টাকা আয় করার চিন্তাভাবনা করা।

এসকল কারণেই আমরা পড়েছে লস করে থাকি। তাই লস রোধ করার ক্ষেত্রে আমাদের উপরোক্ত নিয়মগুলো মেনে চলতে হবে।

muslima
2020-07-14, 12:25 AM
ফরেক্স মাকেটে যারা নতুন তারা ফরেক্স মাকেটে অনেক বেশি লোভ করে থাকে আর লস করে থাকে | ফরেক্স মাকেট লস যদি না করে চান তবে আমি বলব আপনি ফরেক্স থেকে বেশি লোভ করবেন না । যে কারনে লস গুলো করে থাকে তা হল:- ১) লোভ করা, ২) বেশী লটে ট্টেড করা, ৩) না বুঝে ট্টেড করা, ৪) মার্কেট এনালাইসিস না করা, ৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা। ইত্যাদি না করার কারনে সাধারন লস গুলো করে থাকে।

milu
2020-08-25, 11:42 AM
ফরেক্স এ ব্যবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের সাথে ট্রেড করতে হবে। আপনার প্রতিটি কাযক্রমে লাভ লস এর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। এজন্য অনেকে প্রবল লাভ করতে গিয়ে নতুন নতুন ট্রেড ওপেন করে। আসলে দক্ষতার অভাবেই মূলত ট্রেডাররা লস করে । তাই যত বেশি সম্ভব আমাদের সর্বোচ্চ পরিমাণে প্রচেষ্টা অব্যহত রাখতে হবে ভালো একটা অবস্থানে পৌঁছানোর জন্য ।

samun
2020-08-25, 12:42 PM
আমার জানা মতে কন দক্ষ মানুষ লস করতে পারেনা যদিও বা লস হই তবে অনেক কম। ব্যবসা লাভ লস থাকবে। আমি মনে করি ফরেক্সকে আমরা যদি মন দিয়ে করি তবে ফরেক্স এ লস হবার সম্ভবনা খুব কম। আপনি ফরেক্স সম্পরকে অধিক গেন অর্জন করেন তবে ফরেক্স থেকে আপনি কিছু করতে পারবেন।

jimislam
2020-08-25, 04:39 PM
ফরেক্স মার্কেট এ লস এর বড় কারন হল নিয়ম না মেনে ট্রেড করা সব ট্রেডিং সিস্টেম এর একটা নিয়ম আছে সেই নিয়ম না মেনে ট্রেড করলে লস হয় আপনি ফরেক্স মার্কেট এ যত বড় বড় ফরেক্স ট্রেডার কে দেখবেন তারা তাদের ট্রেডের নিয়ম খুব কঠোর ভাবে পালন করে, ফরেক্সে না বুঝে ব্যবসা করা হলে ফরেক্স থেকে লস হয় তাই ফরেক্সে বুঝে ট্রেড করে কাজ করতে হবে । ফরেক্সে লস হয় লসের কারনে তাই লোভ করা যাবে না ফরেক্সে । লোভ মানেই লস ।

Smd
2020-08-25, 04:46 PM
ফরেক্সে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তা হলো মানি ম্যানেজমেন্ট করা, টেকনিক্যাল এনালাইসিস করা, ফান্ডামেন্টাল এনালাইসিস করা, ফরেক্স নিউজ দেখে ট্রেড করা এই সব গুলো হল ফরেক্সে লভের কারন । এই গুলো থেকে শিক্ষা গ্রহণ করতে থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন পতিরোধ করা যাবে ।

sss21
2020-08-25, 04:51 PM
আমার জানা মতে কন দক্ষ মানুষ লস করতে পারেনা যদিও বা লস হই তবে অনেক কম | ব্যবসা লাভ লস থাকবে আমি মনে করি ফরেক্স কে আমরা যদি মন দিয়ে করি তবে ফরেক্স এ লস হবার সম্ভবনা খুব কম | আপনি ফরেক্স সম্পরকে অধিক গেন অজন করেন তবে ফরেক্স থেকে আপনি কিছু করতে পারবেন|

Md.shohag
2020-09-02, 11:01 AM
ফরেক্স লাভ লস হল একটা অতি সাধারণ ঘটনা । ফরেক্স মার্কেটে আমরা লাভ করি আবার লসও করে থাকি । এ ক্ষেত্রে আমরা লসকে টোটালি সহ্য করতে পারি না ,কেননা মুলত আমাদের সম্পুর্ণ ইনটেনশন থাকে লাভের প্রতি । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা । নিজের ট্রেড নিয়ে সর্বক্ষণ বিশ্লেষণ করা । কেননা বিশ্লেষন এর মাধ্যমেই প্রকৃত তথ্য বেরিয়ে আসে ।

FREEDOM
2020-10-26, 11:37 PM
ফরেক্স করতে গেলে লস হতেই পারে আমি মনে করি মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না আপনাকে একাগ্রচিত্তে ফরেক্স এর খুটিনাটি সব বিষয় খুব ভালভাবে জানতে হবে । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা । নিজের ট্রেড নিয়ে সর্বক্ষণ বিশ্লেষণ করা । কেননা বিশ্লেষন এর মাধ্যমেই প্রকৃত তথ্য বেরিয়ে আসে

FRK75
2020-10-27, 06:10 AM
যদি ফরেক্স মার্কেট সম্পর্কে না জেনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চায় তবে তার ফরেক্স মার্কেটে লস হবে। কেউ যদি অতিরিক্ত ট্রেড করে যায় তবে তার লস হবে। আর যদি সে মানি মেনেজমেন্ট না জানে তবে তার একাউন্ট জিরু হয়ারো সম্ববনা থাকতে পারে।

Sid
2020-12-17, 08:23 AM
ডেমো ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট না করা, টেকনিক্যাল এনালাইসিস না করা, ফান্ডামেন্টাল এনালাইসিস না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা এই সব গুলো হল ফরেক্সে লসের কারন । এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন পতিরোধ করা যাবে । আমি অনেক ডেমো ট্রেড করছি এখন ।

micky1212
2020-12-17, 08:48 AM
বৈদেশিক মুদ্রার সুবিধা দুর্ভাগ্য একটি ব্যতিক্রমী নিয়মিত ঘটনা। বৈদেশিক মুদ্রার বাজারে, আমরা একটি উপকার করি এবং পরে আমরা একটি দুর্ভাগ্য করি। এই পরিস্থিতির জন্য আমরা মূলত দুর্ভাগ্য সহ্য করতে পারি না, যে কারণে মূলত আমাদের সুবিধার দিকে মোট প্রত্যাশা রয়েছে। সুতরাং আমাদের উত্পাদনশীল হওয়ার প্রয়োজনে আমাদের দুর্ভাগ্যের কারণগুলি মোকাবেলা করা উচিত। ক্রমাগত আপনার এক্সচেঞ্জ ভেঙে দিন। যেহেতু তদন্তের মাধ্যমে আসল তথ্য প্রকাশিত হয়।

JOCKY
2020-12-19, 05:15 PM
ফরেক্স লসের নানা কারন হতে পারে। ফরেক্স মার্কেট এ আসলেই যে লাভ ও আয় হবে তা কিন্তু নয়। ফরেক্স রুলস ও নিয়ম ছাড়া ফরেক্স করলে তা থেকে আয় করা যায় না বরং তা থেকে লস হয়। যে কারনে লস গুলো করে থাকে তা হল:- ১) লোভ করা, ২) বেশী লটে ট্টেড করা, ৩) না বুঝে ট্টেড করা, ৪) মার্কেট এনালাইসিস না করা, ৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা। ইত্যাদি না করার কারনে সাধারন লস গুলো করে থাকে।

Sun
2020-12-22, 05:16 PM
ডেমো ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট না করা, টেকনিক্যাল এনালাইসিস না করা, ফান্ডামেন্টাল এনালাইসিস না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা এই সব গুলো হল ফরেক্সে লসের কারন । এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন পতিরোধ করা যাবে । আমি অনেক ডেমো ট্রেড করছি এখন ।

Sakib42
2020-12-23, 11:31 PM
কাজ করার সময় সেই গুলোর কিছু দুর্বল দিক থাকে, এবং আমরা যদি সেই দুর্বল দিকগুলো দিকে বেশি সময় দিয়ে থাকি এবং সেই দুর্বলতাকে সাথে নিয়ে চলাচল করি তাহলে আমরা সেই কাজে উন্নতি করতে পারব না এবং ক্ষতির সম্মুখীন হব। ঠিক তেমনি ভাবে ফরেক্স এর জন্য কিছু দুর্বল দিক রয়েছে,যেদিকগুলো অমান্য করলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সাফল্য লাভের আপনাকে অনেক কষ্ট করতে হবে। এর প্রধান কারণ হচ্ছে নিজের মনকে কন্ট্রোল করতে না পারা, নিজের মনকে কন্ট্রোল করতে পারে অনেক বড় একটি গুণ যদি এটি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন তা নিশ্চিত। মার্কেট এনালাইসিস করে ট্রেড না করা, নিজের মন মত ট্রেড করা কোন সিগন্যাল ব্যবহার না করা। ইত্যাদি বিষয়গুলো যদি আপনি অমান্য করে চলেন তাহলে ফরেক্স মার্কেটে আপনার লস করার আশঙ্কা অনেক বেড়ে যাবে।

ABDUSSALAM2020
2020-12-23, 11:43 PM
ফরেক্সে লসের কারন
ফরেক্স এর প্রধান উপকরন কেন পণ্য নয়। এখানে ব্যাবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের টাকার সাথে লেনদেন করতে হচ্ছে। অর্থাৎ আপনার প্রতিটি কার্জক্রম সরাসরি লাভ লসের সাথে জড়িত। আর শুধু এই কারনেই অতি দ্রুত লাভ করার প্রবল ইচ্ছা আপনার মাথায় ঘুরপাক করতে থাকে। আর তক্ষণই আপনি নিয়ন্ত্রন হারিয়ে বেশি লাভ করার আশায় সকল নিয়ম কানুন ভুলে ট্রেড ওপেন করে একাউন্টের সর্বনাশ করে ফেলেন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

sss21
2021-01-31, 05:47 PM
আমি মনে করি, ফরেক্সে লস হওয়ার কারন অনভিজ্ঞতা। অভিজ্ঞতা না থাকার কারনে আমরা লসে পড়ি।ওভার ট্রেড করার জন্য লস হয় । রিক্স বেশী নেওয়ার জন্য লস হয়। মার্কেট এ্যানালাসিস না করে ট্রেড করা জন্য লসে পড়ি। অনেক সময় লস রিকভারী করার জন্য আবার ট্রেড রিকোভারী ট্রেড দেওয়ার জন্য লস করি। আমার পরিমিত পরিমান ডেমো ট্রেড না করে রিয়েল ট্রেডে ট্রেড করার জন্য লস করে থাকি।

jedi1212
2021-01-31, 05:59 PM
কেন ফরেক্সের প্রাথমিক উপাদানগুলি পণ্য নয়? এখানে ব্যবসা করার জন্য আপনাকে সরাসরি নগদ অর্থের বিনিময়ে অন্যান্য দেশ থেকে মূলধনের সাথে আলোচনা করতে হবে। এটি নিশ্চিত করে যে প্রতিটি ক্রিয়াকলাপ সরাসরি লাভ এবং ক্ষতির সাথে সংযুক্ত রয়েছে। এবং এটি আপনার মনের মধ্যে এত সহজে উপকারের তীব্র আকাঙ্ক্ষার একমাত্র কারণ। এবং তারপরে, আরও বেশি উপার্জন, বাণিজ্য খোলার এবং অ্যাকাউন্ট হারাতে যাওয়ার আশায় আপনি ক্ষমতা হারাবেন এবং সমস্ত নিয়মকানুন ভুলে যাবেন।

Smd
2021-04-23, 04:57 PM
ফরেক্স মার্কেটে আমরা লাভ করি আবার লসও করে থাকি । এ ক্ষেত্রে আমরা লসকে টোটালি সহ্য করতে পারি না ,কেননা মুলত আমাদের সম্পুর্ণ ইনটেনশন থাকে লাভের প্রতি । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা ।এই মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না ।

EmonFX
2021-05-22, 10:17 PM
ফরেক্স এর প্রধান উপকরন কেন পণ্য নয়। এখানে ব্যাবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের টাকার সাথে লেনদেন করতে হচ্ছে। অর্থাৎ আপনার প্রতিটি কার্জক্রম সরাসরি লাভ লসের সাথে জড়িত। আর শুধু এই কারনেই অতি দ্রুত লাভ করার প্রবল ইচ্ছা আপনার মাথায় ঘুরপাক করতে থাকে। আর তক্ষণই আপনি নিয়ন্ত্রন হারিয়ে বেশি লাভ করার আশায় সকল নিয়ম কানুন ভুলে ট্রেড ওপেন করে একাউন্টের সর্বনাশ করে ফেলেন।

ফরেক্স মার্কেটের প্রত্যেক ট্রেডারই কম বেশি লস করে থাকেন। শুরুতে লস না করে কি ভালো ট্রেডার হতে পারে না। ফরেক্সে আমরা বিভিন্ন কারণে লস করে থাকি। এই লসের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা। এর পাশাপাশি স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং করা, অতিরিক্ত আবেগী হয়ে ট্রেড নেয়া, সুশৃংখল প্ল্যানিং না করা, শুরুতেই অধিক মুনাফা অর্জন করার মানসিকতা, ভুলের কারণগুলো রেকর্ড করে সে অনুযায়ী নিজেকে সংশোধন না করা এবং অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং করা ফরেক্স মার্কেটে লস করার কতিপয় মেজর কারণ। এছাড়াও মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা, অভার র্ট্রেডিং করা, স্টপ লস ব্যবহার না করা, সঠিকভাবে এনালাইসিস না করা ইত্যাদি ফরেক্স মার্কেটে লস করার অন্যতম কারণ। লসের বৃত্ত থেকে বের হতে হলে অবশ্যই উপরোক্ত বিষয়গুলোকে সঠিক পন্থায় পালন করে ট্রেডিং করতে হবে। নতুবা কখনোই লসের চক্র থেকে বের হওয়া সম্ভব নয়।

Devdas
2021-07-08, 10:08 PM
ফরেক্স এ অনেক কারনেই লস করে থাকেন। ফরেক্স এ লস গুলো করার কারন গুলো হল, লোভ করে আশা, বেশী লাভের আশায় বেশী লটে ট্রেড করা, আন্দজেই ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, নিউজ না দেখা, মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ও ইত্যাদি আর অনেক কারনেই ফরেক্স এ লস করে থাকনে। কাজেই লস গুলো এড়ানোর জন্য ফরেক্স এ যে সকল রুলস গুলো আছে সেগুলো অনুসরন করুন এবং একাধিক প্রাকটিস করুন ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করুন দেখবেন আপনি লস গুলো এড়িয়ে আপনি সাফলতা অর্জন করতে পারবেন।

FRK75
2021-10-03, 04:28 PM
ট্রেডিং সিস্টেমে দুর্বলতা কিংবা ফরেক্স মার্কেটের হঠাৎ প্রতিকূল আচরণ । আমরা যারা ফরেক্স করি তারা জানি যে ফরেক্স ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জণ করতে হয় । আসলে দক্ষতার অভাবেই মূলত ট্রেডাররা লস করে । তাই যত বেশি সম্ভব আমাদের সর্বোচ্চ পরিমাণে প্রচেষ্টা অব্যহত রাখতে হবে ভালো একটা অবস্থানে পৌঁছানোর জন্য ।

samun
2021-11-24, 03:06 PM
ফরেক্স করতে গেলে লস হতেই পারে আমি মনে করি মার্কেটে লাভ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে লোভের বশবর্তী হওয়া যাবে না আপনাকে একাগ্রচিত্তে ফরেক্স এর খুটিনাটি সব বিষয় খুব ভালভাবে জানতে হবে । তাই যদি লাভবান হতে চাই আমাদের উচিত হবে লসের কারণগুলো নিয়ে কাজ করা । নিজের ট্রেড নিয়ে সর্বক্ষণ বিশ্লেষণ করা । ফরেক্স লোভ করে আশা, বেশী লটে ট্টেড করা, না বুঝে ট্টেড করা, পরিশ্রম ও র্ধৈয্যে না করে ফরেক্স করা, অভিজ্ঞতা ও দক্ষতা অভাব, ফরেক্স মার্কেট এনালাইসিস না করা ও মানি ম্যানেজমেন্ট না ফলো করা ইত্যাদির কারনে ফরেক্স এর সাধারন লস গুলো করে থাকে।

Mas26
2021-11-24, 11:15 PM
ফরেক্স এ ব্যবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের সাথে ট্রেড করতে হবে। আপনার প্রতিটি কাযক্রমে লাভ লস এর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। এজন্য অনেকে প্রবল লাভ করতে গিয়ে নতুন নতুন ট্রেড ওপেন করে। তখন দেখা যায় একজন দক্ষ ট্রেডেডার ও লোভে পরে নিয়ম ভুলে ট্রেড ওপেন করে অ্যাকাউন্ট এর সর্বনাশ করে ফেলে। আমি মনে করি লোভই ফরেক্স এ লসসের অন্যতম কারন।ডেমো ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট না করা, টেকনিক্যাল এনালাইসিস না করা, ফান্ডামেন্টাল এনালাইসিস না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা এই সব গুলো হল ফরেক্সে লসের কারন।এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন পতিরোধ করা যাবে আমি অনেক ডেমো ট্রেড করছি এখন।
এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন পতিরোধ করা যাবে আমি অনেক ডেমো ট্রেড করছি এখন।

sss21
2022-01-29, 06:34 PM
ফরেক্স এ লসের অনকে কারন আছে তার মদ্ধে অন্যতম ও প্রথম কারন হল না বুঝে ট্রেড করা এবং মানি ম্যানেজমেন্ট না করা। অপরদিকে আরো লসের কারন ফরেক্স ভালবাবে না শিখেই ট্রেড করতে আসা। আমার মতে ট্রেড করার পুর্বে মার্কেট স্মর্কে খুব ভাল করে জেনে উ বুঝে নেওয়া উচিত। তাহলে লসের পরিমান কমানো সম্ভব হবে। ডেমো একাউন্টে রেগুলার প্যাবটিস করতে হবে।

samun
2022-02-28, 10:49 PM
ফরেক্স এ লসের অনেক কারন আছে । এর মধ্যে প্রথম কারনটি হলো অধৈর্য্য হওয়া এবং অধিক লোভ করা । অনেক ট্রেডার আছে যারা খুব তাড়াতাড়ি লাভ করতে চায় এর বিনিময়ে তাদের লস এর সম্মুখিন হতে হয় । ফরেক্স একটি দীর্ঘমেয়াদী ব্যাবসা। ফরেক্সে যেমন টাকা আয় হয় তেমনি আবার লস ও আছে অনেক । ফরেক্সে না বুঝে ব্যবসা করা হলে ফরেক্স থেকে লস হয় তাই ফরেক্সে বুঝে ট্রেড করে কাজ করতে হবে । ফরেক্সে লস হয় লসের কারনে তাই লোভ করা যাবে না ফরেক্সে । লোভ মানেই লস ।

IFXmehedi
2022-02-28, 11:28 PM
ফরেক্স এর প্রধান উপকরন কেন পণ্য নয়। এখানে ব্যাবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের টাকার সাথে লেনদেন করতে হচ্ছে। অর্থাৎ আপনার প্রতিটি কার্জক্রম সরাসরি লাভ লসের সাথে জড়িত। আর শুধু এই কারনেই অতি দ্রুত লাভ করার প্রবল ইচ্ছা আপনার মাথায় ঘুরপাক করতে থাকে। আর তক্ষণই আপনি নিয়ন্ত্রন হারিয়ে বেশি লাভ করার আশায় সকল নিয়ম কানুন ভুলে ট্রেড ওপেন করে একাউন্টের সর্বনাশ করে ফেলেন।

ভাই ফরেক্স মার্কেটে বিভিন্ন কারণে লস হতে পারে । সেই কারণগুলো অবশ্যই আপনার উপরে নির্ভরশীল । যেমন আপনি যদি ফরেক্স ট্রেডিং না বুঝে ফরেক্স মার্কেটে ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনার লস হতে পারে । আবার আপনি যদি খুব বেশি রিস্ক নিয়ে ট্রেডিং করেন সেক্ষেত্রেও আপনার লস হতে পারে । তাই আমি মনে করি আপনার উচিত মানি ম্যানেজমেন্ট মেনে অল্প অল্প লাভের উদ্দেশে ট্রেডিং করা । সেক্ষেত্রে আপনার লস হবার সম্ভাবনা কম হবে ।

Mas26
2022-09-25, 11:04 PM
আমরা জানি ব্যবসা করতে মূলধন বিনিয়োগ করতে হয়। আর এ ব্যবসা পণ্য নিয়ে শুরু করতে হয়। ফরেক্স এ ব্যবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের সাথে ট্রেড করতে হবে। আপনার প্রতিটি কাযক্রমে লাভ লস এর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। এজন্য অনেকে প্রবল লাভ করতে গিয়ে নতুন নতুন ট্রেড ওপেন করে। তখন দেখা যায় একজন দক্ষ ট্রেডেডার ও লোভে পরে নিয়ম ভুলে ট্রেড ওপেন করে অ্যাকাউন্ট এর সর্বনাশ করে ফেলে। আমি মনে করি লোভই ফরেক্স এ লসসের অন্যতম কারন।

creativeifx
2022-09-27, 12:51 PM
ফরেক্স মার্কেটে ভাল ভাবে শিখে, ফরেক্স ট্রেড শুরু করলে লস হওয়ার স্মভাবনা কম থাকে। ফরেক্স মার্কেটে লোভ করা যাবে না। ইকুইটি অনু জায়ি ট্রেড করতে হবে।

Mas26
2022-09-27, 11:59 PM
ডেমো ট্রেড না করা, মানি ম্যানেজমেন্ট না করা, টেকনিক্যাল এনালাইসিস না করা, ফান্ডামেন্টাল এনালাইসিস না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা এই সব গুলো হল ফরেক্সে লসের কারন।আমরা জানি ব্যবসা করতে মূলধন বিনিয়োগ করতে হয়। আর এ ব্যবসা পণ্য নিয়ে শুরু করতে হয়।ফরেক্স এ ব্যবসা করতে হলে আপনাকে সরাসরি টাকার বিনিময়ে অন্য দেশের সাথে ট্রেড করতে হবে। আপনার প্রতিটি কাযক্রমে লাভ লস এর মধ্যে দিয়ে যেতে হবে।এখানে তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায় এজন্য অনেকে প্রবল লাভ করতে গিয়ে নতুন নতুন ট্রেড ওপেন করে। তখন দেখা যায় একজন দক্ষ ট্রেডেডার ও লোভে পরে নিয়ম ভুলে ট্রেড ওপেন করে অ্যাকাউন্ট এর সর্বনাশ করে ফেলে। আমি মনে করি লোভই ফরেক্স এ লসের অন্যতম কারন।
এই গুলো থেকে সাবধান থাকলে ও প্রাক্টিস করলে ফরেক্সে লসের কারন পতিরোধ করা যাবে।আমি অনেক ডেমো ট্রেড করছি এখন।

samun
2022-12-07, 11:51 PM
লস ব্যবসায়ের একটি অংশ বিশেষ। কিন্তু যদি এই লসের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে সে ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে দাঁড়ায়। ফরেক্স এর ব্যতিক্রম নয়। যে সকল কারনে ফরেক্স মার্কেটে লস হয়ে থাকে:- অভিজ্ঞতার অভাব, অনুমানের উপর ট্রেড করা, মার্কেট এনালাইসিস করার পরিপূর্ণ জ্ঞান না থাকা, বেশি রিস্ক নিয়ে ট্রেড করা, লোভ নিয়ন্ত্রণ করতে না পারা, মানি ম্যানেজমেন্ট না মেনে চলা, স্টপ লস এবং টেক প্রফিট সেট করা, আবেগ দিয়ে ট্রেড করা, ডেমো একাউন্টে পর্যাপ্ত অনুশীলন না করা, ফরেক্স বিষয়ে না জেনে টাকা আয় করার চিন্তাভাবনা করা।

Smd
2023-07-26, 07:40 PM
যেখানে সরাসরি লিক্যুইড নিয়ে ট্রেড হয়। তাই এখানে ট্রেড করতে হলে সঠিক ধারনা এবং অভিজ্ঞতা নিয়ে ট্রেড করতে হয়। যখন এই সব জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব থাকে তখনই একজন ট্রেডারের লস হয়। যার জন্য ফরেক্স ট্রেডারদের জন্য বিশেষ সুবিধা দেয়া আছে। ঠিক তেমনি ফরেক্সেও লাভ লস আছে । ফরেক্সে অনেক লাভ জঙ্ক একটা ব্যবসা । বুঝে ফরেক্স করতে পারলে ফরেক্স থেকে প্রচুর তাকা আয় করা সম্ভব ।

Luckyboy
2023-07-28, 01:05 PM
ফরেক্সি লস হওয়ার একটাই কারণ তা হলো গিয়ে আমরা অতিরিক্ত চিন্তাভাবনা করি এবং ট্রেড নেওয়ার পরে অতিরিক্ত হাইপার হয়ে যায় যার কারণে আমাদের ট্রেনিং গুলো লস হয় ট্রেডিং নেওয়ার পূর্বে আমাদের ১০০ পার্সেন্ট এনালাইসিস করা উচিত ফান্ডামেন্টাল এবং মানি ম্যানেজমেন্ট ইউজ করা উচিত তবে একটি সফল ট্রেডিং হিসেবে হিসেবে গণ্য হয় ।

sss21
2023-08-20, 09:35 AM
ফরেক্সে বিভিন্ন কারনে লস হয়ে থাকে যেমন আপনার যদি ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান না থাকে তবে আপনি ফরেক্সে ট্রেড করলে লস হবে এটিই স্বাভাবিক। তবে বেশি ভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে অতিরিক্ত প্রফিট লাভের লোভই ট্রেডারদের অনেক বেশি লসের কারন।