PDA

View Full Version : মানি ম্যানেজমেন্ট কি?



HasanXM
2016-08-27, 12:29 PM
অ্যাকাউন্টের ছোট পার্সেনটেজ রিস্ক নেয়া কেন গুরুত্বপূর্ণ? এর কারন হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে। প্রথমে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে, তারপর প্রফিটের কথা ভাবতে হবে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম

mithunsarkar
2016-10-07, 12:07 AM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করার আগে কিছু নিয়ম জানতে হয় তার মধ্য একটি হল মানি মেনেজমেন্ট। মানি মেনেজমেন্ট হল আপনার একাউন্টে যা আছে সে টাকা থেকে একটা ট্রেডে কত পারসেন খরচ করতে চান এবং কত পারসেন লাভ করতে চান।

MoinFX
2016-10-07, 03:49 PM
ফরেক্স মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে মানি মেনেজমেন মেনে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে মানি মেনেজমেন এর বিকল্প কোন কিছু নেই। আপনার নিরাপদে ট্রেড করার মাধ্যম হল মানি মেনেজমেন মেনে ট্রেড করা।

Shimul77
2016-10-07, 04:53 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট নিয়ন্ত্রন করতে হবে।আপ্নার ইনভেস্টমেন্টের ট্রেদ করে কত পার্সেন্ট লাভ বা লস হবে তা খেয়াল রেখে ট্রেদ করা ভাল নয়ত আপনার ব্যালেস্ন ০ হতে সময় লাগবে না যদি মার্কেট আপনার বিপরিতে চলে।

soniaakter
2016-10-07, 05:57 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য মানি ম্যানেজমেন্ট এর কোন বিকল্প নেই ফরেক্স ট্রেডিং করতে হলে আমাদের রিস্ক কম করে নিয়ে প্রফিট করতে হবে,ফরেক্স মার্কেটে টিকে থাকিতে পারলে ভাল প্রফিট করা যাবে,তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স ট্রেডিং করার জন্য কোন সিস্টেম অনুসরণ করতে হবে।

shimul77ss
2016-10-07, 06:06 PM
ফরেক্স মার্কেত এ আপনাকে টিকে থাকতে হলে আপনাকে নির্দিষ্ট পরিমান লিভারেজে ট্রেড করা নয়ত আপনার ব্যালেস্ন শূন্য হতে টাইম লাগবে না।আর মানি ম্যানেজমেন্ট হল আপনি ট্রেড করে কত পার্সেন্ট লাভ বা লস করতে চান।মার্কেটে টিকে থাকতে হলে আপনার মানি ম্যানেজমেন্ট রাখা জরুরি।

tarekbsl101
2016-10-08, 11:58 AM
একাউণ্ট যাতে জির নাহ হয় এই জন্য মানি মেনেজমেন্ট ফলো করতে হ
একটী সুন্দর মানিমেনেজমেণ্ট আপনার লাইফ পরিবতন আনতে পারে

JOY33665577
2016-10-27, 10:02 PM
মার্কেট এর এনালাইসিস হল তিন প্রকার যথা, ফান্ডামেন্টাল , টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল। কোনটাকে হেয় করা যাবে না। মার্কেট প্রথম দুটোকে রেসপেক্ট করতে বাধ্য। তাই আমি মনে করি আগে আপনাকে এনালাইসিস শিখতে হবে তার পরে ট্রেড করতে আসতে হবে। কেননা শিখার কোন বিকল্প নেই।

RUBEL MIAH
2016-12-02, 12:00 PM
মানি ম্যানেজমেন্ট ফরেক্সের সকল ব্যবসায়ীদের জন্য । আমরা শুধু দক্ষ ট্রেডারদের বলব এমনটি নয় সব ট্রেডারদের জন্যই মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ন । আমরা কম বেশী সকলেই মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও যদি এই ফরেক্স ব্যবসা করে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই যেন মানি ম্যানেজমেন্ট করে নেন ।

ONLINE IT
2016-12-02, 05:29 PM
সেই সফল ট্রেডার যে তার এ্যাকাউন্ট ধরে রাখতে পারে। প্রফিট করলেই তাকে সফল ট্রেডার বলা যাবে না। সফল ট্রেডার তখনই বলা যাবে যখন সে তার এ্যাকাউন্ট ধরে রাখতে পারবে। হয়ত আপনি অনেক বেশি প্রফিট করেছেন ফরেক্স ট্রেড করে। কিন্তু কিছু দিন পর পর আপনি আপনার এ্যাকাউন্ট জিরো করে ফেলছেন। তাহলে কি আপনাকে সফল বলা যাবে? না আপনি সফল নন। তাই লাভ কম হলেও মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করলে আপনি আপনার এ্যাকাউন্ট ধরে রাখতে পারলে আপনাকে সফল বলা যাবে।

Skfarid
2016-12-08, 04:28 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে।ফরেক্স আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ । আপনাকে আপনার এমাউন্ট অনুযায়ী ট্রেড করার পরিকল্পনা করতে হবে ,আর লাগামহীন ট্রেড আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না, এতে ব্যালেন্স 00 হওয়ার সম্ভবনা আছে । মানি ম্যানেজমেন্ট করতে হবে আপনার ডিপোজিট এর উপর নির্ভর করে ।

nazib72
2016-12-16, 08:21 PM
ট্রেড দেয়ার আগে সবসময় মানি ম্যানেজমেন্ট করে ট্রেড দিতে হয় না হলে বেশি বড় লটে ট্রেড দিলে লস হলে একাউন্ট জিরো হতে পারে, তাই মানি ম্যানেজমেন্ত এর মাধ্যমে ছোটো ও ব্যালেন্স সাপর্ট দিতে পারে এমন লটে ট্রেড করতে হবে।তাহলে প্রফিট অর্জন ও হবে আবার লস হলেও খুব বেশি হবে না।

nbfx
2016-12-16, 08:26 PM
ফরেক্স ব্যবসার মূলধন টিকিয়ে রাখতে হলে আপনাকে একটি ভাল মানি ম্যানেজম্যান্ট ঠিক করে নিতে হবে। এটা আপনার মূলধনের সাথে সমন্বয় করে করতে হবে। আর বেশী পরিমান ব্যাকআপ পিপ রাখতে হবে। এর জন্য লেভারেজ কম নিতে পারেন।

mdtorikul
2017-02-25, 11:09 PM
মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট নিয়ন্ত্রন করতে হবে।আপ্নার ইনভেস্টমেন্টের ট্রেদ করে কত পার্সেন্ট লাভ বা লস হবে তা খেয়াল রেখে ট্রেদ করা ভাল নয়ত আপনার ব্যালেস্ন ০ হতে সময় লাগবে না যদি মার্কেট আপনার বিপরিতে চলে।

shohanjacksion
2017-03-04, 06:44 PM
জি ভাই, ফরেক্স মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হলো মানি ম্যানেজমেন্ট। আমি মানি ম্যানেজমেন্টকো রীতিমত একটি ভাল স্ট্যাটেজির মত মনে করি। যার মানি ম্যানেজম্যান্ট ভাল নয় তার জন্য যেকোন ভাল স্ট্র্যাটেজিতেও কোন কাজ হবেনা। এটাকেই বলে ফরেক্সের ধৈর্য্য। কেননা, ধরুন আমর একটি খুব ভাল স্ট্র্যাটেজি আছে এবং স্ট্র্যাটেজি অনুযায়ী আমি একটি ট্রেড করলে খুব ভাল পরিমান পিপস পাব অতি সল্প রিস্কে তারপরও আমি কয়েকহাজার পিপসের রিস্ক নিব। আর যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে তবে আজ হোক আর কালই হোকনা কেন একদিন ব্যালেন্স জিরো হবেই।

riponinsta
2017-03-13, 12:16 PM
আপনি অনেক ভাল কথা বলছেন ফরেক্স মার্কেট এ আপনি যত ভাল ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন না কেন আপনি যদি ভাল মানি ম্যানেজমেন্ট না করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ লাভ এ থাকতে পারবেন না একটা কথা আমার অনেক ভাল লাগে লাভ করতে হলে অ্যাকাউন্ট বেচে থাকতে হবে আপনার যদি অ্যাকাউন্ট বেচে না থাকে তা হলে আপনি ফরেক্স মার্কেট এ লাভ করবেন কি দিয়ে তাই আপনাকে লাভ করতে হলে অ্যাকাউন্ট কে টিকিয়ে রাখতে হবে অ্যাকাউন্ট টিকিয়ে রাখবেন মানি ম্যানেজমেন্ট করে

shohanjacksion
2017-03-14, 05:34 PM
ফরেক্স মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে মানি মেনেজমেন মেনে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে মানি মেনেজমেন এর বিকল্প কোন কিছু নেই। আপনার নিরাপদে ট্রেড করার মাধ্যম হল মানি মেনেজমেন মেনে ট্রেড করা।

জি ভাই। আমাদের সবাইকে এই বিষয়টি মানতেই হবে এবং ফরেক্স মার্কেটে লসের একমাত্র প্রধান কারন হলো মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে ব্যবহার না করা। মার্কেটে স্ট্র্যাটেজি কোন ব্যাপার না তবে যদি মানি ম্যানেজমেন্ট ভাল না থাকে তবে যত ভাল স্ট্র্যাটেজি বা রোবটই ব্যবহার করা হোক না কেন ব্যালেন্স এক দিন না একদিন জিরো হবেই।

Mamun13
2017-03-22, 09:42 PM
যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷
এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷এর মধ্যে একটি গুরুত্ত্বপূর্ণ বিষয় শিখতে হবে যার নাম মানি ম্যানেজমেন্ট৷এই মানি ম্যানেজমেন্ট যত ভালো করে ফলো করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷

Mahidul84
2017-08-28, 07:48 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের চলমান মুদ্রার মার্কেট সেহেতু এটা কোন গোষ্ঠী বা ব্যক্তি দ্বারা কখনোই নিয়ন্ত্রণ সম্ভব নয়। ফরেক্স মার্কেটে ঝুকি অত্যন্ত বেশি কেননা চলমান মুদ্রা উঠা নামা বেশি করে বিধায় ঝুকির সম্ভাবনা থাকে বেশি। তবে আপনি ঝুকি এড়ানোর জন্য আপনাকে অনেক কৌশল শিখতে হবে যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানি ম্যনেজমেন্ট। আর এটা যদি আপনি ঠিক মত নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই মার্কেট থেকে আপনি ভাল পরিমাণ প্রফিট অর্জন করতে পারবেন আমার বিশ্বাস।

Rahat015
2017-08-31, 02:12 PM
মানি ম্যানেজমেন্ট ফরেক্সের সকল ব্যবসায়ীদের জন্য । আমরা শুধু দক্ষ ট্রেডারদের বলব এমনটি নয় সব ট্রেডারদের জন্যই মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ন । আমরা কম বেশী সকলেই মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও যদি এই ফরেক্স ব্যবসা করে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই যেন মানি ম্যানেজমেন্ট করে নেন ।

FREEDOM
2020-08-24, 04:42 PM
মানি ম্যানেজমেন্ট ফরেক্সের সকল ব্যবসায়ীদের জন্য । আমরা শুধু দক্ষ ট্রেডারদের বলব এমনটি নয় সব ট্রেডারদের জন্যই মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ন । আমরা কম বেশী সকলেই মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও যদি এই ফরেক্স ব্যবসা করে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই যেন মানি ম্যানেজমেন্ট করে নেন ।

sagar0835
2020-08-30, 12:16 AM
এক কথায় বলা যায় আপনার ফরেক্স ট্রেডের মুল ব্যাল্যান্সকে ঠিক কিভাবে কোন প্রক্রিয়ায় এবং কতটুকু হাতে রেখে ট্রেডের জন্য নিরাপদ ভাবে ব্যাবহার করতে পারবেন, ট্রেড নেভেটিভ হলে স্বইচ্ছায় কত লস করবেন এবং প্রফিট করলে কত প্রফিট করবেন তাই হলো মানি ম্যানেজমেন্ট বা মানি ব্যাবহার করণ পদ্ধতি । একজন ট্রেডারের সফল এবং ঝুঁকিহীন ট্রেডের জন্য মানি ম্যানেজমেন্ট অসম্ভব গুরুত্তপূর্ণ একটি বিষয় ।