PDA

View Full Version : মেটাট্রাডের ৪ এ ডেমো একাউন্ট সমস্যা ?



HasanXM
2016-08-27, 04:15 PM
মেটাট্রাডের ৪ এ ডেমো একাউন্ট খুলতে গেলে এমন দেখায় । প্রায় ৩০ মিনিট অপেক্ষা করলাম কিন্তু এমনি দেখায় । এখন কি করবো ? কিভাবে ডেমো একাউন্ট খুলবো?

forexboy
2016-08-31, 10:01 PM
মেটাট্রাডের ৪ এ ডেমো একাউন্ট সমস্যা ? না ভাই মেটাট্রাডের ৪ এ ডেমো একাউন্ট কোন সমস্যা হয় না। আমি নিজে ব্যবহার করি । আপনি ভালোভাবে করে দাখেন।

vodrolok
2016-09-10, 05:14 PM
মেটা ট্রেডার চারে ডেমো একাউন্ট করতে সমস্যা হওয়ার কোনো কারণ নাই। একাউন্ট করার পর তিনটি তথ্য সংরক্ষন করুন। একাউন্ট নম্বর, ট্রেডিং পাসওয়ার্ড আর সার্ভারের নাম। যাদের লগ ইন করতে সমস্যা হয় নতুনদের মধ্যে তাদের অধিকাংশেরই সার্ভারের নাম দেয়ার ক্ষেত্রে ভুল হয়ে থাকে। চার্ট কখনো কখনো আপডেট নেয়না তার জন্য চার্টটা কেটে দিয়ে নতুন চার্ট ওপেন করুন। একাউন্টের মেয়াদ শেষ কিনা দেখুন, শেষ হলে আরেকটা একাউন্ট করুন।

nisho5533
2016-11-11, 07:48 PM
অনেক সময় নেট সমস্যা থাকার কারনে দাউনল্ড করতে সমস্যা হয় | আপনি বারবার চেষ্টআ করেন দেকবেন আপনার সমস্যা অনেক সমাধান হয়ে যাবে | ফরেক্স এর সাথে থাকুন ধন্যবাদ |

InstaForex Sushantay
2016-11-16, 11:19 AM
মেটাট্রাডের ৪ এ ডেমো একাউন্ট খুলতে গেলে এমন দেখায় । প্রায় ৩০ মিনিট অপেক্ষা করলাম কিন্তু এমনি দেখায় । এখন কি করবো ? কিভাবে ডেমো একাউন্ট খুলবো?

প্রিয় ফোরাম সদস্য, মেটাট্রেডার ফোর ট্রেডিং প্ল্যাটফর্ম আপনাকে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে, তার মধ্যে ডেমো বা লাইভ অ্যকাউন্ট খোলার সুবিধাও পাবেন।
ইন্সটাফরেক্স এর মেটাট্রেডার ফোর ট্রেডিং প্ল্যাটফর্ম এ কোন সমস্যা থাকার কথা না। কেননা অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর ট্রেডারদের নিশ্চিন্তে ও নিরাপদে অনলাইনে মুদ্রা ক্রয় বিক্রয় এর সুবিধা প্রদান করা হয়েছে।
এম.টি ফোর/ফাইভ প্লাটর্ফম ডাউনলোড করুন। লিংক: https://www.instaforex.com/bd/downloads.php
দয়া করে আপনার MT4 প্ল্যাটফর্ম টি আপডেট করার জন্য পুনরায় ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করুন এর সাথে আপনার ইন্টারনেট সংযোগটিও যাচাই করে নিবেন।
কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ

Momen
2017-07-24, 08:12 AM
আমি নিজেও মেটা ট্রেডার ৪ এ ডেমো একাউন্ট ব্যবহার করে থাকি। কই আমি তো কোনো ধরনের সমস্যা ফেইস করছি না। আমার মনে হয়, আপনার এমটিফোর এ সমস্যা হয়েছে। আপনি আপনার ব্রোকার এর হেল্প লাইনে এ যোগাযোগ করে দেখতে পারেন। আশা করছি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।

BonnaFx
2017-11-14, 04:38 PM
অনেক সময় আমারা যখন MT4 প্লাটফর্মে লগইন করে চাই কিছু কিছু কিছু সময় নীচের ডানদিকের কোণায় অবস্থিত লাইনে "No connection” মেসেজ দেখতে পাই। এই সমস্যা কিভাবে সমাধান করবেন তা নিচে দেয়া হল-
প্রথমে আপনার প্লাটফর্মটি বন্ধ করুন, তারপর ডেস্কটপ স্ক্রীন থেকে MT4 সফটওয়্যারটির উপর রেখে মাউসের Right বাটন ক্লিক করে এর "run as administrator" দিয়ে চালু করুন। এরপর আপনার আপনার সঠিক Trading Account Number এবং Passwoad দিয়ে এবং সঠিক Server সিলেক্ট করে লগইন করুন। আশা করি হয়ে যাবে।
আবার কিছু কিছু ক্ষেত্রে firewalls এবং অ্যান্টিভাইরাস এর কারনেও এই সমস্যাটি দেখা দেয়। এই ক্ষেত্রে firewalls এবং অ্যান্টিভাইরাস বন্ধ রাখুন।
আরেকটি বিষয় নিশ্চিত করুন যে আপনার পিসি সার্ভারের সংযোগ ব্লক করা আছে কিনা।

Grimm
2018-01-19, 01:01 AM
আপনি যদি মেটাট্রেডার এ একাউন্ট খুলতে সমস্যা বোধ করেন তাহলে আমার মনে হয় আপনি ইন্সটাফরেক্স এর সাইট থেকে ডেমো একাউন্ট খুলতে পারেন। এতে আশা করি আপনার কোন প্রকার সমস্যা হবে না। মাঝে মাঝে মেটাট্রেডারে একাউন্ট খুলতে সমস্যা হয়, আমি জানি না এটা আসলে কি কারণে হয়, হয়তোবা আমাদের ইন্টারন্টে এর কারণে অথবা মেটাট্রেডার এর সার্ভার এর কারণে এই সমস্যা হয়ে থাকতে পারে।

abilkis7
2019-11-17, 05:51 PM
আমি নিজেও মেটাট্রেডার-৪ এ ডেমো একাউন্ট ব্যবহার করেছি । আমার কাছে কোন সমস্যা মনে হয় নাই। আমার মনে হয়, আপনার মেটাট্রেডার-৪ সফটওয়ার এ সমস্যা হয়েছে। আপনি আপনার ব্রোকার এর হেল্প লাইনে এ যোগাযোগ করে দেখতে পারেন। আশা করছি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।