PDA

View Full Version : সিম্পল মুভিং এভারেজ(sma) কি?



HasanXM
2016-08-27, 04:24 PM
বাই বা সেল করার সংকেত লাভের জন্য এটি একটি জনপ্রিয় মাধ্যম। এই ইন্ডিকেটরটি দিয়ে পিরিয়ড এবং প্রাইস এর ভিত্তিতে একটি গাণিতিক হিসাব এর মাধ্যমে আপনি ট্রেন্ড ডিরেকশন বুঝতে পারবেন। আপনি কত সময়ের মুভিং এভারেজ পছন্দ করেন তার উপরে নিরভর করবে আপনি দীর্ঘ মেয়াদী নাকি স্বল্প মেয়াদী ট্রেড করতে আগ্রহী হবেন। ট্রেডাররা ৩টি সময়ের মুভিং এভারেজ সবচেয়ে বেশি ব্যবহার করেন। সেগুলো হলঃ
• ১০ দিনের মুভিং এভারেজ (সর্ট টার্ম )
• ৫০ দিনের মুভিং এভারেজ (ইন্টারমিডিয়েড টার্ম)
• ২০০ দিনের মুভিং এভারেজ (লং টার্ম)
কিভাবে সিম্পল মুভিং এভারেজ বের করব?

vodrolok
2016-09-13, 01:51 PM
সিম্পল মুভিং এভারেজ হচ্ছে কোনো ধরণের ফিল্টারিং ব্যাতিত প্রাইস মুভিঙ এর গড় বের করা। উদাহরণস্বরূপ কেউ জানতে চাচ্ছে গত একশো দিনের প্রত্যেকদিনের গড় কত। সে ডে ওয়ান টাইম ফ্রেমে ১০০ এস এম এ এপ্লাই করবে। তাহলে তার গত একশো ক্যান্ডেলের প্রত্যেক ক্যান্ডেলের গড় প্রাইসের এক শত ভাগের এক ভাগ করলে যা বের তা প্রদর্শন করবে।

tarekbsl101
2016-10-07, 12:16 AM
নতুন একটি জিনিশ সিখলাম ধন্যবাদ

nbfx
2016-11-01, 09:08 PM
সিম্পল মুভিং এভারেজ হলো গড় মার্কেট প্রাইস। ধরুন একজন পিয়াজ ব্যবসায়ী দেখল গত ৩ সপ্তাহের পিয়াজের দাম ছিল ২৫, ৩০ ও ৩৫ টাকা। তাহলে পিয়াজের গড় দাম হলো ৩০ টাকা। এখন পিয়াজ ব্যবসায়ীর তার ব্যবসার জন্য সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তদ্রুপ ফরেক্সে সিম্পল মুভিং এভারেজ ব্যবহার করে আপনি বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

md mehedi hasan
2016-11-02, 07:37 PM
ফরেক্স মার্কেটে ট্রেন্ড নির্নয় করার জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করা হয়।তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুভিং এভারেজ।কারন আপনি চাইলে এই ইন্ডিকেটর দিয়ে শর্ট ট্রাম বা লং ট্রাম দুই ধরনের ট্রেড করতে পারবেন।

riponinsta
2016-12-29, 02:57 PM
আমি সিম্পল মুভিং এভারেজ দিয়ে টেড করছি অনেক দিন ধরে আমার কাছে সিম্পল মুভিং এভারেজ ইনডিকেটর অনেক ভাল লাগে । আপনি সিম্পল মুভিং এভারেজ ববহার করে দেখতে পারেন ফরেক্স মার্কেট এ অনেক বড় বড় টেড আর সিম্পল মুভিং এভারেজ দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করছে তাই আপনি ও পারবেন তাই আমার মনে হয় ফরেক্স মারেক্ত এ সিম্পল মুভিং এভারেজ একটি ভাল ইনডিকেটর ।

Momen
2017-07-24, 10:05 PM
ফরেক্স মার্কেট এ মুভমেন্ট নির্ধারন করার জন্য বিভিন্ন ধরনের ইন্দিকেটর ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে মুভিং এভারেজ। এর মাধ্যমে আপনি মার্কেট আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দুটোই নির্নয় করতে পারবেন। অনেক ট্রেডার আছে যারা মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড এ সফলতা পেয়েছে। চাইলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন।

habibi
2018-03-19, 12:42 PM
আমি কোন কোন সময় ৪টি ইনডিকেটরের মিলিয়ে ট্রেড করি, এগুলো হল parabolic sar, ২ মুভিং এভারেজ (5sma এবং 10sma) rsi এবং CCF indicators। আমি বাই করি যখন CCF ইনডিকেটর দেখায় যে কারেন্সি শক্তি হচ্ছে, তারপর 5sma ক্রস করে আপট্রেন্ড 10sma এবং যখন rsi 50 এর উপরে যায়। আর সেল করি যখন 5sma ক্রস করে ডাউনট্রেন্ড 10sma এবং rsi 50 এর নিচে চলে আসে। এটা অনেক সময়ই খুবই কার্যকরী হয়।

5575