PDA

View Full Version : ফরেক্স ম্যাজিক ফর্মুলা ইন্ডিকেটর , লাভ করù



HasanXM
2016-08-27, 04:30 PM
সাধারণত অভিজ্ঞ ট্রেডাররা ইন্ডিকেটর এর রেজাল্ট থেকে খুব একটা সন্তুষ্ট হন না। কিন্তু ফরেক্স ম্যাজিক ফর্মুলা ইন্ডিকেটর হচ্ছে এমনই এক ইন্ডিকেটর যা আপনাকে নিঃসন্দেহে সন্তুষ্ট করবে। বেশ কয়েক ধরনের ইন্ডিকেটর এর কম্বিনেশন রয়েছে এর মাঝে। যার ফলে এই ইন্ডিকেটর এর ব্যবহারের মাধ্যমে আপনার জন্য টেকনিক্যাল এনালাইসিস করাটা বেশ সহজ হয়ে যাবে।

vodrolok
2016-09-13, 01:12 PM
ফরেক্স ম্যাজিক ফর্মুলা ইন্ডিকেটর বলতে দুই ধরণের ইন্ডিকেটর পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে রিপেইন্ট করে। এই রিপেইন্ট ইন্ডিকটরে নতুন ট্রেডাররা কিন্তু অনেক ধোকা খায়। আরেকটা পাওয়া যায় যা সম্ভবত স্টকাস্টিক আর মুভিং এভারেজের সমন্বয়। এটা মোটামোটি কার্যকর। মনে রাখতে একটি ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা কখনই লাভ জনক নয়।

tarekbsl101
2016-10-07, 12:20 AM
ভাই এক এক যয়গায় এক এক রকম
সব গুল সিস্টেম কি ফল করা স্মভব নাকি

maziz6989
2016-12-11, 03:21 PM
যে ইন্ডিকেটর গুলো রিপেইন্ট রে সেগুলো দিয়ে ট্রেড বা এনালাইসিস করলে আখেরে পস্তাতে হতে পারে। কেননা যে সকল ইনডিকেটর রিপেইন্ট করে সেগুলোর সঠিক রেজাল্ট বুঝা মুশকিল হয়ে থাকে। তাই যারা কাস্টম ইনডিকেটর ব্যবহার করতে চান আগে ভাল ভাবে একটু স্টাডি করে নেবেন। ধন্যবাদ।

riponinsta
2016-12-13, 03:50 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট এ ম্যাজিক ফর্মুলা ইন্ডিকেটর মুভিং এভারেজ। ফরেক্স মার্কেট এ ম্যাজিক ফর্মুলা ইন্ডিকেটর মুভিং এভারেজ দিয়ে হাজার হাজার টেড আর হাজার হাজার ডলার লাভ করছে তাই আমারে কাছে মুভিং এভারেজ কে ফরেক্স মার্কেট এর ম্যাজিক ফর্মুলা ইন্ডিকেটর বলে মনে হয় । আমি মুভিং এভারেজ ইন্দিচাতর দিয়ে অনেক লাভ করছি ।