PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং কি জুয়া খেলা ?



HasanXM
2016-08-27, 11:06 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকেই এমন ধারনা পোষন করে থাকেন যে ফরেক্স মার্কেট সম্পূর্ন জুয়া, এটি এক প্রকার gambling market, এমন কি দীর্ঘ দিন ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সাথে সম্পৃক্ত অনেকেই ফরেক্স মার্কেট সম্পর্কে এমনটি ধারনা পোষন করেন, কিন্তু এ বিষয়ে তাদের কাছে কিছু অকল্পনিয় ও উদ্ভট যুক্তি আছে, যা সম্পূর্ন অজ্ঞতার পরিচয় বহন করে. ক্ষেত্র বিশেষ দেখা যায় প্রশ্নকর্তা একজন নতুন ট্রেডার কে জিজ্ঞেস করে বসল কিন্তু নবীন ট্রেডার এই মার্কেট সম্পর্কে আর কতটুকুও বা জানে, ফলে তার বর্ননার উপর ভিত্তি করে বাস প্রশ্ন কর্তা বিভিন্ন বিষয় গুলো অনুমান করে অবৈধ ব্যবসার সীকৃতি দিয়ে দিল আসলেই কি আমাদের এসব আচরন সঠিক ?

Ritu
2016-08-28, 10:03 AM
কত লোক তো কত কিছু বলে, অনেকে বলে ফরেক্স ট্রেড কোন ব্যবসা না এটা একটা জুয়া খেলা, আমার অনেক বলে ফরেক্স ব্যবসা মানে টাকা লস করার মেশিন । কিন্তু মুল করা হল এতো কথা লোকে বলে তবে কেউ কি ফরেক্স ব্যবসা ছেড়ে চলে যায় । ফরেক্স খুব ভাল ব্যবসা। যা কেউ করতে এসে কখনো ছেড়ে যাবে না ।

md arif khan
2016-08-28, 10:43 AM
আমি মনে করি ফরেক্স কোন জুয়া খেলা নয় অন্যান্য ব্যাবসার মতো এটাও একটা ব্যাবসা।এখানেও প্রতিনিয়ত লাভ লসের সম্মুখীন হতে হয়।ফরেক্স ব্যাবসা লাভ লস নির্ভর করে দক্ষতার উপর।এই ব্যাবসায় যে যত বেশি দক্ষ হতে পারবে সে তত বেশি লাভ করতে পারবে অন্যথায় বৃথা।

siyambd
2016-08-28, 11:30 AM
ফরেক্স কোন জুয়া খেলা নয়। ফরেক্স হলো একটা আর্ন্তজাতিক মানের একটা ব্যবসা। এখানে টাকা বেচাকেনা হয়। এব্যবসায় লাভ লস দুটোই আছে। তবে সবাই কিন্তু লস করেনা। অনেক লোক আছে যারা প্রতি মাসে ফরেক্স দিয়ে হাজার হাজার ডলার আয় করে থাকে। তাই আপনি এটাকে জুয়া বলতে পারেন না।

sheam
2016-08-28, 11:46 AM
ভাই ফরেক্স কে তো কোন ভাবেই জুয়া বলার চান্সনেই আমার মতে। কারন এখানে আপনি নিজের টাকা দিয়ে ব্যবসা করতেছে। আর এটা ভালভাবে শিখেই করতে হয়। আর ইসলামে টাকা আয়ের সবচেয়ে ভাল রাস্তা বললা হয়েছে ব্যবসাকে। আর ফরেক্স ও একটি ব্যবসা।

sujon30
2016-08-28, 11:46 AM
ফরেক্স কোন জুয়া খেলা নয়। যে ব্যক্তি,সংস্থা এই ধারনা করে তাহার ধারনাটা ভুল। ফরেক্স হল একটি আন্তর্জাতিক ব্যবসা যা পৃথিবীর সব দেশের মুদ্রার ক্রয়-বিক্রয় হয়ে থাকে। এখানে এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রা বিনিময় করে যে বারতি লাভ করে তাই ফরেক্স । এখানে অনেক গ্রাহক ডলার ইনকাম করে আয় করছে। তাই এ ফরেক্স এ জুয়া বলা যাবে না।

shati9059
2016-08-28, 01:13 PM
ফরেক্স কোন জুয়া খেলা নয়। এটি একটি আনজাতিক ব্যবসা ।এখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করা হয়। অনেকে এটাকে জুয়া খেলা মনে করে আমি বলবো তাদের ধারনা ভুল। ফরেক্স একটা ব্যবসা এখানে যে কেউ ব্যবসা করতে পারে। এখানে ব্যবসা করতে তেমন কোন মূলধন লাগে না। দক্ষতার সাথে কাজ করতে পারলে অনেক টাকা আয় করা যায়।

RUBEL MIAH
2016-08-28, 10:18 PM
ফরেক্স ব্যবসা হল একটি বানিজ্যিক ব্যবসা । এ ব্যবসার মূল নীতি হল এক দেশের রাষ্ট্রের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম ওঠা নামা করা । সুতরাং এ ব্যবসা কখনো জুয়া খেলা হতে পারে না । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য অন্য দেশের মুদ্রার দামের দিকে লক্ষ্য রাখব তাহলেই আমরার সফলকাম হতে পারব ।

mithunsarkar
2016-08-28, 11:23 PM
ফরেক্স কে আমি মনে করি একটি ব্যবসা | ফরেক্স থেকে বিভিন্ন দেশের মানুষ আয় করছে এবং লস করছে | ফরেক্স লাভ লস এর ব্যবসা ফরেক্স করতে হলে লাভ লস আপনার সামনে আসবে| তাই আমি মনে করি ফরেক্স একটি বাবসা|

rafizul
2016-08-28, 11:23 PM
ফরেক্স কখনোই জুয়া খেলা নয় । আপনি এখানে কষ্ট করে আপনার মেধা দিয়ে এই ব্যবসাটা করছেন । এর ফলে এতে কোন জুয়ার প্রলপ পরছে না । যতি আপনি মনে করে খাকেন যে ফরেক্স একটি জূয়া খেলা তাহলে আমি বলবো যে আপনি আরও ভাল করে ফরেক্স সম্পর্কে জানুন ।

mithunsarkar
2016-11-30, 11:27 PM
ফরেক্স এ্কটা ব্যবসা তাই এ ব্যাবসা য়ের লাভ লস থাকতে পারে তবে এই কাজ নিয় মত ভালো ভাবে করলে লাভ হওয়ার সম্ভবনা বেশি তবে ফরেক্স এর কাজ ভালো ভাবে না করলে লস হওয়ের সম্ভ বনা বেশি থাকা করণ ফরেক্স এর কাজ না করলে শুধু শুধু ইন্টানেটা ফরেক্স এ্রর পেজ এ বসে থাকলে ইন্টারনাট বিল দিথত হয় এ ক্ষত্রে অনেক খতি হয় ।

ONLINE IT
2016-12-01, 07:17 PM
আপনি যদি ফরেক্স কে জুয়া ভেবে সময় ব্যয় করে থাকেন তাহলে বলব ফরেক্স আপনার জন্য নহে। আপনি অন্য পথ দেখতে পারেন। কারন ফরেক্স কখনো ভাগ্যের উপর নির্ভরশীল নয়। ফরেক্স কে বুঝতে হবে। আপনি যদি ফরেক্স বুঝতে পারেন মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। কিন্তু যদি ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করেন তাহলে আপনি কখনোই লাভ করতে পারবেন না।

uzzal05
2016-12-02, 08:23 AM
অব্যশোই না। ফরেক্স কোন জুয়া খেলা হতে পারে না। যদি তাই হতো তাহলে আমি ফরেক্স করতাম না। ফরেক্স অনেকে জুয়া মনে করেন। কিন্তু এটা তাদের ভুল্ক ধাওরনা। ফরেক্স কে যে জুয়া মনে করে সে কখনো ই ফরেক্স এ টিকে থাকতে পারবে না।

nazib72
2016-12-22, 10:44 PM
একজন ফরেক্স ট্রেডার হিসেবে এমন ধরনের মন্তব্যে খেয়াল না দেয়াই ভালো যারা এমন সব যুক্তি দেখায় যা সম্পুর্ন তর্ক ছাড়া আর কিছু না তাই এগুলো পরিহার করে চলাই ভালো।ফরেক্স সম্পর্কে ভালো ভাবে স্টাডি কএলে খুব সহজেই বোঝা যাবে এটা ফরেক্স সাধারন নিয়মের একটা ব্যাবসা।এখনে লাভ আছে লস আছে মার্কেটে কারেন্সি মুল্য ওঠা নামা আছে আর সেঈ সুযোগেই ট্রেডাররা বাই সেল করে প্রফীট করে।আর ট্রেডারের ভুলে লস হয় আবার ট্রেডারের দক্ষতার জন্য প্রফিট হয় আর সব থেকে বড় কথা এখানে মূল্ধন বিনিয়োগ করতে হয়।যা সাধ্রন সকল ব্যবসার জন্য যথেষ্ট।

amdad123
2016-12-22, 11:46 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিংকে অনেকে অনেকভাবে নিয়ে থাকে। কিছু কিছু ফরেক্স ট্রেডার আছে ফরেক্স মার্কেটটে ব্যবসা হিসেবে নেয় আবার কিছু কিছু ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেটকে জুয়া হিসেবে নেয়। তবে ফরেক্স মার্কেটকে যারা ব্যবসা হিসেবে নিয়েছে তারা এখানে বেশি দিন টিকে থাকে এবং ধীরে ধীরে সফল হয় আর যারা ফরেক্স মার্কেটকে জুয়া হিসেবে য়ে তারা এখানে বেশি দিন টিকে না কারন জুয়া বেশি দিন টিকে থাকে না । তাই আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেডিংকে পেশা হিসেবে নিতে চাই তারা যেন ফরেক্স ট্রেডিংকে ব্যবসা হিসেবে দেখি। ফরেক্স একটি মানসম্মত ও উন্নতমানের ব্যবসা।

Amit4040
2016-12-23, 12:54 AM
আমি মনে করি ফরেক্স একটি ব্যবসা ফরেক্স থেকে আয় করা যায় ফরেক্স কে আমি জ়ূয়া বলতে পারি না | ফরেক্স মাকেট করি ফরেক্স থেকে আয় করার জন্য যেকন ব্যবসা করতে গেলে আপনাকে লাভ বা লস করতে হয় তেমনি ফরেক্স মাকেটে আপনি লাভ বা লস করতে পারেন |

md noor hasan
2017-01-28, 11:25 AM
ফরেক্সকে অনেকেই জুয়া মনে করেন তবে এটা মোটেই জুয়া নয় ফরেক্স হলো একটা আর্ন্তজাতিক মানের একটা ব্যবসা। এখানে টাকা বেচাকেনা হয়। এব্যবসায় লাভ লস দুটোই আছে। তবে সবাই কিন্তু লস করেনা। অনেক লোক আছে যারা প্রতি মাসে ফরেক্স দিয়ে হাজার হাজার ডলার আয় করে থাকে। তাই আপনি এটাকে জুয়া বলতে পারেন না।

shukumar8099
2017-01-28, 03:53 PM
বাংলাদেশে ফরেক্স ট্রেডিং প্রেক্ষিত সম্পর্কে আপনার মন্তব্যের সাথে আমি একমত। বর্তমানে বায়লাদেশে ফরেক্স সম্পর্কে অনেক ঘটনা চলছে।অনেকেই ফরেক্স সম্পর্কে জানতে পেরেছে এবং অনেকেই ভালোভাবে ফরেক্স করতে আগ্রহী হয়েছে।তাই ফরেক্স শিখতে অনেকেই মনযোগী।আর ফরেক্সের শিক্ষার্থী অনেক হওয়ায় বায়লাদেশে ফরেক্স প্রেক্ষিত অবশ্যই অনেক সম্ভাবনাময়।

Md Masud
2017-05-04, 04:39 PM
ফরেক্স হল আন্তর্জাতিক ব্যবসা যা পৃথিবীর সব দেশের মুদ্রার ক্রয়-বিক্রয় হয়ে থাকে । দক্ষতার সাথে কাজ করতে পারলে অনেক টাকা আয় করা যায় । ফরেক্স ব্যবসা লাভ লস নির্ভর করে দক্ষতার উপর । অামরা অবশ্যই ফরেক্স ব্যবসা দক্ষতার উপর নির্ভর করবে । অামরা ফরেক্স ব্যবসা এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব ।

Mamun13
2017-05-04, 07:22 PM
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷আমি আমার প্রথম ৬ মাস সময় ব্যায় করেছিলাম শুধুমাত্র জানার জন্য যে ফরেক্স কী আসলেই বিশ্বব্যপী স্বাধীন মুদ্রা বাজার নাকি লাসভেগাসের কোনো সিক্রেট জুয়াখেলা ?সেটা আজ ভাবতে গেলে অবাক হই ও আফসোস করি যে আমরা বাঙ্গালীরা এখোনোও কত অন্ধ্বকারে কুসংস্কারে পিছিয়ে আছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷নেগেটিভ কোনো চিন্তাই করবেন ৷

riponinsta
2017-05-07, 03:13 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করা জুয়া খেলা না কারন আপনি জুয়া খেলে নিয়মিত লাভ করতে পারবেন না ফরেক্স মার্কেট এ হাজার হাজার ট্রেডার নিয়মিত ট্রেড করে লাভ করে আসছে ফরেক্স মার্কেট এ কিছু নতুন ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এসে বড় বড় লট ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে মনে করে ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে হোল জুয়া খেলা অনেকে আবার ফরেক্স মার্কেট সম্পর্কে না বুঝেই বলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে জুয়া খেলা

aysha
2017-05-07, 03:56 PM
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । যদি ফরেক্স ব্যবসা জুয়া খেলা হতো তাহলে ফরেক্স ব্যবসা আর এতো নাম কাম অর্জন করতো না । আমি ফরেক্স ব্যবসাকে খুব লাইক করি । আমি এই ৪ বছর ধরে ফরেক্স ব্যবসা করতেছি ।

uzzal05
2017-05-21, 04:26 PM
ফরেক্স ট্রেডিং কে জুয়া খেলা বলা যাবে না। কারন ফরেক্স এবং জুয়া সম্পর্ন আলাদা। ফরেক্স এ অনেক নিয়ম কানুন আছে। আর ফরেক্স এ টাকা ইনভেস্ট করে কম বা বেশী আয় করতে পারা যায়। কিন্তু জুয়া খেলা সম্পূর্ন ভাগ্যর উপর নির্ভর করে।

uzzal05
2017-06-15, 03:46 PM
ফরেক্স ট্রেডিং আসলে জুয়া খেলা নয়। তবে আপনি যদি এটিকে জুয়া মনে করে ট্রেড করেন তাহলে আপনি জুয়া খেলা খেলবেন। যেখানে থাকবে না কোন নিয়ম কানুন। আর নিয়ম কানুন যেটায় নেই সেটা হচ্ছে জুয়া খেলা। ফরেক্স একটি কারনসি ব্যবসা।

maziz6989
2017-06-15, 05:07 PM
আপনি যখন এটাকে জুয়ার পর্যায়ে নিয়ে যাবেন তখন তা অবশ্যই জুয়া খেলা। মনে রাখবেন আপনি যদি কয়েন টস করে ট্রেড করতে চান তবে তা আপনাকে আজ অথবা কাল বাশ দিবেই। এক সাথে হেজ করলেও অনেকে বলেন এটা শুদ্ধ হবে না। আর গোল্ড ট্রেড করলেও নাকি তা হারাম হয়ে যাবে। জুয়া খেলার বিষয়টা চাইলে আপনি নিয়ন্ত্রন করতেও পারেন।

Rahat015
2017-06-15, 05:12 PM
ফরেক্স ব্যবসা হল একটি বানিজ্যিক ব্যবসা । এ ব্যবসার মূল নীতি হল এক দেশের রাষ্ট্রের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম ওঠা নামা করা । সুতরাং এ ব্যবসা কখনো জুয়া খেলা হতে পারে না ।ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকেই এমন ধারনা পোষন করে থাকেন যে ফরেক্স মার্কেট সম্পূর্ন জুয়া, এটি এক প্রকার gambling market, এমন কি দীর্ঘ দিন ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সাথে সম্পৃক্ত অনেকেই ফরেক্স মার্কেট সম্পর্কে এমনটি ধারনা পোষন করেন, কিন্তু এ বিষয়ে তাদের কাছে কিছু অকল্পনিয় ও উদ্ভট যুক্তি আছে, যা সম্পূর্ন অজ্ঞতার পরিচয় বহন করে. ক্ষেত্র বিশেষ দেখা যায় প্রশ্নকর্তা একজন নতুন ট্রেডার কে জিজ্ঞেস করে বসল কিন্তু নবীন ট্রেডার এই মার্কেট সম্পর্কে আর কতটুকুও বা জানে, ফলে তার বর্ননার উপর ভিত্তি করে বাস প্রশ্ন কর্তা বিভিন্ন বিষয় গুলো অনুমান করে অবৈধ ব্যবসার সীকৃতি দিয়ে দিল আসলেই কি আমাদের এসব আচরন সঠিক ?

Competitor
2017-06-15, 06:23 PM
ফরেক্স অবশ্যই জুয়া খেলা নয় । কারণ ফরেক্স হলো একটা পেশা । এই পেশার মাধ্যমে আমরা আয় ইনকাম করতে পারি । ফরেক্স করে লাভবান হতে হলে অবশ্যই এটাকে একটা পবিত্র পেশা হিসেবে নিতে হবে । আমাদের মুসলিমদের জন্যও ফরেক্সে সুদমুক্ত ইনকামের ব্যবস্থা আছে । তাই অামি মনে করি যে ফরেক্সে ইনকাম করার একটা সেরা উপায় যার মাধ্যমে আমরা আয় ইনকাম করতে পারি এবং ভালো কিছু করতে পারি ।

01797733223
2018-01-15, 07:08 PM
না ভাই ফরেক্স ট্রেডিং জুয়া খেলা নয়। এটা পৃথিবীর অনেক পুরাতন এবং হালাল একটা ব্যবসা । এটা আগে অফলাইনে ছিল আর এখন সেটা অনলাইনের কারনে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে বলা যায়, ইভেনকি এটা এখন সকল মানুষের নিকট অনেক রুচিশীল একটা ব্যবসা। এবং এই বিজনেসের জনপ্রিয়তাও বাড়ছে দিনদিন। আর তাছাড়া এটাতে পরিশ্রম আছে, নিম্নে এর পেছনে আপনাকে ৫ টা বছর সময় দিতে হবে তারপর বলা যাবে যে আপনি একজন প্রফেশনাল ট্রেডার, তখন থেকে আপনার ইনকাম একটু একটু করে বাড়বে। তাহলে এটাকে কিভাবে জুয়া খেলা বলবেন, সুতরাং ফরেক্স হানড্রেড পারসেন্ট হালাল ব্যবসা।

Grimm
2018-01-15, 11:35 PM
ফরেক্স ট্রেডিং আসলে একটা ব্যবসা, তবে হ্যা আপনি যদি জুয়া খেলা মনে করে ট্রেড করেন তাহলে তাও করতে পারেন আর এক্ষেত্রে মনে রাখবেন আপনি বেশিদিন এই ব্যবসায় টিকে থাকতে পারবেন না। আপনি যদি দীর্ঘমেয়াদী মুনাফা করতে চান তাহলে ফরেক্সকে আপনার ব্যবসা হিসাবে নিতে হবে। কারণ ব্যবসায়ী মন সবসময় সবকিছু হিসাব করে চলে আর এখানে বিশ্লেষণ ছাড়া ট্রেড করা সম্ভব নয়। আর কোন কিছু বিশ্লেষণ ছাড়া আপনি যদি ট্রেড করতে চান তাহলে মুনাফার পরিবর্তে আপনার ক্ষতিই বেশি হবে।

majeed
2018-01-16, 02:55 AM
এক কথায় বলা যায় যে ফরেক্স ট্রেডিং হল বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করার বাজার। এখানে বিভিন্ন দেশের মুদ্রা দাম প্রতি মুহুর্তে উঠানামা করে আর এরই মধ্যে ভাল ভাবে বুঝে ট্রেড করতে হয় এবং ট্রেডারের কৌশলের উপর ভিত্তি করে লাভ অথবা লস গুনতে হয়। যা কোন জুয়ার নিয়মের মধ্যে পরেনা।

expkhaled
2018-01-16, 11:01 AM
অনেকেই জুয়া খেলা মনে করে ট্রেড করতে শুরু করেন তাদের পরিনতি হয় করুন। সুতরাং ফরেক্স একটি ব্যবসা যা কিনা শিখতে হয় অনেক সময় দিয়ে। ফরেক্স শিখতে আপনাকে অন্তুত ৫ বছর সময় দিতে হয়। জুয়া খেলতে কিন্তু কোন কিছু শিখতে হয় না। জুয়া তে কোন ক্যালকুলেশন নাই যদি ভাগ্যে থাকে তাহলে পাওয়া যায়। কিন্তু ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে ক্যালকুলেশন আছে যা কিনা প্রায় ৭০ ভাগ সঠিক ভাবে করা যায়। তাহলে ফরেক্স কে কেন জুয়া খেলা বলা হবে?

Mahidul84
2018-01-16, 07:24 PM
ফরেক্স ট্রেডিং জুয়াখেলা নয় বরং এটা জুয়া খেলার মত করে ধরতে পারেন। কেননা এই মার্কেটে লাভ যত দ্রুত করা সম্ভব তত দ্রুত লস করাও সম্ভব। কারণ আপনি যদি ফরেক্স সম্পর্কে সঠিকভাবে কৌশল ও দক্ষতা প্রয়োগ করে মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের টেকনিক্যাল এনালাইসিসগুলো শিখতে পারেন তাহলে আপনি ভাল আয় করতে পারবেন। আর যদি কৌশল ও অভিজ্ঞতা ছাড়াই এই মার্কেট হতে আয় করতে চান তাহলে আপনি বেশি দিন টিকে থাকে পারবেন না। তাহলে বুঝতেই পারছেন এখানে অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়া আপনার কোন মূল্য নেই।

maziz6989
2018-02-20, 10:35 PM
বিশেষ কিছু নিয়ম যদি আপনি না মানতে পারেন তবে তা জুয়া খেলার মতই হবে বলে আমার ধারণা। যেমন - যদি আপনার একাউন্ট সোয়াপ ফ্রি না হয়। আপনি যদি গোল্ড ট্রেড করেন ( কারণ গোল্ড স্পট ট্রেড এর ব্যাপারে পরিষ্কার নির্দেশনা আছে এবং গোল্ড নিজেই একটা মুদ্রা)। আপনাকে আপনার পিট বাচাতে ই হবে।

iloveyou
2018-02-21, 12:07 PM
কখনই নয়। অনেকেই এরকম ধারনা করে থাকেন তবে আপনি যখন ফরেক্সে কয়েক মাস ট্রেডিং করবেন তখন আপনার দৃষ্টিভঙ্গি একেবারেই পরিবর্তন হয়ে যাবে, এবং আপনি নিজেই বলবেন যে এটা আসলেই পিয়র একটা ব্যবসা, এতে কোন প্রকার ভেজাল নেই এবং এটি ১০০% হালাল একটা ব্যবসা। সুতরাং ফরেক্স ট্রেডিং কখনই জুয়া খেলা নয়।

Mahidul84
2018-02-21, 06:55 PM
আসলে ফরেক্স এমন একটি মার্কেটে এখানে প্রথম অবস্থায় অনেকেই এটাকে জুয়া খেলার মত মনে করে। আর এই ধারণা নিয়ে যারা ফরেক্স এ ট্রেড করতে আসে তাদের পরিণতি ভবিষ্যতে করুন হয়ে যায়। আর আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে আপনাকে অনেক বেশি সময় নিয়ে এই মার্কেটে অবস্থান করতে হবে এবং মিনিমাম আপনাকে ২/৩ বছর মার্কেট নিয়ে গবেষণা ও ট্রেডিং কৌশলগুলো পর্যবেক্ষণ করতে হবে। যখন আপনি মোটামুটি ফরেক্স সম্পর্কে ভাল ধারণা অর্জনে সক্ষম হতে পারবেন। তখন আপনি অবশ্যই ফরেক্সকে জুয়া খেলার মত মনে করবেন না।

martin
2018-02-28, 01:33 PM
ফরেক্স অবশ্যই জুয়া খেলা নয় । কারণ ফরেক্স হলো একটা পেশা । এই পেশার মাধ্যমে আমরা আয় ইনকাম করতে পারি । ফরেক্স করে লাভবান হতে হলে অবশ্যই এটাকে একটা পবিত্র পেশা হিসেবে নিতে হবে । আমাদের মুসলিমদের জন্যও ফরেক্সে সুদমুক্ত ইনকামের ব্যবস্থা আছে । তাই অামি মনে করি যে ফরেক্সে ইনকাম করার একটা সেরা উপায় যার মাধ্যমে আমরা আয় ইনকাম করতে পারি এবং ভালো কিছু করতে পারি ।

sofi
2018-04-13, 09:04 PM
ফরেক্স অবশ্যই জুয়া খেলা নয় । কারণ ফরেক্স হলো একটা পেশা । এই পেশার মাধ্যমে আমরা আয় ইনকাম করতে পারি । ফরেক্স করে লাভবান হতে হলে অবশ্যই এটাকে একটা পবিত্র পেশা হিসেবে নিতে হবে । আমাদের মুসলিমদের জন্যও ফরেক্সে সুদমুক্ত ইনকামের ব্যবস্থা আছে । তাই অামি মনে করি যে ফরেক্সে ইনকাম করার একটা সেরা উপায় যার মাধ্যমে আমরা আয় ইনকাম করতে পারি এবং ভালো কিছু করতে পারি ।

Md_MhorroM
2018-11-05, 01:06 AM
আমি বলবো ফরেক্স ব্যবসার মূল নীতি হল এক দেশের রাষ্ট্রের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম ওঠা নামা করা । সুতরাং এ ব্যবসা কখনো জুয়া খেলা হতে পারে না ।ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকেই এমন ধারনা পোষন করে থাকেন যে ফরেক্স মার্কেট সম্পূর্ন জুয়া, এটি এক প্রকার gambling market, এমন কি দীর্ঘ দিন ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সাথে সম্পৃক্ত অনেকেই ফরেক্স মার্কেট সম্পর্কে এমনটি ধারনা পোষন করেন, কিন্তু এ বিষয়ে তাদের কাছে কিছু অকল্পনিয় ও উদ্ভট যুক্তি আছে, যা সম্পূর্ন অজ্ঞতার পরিচয় বহন করে. ক্ষেত্র বিশেষ দেখা যায় প্রশ্নকর্তা একজন নতুন ট্রেডার কে জিজ্ঞেস করে বসল কিন্তু নবীন ট্রেডার এই মার্কেট সম্পর্কে আর কতটুকুও বা জানে, ফলে তার বর্ননার উপর ভিত্তি করে বাস প্রশ্ন কর্তা বিভিন্ন বিষয় গুলো অনুমান করে অবৈধ ব্যবসার সীকৃতি দিয়ে দিল আসলেই কি আমাদের এসব আচরন সঠিক ?

Mamun13
2018-11-25, 12:02 AM
আমাদের দেশে ফরেক্স সম্পর্কে খুব একটা বেশি প্রচার প্রসার নাই বলেই বিভিন্ন ধরনের বাজে মন্তব্য হয়ে থাকে৷যখন আপনারা কেউ ফরেক্স মার্কেটে ট্রেড সম্পর্কে নতুন কোনো মানুষের সাথে আলোচনা করতে শুরু করেন তখন বেশ কিছু পন্ডিত মার্কা মূর্খ ব্যক্তিগণ ফরেক্স মার্কেট সম্পর্কে কোনও কিছু ধারনা না থাকার পরেও আজেবাজে মন্তব্য করে বসে৷বিশেষ করে আমরা বাঙালিরা কোনোও কিছু বিষয় সঠিক ভাবে না জেনে বুঝে আগেই নোংরা মন্তব্য করতে শুরু করে দেই-এটা আমাদের জন্মগত স্বভাব বলা যায়৷ফরেক্স মার্কেট সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মুদ্রা বাজার৷এখানে বড় বড় সুপার ব্যাংক কমার্শিয়াল ব্যাংক সহ বিশ্বের যেকোনো ব্যক্তিগণ বিনিয়োগ করছেন,ক্রয় বিক্রয় করছেন,আয় রোজগার করছেন৷তাহলে কিভাবে একে জুয়াখেলা বলা যায় ??? এসব আজেবাজে মন্তব্য থেকে নিজেকে দূরে রাখা উচিত এবং যারা আন্তর্জাতিক মুদ্রা বাজার সম্পর্কে কোনোও ধারণাই রাখেনা তাদের সাথে ফরেক্স ট্রেড নিয়ে কোনো কথা না বলাটাই উত্তম হবে৷

sr ritu
2018-11-25, 01:45 AM
ফরেক্স হল আন্তর্জাতিক ব্যবসা যা পৃথিবীর সব দেশের মুদ্রার ক্রয়-বিক্রয় হয়ে থাকে । দক্ষতার সাথে কাজ করতে পারলে অনেক টাকা আয় করা যায় । ফরেক্স ব্যবসা লাভ লস নির্ভর করে দক্ষতার উপর । অামরা অবশ্যই ফরেক্স ব্যবসা দক্ষতার উপর নির্ভর করবে । অামরা ফরেক্স ব্যবসা এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব ।

Nishpap Papi
2018-11-25, 04:55 AM
ফরেক্স মার্কেট তখন আপনার কাছে জুয়া খেলা হবে
যখন আপনি কোনও রকম মার্কেট এনালাইসিস না
করে বাজিকরদের মতো trade করবেন।

samirarman
2018-11-25, 12:53 PM
আসলে সত্যি কথা বলতে কি অনেকে না জেনে বুজে অনেক কথা বলে। ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক শেয়ার বাজার। ফরেক্স কখনই জুয়া হতে পারেনা। আপনি এখানে আপনার নিজের মেধা খাটিয়ে ট্রেড করেন, দেখবেন আপনি লাভবান হবেন।

Mdsofizuddin
2018-11-25, 02:10 PM
এক কথায় বলা যায় যে ফরেক্স ট্রেডিং হল বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করার বাজার। এখানে বিভিন্ন দেশের মুদ্রা দাম প্রতি মুহুর্তে উঠানামা করে আর এরই মধ্যে ভাল ভাবে বুঝে ট্রেড করতে হয় এবং ট্রেডারের কৌশলের উপর ভিত্তি করে লাভ অথবা লস গুনতে হয়। যা কোন জুয়ার নিয়মের মধ্যে পরেনা।

marjahan
2018-12-24, 11:29 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করা জুয়া খেলা না কারন আপনি জুয়া খেলে নিয়মিত লাভ করতে পারবেন না ফরেক্স মার্কেট এ হাজার হাজার ট্রেডার নিয়মিত ট্রেড করে লাভ করে আসছে ফরেক্স মার্কেট এ কিছু নতুন ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এসে বড় বড় লট ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে মনে করে ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে হোল জুয়া খেলা অনেকে আবার ফরেক্স মার্কেট সম্পর্কে না বুঝেই বলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে জুয়া খেলা

SkAbdullahaAlMamun464893
2018-12-25, 11:17 AM
ফরেক্স ট্রেডিংকে অনেকেই জুয়ার সাথে তুলনা করে থাকে আমি কখনই এই বক্তব্যের সাথে একমত না তার কারন হল ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বর্তমানে আমাদের দেশের অনেক বেকার যুবক সফল ভাবে আয় করছে ফলে তাতে করে একদিকে যেমন বেকারত্বের হার কুমছে পাশাপাশি তেমনি দেশের মাথাপিছু আয়ও বাড়ছে। যাদের ট্রেডিং বিষয়ক কোন দক্ষতা,জ্ঞন নেই কিন্তু অনেক বেশি আবেগী ভাব রয়েছে তারা ফরেক্সে এসে ভুল ট্রেডিং জটিলতায় জড়িয়ে লস করে ফরেক্সকে জুয়া বলে অবিহিত করে।

fxjaman
2018-12-25, 11:33 AM
না ভাই ফরেক্স ট্রেডিং জুয়া খেলা নয়। এটা সম্পূর্ণভাবে বৈধ এবং হালাল একটা ব্যবসা। তবে অনেকেই না বুঝে এটাকে জুয়ার চোখে দেখেন। জুয়া তখনি হবে যখন আপনি কোন কিছুর উপরে বাজি ধরবেন, কিন্তু এই ব্যবসাতে এরকম কোন সুযোগ নেই, এই সেক্টর পুরোপুরি মানুষের নিয়ন্ত্রণের বাইরে। কাজেই এখানে আপনাকে সঠিক জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে এবং সবদিক যাচাই বাছাই এর পর একটা সিদ্ধান্ত নিতে হবে, কেনা বেচা করতে হবে। তাই এটা ব্যবসা বা ইনভেস্টমেন্ট।

TanjirKhandokar1994
2019-03-21, 09:17 AM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং কোন জুয়া খেলার যায়গা না। কারন এখানে আপনার মূলধন বিনিয়োগ করে ট্রেড করতে হয়। এটি একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। আর আপনি যদি ফরেক্স ট্রেডিংকে জুয়া খেলার যায়গা মনে করেন তাহলে সেটা হবে একান্তই মুর্খতার কারন। আর আপনি যদি ফরেক্স ট্রেডিংকে জুয়া খেলার যায়গা মনে করেন তাহলে আপনাকে সব হারিয়ে বিদায় নিতে হবে। আমি দেখেছি যারা এখানে কোন সফলতা পায়না তারা এটাকে জুয়া মনে করে।

bdunity11
2019-03-21, 09:33 AM
আমি নিজে মনে করি ফরেক্স কোন জুয়া খেলার যাইগা নয় ফরেক্স বিসনেস নিজের মেধা টাই যতেষ্ট এই খানে আপনার প্রচুর টাকা থাকতে পারে কিন্তু আপনি ফরেক্স সম্প্রকে কিছুই যানেন না আপনার টাকা দিয়ে আপনি ট্রেড করলেন পরে দেখা গেলো যে আপনার ব্যালেঞ্চ সুন্য তাই জুয়া চিন্তা করলে আপনার সব থেকে বড় ভূল হবে তাই ফরেক্স এ নিজের পাওয়ার টা কে কাজে লাগাতে হবে তাহলে আপনি সাফল্য অরজন করতে পারবেন

SAGOR_HALDER944
2019-03-21, 01:00 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং জুয়া খেলা নয়। কারন ফরেক্স ট্রেডিং করতে মুলধনের প্রয়োজন হয় আর এখানে লাভ এবং লস দুইটাই আছে। তাই আমার মতে ফরেক্স এক রকম । আর এখানে ব্যবসা করতে হলে ফরেক্স সম্পর্কে দক্ষ হতে হয় নাহলে এখানে লাভ করা সম্ভব না।

Ronesh186
2019-03-21, 10:49 PM
ফরেক্স একটি ব্যবসা। আর জুয়া একটি খেলা। অর্থ সম্পদ থাকলে জুয়া যেকেউ খেলতে পারে। কিন্তু ফরেক্সে ট্রেড করতে গেলে দক্ষতা ছাড়া সম্ভব নয়। ফরেক্সে রিয়েল ডলার ডিপোজিট না করেও কেবল ফোরামে পোস্টের বিনিময়ে প্রাপ্ত বোনাসের টাকা দিয়েও ট্রেড করা যায়। ফরেক্স সম্পর্কে দক্ষতা থাকলে এখান থেকেই ক্যারিয়ার গড়া সম্ভব। কিন্তু জুয়া খেলার কোন ভবিষ্যত নেই। এটা ভাগ্যের ওপর নির্ভর করে। জুয়া খেলা একটি বাজে নেশা এবং এটায় আসক্ত মানুষ ধন সম্পদ হারিয়ে নিশ্ব হয়েও যেতে পারে। কিন্তু ফরেক্সে না বুঝে ট্রেড করলে বড় জোর ব্যালেন্স শূন্য হওয়ার ঝুঁকি থাকে। তবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ফরেক্স থেকে কখনও গরিব হবেন না। বরং অভিজ্ঞতা থাকলে এখান থেকেই ক্যারিয়ার গড়তে পারবেন।

morshed naim
2019-03-22, 10:33 PM
ফরেক্স ট্রেডিং জুয়াখেলা নয় বরং এটা জুয়া খেলার মত করে ধরতে পারেন। কেননা এই মার্কেটে লাভ যত দ্রুত করা সম্ভব তত দ্রুত লস করাও সম্ভব।আপনি নিজেই বলবেন যে এটা আসলেই পিয়র একটা ব্যবসা, এতে কোন প্রকার ভেজাল নেই এবং এটি ১০০% হালাল একটা ব্যবসা। সুতরাং ফরেক্স ট্রেডিং কখনই জুয়া খেলা নয়।আমাদের মুসলিমদের জন্যও ফরেক্সে সুদমুক্ত ইনকামের ব্যবস্থা আছে । তাই অামি মনে করি যে ফরেক্সে ইনকাম করার একটা সেরা উপায় যার মাধ্যমে আমরা আয় ইনকাম করতে পারি এবং ভালো কিছু করতে পারি ।অামরা অবশ্যই ফরেক্স ব্যবসা দক্ষতার উপর নির্ভর করবে । অামরা ফরেক্স ব্যবসা এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব।

Panna1989
2019-03-22, 11:28 PM
ফরেক্স মার্কেটকে অনেকেই জুয়া খেলা মনে করতে পারে তবে আমার কাছে ফরেক্স কোন জুয়া খেলা না । আমার কাছে ফরেক্স একটা পেশা আর আমি আমার পেশাকে কখনো জুয়া মনে করিনা । আমার মনে হয় যারা ফরেক্স কে জুয়া খেলার সাথে শামিল করে তারা প্রত্যেক ব্যবসাকেই জুয়া মনে করতে পারে। ফরেক্স তখনই জুয়ার পর্যায়ে যাবে ধরুন আপনার ক্যাপিটাল ১০০ ডলার আপনি ২ ভলিউম দিয়ে ট্রেড করলেন তখন এটা জুয়া বলতে পারেন আর যদি এই ১০০ ডলার ক্যাপিটাল এ আপনি ০.১০ দিয়ে ট্রেডটি ওপেন করেন তাহলে এটা জুয়া হবেনা ।

RASELRANA562917
2019-03-23, 07:02 AM
ফরেক্স ট্রেডিং জুয়া খেলা না।জুয়া খেলতে হলে আপনাকে সবকিছু ভাগ্যর উপর ছেড়ে দিতে হয়।কিন্তু ফরেক্স এ আপনার দক্ষতা অভিজ্ঞতা দিয়ে ব্যবসা করতে হয়।ফরেক্স কে যারা জুয়া মনে করে দুনিয়ার সব ব্যবসাই তাদের কাছে জুয়া।তাদের নেই কোন দক্ষতা নেই কোন কাজ করার মন মানসিকতা।জুয়া খেলতে গেলে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন কান্তু ফরেক্স এ আপনার ব্যালেন্স জিরো হতে পারে।ফরেক্স এ আপনি চাইলেই আপনার ক্যারিয়ার গড়তে পারেন কিন্তু জুয়াতে কখনোই সেটা সম্ভব না।ফরেক্স ট্রেডিং কখনোই জুয়া খেলা হবেনা যদি আপনি দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে ট্রেড করতে পারেন।

morshed naim
2019-03-23, 10:47 PM
ফরেক্স ব্যবসা হল একটি বানিজ্যিক ব্যবসা । এ ব্যবসার মূল নীতি হল এক দেশের রাষ্ট্রের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম ওঠা নামা করা । কারণ ব্যবসায়ী মন সবসময় সবকিছু হিসাব করে চলে আর এখানে বিশ্লেষণ ছাড়া ট্রেড করা সম্ভব নয়। আর কোন কিছু বিশ্লেষণ ছাড়া আপনি যদি ট্রেড করতে চান তাহলে মুনাফার পরিবর্তে আপনার ক্ষতিই বেশি এক কথায় বলা যায় যে ফরেক্স ট্রেডিং হল বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করার বাজার। এখানে বিভিন্ন দেশের মুদ্রা দাম প্রতি মুহুর্তে উঠানামা করে আর এরই মধ্যে ভাল ভাবে বুঝে ট্রেড করতে হয় এবং ট্রেডারের কৌশলের উপর ভিত্তি করে লাভ অথবা লস গুনতে হয়। যা কোন জুয়ার নিয়মের মধ্যে পরেনা।

Rion
2019-10-08, 08:33 AM
ফরেক্স ট্রেডিং কে জুয়া খেলা বলা যাবে না। কারন ফরেক্স এবং জুয়া সম্পর্ন আলাদা। ফরেক্স এ অনেক নিয়ম কানুন আছে। আর ফরেক্স এ টাকা ইনভেস্ট করে কম বা বেশী আয় করতে পারা যায়। কিন্তু জুয়া খেলা সম্পূর্ন ভাগ্যর উপর নির্ভর করে।

Hredy
2019-10-08, 08:47 AM
এটা কিভাবে জুয়া খেলা হয়? ধরেন আপনার কাছে ১ লক্ষ টাকা আছে যা দিয়ে আপনি ৮৭০ ডলার ক্রয় করলেন কিছুদিন বা কিছুসময় পর দেখলেন ৮৭০ ডলারে ১ লক্ষ ১০ হাজার টাকা পাওয়া যাচ্ছে তখন আপনি বিক্রয় করে দিলেন। ফলে আপনার মুনাফা হল ১০ হাজার টাকা এটা কিভাবে জুয়া হল। আপনার লাভ-লস দুটোই হতে পারত। এখন কেউ যদি বলে এটা ভাগ্যের ওপর নির্ভরশীল জুয়ার মত। তাহলে আমি বলবো সকল ব্যবসায়েই ভাগ্যের ওপর নির্ভর করতে হয়। কোন ব্যবসায়ি বলতে পারবে না যে সে লাভ করবেই। যারা বুঝেশুনে এই ব্যবসায় করে তাদের কাছে এটা ব্যবসায়, আর যারা আন্দাজে ট্রেড করে তাদের কাছে এটা জুয়ার মত লাগে।

riadfx
2019-10-08, 07:27 PM
ফরেক্স ট্রেডিং কারো কাছে ব্যাবসা আবার কারো কাছে জুয়া যে যেভাবে নেয়। যারা ভালো ভাবে ট্রেডিং জানে তাদের কাছে ব্যাবসা আর যারা জানেনা তারা আন্দজেই জুয়া মনে করে বাই সেল করে থাকে আর সেক্ষেত্রে লস করার সম্ভাবনা কয়েক গুন বেশি। তাই এখানে বুজেশুনেই ট্রেডিং করা উচিত জুয়া মনে করলেই লসে পড়তে হবে।

Rajib_Biswas
2019-10-08, 07:58 PM
ফরেক্স ট্রেডিং জুয়া খেলা নয়। ফরেক্স হল একটি ব্যবসা। ব্যবসার যেসকল গুনাগুন থাকা প্রয়োজন তার সবগুলোই ফরেক্সের মধ্যে রয়েছে। যেমন ব্যবসা করতে হলে মূলধনের প্রয়োজন হয় তেমনি ফরেক্স ট্রেডিং করতে হলেও মূলধনের প্রয়োজন। ব্যবসায় যেমন লাভ লস রয়েছে ফরেক্সে তেমনি লাভ লস রয়েছে। ব্যবসায় যেমন পণ্য ক্রয়-বিক্রয় করা যায় ফরেক্সেও তেমনি কারেন্সি মূল্যবান ধাতু বা ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করা যায়। সুতরাং নির্দ্বিধায় বলা যায় ফরেক্স একটি ব্যবসা।

KF84
2019-10-10, 08:01 AM
জুয়া এবং ফরেক্স এই দুটির মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান । যাদের ফরেক্স সম্পর্কে কোন জ্ঞ্যন নেই তারাই ফরেক্স সিস্টেমটি দেখে সহজ মনে করে এই মন্তব্য করে বসেন । কিন্তু ওই ব্যক্তিই যদি ফরেক্স শেখার এবং পর্যালোচনা করার জন্য এক্তু সময় দেন তাহলেই বুঝতে পারবেন যে তার ধারনা কতখানি ভুল ছিল । একটি ক্লিক করেই ট্রেড ওপেন করা যায় বিধায় কেউ কেউ মনে করেন এখানে শেখার কিছু নেই । শুধু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বাই বা সেল ট্রেড ওপেন করলেই হয়ে যাবে যা অনেকটা জুয়া খেলার মতই ভাগ্যের উপর নির্ভরশীল ।

MDRIAZ777
2019-10-10, 08:09 AM
ফরেক্স ট্রেডিং এবং জুয়া দুটি বিষয়কে এক করে দেখার কোনো কারণ নেই কারণ ফরেক্স মার্কেট হলো আন্তর্জাতিক কারেন্সি মার্কেট যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। আমরা নিশ্চয়ই সকলেই শেয়ার মার্কেট এর ব্যাপারে কমবেশি জানি শেয়ার মার্কেট একটি দেশের অর্থব্যবস্থাকে শক্তিশালী করণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে যেখানে শেয়ারহোল্ডারদের সরব উপস্থিতি মার্কেটকে অনেক বেশি শক্তিশালী করে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে কার্যকর ভূমিকা পালন করে ফরেক্স মার্কেট কেউ মুদ্রা ক্রয় বিক্রয় অন্যতম প্রধান মার্কেট হিসেবে ধরা হয় যেখানে বিশ্বের প্রতিটি দেশের অর্থের মূল্যমান কম-বেশি হওয়ার সাথে সাথে এই মার্কেটের ট্রেডাররা লাভ লস করে থাকে ফলে ওই অর্থে বিবেচনা করলে ফরেক্স মার্কেটে আন্তর্জাতিক শেয়ার মার্কেট ও বলা যেতে পারে। সুতরাং শেয়ার মার্কেট কে যখন আমরা জুয়া ব্যবসা বলছিনা ফলে ফরেক্স মার্কেটকে জুয়ার মার্কেট বা জুয়া ব্যবসা মনে করার কোনো যৌক্তিক কারণ নেই।এই মার্কেট আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা কে সচল রাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে যেখান থেকে প্রত্যেক দেশের মানুষই অর্থোপার্জন করছে এবং বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করতে রাখছে কার্যকর ভূমিকা।

1998am
2019-10-10, 08:26 AM
ফরেক্স ট্রেডিং কে জুয়া খেলা বলা যাবে না। কারন ফরেক্স এবং জুয়া সম্পর্ন আলাদা। ফরেক্স এ অনেক নিয়ম কানুন আছে। আর ফরেক্স এ টাকা ইনভেস্ট করে কম বা বেশী আয় করতে পারা যায়। কিন্তু জুয়া খেলা সম্পূর্ন ভাগ্যর উপর নির্ভর করে।

KaziBayzid162
2019-10-10, 04:45 PM
ফরেক্স কে কোন ভাবেই জুয়া খেলা বলা যায় না, বরং অন্য পাঁচটা ব্যবসার মতো এটাও এটা আন্তর্জাতিক ব্যবসা, অন্য সকল ব্যবসার মতোই ফরেক্স ব্যবসা করার জন্য মুলধন বা ডিপোজিট করার প্রয়োজন হয়, সময়ের সাথে সাথে শ্রম দেওয়ার প্রয়োজন হয়, নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে পরিশ্রম করতে, তেমনি অন্য সকল ব্যবসার মত লাভের পাশাপাশি লস হওয়ার ঝুঁকি থাকে,এবং কখনো কখনো লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হয়। উপরোক্ত বিষয়গুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ফরেক্স অন্য যে সকল ব্যবসার মতো এটা একটি স্বাধীন ব্যবসা, যেখানে বিশ্বের সকল দেশের সব প্রান্ত থেকে সব ধরনের মানুষই করতে পারে।তাই আমার কাছে মনে হয় ফরেক্স কোন ভাবেই জুয়া খেলা নয় এটা একটা স্বাধীন ব্যবসা।

jahangir114
2019-10-10, 10:45 PM
ফরেক্স ট্রেডিং কোন জুয়া নয়। একটি ব্যবসা। যারা ফরেক্স ট্রেডিং কে জুয়া বলে মনে করেন তারা ফরেক্স মার্কেট সম্পর্কে তার কোন জ্ঞানই নেই। আন্তর্জাতিক কারেন্সি ক্রয়-বিক্রয়ের মার্কটই হচ্ছে ফরেক্স মার্কেট। তাই এই মার্কেটকে মুদ্রা ক্রয় বিক্রয়ের অন্যতম প্রধান মার্কেট হিসেবে ধরা হয়।বিশ্ব অর্নীতিকে শক্তিশালী করতে ফরেক্স ট্রেডিং গুরুত্বপূর্ ভূমিকা পালন করছে।

Mahidul84
2019-10-11, 08:10 PM
ভাই ফরেক্স আমার মতে মোটেও জুয়া খেলা নয়। কারণ এটি একটি অনলাইন ভিত্তিক একটি ব্যবসা, আর এটা সম্পূর্ণ বৈধ। এই মার্কেটে আপনি টাকা বিনিয়োগ করে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে পরিশ্রম করে সময় দিয়ে টাকা উপার্জন করতে হবে। এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থা বিচার বিশ্লেষণ করেই টাকা উপার্জন করতে হবে। কারণ ফরেক্স মার্কেটটি সম্পূর্ণ বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করেই মার্কেট মুভমেন্ট করে থাকে। অতএব বুঝতেই পারছেন ফরেক্স থেকে টাকা উপার্জন করা খুব একটা সহজ বিষয় না, তাহলে ফরেক্স কিভাবে জুয়া খেলা হয়।

sofiz
2019-11-29, 01:31 AM
আপনি যদি ফরেক্স কে জুয়া ভেবে সময় ব্যয় করে থাকেন তাহলে বলব ফরেক্স আপনার জন্য নহে। আপনি অন্য পথ দেখতে পারেন। কারন ফরেক্স কখনো ভাগ্যের উপর নির্ভরশীল নয়। ফরেক্স কে বুঝতে হবে। আপনি যদি ফরেক্স বুঝতে পারেন মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। কিন্তু যদি ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করেন তাহলে আপনি কখনোই লাভ করতে পারবেন না।

Fatimamoni00
2019-11-29, 02:01 AM
প্রিয় বন্ধু, ফরেক্স ট্রেডিং একটা পিওয় কারেন্সি ট্রেডিং বিজনেস প্লাটফর্ম তাই আপনি যদি এখানে ট্রেড করার মত মাইন্ড সেটআপ করে আসেন তবে ফরেক্স টেডিং আপনার কাছে একটা ব্যবসা আর আপনি যদি ফরেক্স থেকে রাতা রাতি কোটিপতি হবার সপ্ন নিয়ে আসেন তবে ফরেক্স ট্রেডিং আপনারে কাছে জুয়া কারন ফরেক্সকে এই দুইটা রুপেই প্রকাশ করার সুযোগ রয়ছে কারন কাম্য প্রফিটের আশা করেলে হয় ব্যবসা আর একট্রেডে কোটিপতি হতে চায়লে জুয়া। ধন্যবাদ্*।

Leee
2019-11-29, 07:56 AM
ফরেক্স কোন জুয়া খেলা নয়। এটি একটি আন্তর্জাতিক ব্যবসা ।এখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করা হয়। অনেকে এটাকে জুয়া খেলা মনে করে আমি বলবো তাদের ধারনা ভুল। ফরেক্স একটা ব্যবসা এখানে যে কেউ ব্যবসা করতে পারে। এখানে ব্যবসা করতে তেমন কোন মূলধন লাগে না। দক্ষতার সাথে কাজ করতে পারলে অনেক টাকা আয় করা যায়।

uzzal05
2019-11-29, 08:43 AM
যারা ট্রেড করে লাভ করতে পারেন না তারাই এধরনের কথা পোশন করে থাকেন। ফরেক্স এ ট্রেড করলেই লাভ করা যায় না। এখানে প্রফিট করার চেয়ে ব্যালেন্স টিকিয়ে রাখাও বড় চ্যালেঞ্জ। কেননা ট্রেড করে আমরা লাভ করতে পারি কিন্তু দিন শেষে আমরা ব্যালেন্স ই শুণ্য করে ফেলি। এটাকে প্রফেশনাল অনলাইন ট্রেডিং ব্যবসা হিসাবে গন্য করতে হবে।

PK_SHIKDER
2019-11-29, 09:29 AM
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । আর ব্যবসা কখনো জুয়াখেলা হতে পারে না । তাই ফরেক্স মার্কেট ও কোনো জুয়াখেলা নয় । যারা এই ফরেক্স মার্কেটকে জুয়াখেলার সাথে তুলনা করে,, তারা এই ফরেক্স মার্কেটে বেশিদিন টিকে থাকতে পারে না । তবে আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি,,, তখন আমরা একদেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করে থাকি । তাই বলে এই নয় যে,,, এই মুদ্রার ক্রয় - বিক্রয়কে জুয়া খেলা হিসেবে ধরে নিবে । আমরা ফরেক্স মার্কেটে দক্ষতা,,, অভিজ্ঞতা ও আমাদের পরিশ্রমের ফলাফল স্বরূপ প্রফিট অর্জন করে থাকি । তাই আমি উচ্চকন্ঠে বলতে চাই যে,,ফরেক্স মার্কেট কখনো জুয়াখেলা নয় । এটা একটা স্বাধীন ব্যবসা ।

ARD1
2019-12-05, 04:35 PM
থেরাপির আদমশুমারি অনুসারে এবং আপনি আরও জানেন যে প্রিন্টারের দাম বাড়ানোর ক্ষেত্রে চুক্তি চুক্তিতে কীভাবে বিনিয়োগ করতে হয় তা আপনি জানেন না হওয়া পর্যন্ত আপনি কীভাবে উত্থানের প্রক্রিয়ায় বিনিয়োগ করবেন তা জানার মুখোমুখি ফরেক্স ব্রোকারগুলিতে বা আপনার ট্রেডিং সিস্টেমের জন্য ব্রোকারদের কাছ থেকে কোম্পানিতে ফোন বিনিয়োগ যে ফরেক্স মার্কেট অনুসারে আপনাকে অন্য 2018 এ যেতে হবে

ARD1
2019-12-06, 01:21 PM
হ্যাঁ আমার ভাই আপনি এই কথাটি ঠিক বলেছেন যে আমাদের শিখার চেষ্টা করা উচিত এবং সর্বদা এটিতে আগ্রহী হওয়ার চেষ্টা করা উচিত কারণ যখন আমরা আগ্রহ নিয়ে কাজ করব তখন আমরা সফল হই এবং আমাদের সর্বদা ভুলগুলি এড়ানো উচিত। এতে সফল হনআজ আপনাদের জন্য এবং আমার পাশাপাশি সেই সাথে চলুন আমরা আশা করি সেরাটির জন্য আমি আশা করি যে আমরা যে প্রচেষ্টাগুলি আজ সপ্তাহজুড়ে করেছি তা আমরা ভাল বোনাস পাব তবে অবশ্যই এটি আমাদের পোস্টের উপর নির্ভরশীল

IFXmehedi
2019-12-16, 11:28 PM
না ভাই , ফরেক্স ট্রেডিং কোন রকম জুয়া খেলা নয় । ফরেক্স হল ব্যবসা আর জুয়া হল জুয়াই । দুইটা দুই জিনিস । তাই ফরেক্স ট্রেডিং কে যদি জুয়া মনে করেন তাহলে সেটা ভুল হবে । ফরেক্স মার্কেটে জুয়ার মত ট্রেড করে কখনই লাভ করতে পারবেন না । তাই সবথেকে ভালো হয় ফরেক্স এবং জুয়াকে এক সাথে না মিলে ফরেক্স শেখার চেষ্টা করা । আপনি যদি ফরেক্স ট্রেডিং শেখেন তাহলে আপনি নিজেই বুঝবেন ফরেক্স আর জুয়া ২টা সম্পূর্ণ ভিন্ন জিনিস ।

uzzal05
2019-12-17, 07:20 AM
ফরেক্স ট্রেডিং কোন জুয়া খেলা নয়। কিন্তু অনেক আছেন যারা এটাকে জুয়ার সাথে তুলনা করে থাকেন। অনেক ট্রেডার আছেন যারা লোয়ার টাইম দেখে ট্রেড করে । তারা মার্কেট সম্পর্কে যথেষ্ট ধারনা পায় না। এজন্য তারা ভালো এনালাইসিস করতে পারে না। আর না বুঝে ট্রেড দিয়ে বসে। ফলে লস করে বসে থাকে।

abilkis7
2019-12-18, 10:53 AM
আমি মনে করি ফরেক্স কোন জুয়া খেলা নয়, অন্যান্য ব্যবসার মতো এটাও একটা ব্যবসা। এখানেও প্রতিনিয়ত লাভ লসের সম্মুখীন হতে হয়। ফরেক্স ব্যবসা লাভ লস নির্ভর করে দক্ষতার উপর। এই ব্যবসায় যে যত বেশি দক্ষ হতে পারবে সে তত বেশি লাভ করতে পারবে অন্যথায় ক্ষতির সম্মুখিন হবে।

Fxhuman
2019-12-23, 02:29 AM
ফরেক্স কখনোই জুয়া খেলা নয় । আপনি এখানে কষ্ট করে আপনার মেধা দিয়ে এই ব্যবসাটা করছেন । এর ফলে এতে কোন জুয়ার প্রলপ পরছে না । যতি আপনি মনে করে খাকেন যে ফরেক্স একটি জূয়া খেলা তাহলে আমি বলবো যে আপনি আরও ভাল করে ফরেক্স সম্পর্কে জানুন ।

Fxxx
2019-12-23, 03:23 AM
ফরেক্স ট্রেডিংকে অনেকেই জুয়ার সাথে তুলনা করে থাকে আমি কখনই এই বক্তব্যের সাথে একমত না তার কারন হল ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বর্তমানে আমাদের দেশের অনেক বেকার যুবক সফল ভাবে আয় করছে ফলে তাতে করে একদিকে যেমন বেকারত্বের হার কুমছে পাশাপাশি তেমনি দেশের মাথাপিছু আয়ও বাড়ছে। যাদের ট্রেডিং বিষয়ক কোন দক্ষতা,জ্ঞন নেই কিন্তু অনেক বেশি আবেগী ভাব রয়েছে তারা ফরেক্সে এসে ভুল ট্রেডিং জটিলতায় জড়িয়ে লস করে ফরেক্সকে জুয়া বলে অবিহিত করে।

rakib.r
2020-01-20, 08:31 PM
কান নিয়ে গেছে চিলে শুনেই আসলে চিলের পিছনে দৌড়ানো যাবে না । আমাদের সবার আগে দেখা উচিৎ যে কান কি আসলেই চিলে নিছে নাকি কান কানের জায়গাতেই আছে । আমাদের আসলে বুঝতে হবে জুয়া কি জিনিস। জুয়া হচ্ছে মুলত বাজি ধরার মত। এখানে কোন শুম দিতে হয় না, পুরো ব্যাপার টা ভাগ্যের উপর ছাইড়া দিতে হয়। জুয়াতে একজন ই মাত্র উইনার হয় বাকি সবাই লস করে। কিন্তু ফরেক্সে এমন না। ফরেক্সে আপনার মেধা খাটাইতে হবে তারপর গিয়ে আপনি প্রফিট পাবেন। অনেকে না বুঝেই ট্রেড করে আর লাভ লস হলে জুয়ার সাথে তুলনা করে থাকে

SOMARANITHAKUR1995
2020-01-20, 08:57 PM
ফরেক্স কোন জুয়া খেলা নয়। এটা একটি আন্তর্জাতিক মানের ব্যবসা। পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই ফরেক্স ব্যবসা রয়েছে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হয় এবং ট্রেডিং এর উপর দক্ষ হতে হয়। মার্কেট সম্পর্কে ধারণা থাকলে এবং দক্ষতা থাকলে এখান থেকেও সফল হওয়া সম্ভব। অন্যদিকে জুয়া একটি খেলা। জুয়া খেলতে হলে সফলতার চেয়ে বরং ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং অন্যদিকে প্রচুর অর্থদণ্ড দিতে হয়। এখানে সফলতা নির্ভর করে ভাগ্যের উপর। তাই জুয়ার কোনো ভবিষ্যত নেই। কিন্তু ফরেক্স ব্যবসার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ফরেক্স মার্কেটে কারেন্সির প্রাইস মুলত দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে। ফরেক্স মার্কেট এনালাইসিস করে পরিমাণ মত লট নিয়ে সঠিক সময়ে ট্রেড ধরলে প্রফিট করা সম্ভব। অন্যদিকে জুয়া খেলতে গেলে এইসব এনালাইসিসের প্রয়োজন হয় না৷ তাই জুয়াতে সফলতা আশা করাটা অনেকটা আকাশ কুসুম কল্পনা করার মত। সারা বিশ্বে ফরেক্স মার্কেটে প্রায় 10 মিলিয়ন ফরেক্স ট্রেডার রয়েছে। ফরেক্স মার্কেটে যদি সফলতা না থাকতো তাহলে সারা বিশ্বব্যাপী এত জনপ্রিয়তা থাকত না। তাই ফরেক্স ট্রেডিংকে জুয়া খেলা বলা যাবে না।

jahid50005
2020-01-20, 09:33 PM
জুয়া আর ব্যবসার মধ্যে কিছু পার্থক্য আছে,
১। জুয়ায় ভাগ্যের উপর নির্ভর করা হয়, কিন্তু ব্যবসায় অভিজ্ঞতা, তথ্য ও প্রকৃয়ার উপর নির্ভর করা হয়।
২। জুয়ায় লস হলে আমরা ভাগ্যকে দোষারোপ করি কিন্তু ব্যবসায় লস হলে নিজের ভুল খুঁজি আর নিজের ভুল খুঁজে না পেলে অন্যকে দোষারোপ করি।
৩। জুয়ায় ক্রয়-বিক্রয় বা বিনিময় থাকে না, কিন্তু ব্যবসায় ক্রয়-বিক্রয় বা বিনিময় থাকে।
তাই ফরেক্স জুয়া নয়

amreta
2020-01-21, 04:31 PM
দুর্দান্ত বিশ্লেষণ প্রিয় আপনি নির্ভুল সময়ে এন্ট্রি নিয়েছেন তবে উইকএন্ড এবং কিছু নিউজ মার্কেটের কারণে কিছুটা দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং কিছু জোড়াকেও পরীক্ষা করতে হয়েছিল, তাই ঠিক আছে আপনি আপনার এসএলকেও ব্রেক এনে দিয়েছেন এবং একই জোড়ায় প্রবেশ করতে পারেন পরের সপ্তাহে এসএল হিট যদি। সাপ্তাহিক টাইম ফ্রেম অনুসারে আমরা আরও দেখতে পাই যে বুলিশ প্রবণতা শুরু করার চেষ্টা করছে। তবে এই বাণিজ্যের জন্য শুভকামনা

KAZIMAJHARULISLAM
2020-01-21, 07:08 PM
ফরেক্স ট্রেডিং কে অনেকেই জুয়া বলে মনে করে থাকে কিন্তু আমি তাদের মতের সাথে কখনোই একমত হতে পারি না। কারণ আমি এটা কে জুয়া নয় বরং ব্যবসা বলেই মনে করে থাকি। কারণ ফরেক্স মার্কেট থেকে আয় করাটা শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে না।ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে যেমন অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হয় তেমনি ধৈর্য ধারণ করে সময় নিয়ে পরিশ্রম করতে হয়।তাছাড়া অন্য যে কোন ব্যবসার মতো এখানে লাভের পাশাপাশি লস হওয়ার সম্ভাবনা থাকে এবং একজন ট্রেডারকে এই সমস্ত কিছু মেনে নিয়েই ফরেক্স মার্কেটের ট্রেডিং করতে হয়। তাই ফরেক্স কে জুয়া মনে করে ভুল না করে ব্যবসা হিসেবে মেনে নেয়া উচিত।

mdmoshin1988
2020-01-21, 07:54 PM
আপনি এখানে কষ্ট করে আপনার মেধা দিয়ে এই ব্যবসাটা করছেন । এর ফলে এতে কোন জুয়ার প্রলপ পরছে না । যতি আপনি মনে করে খাকেন যে ফরেক্স একটি জূয়া খেলা তাহলে আমি বলবো যে আপনি আরও ভাল করে ফরেক্স সম্পর্কে জানুন । ফরেক্স থেকে বিভিন্ন দেশের মানুষ আয় করছে এবং লস করছে | ফরেক্স লাভ লস এর ব্যবসা ফরেক্স করতে হলে লাভ লস আপনার সামনে আসবে| তাই আমি মনে করি ফরেক্স একটি বাবসা|

Shohedulla
2020-01-21, 08:03 PM
আসলে আমার ধারণা মতে এটা কোন জুয়া খেলা নয় ।কারণ এখানে আমি ইনভেস্ট করছি এবং ইনভেস্ট করার পরে ইনভেস্ট থেকে যে লাভ হচ্ছে সেই ইন্টারেস্ট আমি পাচ্ছি। এখানে আমার পরিশ্রম রয়েছে। এবং বিশেষ করে এটা একটা গ্লোবাল মার্কেট যা অনলাইনে কার্যকলাপ চালিয়ে থাকে। যার জন্য আমার মতে এটা কোন জায়গায় এটা একটা ব্যবসা।

mdmoshin1988
2020-01-21, 08:39 PM
ফরেক্স কখনোই জুয়া খেলা নয় । আপনি এখানে কষ্ট করে আপনার মেধা দিয়ে এই ব্যবসাটা করছেন । এর ফলে এতে কোন জুয়ার প্রলপ পরছে না ।কত লোক তো কত কিছু বলে, অনেকে বলে ফরেক্স ট্রেড কোন ব্যবসা না এটা একটা জুয়া খেলা, আমার অনেক বলে ফরেক্স ব্যবসা মানে টাকা লস করার মেশিন । কিন্তু মুল করা হল এতো কথা লোকে বলে তবে কেউ কি ফরেক্স ব্যবসা ছেড়ে চলে যায় ।

MdRubelShaikh
2020-01-21, 08:54 PM
ফরেক্স ট্রেডিং জুয়া বা খেলা না।ফরেক্স ট্রেডিং হলো একটা ব্যবসা।আপনি চাইলে ফরেক্স ট্রেডিং শিখে এখান থেকে টাকা আয় করতে পারবেন।আমি ফরেক্স ট্রেডিং ব্যবসা করি।আমি আশাবাদি যে এই ফরেক্স ট্রেডিং ব্যবসা থেকে অনেক আয় করব।আপনি চাইলে ফরেক্সকে পেশা হিসেবে নিতে পারেন।

SHARIFfx
2020-01-21, 09:49 PM
ফরেক্স এমন একটি মারকেট এখানে জুয়াড়িরা সফল হতে পারে না। এটা এনালাইসিস এর বেপার। আপনাকে ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে। অর্থনীতি সম্পর্কে জানতে হবে। ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিকাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে। আর মানিমেনেজমান্ট করে ট্রেড নিতে হবে।

fxarif
2020-01-21, 10:39 PM
আপনি যদি এনালাইসিস ছাড়া ট্রেড দিয়া ভাবেন লাভ লস একটা হবেই।তাহলে জুয়া খেলা।আর এনালাইসিস করে ট্রেড দিলে ব্যাবসা।

Mane
2020-01-21, 11:36 PM
কত লোক তো কত কিছু বলে, অনেকে বলে ফরেক্স ট্রেড কোন ব্যবসা না এটা একটা জুয়া খেলা, আমার অনেক বলে ফরেক্স ব্যবসা মানে টাকা লস করার মেশিন । কিন্তু মুল করা হল এতো কথা লোকে বলে তবে কেউ কি ফরেক্স ব্যবসা ছেড়ে চলে যায় । ফরেক্স খুব ভাল ব্যবসা। যা কেউ করতে এসে কখনো ছেড়ে যাবে না ।

saraa
2020-02-26, 01:42 PM
শেখার কোনও সীমা থাকতে পারে না তবে তবুও আপনাকে যতটুকু মাস্টার হয়ে উঠতে পারে আপনার যতটুকু শেখা দরকার আপনার অনেক কিছু রয়েছে তাই এই জায়গাটি আমাদের হাতে দুর্দান্ত ব্যবসা হতে চলেছে এবং আমরা এখানেই রয়েছি সত্যিই অসাধারণ কিছু করা দরকার তাই মাস্টার হয়ে ওঠা দুর্দান্ত হবে

Sapna1212
2020-02-27, 02:41 AM
নিখরচায় বাণিজ্য একজন যুবক, আমরা এতে কাজ করি, আমরা এর কোনও ক্ষতি করি না আমরা এতে কাজ করি। তাদের সাথে পরিচিত হন তাই বাণিজ্য সম্পর্কে শিখুন

KGF3010
2020-03-27, 02:32 PM
ফরেক্স ট্রেডিং জুয়া খেলা না।জুয়া খেলতে হলে আপনাকে সবকিছু ভাগ্যর উপর ছেড়ে দিতে হয়।কিন্তু ফরেক্স এ আপনার দক্ষতা অভিজ্ঞতা দিয়ে ব্যবসা করতে হয়।ফরেক্স কে যারা জুয়া মনে করে দুনিয়ার সব ব্যবসাই তাদের কাছে জুয়া।তাদের নেই কোন দক্ষতা নেই কোন কাজ করার মন মানসিকতা।জুয়া খেলতে গেলে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন কান্তু ফরেক্স এ আপনার ব্যালেন্স জিরো হতে পারে।ফরেক্স এ আপনি চাইলেই আপনার ক্যারিয়ার গড়তে পারেন কিন্তু জুয়াতে কখনোই সেটা সম্ভব না।ফরেক্স ট্রেডিং কখনোই জুয়া খেলা হবেনা যদি আপনি দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে ট্রেড করতে পারেন।

Runil
2020-03-27, 04:15 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করা জুয়া খেলা না কারন আপনি জুয়া খেলে নিয়মিত লাভ করতে পারবেন না ফরেক্স মার্কেট এ হাজার হাজার ট্রেডার নিয়মিত ট্রেড করে লাভ করে আসছে ফরেক্স মার্কেট এ কিছু নতুন ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এসে বড় বড় লট ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে মনে করে ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে হোল জুয়া খেলা অনেকে আবার ফরেক্স মার্কেট সম্পর্কে না বুঝেই বলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে জুয়া খেলা

forex_fighter
2020-03-27, 04:19 PM
ফরেক্স কোন জুয়া খেলা নয়। এটি একটি আনজাতিক ব্যবসা ।এখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করা হয়। অনেকে এটাকে জুয়া খেলা মনে করে আমি বলবো তাদের ধারনা ভুল। ফরেক্স একটা ব্যবসা এখানে যে কেউ ব্যবসা করতে পারে। এখানে ব্যবসা করতে তেমন কোন মূলধন লাগে না। দক্ষতার সাথে কাজ করতে পারলে অনেক টাকা আয় করা যায়।

Kane
2020-03-27, 05:42 PM
ফরেক্স কোন জুয়া খেলা নয়। ফরেক্স হলো একটা আর্ন্তজাতিক মানের একটা ব্যবসা। এখানে টাকা বেচাকেনা হয়। এব্যবসায় লাভ লস দুটোই আছে। তবে সবাই কিন্তু লস করেনা। অনেক লোক আছে যারা প্রতি মাসে ফরেক্স দিয়ে হাজার হাজার ডলার আয় করে থাকে। তাই আপনি এটাকে জুয়া বলতে পারেন না।

rakib.r
2020-03-27, 07:10 PM
না ভাই ফরেক্স কোন জুয়া না । আর যদি জুয়া হয় তাইলে আপনি ও কখনো না কখনো এই জুয়া খেলছেন ই। ধরেন আপনি দেশের বাইরে যাবেন চিকিৎসার জন্য বা ঘুরতে বা হজ্জ করতে । আপনি তো চাইলেই বাংলাদেশি টাকা নিয়ে যাইতে পারবেন না, তখন আপনাকে যে দেশে যাবেই সে হিসেবে ডলার কিংবা সেই দেশি মুদ্রায় কনভার্ট করে নিয়ে যাইতে হবে। ভাই একটা মুদ্রার সাপেক্ষে আরেকটা মুদ্রার লেনদেন কেই ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স বলে।

DIGITALBABU2020
2020-03-27, 07:18 PM
জুয়া খেলা আর ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ দুইটা আলাদা জিনিস। ফরেক্স মার্কেটে সফলতা নির্ভর করে দক্ষতার উপর। অন্যদিকে জুয়া খেলাতে সফলতা নির্ভর করে ভাগ্যের উপর। জুয়া খেলাতে আর্থিক দণ্ড হয় এবং সফলতা খুব কমই আসে। অন্যদিকে ফরেক্স মার্কেটে ট্রেডিং এর উপর যদি ভালো দক্ষতা থাকে তাহলে এখান থেকে ভাল প্রফিট করা সম্ভব এবং ফরেক্স ট্রেডিং এর মাধ্যমেও ক্যারিয়ার গড়া সম্ভব। ফরেক্স ট্রেডিং এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটা নিশ্চিত ভাবে বলা যায়। কিন্তু জুয়া খেলার কোনো ভবিষ্যত নেই। ফরেক্স ট্রেডিং যদি জুয়া খেলার মতো হত তাহলে সারাবিশ্বব্যাপী এত জনপ্রিয় হয়ে উঠত না। তাই ফরেক্স ব্যবসাকে কখনো জুয়া খেলার সাথে তুলনা করা যাবে না।

smbiplob
2020-04-26, 01:54 PM
ফরেক্স মার্কেটে লাভ যত দ্রুত করা সম্ভব তত দ্রুত লস করাও সম্ভব কারণ আপনি যদি ফরেক্স সম্পর্কে সঠিকভাবে কৌশল ও দক্ষতা প্রয়োগ করে মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের টেকনিক্যাল এনালাইসিসগুলো শিখতে পারেন তাহলে আপনি ভাল আয় করতে পারবেন বিশ্লেষণ ছাড়া আপনি যদি ট্রেড করতে চান তাহলে মুনাফার পরিবর্তে আপনার ক্ষতিই বেশি এক কথায় বলা যায় যে ফরেক্স ট্রেডিং হল বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করার বাজার এখানে বিভিন্ন দেশের মুদ্রা দাম প্রতি মুহুর্তে উঠানামা করে আর এরই মধ্যে ভাল ভাবে বুঝে ট্রেড করতে হয় ।

Soh1952
2020-07-24, 11:27 AM
মার্কেটকে অনেকেই জুয়া খেলা মনে করতে পারে তবে আমার কাছে ফরেক্স কোন জুয়া খেলা না । আমার কাছে ফরেক্স একটা পেশা আর আমি আমার পেশাকে কখনো জুয়া মনে করিনা । আমার মনে হয় যারা ফরেক্স কে জুয়া খেলার সাথে শামিল করে তারা প্রত্যেক ব্যবসাকেই জুয়া মনে করতে পারে। মার্কেটকে অনেকেই জুয়া খেলা মনে করতে পারে তবে আমার কাছে ফরেক্স কোন জুয়া খেলা না । আমার কাছে ফরেক্স একটা পেশা আর আমি আমার পেশাকে কখনো জুয়া মনে করিনা । আমার মনে হয় যারা ফরেক্স কে জুয়া খেলার সাথে শামিল করে তারা প্রত্যেক ব্যবসাকেই জুয়া মনে করতে পারে।

Fardin02
2020-07-24, 11:36 AM
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । যদি ফরেক্স ব্যবসা জুয়া খেলা হতো তাহলে ফরেক্স ব্যবসা আর এতো নাম কাম অর্জন করতো না । ব্যবসায়ী মন সবসময় সবকিছু হিসাব করে চলে আর এখানে বিশ্লেষণ ছাড়া ট্রেড করা সম্ভব নয়। আর কোন কিছু বিশ্লেষণ ছাড়া আপনি যদি ট্রেড করতে চান তাহলে মুনাফার পরিবর্তে আপনার ক্ষতিই বেশি হবে।

konok
2020-07-24, 11:51 AM
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । যদি ফরেক্স ব্যবসা জুয়া খেলা হতো তাহলে ফরেক্স ব্যবসা আর এতো নাম কাম অর্জন করতো না । কেননা ট্রেড করে আমরা লাভ করতে পারি কিন্তু দিন শেষে আমরা ব্যালেন্স ই শুণ্য করে ফেলি। এটাকে প্রফেশনাল অনলাইন ট্রেডিং ব্যবসা হিসাবে গন্য করতে হবে।

FREEDOM
2020-07-25, 06:35 PM
আপনি যখন এটাকে জুয়ার পর্যায়ে নিয়ে যাবেন তখন তা অবশ্যই জুয়া খেলা। মনে রাখবেন আপনি যদি কয়েন টস করে ট্রেড করতে চান তবে তা আপনাকে আজ অথবা কাল বাশ দিবেই। এক সাথে হেজ করলেও অনেকে বলেন এটা শুদ্ধ হবে না। আর গোল্ড ট্রেড করলেও নাকি তা হারাম হয়ে যাবে। জুয়া খেলার বিষয়টা চাইলে আপনি নিয়ন্ত্রন করতেও পারেন।

NEWVISION2020
2020-07-25, 06:48 PM
অনেকেই ফরেক্স ট্রেডিংকে জুয়া মনে করে থাকে কিন্তু আমার মতে ফরেক্স কোন জুয়া নয় বরং এটি একটি আন্তর্জাতিক মানের ব্যবসা। কেননা ফরেক্স মার্কেটে ব্যবসা করে প্রফিট করার জন্য একজন ট্রেডার কে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে জেনে বুঝে ট্রেড করার প্রয়োজন হয়। শুধুমাত্র তাই নয় ধৈর্য ধারণ করে সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করতে হয় এবং উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ট্রেড করার মাধ্যমেই প্রফিট করতে হয়।কিন্তু ফরেক্স ট্রেডিং যদি জুয়া হতো তাহলে এত কিছু করার প্রয়োজন হতো না ইচ্ছা খুশি মতই একজন ট্রেডার ট্রেডিং করে আয় করতে পারত। তাছাড়া যারা ফরেক্স ট্রেডিং কে জুয়া বা খেলা মনে করে ট্রেডিং করে থাকে তারা কেউই ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করার মাধ্যমে সফলতা অর্জন করতে পারেনি বরং তাদের ডিপোজিট করা ব্যালেন্স হারিয়ে ফরেস্ক থেকে সরে যেতে বাধ্য হয়েছে।তাই কখনোই ফরেক্স ট্রেডিং কে জুয়া হিসেবে গ্রহণ না করে একটা ব্যবসা হিসেবে গ্রহণ করে ট্রেডিং করা উচিত একমাত্র তাহলেই এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব।

Devdas
2020-07-25, 06:55 PM
ফরেক্স মার্কেট কোন জুয়া খেলা নয়। কিন্তু অনেকেই ধারনা করে থাকেন যে ফরেক্স নাকি জুয়া খেলা। যারা ফরেক্স মার্কেট সম্পর্কে জানে না কোন ধারনা ও ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান নেই তারাই বলে থাকে যে ফরেক্স একটি জুয়া খেলা। ফরেক্স হচ্ছে একটি আন্তজার্তিক মুদ্রা ক্রয়-বিক্রয় করার একটি বাজার যা পৃথিবীর সব দেশের লোকই এই ফরেক্স এ মুদ্রা ক্রয়-বিক্রয় করে থাকেন। আর এই ক্রয়-বিক্রয় করার মধ্যে যা লাভ করা হয় তাই ফরেক্স।

Starship
2020-07-25, 06:58 PM
ফরেক্স কি জুয়া খেলা?

ফরেক্স জুয়া খেলা বললে ভুল হবে। কেননা জুয়া খেলার ক্ষেত্রে পূর্বে মার্কেট সম্পর্কে এনালাইসিস করতে হয় না। জুয়া খেলার ক্ষেত্রে পূর্বে কোন বিশ্লেষণ বা এনালাইসিস করতে হয় না।
আর ফরেক্সে প্রতিটা ট্রেড করার পূর্বে বিভিন্ন দিকে খেয়ার রেখে ট্রেড করতে হয়। মার্কেটের মুভমেন্টের উপর নজর রেখে ট্রেড করতে হয়। ফরেক্স করতে ধৈর্য ও অনুশীলন করার মনোভাব থাকতে হয়। বাংলাদেশে বেশ কিছু দিন পূর্বে অনেক গুলো বেটিং সাইট বন্ধ করেছেন কিন্তু ফরেক্স বন্ধ করেনি তাই ফরেক্স জুয়া খেলা বলা যায় না।

Hredy
2020-07-25, 07:04 PM
ফরেক্স কোন জুয়া খেলা নয়। ফরেক্স হলো একটা আর্ন্তজাতিক মানের একটা ব্যবসা। এখানে টাকা বেচাকেনা হয়। এব্যবসায় লাভ লস দুটোই আছে। তবে সবাই কিন্তু লস করেনা। অনেক লোক আছে যারা প্রতি মাসে ফরেক্স দিয়ে হাজার হাজার ডলার আয় করে থাকে। তাই আপনি এটাকে জুয়া বলতে পারেন না।

jimislam
2020-07-25, 08:27 PM
ফরেক্স মার্কেটকে অনেকেই জুয়া খেলা মনে করতে পারে তবে আমার কাছে ফরেক্স কোন জুয়া খেলা না । আমার কাছে ফরেক্স একটা পেশা আর আমি আমার পেশাকে কখনো জুয়া মনে করিনা ।সারা বিশ্বে ফরেক্স মার্কেটে প্রায় 10 মিলিয়ন ফরেক্স ট্রেডার রয়েছে। ফরেক্স মার্কেটে যদি সফলতা না থাকতো তাহলে সারা বিশ্বব্যাপী এত জনপ্রিয়তা থাকত না। তাই ফরেক্স ট্রেডিংকে জুয়া খেলা বলা যাবে না।

mahmudfx84
2020-07-25, 08:32 PM
ফরেক্স ট্রেডিং কোন জুয়া খেলা বা লটারী নয়। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যবসা। এটা পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রা বাজার ও বটে। এখানে প্রতিদিনের লেনদেন বা টার্ণওভার গড়ে ৫.৫ট্রিলিয়ন ডলার। যা আর কোন ব্যবসায় দেখা যায় না। লটারী বা জুয়া খেলায় আপনার কোন হাত থাকে না , সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকতে হয়- যদি লাইগ্যা যায় চিন্তার মাঝে। কিন্তু ফরেক্স ব্যবসা এমন কিছু নয়, সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। কত বিনিয়োগ করবেন, কত প্রফিট করবেন , কত লস করবেন বা কিভাবে এই ব্যবসা পরিচালনা করবেন তা একান্ত আপনার ইচ্ছা। ধন্যবাদ।

Md.shohag
2020-07-25, 08:33 PM
আমি মনে করি ফরেক্স কোন জুয়া খেলা নয় অন্যান্য ব্যাবসার মতো এটাও একটা ব্যাবসা।এখানেও প্রতিনিয়ত লাভ লসের সম্মুখীন হতে হয়।ফরেক্স ব্যাবসা লাভ লস নির্ভর করে দক্ষতার উপর।এই ব্যাবসায় যে যত বেশি দক্ষ হতে পারবে সে তত বেশি লাভ করতে পারবে অন্যথায় বৃথা।

muslima
2020-07-26, 12:02 AM
ফরেক্স একটি ব্যবসা যা কিনা শিখতে হয় অনেক সময় দিয়ে। ফরেক্স শিখতে আপনাকে অন্তুত ৫ বছর সময় দিতে হয়। জুয়া খেলতে কিন্তু কোন কিছু শিখতে হয় না। জুয়া তে কোন ক্যালকুলেশন নাই যদি ভাগ্যে থাকে তাহলে পাওয়া যায়। আমি মনে করি যে ফরেক্সে ইনকাম করার একটা সেরা উপায় যার মাধ্যমে আমরা আয় ইনকাম করতে পারি এবং ভালো কিছু করতে পারি ।অামরা অবশ্যই ফরেক্স ব্যবসা দক্ষতার উপর নির্ভর করবে । আমরা ফরেক্স ব্যবসা এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব।

milu
2020-07-26, 02:42 PM
আপনি যখন এটাকে জুয়ার পর্যায়ে নিয়ে যাবেন তখন তা অবশ্যই জুয়া খেলা। মনে রাখবেন আপনি যদি কয়েন টস করে ট্রেড করতে চান তবে তা আপনাকে আজ অথবা কাল বাশ দিবেই। এক সাথে হেজ করলেও অনেকে বলেন এটা শুদ্ধ হবে না। আর গোল্ড ট্রেড করলেও নাকি তা হারাম হয়ে যাবে।না ভাই ফরেক্স ট্রেডিং জুয়া খেলা নয়। এটা পৃথিবীর অনেক পুরাতন এবং হালাল একটা ব্যবসা । এটা আগে অফলাইনে ছিল আর এখন সেটা অনলাইনের কারনে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে বলা যায়।বাকিটা আপনার উপরে আপনি কিভাবে নিবেন।

zakia
2020-07-28, 09:52 PM
ফরেক্স ট্রেডিং কোন জুয়া খেলা নয়। কিন্তু অনেক আছেন যারা এটাকে জুয়ার সাথে তুলনা করে থাকেন। অনেক ট্রেডার আছেন যারা লোয়ার টাইম দেখে ট্রেড করে । তারা মার্কেট সম্পর্কে যথেষ্ট ধারনা পায় না। এজন্য তারা ভালো এনালাইসিস করতে পারে না। আর না বুঝে ট্রেড দিয়ে বসে। ফলে লস করে বসে থাকে। ফরেক্স থেকে বিভিন্ন দেশের মানুষ আয় করছে এবং লস করছে | ফরেক্স লাভ লস এর ব্যবসা ফরেক্স করতে হলে লাভ লস আপনার সামনে আসবে| তাই আমি মনে করি ফরেক্স একটি বাবসা|

Akib
2020-09-02, 12:40 AM
ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকেই এমন ধারনা পোষন করে থাকেন যে ফরেক্স মার্কেট সম্পূর্ন জুয়া, এটি এক প্রকার gambling market, এমন কি দীর্ঘ দিন ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সাথে সম্পৃক্ত অনেকেই ফরেক্স মার্কেট সম্পর্কে এমনটি ধারনা পোষন করেন, কিন্তু এ বিষয়ে তাদের কাছে কিছু অকল্পনিয় ও উদ্ভট যুক্তি আছে, যা সম্পূর্ন অজ্ঞতার পরিচয় বহন করে. ক্ষেত্র বিশেষ দেখা যায় প্রশ্নকর্তা একজন নতুন ট্রেডার কে জিজ্ঞেস করে বসল কিন্তু নবীন ট্রেডার এই মার্কেট সম্পর্কে আর কতটুকুও বা জানে, ফলে তার বর্ননার উপর ভিত্তি করে বাস প্রশ্ন কর্তা বিভিন্ন বিষয় গুলো অনুমান করে অবৈধ ব্যবসার সীকৃতি দিয়ে দিল আসলেই কি আমাদের এসব আচরন সঠিক ?
ফরেক্স কোন জুয়া খেলা নয়। ফরেক্স হলো একটা আর্ন্তজাতিক মানের একটা ব্যবসা। এখানে টাকা বেচাকেনা হয়। এব্যবসায় লাভ লস দুটোই আছে। তবে সবাই কিন্তু লস করেনা। অনেক লোক আছে যারা প্রতি মাসে ফরেক্স দিয়ে হাজার হাজার ডলার আয় করে থাকে। তাই আপনি এটাকে জুয়া বলতে পারেন না।

sss21
2020-10-21, 01:06 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করা জুয়া খেলা না কারন আপনি জুয়া খেলে নিয়মিত লাভ করতে পারবেন না ফরেক্স মার্কেট এ হাজার হাজার ট্রেডার নিয়মিত ট্রেড করে লাভ করে আসছে ফরেক্স মার্কেট এ কিছু নতুন ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এসে বড় বড় লট ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে মনে করে ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে হোল জুয়া খেলা অনেকে আবার ফরেক্স মার্কেট সম্পর্কে না বুঝেই বলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে জুয়া খেলা

Habibur shaikh
2020-10-21, 11:07 PM
মূলত ফরেক্স নিয়ে অনেকের মাঝেই নানা ধরনের তর্ক-বিতর্ক রয়েছে। তবে অনেকেই এই মাধ্যমকে ব্যবসায় বলে থাকে। তবে বর্তমান সময়ে গোটা বিশ্বের অসংখ্য মানুষ এই মাধ্যমে কাজ করছে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য।

samun
2020-10-22, 10:23 AM
ফরেক্স মার্কেট কি আসলে জুয়ার আসর? অনেকে না জেনে না বুঝে অনেক কথাই বলে থাকে, সবটাতে কান না দেওয়াই ভালো। এই জন্য ফরেক্স গুরুরা বলে থাকে যে, আগে ফরেক্সকে জানো পরে করো। আমাদের আসলে বুঝতে হবে জুয়া কি জিনিস। জুয়া হচ্ছে মুলত বাজি ধরার মত। এখানে কোন শুম দিতে হয় না, পুরো ব্যাপার টা ভাগ্যের উপর ছাইড়া দিতে হয়। জুয়াতে একজন ই মাত্র উইনার হয় বাকি সবাই লস করে। কিন্তু ফরেক্সে এমন না। ফরেক্সে আপনার মেধা খাটাইতে হবে তারপর গিয়ে আপনি প্রফিট পাবেন। অনেকে না বুঝেই ট্রেড করে আর লাভ লস হলে জুয়ার সাথে তুলনা করে থাকে

EmonFX
2020-10-22, 01:33 PM
কোন অবস্থাতেই ফরেক্স ট্রেডিং কে জুয়া খেলা বলা যায় না। এটি অবশ্যই একটি বিজনেস। কেননা কোন কর্মকাণ্ডকে ব্যবসা বলতে হলে যতগুলো শর্ত পূরণ করতে হয় তার প্রত্যেকটি শর্তই ফরেক্স ট্রেডিং এ পূর্ণ করতে হয়। কোন কর্মকাণ্ডকে ব্যবসা বলতে হলে সর্বপ্রথম সেখানে সময়, পরিশ্রম ও মূলধন বিনিয়োগ করতে হবে। সে শর্ত পুরোপুরি ফরেক্স এখানে পূর্ণ করছে। আবার কোন কর্মকান্ডকে ব্যবসা বলতে হলে অবশ্যই সেখানে লাভ-লস এর ঝুঁকি থাকবে। ফরেক্স এখানে সে শর্ত পূরণ করছে। তাহলে আমি বলব অবশ্যই ফরেক্স একটি ব্যবসা, কোনক্রমে এটাকে জুয়া বলা যায় না।

Fahmida1
2020-10-22, 02:31 PM
ফরেক্স জুয়া নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে বড় ব্যবসা। এই ব্যবসাটি সঠিকভাবে করতে হলে প্রচুর দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। পরিশ্রমের মাধ্যমে ব্যবসা করতে হয় এবং অনেক ধৈর্যশীল হতে হয়। কাজেই এই ব্যবসাটি কোনভাবেই জুয়া বা গেম হতে পারে না। এটি হচ্ছে জ্ঞান অর্জনের একটি পেশা এবং ভাল আয় করার জন্য এটি একটি বড় ব্যবসা। সঠিকভাবে করতে পারলে লাভবান হওয়া যায়।

Rubel115878
2020-10-23, 01:18 PM
ফরেক্স হল একটি আন্তর্জাতিক ব্যবসা যা পৃথিবীর সব দেশের মুদ্রার ক্রয়-বিক্রয় হয়ে থাকে। এখানে এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রা বিনিময় করে যে বারতি লাভ করে তাই ফরেক্স । এখানে অনেক গ্রাহক ডলার ইনকাম করে আয় করছে। তাই এ ফরেক্স এ জুয়া বলা যাবে না।

FRK75
2020-10-25, 08:48 PM
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । যদি ফরেক্স ব্যবসা জুয়া খেলা হতো তাহলে ফরেক্স ব্যবসা আর এতো নাম কাম অর্জন করতো না । আমি ফরেক্স ব্যবসাকে খুব লাইক করি । আমি এই ৪ বছর ধরে ফরেক্স ব্যবসা করতেছি ।

Sid
2020-10-27, 12:15 PM
কোন ব্যবসা না এটা একটা জুয়া খেলা, আমার
অনেক বলে ফরেক্স ব্যবসা মানে টাকা লস করার
মেশিন । কিন্তু মুল করা হল এতো কথা লোকে বলে
তবে কেউ কি ফরেক্স ব্যবসা ছেড়ে চলে যায় ।
ফরেক্স খুব ভাল ব্যবসা। যা কেউ করতে এসে কখনো
ছেড়ে যাবে না ।

FRK75
2021-07-15, 10:24 PM
ফরেক্স ট্রেডিং হল বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করার বাজার। এখানে বিভিন্ন দেশের মুদ্রা দাম প্রতি মুহুর্তে উঠানামা করে আর এরই মধ্যে ভাল ভাবে বুঝে ট্রেড করতে হয় এবং ট্রেডারের কৌশলের উপর ভিত্তি করে লাভ অথবা লস গুনতে হয়। যা কোন জুয়ার নিয়মের মধ্যে পরেনা।

Smd
2021-10-12, 07:40 AM
ফরেক্স ট্রেডিং হল বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করার বাজার। এখানে বিভিন্ন দেশের মুদ্রা দাম প্রতি মুহুর্তে উঠানামা করে আর এরই মধ্যে ভাল ভাবে বুঝে ট্রেড করতে হয় এবং ট্রেডারের কৌশলের উপর ভিত্তি করে লাভ অথবা লস গুনতে হয়। ফরেক্স বিসনেস নিজের মেধা টাই যতেষ্ট এই খানে আপনার প্রচুর টাকা থাকতে পারে কিন্তু আপনি ফরেক্স সম্প্রকে কিছুই যানেন না আপনার টাকা দিয়ে আপনি ট্রেড করলেন পরে দেখা গেলো যে আপনার ব্যালেঞ্চ সুন্য তাই জুয়া চিন্তা করলে আপনার সব থেকে বড় ভূল হবে।

IFXmehedi
2021-10-13, 10:35 PM
আসলে সত্যি কথা বলতে কি অনেকে না জেনে বুজে অনেক কথা বলে। ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক শেয়ার বাজার। ফরেক্স কখনই জুয়া হতে পারেনা। আপনি এখানে আপনার নিজের মেধা খাটিয়ে ট্রেড করেন, দেখবেন আপনি লাভবান হবেন।এটি একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। আর আপনি যদি ফরেক্স ট্রেডিংকে জুয়া খেলার যায়গা মনে করেন তাহলে সেটা হবে একান্তই মুর্খতার কারন। আর আপনি যদি ফরেক্স ট্রেডিংকে জুয়া খেলার যায়গা মনে করেন তাহলে আপনাকে সব হারিয়ে বিদায় নিতে হবে। আমি দেখেছি যারা এখানে কোন সফলতা পায়না তারা এটাকে জুয়া মনে করে।

FRK75
2021-11-14, 04:47 PM
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । যদি ফরেক্স ব্যবসা জুয়া খেলা হতো তাহলে ফরেক্স ব্যবসা আর এতো নাম কাম অর্জন করতো না । আমি ফরেক্স ব্যবসাকে খুব লাইক করি । আমি এই ৪ বছর ধরে ফরেক্স ব্যবসা করতেছি ।

Md_MhorroM
2021-11-14, 05:14 PM
আমরা জানি ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । যদি ফরেক্স ব্যবসা জুয়া খেলা হতো তাহলে ফরেক্স ব্যবসা আর এতো নাম কাম অর্জন করতো না । আমি ফরেক্স ব্যবসাকে খুব লাইক করি । আমি এই ৪ বছর ধরে ফরেক্স ব্যবসা করতেছি ।

Mas26
2021-11-14, 09:53 PM
ফরেক্স ব্যবসা হল একটি বানিজ্যিক ব্যবসা।এ ব্যবসার মূল নীতি হল এক দেশের রাষ্ট্রের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম ওঠা নামা করা। সুতরাং এ ব্যবসা কখনো জুয়া খেলা হতে পারে না।ফরেক্স কোন জুয়া খেলা নয় অন্যান্য ব্যাবসার মতো এটাও একটা ব্যাবসা।এখানেও প্রতিনিয়ত লাভ লসের সম্মুখীন হতে হয়।ফরেক্স ব্যাবসা লাভ লস নির্ভর করে দক্ষতার উপর।এই ব্যাবসায় যে যত বেশি দক্ষ হতে পারবে সে তত বেশি লাভ করতে পারবে অন্যথায় বৃথা।সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য অন্য দেশের মুদ্রার দামের দিকে লক্ষ্য রাখব তাহলেই আমরার সফলকাম হতে পারব।

FRK75
2022-07-16, 10:49 PM
ট্রেডিং জুয়াখেলা নয় বরং এটা জুয়া খেলার মত করে ধরতে পারেন। কেননা এই মার্কেটে লাভ যত দ্রুত করা সম্ভব তত দ্রুত লস করাও সম্ভব।আপনি নিজেই বলবেন যে এটা আসলেই পিয়র একটা ব্যবসা, এতে কোন প্রকার ভেজাল নেই এবং এটি ১০০% হালাল একটা ব্যবসা। সুতরাং ফরেক্স ট্রেডিং কখনই জুয়া খেলা নয়।আমাদের মুসলিমদের জন্যও ফরেক্সে সুদমুক্ত ইনকামের ব্যবস্থা আছে । তাই অামি মনে করি যে ফরেক্সে ইনকাম করার একটা সেরা উপায় যার মাধ্যমে আমরা আয় ইনকাম করতে পারি এবং ভালো কিছু করতে পারি ।অামরা অবশ্যই ফরেক্স ব্যবসা দক্ষতার উপর নির্ভর করবে । অামরা ফরেক্স ব্যবসা এ্যানালাইসিস করে তারপর করার চেষ্টা করব।আমরা নিশ্চয়ই সকলেই শেয়ার মার্কেট এর ব্যাপারে কমবেশি জানি শেয়ার মার্কেট একটি দেশের অর্থব্যবস্থাকে শক্তিশালী করণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে যেখানে শেয়ারহোল্ডারদের সরব উপস্থিতি মার্কেটকে অনেক বেশি শক্তিশালী করে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে কার্যকর ভূমিকা পালন করে ফরেক্স মার্কেট কেউ মুদ্রা ক্রয় বিক্রয় অন্যতম প্রধান মার্কেট হিসেবে ধরা হয় যেখানে বিশ্বের প্রতিটি দেশের অর্থের মূল্যমান কম-বেশি হওয়ার সাথে সাথে এই মার্কেটের ট্রেডাররা লাভ লস করে থাকে ফলে ওই অর্থে বিবেচনা করলে ফরেক্স মার্কেটে আন্তর্জাতিক শেয়ার মার্কেট ও বলা যেতে পারে। সুতরাং শেয়ার মার্কেট কে যখন আমরা জুয়া ব্যবসা বলছিনা ফলে ফরেক্স মার্কেটকে জুয়ার মার্কেট বা জুয়া ব্যবসা মনে করার কোনো যৌক্তিক কারণ নেই।এই মার্কেট আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা কে সচল রাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে যেখান থেকে প্রত্যেক দেশের মানুষই অর্থোপার্জন করছে এবং বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করতে রাখছে কার্যকর ভূমিকা।

Starship
2022-07-17, 11:35 AM
ফরেক্সকে আমি কোন ভাবেই জুয়ার সাথে তুলনা করবো না। ফরেক্সে হল বিশ্বের সবচেয়ে বেশি লেনদেনকারী আর্থিক প্রতিষ্ঠান। ফরেক্সে যে পরিমান লেনদেন হয় তা বিশ্বের সকল আর্থিক প্রতিস্ঠানে হয় না। ফরেক্সে দৈনিক প্রায় পাঁচ ট্রিলিয়ন আর্থিক লেনদেন সংগঠিত হয়। আর ফরেক্সে ট্রেড করার জন্য পর্যাপ্ত অনুশীলন ও অধ্যাবসায়ের প্রয়োজন হয়। প্রতিটা ট্রেড নেওয়ার পূর্বে যথেস্ট এনালাইসিস করে ট্রেড নিতে হয়। একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার সঠিক রেট নিতে পারে এবং তারাই ফরজ থেকে আয় করতে পারে। অন্যদিকে অনুমান ভিত্তিক ট্রেড করে কেউ সফল হতে পারেনা।

samun
2022-11-26, 05:03 PM
ফরেক্স ট্রেডিং কে যদি জুয়া মনে করেন তাহলে সেটা ভুল হবে। ফরেক্স মার্কেটে জুয়ার মত ট্রেড করে কখনই লাভ করতে পারবেন না। তাই সবথেকে ভালো হয় ফরেক্স এবং জুয়াকে এক সাথে না মিলে ফরেক্স শেখার চেষ্টা করা। ফরেক্স মার্কেট এনালাইসিস করে পরিমাণ মত লট নিয়ে সঠিক সময়ে ট্রেড ধরলে প্রফিট করা সম্ভব। অন্যদিকে জুয়া খেলতে গেলে এইসব এনালাইসিসের প্রয়োজন হয় না৷ তাই জুয়াতে সফলতা আশা করাটা অনেকটা আকাশ কুসুম কল্পনা করার মত। সারা বিশ্বে ফরেক্স মার্কেটে প্রায় 10 মিলিয়ন ফরেক্স ট্রেডার রয়েছে। ফরেক্স মার্কেটে যদি সফলতা না থাকতো তাহলে সারা বিশ্বব্যাপী এত জনপ্রিয়তা থাকত না। তাই ফরেক্স ট্রেডিংকে জুয়া খেলা বলা যাবে না।

Mas26
2022-11-27, 10:50 PM
ফরেক্স ব্যবসা হল একটি বানিজ্যিক ব্যবসা । এ ব্যবসার মূল নীতি হল এক দেশের রাষ্ট্রের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম ওঠা নামা করা । সুতরাং এ ব্যবসা কখনো জুয়া খেলা হতে পারে না । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য অন্য দেশের মুদ্রার দামের দিকে লক্ষ্য রাখব তাহলেই আমরার সফলকাম হতে পারব

Smd
2023-07-24, 12:27 PM
মতো এটাও একটা ব্যাবসা।এখানেও প্রতিনিয়ত লাভ লসের সম্মুখীন হতে হয়।ফরেক্স ব্যাবসা লাভ লস নির্ভর করে দক্ষতার উপর।এই ব্যাবসায় যে যত বেশি দক্ষ হতে পারবে সে তত বেশি লাভ করতে পারবে অন্যথায় বৃথা। এ ব্যবসার মূল নীতি হল এক দেশের রাষ্ট্রের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম ওঠা নামা করা । সুতরাং এ ব্যবসা কখনো জুয়া খেলা হতে পারে না । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য অন্য দেশের মুদ্রার দামের দিকে লক্ষ্য রাখব।

Luckyboy
2023-07-24, 03:00 PM
ফরেক্স মার্কেট কোন জুয়া নয় এটা একটি ব্যবসা এই ব্যবসাটা আসলে কিভাবে হয় তা আমি এক্সপুলেশন করতে পারি যেমন ধরেন দুইটা দেশ একসাথে হয়ে একটা ব্যবসা শুরু করতেছে ব্যবসার মূলধন হলো টাকা তো টাকা ছাড়া কেউ ব্যবসা করতে পারে না একে অপরের থেকে ব্যবসার ক্ষেত্রে ধার দেয় আর সেই ধার অনুযায়ী একটি কি লাব্বাংশ আমাদের মাঝে ভাগ করে দেওয়া হয়।

Sabid
2023-07-24, 04:52 PM
ফরেক্স ট্রেডিংকে জুয়া খেলার সাথে তুলনা করা একটি সাধারণ ভুল ধারণা, ফরেক্স ট্রেডিং এবং জুয়া খেলা দুইটি মূলত ভিন্ন ক্রিয়াকলাপ।

ফরেক্স ট্রেডিং এর সাথে বিনিময় হারের ওঠানামা থেকে মুনাফা অর্জনের জন্য বৈদেশিক মুদ্রা বাজারে মুদ্রা ক্রয় এবং বিক্রয় জড়িত। ব্যবসায়ীরা বিশ্লেষণ, কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশলগুলি অবগত সিদ্ধান্ত নিতে এবং তাদের সাফল্যের সম্ভাবনাকে সর্বাধিক করতে ব্যবহার করে। এটি বিনিয়োগের একটি বৈধ রূপ এবং এর জন্য জ্ঞান, দক্ষতা এবং শৃঙ্খলা প্রয়োজন।

অন্যদিকে, জুয়া, যেমন ক্যাসিনো গেম খেলা বা বাজি খেলা, বেশিরভাগই সুযোগ এবং ভাগ্যের উপর নির্ভর করে। ফলাফল অনিশ্চিত, এবং অংশগ্রহণকারীদের প্রায়ই ফলাফলের উপর সামান্য নিয়ন্ত্রণ থাকে। এটি আরও অনুমানমূলক এবং এতে ফরেক্স ট্রেডিংয়ের মতো একই স্তরের বিশ্লেষণ এবং পরিকল্পনা জড়িত নয়।

যদিও উভয় ক্রিয়াকলাপেই ঝুঁকি জড়িত, ফরেক্স ট্রেডিং হল একটি আর্থিক বাজার যেখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান মুদ্রার ওঠানামার বিরুদ্ধে হেজ করতে, আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করতে বা লাভের সুযোগ খোঁজার জন্য অংশগ্রহণ করে। এটি জুয়ার মতো সুযোগের খেলা নয়, বরং একটি গুরুতর প্রচেষ্টা যা শিক্ষা, অনুশীলন এবং বাজারের গতিশীলতা সম্পর্কে সঠিক জ্ঞান রাখা প্রভৃতির উপর নির্ভর করে।

shohedullaearn
2023-07-26, 11:20 AM
ফরেক্স ট্রেডিং কোন জুয়া খেলা নয় কারণ এখানে আপনার মার্কেটে এনালাইস করতে হয় বিনিয়োগ করতে হয়। এবং ধৈর্য ধরতে হয়। এখানে যদি আপনি জুয়ার মতন কোন কিছু করতে যান এতে বিপরীত হয়ে যাবে। সেহেতু আমরা পরাক সম্পর্কে উল্টোপাল্টা ধারণা না আর ধারণ করে সকলের উচিত পরিপূর্ণ পরিকল্পনার সাথে এবং মার্কেটে এনালাইজেশন করে ট্রেডিং করা।

sss21
2023-08-20, 03:47 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করা জুয়া খেলা না কারন আপনি জুয়া খেলে নিয়মিত লাভ করতে পারবেন না ফরেক্স মার্কেট এ হাজার হাজার ট্রেডার নিয়মিত ট্রেড করে লাভ করে আসছে ফরেক্স মার্কেট এ কিছু নতুন ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এসে বড় বড় লট ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে মনে করে ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে হোল জুয়া খেলা অনেকে আবার ফরেক্স মার্কেট সম্পর্কে না বুঝেই বলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা মানে জুয়া খেলা

Mas26
2023-08-20, 04:52 PM
ফরেক্স ব্যবসা হল একটি বানিজ্যিক ব্যবসা । এ ব্যবসার মূল নীতি হল এক দেশের রাষ্ট্রের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার দাম ওঠা নামা করা । সুতরাং এ ব্যবসা কখনো জুয়া খেলা হতে পারে না । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য অন্য দেশের মুদ্রার দামের দিকে লক্ষ্য রাখব তাহলেই আমরার সফলকাম হতে পারব ।