PDA

View Full Version : টেকনিক্যাল নাকি ফান্ডামেন্টাল অ্যানালা&#



HasanXM
2016-08-27, 11:16 PM
কিছু হলেই দেখা যায় ফরেক্স ট্রেডারদের মধ্যে ঝগড়া বেঁধে যায় যে টেকনিক্যাল অ্যানালাইসিস বেশি কার্যকরী নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তা নিয়ে। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তাদের ২ চোখের বিষ। আবার যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন, তাদের মতে টেকনিক্যাল অ্যানালিস্টরা মার্কেটের কিছুই না বুঝে কতিপয় ইন্ডিকেটর-হাবিজাবি দেখে ট্রেড করেন। সম্প্রতি ফেসবুকেও কয়েকজনের মধ্যে বাক-বিতন্ডা বেঁধে গেলো এই বিষয় নিয়ে। তাই অনেকেই জানতে চাইলেন আসলেই কোনটি বেশি কার্যকর এবং কোন অ্যানালাইসিস করা উচিত।

Ritu
2016-08-28, 09:50 AM
ফরেক্স ব্যবসা খুব সহজ না আবার খুব কঠিন ব্যবসা না । তাই ফরেক্স ব্যবসা করতে হলে অনেক ধরনের এনালাইসিস করা লাগে । তাই অনেকে টেকনিক্যাল এনালাইসিস করে আবার অনেকে ফান্ডামেন্টাল এনালাইসিস করে । কিন্তু টেকনিক্যাল অনেক ভাল ফান্ডামেন্টাল এনালসিসিস এর থেকে ও ।

uzzal05
2016-08-28, 10:12 AM
অনেক ট্রেডাররা বেশির ভাগ যে সমস্যায় ভোগে তাহলো ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল ফলো করে ট্রেড করবে। ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল অনুযায়ী মার্কেট চেঞ্জ হয়ে যায়। যখন বড় কোন নিউজ রিলিজ হয় তখন মার্কেট চেঞ্জ হয়ে যায়।

sheam
2016-08-28, 11:11 AM
কিছু হলেই দেখা যায় ফরেক্স ট্রেডারদের মধ্যে ঝগড়া বেঁধে যায় যে টেকনিক্যাল অ্যানালাইসিস বেশি কার্যকরী নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তা নিয়ে। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তাদের ২ চোখের বিষ। আবার যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন, তাদের মতে টেকনিক্যাল অ্যানালিস্টরা মার্কেটের কিছুই না বুঝে কতিপয় ইন্ডিকেটর-হাবিজাবি দেখে ট্রেড করেন। সম্প্রতি ফেসবুকেও কয়েকজনের মধ্যে বাক-বিতন্ডা বেঁধে গেলো এই বিষয় নিয়ে। তাই অনেকেই জানতে চাইলেন আসলেই কোনটি বেশি কার্যকর এবং কোন অ্যানালাইসিস করা উচিত।

ভাই এই প্রব্লেম এ আমি ও। আমি ও ঠিক বুঝতে পারছিনা। কোন এনালাইসিস সবচেয়ে ভাল। কেউ কি এর সঠিক জ্ঞান দিতে পারবেন।

mithunsarkar
2016-12-01, 12:03 AM
আমি প্রায় ২ বছর যাবৎ এই ফরেক্স মার্কেটের সাথে জড়িত আছি । তাতে অামি বুুঝতে পারলাম যে দক্ষতা ছাড়া এক পা সামনে অগ্রসার হওয়া সম্ভব নয় । যে ট্রেডারের দক্ষতা যত বেশী সে তত লাভবান বেশী । অামরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার আপনারাও চেষ্টা করেন এই ব্যবসা থেকে সফল হওয়া জন্য ।

MONIRABEGUM8080
2016-12-01, 02:37 AM
ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিসের কোন বিকল্প নেই এতে করে মার্কেট মুভমেন্ট বুঝে ট্রেড করা যায় এবং ভাল প্রফিট লাভ করা সম্ভাব হয়। ফরেক্স মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসসের কোন বিকল্প নেই। আমি সব সময় টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরই একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি।

MdMintuHossen692
2016-12-01, 03:03 AM
ফরেক্স এনালাইসিস তিন প্রকার ১-টেকনিক্যাল এনালাইসিস ২ ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস ফরেক্স র্মাকেটে ট্রেড করতে হলে এই তিনটি এনালাইসিস খুবই গরুপ্তপূর্ন তবে টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস ফলো ট্রেড করা উচিত।

Puja Roy
2016-12-01, 11:56 AM
ফরেক্স ব্যবসায় ক্টহিন ও তেম্ন না আর সহজ ও তেমন না। তবে ফরেক্স ব্যবসায় করতে গেলে অনেক ধরনের এনালাইসিস করতে হয় তার মধ্যে ফাণ্ডামেন্টাল এনালাইসিস আর টেকনিকাল এনালাইসিস। তবে এই ২ টা এর মধ্যে টেকনিকাল এনালাইসিস টা বেশি ভাল।

ONLINE IT
2016-12-01, 01:03 PM
ফরেক্স করতে হলে আপনাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল উভয় এ্যানালাইসিসই করতে হবে। যদি আপনি ফরেক্স মার্কেটে সফল হতে চান। অনেক সময় দেখা যায় যে টেকনিক্যাল এ্যানালাইসিসে আপনাকে বাই করতে বলছে। কিন্তু সেই একই মুহুর্তে সেই কারেন্সির বড় ধরনের কোন নিউজ রয়েছে। যা আপনি লক্ষ করেননি। আপনি বাই করে বসে আসেন। নিউজ খারাপ হল। তখন কি হবে। আপনার ট্রেডটি লসে চলে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে কি করনে আপনার লস হয়েছে। তখন আপনার এ্যানালাইসিসের প্রতি আগ্রহ হারিয়ে যাবে। তাই উভয় ধরনেরই এ্যানালাইসিস করা দরকার।

creativeifx
2016-12-01, 01:18 PM
আমরা প্রথম টেকনিক্যাল এনাল্যসিস টা করে মার্কেট এর ট্রেন্ড বের করব তার পর আমরা ডাকব আজকার দিন এ কোন কোন বিগ নিউজ আসে কিনা তার ও আমাদের ক কেয়াল রাক্তা হবে, কারন আমার মনে হয় বড় বড় নিউজ গুলু মার্কেট এর ট্রেন্ড গুরাতে পারে যা কোন দিকা।

uzzal05
2016-12-01, 04:18 PM
আসলে ফরেক্স এ তিন ধরনের এনালাইসিস রয়েছে। তিনটিই এনালাসিস ই গুরুত্তপূর্ন। এর একটা ছাড়া আরেকটি দুর্ব্অল এনালাইসিস করলে আপনি বড় ধরনের লস পরে যেতে পারেন। তাই ফাণামেন্টাল হোক টেকনীকায়ল যাই হোক আপ্অনাকে সবভ ধরনের এনালাইসিস করতে হবে।

RUBEL MIAH
2016-12-02, 02:21 PM
আমরা যদি ফরেক্স করে সফলতা অর্জন করতে চাই তাহলে একটা না একটা এ্যানালাইসিস করতেই হবে । আমরা সবচাইতে টেকনিক্যাল এ্যানালাইসিসকে গুরুত্ব দিয়ে থাকব । কেননা যে ট্রেডার যত বেশী কৌশল অবলম্বন করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সর্বদা দক্ষতার সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

nazib72
2016-12-22, 09:37 PM
ট্রেড করার জন্য কোনো এনালিসিস কে বাদ দিয়ে অন্য আর এক মাধ্যমে এনালিসিস করলে এনালিসিস সম্পুর্ন হয় না আর ট্রেড এও সফল হওয়া যায় না,ভালো ট্রেড করে সফল হতে হলে সকল দিক দিয়েই এনালিসিস সম্পুর্ন করে ট্রেড করার সীধান্ত নিতে হবে তাহলেই সফল হওয়া যাবে।

FOREX.NB
2016-12-22, 11:24 PM
ভালো ট্রেদার হওবার জন্য মার্কেট এনালিসিস খুবি প্রয়োজন। আমরা ৩ ধরনের এনালিসিস সম্পর্কে জেনেছি আর মার্কেটে ভালো করতে হলে ৩ ভাবেই আমদের এনালিসিস করতে হবে যে কন এক দিক বেশ্লেষন করে কোনো ফল পাওয়া যাবে না তাই ৩ টির সমন্ন্যে এনালিসিস করে তার পর ট্রেড ওপেন করতে হবে।

reser
2017-03-19, 02:22 PM
দুটো এনালাইসিসই গুরুত্বপূর্ন কারন ফরেক্স মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসসের কোন বিকল্প নেই। আমি সব সময় টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল দুটো অ্যানালাইসিসকে সমান গুরুত্ব দিয়ে থাকি।

Mamun13
2017-03-19, 11:08 PM
সাধারণত কোনো বিষয় নিয়ে ঝগরা করবে কিছু অনবিজ্ঞ,নতুন,পন্ডিত মার্কা ব্যাক্তিগণ৷যেমন-ছোট বেলায় ইংরেজী গল্পে পড়েছিলাম "কয়েকজন কানা'র হাতি দর্শন৷" সবাই পড়েছেন হয়তো অনেকেরই স্মরণ নাই৷যেখানে বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ তিনটি পধ্বতিতেই এনালাইসিস করে ট্রেড করছেন৷যেমন- ১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷ সবগুলোকেই গুরুত্ত্ব দিতে হবে৷ ঠিক যেন তিন পা বিশিষ্ট একটা বসার টুলের মতো৷একটা পা কম হলেই বসতে পারবেন না৷

asaa
2017-03-20, 12:08 AM
ব্যক্তিগতভাবে আমি প্রায় ২ বছর যাবৎ এই ফরেক্স মার্কেটের সাথে জড়িত আছি । তাতে অামি বুুঝতে পারলাম যে দক্ষতা ছাড়া এক পা সামনে অগ্রসার হওয়া সম্ভব নয় । যে ট্রেডারের দক্ষতা যত বেশী সে তত লাভবান বেশী । অামরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার আপনারাও চেষ্টা করেন এই ব্যবসা থেকে সফল হওয়া জন্য ।

uzzal05
2017-06-17, 09:14 PM
ফরেক্স মার্কেট আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করেও ট্রেড করতে পারেন আবার টেকনিক্যাল এনালাইসিস করেও ট্রেড করতে পারেন। ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে জরুরী বেশি। টেকনিক্যাল এনালসিস তেমন কাজ করে না। ফান্ডামেন্টাল এনালাইসিস কাজ করে ভালো।

01797733223
2017-12-20, 06:51 PM
ভাই আগে আমি যখন ট্রেড করতাম তখন ফান্ডামেন্টাল এনালাইসিস ব্যবহার করে সব কাজ করতাম। কিন্তু পরবর্তিতে আমি টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে ট্রেড করা শুরু করি এবং এটা করে বর্তমানে এখন পর্যন্ত আমি বেশ ভালই আছি। কারন এটাতে অনেক সুবিধা মনে হয় আমার এজন্য যে এখানে সাপোর্ট রিজিসটেন্সগুলো খুব সহজে খুজে বের করা এবং মার্কেটের ক্লিয়ার কনফারমেশন পাওয়ার একটা বড় সুযোগও রয়েছে বটে। তাই আমি টেকনিক্যাল এনালাইসিসকে গুরুত্বটা বেশি দেই।

Gforp
2017-12-21, 02:56 AM
অনেকেই technical analysis করেনি fundamental analysis অনেকে পছন্দ না নিউজ নিয়ে থাকেন না কারণ অনেকে অনেক দেশে থাকেন এবং অনেকেই অনেক নিউজ* সবথেকে বেশী গুরুত্ব দেয়া উচিত কিন্তু আমি জানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য কিছু সাইটের সাহায্য নিতে পারেন চলে গেলে দেখবেন অনেক newspapet করে ট্রেড করতে পারেন

expkhaled
2018-01-30, 04:57 PM
ফরেক্স মার্কেট এ যদি সত্যিই ভাল ট্রেড করতে চান তাহলে যতগুলো এনালাইসিস আছে সব গুলোকে প্রাধান্য দিতে হবে। কারন মার্কেট মুভ করে ফান্ডামেন্টাল কিছু নিউজ আছে যার জন্য। দেখা গেল অাপনি টেকনিক্যাল এনলাইসিস ভালভাবে করেছেন কিন্তু ফান্ডামেন্টাল নিউজ খেয়াল করেননি তখন যদি কোন নিউজ আসে এবং আপনার ট্রেড এর বিপক্ষে যায় তাহলে আপনার পুরো লস। সুতরাং আপনার সব গুলো এনালাইসিস মিলেই একটি সফল ট্রেড সিস্টেম হতে পারে।

Mahidul84
2018-01-30, 05:43 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে চাইলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস দুটোই গুরুত্বসহকারে দেখতে হবে। কেননা একটিকে বাদ দিয়ে অন্যটিকে বেশি প্রাধান্য দিলে আপনি কখনও ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হতে পারবেন না। এজন্য আমি মনে করি দুটোকে ভালভাবে আয়ত্ব করতে হবে। যখন আপনি ভালভাবে নিজের মধ্যে ফরেক্স সম্পর্কে এনালাইসিসগুলো সঠিকভাবে আয়ত্ব করতে পারবেন তখন আপনি অবশ্যই এই মার্কেটে একজন ভাল ট্রেডার হতে পারবেন।

Grimm
2018-02-05, 11:10 PM
আমি সবসময় টেকনিক্যাল এনালাইসিস কে প্রাধান্য দেই। কারণ এর জন্য বেশি একটা পরিশ্রম করতে হয় না। তাছাড়া ফান্ডামেন্টাল এনালাইসিস করতে গেলে অনেক জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। যেহেতু আমার বেশি জ্ঞান ও অভিজ্ঞতা নেই তাই আমি মনে করি আমার টেকনিক্যাল এনালাইসিসের ভিত্তিতেই ট্রেড করা উচিত, আর আমি খুব সহজেই এই এনালাইসিসে ভাল পরিমাণ মুনাফা করতে পারি।

iloveyou
2018-02-06, 11:23 AM
ফরেক্স মার্কেটে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের এনালাইসিস হলো টেকনিক্যাল এনালাইসিস। এই এনালাইসিসে একটাই বেশি ঝামেলাপূর্ণ ও কষ্টকর কাজ সেটা হলো আপনাকে একি কাজ বার বার করতে হবে, এনালাইসিসে একটু গড়মিল হলো পুনরায় সেটা করতে হবে। প্রত্যেকটা ট্রেডের জন্য আবার সবকিছু নতুন ভাবে সাপোর্ট এবং রিজিসট্যান্স গুলো আঁকতে বা টানতে হবে। তবে একটু কষ্ট না করলে তো আর হয়না, সাফল্য তো আর এমনিতে আসবে না, তাই বলতে পারি এই কাজের মধ্যে অনেক আনন্দ আছে বটে।

Mahidul84
2018-02-06, 07:25 PM
আমি মনে করি এই মার্কেট থেকে ভাল আয়ের কথা চিন্তা করতে হলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল দুটো বিষয়ে গুরুত্বসহকারে এনালাইসিস করতে হবে। কারণ দুটো দুই জিনিস টেকনিক্যাল বিষয়টি হচ্ছে আপনার ট্রেডিং কৌশল পরিচালনার জন্য বিভিন্ন ধরনের কৌশলগুলো সম্পর্কে দক্ষতা অর্জন করা আর ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে এই মার্কেটের বিভিন্ন পেয়ার সম্পর্কে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এছাড়াও উক্ত পেয়ারের দেশের উপর ভিত্তি করে যে সব নিউজ প্রকাশিত হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস এর কাজ। কাজেই দুটো দুই ধরনের কাজ করবে তাই আপনাকে অবশ্যই দুটো সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে। তা না হলে আপনি কখনও এই মার্কেট হতে ভাল আয় করতে পারবেন না।

Hredy
2020-03-08, 03:24 PM
অনেক ট্রেডাররা বেশির ভাগ যে সমস্যায় ভোগে তাহলো ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল ফলো করে ট্রেড করবে। ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল অনুযায়ী মার্কেট চেঞ্জ হয়ে যায়। যখন বড় কোন নিউজ রিলিজ হয় তখন মার্কেট চেঞ্জ হয়ে যায়।

KAZIMAJHARULISLAM
2020-03-08, 06:44 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে খুব ভাল প্রফিট করার জন্য ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস দুটোই খুবই গুরুত্বপূর্ণ।শুধ তাই নয় এদের সাথে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার প্রয়োজন হয়।তবে অনেকেই আছে যারা শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস করে ফরেক্স মার্কেটের ট্রেডিং করে থাকে। তেমনি আবার অনেকেই আছে যারা শুধুমাত্র ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর নির্ভর করে থাকে। তবে আমার মতে খুব ভাল প্রফিট পেতে চাইলে ফান্ডামেন্টাল এনালাইসিস এর পাশাপাশি টেকনিক্যাল এনালাইসিস করা জরুরি। সাধারণত তারাই টেকনিক্যাল এনালাইসিস বেশি করে থাকে যাদের অ্যানালাইসিস করার জন্য পর্যাপ্ত সময় থাকেনা।কিন্তু যদি আপনার পর্যাপ্ত সময় থাকে তাহলে কোন ট্রেড ওপেন করার পর অবশ্যই খুব ভালোভাবে ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করুন।তাহলে লসহয়ার সম্ভাবনা যেমন কম থাকবে তেমনি খুব ভাল প্রফিট সহকারে ট্রেডগুলো ক্লোজ করতে পারবেন।

Suriya Sultana Hira
2020-03-08, 07:02 PM
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা এবং স্বাধীন ব্যবসা । ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হলে আমাদের অবশ্যই ফরেক্স মার্কেটের রুলস মেনে চলতে হবে এবং এনালাইসিস পদ্ধতি ও মেনে চলতে হবে । সাধারণত তিন ধরনের এনালাইসিস পদ্ধতি দেখতে পাই আমরা ।
★ টেকনিক্যাল এনালাইসিস পদ্ধতি ।
★ ফান্ডামেন্টাল এনালাইসিস পদ্ধতি ।
★ সেন্টিমেন্টাল এনালাইসিস পদ্ধতি ।
এই তিন ধরনের এনালাইসিস পদ্ধতির উপরই আমাদের ভালো দক্ষতা অর্জন করতে হবে । তবে টেকনিক্যাল এনালাইসিস পদ্ধতি যদি ভালোভাবে শেখা যায় তাহলে ও আমরা ফরেক্স মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবো,,, ধন্যবাদ ।

Hredy
2020-04-23, 04:24 PM
অনেক ট্রেডাররা বেশির ভাগ যে সমস্যায় ভোগে তাহলো ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল ফলো করে ট্রেড করবে। ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল অনুযায়ী মার্কেট চেঞ্জ হয়ে যায়। যখন বড় কোন নিউজ রিলিজ হয় তখন মার্কেট চেঞ্জ হয়ে যায়

Kane
2020-04-23, 04:29 PM
ফরেক্স ব্যবসা খুব সহজ না আবার খুব কঠিন
ব্যবসা না । তাই ফরেক্স ব্যবসা করতে হলে
অনেক ধরনের এনালাইসিস করা লাগে ।
তাই অনেকে টেকনিক্যাল এনালাইসিস
করে আবার অনেকে ফান্ডামেন্টাল
এনালাইসিস করে । কিন্তু টেকনিক্যাল
অনেক ভাল ফান্ডামেন্টাল এনালসিসিস
এর থেকে ও ।

HASIBURRAHMAN
2020-05-24, 04:24 AM
ফারাক্কা সফলতার জন্য টেকনিক্যাল ফান্ডামেন্টাল এনালাইসিস এর প্রয়োজন হয়। একটিকে বাদ দিয়ে অপরটিটি পূর্ণতা পায় না।

FATEMAKHATUN
2020-05-24, 04:28 AM
টেকনিক্যাল এনালাইসিস করে মার্কেট সম্পর্কে যথেষ্ট ধারণা পাওয়া সম্ভব। তবে সফলতা জন্য বিভিন্ন আপকামিং নিউজগুলো ও এনালাইসিস করা জরুরি।

uzzal05
2020-05-28, 03:49 PM
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস ই জরুরী। একটি ছাড়া আরেকটি দুর্বল। আপনি যদি টেকনিক্যাল ট্রেডার হোন তাহলে আপনাকে সেই সাথে অবশ্যই ফান্ডামেন্টাল এর বিষয়টা লক্ষ্য রাখতে হবে। শুধু একটি এনালাইসিস এর উপর নির্ভর করে ট্রেড করা যায় না।

Hredy
2020-05-28, 04:04 PM
আমি প্রায় ২ বছর যাবৎ এই ফরেক্স মার্কেটের সাথে জড়িত আছি । তাতে অামি বুুঝতে পারলাম যে দক্ষতা ছাড়া এক পা সামনে অগ্রসার হওয়া সম্ভব নয় । যে ট্রেডারের দক্ষতা যত বেশী সে তত লাভবান বেশী । অামরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার আপনারাও চেষ্টা করেন এই ব্যবসা থেকে সফল হওয়া জন্য ।

Lubna1212
2020-05-28, 04:59 PM
ফরেক্স করতে আপনাকে বিশেষজ্ঞ এবং বড় উভয় পরীক্ষা করতে হবে। আপনি যে ফরেক্স বিজ্ঞাপনে জয়লাভ করতে হবে সেই ইভেন্টে। এটি নিয়মিতভাবে লক্ষ্য করা যায় যে বিশেষায়িত তদন্ত আপনার ক্রয়ের অনুরোধ করছে। এবং এখনও সেই নগদে কোনও বড় সংবাদ নেই। যা আপনি নোট করেননি। আপনি বিদায় নিচে। খবরটি ভয়াবহ। এই মুহুর্তে কি হবে। আপনার বিনিময় নষ্ট হবে। আপনি কি করছেন তা বুঝতে পারছেন না। সেই সময়ে আপনি আপনার তদন্তের জন্য উত্সাহ হারাবেন will সুতরাং দুই ধরণের তদন্ত শেষ করা উচিত।

souravkumarhazra6763
2020-05-28, 05:07 PM
ফরেক্স মার্কেট এ ৩ ধরনের এন্যালাইসিস করে ট্রেড করা হয়,তার ভিতর জনপ্রিয় এন্যালাইসিস হলো টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এন্যালাইসিস,প্রতে ট্রেডার এর উচিত এই দুই টার সমন্বয়ে ট্রেড করা,যদি এক জন ট্রেডার টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এর উপর বেস করে এন্ট্রি নেই,তাহলে তার এন্ট্রি তে লস খুব কম হয়ে থাকে,আমার কাছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এন্যালাইসিস ২ টাই সমান গুরুত্ব।

rakib.r
2020-05-28, 07:56 PM
কিছু হলেই দেখা যায় ফরেক্স ট্রেডারদের মধ্যে ঝগড়া বেঁধে যায় যে টেকনিক্যাল অ্যানালাইসিস বেশি কার্যকরী নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তা নিয়ে। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তাদের ২ চোখের বিষ। আবার যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন, তাদের মতে টেকনিক্যাল অ্যানালিস্টরা মার্কেটের কিছুই না বুঝে কতিপয় ইন্ডিকেটর-হাবিজাবি দেখে ট্রেড করেন। সম্প্রতি ফেসবুকেও কয়েকজনের মধ্যে বাক-বিতন্ডা বেঁধে গেলো এই বিষয় নিয়ে। তাই অনেকেই জানতে চাইলেন আসলেই কোনটি বেশি কার্যকর এবং কোন অ্যানালাইসিস করা উচিত।

আমি আমার ট্রেডিং অভিজ্ঞতা থেকে বলতে চাই যে এনালাইজ যে তিন টা আছে, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্টাল সবার জন্য এই তিনটার তিন টাই দরকার । একটা কে বাদ দিয়ে অন্য টার উপর শুধু ডিপেন্ড করা যাবে না। এনালাইজ ঠিকাছে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট বুঝলেন না আপনি সেই ট্রেড থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন না। অনেকে বলে থাকে যে সব ট্রেড প্রফিটে যায় না আসলেও তাই কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ট্রেড প্রফিটে নেয়ার ট্রাই করবো না

FREEDOM
2020-07-29, 12:41 AM
ফরেক্স করতে হলে আপনাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল উভয় এ্যানালাইসিসই করতে হবে। যদি আপনি ফরেক্স মার্কেটে সফল হতে চান। অনেক সময় দেখা যায় যে টেকনিক্যাল এ্যানালাইসিসে আপনাকে বাই করতে বলছে। কিন্তু সেই একই মুহুর্তে সেই কারেন্সির বড় ধরনের কোন নিউজ রয়েছে। যা আপনি লক্ষ করেননি। আপনি বাই করে বসে আসেন। নিউজ খারাপ হল। তখন কি হবে। আপনার ট্রেডটি লসে চলে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে কি করনে আপনার লস হয়েছে। তখন আপনার এ্যানালাইসিসের প্রতি আগ্রহ হারিয়ে যাবে। তাই উভয় ধরনেরই এ্যানালাইসিস করা দরকার।

NEWVISION2020
2020-07-29, 03:22 AM
ফরেক্স মার্কেট থেকে খুব ভাল প্রফিট করার লক্ষ্যে একজন ট্রেডার কে ফান্ডামেন্টাল এনালাইসিস,টেকনিক্ াল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার প্রয়োজন হয়। তবে যে সকল ট্রেডাররা এনালাইসিস করার জন্য অনেক বেশি সময় পায়না অর্থাৎ খুবই অল্প সময়ের মাধ্যমে এনালাইসিস কমপ্লিট করে ট্রেডিং করে থাকে তারা অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস কে গুরুত্ব দিয়ে থাকে। কারণ ফান্ডামেন্টাল এনালাইসিস করার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। অন্যদিকে যেসকল ট্রেডার প্রচুর সময় দিয়ে এনালাইসিস করার পরে ট্রেডিং করে থাকে তারা টেকনিক্যালের থেকে ফান্ডামেন্টাল এনালাইসিস কে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং তাদের মতে ফান্ডামেন্টাল এনালাইসিস করার মাধ্যমে একটি দেশের বর্তমান মুদ্রা বাজারের সাপেক্ষে ভবিষ্যতের অবস্থা বুঝতে অনেক বেশি সহজ বলে মনে হয়। *তবে আমি পেশায় একজন চাকরিজীবী হওয়ায় পর্যাপ্ত সময় না থাকার কারণে চেষ্টা করি শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেডিং করার জন্য। আপনার যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে বলব আপনি ফান্ডামেন্টাল এর পাশাপাশি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেডিং করতে পারেন সেক্ষেত্রে যেমন আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে তেমনি খুব ভাল প্রফিট করতে পারবেন।

muslima
2020-08-08, 01:13 AM
টেকনিক্যাল এনলাইসিস ভালভাবে করেছেন কিন্তু ফান্ডামেন্টাল নিউজ খেয়াল করেননি তখন যদি কোন নিউজ আসে এবং আপনার ট্রেড এর বিপক্ষে যায় তাহলে আপনার পুরো লস। সুতরাং আপনার সব গুলো এনালাইসিস মিলেই একটি সফল ট্রেড সিস্টেম হতে পারে। আমরা সবচাইতে টেকনিক্যাল এ্যানালাইসিসকে গুরুত্ব দিয়ে থাকব । কেননা যে ট্রেডার যত বেশী কৌশল অবলম্বন করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সর্বদা দক্ষতার সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

konok
2020-08-15, 01:01 PM
যদি ফরেক্স করে সফলতা অর্জন করতে চাই তাহলে একটা না একটা এ্যানালাইসিস করতেই হবে । আমরা সবচাইতে টেকনিক্যাল এ্যানালাইসিসকে গুরুত্ব দিয়ে থাকব । ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল অনুযায়ী মার্কেট চেঞ্জ হয়ে যায়। যখন বড় কোন নিউজ রিলিজ হয় তখন মার্কেট চেঞ্জ হয়ে যায়।

Starship
2020-08-15, 01:37 PM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুটি এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ট্রেডিং প্লাটফর্ম এর ক্যান্ডেল পর্যালোচনা করি, তখন বিশেষ নজর রাখা হয় বিগত এক ঘন্টা বা পাঁচ মিনিট বা দশ মিনিটে স্কেন্ডেল সর্বোচ্চ কত উঠেছিল এবং কত নিয়েছিল তা নিয়ে বিশ্লেষণ করা। এই ধরনের অ্যানালাইসিসের হলো টেকনিক্যাল এনালাইসিস।

ফান্ডামেন্টাল এনালাইসিস হল আমরা বিভিন্ন ধরনের পেয়ার এর উপর ভিত্তি করে উক্ত দেশে রাজনীতি, অর্থনীতি অবস্থা ও সামাজিক অবস্থা সম্পর্কে ধারণা নিয়ে যে এনালাইসিস করা হয় সেটাই ফান্ডামেন্টাল এনালাইসিস।

Soh1952
2020-08-15, 01:55 PM
ফরেক্স করে সফলতা অর্জন করতে চাই তাহলে একটা না একটা এ্যানালাইসিস করতেই হবে । আমরা সবচাইতে টেকনিক্যাল এ্যানালাইসিসকে গুরুত্ব দিয়ে থাকব । কেননা যে ট্রেডার যত বেশী কৌশল অবলম্বন করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । কারন এটাতে অনেক সুবিধা মনে হয় আমার এজন্য যে এখানে সাপোর্ট রিজিসটেন্সগুলো খুব সহজে খুজে বের করা এবং মার্কেটের ক্লিয়ার কনফারমেশন পাওয়ার একটা বড় সুযোগও রয়েছে বটে। তাই আমি টেকনিক্যাল এনালাইসিসকে গুরুত্বটা বেশি দেই।

milu
2020-08-15, 07:45 PM
ফরেক্স মার্কেট এ যদি সত্যিই ভাল ট্রেড করতে চান তাহলে যতগুলো এনালাইসিস আছে সব গুলোকে প্রাধান্য দিতে হবে। কারন মার্কেট মুভ করে ফান্ডামেন্টাল কিছু নিউজ আছে যার জন্য। দেখা গেল অাপনি টেকনিক্যাল এনলাইসিস ভালভাবে করেছেন কিন্তু ফান্ডামেন্টাল নিউজ খেয়াল করেননি তখন যদি কোন নিউজ আসে এবং আপনার ট্রেড এর বিপক্ষে যায় তাহলে আপনার পুরো লস।যেহেতু আমার বেশি জ্ঞান ও অভিজ্ঞতা নেই তাই আমি মনে করি আমার টেকনিক্যাল এনালাইসিসের ভিত্তিতেই ট্রেড করা উচিত, আর আমি খুব সহজেই এই এনালাইসিসে ভাল পরিমাণ মুনাফা করতে পারি।

jimislam
2020-09-05, 10:13 AM
আমরা যদি ফরেক্স করে সফলতা অর্জন করতে চাই তাহলে একটা না একটা এ্যানালাইসিস করতেই হবে । আমরা সবচাইতে টেকনিক্যাল এ্যানালাইসিসকে গুরুত্ব দিয়ে থাকব । কেননা যে ট্রেডার যত বেশী কৌশল অবলম্বন করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সর্বদা দক্ষতার সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Md.shohag
2020-09-05, 10:27 AM
ফরেক্স ব্যবসা করতে হলে অনেক ধরনের এনালাইসিস করা লাগে।ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিসের কোন বিকল্প নেই এতে করে মার্কেট মুভমেন্ট বুঝে ট্রেড করা যায় এবং ভাল প্রফিট লাভ করা সম্ভাব হয়। ফরেক্স মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসসের কোন বিকল্প নেই। আমি সব সময় টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরই একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি।

EmonFX
2020-09-05, 12:12 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে দুটোর গুরুত্বই অপরিশীম। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে মার্কেট এনালাইসিস খুবই গুরুত্বপুর্ন। একটি বাদ দিয়ে অন্যটি অসম্পুর্ন। ফরেক্স মার্কেটে তিন ধরেনের এনালাইসিস আছে, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। তবে আমি ফান্ডামেন্টাল এনালাইসিসকে একটু এগিয়ে রাখবো। ফান্ডামেন্টাল এনালাইসিস একটু বেশি গুরুত্ব বহন করে। অনেক সময় দেখা যায় টেকনিক্যাল এনালাইসিস আপনাকে বাই নিতে বলছে কিন্ত একই সময় ফান্ডামেন্টাল এনালাইসিস বলছে তার বিপরীত কথা। তাই বলা যায় যদি দুটোর সংমিশ্রন ঘটিয়ে ট্রেড নেয়া যায় সেটাই হবে বেস্ট পন্থা। সবথেকে বড় কথা হলো আপনি যখন ফরেক্সে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন আপনা আপনিই ভালো ট্রেড নিতে পারবেন।

sss21
2020-09-13, 10:32 PM
আমরা যদি ফরেক্স করে সফলতা অর্জন করতে চাই তাহলে একটা না একটা এ্যানালাইসিস করতেই হবে । আমরা সবচাইতে টেকনিক্যাল এ্যানালাইসিসকে গুরুত্ব দিয়ে থাকব । কেননা যে ট্রেডার যত বেশী কৌশল অবলম্বন করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সর্বদা দক্ষতার সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

ABDUSSALAM2020
2020-09-13, 10:34 PM
টেকনিক্যাল না ফান্ডামেন্টাল ভাবে কাজ করলে ফরেক্স থেকে সফলতা আসে আপনাকে ফরেক্সের অনলাইনে মাধ্যমে যে কাজগুলো ব্যবসাগুলো মার্কেটের সকল বিষয়ে আপনাকে টেকনিক্যাল ভাবে কাজ করতে হবে এবং আপনি নির্দিষ্ট কোন ভাবে যে বিনিয়োগের উপর কাজ করে যাবেন এবং তাকে নির্দিষ্ট কাজের উপর ধারাবাহিকতায় সাথে আপনাকে কাজ করতে হবে তাকে ফান্ডামেন্টাল তবে একজন ফেসবুকার জন্য টেকনিক্যাল ফান্ডামেন্টাল কাজে রয়েছে তবে তাকে নির্দিষ্ট পরিমাণ ভাবে কাজ করে সফলতা অর্জন করতে হবে হিসেবে তাকে নির্দেশনা অনুযায়ী কাজ করে যেতে হবে সফলতার জন্য।

Sid
2020-09-14, 05:41 PM
অনেক ট্রেডাররা বেশির ভাগ যে সমস্যায় ভোগে তাহলো ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল ফলো করে ট্রেড করবে। ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল অনুযায়ী মার্কেট চেঞ্জ হয়ে যায়। যখন বড় কোন নিউজ রিলিজ হয় তখন মার্কেট চেঞ্জ হয়ে যায়।

tutul07
2020-09-15, 11:48 AM
যদি আপনার পর্যাপ্ত সময় থাকে তাহলে কোন ট্রেড ওপেন করার পর অবশ্যই খুব ভালোভাবে ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করুন।তাহলে লসহয়ার সম্ভাবনা যেমন কম থাকবেতাই বলা যায় যদি দুটোর সংমিশ্রন ঘটিয়ে ট্রেড নেয়া যায় সেটাই হবে বেস্ট পন্থা। সবথেকে বড় কথা হলো আপনি যখন ফরেক্সে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন আপনা আপনিই ভালো ট্রেড নিতে পারবেন।

FRK75
2020-09-15, 02:12 PM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে চাইলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস দুটোই গুরুত্বসহকারে দেখতে হবে। কেননা একটিকে বাদ দিয়ে অন্যটিকে বেশি প্রাধান্য দিলে আপনি কখনও ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হতে পারবেন না। এজন্য আমি মনে করি দুটোকে ভালভাবে আয়ত্ব করতে হবে। যখন আপনি ভালভাবে নিজের মধ্যে ফরেক্স সম্পর্কে এনালাইসিসগুলো সঠিকভাবে আয়ত্ব করতে পারবেন তখন আপনি অবশ্যই এই মার্কেটে একজন ভাল ট্রেডার হতে পারবেন
কিন্তু টেকনিক্যাল
অনেক ভাল ফান্ডামেন্টাল এনালসিসিস
এর থেকে ও ।

samun
2020-09-16, 05:30 AM
ট্রেডার হিসেবে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তার প্রেখিতে বলছি, যে এনালাইজ যে তিন টা আছে, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্টাল সবার জন্য এই তিনটার তিন টাই দরকার । একটা কে বাদ দিয়ে অন্য টার উপর শুধু ডিপেন্ড করা যাবে না। এনালাইজ ঠিকাছে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট বুঝলেন না আপনি সেই ট্রেড থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন না। অনেকে বলে থাকে যে সব ট্রেড প্রফিটে যায় না আসলেও তাই কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ট্রেড প্রফিটে নেয়ার ট্রাই করবো না।

FRK75
2021-07-17, 12:20 PM
ফরেক্স করে সফলতা অর্জন করতে চাই তাহলে একটা না একটা এ্যানালাইসিস করতেই হবে । আমরা সবচাইতে টেকনিক্যাল এ্যানালাইসিসকে গুরুত্ব দিয়ে থাকব । কেননা যে ট্রেডার যত বেশী কৌশল অবলম্বন করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সর্বদা দক্ষতার সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Smd
2021-10-18, 11:34 AM
আমরা যখন ট্রেডিং প্লাটফর্ম এর ক্যান্ডেল পর্যালোচনা করি, তখন বিশেষ নজর রাখা হয় বিগত এক ঘন্টা বা পাঁচ মিনিট বা দশ মিনিটে স্কেন্ডেল সর্বোচ্চ কত উঠেছিল এবং কত নিয়েছিল তা নিয়ে বিশ্লেষণ করা। এই ধরনের অ্যানালাইসিসের হলো টেকনিক্যাল এনালাইসিস। আমরা সবচাইতে টেকনিক্যাল এ্যানালাইসিসকে গুরুত্ব দিয়ে থাকব । কেননা যে ট্রেডার যত বেশী কৌশল অবলম্বন করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সর্বদা দক্ষতার সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব।

FRK75
2021-11-21, 02:39 PM
যদি সত্যিই ভাল ট্রেড করতে চান তাহলে যতগুলো এনালাইসিস আছে সব গুলোকে প্রাধান্য দিতে হবে। কারন মার্কেট মুভ করে ফান্ডামেন্টাল কিছু নিউজ আছে যার জন্য। দেখা গেল অাপনি টেকনিক্যাল এনলাইসিস ভালভাবে করেছেন কিন্তু ফান্ডামেন্টাল নিউজ খেয়াল করেননি তখন যদি কোন নিউজ আসে এবং আপনার ট্রেড এর বিপক্ষে যায় তাহলে আপনার পুরো লস। সুতরাং আপনার সব গুলো এনালাইসিস মিলেই একটি সফল ট্রেড সিস্টেম হতে পারে।