PDA

View Full Version : হোলী গ্রেইল কি? ফরেক্সে হোলী গ্রেইলের অস্ö



HasanXM
2016-08-27, 11:20 PM
ফরেক্স ট্রেড করেন অথচ হোলী গ্রেইলের নাম শুনেননি এরকম মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে। শুধু ফরেক্স ট্রেডার নয়, পুরো দুনিয়াব্যাপী সবাই ছুটছে এই হোলী গ্রেইলের পেছনে। কিন্তু কি এই হোলী গ্রেইল?

abdulguffer
2016-08-28, 12:17 AM
ফরেক্স মার্কেটে নতুনরা সবাই হোলি গ্রেইল এর পিছনে ছোটে। একটার পর একটা সিস্টেমের টেস্ট ও পরিবর্তন করতে থাকে । কোন সিস্টেম তাকে বেশি প্রফিট দিবে তা খুজতে থাকে । ফরেক্স এ কোনো সিস্টেমই আপনাকে কন্টিনিউ প্রফিট এনে দিতে পারে না । আসলে ফরেক্স এ হোলি গ্রেইল বলে কিছু নেই ।

uzzal05
2016-08-28, 09:28 AM
ফরেক্স এ হোলি গ্রেইল বলতে কিছু নেই। কিন্তু হোলী গ্রেইল এর পিছনে মানুষ ছুটছে। সারাজীবন এর পিছনে ছুটলেও কাজ হবে না। ফরেক্স এ লাভ এবং লস দুটই আছে। এখানে শুধু লাভ হয় তা কিন্তু নয়। এখানে গড়ে লাভ এবং লস হয়। শুধু লাভ এর চিন্তা করলে লাভ করা সম্ভব না।

mithunsarkar
2016-12-01, 12:19 AM
আসলে শুধু নিউজ দেখে কখনও ট্রেড করা ঠিক না। নিউজ পাবলিশ হবার পর ২-৪ মিনিত পর ট্রেড করা সবচেয়ে ভাল। কারন নিউজ পাবলিশ হবার সাথে সাথে মার্কেট কিছুটা অনাকাঙ্গিত আচরন করে, তাই একটু পর ট্রেড করলে হয়ত আপনি কয়ক পিপ স কম লাভ করবেন কিন্তু ক্ষতির হাট থেকে বাছতে পারবেন। আমি এভাবেই ট্রেড করি, তাতে ৯৯% সফল।

ONLINE IT
2016-12-01, 02:19 PM
অনেকেই হোলী গ্রেইলের এর কথা শুনে থাকবেন। আর যারা ফরেক্স করেন তারা এর সাথে অনেক বেশি পরিচিত। আসলে অনেকেই ফরেক্স কে হোলী গ্রেইল বলে থাকে। তাদের ধারনা ভুল। ফরেক্স কোন হোলী গ্রেইল নয়। এখানে কষ্ট করে আয় করতে হয়। আর একটু ভুল হলে আপনি আপনি সব বিনিয়োগ হারিয়ে ফেলবেন। তাই ফরেক্স কে হোলী গ্রেইল মনে করে এর পিছনে ছুটবেন না।

uzzal05
2016-12-01, 03:51 PM
আসলে হলি গ্রেইল বলতে ফরেক্স এ কিছু নেই। এখানে কোন কিছুই হ্লই গ্রেইল নেই। এখানে লাভ এবং লস মিলে প্রফইট এ থাকতে হয়। হলি গ্রেইল বলতে বুঝায় এখানে কোন লস এর কারবার নেই। শুধু লাভ আর লাভ। তাই সবাই এই হলি গ্রেইল এর পিছনে ছুটে।

maziz6989
2017-06-26, 10:04 PM
এই বস্তু কম খুজি নি। আজও খুজছি। কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই নগন্য মনে হচ্ছে। তবে অনেকেই সাহস দিচ্ছেন পাব বলে । এক একবার ইচ্ছা হয় ভরসা রাখি। আবার পরক্ষনেই মনে হয় এও কি সম্ভব। ক্যামনে কী। তবে চেষ্টা অব্যাহত থাকবে একটা ফয়সালা না হওয়া পযন্ত।

Mamun13
2017-06-27, 01:41 PM
"হোলি-গ্রেইল" বলতে আলাদিনের চেরাগ বোঝায় যাতে ঘষা দিলেই বিশালাকার দৈত্য বের হয়ে বলবে-হুকুম করুন মালিক,কত ডলার আপনার লাগবে,এখোনিই নিয়ে আসছি৷যা কল্প-কাহিনী,সুখের স্বপ্ন৷অথচ আমি বলবো,আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে হোলি গ্রেইল পাবেন দীর্ঘদিন কষ্ট করার পর৷নিয়মিত প্রফিট করার জন্য সঠিক স্ট্র্যাটেজী-ই হলো ফরেক্স মার্কেটের হোলি গ্রেইল৷অনেক লেখাপড়া করে,অনেক কষ্ট করে,ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং যদি ভালো ভাবে শিখতে পারেন তাহলে এই হোলি গ্রেইল আপনার হাতেই থাকবে৷

samun
2021-07-18, 09:13 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন তাই এ বিষয়ে সম্পর্কে আমার কোন ধারণা অভিজ্ঞতা নেই এবং যদি সম্পর্কে আরো ব্যাপকভাবে বিস্তৃত হবে কেউ পোস্ট করে তাহলে হয়তো ভালোভাবে জানতে পারবো