PDA

View Full Version : নতুন নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করতে কি ল



HasanXM
2016-08-28, 11:55 AM
নেটেলার বাংলাদেশে শুধুমাত্র এখন পাসপোর্ট দিয়েই অ্যাকাউন্ট ভেরিফাই করে। আপনার মেশিন রিডেবল পাসপোর্ট থাকলে ভেরিফাই করতে আর কিছু লাগবে না। বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডে expiry date না থাকায় তারা তা গ্রহন করে না। তবে অনেকেই ন্যাশনাল আইডি কার্ড এবং হাতে লেখা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে সক্ষম হয়েছেন। কখনও কখনও তারা এই ডকুমেন্টস গুলো দিয়ে ভেরিফাই করে, কখনও কখনও করে না। তাই আপনার মেশিন রিডেবল পাসপোর্ট না থাকলে, কিন্তু নেটেলার অ্যাকাউন্ট খুব জরুরী হলে এই ডকুমেন্টগুলো জমা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।

tarekbsl101
2016-10-06, 09:14 PM
আমার টা তো নশনাল আইডি কাড ও ব্যংক স্টেটমেণ্ট এ ভেরিফাই নিছে আপনি দেখতে পারেন

md mehedi hasan
2016-11-03, 04:03 PM
নিটলার একাউন্ট ভেরিফাই করার জন্য ন্যাশনাল আইডি কার্ড বা পার্সপোর্ট লাগে।তবে নিটলার একাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে পথমে নূনতম কিছু ডলার ডিপোজিট করতে হবে।তারপর আপনার ভেরিফাই অপসন আসবে এবং সেখানে আপনার পার্সপোর্ট বা ন্যাশনাল আইডিকার্ড আপলোড করলেই একাউন্ট ভেরিফাই হবে।

Hassan Raja
2016-12-07, 12:05 AM
নেটেলার একাউন্ট ফেরিফাই করার জন্য নেটেলার একাউন্টে আপনার সর্বনিম্ন ৫ ডলার জমা রাখতে হবে। যেটার আপনার একাউন্ট তৈরীর পর আপানার কোন পরিচিত বন্দুর কাছ থেকে নিতে পারবেন। আর নেটেলার ফেরিফাই করার জন্য আপনি আপনার পাসর্পোট দিয়ে করতে পারেন । যদি পাসর্পোট না থাকে তবে আপনার আইডি দিয়ে চেষ্টা করবেন তাতে না হলে আপনার ব্যাংক ষ্টেটমেন্ট দিয়ে দেখেন আশাকরি আপনার একাউন্ট ভেরিফাই হবে।

RUBEL MIAH
2016-12-12, 06:41 PM
নতুন নেটেলার এ্যাকাউন্ট ভেরিফাই করতে এ্যাকান্টের ফোন পাসওয়ার্ড দরকার , এ্যাকাউন্ট নম্বর দরকার এবং ব্যাংক স্টেটমেন্ট হলেও চলে । অতএব আমরা যারা এখনো নেটেলার এ্যাকাউন্ট ভেরিফাই করে নেই নি তারা অতি তাড়া তাড়ি নেটেলার এ্যাকাউন্ট ভেরিফাই করে নিব । তাহলে আমাদের অার কোন সমস্যা হবে না ।

msisohel
2016-12-13, 11:57 PM
নেটেলার হিসাব খুলতে ন্যুনতম কত ডলার লাগে জানাবেন প্লিজ।

riponinsta
2016-12-15, 03:56 PM
নতুন নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করতে আইডি কাড আর ব্যাংক এর স্তাত্মেন্ত লাগে । আমি মনে করি নতুন নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করে তার পর ডলার ধুকান উচিত তা হলে আপনি নিরাপদ থাকবেন । বরতমান সময় এ নতুন নেটেলার অ্যাকাউন্ট ভেরিফাই করা অনেক সহজ আর বাবাহার করাও সহজ এই সময় এ এতি অনেক জনপিও ।

Momen
2017-07-24, 08:43 AM
নেটেলার একাউন্ট ভেরিফাই করতে মূলত বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড হলেই চলে। তবে দেখা যায় অনেক সময় আইডি কার্ড দিয়েও ভেরিফিকেশন কম্পিলিট করে না। এই জন্য আপনাকে আপনার পাসপোর্ট দিয়ে চেষ্টা করে দেখতে হবে। যদি তাতেও ভেরিফিকেশন ক্মপিলিট না করতে পারেন তাহলে নেটেলার এর হেল্প লাইন এ যোগাযোগ করুন। আশা করছি আপনি কৃতকার্য হবেন।

mahbubhb
2017-08-10, 04:28 PM
নেটেলার এ বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই হয়। তবে এ হ্মেত্রে আপনার নেটেলার একাউন্টে ডিপোজিট করার পরে আপনার নেটেলার এর ভেরিফাই অপশন আসবে। তখনই আপনি ভেরিফাই করে নিতে পারবেন। যদি না হয় তাহলে কয়েকবার চেস্টা করুন হয়ে যাবে। আর যদি মেশিন রিডেবল পাসপোর্ট থাকে তা দিয়ে করলেও হবে।